West Bengal News Live: শিবপুরে অশান্তির ঘটনার তদন্তভার নিল CID

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 01 Apr 2023 11:27 PM
WB News Live: চিরকুট মন্তব্যের পাল্টা এবার মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে চিঠি পাঠাবেন DA-এর আন্দোলনকারীরা

চিরকুট মন্তব্যের পাল্টা এবার মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে চিঠি পাঠাবেন DA-এর আন্দোলনকারীরা। সেখানে আন্দোলনকারীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি চাকরিতে যোগদান ও পদের কথা উল্লেখ থাকবে। অন্যদিকে বিজেপি শাসিত অসম সরকারের ৪ শতাংশ DA বৃদ্ধি নিয়েও, সরগরম বঙ্গ রাজনীতি।

West Bengal Live News: লালন সাঁইয়ের গানে ঘুম ভাঙল নবাবের শহরের!

লালন সাঁইয়ের গানে ঘুম ভাঙল নবাবের শহরের! প্রভাতফেরীর মধ্যে দিয়ে মুর্শিদাবাদ শহরে এই প্রথম শুরু হল বাউল-ফকির উৎসব। ঐতিহাসিক পার্কের আমবাগানে বসেছে লোকগানের আসর। 

WB News Live: শেষ হয়ে আসছে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্রের মেয়াদ

শেষ হয়ে আসছে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্রের মেয়াদ। তাই দ্রুত অরেঞ্জ লাইনে পরিষেবা শুরু করার কথা ভাবছে কলকাতা মেট্রো রেল। ঘোষণা করা হল নিউ গড়িয়া থেকে রুবি রুটের ভাড়ার তালিকা। 

West Bengal Live News: শক্তিগড়ে ল্যাংচার দোকানে শ্যুটআউট

শক্তিগড়ে ল্যাংচার দোকানে শ্যুটআউট। ২ নম্বর জাতীয় সড়কের ধারে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু, আহত আরও ১। গাড়িতে এসে অপর একটি গাড়ি লক্ষ্য করে গুলি। 
গাড়ির ভিতরে থাকা ২ জনের দেহে গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু একজনের, আহত আরও ১। জাতীয় সড়কে প্রশ্নের মুখে নিরাপত্তা। কে বা কারা হামলা চালাল, স্পষ্ট নয়। হামলা চালিয়ে কলকাতার দিকে চলে আসে আততায়ীদের গাড়ি। 

WB News Live: আগের দুয়ারে সরকারে আবেদন কিন্তু, এখনও মেলেনি পরিষেবা

আগের দুয়ারে সরকারে আবেদন। কিন্তু, এখনও মেলেনি পরিষেবা। এই অভিযোগে, দুই বর্ধমানের দুই জায়গায় বিক্ষোভ। কাঁকসায়, দুয়ারে সরকার ক্যাম্পে বিদ্যুৎ দফতরের টেবিল উল্টে দিলেন তৃণমূল নেতা। গলসিতে দুয়ারে সরকার কর্মসূচিতে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা।

West Bengal Live News: ৬৫ দিন ধরে লাগাতার ধর্না অবস্থান চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ

৪ শতাংশ ডিএ বাড়ায় যখন খুশির হাওয়া প্রতিবেশী রাজ্য অসমে। তখন বকেয়া ডিএর দাবিতে এ রাজ্যে ৬৫ দিন ধরে লাগাতার ধর্না অবস্থান চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। এই পরিস্থিতিতে, সংগ্রামী যৌথ মঞ্চের প্রশ্ন, পাশের রাজ্য অসম পারলে, বাংলা পারবে না কেন? আন্দোলনকারীদের যুক্তি, DA দেওয়া নির্ভর করে মানসিকতার উপর। এই সরকার খেলা-মেলা করে অর্থ ব্যয় করবে, কিন্তু যাদের কাঁধে ভর করে সরকার চলছে, সেই কর্মচারীদেরই ডিএ দেবে না। এটাই মুখ্যমন্ত্রীর মানসিকতা। আগামী ৬ এপ্রিল, ফের কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ও কো-অর্ডিনেশন কমিটি। আন্দোলনকারীদের দাবি, অসম সরকারের ঘোষণা বাংলার সরকারি কর্মীদের আরও বেশি আন্দোলনমুখী করে তুলবে। 

WB News Live: গাজোলে সম্মুখ সমরে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন ও রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন

 জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন সদস্যরা কথা বলুন, তবে তাঁদের সঙ্গে যেন কোনও রাজনৈতিক দলের নেতা না থাকেন।তিলজলাকাণ্ডে সংঘাতের আবহেই মালদা গাজোলেও সম্মুখ সমরে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন ও রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন পৌঁছনোর আগেই গাজোলে নির্যাতিতা ছাত্রীর বাড়িতে পৌঁছে যায় রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। তাঁদের দেখে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের সদস্যরা। তাঁদের সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি বিধায়কও।

West Bengal Live News: বর্তমান রাজ্যপালকে প্রাক্তন ২ রাজ্যপালের সঙ্গে তুলনা শুভেন্দু অধিকারীর

বর্তমান রাজ্যপালকে প্রাক্তন ২ রাজ্যপালের সঙ্গে তুলনা শুভেন্দু অধিকারীর। 'সংবিধান রক্ষায় ২ প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গাঁধী এবং জগদীপ ধনকড়কে দেখেছি। বর্তমান রাজ্যপাল এখনও তাঁর দুই প্রাক্তনের মতো ভূমিকা পালন করেননি। বাংলাকে নাড়া দিয়ে গেছেন গোপালকৃষ্ণ গাঁধী ও জগদীপ ধনকড়। সেই ভূমিকায় আমরা রাজ্যপালকে দেখতে চাই'। মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

WB News Live: এবার বিস্ফোরক সরবরাহেও কি প্রভাবশালী যোগ?

এবার বিস্ফোরক সরবরাহেও কি প্রভাবশালী যোগ? রানিগঞ্জ, রাজারহাট ও মঙ্গলপুরে NIA তল্লাশিতে মীর মহম্মদ নুরুজ্জুমান ও মোয়াজউদ্দিন নামে দুই ব্যক্তির গ্রেফতারিতে জোরাল হচ্ছে তেমনই জল্পনা। সূত্রের খবর, প্রভাবশালীদের সাহায্যেই দিনের পর দিন প্রচুর পরিমাণে বিস্ফোরক সরবরাহ করে গেছে এই ২ জন। পুলিশের সাহায্যেও এই কাজ চলত কিনা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, NIA গ্রেফতারি এড়াতে বিকাশ ভাবনে সফটওয়ার ডেভেলপার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন মীর মহম্মদ নুরুজ্জুমান।
NIC প্রজেক্টে কাজ করছিলেন তিনি। সূত্রের খবর, ৮১ হাজার জিলেটিন স্টিক আর ২৭ হাজার কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট সাপ্লাই করেছিল এরা। এত পরিমানে বিস্ফোরক উদ্ধারের পরও কেন এরা ধরা পড়েনি উত্তর খুঁজছে NIA. 

West Bengal Live News: অপসারিত তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায়

অপসারিত তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায়। পাঠানো হল কলকাতা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে। থানায় নিগ্রহের অভিযোগ তোলেন জাতীয় শিশু অধিকার কমিশনের চেয়ারম্যান।
তিলজলা থানার নতুন ওসি সুপ্রতীক মজুমদার।  

WB News Live: মতুয়া মহাসম্মেলনে যোগ দিতে বনগাঁয় শুভেন্দু অধিকারী।

মতুয়া মহাসম্মেলনে যোগ দিতে বনগাঁয় শুভেন্দু অধিকারী। 

West Bengal Live News: মেয়ো রোডে ভয়াবহ বাস দুর্ঘটনা

মেয়ো রোডে ভয়াবহ বাস দুর্ঘটনা। উল্টে গেল মেটিয়াবুরুজ-হাওড়া রুটের মিনিবাস। পিছনের জানালা ভেঙে উদ্ধার করা হয়েছে যাত্রীদের। আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হচ্ছে। 
যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাইককে বাঁচাতে গিয়ে উল্টে যায় বাসটি। যাত্রীবোঝাই বাসটি বেশ জোরে চলছিল বলে দাবি যাত্রীদের। বাসের ধাক্কায় উল্টে গেছে বাইকটিও। 

WB News Live: তিলজলাকাণ্ডে তদন্তে আসা এনসিপিসিআর চেয়ারপার্সনকে নিগ্রহের অভিযোগ ঘিরে তুঙ্গে রাজনীতি

তিলজলাকাণ্ডে তদন্তে আসা এনসিপিসিআর চেয়ারপার্সনকে নিগ্রহের অভিযোগ ঘিরে তুঙ্গে রাজনীতি। রাজ্যপাল,স্বরাষ্ট্রমন্ত্রককে ট্যাগ করে ট্যুইট শুভেন্দুর। সাহায্য করা হয়েছে টিমকে, জানাল পুলিশ। 

West Bengal Live News: দ্রুত চালু হতে চলেছে কবি সুভাষ মেট্রো থেকে রুবি পর্যন্ত পরিষেবা, প্রকাশিত হল ভাড়ার তালিকা

দ্রুত চালু হতে চলেছে কবি সুভাষ মেট্রো থেকে রুবি পর্যন্ত পরিষেবা। মেট্রো রেলের তরফে প্রকাশিত হল ভাড়ার তালিকা। নূন্যতম ভাড়া ৫ টাকা। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যেতে লাগবে ২০ টাকা। দক্ষিণেশ্বর পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথের ভাড়া ৪৫ টাকা।  

WB News Live: ৪ শতাংশ ডিএ বাড়ায় খুশির হাওয়া প্রতিবেশী রাজ্য অসমে, বকেয়ার দাবিতে এরাজ্যে ধর্নার ৬৫ দিন

৪ শতাংশ ডিএ বাড়ায় যখন খুশির হাওয়া প্রতিবেশী রাজ্য অসমে। তখন বকেয়া ডিএর দাবিতে এরাজ্যে ৬৫ দিন ধরে লাগাতার ধর্না অবস্থান চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। এই পরিস্থিতিতে, সংগ্রামী যৌথ মঞ্চের প্রশ্ন, পাশের রাজ্য অসম পারলে, বাংলা পারবে না কেন? আন্দোলনকারীদের যুক্তি, DA দেওয়া নির্ভর করে মানসিকতার উপর। এই সরকার খেলা-মেলা করে অর্থ ব্যয় করবে, কিন্তু যাদের কাঁধে ভর করে সরকার চলছে, সেই কর্মচারীদেরই ডিএ দেবে না। এটাই মুখ্যমন্ত্রীর মানসিকতা। আগামী ৬ এপ্রিল, ফের কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ও কো-অর্ডিনেশন কমিটি। আন্দোলনকারীদের দাবি, অসম সরকারের ঘোষণা বাংলার সরকারি কর্মীদের আরও বেশি আন্দোলনমুখী করে তুলবে। 

West Bengal Live News: দুয়ারে সরকারে আবেদনের পরেও মেলেনি বিদ্যুৎ পরিষেবা, বিদ্যুৎ কর্মীদের ধমক পঞ্চায়েত সদস্যের

দুয়ারে সরকারে আবেদনের পরেও মেলেনি বিদ্যুৎ পরিষেবা। পাঁচ মাস পেরিয়ে যাওয়ার পরেও বিদ্যুৎ পরিষেবা না মেলার অভিযোগ। দুয়ারে সরকারে বিদ্যুৎ ক্যাম্পের টেবিল উল্টে বিদ্যুৎ কর্মীদের ধমক এবং হুঁশিয়ারি পঞ্চায়েত সদস্য এবং অঞ্চল সভাপতির। উত্তেজনা পশ্চিম বর্ধমানের কাঁকসার বিদবিহারের কৃষ্ণপুরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ।

WB News Live: কলকাতায় আরও দামি পার্কিং ফি

কলকাতায় আরও দামি পার্কিং ফি। দু'চাকা থেকে চার চাকা, বাস, পণ্য়বাহী গাড়ি, এবার থেকে সব ক্ষেত্রেই বর্ধিতহারে দিতে হবে পার্কিং ফি। কলকাতা পুরসভা সূত্রে খবর, চারচাকা গাড়ির ক্ষেত্রে এবার থেকে প্রথম দু ঘণ্টার জন্য় দিতে হবে ২০ টাকা। তিন ঘণ্টায় ৮০ টাকা। ৪ ঘণ্টায় ১২০ টাকা। 
৫ ঘণ্টায় ১৬০ টাকা এবং তারপর ঘণ্টা পিছু অতিরিক্ত ১০০ টাকা করে দিতে হবে, এমনই খবর কলকাতা পুরসভা সূত্রে। 

West Bengal Live News: রানিগঞ্জ, রাজারহাট ও মঙ্গলপুরে NIA তল্লাশি, গ্রেফতার ২

রানিগঞ্জ, রাজারহাট ও মঙ্গলপুরে NIA তল্লাশি। গ্রেফতার করা হয়েছে মীর মহম্মদ নুরুজ্জুমান ও মোয়াজউদ্দিন নামে দুই ব্যক্তিকে। সূত্রের খবর, NIA গ্রেফতারি এড়াতে বিকাশ ভাবনে সফটওয়ার ডেভেলপার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন মীর মহম্মদ নুরুজ্জুমান। NIC প্রজেক্টে কাজ করছিলেন তিনি। সূত্রের খবর, প্রভাবশালীদের সাহায্যেই দিনের পর দিন প্রচুর পরিমাণে বিস্ফোরক সরবরাহ করে গেছে এই ২ জন। পুলিশের সাহায্যেও এই কাজ চলত কিনা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, ৮১ হাজার জিলেটিন স্টিক আর ২৭ হাজার কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট সাপ্লাই করেছিল এরা। এত পরিমানে বিস্ফোরক উদ্ধারের পরও কেন এরা ধরা পড়েনি উত্তর খুঁজছে NIA। 

WB News Live: আজ ব্য়াঙ্কশাল কোর্টের বিশেষ ইডি আদালতে পেশ করা হবে অয়ন শীলকে

ইডি হেফাজতের মেয়াদ শেষ। আজ ব্য়াঙ্কশাল কোর্টের বিশেষ ইডি আদালতে পেশ করা হবে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে। এই ১৪ দিনের হেফাজতে অয়ন শীলকে জেরা করে তাঁর নতুন সম্পত্তি, কোম্পানি, পুরসভায় দুর্নীতি সংক্রান্ত যা যা তথ্য় উঠে এসেছে আজ আদালতে জানাবে ইডি। অয়ন শীলের জামিনের বিরোধিতা করবে ইডি। ইডি সূত্রে খবর, জেলে গিয়ে ফের অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। 

West Bengal Live News: নাম না করে অনুব্রতকে নীলকন্ঠ শিবের সঙ্গে তুলনা দলের বীরভূম জেলা সহ-সভাপতির !

নাম না করে অনুব্রতকে নীলকন্ঠ শিবের সঙ্গে তুলনা ! তুলনা করলেন তৃণমূলের বীরভূম জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়। 'সমুদ্রমন্থনে উঠেছিল গরল, আজ বীরভূমে গরল পান করতে পারতেন যিনি, তিনি দূরে রয়েছেন'। রাজনৈতিক প্যাঁচ পয়জারে তাঁকে দূরে সরিয়ে রাখা হয়েছে, মন্তব্য মলয় মুখোপাধ্যায়ের ।

WB News Live: আজও থমথমে এলাকা, শিবপুর জুড়ে মোতায়েন পুলিশবাহিনী

শিবপুরকাণ্ডের তদন্তে সিআইডি । হাওড়া সিটি পুলিশের কাছ থেকে তদন্তভার নিল সিআইডি। আজও থমথমে এলাকা । শিবপুর জুড়ে মোতায়েন পুলিশবাহিনী। এলাকায় নতুন কোনও গন্ডগোলের খবর নেই।

West Bengal Live News: গাজোলেও সম্মুখ সমরে জাতীয় ও রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন

তিলজলাকাণ্ডে সংঘাতের আবহেই মালদা গাজোলেও সম্মুখ সমরে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন ও রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন পৌঁছনোর আগেই সেখানে পৌঁছল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। তাঁদের দেখে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের সদস্যরা। কেন্দ্রীয় টিমকে ঢুকতে দিতে হবে, দাবি জানিয়ে বিজেপির বিক্ষোভ। ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করলেন কমিশনের সদস্যরা। 

WB News Live: শিবপুরকাণ্ডের তদন্তে সিআইডি

শিবপুরকাণ্ডের তদন্তে সিআইডি। হাওড়া সিটি পুলিশের কাছ থেকে তদন্তভার নিল সিআইডি। আজও থমথমে এলাকা। শিবপুর জুড়ে মোতায়েন পুলিশবাহিনী। এলাকায় নতুন কোনও গণ্ডগোলের খবর নেই।

West Bengal Live News: আজ থেকে শুরু হচ্ছে ষষ্ঠ দফার 'দুয়ারে সরকার' কর্মসূচি, চলবে ২০ এপ্রিল পর্যন্ত

আজ থেকে শুরু হচ্ছে ষষ্ঠ দফার 'দুয়ারে সরকার' কর্মসূচি। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। প্রথম দশদিন আবেদন জমা দেওয়া এবং শেষের দশদিনে পরিষেবা প্রদান করা হবে। এবারই প্রথম বুথস্তরে দুয়ারে সরকারের ক্যাম্প করা হচ্ছে। এবারে চারটি নতুন-সহ মোট ৩৩টি পরিষেবা মিলবে। গোটা বিষয়ে তদারকির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ৪৪ জন সিনিয়ার আইএস অফিসারকে।

WB News Live: শহরের ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় স্কুলেরই দুই শিক্ষকের যাবজ্জীবন

শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের চার বছরের ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় স্কুলেরই দুই শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। রায় ঘোষণা করল আলিপুরের বিশেষ পকসো আদালত। রায়ে খুশি ছাত্রীর পরিবার। 

West Bengal Live News: ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে মুম্বইয়ের ব্যবসায়ীকে কলকাতায় গ্রেফতার ইডি--র

১০০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে মুম্বইয়ের এক ব্যবসায়ীকে কলকাতায় গ্রেফতার করল ইডি। মুম্বইয়ের একটি হাওয়ালাকাণ্ডের সঙ্গে ব্যবসায়ীর যোগ থাকতে পারে বলেও সন্দেহ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ধৃত ব্যবসায়ীকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। 

WB News Live: সুপ্রিমকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তকে সংবর্ধনা কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের

কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফে সংবর্ধনা দেওয়া হল, সুপ্রিমকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তকে। এদিনের অনুষ্ঠানে বিচারপতি নিয়োগের পদ্ধতি নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি।

West Bengal Live News: অগ্নিগর্ভ হাওড়ার শিবপুর, ২ দিনে গ্রেফতার ৪৬

অগ্নিগর্ভ হাওড়ার শিবপুর। দোকানে ভাঙচুর, বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, গাড়িতে আগুন। পুলিশকে ইট-পাথর, পাল্টা লাঠিচার্জ, দুদিনে গ্রেফতার ৪৬।

প্রেক্ষাপট

কলকাতা : হাওড়ার অশান্তির (Howrah Violence) ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিলেন রাজ্যপাল। এই সংক্রান্ত স্পেশাল সেল তৈরির পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন রাজ্যপাল। রাজভবনের (Rajbhavan) বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। এদিকে, হাওড়ায় (Howrah) রামনবমীর মিছিল (Ramnavami Rally) ঘিরে অশান্তি বাধল কেন, তা নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর।


আমতলায় উদ্বোধন হল নতুন বাস টার্মিনাসের। এখান থেকে চালু হল হাওড়াগামী ২ টি বাস-রুট পরিষেবা। আগামীদিনে, এখান থেকে ছাড়বে পুরী, দিঘা সহ বহু দূর পাল্লার বাস। খবর পরিবহণ দফতর সূত্রে। আজ ভার্চুয়ালি টার্মিনাসের উদ্বোধন করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রীও।


তিলজলাকাণ্ডের অনুসন্ধানে রাজ্যে এসে বিস্ফোরক জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। প্রিয়াঙ্ক কানুনগোর অভিযোগ, পুলিশের বেআইনি কাজের প্রতিবাদ করায় থানার ভিতরেই তাঁকে মারধর করেছেন ওসি। অভিযোগের প্রেক্ষিতে পুলিশের প্রতিক্রিয়া মেলেনি। নাবালিকা খুনের তত্ত্বতালাশে গিয়ে তিলজলায় এদিন সংঘাতে জড়িয়েছে দুই কমিশন। 


গরুপাচারকাণ্ডে (Cow Smuggling Case) আসানসোলের সিবিআই আদালতে পিছোল অনুব্রত-মামলার শুনানি। ইডি-র মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি বীরভূমের তৃণমূল সভাপতি। গরুপাচার মামলায় এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়ালি পেশ করার কথা ছিল অনুব্রতকে। দিল্লি হাইকোর্টে অনুব্রতর শুনানি জুলাই পর্যন্ত পিছোনোয় এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আসেননি তৃণমূল নেতার আইনজীবী। অন্যদিকে, নেটওয়ার্ক-সমস্যার কারণে আজ তিহাড় জেলে বন্দি সায়গল হোসেনকেও ভার্চুয়ালি পেশ করা যায়নি। অনুব্রত ও সায়গলের পরবর্তী শুনানি ২৭ এপ্রিল। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.