West Bengal News Live: দেশের নাম বিতর্কে এবার হুঙ্কার দিলীপ ঘোষের
West Bengal News Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
রাজ্যপালের সই করা জোড়া কনফিডেন্সিয়াল চিঠির বিষয়বস্তু কী? কী রয়েছে নবান্ন ও দিল্লিতে পাঠানো চিঠিতে? উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাতের আবহে, তা নিয়েই জল্পনার স্রোত বইছে রাজ্য-রাজনীতিতে। তৃণমূলের দাবি, শিক্ষামন্ত্রীকে টার্গেট করে ক্ষমতার অপপ্রয়োগ করে থাকতে পারেন রাজ্যপাল! এই ইস্যুতে পাল্টা শাসকপক্ষের সমালোচনা করেছে বিজেপি।
হাওড়ার সালকিয়ায় নিজের ঘর থেকে উদ্ধার হল এক অস্থায়ী পুরকর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ। বাড়িতে এসে মদের আসরে খুনের অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া ও হাওড়া সিটি পুলিশ। অভিযুক্ত ব্যক্তি পলাতক।
ড্রাইভিং শিখতে গিয়ে স্থানীয় ১১ বছরের বালককে পিষে দিলেন যুবক। প্রতিবাদে গাড়িটিতে আগুন লাগিয়ে দেন ক্ষিপ্ত বাসিন্দারা। খবর দেওয়া সত্ত্বেও দেরি করেছে এসেছে, এই অভিযোগে পুলিশকে ঘিরে দেখানো হয় বিক্ষোভ। অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে, চালকের খোঁজে তল্লাশি চলছে।
লুঠ, ডাকাতি রুখতে এবার আরও সতর্ক পুরুলিয়া জেলা পুলিশ। জারি করা হয়েছে নির্দেশিকা। তাতে ব্যাঙ্ক ও শোরুমগুলিতে সিসি ক্যামেরা ও অ্যালার্ম রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও ব্যবসায়ী ও কর্মচারীদের সকলের মোবাইল ফোনে থানা ও পুলিশ কন্ট্রোল রুমের নম্বর রাখার কথাও বলা হয়েছে।
লুঠ, ডাকাতি রুখতে এবার আরও সতর্ক পুরুলিয়া জেলা পুলিশ। জারি করা হয়েছে নির্দেশিকা। তাতে ব্যাঙ্ক ও শোরুমগুলিতে সিসি ক্যামেরা ও অ্যালার্ম রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও ব্যবসায়ী ও কর্মচারীদের সকলের মোবাইল ফোনে থানা ও পুলিশ কন্ট্রোল রুমের নম্বর রাখার কথাও বলা হয়েছে।
ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির। বিজেপিকে নিশানা আক্রমণে তৃণমূলের মিডিয়া সেলের ইনচার্জের। ফেসবুক পোস্টে দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, তৃণমূলের নবজোয়ার কর্মসূচি তখন মধ্যগগনে। ২৪ ঘণ্টার নোটিসে ডেকে পাঠানো হল তাঁকে। মাঝপথে কর্মসূচি থামিয়ে তিনি গেলেন, বুক চিতিয়ে বেরিয়ে এসে পুনরায় কর্মসূচিতে যোগ দেওয়ার পরেই আবার ডেকে পাঠানো হল তাঁকে! কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর এই ফন্দি-ফিকির ধরে ফেলতে শুরু করল বাংলার মানুষ। তারপরে পঞ্চায়েত ভোট মিটল। নোংরামির জবাবও মিলল বেশ কষিয়ে! বাবুরা বিচ্ছিরিভাবে হেরে বেশ চুপচাপই ছিলেন! তারপরে হল ধূপগুড়ি। জেতা আসনখানা মুখের সামনে থেকে নির্মমভাবে ছিনিয়ে নিল ছেলেটা। আর সহ্য হয়? টিম ইন্ডিয়ার সমন্বয় দলের প্রথম মিটিংয়ের দিনেই আবার ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়তে হবে লম্বা লম্বা ল্যাজ নিয়ে.. আঁচড় কামড় চালিয়ে যেতে হবে আবারও কিছুদিন!
ফের অভিষেককে তলব ইডির। ১৩ সেপ্টেম্বর অভিষেককে তলব ইডির, সোশাল মিডিয়ায় পোস্ট করে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া-র সমন্বয় কমিটির বৈঠকের দিনেই তলব, সোশাল মিডিয়ায় পোস্ট অভিষেকের। ইন্ডিয়ার সমন্বয় কমিটির আমি একজন সদস্য, সেইদিনেই তলব ইডির, সোশাল মিডিয়ায় পোস্ট অভিষেকের। ৫৬ ইঞ্চি ছাতির কাপুরুষোচিত কাজ, আক্রমণ অভিষেকের।
খড়গপুরের বিজেপি নেতার মুখে দিলীপ ঘোষের বুলি। '২০২১-এর বিধানসভায় অত্যাচারের হিসাব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে। লোকসভা ভোটে খড়গপুরে দিলীপ ঘোষ লড়াই করবেন। ভোট লুঠ করতে এলে পুলিশ থেকে তৃণমূল, মেরে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। যারা ভোট লুঠ করতে আসবে তাদের বুকে গুলি করে শ্মশানে পাঠানো হবে'। দিলীপ ঘোষের সামনেই হুঙ্কার মেদিনীপুরে বিজেপি মুখপাত্র অরূপ দাসের
'মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে ১২ বছর ধরে বাংলায় শোষণ চলছে। ২০২৪-এ নরেন্দ্র মোদিকে ৪০০-র বেশি আসনে জিতিয়ে আনতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর তাঁর পার্টির নেতা-কর্মীদের ভরসা করেন না', শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূল।
জমি জটে বাংলায় আটকে রেলের ৬১টি প্রকল্প, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ঘোষিত একাধিক প্রকল্পের কাজও আটকে। জমি জট কাটাতে মুখ্য়মন্ত্রীকে হস্তক্ষেপ করার অনুরোধ রেলমন্ত্রীর। জট কাটাতে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়ার অনুরোধ রেলমন্ত্রীর। জমি জটে আটকে তারকেশ্বর-মগরা, হাসনাবাদ-হিঙ্গলগঞ্জ রেললাইনের কাজ। বজবজ-পূজালি, মছলন্দপুর-স্বরূপনগর,
স্থায়ী সমিতি গঠনের আগে রানিনগরে দলবদলের খেলা শুরু। রানিনগর ২-এ স্থায়ী সমিতি গঠনের আগে কংগ্রেসে ভাঙন। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত সমিতির ২ সদস্য
২৭ আসনের পঞ্চায়েত সমিতিতে ১৪টি জেতে বাম-কংগ্রেস জোট। কংগ্রেসের সদস্যকে দলে টেনে পঞ্চায়েত সমিতিতে সংখ্য়াগরিষ্ঠ তৃণমূল। পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়াল ১৫। কাল রানিনগর ২ পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতি নির্বাচন। সংঘর্ষের ঘটনায় পুলিশ হেফাজতে রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি।
মধ্যরাতের গোপন চিঠি নিয়ে রাজ্যপালকে তীব্র আক্রমণ তৃণমূলের। 'সংবিধান মানছেন না রাজ্যপাল, বিজেপির মুখপাত্রের কাজ করছেন'। মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের
হাওড়ায় 'কুবেরে'র হদিশ! হাওড়া স্টেশনে উদ্ধার টাকার পাহাড়! হাওড়া স্টেশনে ৩০ লক্ষ টাকা নগদ ও ১৩ কেজি রুপো উদ্ধার।
স্থায়ী সমিতি গঠনের আগে রানিনগরে দলবদলের খেলা শুরু। রানিনগর ২-এ স্থায়ী সমিতি গঠনের আগে কংগ্রেসে ভাঙন।
গাড়ি চালানো শিখতে গিয়ে বালককে পিষে দিলেন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে জলপাইগুড়ির ময়নাগুড়িতে ধুন্ধুমার। ক্ষিপ্ত জনতা ঘাতক গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়।
বিজেপি থেকে তৃণমূলে আসা বাবুল সুপ্রিয়কে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। 'বাবুল সুপ্রিয় এখন রোজ গো ব্যাক আর কালো ঝান্ডা দেখছেন। মানুষের কী দুর্গতি হয়, রাজপথ থেকে নর্দমায় পৌঁছে গেছেন! তৃণমূলের মন্ত্রী হয়ে তৃণমূলের কাছেই গো ব্যাক স্লোগান শুনছেন', রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিশানা দিলীপ ঘোষের
স্থায়ী সমিতি গঠনের আগে রানিনগরে দলবদলের খেলা শুরু। রানিনগর ২-এ স্থায়ী সমিতি গঠনের আগে কংগ্রেসে ভাঙন, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত সমিতির ২ সদস্য
রানিনগর ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির ভোট, প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীর চৌধুরীর
রাজ্যপাল-সংঘাত তুঙ্গে। শহরে নতুন ভ্যাম্পায়ার। সবাই সাবধানে থাকুন। ব্রাত্য বসুর পোস্ট নিয়ে সরব বিজেপি। শিক্ষামন্ত্রীর অশিক্ষার প্রকাশ। কটাক্ষ সুকান্ত মজুমদারের।
এবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল দমদম থানার পুলিশ কর্মীর। মৃত প্রীতম ভৌমিক দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা
দেশের নাম বিতর্কে এবার হুঙ্কার দিলীপ ঘোষের, কী বললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ?
দেশের নাম বিতর্কে এবার হুঙ্কার দিলীপ ঘোষের, কী বললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ?
কলকাতার সংযুক্ত এলাকায় বেহাল নিকাশি, খারাপ রাস্তা এবং পুর পরিষেবায় গাফিলতির অভিযোগ কার্যত মেনে নিলেন মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর, শনিবার কলকাতা পুরসভার জল সরবরাহ, সড়ক ও নিকাশি বিভাগের সঙ্গে বৈঠকে আধিকারিকদের তিরস্কার করেন তিনি। KEIIP-র কাছ থেকে ৩১টি রাস্তা মেরামতির কাজ নিজেদের হাতে নিচ্ছে কলকাতা পুরসভা।
'আপনার মধ্যরাতের আঘাতের জন্য অপেক্ষা করেছি', উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল মুখপাত্র বিশ্বজিৎ দেবের
দেশের নাম বিতর্কে এবার হুঙ্কার দিলীপ ঘোষের। 'ইন্ডিয়া পাল্টে ভারত হবে, যার পছন্দ হবে না বাইরে যাবে', খড়গপুরে চা-চর্চায় গিয়ে হুঙ্কার বিজেপি সাংসদ দিলীপ ঘোষের
ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের জয়, ধরাশায়ী সিপিএম-কংগ্রেস জোট। এই প্রেক্ষাপটে সোশাল সাইটে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। তিনি লিখেছেন, যাই হোক সমুদ্র জিতেছে। পুকুর হারলে ক্ষতি কি! 'INDIA' জোটে মমতা-সনিয়া-রাহুল-ইয়েচুরিদের একসঙ্গে থাকার ফলে কি প্রদেশ কংগ্রেস ও বঙ্গ সিপিএমের ক্ষতি হচ্ছে? সেই ইঙ্গিতই কী করছেন কৌস্তভ? উঠছে প্রশ্ন।
দিল্লিতে জি ২০ শীর্ষ সম্মেলনের মহাযজ্ঞের মধ্যেই মোদি সরকারকে কাঠগড়ায় তুলে বেসরকারিকরণ ইস্যুতে রাজ্যে সুর চড়াল তৃণমূল। জি ২০ শীর্ষ সম্মেলন শুরুর দিনই দুর্গাপুর থেকে ইসিএল বেসরকারিককরণের চক্রান্তের অভিযোগ তুলে একমাসের আন্দোলন শুরু করল শাসকদলের শ্রমিক সংগঠন। পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি।
'মধ্যরাতের' হুঁশিয়ারির মধ্যেই এবার চিঠি-সাসপেন্স রাজ্যপালের। রাজভবন সূত্রে খবর, সিল করা চিঠির একটি পাঠানো হয়েছে নবান্নে, আরেকটি দিল্লিতে। কী আছে রাজ্যপালের কনফিডেন্সিয়াল চিঠিতে? বিশ্ববিদ্যালয় নিয়ে সংঘাতের আবহে এবার সি ভি আনন্দ বোসের জোড়া চিঠি ঘিরে তুঙ্গে জল্পনা।
বীরভূমে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! মিটিং চলাকালীন কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার সামনেই জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখালেন কর্মীদের একাংশ! যদিও তাঁদের রাজনৈতিক পরিচয় নিয়েই প্রশ্ন তুললেন জেলা বিজেপি সভাপতি! এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
ভোটের মুখে তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালি রায়কে দলে নিয়ে কি আদতে ধূপগুড়িতে বিজেপির ক্ষতি হল? বিধানসভা ভোটের সময় যে মিতালি রায়ের ওয়ার্ডে ৪০ ভোটে এগিয়ে ছিল বিজেপি, উপনির্বাচনে তৃণমূলের কাছে ৭৯ ভোটে পিছিয়ে গেল তারা। তাঁর বুথেও হেরেছে বিজেপি। যা নিয়ে সোশাল মিডিয়ায় কটাক্ষ করেছেন তৃণমূলের মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
কলকাতার সংযুক্ত এলাকায় বেহাল নিকাশি, খারাপ রাস্তা এবং পুর পরিষেবায় গাফিলতির অভিযোগ কার্যত মেনে নিলেন মেয়র ফিরহাদ হাকিম।
যা করেছি তাতে গর্বিত। মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে দেখুন কী হয়, সংঘাত আরও তুঙ্গে তুলে চ্যালেঞ্জ রাজ্যপালের। এরপরই সোশাল মিডিয়ায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, শহরে নতুন ভ্যাম্পায়ার। সবাই সাবধানে থাকুন। রাক্ষস প্রহরের অপেক্ষায় আছি
'মধ্যরাতের' হুঁশিয়ারির মধ্যেই এবার চিঠি-সাসপেন্স রাজ্যপালের। রাজভবন সূত্রে খবর, সিল করা চিঠির একটি পাঠানো হয়েছে নবান্নে, আরেকটি দিল্লিতে। কী আছে রাজ্যপালের কনফিডেন্সিয়াল চিঠিতে? বিশ্ববিদ্যালয় নিয়ে সংঘাতের আবহে এবার সি ভি আনন্দ বোসের জোড়া চিঠি ঘিরে তুঙ্গে জল্পনা।
প্রেক্ষাপট
কলকাতা: মধ্যরাতের হুঁশিয়ারির মধ্যেই জোড়া কনফিডেন্সিয়াল লেটার রাজ্যপালের। সিল করা চিঠির একটি নবান্নে, আরেকটি দিল্লিতে। কী আছে জোড়া চিঠিতে? নতুন কী সিদ্ধান্ত বোসের? চূড়ান্ত সাসপেন্স।
শহরে নতুন ভ্যাম্পায়ার। সবাই সাবধানে থাকুন। ব্রাত্যর পোস্টের পরই হুঙ্কার বোসের। ১১ ঘণ্টার মধ্যেই লেটার অ্যাকশন রাজ্যপালের।
ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ। চালু হতে চলেছে রেল ও জাহাজ করিডর। জি ২০-র মঞ্চে ঐতিহাসিক চুক্তি ভারতের। ঘোষণা গ্লোবাল বায়ো ফুয়েল অ্যালায়েন্সের।
এটা যুদ্ধের সময় নয়, জি ২০ সম্মেলনেও ইউক্রেন-রাশিয়া সংঘাত প্রসঙ্গের উল্লেখ। দিল্লি ডিক্লারেশনে সিলমোহর বিশ্ব নেতৃত্বের। উন্নয়নে মানবতাকেই প্রাধান্য।
জি ২০-তে এবার নতুন সদস্য। স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন। বৈঠকের আগে প্রধানমন্ত্রীর প্রস্তাবে সিলমোহর। নৈশভোজে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রের পর এবার জি ২০-র মঞ্চে প্রধানমন্ত্রীর নেমপ্লেটেও ভারত। ইন্ডিয়া জোটকে ভয় পেয়েই বিতর্ক তৈরি করছেন মোদি, খোঁচা বিরোধীদের।
ধূপগুড়িতে হেরে বামেদের দুষলেন শুভেন্দু। ২৪-এর ভোটে চাইলেন সিপিএমের নিচুতলার কর্মীদের সমর্থন।
চোর ধরো, ঘর ভরো। ধূপগুড়িতে হারের পরই তৃণমূল থেকে দলে নেওয়ার বিরুদ্ধে সোচ্চার কোচবিহারের বিজেপি নেতা। গুরুত্বে নারাজ গেরুয়া শিবির।
মুর্শিদাবাদের রানিনগর থানায় ভাঙচুর, পুলিশকে মারধর ও তৃণমূল পার্টি অফিসে হামলা। গ্রেফতার পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বাম-কংগ্রেসের ৩৬ নেতা-কর্মী।
ভোটের আগে গ্রেফতার অন্ধ্রপ্রদেশের বিরোধী দলনেতা চন্দ্রবাবু নায়ডু। স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় পাকড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী। ছেলেও আটক। বিক্ষোভ টিডিপির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -