West Bengal News Live Updates : করোনা আক্রান্ত চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যে এবং কলকাতায়, তিনদিনে তিনগুণেরও বেশি বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 01 Jan 2022 08:52 PM
West Bengal News Live Updates : কলকাতায় ফিরতে চলেছে মাইক্রো কনটেনমেন্ট জোন।

রাজ্য হোক বা কলকাতা যে ভাবে করোনা দুরন্ত গতিতে বাড়ছে এবং উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন, তার মোকাবিলায় কলকাতায় ফিরতে চলেছে মাইক্রো কনটেনমেন্ট জোন।

West Bengal Live Updates: রাজ্যে আরও ৩ জন ওমিক্রন আক্রান্তের হদিশ

রাজ্যে আরও ৩ জন ওমিক্রন আক্রান্তের হদিশ। কলকাতায় মারাত্মক ভাবে ছড়াচ্ছে করোনা। কলকাতার পজিটিভিটি রেট ছাব্বিশ শতাংশ ছাড়িয়ে গেছে। যা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন চিকিৎসকরা। সোমবার থেকে কড়া বিধিনিষেধ জারি করার কথা ভাবছে রাজ্য সরকার।

West Bengal News Live Updates : বিধাননগরে দলবেঁধে মনোনয়ন জমা দিলেন ৪১ জন সিপিএম প্রার্থী

২২ জানুয়ারি বিধাননগর পুরনিগমে ভোট। আজ দলবেঁধে মনোনয়ন জমা দিলেন ৪১ জন সিপিএম প্রার্থী। এবার প্রার্থী তালিকায় নতুন মুখ ও রেড ভলান্টিয়ারদের ওপর ভরসা রেখেছে দল। 

West Bengal Live Updates: রাজ্যপালকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে তৃণমূল, রাহুল সিন্হা

রাজ্যপালের পদ সাংবিধানিক। অথচ রাজ্যপালকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে তৃণমূল। পাল্টা বিজেপি নেতা রাহুল সিন্হার। 

West Bengal News Live Updates : সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় জখম মৎস্যজীবীর মৃত্যু

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় জখম মৎস্যজীবীর মৃত্যু। বাঘাযতীনের একটি নার্সিংহোমে মৃত্যু ওই মৎস্যজীবীর। ভোর ৪টে নাগাদ ওই ব্যক্তিকে নার্সিংহোমে ভর্তি করা হয়। সকাল থেকেই অচৈতন্য অবস্থায় ছিলেন ওই মৎস্যজীবী। সন্ধের পর অবস্থার অবনতি হয়।

West Bengal Live Updates: কুমিরমারিতে দু'টি বাঘই চিহ্নিত, জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক

দুটি বাঘকেই চিহ্নিত করা সম্ভব হয়েছে। ঘুম পাড়ানি গুলি ছুড়ে কাবু করার নির্দেশ দেওয়া হয়েছে বনকর্মীদের। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা থেকেও বনকর্মীরা কুমিরমারিতে গেছেন। জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

West Bengal News Live Updates : করোনা আক্রান্ত কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার

করোনা আক্রান্ত কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার। করোনা আক্রান্ত অ্যাডিশনাল সিপি দেবাশিস বড়াল। রয়েছেন হোম আইসোলেশনে, খবর সূত্রের।

West Bengal Live Updates: কৈখালিতে রাসায়নিকের গুদামে বিধ্বংসী আগুনে মৃত্যু নিরাপত্তারক্ষীর

কৈখালিতে রাসায়নিকের গুদামে বিধ্বংসী আগুনে মৃত্যু হল এক নিরাপত্তারক্ষীর। আগুন ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি কারখানাতেও। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ১৮টি ইঞ্জিন। গুদাম ও কারখানায় অগ্নি সুরক্ষা বিধি ঠিকমতো মানা হয়েছে কি না, খতিয়ে দেখা হবে বলে জনিয়েছে দমকল।

West Bengal News Live Updates : করোনা আক্রান্ত চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

করোনা আক্রান্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। নিভৃতবাসে রয়েছেন তিনিষ বিগত ৭২ ঘণ্টায় যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, সকলকে করোনা পরীক্ষার আর্জি জানালেন।

West Bengal Live Updates: এক দিনে সাড়ে ৪ হাজার সংক্রমণ, মৃত্যু ৯ রোগীর

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৪ হাজার ৫১২ জন করোনায় (Novel Coronavirus) আক্রান্ত হয়েছেন। শুক্রবারে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণ ছিল ৩ হাজার ৪৫১।  অর্থাৎ এক দিনে লাফিয়ে সংক্রমণ বাড়ল ১ হাজার ৬১।  গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে  ৯ জন করোনা রোগীর।

West Bengal News Live Updates : আজ কল্পতরু উৎসব, করোনা আবহে কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরে ভক্ত সমাগম নিষিদ্ধ

আজ কল্পতরু উৎসব। করোনা আবহে কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরে ভক্ত সমাগম নিষিদ্ধ। করোনার কারণে পুণ্যার্থীদের প্রবেশ নিষেধ বেলুড় মঠেও। তবে হুগলির কামারপুকুরে মন্দিরে ঢুকতে পারেন ভক্তরা।

West Bengal Live Updates: রাজ্যে আরও ৩ জন ওমিক্রন পজিটিভ

রাজ্যে আরও ৩ জন ওমিক্রন পজিটিভ। একজন ওড়িশায় ওমিক্রন পজিটিভ, ভর্তি কলকাতার বেসরকারি হাসপাতালে। পেট্রাপোল সীমান্তে আরও ২ জন ওমিক্রন পজিটিভ। ডেল্টা প্লাসে আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, ওমিক্রন রিপোর্ট নেগেটিভ।

West Bengal News Live Updates : একটি রাজনৈতিক দলের পদলেহন করছেন রাজ্যপাল, বললেন কল্যাণ

বিশেষ একটি রাজনৈতিক দলের পদলেহন করছেন রাজ্যপাল। অসাংবিধানিকভাবে বালি পুরসভাকে আলাদা করার বিল আটকে রেখেছেন।অভিযোগ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। শ্রীরামপুর থেকে জগদীপ ধনকড় ভোটে দাঁড়ালে আড়াই লক্ষের বেশি ভোটে হারাব। চ্যালেঞ্জ কল্যাণের।

West Bengal Live Updates: কড়াকড়ির সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল: সুকান্ত মজুমদার

চোর পালালে বুদ্ধি বাড়ে। কড়াকড়ির সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল। কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 

West Bengal News Live Updates : সরকারের পক্ষে সব কিছু সামাল দেওয়া সম্ভব নয়, আমাদের সতর্ক হতে হবে, বললেন দিলীপ

নতুন বছরের শুরুতে সবথেকে বেশি ভাবনা করোনা নিয়ে। মানুষের উচিত সতর্ক হওয়া। সরকারের পক্ষে এটা সম্ভব নয়। আমাদের নিজেদের উচিত নিজেদের নিয়ন্ত্রণ করা। মন্তব্য দিলীপ ঘোষের। 

West Bengal Live Updates: ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, ফের রাজ্যকে চিঠি কেন্দ্রের

ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, ফের রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের। ৫ দফা পরামর্শ দিয়ে রাজ্যগুলিকে চিঠি স্বাস্থ্য মন্ত্রকের। করোনা চিকিৎসায় দ্রুত অস্থায়ী হাসপাতাল প্রস্তুত করার নির্দেশ। হোম আইসোলেশনে থাকা আক্রান্তদের নজরদারিতে বিশেষ দল গঠনের পরামর্শ। ‘সাহায্য নেওয়া যেতে পারে বেসরকারি হাসপাতাল ও অন্যান্য সংস্থার’। ‘মহকুমা বা জেলাস্তরে খুলতে হবে কন্ট্রোল রুম’। ‘করোনা পরীক্ষা, অ্যাম্বুল্যান্স এবং হাসপাতালের বেডের সংখ্যা বাড়াতে হবে’। মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণের।
 


 

West Bengal News Live Updates : কোভিড আবহে কলকাতা হাই কোর্টে ফিরল ভার্চুয়াল শুনানি।

সংক্রমণ বৃদ্ধিতে কলকাতা হাই কোর্টে ফিরল ভার্চুয়াল শুনানি। ৬৬ জন কর্মী একসঙ্গে কাজ করতে পারেন। শতকরা হিসেবে তিন ভাগের দু'ভাগ কর্মী নিয়ে কাজ তালানোর নির্দেশ। নথিপত্র জমা দেওয়ার ক্ষেত্রে শুধু সরকারি আইনজীবীদের ছাড়। নিম্ন আদালতগুলিকেও নির্দেশ।


 

West Bengal Live Updates: বাতিল সোমবার থেকে শুরু হতে চলা ‘দুয়ারে সরকার’ ক্যাম্প

কোভিড মোকাবিলায় কড়া বিধিনিষেধের ভাবনা রাজ্য সরকারের। ৩ জানুয়ারি থেকেই রাজ্যে কড়া বিধিনিষেধ জারির সম্ভাবনা। বাতিল সোমবার থেকে শুরু হতে চলা ‘দুয়ারে সরকার’ ক্যাম্পও। 
জেলায় জেলায় ‘দুয়ারে সরকার’ ক্যাম্প বাতিলের সিদ্ধান্ত।


 

West Bengal News Live Updates : আজ থেকেই শুরু হয়েছে পনেরো ঊর্ধ্বদের টিকাকরণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া

আজ থেকেই শুরু হয়েছে পনেরো ঊর্ধ্বদের টিকাকরণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া। মুদিয়ালির একটি ক্যাম্পে ঢুঁ মেরেছিলাম আমরা। কীভাবে কোউইন অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে, পড়ুয়াদের নিজে হাতে দেখিয়ে দিচ্ছেন কর্মীরা। 

West Bengal Live Updates: কোভিড আবহে কড়া বিধিনিষেধের ভাবনা রাজ্যের

কোভিড মোকাবিলায় কড়া বিধিনিষেধের ভাবনা রাজ্য সরকারের। কোভিড আবহে ৩ জানুয়ারির নেতাজি ইন্ডোরের ছাত্রদের অনুষ্ঠান বাতিল। কবে এই অনুষ্ঠান হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। রাজ্য সরকার এই সপ্তাহকে স্টুডেন্টস উইক হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ৩ জানুয়ারি থেকেই রাজ্যে কড়া বিধিনিষেধ জারি হতে পারে। 

West Bengal News Live Updates : কোভিড আক্রান্ত রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস

বিধায়ক, মেয়র পারিষদদের পর এবার কোভিড আক্রান্ত রাজ্যের বিদ্যুৎমন্ত্রী। আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন অরূপ বিশ্বাস। মৃদু উপসর্গ রয়েছে অরূপ বিশ্বাসের, খবর সূত্রের।

West Bengal Live Updates: : সোমবার থেকে ছোটদের টিকাকরণ, নাম তুললেন মুদিয়ালির সোহম

৩ তারিখ থেকে শুরু হচ্ছে পনেরো ঊর্ধ্বদের টিকাকরণ। শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। মুদিয়ালির যৌথ পরিবারের সদস্য সোহম দে প্রথম দিনই কোউইন অ্যাপে নিজের নাম নথিভুক্ত করে নিলেন। সম্প্রতি কোভিড কেড়ে নিয়েছে সোহমের দাদুর প্রাণ। সুরক্ষিত থাকতে টিকাকরণের গুরুত্ব অনেক। বলছেন সোহম। 

West Bengal News Live Updates : গোসাবায় বাঘের হানায় আক্রান্ত বন দফতরের আধিকারিক

নতুন বছরের শুরুতেই গোসাবার আরও একটি গ্রামে বাঘের আতঙ্ক। বাঘের হানায় আক্রান্ত বন দফতরের আধিকারিক। তাঁর মুখে ও পায়ে আঘাত লাগে। বন দফতর সূত্রে খবর, এদিন অভিযান সময় আচমকা হামলা চালায় রয়্যাল বেঙ্গল। বন দফতরের আধিকারিককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গতকাল চরঘেরি গ্রামে মেলে বাঘের পায়ের ছাপ। আজ সকালে লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েতের পরশমণি গ্রামে ঢুকল বাঘ। এদিন স্থানীয় মত্স্যজীবীরা সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের চার নম্বর মিত্রবাড়ি জঙ্গলের কাছে গাড়াল নদীর ধারে বাঘের পায়ের ছাপ দেখতে পান। খবর দেওয়া হয় বন দফতরে। পটকা ফাটিয়ে বাঘ তাড়ানোর চেষ্টা করেন বন দফতরের কর্মীরা। চরঘেরি গ্রামের জঙ্গলের দিকটি জাল দিয়ে ঘিরে দেওয়ার পরেও জায়গা বদল করেছে রয়্যাল বেঙ্গল। ফলে আশপাশের এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক। 

West Bengal Live Updates: কৈখালিতে রাসায়নিকের গুদামে আগুন, খোঁজ মিলছে না এক জনের

বছরের শুরুতেই ভয়াবহ অগ্নিকাণ্ড। কৈখালিতে রাসায়নিকের গুদামে আগুন। পাশের গেঞ্জি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। একজনের খোঁজ মিলছে না বলে দাবি স্থানীয়দের। সকাল ১১টা নাগাদ বিমানবন্দরের পাঁচিল লাগোয়া রাসায়নিকের গুদামে লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের ১৮টি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। দমকলের দাবি, দুটি কারখানারই অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না। দুটি কারখানার মধ্যে জায়গা ছাড়াতেও মানা হয়নি নিয়ম। বিমানবন্দরের পাঁচিল লাগোয়া কারখানা দুটি বেআইনিভাবে চলছিল বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু ও স্থানীয় বিধায়ক অদিতি মুন্সী।  

West Bengal News Live Updates : বর্ষশেষের রাতে গড়িয়ায় চলল গুলি

বর্ষশেষের রাতে গড়িয়ায় চলল গুলি । গুলিবিদ্ধ এক যুবক, তাঁর পেটে গুলি লেগেছে। আহত ব্যক্তির নাম অমিত শীল । বাইকে করে ২ দুষ্কৃতী এসে গুলি চালিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন গুলি? তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিশ। 

West Bengal Live Updates :  ভিড় জমেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাট, নিক্কো পার্কে

করোনা-ওমিক্রন আতঙ্কের মধ্যেই  ২০২২ -এ পা।  সকাল থেকেই বছরের প্রথম দিনের আনন্দে মাতোয়ার আম-জনতা।  ভিড় জমেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাট, নিক্কো পার্ক, ইকো পার্কে। কচি-কাঁচারা বড়দের হাত ধরে হাজির চিড়িয়াখানায়। মানুষের ভিড় দিঘার সমুদ্র সৈকতেও।

WB News Live : কলকাতায় বাড়ছে করোনা, সতর্কতাই একমাত্র পথ, বললেন ফিরহাদ

কলকাতায় বাড়ছে করোনা, সতর্কতাই একমাত্র পথ। বাধ্যতামূলক মাস্ক। বললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

WB News Live : কন্টেনারের ধাক্কায় এক যুবকের মৃত্যু

বর্ষবরণের রাতে বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় মত্ত যুবকদের সঙ্গে বচসার জেরে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ। উল্টো দিক থেকে আসা কন্টেনারের ধাক্কায় এক যুবকের মৃত্যু। গতকাল রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে বনহুগলি এলাকায়। মৃতের নাম মৃন্ময় বসু।

WB Corona News Live : করোনা আবহে বিধিনিষেধ মেনে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুরে কল্পতরু উৎসব পালিত

করোনা আবহে বিধিনিষেধ মেনে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুরে কল্পতরু উত্সব পালিত হচ্ছে। সকাল ৮টায় থেকে ১১টা ও দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত ভক্তরা মন্দিরে ঢুকতে পারবেন। করোনা আবহে বসে বা সাষ্টাঙ্গে প্রণাম নয়, শুধুমাত্র দাঁড়িয়ে প্রণাম করা যাচ্ছে। গতবারের মতো এবারও বাইরে থেকে শোভাযাত্রা আসা বন্ধ। 

West Bengal News Live : বছর শুরুর দিন দিঘাতে পর্যটকদের ভিড়

বছর শুরুর দিন দিঘাতে পর্যটকদের ভিড়। সমুদ্র সৈকতে কেউ পা ভিজিয়ে গল্পে মেতেছেন। কেউ আবার পরিবার-বন্ধুবান্ধবদের সঙ্গে পিকনিকের মেজাজে। করোনা সতর্কতা সত্ত্বেও অনেকের মুখেই নেই মাস্ক। থিকথিকে ভিড়ে উধাও দূরত্ব বিধি। 

WB News Live Updates : কৈখালিতে রাসায়নিকের গুদামে আগুন

বছরের শুরুতেই অগ্নিকাণ্ড। সকাল ১১টা নাগাদ কৈখালিতে রাসায়নিকের গুদামে আগুন লাগে। বিমানবন্দরের পাঁচিল লাগোয়া ওই গুদামে আগুন লাগায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। 

WB News Live Updates : পুরভোটের আগে নতুন বছরের প্রথম দিন তালা ঝুলল চন্দননগরের গোন্দলপাড়া জুটমিলে

পুরভোটের আগে নতুন বছরের প্রথম দিন তালা ঝুলল চন্দননগরের গোন্দলপাড়া জুটমিলে। কর্মহীন প্রায় চারহাজার শ্রমিক। এদিন সকালে কাজে যোগ দিতে এসে মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান শ্রমিকরা।

West Bengal Corona Live L বছর শুরুর দিন দিঘাতে পর্যটকদের ভিড়

বছর শুরুর দিন দিঘাতে পর্যটকদের ভিড়। সমুদ্র সৈকতে কেউ পা ভিজিয়ে গল্পে মেতেছেন। কেউ আবার পরিবার-বন্ধুবান্ধবদের সঙ্গে পিকনিকের মেজাজে। করোনা সতর্কতা সত্ত্বেও অনেকের মুখেই নেই মাস্ক। থিকথিকে ভিড়ে উধাও দূরত্ব বিধি। 

West Bengal News Live : মত্ত অবস্থায় বাইক চালানোয় ১৮৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

বর্ষবরণের রাতে কলকাতা ট্রাফিক পুলিশের অভিযান। ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে মামলা রুজু। মত্ত অবস্থায় বাইক চালানোয় ১৮৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। এছাড়াও, বেপরোয়া গতির কারণে ১৮৪ ও হেলমেট না পরায় ১২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। তিনজনের বেশি বাইকে চড়ায় ১২৮টি অভিযোগ দায়ের হয়েছে। বর্ষবরণের রাতে ২০৭টি গাড়ি বাজেয়াপ্ত করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। 

West Bengal News Live Updates: গতকালের তুলনায় আরও নামল পারদ

নতুন বছরের শুরুতেই ফিরল শীতের আমেজ। গতকালের তুলনায় আরও নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে। 

West Bengal News Live : তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলের কর্মী, সমর্থক, সদস্যদের শুভেচ্ছা মমতার

তৃণমূল কংগ্রেসের ২৪ তম প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট। তৃণমূলনেত্রী লেখেন, মা-মাটি-মানুষের পরিবারের তরফে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলের কর্মী, সমর্থক, সদস্যদের শুভেচ্ছা জানাই। ১৯৯৮ সালের ১ জানুয়ারি আমাদের যাত্রা শুরু হয়েছিল। সেইসময় থেকে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছি। নতুন বছরে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আমরা জোটবদ্ধ লড়াইয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আসুন, একে অপরের প্রতি সহৃদয় ব্যবহার, অন্যকে সম্মান করি। দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে শক্তিশালী করে তুলতে একসঙ্গে কাজ করি। আশীর্বাদের জন্য সকলকে ধন্যবাদ। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ট্যুইটে লেখেন তৃণমূলনেত্রী।

West Bengal News Live : ওমিক্রন আক্রান্ত নটিংহ্যাম ফেরত রাজারহাটের বাসিন্দা

ওমিক্রন আক্রান্ত নটিংহ্যাম ফেরত রাজারহাটের বাসিন্দা। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আইনের ছাত্র। পরিবারের অভিযোগ, দাবি করেও চিকিৎসার খরচ মেলেনি বিমা সংস্থার কাছ থেকে।

West Bengal Live Updates : মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি কাদের জন্য ?

যাঁরা উপসর্গহীন তাঁদের বাড়িতে থেকে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। এ ধরনের রোগীদের ক্ষেত্রে মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি ব্যবহারের উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য দফতরের নতুন নিয়মবিধিতে। 

West Bengal News Live : কলকাতা মেডিক্যাল কলেজ চত্বরে ৭ জন করোনা আক্রান্ত

 মেডিক্যাল কলেজ সূত্রে খবর, বিসি রায় হস্টেলের আরও চার ইন্টার্নের জ্বর হয়েছে। তাঁরাও করোনা আক্রান্ত কিনা, পরীক্ষা করে দেখা হচ্ছে। পাশাপাশি, কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষের গাড়িচালক ও কলেজের নিউ হস্টেলের ক্যান্টিনের চারজন কর্মীও কোভিড আক্রান্ত। এই নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ চত্বরে ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। 

West Bengal News Live : করোনা আবহে এবারও কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের ঢোকা নিষেধ

আজ কল্পতরু উত্সব। করোনা আবহে এবারও কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের ঢোকা নিষেধ। আজ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা। তবে কাশীপুর উদ্যানবাটির তরফে কল্পতরু উত্সবের সব অনুষ্ঠানই হচ্ছে। করোনা আবহে অনলাইনে অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। 

West Bengal News Live Updates : কলকাতা মেডিক্যাল কলেজে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

কলকাতা মেডিক্যাল কলেজে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমিত আরও দুই ইন্টার্ন

West Bengal News Live Updates : করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই বর্ষবরণ

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই বর্ষবরণ। ২০২১-এর চৌকাঠ পেরিয়ে ২০২২-এ পা৷ ঘোরাঘুরি, দেদার আড্ডা, খাওয়া-দাওয়া৷ রঙিন আলো, বাহারি পোশাকে শহরের রঙ উত্সবমুখর৷ ওমিক্রন-আশঙ্কা নিয়েই বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্যে দিয়ে স্বাগত নতুন বছরকে৷ 

West Bengal News Live : শহরে ১১টি মাইক্রো কনটেনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে

কলকাতায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে তিন হাজার। সংক্রমণ রুখতে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে একাধিক নির্দেশ স্বাস্থ্য দফতরের। কলকাতা পুরসভা সূত্রে খবর, ৫ বা তার বেশি আক্রান্ত, শহরে এরকম ১১টি মাইক্রো কনটেনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে।

প্রেক্ষাপট

কলকাতা : বুধবার এক হাজার পার। বৃহস্পতিবার দু’হাজার পার। শুক্রবার সাড়ে তিন হাজারের চৌকাঠে। 


পশ্চিমবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তিনদিনে দৈনিক সংক্রমণ বেড়েছে তিনগুণ! স্বাস্থ্য দফতরের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ২ হাজার ১২৮। বুধবার ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৮৯ জন। সপ্তাহের শুরুতে সোমবার এই সংখ্যাটা ছিল মাত্র ৪৩৯।



বৃহস্পতিবারের তুলনায় শুক্রবারের দৈনিক সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৩২৩ জন বেশি। বৃহস্পতিবারই স্বাস্থ্য দফতর আশঙ্কা প্রকাশ করেছে, এক সপ্তাহের মধ্যে রাজ্যে তৃতীয় ঢেউ আসতে পারে। এই প্রেক্ষাপটে করোনা সংক্রমণ যে গতিতে ছড়াচ্ছে, তা দেখে উদ্বিগ্ন চিকিৎসকরা। রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার ৪৫১ জনের মধ্যে কলকাতাতেই আক্রান্ত হয়েছেন প্রায় দু’হাজার। কলকাতায় সংক্রমণের গ্রাফটাও যেভাবে ওপরের দিকে উঠছে, তাতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার কলকাতায় ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৯০ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ৫৪০।  অর্থাৎ প্রত্যেকদিন দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হচ্ছে। 


দেশে এবং রাজ্যে বড়সড় উদ্বেগের কারণ হয়ে উঠছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, 




  • ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে রাজস্থানের উদয়পুরে।  

  • গত ২৪ ঘণ্টায় দেশে ৩০৯ জন নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। 

  • এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা হল ১ হাজার ২৭০ জন।   


কেরলে ৪৪ জন এবং কর্ণাটকে ২৩ জন, শুক্রবার নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন প্রায় ৩ গুণ বেশি সংক্রামক। সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা ANI জানিয়েছে, ফ্রান্স, ব্রিটেনের মতো ভারতেও করোনার ডেল্টা ভ্যারিয়েন্টকে ছাপিয়ে ছাপিয়ে যাওয়া শুরু করেছে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.