West Bengal News Live:হকের চাকরি চেয়ে মাথা কামালেন একের পর এক চাকরিপ্রার্থী

West Bengal News : জেলা থেকে জেলা, রাজ্য থেকে দেশ, বাংলার খবর এক নজরে।

ABP Ananda Last Updated: 09 Dec 2023 03:06 PM
West Bengal News Live : দার্জিলিঙে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিঙে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে হালকা শিলাবৃষ্টি ও তুষারপাত হতে পারে। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতরের।   

Kolkata News Live : ফের ঊর্ধ্বমুখী হল ডিমের দাম

এবার মিগজাউমের প্রভাব পড়ল ডিমের দামে। ফের ঊর্ধ্বমুখী হল ডিমের দাম। কলকাতায় এক পিস ডিম বিক্রি হচ্ছে সাড়ে ৭ টাকায়। আর এতে পকেটে টান পড়ছে মধ্যবিত্ত ক্রেতাদের।

WB News Live : মৈপীঠের জন্তুর পায়ের ছাপ ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য

কুলতলিতে ছড়াল বাঘের আতঙ্ক। মৈপীঠের ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় জন্তুর পায়ের ছাপ ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বনদফতরের আধিকারিকরা। সুন্দরবনের জঙ্গল থেকে নদী পেরিয়ে সত্যিই কি বাঘ লোকালয়ে সংলগ্ন জঙ্গলে এসেছিল, নাকি অন্য কোনও বন্য জন্তুর পায়ের ছাপ খতিয়ে দেখছেন বনদফতরের আধিকারিকরা। 

WB News Live : টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন আলু চাষিরা

টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন আলু চাষিরা। নতুন করে বীজ কিনতে গিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। শুরু হয়েছে ব্য়াপক কালোবাজারি। সূত্রের খবর, ইতিমধ্যেই পূর্ব বর্ধমানে ৫১ হাজার হেক্টরের বেশি জমিতে আলু চাষ করা হয়েছিল। কিন্তু, টানা বৃষ্টিতে ৪৬ হাজার হেক্টরের বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তৈরি হয়েছে আলুর বীজের আকাল। 

WB News Live : বিজেপিকে লাঠিপেটা করে রাজ্যছাড়া করার হুঁশিয়ারি দিলেন আবদুর রহিম বক্সীর

এবার বিজেপিকে লাঠিপেটা করে রাজ্যছাড়া করার হুঁশিয়ারি দিলেন আবদুর রহিম বক্সীর। গিরিরাজ সিংহ ও নরেন্দ্র মোদিকেও আক্রমণ করেন মালতিপুরের তৃণমূল বিধায়ক। কেন্দ্রের টাকা চুরি করেছে তৃণমূল, ধরা পড়ে গিয়েছে। পাল্টা কটাক্ষ বিজেপি সাংসদের

WB News Live : বাড়িতে ঢুকে গুলি নদিয়ার বাদকুল্লায়

এবার নদিয়ার বাদকুল্লায় ঘটল শ্যুটআউটের ঘটনা। বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হল বেসরকারি সংস্থার জোনাল ম্যানেজারকে। স্ত্রীর মাথায় বন্দুক ধরে লুঠ করা হল গয়না। ব্যবসায়িক বিবাদ, না কি নেপথ্যে অন্য কোনও কারণ 
রয়েছে, তদন্ত করে দেখছে তাহেরপুর থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি। 

WB News Live : হকের চাকরি চেয়ে মাথা কামালেন একের পর এক চাকরিপ্রার্থী

আজ ১০০০ দিনে পড়ল  চাকরিপ্রার্থীদের আন্দোলন। হকের চাকরি চেয়ে মাথা কামালেন একের পর এক চাকরিপ্রার্থী। 
স্কুলে নিয়োগের দাবিতে,২০১৬-র এসএলএসটি নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা লাগাতার অবস্থান-আন্দোলন চালাচ্ছেন
২০২১-এর ১৫ মার্চ থেকে আন্দোলন করেছেন এই চাকরিপ্রার্থীরা। 

WB News Live : হকের চাকরি চেয়ে মাথা কামালেন একের পর এক চাকরিপ্রার্থী

আজ ১০০০ দিনে পড়ল  চাকরিপ্রার্থীদের আন্দোলন। হকের চাকরি চেয়ে মাথা কামালেন একের পর এক চাকরিপ্রার্থী। 
স্কুলে নিয়োগের দাবিতে,২০১৬-র এসএলএসটি নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা লাগাতার অবস্থান-আন্দোলন চালাচ্ছেন
২০২১-এর ১৫ মার্চ থেকে আন্দোলন করেছেন এই চাকরিপ্রার্থীরা। 

SLST Job Seekers Protest : প্রতিবাদে মাথা ন্যাড়া করালেন এসএলএসটি চাকরিপ্রার্থী

চাকরি চেয়ে রাস্তায় হাজার দিন!এসএলএসটি চাকরিপ্রার্থীদের আন্দোলনের আজ হাজার দিন, ধর্মতলায় গাঁধীমূর্তির পাদদেশে চলছে ধর্না। একাধিক সরকারি প্রতিশ্রুতি, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও উঠে আসেনি সমাধান সূত্র। কবে হবে যোগ্য়দের নিয়োগ? জানতে চান আন্দোলনকারীরা

West Bengal Weather News : শীতের শুরু বাংলায়, সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৬

শীতের শুরু বাংলায়। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৬। আজ রাতে পারদ নামবে ৩ থেকে ৫ ডিগ্রি। পশ্চিমাঞ্চলে বাড়বে কুয়াশা। দার্জিলিঙে হালকা বৃষ্টির পূর্বাভাস।

Kolkata Egg Price : ঊর্ধ্বমুখী হল ডিমের দাম

এবার মিগজাউমের প্রভাব পড়ল ডিমের দামে। ফের ঊর্ধ্বমুখী হল ডিমের দাম। কলকাতায় এক পিস ডিম বিক্রি হচ্ছে সাড়ে ৭ টাকায়।

WB News Live : জন্তুর পায়ের ছাপ ঘিরে চাঞ্চল্য, কুলতলিতে ছড়াল বাঘের আতঙ্ক

কুলতলিতে ছড়াল বাঘের আতঙ্ক। মৈপীঠের ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় জন্তুর পায়ের ছাপ ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বনদফতরের আধিকারিকরা। সুন্দরবনের জঙ্গল থেকে নদী পেরিয়ে সত্যিই কি বাঘ লোকালয়ে সংলগ্ন জঙ্গলে এসেছিল, নাকি অন্য কোনও বন্য জন্তুর পায়ের ছাপ খতিয়ে দেখছেন বনদফতরের আধিকারিকরা। 

WB News Live : কেন্দ্রীয় মন্ত্রীর জামা খুলে নেওয়ার হুঁশিয়ারি মালদার তৃণমূলের জেলা সভাপতির

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহর মন্তব্যের জের। কেন্দ্রীয় মন্ত্রীর জামা খুলে নেওয়ার হুঁশিয়ারি মালদার তৃণমূলের জেলা সভাপতির। বাংলার বিজেপি নেতা-নেত্রীদেরও লাঠিপেটা করার দাওয়াই দিয়েছেন আবদুর রহিম বক্সী। 

WB News Live : বাংলার বিজেপি নেতা-নেত্রীদেরও লাঠিপেটা করার দাওয়াই তৃণমূল নেতা

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহর জামা খুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মালদার তৃণমূলের জেলা সভাপতি। বাংলার বিজেপি নেতা-নেত্রীদেরও লাঠিপেটা করার দাওয়াই দিয়েছেন আবদুর রহিম বক্সী।

WB News Live : নদিয়ার বাদকুল্লায় শ্যুটআউট

এবার নদিয়ার বাদকুল্লায় ঘটল শ্যুটআউটের ঘটনা। বাড়িতে গিয়ে গুলি করে খুন করা হল বেসরকারি সংস্থার জোনাল ম্যানেজারকে। অভিযোগ, কাল রাত ৯ নাগাদ রাজা ভৌমিক নামে বছর ৪৯ এর ওই ব্যক্তিকে বাড়ির বাইরে কয়েকজন ডাকাডাতি করে। 

WB News Live : রেশনে ব্যাপক দুর্নীতির অভিযোগ এবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে

এবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে রেশনে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। অভিযোগ, রেশনের প্রায় ১৫ হাজার কুইন্টাল চালের কোনও হিসেব নেই। ঘটনায় অমিত ভগত নামে এক ডিস্ট্রিবিউটরকে সাসপেন্ড করল জেলা খাদ্য দফতর। সূত্রের খবর, এই ডিস্ট্রিবিউটর কাকদ্বীপ ও নামখানা ব্লকের প্রায় ১০০ রেশন ডিলারকে চাল সরবরাহ করতেন। গরমিল ধরা পড়ার পর থেকেই বেপাত্তা অমিত ভগত। ইতিমধ্যেই তাঁর জায়গায় নতুন ডিস্ট্রিবিউটর নিয়োগ করেছে জেলা খাদ্য দফতর। শুরু হয়েছে তদন্ত, প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন জেলাশাসক সুমিত গুপ্ত। 

WB News Live : ক্য়ামেরার সামনে টাকা নিতে দেখা যাওয়ায়, ১১ জন সাংসদকে বহিষ্কার ! কবে হয়েছিল এমন ঘটনা?

মহুয়া মৈত্রকে বহিষ্কারের সময়, সংসদে উঠে এল দুহাজার পাঁচ সালের একটি ঘটনার প্রসঙ্গ। যেখানে, ক্য়ামেরার সামনে টাকা নিতে দেখা যাওয়ায়, এগারো জন সাংসদকে বহিষ্কার করা হয়েছিল। সেদিনের সিদ্ধান্তকে ক্যাঙারু কোর্ট বলে সমালোচনা করেছিলেন আডবাণী। একই শব্দবন্ধ ব্যবহার করলেন মহুয়া মৈত্র। 

WB News : মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, সরব সুদীপ, কল্য়াণ

মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এই দাবিতে গতকাল লোকসভায় কার্যত ধুন্ধুমার বেধে যায়। একযোগে সরব হন, সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়, কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়রা।  পাল্টা, দুহাজার পাঁচ সালে সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকার থাকাকালীন এগারোজন সাংসদের বহিষ্কারের প্রসঙ্গকে হাতিয়ার করে বিজেপি। 

WB News Live : লোকসভার পোর্টালের পাসওয়ার্ড অন্য়কে দেওয়া নিয়ে কি কোনও নিয়ম আছে? দাবি মহুয়ার

দফায় দফায় টাকা এবং দামি উপহার নেওয়া, তার বিনিময়ে নির্দিষ্ট ব্য়বসায়ীর হয়ে লোকসভায় প্রশ্ন তোলা এবং সাংসদ পোর্টালের লগ ইন, পাসওয়ার্ড অন্য়কে দেওয়া। এই অভিযোগে লোকসভা থেকে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এখানেই প্রশ্ন উঠছে,  লোকসভার পোর্টালের লগ ইন, পাসওয়ার্ড অন্য়কে দেওয়া নিয়ে কি কোনও নিয়ম আছে? এমন কোনও নিয়ম নেই, দাবি মহুয়ার। 

WB News Live : লোকসভার পোর্টালের পাসওয়ার্ড অন্য়কে দেওয়া নিয়ে কি কোনও নিয়ম আছে? দাবি মহুয়ার

দফায় দফায় টাকা এবং দামি উপহার নেওয়া, তার বিনিময়ে নির্দিষ্ট ব্য়বসায়ীর হয়ে লোকসভায় প্রশ্ন তোলা এবং সাংসদ পোর্টালের লগ ইন, পাসওয়ার্ড অন্য়কে দেওয়া। এই অভিযোগে লোকসভা থেকে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এখানেই প্রশ্ন উঠছে,  লোকসভার পোর্টালের লগ ইন, পাসওয়ার্ড অন্য়কে দেওয়া নিয়ে কি কোনও নিয়ম আছে? এমন কোনও নিয়ম নেই, দাবি মহুয়ার। 

প্রেক্ষাপট


  •  ক্যাশ ফর কোয়েশ্চেনকাণ্ডে সংসদ থেকে বহিষকৃত মহুয়া মৈত্র ( Mahua Moitra expelled as MP) । লোকসভায় ধ্বনিভোটে খারিজ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের পদ। এথিক্স কমিটির সুপারিশেই সিলমোহর অধ্যক্ষের।

  • 'এটাই ওদের শেষ, বিনাশ যখন আসন্ন, তখন নষ্ট হয় মনুষ্যত্ব' , প্রতিক্রিয়া মহুয়ার

  •  ভোটে হারাতে না পেরে মহুয়ার সাংসদ পদ খারিজ, গণতন্ত্রের লজ্জা। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ব্যবস্থা। বিজেপিকে তীব্র আক্রমণ মমতার ( Mamata Banerjee ) ।

  • বাংলার মেয়ের অপরাধের বিচার না করে, বলতে না দিয়ে ফাঁসি দিয়ে দেওয়া হল। আক্রমণ অধীরের ( Adhir Ranjan Chowdhury ) । গাঁধী ও অম্বেদকরের আত্মা কাঁদছে, আক্রমণ বিএসপি সাংসদ দানেশ আলির।

  • মহুয়ার পাশে বিরোধীরা। বহিষ্কারের পরেই সংসদ চত্বরে মহুয়ার পাশে সনিয়া, রাহুল সহ বিরোধীরা।

  • মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার দাবিতে উত্তাল লোকসভা। সরব সুদীপ-কল্যাণ, সময় চাইলেন অধীর-মণীশ। পাল্টা সোমনাথ চট্টোপাধ্যায়ের বহিষ্কার প্রসঙ্গ হাতিয়ার বিজেপির।

  • পাহাড়ের জন্য আলাদা স্কুল সার্ভিস কমিশন ( SSC ) । দার্জিলিং-কালিম্পয়ের জন্য তৈরি হবে পৃথক স্কুল বোর্ড। পাহাড়ের সঙ্গে রক্তের সম্পর্ক, হবে আরও উন্নয়ন, প্রতিশ্রুতি মমতার।

  • নজরে '২৪, পাহাড়ে উন্নয়নের জন্য জিটিএ-কে আরও ৭৫ কোটি। সংশোধন করা হবে জিটিএ কর্মীদের বেতন, ৫৯০টি শূন্যপদে শিক্ষক নিয়োগ। কার্শিয়ঙে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর।

  • উডবার্ন ওয়ার্ডে আচমকা শ্বাসকষ্ট, খিঁচুনি মদনের। বেড থেকে পড়ে যাওয়ার সময় ধরলেও, সরল কাঁধের হাড়। স্থানান্তর সিসিইউ-তে। ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন এসএসকেএমের।

  • নদিয়ার বাদকুল্লায় শ্যুটআউট, বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে খুন। ব্যবসায়িক বিবাদ, নাকি অন্য কারণ? ঘনীভূত রহস্য, দুষকৃতীদের খোঁজে তাহেরপুর থানার পুলিশ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.