WB News Live Updates: কলকাতাতে দৈনিক আক্রান্ত দু’হাজারের কাছাকাছি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যে এবং কলকাতায়, তিনদিনে তিনগুণেরও বেশি বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।
প্রেক্ষাপট
কলকাতা: বুধবার এক হাজার পার। বৃহস্পতিবার দু’হাজার পার। শুক্রবার সাড়ে তিন হাজারের চৌকাঠে। পশ্চিমবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তিনদিনে দৈনিক সংক্রমণ বেড়েছে তিনগুণ!
স্বাস্থ্য দফতরের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন।
বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ২ হাজার ১২৮। বুধবার ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৮৯ জন। সপ্তাহের শুরুতে সোমবার এই সংখ্যাটা ছিল মাত্র ৪৩৯।
বৃহস্পতিবারের তুলনায় শুক্রবারের দৈনিক সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৩২৩ জন বেশি। বৃহস্পতিবারই স্বাস্থ্য দফতর আশঙ্কা প্রকাশ করেছে, এক সপ্তাহের মধ্যে রাজ্যে তৃতীয় ঢেউ আসতে পারে। এই প্রেক্ষাপটে করোনা সংক্রমণ যে গতিতে ছড়াচ্ছে, তা দেখে উদ্বিগ্ন চিকিৎসকরা।
রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার ৪৫১ জনের মধ্যে । কলকাতাতেই আক্রান্ত হয়েছেন প্রায় দু’হাজার। কলকাতায় সংক্রমণের গ্রাফটাও যেভাবে ওপরের দিকে উঠছে, তাতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার কলকাতায় ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৯০ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ৫৪০। অর্থাৎ প্রত্যেকদিন দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হচ্ছে।
দেশে এবং রাজ্যে বড়সড় উদ্বেগের কারণ হয়ে উঠছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের বুলেটিন অনুযায়ী,
ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে রাজস্থানের উদয়পুরে।
- গত ২৪ ঘণ্টায় দেশে ৩০৯ জন নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।
- এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা হল ১ হাজার ২৭০ জন।
- কেরলে ৪৪ জন এবং কর্ণাটকে ২৩ জন, শুক্রবার নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।
বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন প্রায় ৩ গুণ বেশি সংক্রামক। সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা ANI জানিয়েছে, ফ্রান্স, ব্রিটেনের মতো ভারতেও করোনার ডেল্টা ভ্যারিয়েন্টকে ছাপিয়ে ছাপিয়ে যাওয়া শুরু করেছে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -