(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal News LIVE Updates: কাল বেলা ১২টার মধ্যে দিঘার সব হোটেল খালির নির্দেশ, ঘনাচ্ছে দুর্যোগের আশঙ্কা,
West Bengal LIVE News Updates: রাজ্যের সব খবর দেখতে ক্লিক করুন...
LIVE
Background
বঙ্গের আকাশে ফের দুর্যোগ-শঙ্কা। বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৩৫ কিলোমিটার। বঙ্গোপসাগরে নিম্নচাপ আজই পরিণত হবে গভীর নিম্নচাপে।
বৃহস্পতিবারই হানা দিতে পারে ঘূর্ণিঝড় দানা। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে উপকূল.
বৃহস্পতিবারই হানা দিতে পারে ঘূর্ণিঝড় দানা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন। পূর্ব মেদিনীপুরের শৌলা মৎস্যবন্দরে ফিরে আসছে একের এক ট্রলার।
সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করেছেন ? একনজরে দেখে নিন এখানে-
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা', পুরীর সৈকত পর্যটকশূন্য করতে নির্দেশ
West Bengal News LIVE Updates: উপনির্বাচনে জোট হল না সিপিএম-কংগ্রেসের, আলাদা প্রার্থী ঘোষণা সিপিএম-কংগ্রেসের
উপনির্বাচনে জোট হল না সিপিএম-কংগ্রেসের, আলাদা প্রার্থী ঘোষণা সিপিএম-কংগ্রেসের। ৬টি বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের। সিতাই বিধানসভা : কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ। মাদারিহাট বিধানসভা : কংগ্রেস প্রার্থী বিকাশ চম্প্রমারি। নৈহাটি বিধানসভা : কংগ্রেস প্রার্থী পরেশ নাথ সরকার। হাড়োয়া বিধানসভা : কংগ্রেস প্রার্থী হাবিব রেজা চৌধুরী। মেদিনীপুর বিধানসভা : কংগ্রেস প্রার্থী শ্যামল কুমার ঘোষ। তালডাংরা বিধানসভা : কংগ্রেস প্রার্থী তুষারকান্তি ষন্নিগ্রহী। ১৩ নভেম্বর রাজ্যে ৬টি বিধানসভা কেন্দ্রে ভোট, ২৩ নভেম্বর ফল ঘোষণা
West Bengal News LIVE Updates: এই সপ্তাহেই বঙ্গ সফরে আসার কথা থাকলেও, ঘূর্ণিঝড়ের কারণে আপাতত স্থগিত হয়েছে অমিত শাহের বঙ্গ সফর।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে সময় চাইলেন আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের বাবা-মা। অমিত শাহকে মেল করে জানালেন অসহায়তার কথা। যদিও এই সপ্তাহেই বঙ্গ সফরে আসার কথা থাকলেও, ঘূর্ণিঝড়ের কারণে আপাতত স্থগিত হয়েছে অমিত শাহের বঙ্গ সফর।
West Bengal News LIVE Updates: পাইকপাড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা
পাইকপাড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। ট্যাক্সির ধাক্কায় মৃত্যু হল বাবা ও তাঁর চার বছরের শিশুকন্যার। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। এদিন দুর্ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা, ফরেন্সিক টিম।
Cyclone Dana Update: আগামীকাল দুপুর ১২ টার মধ্যে সমস্ত হোটেল ছাড়তে নির্দেশ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আগামীকাল দুপুর ১২ টার মধ্যে সমস্ত হোটেল ছাড়তে নির্দেশ।
Cyclone Dana News LIVE Updates: সাইক্লোন-শঙ্কায় ওড়িশার ১৪ জেলায় সব স্কুল বন্ধ
ঘূর্ণিঝড় 'দানা'র আশঙ্কায় খালি করা হচ্ছে পুরী। পর্যটকদের জন্য পুরী ছাড়ার বিজ্ঞপ্তি ওড়িশা প্রশাসনের। সাইক্লোন-শঙ্কায় ওড়িশার ১৪ জেলায় সব স্কুল বন্ধ