West Bengal News Live: পূর্ব বর্ধমানে মদ খাওয়ার পর অসুস্থ হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪, ঘটনায় চাঞ্চল্য

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

abp ananda Last Updated: 08 Jul 2022 11:37 PM
West Bengal News Live: তৈরি হয়ে পড়ে আছে শিয়ালদার মতো গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন। কিন্তু উদ্বোধন হবে কবে?

তৈরি হয়ে পড়ে আছে শিয়ালদার মতো গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন। কিন্তু উদ্বোধন হবে কবে? এখনও উত্তর দিতে পারছেন না মেট্রো রেলের কর্তারা। তাঁরা বসে আছেন রেল বোর্ডের দিন ঘোষণার অপেক্ষায়।

WB News Live: কল্যাণী AIIMS’এ প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগ, সিআইডি তলব

কল্যাণী AIIMS’এ প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগ। হাজিরার জন্য, চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ CID’র কাছে ১০ দিন সময় চেয়েছেন বলে সূত্রের খবর। সোমবার তলব করা হয়েছে, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে। কোনও চিঠি পাননি, বলে জানিয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক।

West Bengal News Live: জলপাইগুড়ির প্রাক্তন সহ সভাপতি-সহ চার নেতাকে সাসপেন্ড করল বিজেপি

জলপাইগুড়ির প্রাক্তন সহ সভাপতি-সহ চার নেতাকে সাসপেন্ড করল বিজেপি। রাজ্য নেতৃত্বের স্বীকৃতি ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ সাসপেন্ডেড নেতার। যদিও এই নিয়ে মন্তব্য করতে চাননি বিজেপির জেলা সভাপতি।

WB News Live: কল্যাণীর এইমসে নিয়োগে দুর্নীতির অভিযোগ, ভবানীভবনে CID তলবে গড়হাজির চাকদার বিজেপি বিধায়কর পুত্রবধূ

কল্যাণীর এইমসে নিয়োগে দুর্নীতির অভিযোগে চাকদার বিজেপি বিধায়কর পুত্রবধূকে ভবানীভবনে তলব  CID। কিন্তু, তিনি হাজিরা দেননি। সূত্রের খবর, CID’র কাছে ই-মেল করে তিনি ১০ দিন সময় চেয়েছেন। সোমবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে তলব করা হয়েছে।

WB News Live: বিধানসভার কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে বিজেপির করা আরটিআই নিয়ে ক্ষুব্ধ স্পিকার

বিধানসভার কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে বিজেপির করা আরটিআই নিয়ে ক্ষুব্ধ স্পিকার । ‘এতে বিধানসভার মর্যাদাহানি হচ্ছে’, ‘বিধানসভায় যাঁদের চাকরি হয়, তাঁদের পুলিশ ভেরিফিকেশন হয়’, ‘কারও নামে অভিযোগ থাকলে তা বাতিলও হয়’, ‘বিধানসভার কর্মীদের নিয়ে অসন্তোষ থাকলে তাঁদের কাছে সুবিধা নেবেন না’। নাম না করে বিরোধী দলনেতাকে বার্তা বিধানসভার স্পিকারের।

West Bengal News Live: হাইকোর্টে আপাতত স্বস্তি সৌমেন্দু অধিকারীর

হাইকোর্টে আপাতত স্বস্তি সৌমেন্দু অধিকারীর। কাঁথিতে শ্মশানের জমি বিক্রি মামলায় আপাতত স্বস্তি। ‘১৩ জুলাই পর্যন্ত সৌমেন্দুর বিরুদ্ধে গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ করবে না পুলিশ’, ‘এই মামলায় তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ’। ১৩ জুলাই মামলার পরবর্তী শুনানি।

WB News Live: ডেউচা পাঁচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকায় জমিদাতাদের হাতে তুলে দেওয়া হল চাকরির নিয়োগপত্র

 ডেউচা পাঁচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকায় জমিদাতাদের হাতে তুলে দেওয়া হল চাকরির নিয়োগপত্র। বীরভূমের মহম্মদ বাজার ব্লকের অন্তর্গত ডেউচা পাচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকায় যে সকল জমিদাতারা তাদের জমি দিয়েছেন, তাঁদের পরিবারের এক এক জন সদস্যদের হাতে তুলে দেওয়া হল জুনিয়র কনস্টেবল পদে চাকরির নিয়োগ পত্র।

West Bengal News Live: সাংসদ অর্জুন সিংয়ের নিরাপত্তা নিয়ে ১০ দিনের মধ্যে কেন্দ্র ও রাজ্যকে রিপর্ট দিতে বলল হাইকোর্ট

সাংসদ অর্জুন সিংয়ের নিরাপত্তা নিয়ে ১০ দিনের মধ্যে কেন্দ্র ও রাজ্যকে রিপর্ট দিতে বলল হাইকোর্ট। আদালতে সরকারি আইনজীবী সওয়াল করেন, বিজেপির বিধায়ক, সাংসদ, পদাধিকারীরা কেন্দ্রীয় নিরাপত্তা পেলে অর্জুন সিং কেন পাবেন না? কেন্দ্রের কাছে তা জানতে চাওয়া হোক। এ নিয়ে শুনানির পর রাজ্যকে ব্যারাকপুরের সাংসদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলেছে আদালত। আগামী ২০ জুলাই পরবর্তী শুনানি।

WB News Live: বীরভূমের সিউড়িতে বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হল ২ জনের

বীরভূমের সিউড়িতে বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হল ২ জনের। আজ সকালে এই দুর্ঘটনা ঘটেছে সিউড়ি ১ নম্বর ব্লকের আমগাছি গ্রামে। পুলিশ সূত্রে খবর, একটি বাড়ির পাঁচিল নির্মাণের কাজ চলছিল। সে সময় কোনওভাবে মাটি আলগা হয়ে বাড়ির কংক্রিটের দেওয়াল হুড়মুড় করে ভেঙে পড়ে। দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত হন ৩ জন। তাঁদের সিউড়ি হাসপাতালে নিয়ে গেলে ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা।

West Bengal News Live: ৩ তৃণমূল নেতা খুনের পর থমথমে ক্যানিং, কাল থেকে ৩ দফায় অভিযুক্ত রফিকুলের বাড়িতে পুলিশ

৩ তৃণমূল নেতা খুনের পর থমথমে ক্যানিং। কাল থেকে ৩ দফায় অভিযুক্ত রফিকুলের বাড়িতে পুলিশ। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, সিআইডি। নমুনা সংগ্রহ ফরেন্সিকের। তিন শাসক নেতা খুনের পর ৩০ ঘণ্টা পেরোলেও এখনও অধরা অভিযুক্তরা। অন্যতম অভিযুক্ত রফিকুল-সহ ৬ জনের নামে এফআইআর। খোঁজ মেলেনি খুনে ব্যবহৃত অস্ত্রেরও। ইতিমধ্যে ৩ জনের দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। শুধুই কি পুরনো শত্রুতা ও এলাকা দখল, নাকি ঘটনার পিছনে অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live: ই এম বাইপাসে চলন্ত বাসে আগুন, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি

ই এম বাইপাসে সরকারি বাসে আগুন। চলন্ত বাসে আগুন, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি। ঘটনাস্থলে দমকলের ১টি ইঞ্জিন। রুবিগামী লেনে কিছুক্ষণের জন্য যানজট।

West Bengal News Live: একেক বেসরকারি হাসপাতালে কেন একেকরকম চিকিত্‍সার খরচ? হাইকোর্টে মামলা

একেক বেসরকারি হাসপাতালে কেন একেকরকম চিকিত্‍সার খরচ? হাইকোর্টে মামলা। ‘বেসরকারি হাসপাতালগুলিতে পরীক্ষা-নিরীক্ষার ট্যারিফ তৈরি করছে স্বাস্থ্য কমিশন’, ‘কমিশন আশা করছে চলতি মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে’, ‘কাজ সম্পূর্ণ হলে অনুমোদনের জন্য রাজ্যকে তা পাঠানো হবে’।আদালতে জানাল রাজ্য স্বাস্থ্য কমিশন। অগাস্টে মামলার পরবর্তী শুনানি।

WB News Live: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। পথে নামল দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ির হাসমিচকে এদিন উনুন ধরাও কর্মসূচি পালিত হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

West Bengal News Live: পূর্ব বর্ধমানে মদ খাওয়ার পর অসুস্থ হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪, ঘটনায় চাঞ্চল্য

পূর্ব বর্ধমানে মদ খাওয়ার পর অসুস্থ হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪, ঘটনায় চাঞ্চল্য। গতকাল রাতে বর্ধমান থানা এলাকার বাহির সর্বমঙ্গলা পাড়ায় এই ঘটনা ঘটেছে। মদে বিষক্রিয়ার কারণে মৃত্যু, নাকি, এর পিছনে অন্য কারণ আছে, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। ঘটনার পরই এই এলাকার রাস্তার ধারের বিভিন্ন খাবারের দোকানে তল্লাশি অভিযান চালায় পুলিশ। সূত্রের খবর, বেআইনি মদ বিক্রির অভিযোগে একটি হোটেল সিল করা হয়েছে।

WB News Live: ছত্রধর মাহাতোর অন্তর্বর্তী জামিনের মেয়াদবৃদ্ধির আবেদন খারিজ

ছত্রধর মাহাতোর অন্তর্বর্তী জামিনের মেয়াদবৃদ্ধির আবেদন খারিজ। এনআইএ-র বিশেষ আদালতে অন্তর্বর্তী জামিনের মেয়াদবৃদ্ধির আবেদন খারিজ
ফের জেলে পাঠানো হল ছত্রধর মাহাতোকে। অসুস্থ থাকার কথা বলে অন্তর্বর্তী জামিনের মেয়াদবৃদ্ধির আবেদন ছত্রধরের। জেলেই ছত্রধর মাহাতোর চিকিত্‍সার ব্যবস্থার নির্দেশ আদালতের।

West Bengal News Live: এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর জন্য সমর্থন চেয়ে চিঠি সুকান্ত-শুভেন্দুর

এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর জন্য সমর্থন চেয়ে চিঠি সুকান্ত-শুভেন্দুর। সমর্থন চেয়ে তৃণমূল সাংসদদের চিঠি সুকান্ত-শুভেন্দুর। বিজেপির দলীয় প্যাডে সুকান্ত-শুভেন্দুর স্বাক্ষরিত চিঠি পাঠানো হল তৃণমূল সাংসদদের।

WB News Live: পাওয়ার গ্রিডের দরজায় তালা, আন্দোলন চলছে ভাঙড়ে

পাওয়ার গ্রিডের মূল দরজায় তালা লাগিয়ে অবস্থান বিক্ষোভে অনড় ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা। আজ আন্দোলনের চতুর্থ দিন।

West Bengal News Live: এটিএম মেশিন লুঠ? এলাকায় চাঞ্চল্য

উত্তর ২৪ পরগনার বাগদা থানার বেয়াড়া বাজারের বাসিন্দারা শুক্রবার সকালে দেখতে পায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে এটিএম মেশিন নেই । পুরো এটিএম মেশিনটাকেই সেখান থেকে লুঠ করে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা।

WB News Live: স্কুলে যাওয়ার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা

স্কুলে যাওয়ার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। শুক্রবার  হরিহরপাড়ার মহিষমারা এলাকায় ঘটে দুর্ঘটনা। মৃত ওই স্কুল ছাত্র নওদার কেদারচাঁদপুর এলাকার বাসিন্দা, হরিহরপাড়ার মহিষমারা উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

West Bengal News Live: ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব

ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত।  বৃহস্পতিবার রাত্রে খাবারে সন্ধানে গ্রামে ঢুকে  তাণ্ডব চালায় ১৩টির হাতির দল। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের বড় পিপড়ি এলাকায়।

WB News Live: মালদায় ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ

করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী মালদা জেলায়। গত চার দিনের মালদা জেলায় নতুন করে সংক্রমিত হয়েছে ৬৪ জন। বৃহস্পতিবার নতুন করে  ২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। মালদা জেলায় ফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর। 

West Bengal News Live: মুর্শিদাবাদের বহরমপুরে ভাঙা হল ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তি

মূর্তি ভাঙার রাজনীতি মুর্শিদাবাদের বহরমপুরে। ভাঙা হল ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তি। গতকাল এই ঘটনা ঘটেছে বহরমপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে। সৈদাবাদ মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠের সামনে ইন্দিরা গান্ধীর যে মূর্তি ছিল, সেটিই ভাঙা হয়। গতকাল সকালে বিষয়টি চোখে পড়ার পর সরব হয় কংগ্রেস। আজ সকালে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সহ কংগ্রেস নেতারা ঘটনাস্থলে যান। মুখে কালো কাপড় বেঁধে তাঁরা প্রতিবাদে সামিল হন।

WB News Live: সিউড়িতে বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু

বীরভূমের সিউড়িতে বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হল ২ জনের। আজ সকালে এই দুর্ঘটনা ঘটেছে সিউড়ি ১ নম্বর ব্লকের আমগাছি গ্রামে। পুলিশ সূত্রে খবর, একটি বাড়ির পাঁচিল নির্মাণের কাজ চলছিল। সে সময় কোনওভাবে মাটি আলগা হয়ে বাড়ির কংক্রিটের দেওয়াল হুড়মুড় করে ভেঙে পড়ে। দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত হন ৩ জন। তাঁদের সিউড়ি হাসপাতালে নিয়ে গেলে ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা।  

West Bengal News Live: পূর্ব বর্ধমানে মদ খাওয়ার পর অসুস্থ হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৪

পূর্ব বর্ধমানে মদ খাওয়ার পর অসুস্থ হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪, ঘটনায় চাঞ্চল্যগতকাল রাতে বর্ধমান থানা এলাকার বাহির সর্বমঙ্গলা পাড়ায় এই ঘটনা ঘটেছে। মদে বিষক্রিয়ার কারণে মৃত্যু, নাকি, এর পিছনে অন্য কারণ আছে, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। 

WB News Live: দলের বিরুদ্ধে মুখ খোলায় রোষে জলপাইগুড়ির ৪ বিজেপি নেতা

দলের বিরুদ্ধে মুখ খোলায় জলপাইগুড়িতে ৪ জন নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল বিজেপি। সূত্রের খবর, দলের জেলা সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদ থেকে সরানো হয়েছে অলক চক্রবর্তী, অনুপ পাল, গৌতম সরকার ও তপন মহন্তকে। 

West Bengal News Live: এইমস নিয়োগে দুর্নীতির অভিযোগে ২ বিজেপি বিধায়কের আত্মীয়কে সিআইডি তলব

কল্যাণী এইমসে নিয়োগ ‘দুর্নীতি’, এবার সক্রিয় সিআইডি। নিয়োগে দুর্নীতির অভিযোগে ২ বিজেপি বিধায়কের আত্মীয়কে সিআইডি তলব। চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকে আজই সিআইডি তলব।

WB News Live: ইডি-র সদর দফতর থেকে সিবিআইকে চিঠি: সূত্র

ইডি-র সদর দফতর থেকে সিবিআই-কে পাঠানো হয়েছে চিঠি, খবর সূত্রের। চিঠিতে সমস্ত তথ্য-প্রমাণ চাওয়া হয়েছে সিবিআই-এর কাছ থেকে, খবর সূত্রের।

West Bengal News Live: কয়লা-গরু পাচারকাণ্ডে ইডি-র নজরে অনুব্রত ও সায়গল

সিবিআই-এর পর এবার কয়লা-গরু পাচারকাণ্ডে ইডি-র নজরে অনুব্রত ও তাঁর দেহরক্ষী সায়গল।

WB News Live: ৫ মাস আগেই একটি খুনের মামলায় জামিন মূল অভিযুক্তের

ক্যানিং কাণ্ডে মূল অভিযুক্ত রফিকুল সর্দারের ক্যানিংয়ের ধর্মতলার বাড়ি গতকাল ভাঙচুর করা হয়। স্থানীয় সূত্রে দাবি, ৫ মাস আগেই একটি খুনের মামলায় জামিন পেয়ে জেল থেকে বাইরে আসেন রফিকুল। তবে তিনি বাড়ি ফেরেননি। খুনের ঘটনার পর দু’দফায় রফিকুলের বাড়িতে গেলেও পুলিশ তাঁর হদিশ পায়নি বলে সূত্রের খবর। রফিকুলের পরিবারের দাবি, তিনি তৃণমূল করেন।  

West Bengal News Live: ভাঙড়ে পাওয়ার গ্রিডের মূল দরজায় তালা লাগিয়ে চলছে অবস্থান বিক্ষোভ

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে পাওয়ার গ্রিডের মুল দরজায় তালা লাগিয়ে অবস্থান বিক্ষোভ চলছে। হিমঘরের জমি অধিগ্রহণের কাজ শুরু না হলে অবস্থান চলবে বলে জানিয়েছে ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা।

WB News Live: ক্যানিংকাণ্ডে আটক চার

ক্যানিংয়ে তিনজন তৃণমূল নেতাকে রাস্তায় গুলি করে, কুপিয়ে খুনের ঘটনায় ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যতম অভিযুক্ত রফিকুল সহ ৬ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে FIR। 

West Bengal News Live: মদ্যপান করে অসুস্থ, পরে মৃত্যু ২ জনের

পূর্ব বর্ধমানে মদ খাওয়ার পর অসুস্থ হয়ে ২ জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গতকাল রাতে বর্ধমান থানা এলাকার বাহির সর্বমঙ্গলা পাড়ায় এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মদ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২ যুবককে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় দু’জনের। মদ খেয়ে অসুস্থ আরও তিনজনকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে গেলে পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

WB News Live: দিনহাটায় উদয়ন গুহের ইঙ্গিতপূর্ণ মন্তব্য!

কোচবিহারে তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের আলাদা আলাদা প্রস্তুতি। জেলা সভাপতি থেকে, বিধায়ক, চেয়ারম্যান, প্রত্যেকেই পৃথক কর্মসূচি করছেন। এরইমধ্যে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য উদয়ন গুহর। তিনি বলেন, 'আমি চাই সবাই একসাথে চলুক। কার দোষ কম, কার দোষ বেশি, এসব নিয়ে খোঁজ খবর করতে গেলে জীবনেও মিটবে না। অনেক সময় হয়, তোমার মঞ্চে দাঁড়িয়ে তোমার পক্ষে বলতে গিয়ে আরেকজনকে আঘাত করে ফেললাম।' তাঁর আরও দাবি, 'দিনহাটায় কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কারও সঙ্গে কারও ভাগাভাগি নেই। ভাল আছি। কারও বিরুদ্ধে বলতে হচ্ছে না। কেউ আমার বিরুদ্ধে বলছে না।' কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 

West Bengal News Live: পুলকারের সচেতনায় কলকাতা ট্রাফিক পুলিশ

পুলকারের সচেতনায় কলকাতা ট্রাফিক পুলিশ। শহরের একাধিক স্কুলের সামনে লাগানো হল প্ল্যাকার্ড। শহরের একাধিক স্কুলের সামনে, কলকাতা ট্রাফিক পুলিশের তরফে লাগানো হয়েছে এমনই প্ল্যাকার্ড। 

WB News Live: স্বাস্থ্যক্ষেত্রের নিয়োগেও দুর্নীতির অভিযোগ

শিক্ষার পর স্বাস্থ্যক্ষেত্রের নিয়োগেও উঠেছে দুর্নীতির অভিযোগ। যা নিয়ে  অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছে কলকাতা হাইকোর্ট। এনিয়ে তরজায় জড়িয়েছে শাসক ও বিরোধী দলগুলো।

West Bengal News Live: বিধানসভায় শুরু হয়ে গেল রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি

বিধানসভায় শুরু হয়ে গেল রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি। তৈরি হয়েছে স্ট্রং রুম, এসে গেছে ব্যালট বাক্স। পাহারায় মোতায়েন পুলিশকর্মীরা। ১৮ জুলাই এখানেই ভোট দেবেন, এরাজ্যের নির্বাচিত সাংসদ ও বিধায়করা।

WB News Live: হরিদেবপুরকাণ্ডে রিপোর্টে নিশানা ঠিকাদারকেই

হরিদেবপুরকাণ্ডে কলকাতা পুরসভায় যে রিপোর্ট জমা পড়েছে, তাতে ঠিকাদারকেই দায়ী করেছে তদন্তকারী দল। পাশাপাশি, পুরসভার আলো বিভাগের অফিসারদের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তোলা হয়েছে। এই অবস্থায়, বরো ১০’এর চেয়ারম্যানের উদ্যোগে পোস্টে ইন্সুলেটর প্যাড লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রেক্ষাপট

ক্যানিংয়ে ৩জন তৃণমূল (TMC) নেতা খুন! সবজি খেতে কৃষক সেজে অপেক্ষা, বাইক আসতেই গুলি, গলা কেটে খুন করে আততায়ীরা চম্পট। ৪জনকে চিহ্নিত করে তল্লাশি পুলিশের (Police)। এলাকার দখল নিতেই ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা খুন। টার্গেট ছিল পঞ্চায়েত সদস্য স্বপন, প্রমাণ লোপাটে ২ সঙ্গী খুন, অনুমান পুলিশের। নিরাপত্তাহীনতায় খোদ তৃণমূল বিধায়ক (MLA)।


ক্যানিংয়ে (Canning) ৩ তৃণমূল নেতা খুনে বিজেপির (BJP) হাত দেখছে দাবি তৃণমূলের। শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব শুভেন্দুর। কী করছিল পুলিশ? প্রশ্ন সেলিমের। 

চলছে অভূতপূর্ব সন্ত্রাস, আতঙ্কে রাজ্যবাসী। তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পরেই আক্রমণে রাজ্যপাল। পক্ষপাতমূলক আচরণের অভিযোগ কুণাল ঘোষের (Kunal Ghosh)।


পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলকে হুঁশিয়ারি বনগাঁর বিজেপি (BJP) নেতার। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।


কালী-নিয়ে মন্তব্য বিতর্কের মুখেও অনড় মহুয়া। বিজেপিকে চ্যালেঞ্জ। নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের। 


হিন্দুত্বের ধ্বজাধারী নয় বিজেপি। কালী-মন্তব্য বিতর্কে এবিপি আনন্দে মুখ খুললেন মহুয়া (Mahua Moitra)। বিশ্বাসেই আঘাত তৃণমূল সাংসদের, পাল্টা বিজেপি। 


কল্যাণী এইমসে নিয়োগেকাণ্ডে চাকদার বিজেপি বিধায়কের পুত্রবধূকে আজই সিআইডি তলব। সোমবার তলব বাঁকুড়ার বিজেপি বিধায়কের মেয়েকে।


সল্টলেক-যাদবপুর, কসবা থেকে বাগদা। প্রাথমিক নিয়োগে দুর্নীতির তদন্তে সিবিআইয়ের (CBI) ৬টি টিমের তল্লাশি। মানিকের ২টি বাড়িতে অভিযান।


শিক্ষক নিয়োগে দুর্নীতির শিকড়ের সন্ধানে এবার বাগদায় সিবিআই (CBI)। উপেনের সেই রঞ্জন ওরফে চন্দনের বাড়িতে গিয়ে নোটিস। হাজিরার নির্দেশ।

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ছুঁইছুঁই, ২ জনের মৃত্যু।সংক্রমণের শীর্ষে কলকাতা (Kolkata)। উদ্বেগ বাড়িয়ে ওমিক্রনের (Omicron) নতুন উপ প্রজাতির হদিশ। 

মোহনবাগান রত্ন শ্যাম থাপা। ২৯ জুলাই মোহনবাগান দিবসে দেওয়া হবে সম্মান। জীবনকৃতি সম্মান বলাই দে-কে। সেরা ফুটবলার কোলাসো, সেরা ক্রিকেটার প্রিনান দত্ত।


সৌরভের হাফ সেঞ্চুরি। লন্ডনে আগাম জন্মদিনের আয়োজন বিসিসিআইয়ের (BCCI)। হাজির সস্ত্রীক সচিন। একই শহরে জন্মদিন পালন ধোনিরও।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.