West Bengal News Live Updates: সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 15 Dec 2023 02:21 PM
West Bengal News LIVE Updates: সংসদে তাণ্ডবের মাস্টারমাইন্ডের আস্তানা বাগুইআটিতে?

সংসদে তাণ্ডবের মাস্টারমাইন্ডের আস্তানা বাগুইআটিতে! 'খবরেই ভাইয়ের বিষয়ে দেখছি। তার আগে পর্যন্ত কিছুই জানতাম না', এবিপি আনন্দে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া ধৃত ললিত ঝার দাদার। 'ভাইকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তাতে আমরা হয়রান', এবিপি আনন্দকে জানালেন ললিত ঝার দাদা। 'ছোট ছোট বাচ্চাদের পড়াত ভাই। বাগুইআটির জ্যাংড়ায় স্কুলে ছোটদের পড়াত ভাই। কখনও স্কুলে পড়িয়েছে, কখনও সবজি বিক্রি করেছে। কোনও রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে যুক্ত ছিল না ভাই', এবিপি আনন্দে দাবি ধৃত ললিত ঝার দাদা শম্ভু ঝার

WB News LIVE Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত

সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত। হাইকোর্টে বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি খারিজ। 'বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদমাধ্যমের খবরে মানহানি হচ্ছে', এই ধরনের খবর প্রকাশে নিষেধাজ্ঞা জারির আবেদন অভিষেকের আইনজীবীর। আমরা এই ধরনের কোনও নির্দেশ দেব না, জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্না। কোনও আবেদন থাকলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান, মন্তব্য সুপ্রিম কোর্টের। 

West Bengal News LIVE Updates: সুব্রত বক্সীর জামাই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ

সুব্রত বক্সীর জামাই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ। সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। দীপঙ্কর দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ। অভিযুক্তর কাছ থেকে দুটি নীলবাতির গাড়ি বাজেয়াপ্ত

WB News LIVE Updates: পুলিশি হেফাজতে মৃত্যু, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

পুলিশি হেফাজতে মৃত্যু, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। ২ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট পেশের নির্দেশ সিবিআইকে । এসপির নজরদারি থেকে তদন্তভার গেল এবার সিবিআইয়ের হাতে। অবিলম্বে সিবিআইকে নথি হস্তান্তর করতে পুলিশকে নির্দেশ হাইকোর্টের 

West Bengal News LIVE Updates: রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি ইডির, খবর সূত্রের

রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি ইডির, খবর সূত্রের। রেশন দুর্নীতি মামলায় ভালভাবে তদন্ত করুক রাজ্য পুলিশ। কলকাতা থেকে জেলা, রেশন দুর্নীতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ।রেশন দুর্নীতি মামলায় বিস্তারিত তদন্ত প্রয়োজন। তদন্তের জন্য রাজ্য পুলিশকে সহযোগিতা করতেও প্রস্তুত ইডি। প্রয়োজনে রাজ্য পুলিশকে তথ্যপ্রমাণ দিয়েও সাহায্য করা হবে', রাজ্য পুলিশের ডিজিকে চিঠি ইডির, খবর সূত্রের। 

WB News LIVE Updates: পথশ্রী প্রকল্পে মেরামতি করা রাস্তায় মাত্র এক সপ্তাহের মধ্যে উঠতে শুরু করেছে পিচের চাঙর

পথশ্রী প্রকল্পে মেরামতি করা রাস্তায় মাত্র এক সপ্তাহের মধ্যে উঠতে শুরু করেছে পিচের চাঙর। আর এই নিয়ে গ্রামবাসীদের অভিযোগ ওই রাস্তা তৈরিতে বড়সড় আর্থিক দুর্নীতি হয়েছে। যদিও তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে।

West Bengal News LIVE Updates: বাগুইআটিতে আস্তানা, বড়বাজারে বাড়ি ভাড়া নিয়ে গৃহশিক্ষকতা

সংসদে তাণ্ডবকাণ্ডে ধৃত ললিত ঝা'র বং-কানেকশন আরও জোরালো। বাগুইআটিতে আস্তানা, বড়বাজারে বাড়ি ভাড়া নিয়ে গৃহশিক্ষকতা! এবিপি আনন্দর অন্তর্তদন্তে চাঞ্চল্যকর তথ্য

WB News LIVE Updates: সংসদে স্মোক অ্যাটাকের ঘটনায় বাংলাতেও তৎপর পুলিশ

সংসদে স্মোক অ্যাটাকের ঘটনায় বাংলাতেও তৎপর পুলিশ। ললিত ঝা-এর বন্ধুকে জিজ্ঞাসাবাদ করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধািকারিকরা। বৃহস্পতিবার  হালিশহরে নীলাক্ষ আইচের বাড়িতে যান তাঁরা। ললিতের সঙ্গে কীভাবে পরিচয়, বন্ধুত্বই বা কীভাবে, এই সব বিষয় জানতে চান পুলিশ আধিকারিকরা। দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। দিল্লি পুলিশের কাছ থেকে নীলাক্ষর বিষয়ে জানতে পেরেই তাঁর বাড়িতে যায় পুলিশ। প্রসঙ্গত, ঘটনার দিনের ভিডিও রেকর্ডিং করে নীলাক্ষর কাছেই পাঠিয়েছিল মাস্টারমাইন্ড ললিত। 

West Bengal News LIVE Updates: আনন্দপুরে ফের শিশু বিক্রি চক্রের পর্দাফাঁস

আনন্দপুরে ফের শিশু বিক্রি চক্রের পর্দাফাঁস। ৩০ হাজার টাকায় নিজের নাতনিকে বিক্রির অভিযোগে গ্রেফতার দাদু ও সৎ দিদিমা-সহ মোট ৫ জন। উদ্ধার ২৩ দিনের সদ্যোজাত। গতকাল রাতে শিশুসন্তান নিখোঁজ বলে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন মা। তদন্তে নেমে দাদু এবং সৎ দিদিমার বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। ধৃতদের মধ্যে দাদু ও সৎ দিদিমা ছাড়াও ৩ জন মহিলা। এদের মধ্যে ২ জন মহিলা দালাল ও পঞ্চমজন বেআইনিভাবে টাকা দিয়ে শিশুকে কিনেছিলেন। এই চক্রে আরও কেউ জড়িত থাকতে পারে বলে পুলিশের অনুমান। গত অগাস্টে এই আনন্দপুরেই VF সেন্টারের আড়ালে শিশু পাচার চক্র চালানোর অভিযোগ উঠেছিল। ২২ দিনের শিশুকন্যাকে বিক্রি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় মা-সহ ৬ জনকে।

WB News LIVE Updates: আয়কর স্ক্য়ানারে সোহরাব

আয়কর ফাঁকির অভিযোগ। রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ব্যবসায়ী সোহরাব আলির বাড়িতে টানা ১৮ ঘণ্টা ধরে তল্লাশি চালালেন আয়কর দফতরের আধিকারিকরা। আর তা নিয়ে তরজায় জড়িয়েছে শাসক ও বিরোধী শিবির। 

West Bengal News LIVE Updates: চার্জশিটে বাকিবুরের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ

হাতিয়ার স্ত্রী ও শ্যালকের বয়ান। রেশন দুর্নীতি মামলায়, এই দু-জনের বয়ানকে সামনে রেখে, চার্জশিটে বাকিবুরের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর পাশাপাশি, কীভাবে এই চক্র চলত? তা বিবৃতি দিয়ে বলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

WB News LIVE Updates: গ্র্যান্ড হোটেলের সামনের ফুটপাথে হকার নিয়ন্ত্রণের প্রক্রিয়া শুরু

গ্র্যান্ড হোটেলের সামনের ফুটপাথে হকার নিয়ন্ত্রণের প্রক্রিয়া শুরু হল। আজ টাউন ভেন্ডিং কমিটি, পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীরা গিয়ে ১১৬টি দোকানের জন্য জায়গা নির্দিষ্ট করে দেয়। কিন্তু, ২৩টি দোকানকে সরানোর সিদ্ধান্তে বিশৃঙ্খলা দানা বাধে।  

West Bengal News LIVE Updates: জারি ম্য়ারাথন তল্লাশি

১০ দিন পেরিয়ে ১১ দিন। ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর ঠিকানায় জারি আয়কর তল্লাশি। লোহারদাগার পর এবার রে়ডিয়াম রোডের প্রাসাদোপম বাংলোতেও তল্লাশি। বাংলোর মাটির তলায় কি টাকার পাহাড়, সারভিলেন্স সিস্টেমের সাহায্য নিচ্ছে আয়কর দফতর। এখনও পর্যন্ত উদ্ধার ৩৫৪ কোটি টাকা।বান্ডিল বান্ডিল নোট, সারি সারি গাড়ি! এত টাকার উৎস কী? উত্তর খুঁজছে আয়কর দফতর।

WB News LIVE Updates: নিরাপত্তা 'প্রত্য়াহার'-বিতর্ক?

বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের নিরাপত্তা প্রত্য়াহার করা হয়েছে, ঘনিষ্ঠ মহল সূত্রে এমনই খবর। আর তার পরই অনুপম হাজরার বিস্ফোরক ফেসবুক পোস্ট। যেখানে তিনি লিখেছেন, চোর মুক্ত বিজেপি চাই। কিন্তু কী কারণে অনুপম হাজরার নিরাপত্তা প্রত্য়াহার? এনিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর জল্পনা।

West Bengal News LIVE Updates: সাংসদ তাণ্ডবে বাংলার যোগ

সংসদে স্মোক-ক্যান নিয়ে তাণ্ডবের ঘটনায় সামনে এল বাংলা-যোগ! বৃহস্পতিবার থানায় আত্মসমর্পণের পর গ্রেফতার করা হয় সংসদকাণ্ডের মাস্টারমাইন্ড ললিত ঝাকে। যিনি সংসদের বাইরের ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন কলকাতার কলেজ পড়ুয়াকে। সেই কলেজ ছাত্রের সন্ধান পেল এবিপি আনন্দ। ঠিক কী জানিয়েছিলেন ললিত, কীভাবে তাঁর সঙ্গে পরিচয়, সেসব নিয়েই এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাতকারে জানালেন নীলাক্ষ আইচ। 

প্রেক্ষাপট

কলকাতা: গ্র্যান্ড হোটেলের (Grand Hotel) সামনের ফুটপাথে (Footpath) হকার (Hawker) নিয়ন্ত্রণের প্রক্রিয়া শুরু হল। আজ টাউন ভেন্ডিং কমিটি, পুলিশ (Kolkata Police) ও কলকাতা পুরসভার কর্মীরা গিয়ে ১১৬টি দোকানের জন্য জায়গা নির্দিষ্ট করে দেয়। কিন্তু, ২৩টি দোকানকে সরানোর সিদ্ধান্তে বিশৃঙ্খলা দানা বাধে। 


রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন এক নজরে- 


সংসদকাণ্ডে বৃহস্পতিবার গ্রেফতার হওয়া ললিত ঝা-কে নিয়ে, কলকাতাতেও চড়ছে রাজনীতির পারদ। তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে এক যুবকের ছবি দিয়ে, সুকান্ত মজুমদার সোশাল মিডিয়ায় লিখেছেন, গণতন্ত্রের মন্দিরে হামলার মাস্টারমাইন্ডের সঙ্গে তাপস রায়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠতা। একসুরে সরব হয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়ও। এনিয়ে পাল্টা জবাব দিয়েছেন তাপস রায়।


বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের নিরাপত্তা প্রত্য়াহার করা হয়েছে, ঘনিষ্ঠ মহল সূত্রে এমনই খবর। আর তার পরই অনুপম হাজরার বিস্ফোরক ফেসবুক পোস্ট। যেখানে তিনি লিখেছেন, চোর মুক্ত বিজেপি চাই। কিন্তু কী কারণে অনুপম হাজরার নিরাপত্তা প্রত্য়াহার? এনিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর জল্পনা।


সংসদে স্মোক-ক্যান নিয়ে তাণ্ডবের ঘটনায় সামনে এল বাংলা-যোগ! বৃহস্পতিবার থানায় আত্মসমর্পণের পর গ্রেফতার করা হয় সংসদকাণ্ডের মাস্টারমাইন্ড ললিত ঝাকে। যিনি সংসদের বাইরের ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন কলকাতার কলেজ পড়ুয়াকে। সেই কলেজ ছাত্রের সন্ধান পেল এবিপি আনন্দ। ঠিক কী জানিয়েছিলেন ললিত, কীভাবে তাঁর সঙ্গে পরিচয়, সেসব নিয়েই এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাতকারে জানালেন নীলাক্ষ আইচ। 


কলকাতায় শুরু হল ইন্ডিয়ান সোসাইটি অফ নেফ্রোলজি বার্ষিক জাতীয় সম্মেলন। চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। এই সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ২ হাজার নেফ্রোলজিস্ট যোগ দিয়েছেন। ভিনদেশ থেকেও এসেছেন বাছাই করা ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.