WB News Live Updates: লর্ডসের মোড়ের কাছে ফুটপাত দখল করে ব্যবসা, দখলমুক্ত করার নির্দেশ দেবাশিস কুমারের
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুূহূর্তের গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকেই
লর্ডসের মোড়ের কাছে বেআইনিভাবে ফুটপাথ দখল করে ছাউনি তৈরি করাই নয়। সাজিয়ে গুছিয়ে চলছে ক্যাফেটেরিয়া। আজ সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলরও। সংশ্লিষ্ট দোকান, রেস্তোরাঁর মালিককে দ্রুত ফুটপাথ দখলমুক্ত করতে বলা হয়েছে।
প্রতিবাদের মাশুল। পূর্ব বর্ধমানের কাটোয়ায় একদল মত্ত যুবকের হাতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ক্রিকেটারের। এই ঘটনায় ইতিমধ্যেই ১২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ডোমজুড় জুড়ে রমরমিয়ে ভেজাল আটা চক্র চলছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, এক শ্রেণির মানুষ রেশন দোকান থেকে গরিবদের জন্য বরাদ্দ আটা তুলে নিয়ে, তা বিক্রি করছেন আটা কলে। আটা কলগুলি আবার সেই আটা অন্য আটার সঙ্গে মিশিয়ে চড়া দামে খোলাবাজারে বিক্রি করছে। এই নিয়ে বাড়ছে ক্ষোভ।
গরুপাচার মামলায় এ বার অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। আগামী ১৪ ফেব্রুয়ারি তাঁকে নিজাম প্যালাসে তলব করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। গত বছর এপ্রিলেও তলব করা হয়েছিল। শারীরিক অসুস্থতা এবং করোনার দোহাই দিয়ে সে বার অনুব্রত হাজিরা দেননি বলে অভিযোগ গোয়েন্দাদের।
আগরপাড়া মোল্লারহাটের কাছে বিটি রোডে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ অ্যাম্বুল্যান্সের সংঘর্ষ। রোগী নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুল্যান্সের মধ্যে সেই সময় রোগী ছাড়াও ছিলেন তাঁর পরিবার এবং আত্মীয়রা। সেই সময় দুর্ঘটনা ঘটে। চার জন গুরুতর আহত হয়েছেন।
সম্ভবত রাজ্য পুলিশ দিয়েই ভোট বিধাননগরে। সেই নিয়ে মুখ্যসচিবের, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক কমিশন। শুক্রবার আদালতে বিশদ তথ্য জানাবে তারা।
‘ব্যক্তিগত স্বার্থে কিছু মানুষ ভোটে অশান্তি করেন’। ‘তাই লোকাল বডির ভোটগুলোতে অশান্তি বেশি হয়’। ‘পুলিশকে ১০০ শতাংশ ফ্রি হ্যান্ড দিতে হবে’। ‘প্রয়োজনে বিধানসভার দ্বিগুণ সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক’। ‘আরেকবার ‘২০১৮’ হলে আরেকটা ‘২০১৯’ কিন্তু সময়ের অপেক্ষা’। ‘আর হাত জোড় করে বাড়ি বাড়ি ঘুরলেও কিন্তু মানুষ ক্ষমা করবেন না’। ‘কিছু স্বার্থান্বেষীর জন্য দলের মুখে কালি লাগতে দেবেন না’। ‘একজন কর্মী হিসেবে অনুরোধ রইল’। ফেসবুকে বিস্ফোরক তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের।
শিল্প সম্মেলনের আগে নবান্নে গৌতম আদানি-পুত্র করণ। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আদানি পোর্টের সিইও করণ। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা আদানি-পুত্রের। তাজপুরে বন্দরে বিনিয়োগ নিয়ে বৈঠক: নবান্ন সূত্র
‘পণে’র দাবিতে ‘বধূহত্যা’, আগুনে পোড়ার ছবি শেয়ার! আসানসোলে পণের দাবিতে বধূকে পুড়িয়ে খুনের অভিযোগ। আগুনে পুড়ে যাওয়ার ছবি বাপের বাড়িতে শেয়ারের অভিযোগ। ২০ হাজার টাকার জন্য ‘বধূহত্যা’, স্বামী-সহ ৫জন আটক।
একই পরিবারের ২ শিশুর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরে। অসুস্থ এই পরিবারেরই আরও ৪ জন। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে ২ শিশুর। বাড়িতে দেওয়া ইঁদুর মারার বিষ থেকেই এই ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ।
কখনও ট্রাফিক পুলিশের নামে আসছে ই-চালান কাটার ই-মেল। কখনও আবার আয়কর দফতরের নামে পাঠানো মেলে বলা হচ্ছে আয়কর রিটার্নের কথা। প্রতারণায় নতুন ফাঁদ সাইবার জালিয়াতদের। ভাল করে না দেখে লিঙ্কে ক্লিক করেছেন কী সর্বনাশ! সাবধান থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।
পর্ণশ্রীর এক বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার ৩ হাজারের বেশি সিম কার্ড, প্রচুর ভুয়ো আধার কার্ড। চক্রে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
‘দ্বিতীয় তালিকায় নাম সত্ত্বেও মেলেনি দলীয় প্রতীক’। জলপাইগুড়ির মালবাজারে অনশনে তৃণমূলের নেত্রী। অনশনে মালবাজারের ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী রঞ্জনা দাস। টাকার বিনিময়ে সরিতা গিরিকে তৃণমূলের প্রতীক দেওয়ার অভিযোগ। তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপকে নিশানা। ‘প্রার্থী ঠিক করেছে রাজ্য নেতৃত্ব’। অনশন করলে দলগত ভাবে ব্যবস্থা, হুঁশিয়ারি সভানেত্রীর।
শপিং মল থেকে কাজ সেরে বাড়ি ফেরার ট্রেন ধরেছিলেন তরুণী। কিন্তু বাড়ি ফেরেননি তিনি। ভোরে তাঁর নিথর এবং রক্তাক্ত দেহ উদ্ধার হল রেললাইনের পাশ থেকে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে ট্রেন ধরেন ওই তরুণী। তাঁর বাড়ি আসলে নামখানায়।
১৪ ফেব্রুয়ারি থেকে কোভিডের নতুন নির্দেশিকা কেন্দ্রের
কুণালের পর এবার শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক দাবি সব্যসাচীর। ‘আগে নিজের ওয়ার্ড, কাঁথি পুরসভা বাঁচাক শুভেন্দু’। ‘তৃণমূলে আসতে পারলে বেঁচে যাবেন শুভেন্দু অধিকারী’। শুভেন্দু অধিকারীকে নিয়ে বিস্ফোরক দাবি সব্যসাচী দত্তের। শুধুই ভার বাড়ানোর চেষ্টা, দাবি উড়িয়ে পাল্টা শমীক ভট্টাচার্য।
বিধাননগর পুরসভা ভোটে মোতায়েন ২ হাজার ৩০০ পুলিশ। দায়িত্বে ৩২ জন ইন্সপেক্টর, ৪০০ জন এসআই, এএসআই, ১৯০০ কনস্টেবল। প্রস্তুত থাকছেন ৪৮ জন সেক্টর অফিসার। ৩০টি আরটি মোবাইল ভ্যান, ১১টি এইচআরএফএস। ১৮টি কিউআরটি, ২২ জায়গায় নাকা পয়েন্ট করে নজরদারি।
রোগী নিয়ে যাওয়ার পথে পিকআপ ভ্যানের সঙ্গে অ্যাম্বুল্যান্সের সংঘর্ষ। আহত চার। উত্তেজনা আগরপাড়া মোল্লারহাট এর কাছে বিটি রোডে।
শনিবার বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর পুরসভায় ভোট, ৪ পুরসভার ভোটের নিরাপত্তায় থাকবে ৯ হাজার রাজ্য পুলিশ। ভোটকেন্দ্রের সুরক্ষায় মোতায়েন থাকবে সাড়ে ৮ হাজার রাজ্য পুলিশ। ভোটগ্রহণ কেন্দ্রে ১টি বুথ থাকলে ১জন এএসআই, ২জন সশস্ত্র, ১জন লাঠিধারী পুলিশ।ভোটগ্রহণ কেন্দ্রে ৯টি বুথ থাকলে ১জন ইন্সপেক্টর, ৩জন এএসআই, ৪জন সশস্ত্র পুলিশ। ভোটগ্রহণ কেন্দ্রে ১০টি বুথ থাকলে ১জন ইন্সপেক্টর, ৪ এএসআই, ৪জন সশস্ত্র পুলিশ।
দিনহাটা, সাঁইথিয়া, বজবজে বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট বাতিলের দাবি নিয়ে কমিশনে শুভেন্দু অধিকারী।
‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকরকে সম্বর্ধনা দিল রাজ্য পুলিশ। ভবানী ভবনে দেওয়া হল পুষ্পস্তবক এবং শাল।
শিল্প সম্মেলনের আগে নবান্নে গৌতম আদানি-পুত্র। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গৌতম আদানির ছেলে। রাজ্যে বিনিয়োগ নিয়ে বৈঠক: নবান্ন সূত্র
ভোটের আগেই বিরোধীশূন্য দিনহাটা। বজবজ, সাঁইথিয়ার পরে এবার দিনহাটাও তৃণমূলের। ভোটের আগেই দিনহাটা পুরসভা তৃণমূলের দখলে।
দিনহাটার ১৬টি ওয়ার্ডেই নেই কোনও বিরোধী প্রার্থী।
‘বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের’। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ‘মুখ্য ও স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং আই জির সঙ্গে আলোচনা করবে কমিশন’। ‘১২ ঘণ্টার মধ্যে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে কমিশন’। ‘বাহিনীর প্রয়োজন হলে অবিলম্বে উপযুক্ত কর্তৃপক্ষকে জানাতে হবে’। ‘বাহিনীর প্রয়োজন নেই বলে সেই জায়গায় গন্ডগোল হলে দায় কমিশনারের’। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট
‘সব পুরভোটের গণনা একদিনে চাইলে ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে আবেদন’। ‘৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাবে কমিশন’, জানিয়ে দিল হাইকোর্ট।
শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পরেও ফের বিস্ফোরক মদন. ‘ফেসবুকে সুব্রত বক্সী লিখেছেন মমতা ছাড়া কারও ছবি নয়’। ‘মমতা ছাড়া আর কারও ছবি থাকবে না কেন?’‘যারা যুব তৃণমূল করে, তারা তো অভিষেকের ছবি দেবেই’। ‘প্রতি মুহূর্তে দলে এত পরিবর্তন হচ্ছে’।‘আমি ফ্রি থাকলে শেলি, কিটস, রবীন্দ্রনাথ, শরত্চন্দ্রের লেখা পড়ি’। ‘আমি সৌগত রায়ের লেখা পড়ি না’। ‘আমার অভিষেকের মুখ ভাল লাগে’। ‘দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেকের মুখই ভাল’। ‘বাকিরা কেউ গোটা, কেউ মোটা, কেউ সোঁটা, কেউ সরু’। দুর্গাপুরে দলীয় কর্মসূচিতে ফের বিস্ফোরক মদন মিত্রের।
আই প্যাকের পক্ষে মুখ খুলে বিপাকে সৌগত রায়? সতর্ক করল দল। তৃণমূল সূত্রে খবর, এ বিষয়ে দলের বর্ষীয়ান সাংসদকে মুখ খুলতে নিষেধ করেছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের জয়ে উল্লেখযোগ্য অবদান আই প্যাকের, দলে এক ব্যক্তি এক পদ-নীতিকে সমর্থন জানিয়ে এবিপি আনন্দে মুখ খুলে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাটিং করেন সৌগত রায়। তৃণমূল সূত্রে খবর, এরপরই দমদমের তৃণমূল সাংসদকে লাগাম টানতে উদ্যোগী দল। এ বিষয়ে কোনও মন্তব্য করব না, প্রতিক্রিয়া সৌগত রায়ের।
রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিজেপির যুব মোর্চার বিক্ষোভ। দফায় দফায় বিক্ষোভ বিজেপির যুব মোর্চার। বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভ।
ফের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চপরির ঘটনা। মোবাইল ফোন, সোনার কানের দুল এবং টাকা সমেত গর্ভবতী মহিলার ব্যাগ চুরি যাওয়ার অভিযোগ।
পুরভোটের আগে বহরমপুরে কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে চলল গুলি। হামলার নেপথ্যে তৃণমূলের হাত, অভিযোগ হাত শিবিরের। উন্নয়নই হাতিয়ার, আর কিছুর দরকার পড়ে না, পাল্টা দাবি শাসকদলের।
আলিপুরদুয়ারে ২টি ওয়ার্ডে প্রার্থী বদল করল তৃণমূল। শাসক দলের অস্বস্তি বাড়িয়ে একটি ওয়ার্ডে নির্দল হিসেবে মনোনয়ন তৃণমূল নেতার। তৃণমূলে সার্কাস চলছে, খোঁচা বিজেপি বিধায়কের। রাজ্য নেতৃত্বের নির্দেশেই প্রার্থী বদল, পাল্টা দাবি শাসক দলের।
‘প্রাথমিকে ৫০ শতাংশ হাজিরা নিয়ে স্কুল চালুর বিষয় ভাবনায় আছে’ বললেন মুখ্যমন্ত্রী
‘বাংলার বাড়ি প্রকল্পে ভারতের মধ্যে প্রথম পশ্চিমবাংলা’
‘লক্ষ লক্ষ কোটি টাকা পিএম কেয়ার্সের, কোথায় গেল?’ প্রশ্ন মমতার
‘মোট ৫২ হাজার উদ্বাস্তু উপকৃত হয়েছেন’ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
‘উদ্বাস্তুদের জন্য বনহুগলিতে হয়েছে হাউসিং প্রজেক্ট,’ জানালেন মুখ্যমন্ত্রী
জমির পাট্টা বিলি মুখ্যমন্ত্রীর
কয়লাকাণ্ডে ফের সিবিআই তত্পরতা। কলকাতার একটি বেসরকারি সংস্থার প্রাক্তন কর্মীকে তলব। প্রতিনিধি মারফৎ চিঠি দিয়ে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের আবেদন। ভার্চুয়াল নয়, সশরীরে আসতে হবে, জানাল সিবিআই।
এবার দিনহাটা পুরসভা দখল তৃণমূলের। সাঁইথিয়া, বজবজের পর এবার দিনহাটা। ভোটের আগেই ৩ পুরসভা দখল তৃণমূলের। দিনহাটায় ১০টি ওয়ার্ডে নেই কোনও বিরোধী প্রার্থী। ১৬টির মধ্যে ১০টি ওয়ার্ডে নেই কোনও বিরোধী প্রার্থী।
আই প্যাকের পক্ষে মুখ খুলে বিপাকে সৌগত রায়? সতর্ক করল দল। তৃণমূল সূত্রে খবর, এ বিষয়ে দলের বর্ষীয়ান সাংসদকে মুখ খুলতে নিষেধ করেছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের জয়ে উল্লেখযোগ্য অবদান আই প্যাকের, দলে এক ব্যক্তি এক পদ-নীতিকে সমর্থন জানিয়ে এবিপি আনন্দে মুখ খুলে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাটিং করেন সৌগত রায়। তৃণমূল সূত্রে খবর, এরপরই দমদমের তৃণমূল সাংসদকে লাগাম টানতে উদ্যোগী দল। এ বিষয়ে কোনও মন্তব্য করব না, প্রতিক্রিয়া সৌগত রায়ের।
দেবের পর এবার গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। ১৪ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূলের বীরভূম জেলার সভাপতিকে। এর আগে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। তদন্তের স্বার্থে এবার গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, দাবি সিবিআই সূত্রে। গরুপাচারকাণ্ডে ১৫ ফেব্রুয়ারি তৃণমূল সাংসদ দেবকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই।
বজবজে পুরভোটের আগে বাম প্রার্থীকে অপহরণের অভিযোগ
বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
পুরভোটে টিকিট-ক্ষোভে দল ছাড়ার হিড়িক তৃণমূলে। জঙ্গিপুরে কংগ্রেস প্রার্থী হলেন তৃণমূল নেতার স্ত্রী। অভিমানে দল ছাড়তে চান শাসক নেতাও। মেমারিতে কংগ্রেসে যোগ দিয়ে টিকিট পেলেন তৃণমূলত্যাগী প্রাক্তন কাউন্সিলর। পুরভোটের আগে দলবদল নিয়ে রাজনৈতিক তরজা।
বর্ধমান পুরসভায় তৃণমূলের প্রার্থী-ক্ষোভ। বেশ কয়েকটি ওয়ার্ডে শাসকদলের জোড়া প্রার্থী। জেলা প্রশাসন সূত্রে খবর, ৩৫টি ওয়ার্ডে তৃণমূলের তরফে ৪২টি মনোনয়ন জমা পড়েছে। টিকিট-ক্ষোভে ধরা পড়েছে নানান ছবি। নিজে এবং নিজের স্ত্রীকে প্রার্থী করতে না পেরে কেঁদে ভাসালেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক আবদুল রব। অন্যদিকে, ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে মনোনয়ন জমা দেন তাঁর স্বামী পূর্ব বর্ধমান জেলার আইএনটিটিইউসি-র প্রাক্তন সভাপতি ইফতিকার আহমেদ। মনোনয়ন জমা দেওয়ার পর পড়ে গিয়ে পা ভেঙেছে স্ত্রীর। তার পরিবর্তে দলের প্রার্থী হওয়ার আশায় মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত, দাবি তৃণমূলের শ্রমিক নেতার।
পুরভোটের মুখে সৌগত রায়, পার্থ চট্টোপাধ্যায়দের সঙ্গে কার্যত বাগযুদ্ধে জড়িয়েছেন মদন মিত্র। এই প্রেক্ষাপটে বিষয়টিতে রাশ টানতে তৎপর হল শীর্ষনেতৃত্ব। ফিরহাদ হাকিম এদিন বলেন, আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়া উচিত। যদিও, বিরোধীরা এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি।
পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পুবালি হাওয়ার সংঘাতে মাঘের শেষলগ্নে শীত-বৃষ্টির খেলা দুই বঙ্গেই। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের ওপরের ৫ জেলাতেও। এদিকে, গতকালের তুলনায় ২ ডিগ্রি বেড়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টি কাটলে ফের ফিরবে শীতের আমেজ।
পুরভোটের আগেই বনগাঁয় অশান্তি। ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দিব্যেন্দুবিকাশ বৈরাগীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায়ের অনুগামীদের বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁর শক্তিগড় এলাকায়। প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তৃণমূল নেতাকে গুলি। ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। তৃণমূলের দাবি, এলাকায় বহুদিন ধরে সন্ত্রাস চালানোর ছক কষছে বিজেপি। অভিযোগ, গতকাল রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে, তৃণমূলের বুথ সভাপতি তপন প্রধানকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। কোমরে গুলি লাগে তৃণমূল নেতার। বর্তমানে তিনি এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন। গুলির আওয়াজে স্থানীয়রা ছুটে এসে দুই দুষ্কৃতীকে ধরে ফেলে। পালানোর সময় পড়ে গিয়ে মাথায় চোট পায় এক দুষ্কৃতী। তাকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হয়েছে একটি নাইন এম এম পিস্তল ও একটি ওয়ান শটার। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
পুরভোটের আগেই দুই পুরসভা তৃণমূলের ঝুলিতে। দক্ষিণ ২৪ পরগনার বজবজ ও বীরভূমের সাঁইথিয়ায় অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূলের প্রার্থীরা। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
দিনভর চেষ্টার পর অবশেষে কুলতলিতে খাঁচাবন্দি হল বাঘ
মনোনয়নে মমতার নির্দেশ অমান্য, দঃ ২৪ পরগনায় কোঅর্ডিনেটর বদল।
গরুপাচারকাণ্ডে এবার সিবিআই নজরে দেব, ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে তলব
প্রেক্ষাপট
গরুপাচারকাণ্ডে এবার সিবিআই নজরে দেব। ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে তলব। সাক্ষীদের বয়ানে নাম উঠে আসার দাবি।
মনোনয়নে মমতার নির্দেশ অমান্য, দঃ ২৪ পরগনায় কোঅর্ডিনেটর বদল। অরূপকে সরিয়ে সমন্বয়ের দায়িত্বে কুণাল ঘোষ, সওকত মোল্লা। রিপোর্ট তলব।
ভোটের আগেই বজবজ, সাঁইথিয়া পুরসভা তৃণমূলের দখলে। বজবজের ২০টি ওয়ার্ডের মধ্যে ১২টি বিরোধীশূন্য। সাঁইথিয়ায় ৩টি ওয়ার্ডে লড়াইয়ে শুধু বামেরা।
মহেশতলার ৩৫টি ওয়ার্ডে ৩৮জন তৃণমূল প্রার্থীর মনোনয়ন! কীভাবে ৩টি ওয়ার্ডে জোড়াফুল প্রতীকে ২জন করে প্রার্থী? এখনও ধোঁয়াশা।
পুরভোটের মনোনয়ন ঘিরে রণক্ষেত্র দিনহাটা। ৭টি ওয়ার্ড বিরোধীশূন্য। বিজেপি প্রার্থীকে বাধার অভিযোগ। সঙ্গে কেন বাহিনী? প্রশ্ন উদয়নের।
পটাশপুরে তৃণমূল নেতাকে গুলি। বাজার থেকে ফেরার পথে হামলা। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। নেপথ্যে বিজেপি, অভিযোগ শাসকদলের। আটক ২।
নির্দল হিসেবে মনোনয়নে বাধা। কোভিড বিধিভঙ্গের অভিযোগে আটক। চ্যালেঞ্জ করে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গেলেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা।
মনোনয়ন দিতে গিয়ে হেনস্থার অভিযোগ। জলপাইগুড়ি এসডিও অফিস থেকে বেরিয়েই কেঁদে ফেললেন নির্দল প্রার্থী। প্রমাণ দিক, দাবি শাসকদলের।
শনিবার বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর পুরসভায় ভোট। মোতায়েন ৯ হাজার রাজ্য পুলিশ। ২৭শের ভোটের জন্য কাঁথিতে রুটমার্চ।
আজ থেকে উত্তরপ্রদেশে ভোট। প্রথম দফায় ১১টি জেলার ৫৮টি আসনে নির্বাচন। মোতায়েন প্রায় ৫০ হাজার আধা সেনা। ভাগ্য নির্ধারিত হবে একাধিক মন্ত্রীর।
ভোটের আগে লখিমপুর খেরি নিয়ে মুখ খুললেন মোদি।
উত্তরপ্রদেশে ভোটের আগে কৃষকদের মন জয়ের দাবি প্রধানমন্ত্রীর। কৃষকরাই মোদিকে গদিচ্যুত করবে, পাল্টা বিরোধীরা।
রাহুলের সঙ্গে পরিবারতন্ত্র নিয়ে অখিলেশকেও আক্রমণে মোদি। সাম্প্রদায়িক রাজনৈতির অভিযোগ। বিভাজন করে বিজেপি, পাল্টা অধীর।
হিজাব বিতর্কে তোলপাড় কর্ণাটক। অশান্তিতে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি সরকারের। প্রতিবাদীকে কুর্নিশ আসাদউদ্দিনের। কে কী পরবেন, ব্যক্তিগত বিষয়, ট্যুইট প্রিয়ঙ্কার। উস্কানি দেখছেন প্রধানমন্ত্রী।
অফলাইনেই হবে সিবিএসই-র দশম-দ্বাদশের পরীক্ষা। ২৬ এপ্রিল থেকে শুরু দ্বিতীয় পর্যায়। শীঘ্রই পরীক্ষার সূচি, জানাল বোর্ড।
সমীক্ষায় করোনাকালে স্কুল শিক্ষায় উদ্বেগের ছবি। এখনই খুলে দেওয়া উচিত ছোটদের স্কুল। জানাব সরকারকে। বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।
শিয়ালদা থেকে ফুলবাগান মেট্রো চালু হচ্ছে মার্চেই। মাঝেরহাটে কাজ হতে লাগবে আরও সময়। তারপরেই মিলবে জোকা থেকে তারাতলা পরিষেবা।
আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২-০য় সিরিজ ভারতের। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পরে সিনিয়রদের ম্যাচ দেখে কলকাতায় ফিরলেন রবি, অভিষেক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -