অভিষেকের দফতরে পঃ মেদিনীপুর, উত্তরবঙ্গের ২ বিজেপি বিধায়ক, শুরু জল্পনা

ক্লিক করে জেনে নিন আজকের লেটেস্ট খবর ।

ABP Ananda Last Updated: 10 Jan 2023 11:41 PM
WB News Live : অভিষেকের দফতরে পঃ মেদিনীপুর, উত্তরবঙ্গের ২ বিজেপি বিধায়ক

অভিষেকের দফতরে পঃ মেদিনীপুর, উত্তরবঙ্গের ২ বিজেপি বিধায়ক। ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে ২ বিজেপি বিধায়ক। তৃণমূলে এলে কী দায়িত্ব? কথা হয়েছে অভিষেকের সঙ্গে: সূত্র। 

WB News Live : রাঙামাটি শ্মশানে টেন্ডার দুর্নীতি মামলায় কাঁথি থানার সাব ইন্সপেক্টর ও এক কনস্টেবলকে প্রায় ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল সিবিআই

পূর্ব মেদিনীপুরের রাঙামাটি শ্মশানে টেন্ডার দুর্নীতি মামলায় কাঁথি থানার সাব ইন্সপেক্টর ও এক কনস্টেবলকে প্রায় ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। কাল তলব করা হয়েছে মামলার তদন্তকারী অফিসারকে। হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমে গতকালই আইসি-কে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

West Bengal News Live Updates : উল্টোডাঙায় নেশার আসরে ধারাল অস্ত্রের কোপে যুবক খুন

উল্টোডাঙায় নেশার আসরে যুবক খুন। ধারাল অস্ত্রের কোপে যুবক খুন। মির্জা বাগান এলাকায় নেশার আসরে খুন, মদ খাওয়ার সময় বচসা থেকে হামলা, অনুমান পুলিশের। 

WB News Live : আরামবাগ পুরসভার চেয়ারম্য়ানের বিরুদ্ধে আবাস যোজনায় বিস্তর দুর্নীতির অভিযোগ

কোটি কোটি টাকার মালিক। রয়েছে ৩-৩টে বাড়ি। তারপরও পুর চেয়ারম্য়ানের স্ত্রী ও দুই ভাইয়ের নাম আবাস যোজনার তালিকায়! তৃণমূল পরিচালিত আরামবাগ পুরসভার চেয়ারম্য়ানের বিরুদ্ধে আবাস যোজনায় বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে। স্বচ্ছতার উদাহরণ, খোঁচা দিতে দেরি করেনি বিজেপি।

West Bengal News Live Updates : অভিষেকের দফতরে পঃ মেদিনীপুর, উত্তরবঙ্গের ২ বিজেপি বিধায়ক

অভিষেকের দফতরে পঃ মেদিনীপুর, উত্তরবঙ্গের ২ বিজেপি বিধায়ক। ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে ২ বিজেপি বিধায়ক। তৃণমূলে এলে কী দায়িত্ব? কথা হয়েছে অভিষেকের সঙ্গে: সূত্র। 

WB News Live : 'প্রাথমিকে আপাতত কোনও প্যারা টিচারের নিয়োগ নয়' অন্তর্বর্তী স্থাগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের

'প্রাথমিকে আপাতত কোনও প্যারা টিচারের নিয়োগ নয়', অন্তর্বর্তী স্থাগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের। নির্দেশ বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের।
প্রাথমিকে প্যারা টিচারদের ১০ শতাংশকে নিয়োগ করা যাবে, বিজ্ঞপ্তি দেয় পর্ষদ। বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় উচ্চ প্রাথমিকের বেশ কিছু প্যারা টিচার।
সেই মামলার শুনানি ছিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। যেখানেই নিয়োগে জারি নিষেধাজ্ঞা।

West Bengal News Live Updates : পুলিশকে কার্যত ফাঁকি দিয়ে বাবুঘাটে সন্ধেবেলায় গঙ্গা আরতি, আটক সুকান্ত

বিজেপির গঙ্গা-আরতি নিয়ে দিনভর তুলকালামের পর, পুলিশকে কার্যত ফাঁকি দিয়ে বাবুঘাটে সন্ধেবেলায় গঙ্গা আরতি করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 
এরপরই, কয়েকজন মহিলা বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। আটক বিজেপি কর্মীদের প্রিজন ভ্যান করে নিয়ে যেতে গেলে, গাড়ি আটকে দেন বিজেপির নেতা-কর্মীরা। প্রিজন ভ্যানের সামনে, রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার। টেনে-হিচড়ে বিজেপি কর্মীদের সরানোর চেষ্টা করে পুলিশ। পরে আটক করা হয় সুকান্ত মজুমদারকে। 

WB News Live : 'বাংলায় বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে' বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্য়ায়

'বাংলায় বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে, বিচারকদের সন্ত্রস্ত করে নিজেদের পথে আনার চেষ্টা চলছে', বিচারপতি মান্থার বাড়ির সামনে পোস্টার, এজলাসে বিক্ষোভ নিয়ে বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়। 'আমি হাইকোর্টে ২৩ বছর আইনজীবী হিসেবে ছিলাম, ৫ বছর ধরে বিচারপতি, এরকম হাইকোর্টে আগে দেখিনি, এত সাহস কোন দুর্বৃত্তদের, তা খুঁজে বের করতে হবে, বিচারব্যবস্থাকে এভাবে সন্ত্রস্ত করা যাবে না' 'শুনেছি শাসকদল বলেছে, তারা এরকম কিছু করেনি'। 'কিন্তু কারা করেছে, তাদের আমরা চিনি, কী উদ্দেশ্যে, তা তদন্ত সাপেক্ষ', পোস্টারকাণ্ডে বিস্ফোরক মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 

West Bengal News Live Updates : আবাসে দু্র্নীতির অভিযোগ, বাম অভিযানে উলুবেড়িয়ায় ধুন্ধুমার

আবাসে দু্র্নীতির অভিযোগ, বাম অভিযানে উলুবেড়িয়ায় ধুন্ধুমার। উলুবেড়িয়ায় বামেদের বিডিও অফিস অভিযান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। 

WB News Live : মালদায় কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠক স্থগিত করল জেলা প্রশাসন, তুঙ্গে তরজা

মালদায় কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠক স্থগিত করল জেলা প্রশাসন, তুঙ্গে তরজা। কেন্দ্রীয় গ্রাম পঞ্চায়েত প্রতিমন্ত্রীর রিভিউ বৈঠক স্থগিত। 'যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানা হয়নি, না জানিয়ে বৈঠক স্থগিত করা হয়েছে', অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী কপিল মোড়েশ্বর পাতিলের। জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রীর। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ সহ একাধিক বিষয়ে আলোচনার কথা ছিল। আজকের জন্য বৈঠক স্থগিত, কাল ব্লক স্তরে বৈঠক হবে, জেলা প্রশাসন সূত্রে দাবি। 

West Bengal News Live Updates : ডোমজুড়ের বন্যাপাড়ায় সরস্বতী ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন

ডোমজুড়ের বন্যাপাড়ায় সরস্বতী ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন। দূর থেকে দেখা যাচ্ছে কালো ধোঁয়া। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা দমকলের। 

WB News Live : নিউ জলপাইগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ড

নিউ জলপাইগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ড। রেল লাইনের পাশে পরিত্যক্ত ময়দানে আগুন। আগুন নেভানোর চেষ্টা রেলকর্মীদের। ঘটনাস্থলে যায় কাটিহার ডিভিশনের এডিআরএম । পরে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে দমকল। আবর্জনায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে অনুমান দমকলের। 

West Bengal News Live Updates : বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিচারপ্রক্রিয়ায় অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিচারপ্রক্রিয়ায় অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের। বিচারপতি মান্থার এজলাসের বিচারপ্রক্রিয়ায় বিরত থাকার সিদ্ধান্ত হাইকোর্টের আইনজীবীদের সংগঠনের। সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের । বর্তমান পরিস্থিতিতে আদালতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত, দাবি আইনজীবীদের। সিদ্ধান্ত সম্পর্কে অবগত করা হয়েছে প্রধান বিচারপতিকেও। এই সিদ্ধান্ত বেআইনি, দাবি বার অ্যাসোসিয়েশনের একাংশর। কারণ সাধারণ সভায় সভাপতি, সহ সভাপতি এবং সম্পাদক উপস্থিত ছিলেন না। 

WB News Live : এজলাসে প্রবেশে বাধা, অবমাননার রুল জারি করলেন বিচারপতি মান্থা

এজলাসে প্রবেশে বাধা, অবমাননার রুল জারি করলেন বিচারপতি মান্থা
'বিচারব্যবস্থায় হস্তক্ষেপ, উচ্ছৃঙ্খল মনোভাব দেখানো হয়েছে'
অবমাননার রুল জারি করে মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার 

WB News Live : কুণাল ঘোষকে 'এলি-তেলি' বলে কটাক্ষ মিঠুন চক্রবর্তীর

কুণাল ঘোষকে 'এলি-তেলি' বলে কটাক্ষ মিঠুন চক্রবর্তীর

WB News Live : মধ্যপ্রদেশের খাণ্ডোয়া থেকে আরও এক সন্দেহভাজন আইএস জঙ্গি গ্রেফতার

মধ্যপ্রদেশের খাণ্ডোয়া থেকে আরও এক সন্দেহভাজন আইএস জঙ্গি গ্রেফতার। তৃতীয় সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। 

WB News Live : খাণ্ডোয়া থেকে আরও এক সন্দেহভাজন IS জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের STF

মধ্যপ্রদেশের খাণ্ডোয়া থেকে আরও এক সন্দেহভাজন IS জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের STF।
বহুদিন ধরেই নাশকতার পরিকল্পনা করছিল সন্দেহভাজন IS জঙ্গিরা। ধৃত আবদুল রকিব কুরেশির সঙ্গে যোগাযোগ ছিল টিকিয়াপাড়ায় ধৃত মহম্মদ সাদ্দামের, দাবি STF সূত্রে।

WB News Live : মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন

মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। 
গভীর রাতে বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে এলোপাথাড়ি কোপ।
হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। 
নিহত তৃণমূল কর্মীর নাম এশাদুল মণ্ডল। 
'কয়েকমাস আগে এশাদুলের ছেলেকে খুনের চেষ্টার অভিযোগ করা হয়'। 
অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছিল অভিযুক্তরা, দাবি নিহতর পরিবারের। 

WB News Live : মান্থার রায় সম্পর্কে মানুষের এত অভিযোগ, তাও খতিয়ে দেখতে হবে : সৌগত রায়

'হাইকোর্টে যা ঘটছে, তা উদ্বেগজনক, কিন্তু কেন ঘটল, তা খতিয়ে দেখতে হবে। কেন বিচারপতি মান্থার রায় সম্পর্কে মানুষের এত অভিযোগ, তাও খতিয়ে দেখতে হবে। তবে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই' মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। 

WB News Live : কামারহাটির জনবহুল এলাকায় বিস্ফোরণ

দিনের ব্যস্ত সময়ে কামারহাটির জনবহুল এলাকায় বিস্ফোরণ। বিস্ফোরণে বেশ কয়েকজন জখম হয়েছেন। বিস্ফোরণের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশের দাবি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। বোমা ছোড়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। দমকলের দাবি, সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। সকাল ১১টা নাগাদ, কামারহাটিতে গ্যাস রিফিলিং সেন্টারের সামনে বিস্ফোরণ। 

WB News Live : হাইকোর্টের OC-কে তলব করলেন বিচারপতি রাজাশেখর মান্থা

এবার হাইকোর্টের OC-কে তলব করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। প্রয়োজনে এজলাসের বাইরে ফোর্স বাড়ান। কেউ এজলাসে আসতে চাইলে তাকে যেন বাধা না দেওয়া হয়। যাঁরা আসতে চান, তাঁরা যেন এজলাসে ঢুকতে পারেন। যাঁরা আসতে চান না, সেটা তাঁদের বিষয়। হাইকোর্টের OC-কে নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা।

EB News Update : কংগ্রেসের ভারত জোড়ো যাত্রাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে চেনা ভিড়ের ছবি

কংগ্রেসের ভারত জোড়ো যাত্রাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে চেনা ভিড়ের ছবি। এদিন গ্রামের মধ্যে হাঁটার সময় অধীর চৌধুরীর সঙ্গে পা মেলান বহু মানুষ। রাস্তার ধারেও জমায়েত ছিল চোখে পড়ার মতো। সকালে খাগড়াঘাট স্টেশনের সামনে থেকে শুরু হয় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা।

WB News Live : গাংপুরে শুভেন্দু অধিকারীর সভার পর ২৪ ঘণ্টার মধ্যেই ময়দানে নামল তৃণমূল

বর্ধমানের গাংপুরে শুভেন্দু অধিকারীর সভার পর ২৪ ঘণ্টার মধ্যেই ময়দানে নামল তৃণমূল। শুদ্ধকরণের পর ওই মাঠেই আজ সভা করবে শাসকদল। রবিবার গাংপুরের স্বস্তিপল্লির মাঠে সভা করেন বিরোধী দলনেতা। গতকাল ওই মাঠে শুদ্ধকরণ অভিযান চালায় তৃণমূল। মাঠে ঝাঁট দিয়ে, গোবরজল, গঙ্গাজল ছেটানো হয়। ওই মাঠেই আজ তৃণমূলের সভায় হাজির থাকবেন দুই মন্ত্রী শশী
পাঁজা ও স্নেহাশিস চক্রবর্তী।

WB News Live : ভারত-জোড়ো যাত্রা নিয়ে রাহুলের প্রশংসায় চিরঞ্জিত

শত্রুঘ্নর পরে এবার ভারত-জোড়ো যাত্রা নিয়ে রাহুলের প্রশংসায় চিরঞ্জিত। 

WB News Live : ভারত-জোড়ো যাত্রা নিয়ে রাহুলের প্রশংসায় চিরঞ্জিত

শত্রুঘ্নর পরে এবার ভারত-জোড়ো যাত্রা নিয়ে রাহুলের প্রশংসায় চিরঞ্জিত। 

WB News Live : ভারত-জোড়ো যাত্রা নিয়ে রাহুলের প্রশংসায় চিরঞ্জিত

শত্রুঘ্নর পরে এবার ভারত-জোড়ো যাত্রা নিয়ে রাহুলের প্রশংসায় চিরঞ্জিত। 

WB News Live : রাজাশেখর মান্থার এজলাসে বিচারপ্রক্রিয়ায় অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিচারপ্রক্রিয়ায় অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের । বিচারপতি মান্থার এজলাসের বিচারপ্রক্রিয়ায় বিরত থাকার সিদ্ধান্ত হাইকোর্টের আইনজীবীদের সংগঠনের । সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের। বর্তমান পরিস্থিতিতে আদালতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত, দাবি আইনজীবীদের। 

WB News Live : বিজেপির গঙ্গা আরতির অনুমতি দিল না কলকাতা পুলিশ

বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতির অনুমতি দিল না কলকাতা পুলিশ। আজ বাবুঘাটে গঙ্গা আরতির জন্য পুলিশের অনুমতি চায় বিজেপি। কিন্তু গঙ্গাসাগরের জন্য পুণ্যার্থীদের ভিড়ের কারণ দেখিয়ে কর্মসূচি পিছিয়ে দেওয়ার অনুরোধ করে কলকাতা পুলিশ।

WB News Live : শুভেন্দু অধিকারীর সভার পর ২৪ ঘণ্টার মধ্যেই ময়দানে নামল তৃণমূল

বর্ধমানের গাংপুরে শুভেন্দু অধিকারীর সভার পর ২৪ ঘণ্টার মধ্যেই ময়দানে নামল তৃণমূল

WB News Live : আরও এক সন্দেহভাজন IS জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের STF

মধ্যপ্রদেশের খাণ্ডোয়া থেকে আরও এক সন্দেহভাজন IS জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের STF। ধৃতের নাম আবদুল রকিব কুরেশি। তার কাছ থেকে উদ্ধার হয়েছে পেন ড্রাইভ, মোবাইল ফোন। STF সূত্রে খবর, বহুদিন ধরেই নাশকতার পরিকল্পনা করছিল সন্দেহভাজন IS জঙ্গিরা।

WB News Live : সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাতেও গঙ্গাসাগরে চলল যাত্রী পারাপার

সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাতেও গঙ্গাসাগরে চলল যাত্রী পারাপার। গতকাল রাত ১০টা থেকে ১১টার মধ্যে ৬টি লঞ্চ নামখানা ঘাট থেকে পুণ্যার্থীদের নিয়ে পৌঁছয় সাগরের বেণুবন পয়েন্টের চেমাগুড়িতে।

WB News Live : ময়নাতদন্তের জন্য় রাখা টাটকা মৃতদেহ নিয়ে পরীক্ষা নিরক্ষা চলল ওয়ার্কশপে

দান করা দেহ নয়। ময়নাতদন্তের জন্য় রাখা টাটকা মৃতদেহ নিয়ে পরীক্ষা নিরক্ষা চলল ওয়ার্কশপে। আর জি কর মেডিক্য়াল কলেজে নজিরববিহীন ঘটনা। ঘটনায় প্রিন্সিপালকে তলব করেছে স্বাস্থ্য দফতর।

WB News Live : ক্লাস বয়কট কর্মসূচি ঘিরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি

নতুন বছরেও অশান্তির ছবিটা বদলাল না শান্তিনিকেতনে। ক্লাস বয়কট কর্মসূচি ঘিরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন আন্দোলনকারী পড়ুয়ারা। উপাচার্যের পদত্যাগের দাবিতে তাঁরা অনড়। এবিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

WB News Live : বাণিজ্যিক গাড়িতে ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইস লাগানো বাধ্যতামূলক করল রাজ্য সরকার

কলকাতাকে আরও নিরাপদ করতে এবার সব বাণিজ্যিক গাড়িতে ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইস লাগানো বাধ্যতামূলক করল রাজ্য সরকার। এই সিস্টেমের মাধ্যমে বিপদে পড়লেই প্যানিক বাটন টিপে লালবাজারে পাঠানো যাবে বিপদ সঙ্কেত। সোমবার আলিপুরে পরিবহণ দফতরের অনুষ্ঠানে এই পরিষেবা সংক্রান্ত অ্য়াপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, আলিপুরে মাল্টি লেভেল কার পার্কিংয়ের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

প্রেক্ষাপট

১।  বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতিতে অনুমতি দিল না পুলিশ। গঙ্গাসাগর মেলা, জি-২০ সম্মেলনের কারণ দেখিয়ে পিছোনোর অনুরোধ। গঙ্গা আরতি হবেই হবেই, হুঁশিয়ারি সুকান্তর। মমতাকে দেখে কর্মসূচি, পাল্টা কটাক্ষ তৃণমূলের


২। বেনজির আক্রমণের মুখে বিচারপতি রাজাশেখর মান্থা। যোধপুর পার্কে বাড়ির সামনে নাম-ছবি দিয়ে পোস্টার। অনুসন্ধানে পুলিশ। কারা মেরেছেন, জানা নেই, দাবি তৃণমূলের


৩। বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে পোস্টার, এজলাসের বাইরে আইনজীবীদের একাংশের বিক্ষোভ, ধস্তাধস্তি। বিচার্য বিষয় বদলের দাবিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ।


৪। বিচারপতিকে বেলাগাম আক্রমণ। নিয়ন্ত্রণের চেষ্টায় নেপথ্যে তৃণমূল, আক্রমণে শুভেন্দু। কারা পোস্টার দিয়েছেন, জানা নেই, পাল্টা দাবি কুণালের। 


৫। আবাসে দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য, মুখ খুললেন দেব। 'যেটা ভুল, সেটা ভুল, আমার দল করলেও ভুল। যাদের পাকা বাড়ি, তারা পাচ্ছে, যাদের মাথায় ছাদ নেই, তারা পাচ্ছে না।'  


৬।  ঘোষণা ছাড়াই পঞ্চায়েত ভোটের আগে কীভাবে অস্থায়ী হোমগার্ড নিয়োগ? ক্যাডারদের কাজে লাগানোর আশঙ্কা করে ট্যুইট শুভেন্দুর। কোর্টে যান, চ্যালেঞ্জ কুণালের।


৭।  পঞ্চায়েত ভোটে বাধা দিলে মারের দাওয়াই সৌমিত্রর।


৮। গরুপাচার মামলায় সিবিআই নজরে কেষ্টর বাড়ির পরিচারক ও মেয়ের গাড়ি চালক। আজ তলব। ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে সিউড়ির ব্যাঙ্কে বিজেপির বিক্ষোভ।


৯। শত্রুঘ্নর পরে এবার ভারত-জোড়ো যাত্রা নিয়ে রাহুলের প্রশংসায় চিরঞ্জিত। 


১০।  বিরোধী প্রধানমন্ত্রী পদে নীতীশের থেকে এগিয়ে মমতা-কেজরিওয়াল। বিজেপি সাংসদ সুশীল মোদির মন্তব্যে জোর জল্পনা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.