West Bengal News Live Updates: মগরায় বাড়িতে ঢুকে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ

Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 03 Nov 2024 02:47 PM
Bhai Phonta 2024: রাজ্য বিজেপি-র দফতরে ভাইফোঁটার আয়োজন

রাজ্যজুড়ে একের পর এক নারী নির্যাতনের মধ্যে ভাইফোঁটায় অভিনব ছবি বিজেপির রাজ্য দফতরে। বোনের ফোঁটা দিলেন বিজেপির যুব মোর্চার নেতা-কর্মীরা। 

Mogra News: মগরায় বাড়িতে ঢুকে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ

আর জি কর, কুলতলি, ফালাকাটা, গাইঘাটার পর এবার মগরা। বাড়িতে ঢুকে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিজেপির। 

Falakata News: বিচার চেয়ে ক্ষোভে ফুঁসছে ফালাকাটা, থমথমে নিহত শিশুকন্যার গ্রাম

বিচার চেয়ে ক্ষোভে ফুঁসছে ফালাকাটা। গতকাল দিনভর বিক্ষোভের পর আজ থমথমে নিহত শিশুকন্যার গ্রাম। এলাকায় বসেছে পুলিশ পিকেট।

Kolkata News: ক্লাব ও পুজো মণ্ডপে তাণ্ডবের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হালতুর দম্পতি

খাস কলকাতায় একের পর এক দুষ্কৃতী তাণ্ডব। বাঘাযতীনের পর কসবার হালতু, ফের আক্রান্ত প্রতিবাদী। ক্লাব ও পুজো মণ্ডপে তাণ্ডবের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দম্পতি। রাস্তায় ফেলে বেধড়ক মার দম্পতিকে। ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ । অভিযোগের পরেও থানা কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

Firhad Hakim: বোনেদের অসম্মান হলে প্রতিবাদে গর্জে উঠব, ভাইফোঁটায় বললেন ফিরহাদ হাকিম

বোনেদের অসম্মান হলে প্রতিবাদে গর্জে উঠব। ভাইফোঁটার দিন এই মন্তব্য করলেন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। এদিন নিজের পাড়ায় চেতলা অগ্রণী ক্লাবে এলাকার মহিলাদের কাছ থেকে ফোঁটা নিলেন মন্ত্রী। উপহার যেমন নিলেন, তেমনই দিলেনও। আদতে পূর্ববঙ্গের বলে তাঁর বাড়ির ফোঁটা হয় প্রতিপদে। এদিন এলাকার মহিলারা তাঁকে ফোঁটা দেন। ফিরহাদের স্মৃতিতে ভাইফোঁটা মানে পায়েস খাওয়া। এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতেও যাবেন বলে জানান মেয়র।

Potato Price: উৎসবের মরশুমে বাজারে আলুর চড়া দাম, অভিযানে নামল রাজ্য সরকারের টাস্ক ফোর্স

উৎসবের মরশুমে বাজারে আলুর চড়া দাম। ভাইফোঁটার দিনই অভিযানে নামল রাজ্য সরকারের টাস্ক ফোর্স। আলুর দাম জানতে নবান্নের নির্দেশে বাজারে বাজারে অভিযান, জানালেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। ক্রেতাদের দাবি, টাস্ক ফোর্স
সঙ্গে নিয়ে বাজার করলে দাম কমে, না হলে সবকিছুরই আগুন দাম। আলুর দাম চড়া। টাস্ক ফোর্সের প্রস্তাব, প্রত্যেক থানার OC ও পুলিশ কর্মীরা বাজারে বাজারে নজরদারি চালালে আলুর দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। 


 

Balagarh News: বলাগড়ে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, টায়ার জ্বালিয়ে অবরোধ

রাজ্যে মহিলা ও নাবালিকাদের ধর্ষণ-খুন নিয়ে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সোশাল মিডিয়ায় সরব হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই তাঁরই বিধানসভা এলাকায় নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়ার সময় ঘটনাস্থলে থাকলে অভিযুক্তের হাত-পা ভেঙে দিতাম, তাতে আমার যা হওয়ার হত, মন্তব্য বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। পুলিশ সূত্রে খবর, গতকাল নাবালিকাকে ফাঁকা বাড়িতে পেয়ে প্রতিবেশী যুবক যৌন হেনস্থা করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা মগরা থানায় অভিযোগ জানান। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। প্রতিবাদে পথে নামল বিজেপি। মগরার তালাণ্ডুর আড্ডা মোড়ে টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। পরে মগরা থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।


 

Kolkata SSKM Hospital: SSKM-এ রাতভর স্ট্রেচারে পড়ে রোগী, ২ সপ্তাহ পরে অস্ত্রোপচারের সময় দিল হাসপাতাল

SSKM-এ রাতভর স্ট্রেচারে পড়ে রোগী! বর্ধমান মেডিক্যাল থেকে পাঠানো রোগীর বেড মেলেনি SSKM-এ। শিরদাঁড়ার অস্ত্রোপচারের জন্য এসে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে স্ট্রেচারে রোগী। ২ সপ্তাহ পরে অস্ত্রোপচারের সময় দিল হাসপাতাল। 

Howrah News: হাওড়ার উলুবেড়িয়ায় বাড়িতে বিস্ফোরণ, বেআইনি বাজি মজুত ছিল বলে অভিযোগ

হাওড়ার উলুবেড়িয়ায় বাড়িতে বিস্ফোরণ। বেআইনি বাজি তৈরি করে এখানেই মজুত করা হয়েছিল বলে দাবি স্থানীয়দের। গতকাল রাত ১টা নাগাদ  উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়া গ্রামের একটি বাড়িতে বিস্ফোরণ হয়। জানলা-দরজা ভেঙে যায়, দেওয়ালে ফাটল ধরে। পাশের বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ির মালিককে আটক করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। এর আগে শুক্রবার সন্ধেয় উলুবেড়িয়ার বাজারপাড়ায় আতসবাজি নিয়ে খেলার সময়, আগুনে ঝলসে মৃত্যু হয় ৩ শিশুর। অগ্নিদগ্ধ হয়ে MR বাঙুর হাসপাতালে ভর্তি রয়েছেন এক তরুণী। পরের দিনই দেড় কিলোমিটার দূরে উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়া গ্রামে মজুত বাজিতে বিস্ফোরণের ঘটনা ঘটল। 

Nadia News: কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা থেকে বাইক আরোহী মহিলার গায়ে মদ ঢেলে দেওয়ার অভিযোগ

কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা থেকে বাইক আরোহী মহিলার গায়ে মদ ঢেলে দেওয়ার অভিযোগ উঠল ক্লাব সদস্যদের বিরুদ্ধে। প্রতিবাদ করায় মহিলা, তাঁর স্বামী ও স্বামীর বন্ধুকে মারধরের অভিযোগ। গতকাল রাতে এই নিয়ে উত্তেজনা ছড়ায় নদিয়ার শান্তিপুরেরশ্যামবাজার এলাকায়। বাইকে চড়ে স্বামীর সঙ্গে যাচ্ছিলেন মহিলা। অভিযোগ, পাশ দিয়ে যাওয়ার সময় বিসর্জনের শোভাযাত্রা থেকে মহিলার গায়ে মদ ঢেলে দেন কয়েকজন ক্লাব সদস্য। প্রতিবাদ করায় মহিলার স্বামী ও তাঁর বন্ধুকে মারধর, বাঁচাতে গেলে মহিলাও আক্রান্ত হন বলে 
অভিযোগ। মহিলা অসুস্থ বোধ করায় নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। শান্তিপুর থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা এখনও অধরা। 


 

Hooghly News: বেচারাম মান্নাকে ফোঁটা দিলেন মন্ত্রীর বোনেরা

মঙ্গল কামনায় মন্ত্রী বেচারাম মান্নাকে ফোঁটা দিলেন বোনেরা। সিঙ্গুরের রতনপুরে মন্ত্রীর নিজ বাড়িতে আজ সকালেই উপস্থিত হন বোনেরা। প্রদীপ জ্বেলে,মন্ত্রীর কপালে দধি ও চন্দনের ফোঁটা দেন বোনেরা। পাশাপাশি ধান ,দূর্বা দিয়ে মন্ত্রীকে আশীর্বাদ করেন সকলে। 

Cooch Behar News: তোলা না দেওয়ায় বুলডোজার দিয়ে দোকান ভাঙচুরের অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে

৫ লক্ষ টাকা তোলা চেয়েছেন। তা দিতে না চাওয়ায়, বুলডোজার দিয়ে দোকান ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। কোচবিহারের হাড়িভাঙা এলাকায় এমনই অভিযোগ তুললেন এক ব্যবসায়ী। যদিও পারিবারিক বিবাদ বলে পাল্টা দাবি করেছেন তৃণমূল নেতা।

Howrah News: গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত শালিমার, একের পর এক দোকান, বাড়ি ভাঙচুর

গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত শালিমার, একের পর এক দোকান, বাড়ি ভাঙচুর। ২ গোষ্ঠীর সংঘর্ষ, ইটবৃষ্টি, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল র‍্যাফ, লাঠিচার্জ। 
শালিমার স্টেশনের বাইরে ৫ নম্বর গেটে সংঘর্ষ, ভাঙচুর । শালিমার স্টেশনের বাইরে একের পর এক দোকান, বাড়ি ভাঙচুর। এলাকা দখলের লড়াইয়ে অশান্ত শালিমার, নামল র‍্যাফ। মোবাইলের দোকানে বচসা থেকে গন্ডগোল, দাবি পুলিশের। 

Baruipur News: বারুইপুরের চম্পাহাটি হাড়ালে একটি দেহ পুকুরে ভাসতে দেখে চাঞ্চল্য

বারুইপুরের চম্পাহাটি হাড়ালে একটি দেহ পুকুরে ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায়। আশেপাশে গ্রামবাসীরা জানান সকালে স্থানীয়রা বল খেলতে এসে দেখতে পায়। এর পর বারুইপুর পুলিশেকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়, এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়। মৃতের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Bhai Phonta 2024: রাজনীতিকে দূরে সরিয়ে ভাই ফোঁটার পার্বণে সামিল হয়েছেন রাজনীতিকরাও

রাজনীতিকে দূরে সরিয়ে এদিন ভাই ফোঁটার পার্বণে সামিল হয়েছেন রাজনীতিকরাও। হুগলির সিঙ্গুরের রতনপুরের বাড়িতে দিদি-বোনেদের কাছ থেকে
ভাইফোঁটা নিলেন মন্ত্রী বেচারাম মান্না। ধান-দূর্বা দিয়ে আশীর্বাদের পাশাপাশি, চলল মিষ্টিমুখ।

Kaliachak News: ফের কালিয়াচকে যুগলকে হেনস্থা, ল্যাম্পপোস্টে বেঁধে মারধরের অভিযোগ

ফের কালিয়াচকে যুগলকে হেনস্থা। ল্যাম্পপোস্টে বেঁধে মারধরের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। ভাইরাল ভিডিও। 

Awas Yojana: আবাস তালিকায় অযোগ্যদের নাম রেখে প্রকৃত প্রাপকদের বঞ্চিত করার অভিযোগে বিক্ষোভ

আবাস তালিকায় অযোগ্যদের নাম রেখে প্রকৃত প্রাপকদের বঞ্চিত করার অভিযোগ। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে সমীক্ষকরা। গতকাল মুর্শিদাবাদের হরিহরপাড়ার খিদিরপুর কলোনির জামবাগান পাড়ায় BDO অফিসের কর্মীদের ঘিরে প্রায় একঘণ্টা ধরে বিক্ষোভ চলে। গ্রামবাসীদের অভিযোগ, আবাস প্লাস যোজনায় সমীক্ষার পরেও যোগ্য প্রাপকরা বঞ্চিতই থাকছেন। উল্টোদিকে, তালিকায় নাম থাকা পাকা বাড়ির মালিকদের নাম কাটা হচ্ছে না। যোগ্য প্রাপকরা ঘর না পেলে, সমীক্ষাই করতে দেবেন বলে জানিয়ে দেন গ্রামবাসীরা। সমীক্ষক দলকে ঘিরে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। পরে BDO-র আশ্বাসে বিক্ষোভ ওঠে। 


 

Baghajatin Club Ransack: মাঝরাতে বাঘাযতীনের ক্লাবে দুষ্কৃতী-তাণ্ডব, থানায় অভিযোগ দায়ের

মাঝরাতে বাঘাযতীনের ক্লাবে দুষ্কৃতী-তাণ্ডব। অভিযোগ, ৫০ জনের বেশি দুষ্কৃতী ক্লাবে লাঠি-রড নিয়ে হামলা চালায়। ভাঙচুরে বাধা দেওয়ায় ক্লাব সদস্যদের মারধর করা হয়। কয়েকজন ক্লাব সদস্য আহত হন। ক্লাব কর্তৃপক্ষের দাবি, এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করাতেই এই হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা অধরা।

West Bengal Weather Updates: আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা

আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা পৌঁছতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। 

Gaighata News: গাইঘাটায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

গাইঘাটায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। টিউশনে যাওয়ার সময় বাইকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। ধর্ষণের অভিযোগে গ্রেফতার এলাকারই এক যুবক। অপমানে আত্মহত্যার চেষ্টা স্কুলছাত্রীর, দাবি পরিবারের। 

Anish Sarkar: ৩ বছর ৮ মাস বয়সেই বিশ্বরেকর্ড, নজির গড়ল কৈখালির অনীশ সরকার

ছোটবেলা থেকেই ঝোক ছিল দাবার প্রতি। আর মাত্র ৩ বছর ৮ মাস বয়সেই বিশ্বরেকর্ড। কনিষ্ঠতম হিসেবে ফিডে রেটিং পেয়ে গোটা বিশ্বে নজির গড়ল কৈখালির অনীশ সরকার। 

Siliguri News: দাবি মতো চাঁদা না দেওয়ায় শিলিগুড়িতে এক বৃদ্ধকে 'পিটিয়ে' খুনের অভিযোগ

দাবি মতো চাঁদা না দেওয়ায় শিলিগুড়িতে এক বৃদ্ধকে 'পিটিয়ে' খুন করার অভিযোগ করল পরিবার। পরিবারের দাবি, স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে বার বার জানানো হলেও দৌরাত্ম্য কমেনি দুষকৃতীদের। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলরের স্বামী। পুলিশের দাবি, চাঁদার নামে তোলাবাজি নয়, জুয়ার ঠেকে বিবাদের জেরেই ঘটেছে এই ঘটনা।

প্রেক্ষাপট

১। বাংলার বুকে কাটছে না অপরাধের অমাবস্যা। শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অগ্নিগর্ভ ফালাকাটা। কুমারগ্রামেও নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার নির্যাতিতা। 


২। শিশুকন্যার ধর্ষণ-খুনে ফুঁসছে ফালাকাটা। পাল্টা গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের। বিডিও-কে ঘিরে বিক্ষোভ। রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ। 


৩। আর জি কর কাণ্ডের পর আলিপুরদুয়ারেও ময়নাতদন্ত ঘিরে প্রশ্ন। ফরেন্সিক বিশেষজ্ঞ ছাড়াই হল নিহত নির্যাতিতা নাবালিকার ময়নাতদন্ত। স্বাস্থ্য ভবনকে চিঠি কোচবিহার MJN মেডিক্যালের।


৪। ফের আলিপুরদুয়ার। ফালাকাটাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে কুমারগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ধৃত ১। বর্ধমান, ডোমকলেও নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পাকড়াও প্রতিবেশী।


৫। টিউশনে যাওয়ার সময় গাইঘাটায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। অপমানে আত্মহত্যার চেষ্টা স্কুলছাত্রীর, দাবি পরিবারের। 


৬। ধর্ষণ-খুনে গণপিটুনিকে সমর্থন কুণাল-শুভেন্দুর। কুণাল বললেন, "যাঁরা মারধর করেছেন, তাঁরাও যেন অহেতুক আইনি জটিলতায় না পড়েন।" শুভেন্দু র কথায়, "উপায় না থাকলে মানুষকে আইন হাতে তুলে নিতে হবেই।"


৭। মাদারিহাটে বিধানসভা কেন্দ্রের প্রচারে শুভেনদুর মুখে আর জি কর কাণ্ড। (শুভেন্দু, " আর জি কর-কাণ্ডের পর প্রথম ভোট, বদলা নেবেন না?"


৮। বনগাঁয় শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার টিএমসিপি নেতা-সহ ৩। ধৃতদের মুক্তির দাবিতে অবরোধ। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ। দলের সঙ্গে সম্পর্ক নেই, বিতর্কের মুখে দাবি শাসকদলের।


৯। পশ্চিমবঙ্গও কি খুনি-ধর্ষকদের উল্লাসভূমি হয়ে গেল? একের পর এক ধর্ষণ-খুনের তোলাপাড়ের মধ্যেই বিস্ফোরক পোস্ট তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। মাঝে মাঝে বোধোদয়, কটাক্ষ শমীকের।


১০। পাটুলিতে বোমাবিদ্ধ শৈশব। পরিবারের কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর। মাঠের দায়িত্বে KMDA, আইন-শৃঙ্খলা দেখে পুলিশ। দায় ঝাড়লেন কাউন্সিলর। বিস্ফোরণের পর তড়িঘড়ি মাঠ সাফাই পুরসভার। 


১১। ৫ লক্ষ টাকার তোলা দাবি। না দেওয়ায় বুলডোজার দিয়ে দোকান গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। পারিবারিক বিবাদের জের, পাল্টা দাবি অভিযুক্ত শাসক নেতার।


১২। নারকেলডাঙায় তুলকালাম। দুই গোষ্ঠীর সংঘর্ষে ইটবৃষ্টি। চলল গুলি, আহত সিভিক। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস পুলিশের। ফুটেজ দেখে চলছে অভিযুক্তদের খোঁজ।


১৩। নারকেলডাঙায় অশান্তির নেপথ্যে তোষণের রাজনীতি। অভিযোগ শুভেন্দুর। কালীপুজোর বিসর্জনে হামলার অভিযোগ। ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা, বাইক রাখা নিয়ে অশান্তি। দাবি পুলিশের। 


১৪। শীতের আগে ফের প্রাণ কাড়ল ডেঙ্গি। বিধাননগরে ৪ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত মহিলার মৃত্যু। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি হেমারেজিক ফিভারের উল্লেখ। 


১৫। দুয়ারে কড়া নাড়ছে শীতের আমেজ। কার্তিকের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা। তাপমাত্রা নামতে পারে কুড়ির ঘরে। উত্তরে হালকা বৃষ্টির পূর্বাভাস।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.