West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেলেন রাজ্যপাল, নিহত ছাত্রের বাবার সঙ্গে কথা
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর
রাজ্য মেডিক্যাল কাউন্সিল সূত্রে খবর, বোর্ড মিটিং-এ সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের যে সব সরকারি, বেসরকারি মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য-শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি এ রাজ্যে নথিভুক্ত হয়, সেই সব প্রতিষ্ঠান পরিদর্শন করবে কাউন্সিলের ৩ থেকে ৫ সদস্যের একটি দল।
এবার থেকে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য-শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় ও আরও উন্নত করতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে, WBMC-র তরফে।
দিনহাটায় উদয়ন গুহর গাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। সালমারা থেকে ফেরার সময় গাড়ির সামনে 'বোমাবাজি'।
বোর্ড গঠনের আগে সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ, রণক্ষেত্র গাজোল।
বোর্ড গঠনের চব্বিশ ঘন্টা আগে বদলে গেল সমীকরণ, কংগ্রেস এবং সিপিআইএম থেকে তৃণমূলে যোগ দিল জয়ী সাত প্রার্থী।
পঞ্চায়েত গঠনের প্রস্তুতি নিচ্ছিল কংগ্রেস এবং সিপিআইএম জোট।কিন্তু বোর্ড গঠনের ঠিক ২৪ ঘন্টা আগে ঘুরে গেল খেলা। চাঁচল ২ নং ব্লকের ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
'গতকাল ক্যাম্পাস থেকে ফেরার পরেই অস্বাভাবিক আচরণ স্বপ্নদীপের, ২ বন্ধু শান্ত করার চেষ্টা করেও পারেনি, এর পরেই মাকে ফোন। আমি ভাল নেই, বলে স্বপ্নদীপ', বলছেন বন্ধুরা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের বলি প্রথম বর্ষের ছাত্র? নিহত ছাত্রের মাথার বাঁদিকে আঘাত, ভেঙে গিয়েছে কোমরের হাড়, পাঁজর। উপর থেকে পড়েই মৃত্যু স্বপ্নদীপের, বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট: সূত্র
বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তাঁকে দেখেই পড়ুয়ারা স্লোগান দিতে থাকেন, 'উই ওয়ান্ট জাস্টিস।'
যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু ঘিরে উঠছে প্রশ্ন। বিজ্ঞানের মেধাবী ছাত্র স্বপ্নদীপ জয়েন্টে ভাল র্যাঙ্ক থাকা সত্ত্বেও বাংলা পড়তে ভালবাসতেন। সহপাঠীদের দাবি, বাড়ির অমতে বাংলা নিয়ে পড়বেন বলে দু’দিন আগে যাদবপুরে ভর্তি হন।
হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরা পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে তুলকালাম। এলাকায় বোমাবাজি, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, আহত এএসপি। পাল্টা টিয়ার গ্যাসের শেল ফাটাল পুলিশ। আইএসএফের বিরুদ্ধে অশান্তির অভিযোগ তৃণমূলের।
ব্যালটের পর এবার তৃণমূল পঞ্চায়েত সদস্যের পেটে বিজেপির সার্টিফিকেট? হাবড়ার পর এবার রায়গঞ্জে সার্টিফিকেটই ছিড়ে খেয়ে ফেলার অভিযোগ
ধুবুলিয়া ১ পঞ্চায়েতের বিজেপির প্রধানকে অপহরণের অভিযোগ। অপহরণের অভিযোগ তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে।
ড্রেসিংরুমে বসানো হয়েছে সওনা (Sauna Bath)। সেটা চালু করে দেখা হচ্ছিল। অথচ সেটি স্যুইচ অফ করতে ভুলে যাওয়াতেই বিপত্তি। অত্যাধিক গরম হয়ে গিয়ে আগুন লেগে যায়। পাশে রাখা কিছু তোয়ালেতে তা ছড়িয়ে পড়ে। বুধবার মধ্যরাতে ইডেনের (Eden Gardens) ড্রেসিংরুমে অগ্নিকাণ্ডের পর প্রাথমিকভাবে এই তত্ত্বই উঠে আসছে সিএবি (CAB) কর্তাদের নোটবুকে। পাশাপাশি অন্তর্ঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। সব দিক খতিয়ে দেখা হবে বলে জানালেন সিএবি সচিব নরেশ ওঝা।
মুর্শিদাবাদের গোটা স্কুলে ভুয়ো নথি দিয়ে চাকরি মামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করে রাজ্যকে নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বলেন, 'ভুয়ো নথির ভিত্তিতে বেশ কিছু শিক্ষক বেতন পাচ্ছেন, কেন এরকম হবে? স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, কারও কাছে কোনও নথি নেই! কাজ করছে? এর প্রেক্ষিতে মধ্যশিক্ষা পর্ষদ জানায়, 'আমরা প্রচুর অনিয়মের সন্ধান পেয়েছি'।
রাজ্যের (West Bengal) তরফে জানানো হয়, ৭ জনের দল তৈরি করা হয়েছিল, আজকেই সব নাম জমা দিচ্ছি'। পাল্টা বিচারপতি বিশ্বজিৎ বসু মন্তব্য করেন, 'শুধু অনিমেষ তিওয়ারি ও তাঁর বাবার বিরুদ্ধে তদন্ত করলে হবে না। বৃহত্তর ষড়যন্ত্র খুঁজতে হবে, এই ধরনের সুপরিকল্পিত দুর্নীতি একজনের দ্বারা সম্ভব না। সিআইডি-কে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে, আর সময় দেওয়া যাবে না। সিআইডি-র কাজে আমি সন্তুষ্ট নই'।
ধুবুলিয়া ১ পঞ্চায়েতের বিজেপির প্রধানকে অপহরণের অভিযোগ। অপহরণের অভিযোগ তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি সমর্থকদের। ২১ আসন বিশিষ্ট ধুবুলিয়া পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হওয়ার পরেই অপহরণের অভিযোগ। প্রধানের পক্ষে ১১ জন বিজেপি সদস্যের সমর্থন ছিল।
এ দিন আদালতের তরফে প্রশ্ন তুলে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, '১৮ জানুয়ারি তদন্তকারী দল গঠন হলেও সব সদস্যের নাম বলতে পারছে না রাজ্য। ডিআইজি-সিআইডিকে তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছিলাম, সেই নামগুলো কোথায়? রিপোর্টে শুধু পদমর্যাদা লেখা থাকলে কী করে বুঝব? যদি তদন্তকারী দল গঠন করা হয় তাহলে সেটা নাম অনুযায়ী হবে, নাকি পদমর্যাদা অনুযায়ী? ৪ আধিকারিক আজ আদালতে এসেছেন, বাকি ৩জন কোথায়? আমি এখনও বিশ্বাস করি রাজ্য কাউকে আড়ালের চেষ্টা করছে না। আপনারা কি আমাকে ভুল প্রমাণ করতে চান? '
মুর্শিদাবাদে (Murshidabad) ভুয়ো নথি দিয়ে স্কুলে চাকরির অভিযোগ। ফের আদালতে (Calcutta High Court) অস্বস্তিতে রাজ্য (West Bengal)। এ দিন সিআইডি-র ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু। দেহে আঘাতের চিহ্ন ছিল। মৃত্যুর নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে বলে সন্দেহ মৃতের সহপাঠীদের। দেহে বাইরে থেকে আঘাত নাকি, পতনজনিত কারণে আঘাতের চিহ্ন, খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিশ। পরিবারের থেকে কোনও অভিযোগ মেলেনি, পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে, জানিয়েছে লালবাজার।
নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি নির্মাণ সংস্থা মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা। সম্প্রতি কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রর চার্জশিটে একাধিকবার এই সংস্থার নাম উল্লেখ করে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, কাকুর নিয়ন্ত্রিত এসডি কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড সল্টলেকের মহিষবাথানে মার্লিন গ্রুপের নির্মাণ প্রকল্পে অ্যালুমিনিয়ামের জানলা সরবরাহ করে। কাজ মসৃণভাবে করার জন্য কাকুর নিয়ন্ত্রিত সংস্থা চড়া দর দিলেও তা গ্রাহ্য হয়। এখানেই সংশয় ইডি-র। এর আগে মার্লিন গ্রুপের প্রিন্স আনোয়ার শা রোডের অফিসে তল্লাশি চালিয়ে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ইডি। সূত্রের খবর, এদিন মোবাইল ফোনের তথ্য সামনে রেখেই মার্লিন গ্রুপের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বোর্ড গঠন ঘিরে মালদার গাজোল ব্লকের বাবুপুর গ্রাম পঞ্চায়েতে চরম উত্তেজনা। এলাকা ছেড়ে পালিয়ে গেল আক্রান্ত পুলিশ। এই গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১২। তৃণমূল পেয়েছে ৫টি আসন। সিপিএম প্রার্থীরা জিতেছে ৩টি আসনে, কংগ্রেস জিতেছে ২টিতে। ১টি করে আসন পেয়েছেন বিজেপি ও নির্দল প্রার্থীরা। আজ ওই পঞ্চায়েতের বোর্ড গঠন, বোর্ড গঠন ঘিরে এলাকায় চরম উত্তেজনা পুলিশকে তাড়া বিরোধী দলের নেতা কর্মীদের।
'পঞ্চায়েত প্রধান করার জন্য ৩ জনের কাছ থেকে বাবা টাকা নিয়েছিল। ২ জনের কাছ থেকে ৫ লক্ষ, একজনের কাছ থেকে ১০ লক্ষ। সেই টাকা ফেরতও দিয়ে দিয়েছে।' বিস্ফোরক স্বীকারোক্তি গয়েশবাড়ি অঞ্চল সভাপতি মিরাজুল বসনির মেয়ে সুলতানা বিবির। সুলতানা গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের জয়ী প্রার্থী।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু। মাঝরাতে হস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হল বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্রের। মৃতের নাম স্বপ্নদীপ কুণ্ডু। বাড়ি নদিয়ার বগুলার হাঁসখালিতে। র্যাগিংয়ের অভিযোগ তুলেছেন মৃত ছাত্রের মামা। র্যাগিংয়ের অভিযোগ মেলেনি, দাবি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
জাঙ্গিপাড়ার ফুরফুরা পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে তুলকালাম। পুলিশের সঙ্গে বচসা আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির।
হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরা পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে তুলকালাম। এলাকায় বোমাবাজি, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পাল্টা টিয়ার গ্যাসের শেল ফাটাল পুলিশ। আইএসএফের বিরুদ্ধে অশান্তির অভিযোগ তৃণমূলের।
পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বোর্ড গঠন ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। ২ বিজেপি কর্মী আহত হয়েছেন বলে দাবি। বোর্ড গঠন আটকাতে এলাকায় ব্যাপক বোমাবাজি চলছে বলে অভিযোগ বিজেপির। খেজুরি ২ নম্বর ব্লকের নিজকসবা গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২৮টি। এর মধ্যে ১৬টি বিজেপি ও ১২টি তৃণমূলের দখলে। আজ বোর্ড গঠন ঘিরে উত্তেজনা ছড়ায়। পঞ্চায়েত অফিসের সামনে দু’পক্ষের সংঘর্ষ বেধে যায়। বোমাবাজিও হয় বলে বিজেপির অভিযোগ। ঘটনাস্থলে তালপাটি কোস্টাল থানার বিশাল পুলিশ বাহিনী। গন্ডগোলের সঙ্গে দলীয় যোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, প্রধান নির্বাচন নিয়ে বিজেপির ঘরোয়া কোন্দলের জেরেই এই ঘটনা।
রাতের শহরে গাড়ি নিয়ে ধাওয়া করে তরুণীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ। ভিক্টোরিয়ার সামনে অভিযুক্তদের সঙ্গে মারামারি দুই তরুণীর সঙ্গীদের। অভিযুক্তদের মারে একজনের মাথা ফেটে যায় বলে অভিযোগ। চার যুবককে গ্রেফতার করেছে হেস্টিংস থানার পুলিশ। ধৃত ৪ যুবক একবালপুরের বাসিন্দা।
মুর্শিদাবাদে ভুয়ো নথি দিয়ে স্কুলে চাকরির অভিযোগ, আদালতে অস্বস্তিতে রাজ্য। সিআইডি-র ভূমিকায় তীব্র অসন্তোষ হাইকোর্টের।
পঞ্চায়েত বোর্ড গঠনের দিনে উলট পুরাণ। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩ পঞ্চায়েত সদস্য। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের মণিদহ ৩ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই গ্রাম পঞ্চায়েতের ১৭ টি আসনের মধ্যে ১০ টি ছিল তৃণমূলের দখলে। ৭টি আসনে জিতেছিলেন বিজেপি প্রার্থীরা। আজ তৃণমূলের ৩ জন পঞ্চায়েত সদস্য যোগ দিলেন বিজেপিতে। এর জেরে ১০ টি আসন গেল বিজেপিতে।
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে টানটান উত্তেজনা। এই পঞ্চায়েতেরই চার জয়ী বিরোধী প্রার্থীকে ভাড়াবাড়ি থেকে অপহরণ ও আটকে রেখে মুচলেকা দেওয়ানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপির ৩ ও সিপিএম সমর্থিত এক নির্দল প্রার্থী। আদালতের নির্দেশে পুলিশি নিরাপত্তায় আজ বোর্ড গঠনে ভোটাভুটিতে অংশ নেবেন চার বিরোধী প্রার্থী।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু। সহপাঠীরা জানিয়েছেন, হস্টেলের আবাসিক ছিলেন না স্বপ্নদীপ। বন্ধুদের সঙ্গে থাকছিলেন। দেহে আঘাতের চিহ্ন ছিল। মৃত্যুর নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে বলে সন্দেহ মৃতের সহপাঠীদের। দেহে বাইরে থেকে আঘাত নাকি, পতনজনিত কারণে আঘাতের চিহ্ন, খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিশ।
প্রধান নির্বাচনে কারচুপির অভিযোগে নামখানার বিডিও অফিসের সামনে বিজেপির অবস্থান-বিক্ষোভ। বিজেপির অভিযোগ, শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনে তাদের মনোনীত প্রার্থীকে হারাতে ছাপ্পা ভোট। বিডিও অফিসের কর্মীর মদতে ছাপ্পা ভোট দেয় তৃণমূল। এর ফলে তৃণমূলের প্রার্থী প্রধান নির্বাচিত। বিডিও অফিসের কর্মীর মদতেই এই কারচুুুপি চলে অভিযোগ। অভিযুক্ত সরকারি কর্মীর গ্রেফতারের দাবিতে কাল ৬ ঘণ্টা বিডিও-কে আটকে রেখে বিজেপির অবস্থান-বিক্ষোভ। এই ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। বিডিও কোনও মন্তব্য করতে চাননি। প্রধান নির্বাচনে কারচুপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
কোলাঘাটের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত সিপিআইয়ের সমর্থনে বোর্ড গঠন করলো তৃণমূল। এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৫টি। তৃণমূল পেয়েছে ১২ টি আসন, বিজেপি পেয়েছে ১২ টি আসন ও সিপিআই পেয়েছে ১ টি আসন। এই গ্রাম পঞ্চায়েতে কে বোর্ড গঠন কে করবে তা নিয়ে দেখা দিয়েছিল জটিলতা। তবে বুধবার বোর্ড গঠনের দিন দেখা গেল সিপি আই জয়ী প্রার্থী সমর্থন করেছেন তৃণমূলকে। আবির মেখে ও একসাথে দুই দলের পতাকা রেখে চলল স্লোগান।
কোলাঘাটের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত সিপিআইয়ের সমর্থনে বোর্ড গঠন করলো তৃণমূল। এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৫টি। তৃণমূল পেয়েছে ১২ টি আসন, বিজেপি পেয়েছে ১২ টি আসন ও সিপিআই পেয়েছে ১ টি আসন। এই গ্রাম পঞ্চায়েতে কে বোর্ড গঠন কে করবে তা নিয়ে দেখা দিয়েছিল জটিলতা। তবে বুধবার বোর্ড গঠনের দিন দেখা গেল সিপি আই জয়ী প্রার্থী সমর্থন করেছেন তৃণমূলকে। আবির মেখে ও একসাথে দুই দলের পতাকা রেখে চলল স্লোগান।
ভারতীয় সেনা ও আধা সামরিক বাহিনীতে পাকিস্তানি ও অন্য দেশের নাগরিকদের নিয়োগের অভিযোগ সংক্রান্ত মামলার তদন্ত শুরু করল সিবিআই। ৪২০, ১২০(বি), ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৫০৬, ভারতীয় দণ্ডবিধির ৬টি ধারায় মামলা রুজু হয়েছে। সিবিআইয়ের এফআইআরে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে মহেশকুমার চৌধুরী ও রাজু গুপ্তর। এছাড়াও অজ্ঞাতপরিচয় সরকারি আধিকারিক এবং আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এফআইআরে। অভিযোগ ছিল, তথ্য যাচাই না করেই মহকুমা শাসক ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করেছেন। হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার নেয় সিবিআই।
চাকরি পাইয়ে দিতে, অযোগ্য়দের থেকে টাকা নেওয়ার অভিযোগ তো ছিলই! কিন্তু, যাঁরা নিজের যোগ্য়তায় চাকরি পেয়েছেন, তাঁদের থেকেও ছলে বলে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা! সিবিআই সূত্রে এমনই চাঞ্চল্য়কর দাবি করা হয়েছে। এমন কয়েকজন প্রার্থীর পরিবারের কাছে পৌঁছেছিল এবিপি আনন্দ। এই পরিবারগুলির দাবি, পরে টাকা ফেরত চাইলে চাকরি কেড়ে নেওয়ার হুমকি দেন তৃণমূল বিধায়ক।
মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়ার পর এবার কোচবিহার। কোচবিহারের ২৩ জন শিক্ষককে তলব সিবিআই-এর। মার্কশিট, অ্যাডমিট কার্ড-সহ এই শিক্ষকদের আসতে বলা হয়েছে নিজাম প্যালেসে। প্রাথমিক টেট মামলায় এই শিক্ষকদের তলব করে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে নতুন তথ্য পেতে চায় সিবিআই।
নোট গুনছেন নেতা! পঞ্চায়েতের পদের জন্য লক্ষ লক্ষ টাকার ডিল? গ্রাম পঞ্চায়েত প্রধান হতে ১০ লক্ষ টাকা? ভাইরাল ভিডিওয় তোলপাড়। গয়েশবাড়ির তৃণমূল অঞ্চল সভাপতির হাতে বান্ডিল বান্ডিল নোট! ৪ জনের থেকে ১০ লক্ষ, একজনের থেকে ৩৪ লক্ষ নেওয়ার অভিযোগ! টাকা নিয়েও পদ না পাওয়ার অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের। ভিডিও-র সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব
হস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার। গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। মৃতের নাম স্বপ্নদীপ কুণ্ডু, বাড়ি নদিয়ার বগুলায়। চলতি বছরই যাদবপুরে বাংলা প্রথম বর্ষে ভর্তি হন বছর ১৮-র ওই পড়ুয়া। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিশ।
নিয়োগ দুর্নীতি মামলায়, ধৃত বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সঙ্গে এক চাকরিপ্রার্থীর কথোপকথনের বিস্ফোরক তথ্য হাতে এসেছে বলে CBI-সূত্রে দাবি করা হয়েছে। সূত্রের দাবি, চাকরির নাম করে, বারো লক্ষ টাকা নেন জীবনকৃষ্ণ। টাকা ফেরত চাইলে হুমকি দেন তিনি।
বেহালার ছোট্ট সৌরনীলের মর্মান্তিক মৃত্যু থেকে শিক্ষা নিয়ে স্কুল পড়ুয়াদের পথ সচেতনার পাঠ কলকাতা পুলিশের। বিড়লা হাইস্কুলের পড়ুয়াদের নিয়ে এক কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের অ্য়াসিস্টান্ট কমিশনার দেবাশিস ঘোষ।
বোর্ড গঠনেও রক্ত ঝরল মুর্শিদাবাদের খড়গ্রামে। তৃণমূলে যোগ দেওয়া, জয়ী কংগ্রেস প্রার্থীর ছেলেকে খুনের অভিযোগ উঠেছে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীর অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় ৩ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
ভাঙড় আছে ভাঙড়েই। মনোনয়ন পর্ব থেকে শুরু হওয়া অশান্তি থামল না বোর্ড গঠনের দিনও। বুধবার বোর্ড গঠন ঘিরে গন্ডগোলে, ফের বোমাবাজি হল ভাঙড়ের মাঝেরআইট গ্রামে। যা নিয়ে পরস্পরের ঘাড়ে দোষ চাপিয়েছে ISF এবং তৃণমূল।
প্রেক্ষাপট
পঞ্চায়েতের (Panchayat Election) রাশ হাতে রাখতে দলের জয়ী প্রার্থীদেরই তৃণমূলের (TMC) অপহরণ? খণ্ডঘোষ থেকে গোসাবা ধাওয়া করে ছিনতাইয়ের অভিযোগ। উদ্ধার ৭, খোঁজ নেই ৫জনের!
প্রধান হতে ১০ লক্ষ! দলেরই নেতার বিরুদ্ধে টাকা দিয়েও পদ না পাওয়ার অভিযোগ গ্রাম পঞ্চায়েত সদস্যের। মিথ্যে কথা, সুদে ধার নেওয়া টাকা, পাল্টা দাবি অভিযুক্তের।
মনোনয়নের প্রথম দিনে খুন, বোর্ড গঠনের দিনেও খড়গ্রামে (Murshidabad) খুন! কংগ্রেস থেকে তৃণমূলে আসা পঞ্চায়েত সদস্যের ছেলে খুন। তৃণমূলের বিজয় মিছিল থেকেই হামলা।
পঞ্চায়েতের বোর্ড (Panchayat Board) গঠন ঘিরে রণক্ষেত্র তমলুক। তৃণমূল-বিজেপি সংঘর্ষ। তুমুল ইটবৃষ্টি। ঝরল রক্ত। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ দুই দলের।
তৃণমূলকে রুখতে এককাট্টা বাম (CPIM)-বিজেপি। মহিষাদলের গ্রাম পঞ্চায়েত দখল। উল্টো ছবি কোলাঘাটে, সিপিআইয়ের হাত ধরে পঞ্চায়েতের বোর্ড গঠন তৃণমূলের।
বোর্ড গঠনের আগে হামলার আশঙ্কা। এবার নদিয়ার (Nadia) ৭০ বিরোধী প্রার্থীকে সুরক্ষার নির্দেশ হাইকোর্টে (High Court)। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে নিখোঁজ প্রার্থীর হাজিরা। হামলার আশঙ্কা, কোর্টের সুরক্ষা
বিজেপিকে হারাতে জাতীয় স্তরে জোট, মমতার নিশানায় বঙ্গ বাম-কংগ্রেস। বিজেপির দোসর বলে কটাক্ষ।
আতাঁতের অভিযোগে মমতার (Mamata Banerjee) আক্রমণ। পাল্টা জবাব বাম-বিজেপির।
উপাচার্য নিয়োগ ইস্যুতে এবার রাজ্যপালকে (Governor) বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর। 'বিজেপির দালালি করছেন, ভোটে জিতে আসুন', খোঁচা মমতার।
ভোটের জন্য আদিবাসীদের সর্বনাশ করেছেন মুখ্যমন্ত্রী। পিংবনির সভা থেকে আক্রমণ শুভেন্দুর (Suvendu Adhikari)। বাংলায় আরও একটা হুল আন্দোলনের ডাক।
পুরোপুরি সংক্রমণমুক্ত। সব রিপোর্ট সন্তোষজনক। ১২দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। আপাতত থাকবেন হোম কেয়ারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -