West Bengal News Live: রাজ্যে একদিনে বাজ পড়ে মৃত ৭ জন

Get the latest West Bengal News and Live Updates: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে

abp ananda Last Updated: 01 Jul 2022 11:38 PM
West Bengal Live News: অসুস্থ লাভলী মৈত্র

দলীয় কর্মসূচিতে এসে অসুস্থ হয়ে পড়লেন বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র।

WB Live News: রথের মেলায় দুর্ঘটনা

রথের মেলায় ভেঙে পড়লো নাগরদোলা। আহত ৪। মেমারির রসুলপুরের ঘটনা।

West Bengal Live News: রাজ্যে একদিনে বাজ পড়ে মৃত ৭ জন

রাজ্যে একদিনে বাজ পড়ে মৃত ৭ জন। পুরুলিয়ায় বাজ পড়ে একদিনে মৃত ৩ জন মহিলা। দিঘায় বেড়াতে এসে সমুদ্রে স্নান করার সময় বাজ পড়ে মৃত ২। উত্তর ২৪ পরগনার কল্যাণী থেকে দিঘায় এসে মৃত ২ পর্যটক। শালবনিতে বাজ পড়ে মৃত ২ জন।

WB Live News: রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে সংক্রমিত ১৭৩৯ জন। পজিটিভিটি হার ১৪ দশমিক ৭২ শতাংশ।

West Bengal Live News: টানা ২ বছর পর রথযাত্রায় ফিরল চেনা ছবি, কলকাতা থেকে জেলা, উৎসবে মাতলেন সাধারণ মানুষ

টানা ২ বছর পর রথযাত্রায় ফিরল চেনা ছবি, কলকাতা থেকে জেলা, উৎসবে মাতলেন সাধারণ মানুষ

WB Live News: রথযাত্রার দিন থেকেই দুর্গাপুজোর সলতে পাকানো শুরু, রীতি মেনে এদিন খুঁটিপুজো সারল কলকাতার বেশ কিছু দুর্গাপুজো কমিটি

রথযাত্রার দিন থেকেই দুর্গাপুজোর সলতে পাকানো শুরু। রীতি মেনে এদিন খুঁটিপুজো সারল কলকাতার বেশ কিছু দুর্গাপুজো কমিটি।

West Bengal Live News: কালনার জগন্নাথ তলায় রথের দড়ি টানাকে ঘিরে হুড়োহুড়ি, ভিড়ের চাপে কয়েকজন অসুস্থ

কালনার জগন্নাথ তলায় রথের দড়ি টানাকে ঘিরে হুড়োহুড়ি। ভিড়ের চাপে কয়েকজন অসুস্থ, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। করোনার কারণে দুবছর রথের উৎসব বন্ধ থাকায় বহু মানুষ রথের দড়ি টানার জন্য ভিড় করেছিলেন। বেশ কয়েকজন মহিলা হুড়োহুড়িতে মাটিতে পড়ে যান।

WB Live News: ‘জগন্নাথদেবের কৃপায় কেউ আহত হননি’, ‘আমার কোনও আঘাত লাগেনি’, ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

‘জগন্নাথদেবের কৃপায় কেউ আহত হননি’, ‘আমার কোনও আঘাত লাগেনি’, ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

West Bengal Live News: বীরভূমে ফের বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার

বীরভূমে ফের বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার। নলহাটি থেকে উদ্ধার প্রায় ৩০০ কুইন্টাল অ্যামোনিয়া নাইট্রেট।লখনামারা গ্রামের একটি গুদাম থেকে উদ্ধার বিপুল সংখ্যক ডিটোনেটর । উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ ও নলহাটি থানার পুলিশ। গুদামের মালিক পলাতক। গতকাল মহম্মদ বাজার থেকে উদ্ধার হয় ৮১ হাজার ডিটোনেটর।

WB Live News: পূর্ব মেদিনীপুরের মারিশদায় শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা

পূর্ব মেদিনীপুরের মারিশদায় শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা। ক্ষতিগ্রস্ত কনভয়ের একটি গাড়ি, ট্রাক নিয়ে পলাতক চালক। ‘বিরোধী দলনেতাকে খুনের পরিকল্পনা দুষ্কৃতীদের’, অভিযোগ বিজেপির। ‘শুভেন্দুর যাতায়াত নিয়ে রাজ্যের কাছে তথ্য রয়েছে’, ‘এটা দুর্ঘটনা নয়, পরিকল্পনামাফিক খুনের চক্রান্ত’, অভিযোগ হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের।

West Bengal Live News: যশবন্ত সিন্হা নন, দ্রৌপদী মুর্মুকেই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দেখছেন তৃণমূলের নেতা সৌমেন খান

যশবন্ত সিন্হা নন, দ্রৌপদী মুর্মুকেই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দেখছেন তৃণমূলেরই নেতা, ‘দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন দ্রৌপদী মুর্মু’
হুল উৎসবে যোগ দিয়ে মন্তব্য মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের।

WB Live News: ‘রাষ্ট্রপতি পদ প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম’ : মমতা

 ‘রাষ্ট্রপতি পদ প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম’, রাষ্ট্রপতি ভোটের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal Live News: তারাপীঠে তারামায়ের বিগ্রহকে গর্ভগৃহের বাইরে আনা হয় শুধুমাত্র রথের দিনই

তারাপীঠে তারামায়ের বিগ্রহকে গর্ভগৃহের বাইরে আনা হয় শুধুমাত্র রথের দিনই। তারপর রথে বিগ্রহকে বসিয়ে প্রদক্ষিণ করা হয় তারাপীঠ। গত দু’বছর কোভিডের কারণে এই রীতি পালন করা যায়নি। আজ দুপুরে ঘটা করেই পালন করা হচ্ছে এই রীতি। 

WB Live News: ইসকনের ৫১ তম রথযাত্রার উদ্বোধন মুখ্যমন্ত্রীর

ইসকনের ৫১ তম রথযাত্রার উদ্বোধন মুখ্যমন্ত্রীর। রথযাত্রা শুরুর আগে গর্ভগৃহে গিয়ে আরতি করলেন মমতা বন্দোপাধ্যায়। রথযাত্রা শুরুর আগে যাবতীয় আচার-অনুষ্ঠান পালন করলে নমুখ্যমন্ত্রী। নারকেল ফাটানোর পর গড়াল রথের চাকা।

West Bengal Live News: দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাষ্ট্রপতি পদ প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম। রাষ্ট্রপতি ভোটের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি। বিরোধীরা এই নিয়ে সিদ্ধান্ত নিলে, আমি তাঁদের সঙ্গে আছি। ‘আমরা বিভাজন করি না, আদিবাসী-দলিত, সবাই আমাদের সঙ্গে রয়েছেন’, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal Live News: দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাষ্ট্রপতি পদ প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম। রাষ্ট্রপতি ভোটের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি। বিরোধীরা এই নিয়ে সিদ্ধান্ত নিলে, আমি তাঁদের সঙ্গে আছি। ‘আমরা বিভাজন করি না, আদিবাসী-দলিত, সবাই আমাদের সঙ্গে রয়েছেন’, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

WB Live News: তারাপীঠে পালিত রথযাত্রা

তারাপীঠে, তারামায়ের বিগ্রহকে গর্ভগৃহের বাইরে আনা হয় শুধুমাত্র রথের দিনই। তারপর রথে বিগ্রহকে বসিয়ে প্রদক্ষিণ করা হয় তারাপীঠ। গত দু’বছর কোভিডের কারণে এই রীতি পালন করা যায়নি। আজ দুপুরে ঘটা করেই পালন করা হচ্ছে এই রীতি। 

West Bengal Live News: রথের দিনেই উমার আবাহনের সূচনা

রথের রশিতে টান পড়ার সঙ্গে সঙ্গেই উমার আবাহনের সূচনা। খুঁটিপুজো হয়ে গেল কলকাতার বেশ কিছু বড় দুর্গোত্‍সবের। নাকতলা উদয়ন সঙ্ঘ, গড়িয়াহাটের হিন্দুস্থান ক্লাবের পুজো, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর খুঁটিপুজো হয়েছে।

WB Live News: মায়াপুর ইসকন মন্দিরে মহা সমারোহে হচ্ছে রথযাত্রা

মায়াপুর ইসকন মন্দিরেও মহা সমারোহে হচ্ছে রথযাত্রা পালন। রাজাপুর জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা শুরু হবে দুপুরের পর। শোভাযাত্রা যাবে ৪ কিলোমিটার দূরে ইসকনের চন্দ্রোদয় মন্দিরে। সকাল থেকে চলছে বিশেষ পুজো। রথের দিনে রান্না হচ্ছে ৫৬ ভোগ। সকাল থেকে উৎসবে সামিল হয়েছেন অসংখ্য ভক্ত।

West Bengal Live News: বিরোধী দলকে বিঁধলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

চিকিৎসক দিবসে বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা জানানোর নির্ধারিত সময়ে বিধানসভায় উপস্থিত না হওয়ায় বিরোধী দলকে বিঁধলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অতীতের প্রসঙ্গ টেনে বিরোধী দল হিসেবে বিজেপির ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন অধ্যক্ষ। পাল্টা জবাব দিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

WB Live News: বীরভূমে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার

বীরভূমে ফের বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার। নলহাটি থেকে উদ্ধার প্রায় ৩০০ কুইন্টাল অ্যামোনিয়া নাইট্রেট। লখনামারা গ্রামের একটি গুদাম থেকে উদ্ধার বিপুল সংখ্যক ডিটোনেটর উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ ও নলহাটি থানার পুলিশ। গুদামের মালিক পলাতক। গতকাল মহম্মদ বাজার থেকে উদ্ধার হয় ৮১ হাজার ডিটোনেটর।

West Bengal Live News: হাসপাতালে দালাল চক্রের তাণ্ডব, অভিযোগ মেদিনীপুরে

মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্ট্রেচার অমিল,সক্রিয় দালাল চক্র। পয়সা দিলেই মিলছে স্ট্রেচার। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। শুরু রাজনৈতিক তরজাও। 

WB Live News: মহিষাদলের রাজবাড়িতে রথযাত্রা এবার পড়ল ২৪৬তম বছরে

মহিষাদলের রাজবাড়িতে রথযাত্রা এবার পড়ল ২৪৬তম বছরে। গত দু’বছর করোনার কারণে রথের চাকা গড়ায়নি। পালকিতে করেই রথের কাছে গিয়ে সেই পালকিতে করেই মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় জগন্নাথদেব ও মদনগোপাল জিউয়ের বিগ্রহকে।  মহিষাদলের রাজবাড়ির কুলদেবতা মদনগোপাল জিউ। এখানে রথে তোলা হয় জগন্নাথদেব ও মদনগোপাল জিউয়ের বিগ্রহকে। বলরাম, সুভদ্রার বিগ্রহকে রথে তোলা হয় না।  আজ সকালে পুজো হয়। দুপুরে হবে রথযাত্রা। ভক্তদের সমাগম হয়েছে মহিষাদল রাজবাড়ির চত্বরে। 

West Bengal Live News: রথ উৎসবে মাতোয়ারা বিষ্ণুপুর

মল্ল রাজ বীর মল্লর হাত ধরে প্রতিষ্ঠা পাওয়া সাড়ে তিনশো বছরের প্রাচীন রথ উৎসবে মাতোয়ারা বিষ্ণুপুর। সাত সকালে রথের রশিতে টান দিয়ে উৎসবে মাতল আট থেকে আশি।

WB Live News: কোচবিহারের রাজবাড়িতেও শুরু রথযাত্রা উৎসব

আজ কোচবিহারের রাজপরিবারের কুলদেবতা মদনমোহনের রথযাত্রা। মদনমোহন মন্দির থেকে রথে মাসীর বাড়ি ডাঙরআই-তে নিয়ে যাওয়া হয় বিগ্রহকে।  করোনার কারণে, গত ২ বছর ট্রাকে করে নিয়ে যাওয়া বিগ্রহকে। আজ দুপুরে রথেই যাবে বিগ্রহ।  আজ সকালে মন্দিরে পুজো হয়। বিকেল চারটেয় টান পড়বে রথের রশিতে।   

West Bengal Live News: ফুটবল খেলাকে কেন্দ্র করে NRS মেডিক্যাল কলেজ উত্তেজনা

ফুটবল ম্যাচকে কেন্দ্র করে NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে উত্তেজনা। খেলাশেষে মারপিটের অভিযোগ চিকিত্‍সক পড়ুয়াদের বিরুদ্ধে।  গতকাল ছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যসোসিয়েশন আয়োজিত প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল ম্যাচ।  NRS হাসপাতালের মাঠে খেলা ছিল NRS ও কলকাতা মেডিক্যাল কলেজের মধ্যে। শেষ মুহূর্তের গোলে জিতে যায় NRS। অভিযোগ, এরপরই মাঠে ঢুকে NRS এর সমর্থকরা মেডিক্যালের চিকিত্‍সক পড়ুয়াদের মারধর করে। ঘটনার জেরে NRS-কে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার দাবিতে মাঠের মধ্যে অবস্থানে বসে পড়েন মেডিক্যালের পড়ুয়ারা। পরিস্থিতি সামলাতে আসেন IMA-এর রাজ্য সম্পাদক ও তৃণমূল সাংসদ শান্তনু সেন। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।  

WB Live News: কলকাতায় দাঁ বাড়িতেও রথ উৎসব

গিরিশপার্কের নরসিংহ দাঁয়ের বাড়িতেও আজ রথের দিন হল দুর্গার কাঠামো পুজো। রথের দিন কাঠামো পুজোর এই রীতি চলে আসছে দীর্ঘদিন ধরে। রথে গৃহদেবতা নারায়ণের বিগ্রহ বসিয়ে প্রথমে রথ টানা হয়। তারপর হয় কাঠামো পুজো। দাঁ বাড়ির দুর্গা পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল আজ থেকেই।  

West Bengal Live News: ফোনের টাওয়ার বসানোর নাম করে প্রতারণা

মোবাইল ফোনের টাওয়ার বসানোর নাম করে প্রতারণার অভিযোগ। ১২ জনকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডাদমন শাখা। বাজেয়াপ্ত ৪০টি মোবাইল ফোন, কম্পিউটার ও হার্ডডিস্ক।  অভিযোগ, টাওয়ার বসানোর নাম করে অনেককে প্রতারণা করেছে এই চক্র। 

WB Live News: প্লাস্টিক বন্ধে প্রথমে প্রচার, তারপর পদক্ষেপ, বললেন কলকাতার মেয়র

আজ থেকে দেশজুড়ে নিষিদ্ধ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক। ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ। এতদিন ৫০ মাইক্রনের নীচে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ ছিল। এ বিষয়ে কলকাতা পুরসভার মেয়র জানিয়েছেন, প্রথমে এ নিয়ে প্রচার চালানো হবে, তারপর পদক্ষেপ।  কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করা হল দেশজুড়ে।  

West Bengal Live News: দাম কমল বাণিজ্যিক সিলিন্ডারের

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটাই কমল। আজ কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২ হাজার ১৪০ টাকা। সিলিন্ডার পিছু দাম কমেছে ১৮২ টাকা। তবে রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও হেরফের হয়নি। রান্নার গ্যাসের সিলিন্ডারপিছু দাম ১ হাজার ২৯ টাকাই রয়েছে।

WB Live News: শোভাবাজার রাজবাড়িতে রথযাত্রা উৎসব, সঙ্গে দুর্গা প্রতিমার কাঠামো পুজো

শোভাবাজার রাজবাড়িতে রথের দিনই দুর্গা প্রতিমার কাঠামো পুজোর রীতি। সেই রীতি মেনে আজও দুর্গা প্রতিমার মূল কাঠামোকে দেবীজ্ঞানে পুজো করা হল। শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজোর সূচনা হল। সেই সঙ্গে পুজো হল জগন্নাথদেবেরও। 

West Bengal Live News: ৬২৬ বছরে পড়ল মাহেশের রথযাত্রা

এবার ৬২৬ বছরে পড়ল মাহেশের রথযাত্রা। কোভিডের কারণে গত দু’বছর লোক সমাগম হয়নি। এবার বিধিনিষেধ না থাকায় সকাল থেকেই মাহেশে ভক্তদের ভিড়। সকালেই দেওয়া হয় ভোগ। বিকেল চারটের সময় রথের রশিতে টান পড়বে।  

WB Live News: পুরীতে মন্দিরের সামনে ওড়িশি নৃত্য পরিবেশন একঝাঁক বাঙালি শিল্পীর

পুরীর রথ আর বাঙালি, শতক পেরোনো এক মেলবন্ধন। শুধু দর্শন বা তীর্থ করতে নয়, এবার বাংলার বর্ধমান থেকে ওড়িশার পুরীতে গিয়ে মন্দিরের সামনে জমাটি ওড়িশি নৃত্য পরিবেশন করছেন একঝাঁক বাঙালি শিল্পী।

West Bengal Live News: মাহেশে ধুমধাম করে পালিত রথযাত্রা উৎসব

হুগলির মাহেশে শুরু রথযাত্রা উৎসব। ভিড় জমিয়েছেন ভক্তরা।

WB Live News: মহা ধুমধামে রথের রশিতে টান দিতে ভক্ত সমাগম

আজ রথযাত্রা। বাংলা ও বাংলার বাইরে টান পড়বে রথের রশিতে। করোনা কালে ২ বছর নানা বিধিনিষেধ ছিল। এবার আর সেই বিধি না থাকায় মহা ধুমধামে রথের রশিতে টান দিতে ভক্ত সমাগমের আয়োজন সম্পূর্ণ। 

West Bengal Live News: জেলায় জেলায় রথের প্রস্তুতি

আজ রথযাত্রা। দেশজুড়ে চলছে প্রস্তুতি। মাহেশ, চন্দননগর, কলকাতা-সহ নানা জেলায় শুরু উৎসব। 

WB Live News: আজ থেকে দেশজুড়ে নিষিদ্ধ ‘সিঙ্গল ইউজ’ প্লাস্টিক

আজ থেকে দেশজুড়ে নিষিদ্ধ হচ্ছে ‘সিঙ্গল ইউজ’ প্লাস্টিক। ব্যবহার, বিক্রি, উৎপাদন, হস্তান্তর নিষিদ্ধ করা হচ্ছে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক। গত অগাস্টেই নির্দেশিকা জারি করেছিল পরিবেশ মন্ত্রক। ‘রাজ্যেও সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হবে। তবে এখনই জোর-জবরদস্তি করা হবে না। প্রথমে শুরু করা হবে প্রচার, তারপর প্রয়োজনে পদক্ষেপ’, প্রতিক্রিয়া কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের।

প্রেক্ষাপট

ভক্তদের কৃপা করতে ভগবানের রথে আরোহন। আজ জগন্নাথের রথযাত্রা (Rath Yatra)। পুরী থেকে মাহেশ, কলকাতার ইস্কন। তুঙ্গে প্রস্তুতি।


বেলা যত গড়াবে, ততই এখানে মহারাষ্ট্র (Maharashtra) হবে। কেউ বাইরে থাকবে না, কেশিয়াড়ির সভা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)


শুভেন্দুর পর সারদাকাণ্ডে সুদীপ্ত সেনের (Sudipta Sen) মুখে মুকুল, অধীর। সুদীপ্তর দাবি, 'মুকুল রায়ের নাম দিয়েছি, অধীরের নাম দিয়েছি, দ্বিতীয় চিঠিতে শুভেন্দুর নাম।'


অধীরের দাবি, দিদি কলঙ্কিত করার চেষ্টা করছে। এ বিষয়ে জানা নেই, প্রতিক্রিয়া মুকুল রায়ের।


মা সারদা নিয়ে তৃণমূল বিধায়ক নির্মল-বাণী। ক্ষুব্ধ রামকৃষ্ণ মিশন।


রবীন্দ্রভারতীর উপাচার্য বদলেও সংঘাত। নতুন উপাচার্য নিয়োগে অনুমোদন রাজ্যপালের। আচার্য বিল পাস, তাও কীভাবে সম্মতি? প্রশ্ন রাজ্যের।


উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ দেড় হাজার পার! শীর্ষে কলকাতা। সামাজিক দূরত্ব-সহ একাধিক বিষয়ে ফের গাইডলাইন রাজ্যের। 


 বিক্রি থেকে ব্যবহার। আজ থেকে দেশজুড়ে নিষিদ্ধ হচ্ছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক। প্রথমে প্রচার, তারপরে পদক্ষেপ, জানালেন মেয়র। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.