West Bengal News Live Updates : চাকরির নামে টাকা তোলার অভিযোগ, গ্রেফতার কলকাতা পুলিশের এসিপি সোমনাথ ভট্টাচার্য

West Bengal News and Live Updates : জেলা থেকে শহরের সব খবর, রাজ্যের সমস্ত আপডেট।

ABP Ananda Last Updated: 10 Apr 2023 11:35 PM
West Bengal News Live Updates :জমি অধিগ্রহণ ও উচ্ছেদ রুখতে রাজভবন অভিযানের ডাক দিয়েছে দেউচা-পাচামির 'আদিবাসী অধিকার মহাসভা'

জমি অধিগ্রহণ ও উচ্ছেদ রুখতে রাজভবন অভিযানের ডাক দিয়েছে দেউচা-পাচামির 'আদিবাসী অধিকার মহাসভা'।

WB News Live :আজ ফের গেরুয়া শিবিরকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিহারের মুঙ্গের থেকে লোক ও অস্ত্র নিয়ে এসে রামনবমীতে অশান্তি করিয়েছে বিজেপি। আজ ফের গেরুয়া শিবিরকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।একটা ধর্মীয় মিছিলে কেন অস্ত্র, বুলডোজার--এসব কেন থাকবে? প্রশ্ন তোলেন তিনি।  

West Bengal News Live Updates :বামেদের শান্তি মিছিল ঘিরে তুলকালাম হাওড়ার সালকিয়ায়

বামেদের শান্তি মিছিল ঘিরে তুলকালাম হাওড়ার সালকিয়ায়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাম নেতা-কর্মীদের। ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে গেলেন মহম্মদ সেলিম।

WB News Live :তীব্র আক্রমণের মুখে তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া একটাই, আইনগত ভাবে নির্বাচন কমিশনকে জবাব দেবে দল

তীব্র আক্রমণের মুখে তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া একটাই, আইনগত ভাবে নির্বাচন কমিশনকে জবাব দেবে দল। 

West Bengal News Live Updates :জাতীয় দলের তকমা খোয়ানোয় তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের

জাতীয় দলের তকমা খোয়ানোয় তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের

WB News Live :বিধানসভায় আসার পথে হাওড়ায় দুর্ঘটনার কবলে পড়ল নৌশাদ সিদ্দিকির গাড়ি

বিধানসভায় আসার পথে হাওড়ায় দুর্ঘটনার কবলে পড়ল নৌশাদ সিদ্দিকির গাড়ি।

West Bengal News Live Updates : জমিরক্ষা কমিটির সঙ্গে আইএসএফ কর্মীদের সংঘর্ষ, খাস জমিতে আইএসএফের পার্টি অফিস ঘিরে সংঘর্ষ

জমিরক্ষা কমিটির সঙ্গে আইএসএফ কর্মীদের সংঘর্ষ, খাস জমিতে আইএসএফের পার্টি অফিস ঘিরে সংঘর্ষ

WB News Live :রাজ্যপাল নিয়ে বিজেপিতেই ভিন্নমত, সুকান্ত-শুভেন্দু দুই সুর! 

রাজ্যপাল নিয়ে বিজেপিতেই ভিন্নমত, সুকান্ত-শুভেন্দু দুই সুর! 

West Bengal News Live Updates : এবার পঞ্চায়েত ভোট নিয়ে ভবিষ্যদ্বাণী শুভেন্দু অধিকারীর

এবার পঞ্চায়েত ভোট নিয়ে ভবিষ্যদ্বাণী শুভেন্দু অধিকারীর। পঞ্চায়েত ভোট ঘোষণা হবে ২ মে, দাবি বিরোধী দলনেতার, 'একদফায় পুলিশ দিয়ে ভোট করাতে চাইছে, যাতে রক্তগঙ্গা বয়ে যায়', বললেন শুভেন্দু।

WB News Live :শক্তিগড়ে গুলিতে ঝাঁঝরা কয়লা মাফিয়া, প্রকাশ্যে হামলার মুহূর্তের ফুটেজ

শক্তিগড়ে গুলিতে ঝাঁঝরা কয়লা মাফিয়া, প্রকাশ্যে হামলার মুহূর্তের ফুটেজ

West Bengal News Live Updates : হিংসা নয়, শান্তিতেই পঞ্চায়েত ভোট চায় তৃণমূল, বার্তা অভিষেকের

হিংসা নয়, শান্তিতেই পঞ্চায়েত ভোট চায় তৃণমূল, বার্তা অভিষেকের

WB News Live : রামনবমীর অশান্তি নিয়ে শুভেন্দু অধিকারীর করা জনস্বার্থ মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

রামনবমীর অশান্তি নিয়ে শুভেন্দু অধিকারীর করা জনস্বার্থ মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

West Bengal News Live Updates : সালকিয়া চৌরাস্তায় বামেদের মিছিল আটকাল পুলিশ। মহম্মদ সেলিমের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের

রামনবমীর অশান্তির প্রতিবাদে শান্তিমিছিল বামেদের। বালিখাল থেকে মিছিল যাবে সালকিয়া পর্যন্ত, মিছিলের নেতৃত্বে বামফ্রন্ট চেয়ারপার্সন বিমান বসু। সালকিয়া চৌরাস্তায় বামেদের মিছিল আটকাল পুলিশ। মহম্মদ সেলিমের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের

WB News Live : রামনবমীর অশান্তি নিয়ে শুভেন্দু অধিকারীর করা জনস্বার্থ মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

রামনবমীর অশান্তি নিয়ে শুভেন্দু অধিকারীর করা জনস্বার্থ মামলার শুনানি শেষ। রায়দান স্থগিত রাখল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। 

West Bengal News Live Updates : চাকরির নামে টাকা তোলার অভিযোগে গ্রেফতার হলেন কলকাতা পুলিশের এসিপি সোমনাথ ভট্টাচার্য

চাকরির নামে টাকা তোলার অভিযোগে গ্রেফতার হলেন কলকাতা পুলিশের এসিপি সোমনাথ ভট্টাচার্য

WB News Live : দণ্ডিকাণ্ডের প্রতিবাদে বালুরঘাটে মিছিল করল বিজেপি যাতে অংশ নিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার

দণ্ডিকাণ্ডের প্রতিবাদে বালুরঘাটে মিছিল করল বিজেপি যাতে অংশ নিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ছিলেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও।

West Bengal News Live Updates : 'রাজ্যের নতুন মুখ্য তথ্য কমিশনার পদে প্রাক্তন ডিজিপি বীরেন্দ্রকে নিয়োগ রাজ্যপালের'

'রাজ্যের নতুন মুখ্য তথ্য কমিশনার পদে প্রাক্তন ডিজিপি বীরেন্দ্রকে নিয়োগ রাজ্যপালের'। 'আগামী ৩ বছরের জন্য রাজ্য মুখ্য তথ্য কমিশনার পদে বীরেন্দ্রকে নিয়োগ'। 'রাজভবনে বীরেন্দ্রকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল', বিবৃতি জারি করে জানাল রাজভবন। 

WB News Live : আদিবাসী মহিলাদের দণ্ডি দেওয়ার ঘটনার প্রতিবাদে বিজেপির মিছিল

বালুরঘাটে আদিবাসী মহিলাদের দণ্ডি দেওয়ার ঘটনার প্রতিবাদে বিজেপির মিছিল। হুগলির চুঁচুঁড়ায় বিজেপির প্রতিবাদ মিছিল। থানায় স্মারকলিপি দিতে গেলে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। 

West Bengal News Live : কম্বল বিতরণ কাণ্ডে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন জিতেন্দ্র তিওয়ারি 

কম্বল বিতরণ কাণ্ডে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন জিতেন্দ্র তিওয়ারি। 'তদন্তে সহযোগিতা করতে হবে, কোনও সাক্ষীকে হুমকি দেওয়া যাবে না, শুনানির দিনে আদালতে হাজিরা দিতে হবে, কোন তথ্য প্রমাণ নষ্ট করা যাবে না', আসানসোল পুরসভা এলাকায় প্রবেশ করবেন না জিতেন তিওয়ারি। নির্দেশ দিল আদালত । 

West Bengal News Live Updates : সারপ্রাইজ ভিজিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেলেন রাজ্যপাল

কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেলেন রাজ্যপাল। সারপ্রাইজ ভিজিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

West Bengal News Live : 'অবিলম্বে মেধা তালিকা প্রকাশের দাবিতে পুলিশের চাকরিপ্রার্থীদের মিছিল

অবিলম্বে মেধা তালিকা প্রকাশের দাবিতে পুলিশের চাকরিপ্রার্থীদের মিছিল। ২০২০ সালে কনস্টেবল পদে চাকরিপ্রার্থীদের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০২২ সালে কনস্টেবল পদে চাকরিপ্রার্থীদের পরীক্ষা হয়। কিন্তু ৭ মাস পেরিয়ে গেলেও চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হয়নি বলে অভিযোগ। অবিলম্বে মেধাতালিকা প্রকাশের দাবিতে শিয়ালদা থেকে মিছিল চাকরিপ্রার্থীদের। 

West Bengal News Live Updates : বিধানসভায় আসার পথে হাওড়ায় দুর্ঘটনার কবলে পড়ল নৌশাদ সিদ্দিকির গাড়ি

বিধানসভায় আসার পথে হাওড়ায় দুর্ঘটনার কবলে পড়ল নৌশাদ সিদ্দিকির গাড়ি। আইএসএফ বিধায়কের দাবি, সাঁতরাগাছির গরফায় কোনা এক্সপ্রেসওয়ের ওপর আচমকাই ব্রেক কষে একটি গাড়ি। ভাঙড়ের আইএসএফ বিধায়কের গাড়ি ওই গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। দুমড়ে-মুচড়ে যায় নৌশাদ সিদ্দিকির গাড়ির সামনের অংশ। যদিও আইএসএফ বিধায়কের আঘাত লাগেনি। ওই রাস্তায় সিগনাল না থাকায়, দুর্ঘটনা বলে দাবি করেছেন নৌশাদ।

West Bengal News Live : 'এবার থেকে কলকাতায় পার্কিং জোনের ই-টেন্ডার হবে' জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম

'এবার থেকে কলকাতায় পার্কিং জোনের ই-টেন্ডার হবে', জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। পার্কিং ফি বিতর্কের মধ্যেই সিদ্ধান্ত কলকাতা পুরসভার। এতদিন শহরের পার্কিং জোনগুলিতে ফিজিক্যাল টেন্ডার করা হত। প্রতিবছর সংস্থাগুলির পুনর্নবীকরণের সুযোগ থাকত। 

West Bengal News Live Updates : রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেষ্টহীন বীরভূমে সভা

এমাসেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চৈত্র সংক্রান্তিতে কেষ্টহীন বীরভূমে সভা অমিত শাহর। ১৪ এপ্রিল সিউড়িতে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।পঞ্চায়েত ভোটের আগে বাংলায় সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ২০২৪-এর লোকসভা ভোটকে পাখির চোখ করে সভা। 

West Bengal News Live : বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচলেন সল্টলেকের CA মার্কেটের ফুটপাত ব্যবসায়ীরা

বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচলেন সল্টলেকের CA মার্কেটের ফুটপাত ব্যবসায়ীরা। আজ সকাল সোয়া ১০টা নাগাদ একটি খাবারের দোকানে গ্যাসের সিলিন্ডার লিক করে আগুন লেগে যায়। ব্যবসায়ীরাই সিলিন্ডার বাইরে বের করে আনেন। দমকল আসার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। 

West Bengal News Live Updates : পঞ্চায়েত ভোটে তৃণমূল ভাল ফল না করলে, রাস্তা হবে না, হুমকি উদয়ন গুহর

ফের বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। পঞ্চায়েত ভোটে তৃণমূল ভাল ফল না করলে, রাস্তা হবে না, হুমকি উদয়ন গুহর। দিনহাটার আমবাড়িতে দলীয় সভায় যোগ দিয়ে মন্ত্রী বলেন, পঞ্চায়েত ভোটে তৃণমূল ভাল ফল না করলে, রাস্তা হবে না । 

West Bengal News Live : জেরায় ৪০ কোটি টাকা তোলার কথা স্বীকার করেছে অয়ন, খবর ইডি সূত্রে

অয়ন শীলকে জেরা করে বিস্ফোরক তথ্য ইডি-র হাতে। 'বিভিন্ন পুরসভায় নিয়োগ পাইয়ে দেওয়ার নামে অয়ন তুলেছে ৪০ কোটি টাকা', জেরায় ৪০ কোটি টাকা তোলার কথা স্বীকার করেছে অয়ন, খবর ইডি সূত্রে। এই টাকা পুরোটা পাননি অয়ন, ২০ থেকে ২৫% টাকা কমিশন পেয়েছেন, জেরায় দাবি অয়নের, খবর ইডি সূত্রে। বাকি টাকা চলে যেত নির্দিষ্ট পুরসভার প্রভাবশালীদের কাছে, দাবি অয়নের, খবর ইডি সূত্রে। অয়নের বয়ানের ভিত্তিতে তৈরি করা হচ্ছে সেই প্রভাবশালীদের তালিকা, খবর ইডি সূত্রে। 

West Bengal News Live Updates : শিক্ষা নিয়োগ দুর্নীতি তদন্তে গতি আনতে বিশেষ টাস্ক ফোর্স গঠন সিবিআইয়ের

শিক্ষা নিয়োগ দুর্নীতি তদন্তে গতি আনতে বিশেষ টাস্ক ফোর্স গঠন সিবিআইয়ের। আরও ৭ জন অফিসারকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হল। এঁদের মধ্যে রয়েছেন ১ এসপি, ৩ ডিএসপি পদমর্যাদার অফিসার। দলে আছেন ২ ইন্সপেক্টর, ১ এসআই পদমর্যাদার আধিকারিকও। এই অফিসারদের দিল্লি, ভুবনেশ্বর, ধানবাদ, ভোপাল, বিশাখাপত্তনম থেকে আনা হয়েছে। ২ মাসের জন্য এঁদের অ্যান্টি করাপশন ব্রাঞ্চে পাঠানো হয়েছে। 

West Bengal News Live : খেমাশুলিতে অবরোধ তুলে নিতে কুড়মি সমাজের নেতৃত্বকে অনুরোধ পুলিশের

খেমাশুলিতে অবরোধ তুলে নিতে কুড়মি সমাজের নেতৃত্বকে অনুরোধ পুলিশের। সরকারের তরফ থেকে দেওয়া হল চিঠি। লিখিতভাবে তাঁদের দাবির কথা জানিয়ে নবান্নে গিয়ে কথা বলার জন্য চিঠিতে বলা হয়েছে। পুলিশের তরফে আন্দোলনকারীদের অবরোধ তুলে নিতে অনুরোধ। অবরোধ তুলে নিয়ে নবান্নে গিয়ে কথা বলার জন্য আন্দোলনকারীদের অনুরোধ করে পুলিশ। চিঠিতে কিছু ভুল আছে বলে দাবি আন্দোলনকারীদের। আন্দোলনকারীদের তরফে  ভুল সংশোধনের অনুরোধ। ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।

West Bengal News Live Updates : বারাবনিতে দুর্ঘটনায় দুই বিজেপি নেতার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ,খুনের আশঙ্কা বিজেপি নেতৃত্বের

বারাবনিতে দুর্ঘটনায় দুই বিজেপি নেতার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ,খুনের আশঙ্কা বিজেপি নেতৃত্বের। নিহত বাবলু সিংহ, বারাবনি ২ নম্বর মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক। আরেক নিহত মহেন্দ্র সিংহ বারাবনি ২ নম্বর মণ্ডলের বিজেপি সহ-সভাপতি। বাইকে চড়ে ফেরার পথে আমডিহা মোড়ে ডাম্পারের ধাক্কা বাইকে। আহতদের হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা। 'মৃতের পরিবারের সঙ্গে কথা বলে সিবিআই তদন্তের দাবি জানানো হবে', দাবি বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দিলীপ দে-র। 

West Bengal News Live : জাতীয় সড়কের উপর দাউদাউ করে জ্বলছে বেসরকারী যাত্রীবাহী বাস,বরাতজোরে প্রাণ রক্ষা যাত্রীদের

বর্ধমানের নবাবহাট মোড়ে জাতীয় সড়কের ওপর চাকা ফেটে যাত্রীবোঝাই বাসে আগুন লাগার ঘটনা ঘটল। বরাতজোরে রক্ষা পেলেন যাত্রীরা। ৫০-৫৫ জন যাত্রী নিয়ে বেসরকারি বাসটি বাবুঘাট থেকে বিহারের ভাগলপুরে যাচ্ছিল। গতকাল রাত সোয়া ১টা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময়, বাসের পিছনের চাকা ফেটে যায়। এরপরই দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বাস। যাত্রীরা নেমে গেলেও, তাঁদের ব্যাগপত্র ও বাসের ছাদে থাকা পণ্যসামগ্রী পুড়ে যায়। দমকলের ২টি ইঞ্জিন একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

West Bengal News Live : হাওড়ার ঘুসুড়ির নস্করপাড়ায় প্লাস্টিক কারখানায় আগুন, ঘন বসতিপূর্ণ এলাকায় আতঙ্ক

হাওড়ার ঘুসুড়ির নস্করপাড়ায় প্লাস্টিক কারখানায় আগুন। সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন কারখানা থেকে দাউদাউ করে আগুন জ্বলছে। কালো ধোয়ায় আকাশ ঢেকে যায়। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। 

West Bengal News Live Updates :দক্ষিণ দিনাজপুরের তপনে দণ্ডি কেটে দলবদল বিতর্ক, সরানো হল তৃণমূলের জেলা সভানেত্রীকে

দক্ষিণ দিনাজপুরের তপনে দণ্ডি কেটে দলবদল। ক্ষোভে ফুঁসছে আদিবাসী সংগঠনগুলি। বিতর্কের মুখে সরানো হল মহিলা তৃণমূলের জেলা সভানেত্রীকে। আনা হল আদিবাসী মুখকে।

West Bengal News Live : পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে জাতীয় সড়ক এখনও অবরুদ্ধ

পুরুলিয়ার কুস্তাউরে আদিবাসী কুড়মি সমাজের অবরোধ উঠলেও, পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে জাতীয় সড়ক এখনও অবরুদ্ধ। ৭ দিন ধরে চলছে অবরোধ।

West Bengal Live Updates : মধ্যরাতে দমদম পার্কে ভয়ঙ্কর দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি ৪, আহত ২

মধ্যরাতে দমদম পার্কে ভয়ঙ্কর দুর্ঘটনা। বেপরোয়া গতির বলি ৪। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ২ জন। রাতে দমদম পার্ক মোড়ে সিগন্যালের লাল আলো দেখে দাঁড়ায় একটি লরি। পিছন থেকে বেপরোয়া গতিতে ছুটে আসছিল একটি SUV. লরিটি দাঁড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। প্রথমে একটি বাইকে ধাক্কা মেরে লরিটির পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির সামনের কাচ ভেঙে বনেটের ওপর ছিটকে পড়েন সামনের আসনে বসা মহিলা ও চালক। দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। গাড়িতে থাকা ৫ আরোহীর মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। আরজিকর হাসপাতালে নিয়ে গেলে বাইকের চালককেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গাড়ির অপর আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর লরিটি পলাতক। 

প্রেক্ষাপট

দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) তপনে দণ্ডি কেটে দলবদল। ক্ষোভে ফুঁসছে আদিবাসী সংগঠনগুলি। বিতর্কের মুখে সরানো হল মহিলা তৃণমূলের (TMC) জেলা সভানেত্রীকে। আনা হল আদিবাসী মুখকে।


রাষ্ট্রপতি সুখোই বিমানে চড়ছেন, বালুরঘাটে বিজেপিতে যোগদানের শাস্তি দণ্ডি কাটানো। ব্যবস্থা নেওয়ার দাবি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বীরবাহা হাঁসদার প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ কুণাল ঘোষের (Kunal Ghosh)।


শহিদ মিনারের পর দিল্লি। বকেয়া ডিএ-র (DA Agitation) দাবিতে আজ ও কাল যন্তরমন্তরে বিক্ষোভ কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের। দিল্লি রওনা আন্দোলনকারীদের। 


বিজেপি স্পনশর্ড দিল্লিতে কর্মসূচি। রাজ্যের বকেয়ার কথা কেন্দ্রের কাছে কেন বলছে না ? আক্রমণ কুণালের। কেন্দ্র টাকা দেবে, হিসেব দেবে না কেন ? পাল্টা আন্দোলনকারীরা।


অভিষেকের নির্দেশের পর বকেয়া টাকা আদায়ের দাবিতে নারায়ণগড়ে কেন্দ্রকে চিঠি পাঠানোর কর্মসূচি শুরু। এটাই আন্দোলনের পথ। প্রতিক্রিয়া কুণালের। হিসেব দিলেই মিলবে টাকা, পাল্টা বিজেপি।


রামনবমীর (Ram Navami) মিছিল ঘিরে রণক্ষেত্র। রিষড়ার পর শিবপুরে হিউম্যান রাইটস ভায়োলেশন কমিটির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাধা পুলিশের। ১৪৪ ধারা জারি জানিয়ে আটকানো হল দ্বিতীয় হুগলি সেতুতেই।


পুলিশের মদতে শিবপুরে অশান্তি। ওখানে গেলে সব সামনে চলে আসবে, দাবি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির। পুলিশ (Police) বেশ করেছে। মুঙ্গের থেকে অস্ত্র এসেছিল, সেখানে যায়নি কেন ? পাল্টা কুণাল।


শান্তি ফেরতে কোন্নগরে বিমান-সেলিমের নেতৃত্বে মিছিল। শ্রীরামপুরে দলীয় কার্যালয়ে ঢুকতে বাধা বিজেপি নেতা প্রণয় রায়কে। ১৪৪ ধারা মানুন, পাল্টা তৃণমূল।


সিপিএম সায়েন্টিফিক্যালি চুরি করত। চাকরির বদলে পার্টিকে কমিশন। নিয়োগে দুর্নীতি নিয়ে এবার পাল্টা বামেদের আক্রমণ শোভনদেবের। তথ্য থাকলে আইনি পথে হাঁটুন, পাল্টা বিকাশ।


এবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নির্বাচনী কেন্দ্রে ফুটপাতের দোকানে চুড়িদারের প্যাকেটে মিলল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিট। খতিয়ে দেখা হচ্ছে, প্রতিক্রিয়া কর্তৃপক্ষের।


অনুব্রতহীন বীরভূমে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) নিশানা শুভেন্দুর।


পাঁচদিন পর কিছুটা শিথিল আন্দোলন। পশ্চিম মেদিনীপুরের কুস্তাউর, খেমাশুলি, পুরুলিয়ার কোটশিলাতে আংশিক ছাড় কুড়মিদের। গড়াল রেলের চাকা, চলল গাড়ি।


৫ দিনে বাতিল ৫০০ ট্রেন। খেমাশুলিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ। প্ল্যাটফর্মে টহল পুলিশের। সদিচ্ছা নেই রাজ্যের, কটাক্ষ দিলীপের। আন্দোলন করুন, অবরোধ নয়, পাল্টা তৃণমূল।


ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে জীবিত সদ্যোজাতকে মৃত বলে ডেথ সার্টিফিকেট। শেষকৃত্য সম্পন্নের সময় প্রাণের স্পন্দন পেয়ে আইসিইউতে আনলেও হল না শেষরক্ষা।


হাসপাতালে শিশুটিকে যখন আনা হয়, দেহে প্রাণ ছিল। মানলেন হাসপাতাল সুপার। অমানবিক চিকিৎসা বিভাগ, আক্রমণ বিজেপির। তদন্ত করে দেখতে হবে, প্রতিক্রিয়া তৃণমূলের।


পঞ্চায়েত ভোটের আগে চিকিৎসকদের সরকারি প্রকল্পের প্রচারে আহ্বান নির্মল মাঝির। আশা করি তাঁরা মেরুদণ্ড বিক্রি করবেন না, কটাক্ষ বিজেপির।


বর্ধিত পার্কিং ফি বিতর্কের পর এবার আবেগপ্রবণ ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বললেন, আমার বয়স হয়ে গিয়েছে, মানুষ আসবে, মানুষ যাবে, উন্নয়ন থাকবে।


স্ট্র্যান্ড রোড এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষ। খাস কলকাতায় পিটিয়ে খুনের অভিযোগ। আশঙ্কাজনক ১। সিসি ক্যামেরার (CCTV Camera) ফুটেজ দেখে তদন্তে পুলিশ।


চৈত্রের চাঁদিফাটা গরম থেকে রেহাই নেই। কাল থেকে আরও বাড়বে তাপমাত্রা। পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি। বৃষ্টির সম্ভাবনা নেই। একাধিক জেলায় তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা। 


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.