WB News Live : তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে CBI তদন্ত চেয়ে হাইকোর্টে ধাক্কা
WB News Live : জেলা জেলা থেকে গুরুত্বপূর্ণ খবর
তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে CBI তদন্ত চেয়ে, হাইকোর্টে ধাক্কা খেলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। ওই মামলা জনস্বার্থ মামলা হিসাবে গণ্য হওয়া উচিত। বললেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে যাওয়ার পরামর্শ দিলেন তিনি। হাইকোর্টকে ধন্যবাদ। বললেন অপরূপা।
কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন টিএস শিবজ্ঞানম। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি শিবজ্ঞানম। 'সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার পরে রাষ্ট্রপতির সম্মতি। বিচারপতি টিএস শিবজ্ঞানমকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগে সম্মতি রাষ্ট্রপতির', ট্যুইট করে জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু।
'তৃণমূল বলে আমার কাছে কিছু নেই, আছে শুধু দুর্নীতি, আর দুর্নীতি না থাকা। কোনও রাজনৈতিক দলের কাছ থেকে সুবিধে নেওয়া..এসব আসে না, সব বাজে কথা। বিচারের সময় দেখতে চাই, দুর্নীতি আছে, না দুর্নীতি নেই, এর বাইরে কিছু নেই। যে গ্রাউন্ডে একটি মামলা সরেছে, একই গ্রাউন্ডে সব মামলাই সরতে পারে', হাইকোর্ট থেকে বেরোনোর সময় বললেন বিচারপতি।
'তৃণমূল বলে আমার কাছে কিছু নেই, আছে শুধু দুর্নীতি, আর দুর্নীতি না থাকা। কোনও রাজনৈতিক দলের কাছ থেকে সুবিধে নেওয়া..এসব আসে না, সব বাজে কথা। বিচারের সময় দেখতে চাই, দুর্নীতি আছে, না দুর্নীতি নেই, এর বাইরে কিছু নেই। যে গ্রাউন্ডে একটি মামলা সরেছে, একই গ্রাউন্ডে সব মামলাই সরতে পারে', হাইকোর্ট থেকে বেরোনোর সময় বললেন বিচারপতি।
'পুলিশের' গুলিতে কালিয়াগঞ্জে রাজবংশী যুবক খুন, ঘটনাস্থলে ফরেন্সিক দল। মৃত্যুঞ্জয়ের বাড়ি, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিক বিশেষজ্ঞদের। মৃত্যুঞ্জয় বর্মনের খুনের ৪ দিন পর গতকাল গ্রামে যায় সিআইডি।
দাড়িভিটে গুলিতে ২ ছাত্রের মৃত্যু, প্রশ্নের মুখে রাজ্য মানবাধিকার কমিশন। 'গোটা ঘটনায় নিজেদের নিরাপদ দূরত্বে সরিয়ে রেখেছে কমিশন, দূর থেকে গোটা ঘটনা দেখছে রাজ্য মানবাধিকার কমিশন,' কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। '২০২০ সাল থেকে কমিশনের সদস্য ছিল না বলে দাবি করা হচ্ছে, ২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত ছিল, সেই সময় কি করেছে রাজ্য কমিশন?' রাজ্য মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টের।
তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভার চেয়ারপার্সনের বিরুদ্ধে টেন্ডার-দুর্নীতির অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্য়োতি তিওয়ারি। পুরপ্রধানের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও সমস্ত অস্বীকার করেছেন পুরপ্রধান। পাল্টা তরুণজ্য়োতির বিরুদ্ধে ১ কোটি টাকার মামলা দায়ের করেছেন বলে দাবি পুরপ্রধানের।
তৃণমূলের বিক্ষোভের মুখে তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হলদিয়ায় মে দিবসের অনুষ্ঠান শেষে বিক্ষোভের মুখে আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি। কাজের দাবিতে বিক্ষোভ, সরকারি জব ওয়েব পোর্টালে আবেদন করেও ডাক মিলছে না ইন্টারভিউতে বলে অভিযোগ।
গরুপাচার মামলায় এবার অনুব্রত ঘনিষ্ঠ সাঁইথিয়ার চালকল ব্যবসায়ীকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। নিজাম প্যালেসে প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ। সিবিআইয়ের দাবি, বাংলাদেশে চাল পাঠান অনুব্রত ঘনিষ্ঠ রবীন টিবরেওয়াল। তাঁর সঙ্গে গরু ব্যবসায়ী এনামুল হকের যোগাযোগের প্রমাণ মিলেছে বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি।
অমর্ত্য সেনকে অসম্মানের অভিযোগের প্রতিবাদে শান্তিনিকেতনে মশাল নিয়ে মিছিল। স্থানীয় বাসিন্দারা, আশ্রমিকরা ওই মিছিলে ছিলেন। অমর্ত্য সেনের 'প্রতীচী' বাড়ি পর্যন্ত মিছিল।
ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের র্যালি। গাড়ির ছাদে উঠে প্রচারে অভিষেক। পঞ্চায়েত কে প্রার্থী হবে, তা ঠিক করবে জনগণ, বললেন অভিষেক।
সিপিএমের পার্টি অফিস পুনরুদ্ধার নিয়ে রণক্ষেত্র কাশীপুর
শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে একাই জয় পেল কংগ্রেস। হারতে হল তৃণমূল সিপিএমের জোটকে। আর এই নিয়ে পুরোনো দুই জোট সঙ্গী কংগ্রেস-সিপিএমের মধ্যে তুঙ্গে উঠেছে তরজা। যদিও তৃণমূল জোটকে নিজেদের রণকৌশল বলে দাবি করেছে।
সিপিএমের পার্টি অফিস পুনরুদ্ধার নিয়ে রণক্ষেত্র কাশীপুর। সিপিএমের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ, কাশীপুরের তুলকালাম। ধাক্কাধাক্কিতে হাত ভাঙল বহিষ্কৃত সিপিএম নেতা দুলাল বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সাংসদ শান্তনু সেনের নেতৃত্বে হামলার অভিযোগ সিপিএমের। পাল্টা সিপিএমের বিরুদ্ধেই হামলার অভিযোগ তৃণমূল কাউন্সিলর কাকলি সেনের।
ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের র্যালি। গাড়ির ছাদে উঠে প্রচারে অভিষেক। 'ইডি-সিবিআই লাগিয়ে ২ বছর ধরে আমাকে হেনস্থা করছে। যতই হেনস্থা করুক, মাথা নত করব না', হুঁশিয়ারি অভিষেকের। গ্রামোন্নয়ন মন্ত্রকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ, হুঁশিয়ারি অভিষেকের।
উত্তর দিনাজপুরে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। করণদিঘি, রায়গঞ্জ ও ইটাহারে পরপর জনসভা।
'তৃণমূলে নবজোয়ার কর্মসূচির নিরাপত্তার জন্য কোষাগারে কতটাকা জমা পড়েছে? তৃণমূল পুলিশকে ব্যক্তিগত নিরাপত্তা এজেন্সি হিসেবে ব্যবহার করছে', জবাব চেয়ে রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি শুভেন্দু অধিকারীর।
আবাস-যোজনায় তাঁর জেঠতুতো ভাইয়ের কাটমানি-অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ দেবের জবাব চাইল বিজেপি। ঘাটালজুড়ে সাংসদের বিরুদ্ধে পোস্টার ও দেওয়াল লিখন কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। বিজেপির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন শিউলি সাহা।
'বিএড প্রশিক্ষণ থাকলেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে', প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া ২০২২ বিষয়ে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন করে পোর্টাল খুলতে নির্দেশ বিচারপতির। ৩ সপ্তাহের মধ্যে পোর্টাল খুলে পরীক্ষার্থীদের সুযোগ দেওয়ার নির্দেশ।
কোচবিহার, জলপাইগুড়ির পর এবার রায়গঞ্জে নবজোয়ারে বিশৃঙ্খলা। অভিষেক সভাস্থল ছাড়তেই ব্যালট নিয়ে তৃণমূলের মধ্যেই কাড়াকাড়ি
সুকন্যার গ্রেফতারি নিয়ে মুখ খুললেন অনুব্রত। 'মেয়েকে অ্যারেস্ট করা অন্যায়। এটা খুব বাহাদুরির কাজ হয়নি', দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশের সময় বললেন অনুব্রত মণ্ডল।
নিয়োগ দুর্নীতির তদন্তে স্ক্যানারে তেহট্টের তৃণমূল বিধায়কের প্রাক্তন আপ্ত সহায়ক। তৃণমূল বিধায়ক তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালকে জিজ্ঞাসাবাদ। সকাল ১১ থেকে প্রবীর কয়ালকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। প্রবীরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ মাসে দু'কোটিরও বেশি টাকার লেনদেনের অভিযোগ। কোথা থেকে জমা পড়ল এত টাকা? জানতে চায় সিবিআই।
নিয়োগ দুর্নীতির তদন্তে স্ক্যানারে তেহট্টের তৃণমূল বিধায়কের প্রাক্তন আপ্ত সহায়ক। তৃণমূল বিধায়ক তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালকে জিজ্ঞাসাবাদ। সকাল ১১ থেকে প্রবীর কয়ালকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। প্রবীরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ মাসে দু'কোটিরও বেশি টাকার লেনদেনের অভিযোগ। কোথা থেকে জমা পড়ল এত টাকা? জানতে চায় সিবিআই।
বেলেঘাটায় তুলকালাম, ফেরার তৃণমূল নেতার অফিসেই পিস্তলের হদিশ। রাজু নস্করের অফিস থেকে ৭ এমএম পিস্তল, গুলির খোল উদ্ধার, জানিয়েছে পুলিশ। তৃণমূল বনাম তৃণমূলের লড়াই, ধৃত ২২জনের ৬ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত। এলাকা দখলের লড়াইয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, গুলিও চলার অভিযোগ। পুলিশের সামনেই গুলি চলার অভিযোগ, নেতার অফিসে তাণ্ডব।
কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্ক বেসরকারিকরণের উদ্যোগের প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ। ঢাকুরিয়ায় স্টেট ব্যাঙ্কের কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্সদের অবস্থান বিক্ষোভ। মঞ্চে উপস্থিত অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের নেতা সৌম্য দত্ত। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি-র নেত্রী দোলা সেন।
মে দিবসে সিপিএমের পার্টি অফিস পুনরুদ্ধারকে কেন্দ্র করে কাশীপুরে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষ। বেশ কয়েকজন বাম কর্মী, সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ। সিপিএমের দাবি, মে দিবস উপলক্ষ্যে দমদমের সেভেন ট্যাঙ্কস লেনে পার্টি অফিস পুনরুদ্ধারে যান কাশীপুর-বেলগাছিয়া এরিয়া কমিটির সদস্যরা। অভিযোগ, সেইসময় শান্তনু সেনের নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাঁদের ওপর হামলা চালায়। পার্টি অফিস পুনরুদ্ধারে বাধা দেয়। ঘটনাস্থলে সিঁথি থানার পুলিশ।
বগটুই মামলায় আদালতে স্বস্তি মিলল না সিবিআইয়ের। লালন শেখের অস্বাভাবিক মৃত্যু মামলায় তদন্ত করবে রাজ্যই, নির্দেশ হাইকোর্টের।
কালিয়াগঞ্জে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় হাইকোর্টে মামলা। পুলিশের গুলিতেই মৃত্যু মৃত্যুঞ্জয়ের, অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালদা সফরের আগে তৃণমূলে ভাঙন। রতুয়ায় কংগ্রেসে নাম লেখালেন জেলা তৃণমূলের প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক মহম্মদ হেসামুদ্দিন-সহ ৩০০ জন কর্মী, সমর্থক। দলের একাংশের দুর্নীতির প্রতিবাদ জানিয়ে পদত্যাগ বলে দাবি করেছেন তৃণমূলত্যাগী ওই নেতা
'মানুষের জুটছে না দুটো রুটি, দুমুঠো ভাত, আর প্রধানমন্ত্রী দেশজুড়ে করছেন মন কি বাত', মোদির শততম 'মন কি বাত' অনুষ্ঠানকে কটাক্ষ অভিষেকের
মে দিবসে সিপিএমের পার্টি অফিস পুনরুদ্ধারকে কেন্দ্র করে কাশীপুরে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষ। বেশ কয়েকজন বাম কর্মী, সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ। সিপিএমের দাবি, মে দিবস উপলক্ষ্যে দমদমের সেভেন ট্যাঙ্কস লেনে পার্টি অফিস পুনরুদ্ধারে যান কাশীপুর-বেলগাছিয়া এরিয়া কমিটির সদস্যরা। অভিযোগ, সেইসময় শান্তনু সেনের নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাঁদের ওপর হামলা চালায়। পার্টি অফিস পুনরুদ্ধারে বাধা দেয়। ঘটনাস্থলে সিঁথি থানার পুলিশ।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রাথমিকের ২ মামলার নথি চাইলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। অবিলম্বে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নথি তলব। সৌমেন নন্দী ও রমেশ মালিকের মামলার নথি চাইল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কার্যালয়, খবর সূত্রের। সাক্ষাৎকার বিতর্কে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিকের দুটি মামলা সরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
গরুপাচার মামলায় এবার নিজাম প্যালেসে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি অনুব্রত ঘনিষ্ঠ সাঁইথিয়ার চালকল ব্যবসায়ী। সিবিআইয়ের দাবি, বাংলাদেশে চাল রফতানি করেন অনুব্রত ঘনিষ্ঠ রবীন টিবরেওয়াল। তাঁর সঙ্গে গরু ব্যবসায়ী এনামুল হকের যোগাযোগের প্রমাণ মিলেছে বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি।
তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা গ্রহণ করলেন না বিচারপতি রাজাশেখর মান্থা। মামলাকারী সরাসরি প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত নন। এই মামলা জনস্বার্থ মামলা হিসাবে গণ্য হওয়া উচিত। মত বিচারকের।
'তৃণমূলে নবজোয়ার কর্মসূচির নিরাপত্তার জন্য কোষাগারে কতটাকা জমা পড়েছে? তৃণমূল পুলিশকে ব্যক্তিগত নিরাপত্তা এজেন্সি হিসেবে ব্যবহার করছে', জবাব চেয়ে রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি শুভেন্দু অধিকারীর
একুশের বিধানসভা ভোটে একডজন সিট হারিয়েছে। এবার যদি আরও এক ডজন হারায়, তাহলে আগে পার্টি থাকবে কি না সেটা আগে দেখুক। ২০২৬-এর বিধানসভা ভোটে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২৪০ আসন জয়ের টার্গেট বেঁধে দেওয়া প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের।
নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের স্ক্যানারে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়াল। আজই নিজাম প্যালেসে তলব করা হয়েছে। সিবিআই সূত্রে দাবি, ২ মাসে ২ কোটির টাকার বেশি ঢুকেছিল প্রবীরের অ্যাকাউন্টে।
কালিয়াগঞ্জে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের খুনের ঘটনার তদন্তভার নিল সিআইডি। পাশাপাশি, পুলিশের তরফেও একটি অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগেরও তদন্ত করবে সিআইডি। গতকালই কালিয়াগঞ্জ থানায় গিয়ে দুটি মামলার নথিপত্র সংগ্রহ করেছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা।
তৃণমূল থেকে কয়েক'শ কর্মীর সিপিএমে যোগ দেওয়ার পর, এবার প্রকাশ্যে শাসকদলের বিবাদ। দলের ব্লক সভাপতির বিরুদ্ধে কর্মীদের একাংশের অভিযোগ, একসময়ে যে সমস্ত সিপিএম কর্মীরা অত্যাচার চালিয়েছেন, টাকার বিনিময়ে তাঁদেরকেই দলে ঢোকানো হচ্ছে। অভিযোগে আমল দিতে নারাজ তৃণমূলের ব্লক সভাপতি।
নবজোয়ার কর্মসূচিতে গোপন ব্যালট ঘিরে ফের বিশৃঙ্খলা। করণদিঘিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাঁবুর পাশেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন নেতা-কর্মীরা। কোচবিহার, জলপাইগুড়ির পর উত্তর দিনাজপুরেও দেখা গেল বিশৃঙ্খলার ছবি।
পরবর্তী বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে ২৪০ হবে। চোপড়ার সভা থেকে দলকে, ২০২৬-এর টার্গেট বেধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তৃণমূল তো ২০২৪-এই শেষ হয়ে যাবে। কটাক্ষ করেছে বিজেপি।
জনসংযোগ যাত্রার সপ্তম দিনে উত্তর দিনাজপুরের করণদিঘি, রায়গঞ্জ ও ইটাহারে ৩টি জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজে বিন্দোলে, ভৈরব মন্দিরে পুজো দেবেন তিনি।
পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বাহিরসোনা গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার জেলখাটা তৃণমূল নেতা-সহ ৪ দুষ্কৃতী। ধৃত খলিল আলি মোল্লা তৃণমূলের দাঁড়িয়া অঞ্চলের প্রাক্তন সভাপতি।
প্রেক্ষাপট
- এক নজরে শিরোনাম
- বাড়িতে আসেননি অভিষেক ( Abhishek Banerjee ) ! সভাতেও ডেকে নিয়ে যাননি! এমনই দাবি করে, ইসলামপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় গেলেন না তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী ( Karim Chowdhury ) । শুধু তাই নয়! গোপন ব্যালটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিষয়টি নিয়ে চলছে রাজনৈতিক তরজা।
- পাশেই ক্যাম্পে অভিষেক, করণদিঘিতে তৃণমূলের (TMC) নবজোয়ারে গোপন ব্যালটের সময় হাতাহাতি। অশান্তি চোপড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বুথেও।
- বেলেঘাটায় ফের তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। এলাকা দখলকে কেন্দ্র করে গুলি চলার অভিযোগ। ভাঙচুর তৃণমূল নেতার অভিস। আহত ১। ব্যাপক ধরপাকড় পুলিশের।
- গরুপাচার মামলায় (Cow Smuggling Case) ১ হাজার কোটি টাকার দুর্নীতি, আদালতে দাবি ইডির। অনুব্রতর পর তিহাড় জেলেই ঠাঁই সুকন্যার। ১২ দিনের জেল হেফাজত।
- নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) তদন্তে আজ তেহট্টের তৃণমূল বিধায়কের প্রাক্তন আপ্ত সহায়ককে নিজাম প্যালেসে তলব। প্রবীর কয়ালের অ্যাকাউন্টে ২ মাসে ২ কোটির উৎস কী? জানতে চায় সিবিআই।
- নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই (CBI) স্ক্যানারে তাপস সাহা, তেহট্টে সমবায় ভোটে ধরাশায়ী তৃণমূল। ধৌপট্ট কুষ্টিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৬৯টি আসনের মধ্যেই ৫০টিতেই জয় বামেদের।
- সিবিআই-ইডি দিয়ে তৃণমূলকে ধমকে লাভ হবে না। আরও আসন বাড়বে ২৬-এ। পাল্টা নবজোয়ারের আড়ম্বর নিয়ে কটাক্ষ বিজেপির।
- পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে সরানোর দাবি। বেহালার বড়িশায় গণভোট বাম যুব সংগঠনের। জেলবন্দি বিধায়কের বিপক্ষে ৪৩১, পক্ষএ মাত্র ২৫ ভোট।
- দুর্নীতি ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে কংগ্রেস। সেই দলের নেতার হয়ে আপনার আইনি লড়াইয়ে আমরা লজ্জিত। এবিপি আনন্দে প্রশ্নের মুখে পড়ে সিঙ্ঘভিকে কড়া চিঠি কৌস্তভের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -