West Bengal News Live: চাকরিহারা শিক্ষকদের আন্দোলনকে 'নাটক' বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম
WB News Live: রাজ্যের ও জেলার এবং দেশের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

Background
বিকাশ ভবনে লাঠিচার্জ, সরকারি কর্মীদের বের করতে ন্যূনতম বলপ্রয়োগের সাফাই
পুলিশের!
২। চাকরি বাঁচাতে গিয়ে পুলিশের হাতেই আক্রান্ত। কারও ফাটল মাথা, কারও ভাঙল পা, কারও চোখে গুরুতর আঘাত!
৩। নিরস্ত্র শিক্ষকদের লাঠিপেটা নিয়ে পুলিশেই ভিন্নমত! রণংদেহী অবস্থান নিয়ে রাজ্য পুলিশের উল্টো সুরে ভুল কবুল কলকাতা পুলিশের ডিসির।
৪। পুলিশের সামনেই সব্যসাচী-অনুগামীদের হামলা, ব্যবস্থা না নিয়ে উল্টে মার খাওয়া শিক্ষকদের বিরুদ্ধেই মামলা পুলিশের। হামলায় উস্কানি দেওয়ার পাল্টা অভিযোগ।
৫। সব্যসাচী-সঙ্গীদের হাতে চাকরিহারা শিক্ষকরা আক্রান্ত। পদক্ষেপের বদলে নেতারই পাশে পুলিশ!
৬। পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে এবার চাকরিহারা শিক্ষকদের মঞ্চে শুভেন্দু অধিকারী।
সঙ্গী সজল, কৌস্তভ।
৭। ডিএ মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্যের। সরকারি কর্মীদের বকেয়া ২৫ শতাংশ এখনই দিতে বলল সুপ্রিম কোর্ট। বাকি বকেয়া ডিএ নিয়ে অগাস্টে শুনানি।
বকেয়া ডিএ, সুপ্রিম-নির্দেশ
৮। ধোপে টিকল না ৫০ শতাংশ দিলে কোমর ভেঙে যাওয়ার রাজ্যের কাতর আর্জি। ৩ মাসের মধ্যে দিতেই হবে বকেয়া ডিএ-র ২৫%। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
৯। ছাব্বিশের আগে তৃণমূলে ব্যাপক রদবদল। আর বীরভূমের জেলা সভাপতি নন কেষ্ট। বাঁকুড়া, তমলুক থেকে ঘাটাল, উত্তর দিনাজপুরেও জেলা সভাপতি বদল।
১০। উত্তর কলকাতার জেলা সভাপতির পদ থেকে সরিয়ে সুদীপ এবার শুধুই চেয়ারম্যান। দায়িত্বে ৯ সদস্যের কোর কমিটি। মালদা জেলা চেয়ারম্যান দুলাল-পত্নী চৈতালি।
১১। বিজেপি থেকে তৃণমূলে গিয়েই বার্লার আক্রমণ, পাল্টা নোটিস শুভেন্দুর।
বার্লার আক্রমণ, শুভেন্দুর নোটিস
১১এ। বিজেপি ছে়ড়ে তৃণমূলে জন বার্লা। প্রাক্তন সাংসদের দলত্যাগ নিয়ে বিস্ফোরক দিলীপ।
১২। শুধু ট্রেলার দেখিয়েছি, সময় হলেই দেখাব পুরো পিকচার। ভুজ এয়ারবেসে গিয়ে হুঙ্কার প্রতিরক্ষামন্ত্রীর।
১২এ। ভারতের প্রত্যাঘাতে নাস্তানাবুদ হয়ে এবার আলোচনায় বসতে চায় পাকিস্তান! শান্তি বৈঠকের জন্য তৈরি, কামরা বিমানঘাঁটি পরিদর্শনের পর পাক প্রধানমন্ত্রীর বার্তা।
১৩। আইএমএ-র বেঙ্গলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েও পদ হারালেন শান্তনু। কারচুপির অভিযোগে পুরো ভোটই বাতিল করল সর্বভারতীয় ট্রাইব্যুনাল। ফের ভোটের নির্দেশ।
১৪। বেআইনিভাবে ভোটার তালিকায় নাম ডিলিটের অভিযোগ, সাসপেন্ড কাকদ্বীপের অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার। ডিএমের রিপোর্ট পেয়েই কড়া পদক্ষেপ কমিশনের।
১৫। এভারেস্ট ছুঁয়েও আর ফেরা হল না! ছন্দার পরে ফের বাঙালির পর্বতারোহনে দুর্ঘটনা। সর্বোচ্চ শৃঙ্গ জয় করে ফেরার পথে প্রাণ হারালেন রানাঘাটের সুব্রত ঘোষ।
News Live Update: বীরভূম কোর কমিটির বৈঠক ডাকলেন আশিস বন্দ্য়োপাধ্যায়
বীরভূম কোর কমিটির বৈঠক ডাকলেন আশিস বন্দ্য়োপাধ্যায়। ফের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েই বৈঠক ডাকলেন আশিস। কাল সকাল ১১.৩০-য় জেলা পার্টি অফিসে বৈঠকের ডাক। গতকালই জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয় আশিসকে। তবে জেলা সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডলের নাম ছিল না। কোর কমিটির সদস্য করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। কোর কমিটিতে যুক্ত হয়েছেন বোলপুর ও বীরভূমের ২ সাংসদকে। এর ফলে কোর কমিটির সদস্য এখন ৯। আগে কোর কমিটির বৈঠক ডাকতেন আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। এখন থেকে কোর কমিটির বৈঠক ডাকবেন চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়।
West Bengal News Live: চাকরিহারা শিক্ষকদের আন্দোলনকে 'নাটক' বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম
বিকাশ ভবনের সামনে পুলিশের শিক্ষক 'শাসন'! চাকরিহারা শিক্ষকদের আন্দোলনকে 'নাটক' বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম। 'বিকাশ ভবনের সামনে নাটক চলছে, টেলিভিশনে মুখ দেখাতে এসব করছে', বলছেন ফিরহাদ।























