West Bengal News Live : অভিষেকের আপ্ত সহায়ক পরিচয়ে 'প্রতারণার চেষ্টা'

জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর সবার আগে।

ABP Ananda Last Updated: 11 Jun 2023 12:30 AM
WB News Live: অভিষেকের আপ্ত সহায়ক পরিচয়ে 'প্রতারণার চেষ্টা'

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক পরিচয়ে 'প্রতারণার চেষ্টা'।  খোদ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে ফোন করে 'হুমকি'। 'টেন্ডার বাবদ ৫ কোটি ৮৮ লক্ষ টাকা চেয়ে পূর্ব রেলের জিএমকে ফোন। টাকা না দিলে ফল ভুগতে হবে বলেও হুমকি দেওয়ার অভিযোগ । হেয়ার স্ট্রিটে পূর্ব রেলের জিএমের অভিযোগ, ২জন গ্রেফতার । হরিদেবপুর থেকে ধৃত অভিযুক্ত বিভাস সরকার, সঙ্গীও গ্রেফতার। 

WB News Live Updates : বিস্ফোরক অভিযোগ কয়লাকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই

'বিজেপিতে যোগ দিতে হবে, না হলে যেতে হবে জেলে', বিস্ফোরক অভিযোগ কয়লাকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। দীর্ঘদিন ফেরার কয়লাকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র। কোথায় আছেন বিনয়, জানেন না বলে দাবি বিকাশের।

WB News Live: লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল

খড়গপুর স্টেশনের কাছে লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল। খড়গপুর স্টেশন ঢোকার মুখে মেদিনীপুর-হাওড়া লোকাল বেলাইন। লাইনচ্যুত হয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল একটি বগি। পৌনে ৯টা নাগাদ হঠাৎ বেলাইন লোকাল, যাত্রীদের মধ্যে আতঙ্ক। কীভাবে লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল? এখনও ধোঁয়াশা।

WB News Live Updates :সিপিএম প্রার্থীকে মনোনয়ন জমা দিতে 'বাধা'

বারাবনিতে সিপিএম প্রার্থীকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিডিও অফিসে ঢুকতে গেলে তাড়া করে মারধরের অভিযোগ।

WB News Live: ট্যুইটে চাঞ্চল্যকর দাবি সুকান্তর; পাল্টা অরূপের

পঞ্চায়েত ভোটের মনোনয়ন নিয়ে চাঞ্চল্যকর দাবি সুকান্ত মজুমদারের। একটি পোস্টারের ছবি পোস্ট করে রাজ্য বিজেপির সভাপতি ট্যুইট করেছে, 'পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে বিরোধী প্রার্থীদের এভাবে হুমকি দেওয়া হচ্ছে। খুন করা, বোমা-গুলি করার হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, কোনও বিজেপি-আরএসএস এখানে থাকবে না। কোনও বিজেপি প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার অনুমতি দেওয়া হবে না। কথা না শুনলে মাথা কাটা যাবে, মুণ্ড নিয়ে ফুটবল খেলা হবে।' হুমকি-পোস্টারের ছবি পোস্ট করে ট্যুইট করেন সুকান্ত মজুমদার। 

WB News Live Updates : মনোনয়নের দ্বিতীয় দিনে তৃণমূলের হাতেই আক্রান্ত তৃণমূল

মনোনয়নের দ্বিতীয় দিনে তৃণমূলের হাতেই আক্রান্ত তৃণমূল। দিনহাটার ওখরাবাড়িতে তৃণমূলকর্মী গুলিবিদ্ধ, তৃণমূলকর্মীই অভিযুক্ত। '253 বুথের সম্ভাব্য় প্রার্থীর উপরে 252 বুথের সম্ভাব্য় প্রার্থীর হামলা'। তৃণমূলকর্মী লিপ্টন হকের উপর হামলা নিয়ে অভিযোগ পরিবারের।

WB News Live: পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার নির্দেশ

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে অবশেষে ঘুম ভাঙল রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission)। পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার নির্দেশ।

WB News Live Updates : অভিমানের পর এবার হুঁশিয়ারি আব্দুল করিম চৌধুরীর

অভিমানের পর এবার হুঙ্কার। অনুগামীদের প্রার্থী না করলে নির্দল দাঁড় করানোর হুঁশিয়ারি আব্দুল করিম চৌধুরীর। দলের অস্বস্তি বাড়িয়ে হুঁশিয়ারি ইসলামপুরের তৃণমূলের বিধায়কের ।

WB News Live: 'ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে..', বললেন সুকান্ত

এদিন সুকান্ত মজুমদার বলেন, 'যার প্রাণ চলে গিয়েছে, তার প্রাণ তো আর ফিরে আসবে না।  কিন্তু তার থেকেও বড় কথা, এই প্রথম দিন একটা খুন হয়ে যাওয়াতে, সমস্ত বিরোধী যারা, সেই জেলার অন্তত লোক আছে, তাঁদের মনে একটা ভীতির সঞ্চার হবে। এবং হয়েছে। এবার ..যাদেরকে গ্রেফতার করেছে, তাঁদেরকে কিছুদিন পরে ছাড়ানোর ব্যবস্থা করবে। আবার জামিন দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। কিন্তু বিজেপি এর প্রতিরোধ করবে। প্রয়োজনে লড়াই করব। যেখানে যেখানে হিংসার আশ্রয় তৃণমূল কংগ্রেস নেবে, সেখানে হিংসার উত্তর কীভাবে দিতে হয় ভারতীয় জনতা পার্টির তা জানা আছে', বলে চ্যালেঞ্জ ছুঁড়েছেন সুকান্ত মুজমদার। 

WB News Live Updates : গঙ্গায় তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের দেহ উদ্ধার

রবীন্দ্রনগরে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের দেহ উদ্ধার।

WB News Live: পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ ও একগুচ্ছ দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হল বিজেপি

পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ ও একগুচ্ছ দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হল বিজেপি। বঙ্গ বিজেপির দাবি, বিরোধীদের কোনও রকম আলোচনা ছাড়াই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করা হয়েছে। সেই কারণে মনোনয়ন পত্র না এসে পৌঁছনোয় তা জমা দিতে পারছেন না প্রার্থীরা। 

WB News Live Updates : পঞ্চায়েত ভোটের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণালের

সাগরদিঘির পাল্টা এবার কুণালের বায়রন-মডেল ! 'অন্য প্রতীকে জিতলে, বায়রনের অনুভূতি সংক্রমিত হবে।' পঞ্চায়েত ভোটের আগেই দলবদল নিয়ে দাওয়াই কুণাল ঘোষের। 'অন্য চিহ্নে দিলে ভোটের পর তৃণমূলে আসবে। তাহলে অহেতুক কেন অন্য চিহ্নে ভোট দেবেন ?' পঞ্চায়েত ভোটের আগেই দলবদল নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল নেতা।

WB News Live: 'মনোনয়ন ঘিরে অশান্তিতে জড়াবেন না', নবজোয়ারে ফের বার্তা অভিষেকের

মনোনয়ন-অশান্তি নিয়ে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। 'কেউ এ ধরনের ঝামেলায় জড়াবেন না। মনোনয়ন ঘিরে অশান্তিতে জড়াবেন না'। কল্যাণীতে নবজোয়ার যাত্রা শুরুর আগে বার্তা অভিষেকের। মনোনয়ন পেশ ঘিরে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে। তাই উত্তেজনা এড়াতেই বারবার সতর্ক করেছেন নেতৃত্ব। এদিন অভিষেক আরও বলেন, 'প্রশাসনকে বলা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। কেউ মনোনয়ন জমা দিতে না পারলে দলকে জানান। তৃণমূল কংগ্রেস মনোনয়নের ব্যবস্থা করবে'। 

WB News Live : রাজ্য সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর

রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর মনোনয়নের প্রথম দিন থেকেই  শুরু হয়েছে অশান্তি। মনোনয়নের (Nomination) শুরুতেই খুন। আর এবার এই ইস্যুতেই রাজ্য সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এদিন শুভেন্দু বলেন, 'লাভপুরে বিজেপি প্রার্থীদের মনোনয়নের বাধা তৃণমূলের গুন্ডাদের। ডোমকলে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। অস্ত্র হাতে দেখা গিয়েছে তৃণমূল নেতাকে। হাইকোর্টের নির্দেশ অমান্য করে আইনশৃঙ্খলা রক্ষায় সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার। বিরোধীদের ওপর লাঠিচার্জ করেছেন সিভিক ভলান্টিয়াররা। বিজেপি প্রার্থীদের মনোনয়নে ভয় পেয়েছেন মমতা। তাই বিজেপি কর্মীদের গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে', ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 

WB News Live : ভাঙড়ের বিডিও অফিসের কর্মীকে মারধর


মনোনয়নপত্র বিলির জন্য ভাঙড়ের বিডিও অফিসের কর্মীকে মারধর। বিডিও অফিসের ভিতর চড়াও হয়ে মারধর দুষ্কৃতীদের। এসডিও-র কাছে অভিযোগ ভাঙড়ের বিডিও-র

WB News Live : রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর কড়া বার্তা রাজ্যপালের

রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর মনোনয়নের প্রথম দিন থেকেই  শুরু হয়েছে অশান্তি। মনোনয়নের (Nomination) শুরুতেই খুন, অস্ত্র নিয়ে দাপাদাপি, উদ্বিগ্ন রাজ্যপাল (Governor)। 'যে কোনও মূল্যে অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করাতেই হবে', রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর কড়া বার্তা রাজ্যপালের।

WB News Live : 'পর্যাপ্ত বাহিনী আছে কি?' রাজ্য নির্বাচন কমিশনারকে প্রশ্ন রাজ্যপালের

মনোনয়ন পর্বের শুরুতেই অশান্তি, বাহিনী নিয়ে প্রশ্ন রাজ্যপালের। 'পর্যাপ্ত বাহিনী আছে কি? কেন্দ্রীয় বাহিনী আনছেন কি?'
, রাজ্য নির্বাচন কমিশনারকে প্রশ্ন রাজ্যপালের। 'সাধারণত কেন্দ্রীয় বাহিনী আনার সিদ্ধান্ত আদালত নেয়, মামলা বিচারাধীন, তাই আদালতের দিকে আমরা তাকিয়ে আছি', রাজ্যপালকে জানালেন রাজ্য নির্বাচন কমিশনার, খবর সূত্রের। 

WB News Live : সব অশান্তির রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন

সব অশান্তির রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন।  কেন মনোনয়ন জমা দেওয়া যাচ্ছে না, প্রশ্ন কমিশনের। বোমা ও অস্ত্র উদ্ধারের ব্যাপারে কড়া নির্দেশ জেলাগুলিকে। 

WB Panchayat Poll News Live : রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠালেন রাজ্যপাল

রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠালেন রাজ্যপাল। রণক্ষেত্র মুর্শিদাবাদের ডোমকল। আসানসোলের বারাবনিতে তৃণমূল বনাম সিপিএম সংঘর্ষ। লাভপুরে আক্রান্ত বিজেপি কর্মী-নেতারা। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থীদের মারধর। 
সব অশান্তির রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন। 

Panchayat Poll 2023: ডোমকলে তৃণমূল অঞ্চল সভাপতির কোমরে গোঁজা আগ্নেয়াস্ত্র, ধরল পুলিশ

মনোনয়ন-অশান্তিতে রণক্ষেত্র মুর্শিদাবাদের ডোমকল। উত্তপ্ত ডোমকলে তৃণমূল অঞ্চল সভাপতির কোমরে গোঁজা আগ্নেয়াস্ত্র! সারাংপুর অঞ্চলের তৃণমূল সভাপতি বাসির মোল্লার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ডোমকল বিডিও অফিস ঘিরে তৃণমূলের সশস্ত্র বাহিনী!

WB News Live : দ্বিতীয় দিনেও মনোনয়ন-অশান্তি, বারাবনিতে তৃণমূল বনাম সিপিএম সংঘর্ষ

 মনোনয়ন ঘিরে আসানসোলের বারাবনিতে তৃণমূল বনাম সিপিএম সংঘর্ষ। লাভপুরে আক্রান্ত বিজেপি কর্মী-নেতারা। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থীদের মারধর।

WB News Live : হাইকোর্টের স্পষ্ট নিষেধ, তাও ডোমকলে কেন 'আইনশৃঙ্খলা রক্ষায়' সিভিক ভলান্টিয়ার?

আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবহার করা যাবে না সিভিক ভলান্টিয়ার। স্পষ্ট নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। ডোমকলে তাও রাস্তায় সিভিক ভলান্টিয়ার। কী করে? উঠছে প্রশ্ন।

WB News Live Updates : বাঁকুড়ার বিষ্ণুপুরে মনোনয়ন ঘিরে অশান্তি

বাঁকুড়ার বিষ্ণুপুরে মনোনয়ন ঘিরে অশান্তি। বিজেপি প্রার্থীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির বিষ্ণুপুর গ্রামীণ মণ্ডল ১-এর সভাপতি তপন মাজুরির নেতৃত্বে এদিন ৫০ জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে যান। বিডিও অফিসে ঢোকার আগেই তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। 

WB News Live : মনোনয়ন ঘিরে আসানসোলের বারাবনিতে উত্তেজনা

মনোনয়ন ঘিরে আসানসোলের বারাবনিতে উত্তেজনা। তৃণমূল ও সিপিএম কর্মীদের সংঘর্ষ। বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে আসার সময় দুই দলের সংঘর্ষ। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে তৃণমূল ও সিপিএম।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

WB News Live : পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনে রণক্ষেত্র মুর্শিদাবাদের ডোমকল

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনে রণক্ষেত্র মুর্শিদাবাদের ডোমকল। সিপিএম-কংগ্রেসকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাম-কংগ্রেসের অভিযোগ, ডোমকল বিডিও অফিস ঘিরে রেখেছে তৃণমূলের সশস্ত্র বাহিনী। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি

WB News Live : প্রধানমন্ত্রীর রোজগার মেলা অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন

১৩ জুন, নেতাজি ইন্ডোরে প্রধানমন্ত্রীর রোজগার মেলা অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন থেকে রাজ্যে আদর্শ আচরণবিধি চালু হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সেই কারণেই ১৩ জুন রোজগার মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 

WB News Live : কোলাঘাটে গভীর রাতে একের পর এক দোকানে আগুন

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের খন্যাডিহি বাজারে গভীর রাতে একের পর এক দোকানে আগুন। ৮টি দোকান পুড়ে ছাই। আরও ৭-৮টি দোকান ক্ষতিগ্রস্ত।

WB News Live : বিশ্বভারতীর জমি-বিতর্কে এবার অমর্ত্য সেনের পাশে আরেক নোবেলজয়ী অর্থনীতিবিদ

বিশ্বভারতীর জমি-বিতর্কে এবার অমর্ত্য সেনের পাশে আরেক নোবেলজয়ী অর্থনীতিবিদ। এই ঘটনায় অমর্ত্য সেনকে হেনস্থার অভিযোগ তুলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন দেশ-বিদেশের নামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-সহ ৩০২ জন। রাষ্ট্রপতিকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

Panchayat Election News Live : ঘুটিয়ারি শরিফ এলাকা থেকে উদ্ধার হল তাজা বোমা

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পরেই দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফ এলাকা থেকে উদ্ধার হল তাজা বোমা। আজ সকালে সুভাষ পল্লি এলাকায় কৃষ্ণ হাওলাদারের বাড়ির পিছনের বাগানে দুটি ব্যাগে ২০-২৫টি বোমা মেলে।

WB News Live : বাম আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুললেন নিউ ব্যারাকপুর পুরসভার তৃণমূল চেয়ারম্যান

পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হানার ২৪ ঘন্টার মধ্যে বাম আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুললেন নিউ ব্যারাকপুর পুরসভার তৃণমূল চেয়ারম্যান। সোশাল মিডিয়ায় ভাইরাল পুরপ্রধান প্রবীর সাহার বক্তব্য। নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যানের অভিযোগ, ৯৬ সালে ৩৩ জনকে বেআইনিভাবে নিয়োগ করেছিল বাম সরকার। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলও বাম জমানায় প্রচুর সুযোগ-সুবিধা পেয়েছেন বলে তৃণমূল পুরপ্রধানের দাবি। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলে, বাম আমলের দুর্নীতি নিয়েও পাল্টা খেলা হবে বলে হুঁশিয়ারি দেন 
নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান। বামেদের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal News Live : মুর্শিদাবাদের খড়গ্রামের কংগ্রেস কর্মীকে, আজ গ্রেফতার ২

পঞ্চায়েতের মনোনয়নের প্রথম দিনেই খুন। গুলি করে খুন করা হল মুর্শিদাবাদের খড়গ্রামের কংগ্রেস কর্মীকে। খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

WB News Live : খড়গ্রামে বাড়িতে ঢুকে কংগ্রেস কর্মীকে খুন

পঞ্চায়েত ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্য়েই মুর্শিদাবাদের খড়গ্রামে বাড়িতে ঢুকে কংগ্রেস কর্মীকে খুন। প্রতিবাদে আজ জেলাজুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস। 

Panchayat Poll 2023 News :আধাসেনা দিয়েই ভোট হবে, হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

'রাজ্যে ৪২ হাজার পুলিশ দিয়ে ৭০ হাজার বুথে এক দিনে ভোট করাবে! এ তো মৃত্যুকে ডেকে আনা। আধাসেনা দিয়েই ভোট হবে। তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ বাড়বে।' পঞ্চায়েত ভোট নিয়ে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

WB News Live : মনোনয়ন পর্বের প্রথম দিন সবথেকে বেশি আসনে মনোনয়ন জমা বিজেপির, তৃতীয় স্থানে তৃণমূল

মনোনয়ন পর্বের প্রথম দিন সবথেকে বেশি আসনে মনোনয়ন জমা বিজেপির, তৃতীয় স্থানে তৃণমূল। অনুব্রতহীন বীরভূমে একটি আসনে মনোনয়ন জমা দেয়নি শাসক দল, শীর্ষে বিজেপি।

WB News Live : 'তৃণমূল নেতা জ্ঞানানন্দ সামন্তর মধ্যে সেতুবন্ধনের কাজ করতেন রাহুল', দাবি ইডির

কেন্দ্রীয় এজেন্সির দাবি, সুজয়কৃষ্ণ ভদ্র ও দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল নেতা জ্ঞানানন্দ সামন্তর মধ্যে সেতুবন্ধনের কাজ করতেন রাহুল। তাই তাঁর কাছেই নিয়োগ দুর্নীতির গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে মনে করছেন ইডি-র তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, জ্ঞানানন্দ কাকে কাকে টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন এবং সুজয়কৃষ্ণর মাধ্যমে টাকা কোথায় কোথায় পৌঁছেছিল, সিভিক ভলান্টিয়ার রাহুল বেরার কাছে তা জানতে চান তদন্তকারীরা। গতকাল জ্ঞানানন্দর গাড়িতে চেপেই CGO কমপ্লেক্সে আসেন রাহুল। সকাল ১১টা থেকে রাত ১টা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডি-র অফিসাররা

WB News Live : সিভিক ভলান্টিয়ার রাহুল বেরাকে আজ দ্বিতীয়বার তলব ED র

স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে গতকাল টানা ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, বিষ্ণুপুর থানার সিভিক ভলান্টিয়ার রাহুল বেরাকে আজ দ্বিতীয়বার তলব করেছে ইডি।

WB News Live : সিভিক ভলান্টিয়ার রাহুল বেরাকে আজ দ্বিতীয়বার তলব ED র

স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে গতকাল টানা ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, বিষ্ণুপুর থানার সিভিক ভলান্টিয়ার রাহুল বেরাকে আজ দ্বিতীয়বার তলব করেছে ইডি।

প্রেক্ষাপট

প্রথম দিনই ঝরল প্রাণ : পঞ্চায়েতের ( Panchayat Poll ) মনোনয়নের প্রথম দিনেই ঝরল প্রাণ! মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে ( Congress )  গুলি করে খুন। জখম আরও ৪। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অস্বীকার শাসক দলের। 


মনোনয়নে শীর্ষে বিজেপি : মনোনয়ন পর্বের প্রথম দিন সবথেকে বেশি আসনে মনোনয়ন জমা বিজেপির ( BJP ) , তৃতীয় স্থানে তৃণমূল। অনুব্রতহীন বীরভূমে একটি আসনে মনোনয়ন জমা দেয়নি শাসক দল, শীর্ষে বিজেপি।


'মনোনয়নের সময় পর্যাপ্ত নয়' : পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়। রাজ্য নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে, পর্যবেক্ষণ হাইকোর্টের ( Calcutta High Court ) । 'রাজ্য প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একত্রে কাজ করতে পারে' এ-বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানাবে রাজ্য, নির্দেশ আদালতের। 


আদালতে অনলাইন-সওয়াল :  অনলাইনে মনোনয়নের জন্য আদালতে সওয়াল বিজেপির। প্রযুক্তি ব্যবহারে অ্যালার্জি থাকলে হবে না, দৃষ্টান্ত স্থাপন করুক রাজ্য। প্রধান বিচারপতি কেন্দ্রকে আইন পরিবর্তনের সুপারিশ করুক, সওয়াল রাজ্যের।


মনোনয়নপত্র না পেয়ে বিক্ষোভ :  মনোনয়নপর্বের প্রথম দিনেই দিকে দিকে অশান্তি। মনোনয়নপত্র না পেয়ে রাস্তায় নামলেন বিজেপি সাংসদ। বাঁকুড়ার ইন্দাসে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন সৌমিত্র খাঁ। 
         
রণক্ষেত্র রানিনগর : মনোনয়ন তুলতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে রণক্ষেত্র রানিনগর। মুর্শিদাবাদের রানিনগরে মনোনয়ন তুলতে সিপিএমকে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।


সালারে ধুন্ধুমার : মনোনয়নের প্রথম দিনেই মুর্শিদাবাদের সালারে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। ভরতপুরের মনোনয়ন নিয়ে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ । ব্লক সভাপতির অনুগামীদের মারধরের অভিযোগ বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে 
পাল্টা ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ বিধায়ক অনুগামীদের। দু-পক্ষের সংঘর্ষে আহত ৮ । 


রাহুলের পাল্টা জবাব : মনোনয়নপত্র তোলার জন্য বিজেপি প্রার্থীকে ১০ জন করে সিআরপিএফ দিতে হবে। গর্তে লুকিয়ে থাকতে হবে, হুঁশিয়ারি মদনের। গুন্ডাতন্ত্র কায়েম করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি রাহুল সিন্হার।


দিলীপ বনাম চন্দ্রিমা : মনোনয়নের সময় তৃণমূল গন্ডগোল পাকালে, হাসপাতালের বেড তৈরি রাখুন, হুঁশিয়ারি দিলীপের। 


আইএসএফে অনীহা? : সাগরদিঘির পর পঞ্চায়েত ভোটেও বামেদের সঙ্গে জোট বেঁধে লড়তে নির্দেশ জেলা নেতৃত্বকে, জানালেন অধীর। আইএসএফের সঙ্গে জোট প্রসঙ্গে নীরব প্রদেশ কংগ্রেস সভাপতি।


ফিরে পাওয়া জাতীয় প্রতীক : পঞ্চায়েত ভোটের আইন অনুযায়ী CPI ও RSP ফিরে পেল জাতীয় প্রতীক। জাতীয় দলের তকমা যাওয়া সত্ত্বেও আঞ্চলিক দল হিসেবে প্রতীক ফিরে পেল ২ দল। সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশনে এসে ২ দল প্রতীকের জন্য আবেদন জানায়। 


পুলিশ কর্মীদের ছুটি বাতিল : পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি। আজ থেকে রাজ্যে পুলিশ কর্মীদের ছুটি বাতিল। ভোট শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কর্মীদের শুধুমাত্র জরুরি কারণেই ছুটি বিবেচনা করা যেতে পারে। প্রতিটি জেলার পুলিশ-প্রশাসনকে চিঠি দিয়ে জানালেন অ্যাডিশনাল ডিজিপি (আইনশৃঙ্খলা)।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.