West Bengal News Live Updates: দু’দিন ছাড়া ছাড়া ডাক্তারি পরীক্ষা অনুব্রতর, নির্দেশ আদালতের

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 11 Aug 2022 11:57 PM
West Bengal News Live Updates: দু’দিন ছাড়া ছাড়া ডাক্তারি পরীক্ষা অনুব্রতর, নির্দেশ আদালতের

দু’দিন অন্তর ডাক্তারি পরীক্ষা অনুব্রতর। নির্দেশ আদালতের। ২০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে কেষ্ট।

West Bengal News Live Updates: লুকোচুরির শেষে ধরা পড়ে গিয়ছেন অনুব্রত, কটাক্ষ সুকান্তর

লুকোচুরির শেষে ধরা পড়ে গিয়েছেন অনুব্রত, বললেন সুকান্ত মজুমদার। রাখি পূর্ণিমার দিন হাতে হাতকড়া, বললেন দিলীপ ঘোষ। 

West Bengal News Live Updates: কঙ্কালসার সিংহের ছবি পোস্ট কাজল শেখের, নিশানায় কি অনুব্রত!

‘চেহারা, দাপট, অবস্থা, ক্ষমতা ও শক্তি চিরস্থায়ী হয় না। দুঃখের বিষয় অনেকেই এটা ভুলে যায়’। কঙ্কালসার সিংহের ছবি পোস্ট করে অনুব্রত মণ্ডলকেই কি নিশানা তৃণমূল নেতা কাজল শেখের!

West Bengal News Live Updates: কঙ্কালসার সিংহের ছবি পোস্ট কাজল শেখের, নিশানায় কি অনুব্রত!

‘চেহারা, দাপট, অবস্থা, ক্ষমতা ও শক্তি চিরস্থায়ী হয় না। দুঃখের বিষয় অনেকেই এটা ভুলে যায়’। কঙ্কালসার সিংহের ছবি পোস্ট করে অনুব্রত মণ্ডলকেই কি নিশানা তৃণমূল নেতা কাজল শেখের!

WB News Live Updates: অনুব্রতর মত গ্রেফতার করা হোক শুভেন্দুকেও, দাবি কেষ্টর অনুগামীদের

অনুব্রত মণ্ডলকে যেমন গ্রেফতার করা হয়েছে, সে ভাবেই গ্রেফতার করা হোক শুভেন্দু অধিকারীকে, দাবি অনুব্রতর অনুগামীদের। 


 

West Bengal News Live Updates: সঙ্কটমুক্তির উপায় খুঁজছিলেন, বাড়িতে যজ্ঞ রেখেছিলেন অনুব্রত, তার আগেই গ্রেফতার

বার বার তলব সিবিআই-এর। সঙ্কটমুক্তির উপায় খুঁজছিলেন অনুব্রত মণ্ডল। ১৫ অগাস্ট বাড়িতে যজ্ঞ রেখেছিলেন। বাঁধা হয়ে গিয়েছিল প্যান্ডেলও। তার আগেই গ্রেফতার। 

WB News Live Updates: লিলুয়ায় ম্যাটাডোর চাপা পড়ে মৃত্যু ছাত্রীর

লিলুয়ার কুন্দন লেনে ম্যাটাডোর চাপা পড়ে মৃত্যু পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর। সিদ্ধি শ্রীবাস্তব নামে বছর দশকের ওই ছাত্রী যখন পুলকার থেকে নেমে বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল সেই সময় বাড়ির সামনে  সরু গলিতে ম্যাটাডোরটি ওই ছাত্রীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই সে ছিটকে পরে রাস্তায়। 

West Bengal News Live Updates: সিবিআই-এর গাড়িতে চোখে জল অনুব্রত মণ্ডলের, ঘন ঘন দীর্ঘশ্বাস

সিবিআই-এর গাড়িতে চোখে জল অনুব্রত মণ্ডলের। ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলতে দেখা গেল। কথা বলতে পারেলন না সংবাদমাধ্যমের সঙ্গে।

WB News Live Updates: অনুব্রতকে নিয়ে নিজাম প্যালাসের উদ্দেশে রওনা সিবিআই

কলকাতার উদ্দেশে অনুব্রত মণ্ডলকে নিয়ে রওনা সিবিআই। কলকাতার নিজাম প্যালেসে এনে জেরা করা হতে পারে তাঁকে। ২০ অগাস্ট পর্যন্ত হেফাজতে বীরভূমেক তৃণমূল সভাপতি।

West Bengal News Live Updates: বেন্টিঙ্ক স্ট্রিটের হোটেলে গ্রেফতার সন্দেহভাজন, তাইল্যান্ডের মেয়াদ উত্তীর্ণ ভিসা উদ্ধার

স্বাধীনতা দিবসের আগে তল্লাশির সময় বেন্টিঙ্ক স্ট্রিটের একটি হোটেল থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃত অজয়প্রতাপ সিংয়ের কাছ থেকে মিলেছে তাইল্যান্ডের মেয়াদ উত্তীর্ণ ভিসা। ২০১৯-এর জানুয়ারিতে ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও ওই ব্যক্তি বেআইনিভাবে ভারতে বসবাস করছিলেন বলে অভিযোগ।ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে পাসপোর্ট, মোবাইল ফোন, ট্যাব ও নগদ। 

WB News Live Updates: পথচলতি মানুষকে গুড়-বাতাসা-নকুলদানা খাওয়ালেন অগ্নিমিত্রা, বাজালেন ঢাকও

অনুব্রত মণ্ডলের গ্রেফতারিতে খুশি বিজেপি। আসানসোলের কোর্ট মোড়ে পথচলতি মানুষকে গুড়, বাতাসা, নকুলদানা খাওয়ালেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পাল। বাজালেন ঢাকও। 

West Bengal News Live Updates: মহিষকুচিতে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আহত ৫

বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে মহিষকুচি বাজারে বিজেপি-র এক কর্মীর দোকান বন্ধ করে দেন তৃণমূল কর্মীরা। তার পরই বিজেপি কর্মীরা একত্রিত হয়ে  বাজার কমিটির সাথে দেখা করতে যান। সেই সময় বিজেপি কর্মীদের উপর তৃণমূল কর্মীরা হামলা করেন বলে অভিযোগ।এই ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। 

WB News Live Updates: ৩৫ ফুটের রাখি, আলিপুরে নজর কাড়ল আয়োজন

৩৫ ফুটের রাখি সামনে। আলিপুরদুয়ারে পালিত হল রাখি বন্ধন। শিশু-কিশোরদের হাতে রাখি পরিয়ে হল মিষ্টিমুখ। 

West Bengal News Live Updates: আদালত থেকে বার করা হল অনুব্রতকে, ১০ দিনের হেফাজত

আদালত থেকে বার করা হল অনুব্রত মণ্ডলকে। ১০ দিনের হেফাজত পেয়েছে সিবিআই। 

WB News Live Updates: ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি কেন্দ্রের, জগাছায় অর্ডারের জোগান দিতে হিমশিম খাচ্ছে কারখানাগুলি

‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তাতে পতাকার চাহিদা একধাক্কায় বেড়ে গিয়েছে জগাছায়। নাওয়া-খাওয়ার সময় নেই পতাকা কারখানার কর্মীদের। রাত জেগে তৈরি করা হচ্ছে পতাকা। 


 

West Bengal News Live Updates: নৈতিক দায় নিয়ে কেন পদত্যাগ করছেন না মমতা, প্রশ্ন অধীরের

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়েই অনুব্রত মণ্ডলরা নেতা হয়ে ওঠেন। তাহলে নৈতিক দায় নিয়ে কেন পদত্যাগ করবেন না মমতা, প্রশ্ন অধীররঞ্জন চৌধুরীর।

WB News Live Updates: আদালতে জামিনের আবেদন জানালেন না অনুব্রতর আইনজীবীরা

আদালতে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন জানালেন না তাঁর আইনজীবীরা। টেকনিক্যাল গ্রাউন্ডেই আবেদন নয় বলে জানানো হল।

West Bengal News Live Updates: ২০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে অনুব্রত, কলকাতা এনে করা হবে জিজ্ঞাসাবাদ

আগামী ২০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল। গোয়েন্দাদের অনুরোধে সাড়া দিয়ে নির্দেশ আসানসোল আদালতের।

WB News Live Updates: আদালতে অনুব্রতর জামিনের আবেদন নয়, জানালেন তাঁর আইনজীবী

জামিনের আবেদন জানাননি তাঁরা, জানালেন অনুব্রতর আইনজীবী। জানালেন, মানুষের মনে যে ধারণা জন্মেছে, সেই পরিস্থিতিতে জামিনের আবেদন জানাননি তাঁরা। 

West Bengal News Live Updates: বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে নিরপেক্ষ থাকতে দিচ্ছে না, দাবি চন্দ্রিমার

কেন্দ্রের শাসকদল সংস্থাগুলির নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখতে দিচ্ছে না, অভিযোগ চন্দ্রিমার। 

WB News Live Updates: কেন্দ্রীয় সংস্থাগুিল কতটা নিরপেক্ষ! তা নিয়ে কাল জেলায় জেলায় কর্মসূচি তৃণমূলের

কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়ে শুক্রবার জেলায় জেলায় কর্মসূচি। সাংবাদিক বৈঠকে ঘোষণা তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্যর। 

West Bengal News Live Updates: পোলবায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক

ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক। পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়ার ঘটনা। ওষুধ এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে স্বাস্থ্য দফরের দল গ্রামে হাজির হয়।

WB News Live Updates: আসানসোল আদালতে অনুব্রত, বাইরে বিক্ষোভ বিরোধীদের

আসানসোল বিশেষ সিবিআই আদালতে অনুব্রতকে নিয়ে পৌঁছল সিবিআই। বাইরে বিক্ষোভ বিরোধীদের। বিজেপি এবং সিপিএম-এর বিক্ষোভ।

West Bengal News Live Updates: ঝাড়খণ্ডের বিধায়কদের কাছ থেকে টাকা উদ্ধারে প্রশ্নের মুখে সিআইডি

নির্দিষ্ট আদালত থাকা সত্ত্বেও কীভাবে নিম্ন আদালতে পেশ? প্রশ্ন হাইকোর্টের। হাওড়ায় ঝাড়খণ্ডের ৩ বিধায়কের কাছে লক্ষ লক্ষ টাকা উদ্ধারের মামলায় প্রশ্নের মুখে CID।

WB News Live Updates: গেস্ট হাউস থেকে অনুব্রতকে নিয়ে রওনা সিবিআই, আসানসোল আদালতে তোলা হতে পারে

ইসিএল-এর গেস্ট হাউস থেকে বার করা হল অনুব্রতকে। সিবিআই-এর কনভয়ে বসিয়ে রওনা সিবিআই। আসানসোল বিশেষ আদালতে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর। 

West Bengal News Live Updates: সব বিজেপি-র চক্রান্ত, অনুব্রতর গ্রেফতারিতে বললেন মালা রায়

সব বিজেপি-র চক্রান্ত। বিরোধীদের ধমকে চমকে রাখার চেষ্টা করছে বিজেপি, অনুব্রতর গ্রেফতারিতে মন্তব্য মালা রায়ের। 

WB News Live Updates: অ্যারেস্ট মেমোতে সই হয়েছে, গ্রেফতার হয়েছেন অনুব্রত, জানাল সিবিআই

ইসিএল-এর গেস্ট হাউসে চিকিৎসকরা এসে পৌঁছলেন। বাইরে দাঁড়িয়ে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। দেড় ঘণ্টা ধরে চলছে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ। সই হয়ে গিয়েছে অ্যারেস্ট মেমোতে, জানাল সিবিআই।

West Bengal News Live Updates: রাত থেকে অবিরাম বৃষ্টি ঝাড়গ্রামে, হাসি ফুটল কৃষকদের মুখে

রাত থেকে অবিরাম বৃষ্টি চলছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। তাতে মুখে চওড়া হাসি কৃষকদের। কারণ চলতি মরসুমে এই প্রথম এত বৃষ্টি। তাতে জমিতে জল জমেছে। ফলে ধানের বীজতলার উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। এমনিতেই এবার ধান চাষ এক মাস পিছিয়ে গিয়েছে। তাই বৃষ্টি আশীর্বাদ হয়ে নেমে এসেছে বলে মনে করছেন তাঁরা। 

WB News Live Updates: ৪১ পাতার চার্জশিট অনুব্রতর বিরুদ্ধে, আজই তোলা হতে পারে আদালতে

অনুব্রতর বিরুদ্ধে ৪১ পাতার চার্জশিট। আজই পেশ করা হতে পারে আসানসোল আদালতে। চলছে ডাক্তারি পরীক্ষা।

West Bengal News Live Updates: দুর্নীতি করে আধিকারিকদের বলির পাঁঠা বানায় তৃণমূল, অভিযোগ অনুপম হাজরার

তৃণমূল যে ধরনের দুর্নীতি করে থাকে, যারা পদস্থ আধিকারিক, তাদের বলির পাঁঠা বানিয়ে দুর্নীতি করেন। এই আইপিএস, আইএএস-দের ডাকলে, এরা তো রাজসাক্ষী, এদের ডাকলে ঠিকঠাক জিজ্ঞাসাবাদ করলে একদিন মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসবে: অনুপম হাজরা। 

WB News Live Updates: দুর্ঘটনায় পুণ্যার্থীদের বাস

পূর্ব বর্ধমানের কাটোয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল পুণ্যার্থীদের বাস। আহত মহিলা সহ ১৫ জন। পুলিশ সূত্রে খবর, বাসের সামনে চলে আসা মোটরবাইককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা ঘটে।   

West Bengal News Live Updates: এসএসসি দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহার সিবিআই হেফাজত

এসএসসি দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহার সিবিআই হেফাজত। ১৭ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের। 

WB News Live Updates: ঝাড়খণ্ডের বিধায়কদের গ্রেফতারি মামলায় হাইকোর্টে বিপাকে সিআইডি

ঝাড়খণ্ডের বিধায়কদের গ্রেফতারি মামলায় হাইকোর্টে বিপাকে সিআইডি। নিম্ন আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে কীভাবে হচ্ছে শুনানি? প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।

West Bengal News Live Updates: কয়লাকাণ্ডে রাজ্যের ৮জন আইপিএস অফিসারকে ইডির তলব

গরুপাচারকাণ্ডে সক্রিয় সিবিআই, কয়লাপাচারকাণ্ডে তৎপর ইডি। কয়লাকাণ্ডে রাজ্যের ৮জন আইপিএস অফিসারকে ইডির তলব। জ্ঞানবন্ত সিংহ, সুকেশ জৈন, রাজীব মিশ্র-সহ ৮ আইপিএসকে দিল্লিতে তলব। ১৫ অগাস্টের পরে ৮ আইপিএসকে দিল্লিতে ইডির তলব। শ্যাম সিংহ, তথাগত বসু, সেলভা মুরুগান-সহ ৮ আইপিএসকে নোটিস। 

WB News Live Updates: একসপ্তাহের ছুটিতে যাচ্ছেন চন্দ্রনাথ অধিকারী

একসপ্তাহের ছুটিতে যাচ্ছেন চন্দ্রনাথ অধিকারী। তাঁর মানসিক অবস্থা ভালো নেই। পরিবার নিয়ে চিন্তায় আছেন, জানালেন বোলপুর মহকুমা হাসপাতালের চিকিত্সক। সরকারি চিকিত্সক চন্দ্রনাথ অধিকারীর দাবি করেন, হাসপাতালের সুপারের নির্দেশে তিনি অনুব্রতর বাড়িতে যান। বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে বিশ্রামের পরামর্শ লিখে দিতে বাধ্য করা হয়েছিল বলে বিস্ফোরক দাবি করেন ওই সরকারি চিকিত্সক।

West Bengal News Live Updates: অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পরেই বাঁকুড়ায় পথে বিজেপি কর্মীরা

গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পরেই বাঁকুড়ায় পথে নামলেন বিজেপি কর্মীরা। ৬০ নম্বর জাতীয় সড়কে পেয়ারাবাগান এলাকায় পথচলতি মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নকুলদানা ও গুড়-বাতাসা বিলি করা হয়। ঢাকও বাজান বিজেপি কর্মীরা। 

WB News Live Updates: "কাজ করুন না হলে পদ থেকে সরিয়ে দেব"

কাজ করুন না হলে পদ থেকে সরিয়ে দেব বনগাঁ জেলা তৃনমূলের সাংগঠনিক সভা থেকে বললেন জেলা সভাপতি বিশ্বজিৎ দাস ।

West Bengal News Live Updates:সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ দিনভর মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পশ্চিম মেদিনীপুর, ঝড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান, পশ্চিমাঞ্চলের এই ৫ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।

WB News Live Updates: গ্রেফতার অনুব্রত

সিবিআইয়ের জেরার পর গ্রেফতার অনুব্রত মণ্ডল 

West Bengal News Live Updates: রাত থেকে অবিরাম বৃষ্টি চলছে ঝাড়গ্রাম জেলা জুড়ে

রাত থেকে অবিরাম বৃষ্টি চলছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। রাত ১২টার পর থেকে শুরু হওয়ার পর থেকে এখনো একবারের জন্য থামেনি। প্রবল বৃষ্টি র ফলে জন জীবন বিপর্যস্ত। শহরের বহু রাস্তা জলের তলায়। তবে এত বৃষ্টিতেও মুখে চওড়া হাসি চাষিদের। কাযদি বৃষ্টি না হত তাহলে চাষ করাই মুশকিল ছিল। অবশেষে এই নিম্নচাপ আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে. 

WB News Live Updates: অনুব্রতর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ সিবিআইয়ের

দশম হাজিরা এড়াতেই অনুব্রতর বোলপুরের বাড়িতে হানা সিবিআইয়ের। অনুব্রতর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ সিবিআইয়ের। গতকাল মাঝরাতে বোলপুরে পৌঁছয় সিবিআই টিম। 

West Bengal News Live Updates: আজই গ্রেফতার হতে চলেছেন দোর্দণ্ডপ্রতাপ শাসক-নেতা?

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই হানা। খবর পেয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বোলপুরের বাড়ির সামনে ভিড়। তবে কি আজই গ্রেফতার হতে চলেছেন দোর্দণ্ডপ্রতাপ শাসক-নেতা? সময় যত গড়াচ্ছে বাড়ছে জল্পনা।

WB News Live Updates: অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই হানা

গরুপাচার মামলায় তসিবিআইয়ের তত্পরতা। বোলপুরের নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই হানা। ১০-১২টি গাড়ির কনভয় নিয়ে পৌঁছন সিবিআই অফিসাররা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন সিবিআই অফিসাররা।

West Bengal News Live Updates: কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা

গরুপাচার মামলায় বীরভূমে তত্পরতা বাড়াচ্ছে সিবিআই। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, গতকাল বোলপুর মহকুমা হাসপাতালের চিকিত্সক চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। আজ ওই চিকিত্সকের বয়ান রেকর্ড করা হতে পারে। সিবিআই সূত্রে খবর, অনুব্রত প্রভাব খাটিয়ে চিকিত্সককে দিয়ে প্রেসক্রিপশন লেখানোর চেষ্টা করেছিলেন কিনা, তা জানতে চাওয়া হবে। কার নির্দেশে ওই সরকারি চিকিত্সক বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে গিয়েছিলেন, তাও জানতে চাইবে সিবিআই। খবর সূত্রের। 

WB News Live Updates: স্নানযাত্রী বোঝাই বাস দুর্ঘটনার কবলে

স্নানযাত্রী বোঝাই বাস দুর্ঘটনার কবলে। মোটবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গেল বাস।কাটোয়া-বর্ধমান রাজ্য সড়কের গাঙ্গুলিডাঙ্গার কাছে সকাল ছটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ৩৫ যাত্রী জখম হয়।স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কাটোয়া থানার পুলিশ জখম যাত্রীদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভরতি করে। ১৩  জন মহিলা সহ  ২১ জখম যাত্রীকে  কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাসটির চালক পলাতক।

West Bengal News Live Updates: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ দিনভর মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

WB News Live Updates: ব্যবসায়ীর রহস্যমৃত্যুর ঘটনায় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য

হেয়ার স্ট্রিট থানা এলাকায় শেয়ার ব্যবসায়ীর রহস্যমৃত্যুর ঘটনায় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পরিবার সূত্রে খবর, প্রদীপ সাউ ও তাঁর স্ত্রী একাধিক কোম্পানির ডিরেক্টর ছিলেন। স্ত্রীর অভিযোগ, এই সব সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হত। ২০২১ থেকে আয়কর দফতর থেকে চিঠি আসা শুরু হয়। এই নিয়ে ব্যবসার অংশীদারদের সঙ্গে গন্ডগোল চলছিল বলে মৃত শেয়ার ব্যবসায়ীর পরিবারের দাবি। মৃত্যুর সঙ্গে এর কোনও যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ। 

West Bengal News Live Updates: হেয়ার স্ট্রিট থানা এলাকায় শেয়ার ব্যবসায়ীর রহস্যমৃত্যু

হেয়ার স্ট্রিট থানা এলাকায় শেয়ার ব্যবসায়ীর রহস্যমৃত্যু। পানশালা থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। খুনের অভিযোগ পরিবারের। মৃতের নাম প্রদীপ সাউ। পরিবারের দাবি, কুমোরটুলির বাসিন্দা বছর ৫৬-র প্রদীপ গতকাল সন্ধেয় দুই বন্ধুকে নিয়ে হেয়ার স্ট্রিট থানা এলাকার ওই পানশালায় গিয়েছিলেন। রাতে তাঁর মৃত্যুর মেলে। পরিবারের দাবি, দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।

WB News Live Updates: সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার SSC-র দুই প্রাক্তন কর্তা

CBI আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার SSC-র দুই প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহা।   

West Bengal News Live Updates: সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে বিবাদ, উদ্ধার খুনের অস্ত্র

ঘটনাটি ঘটেছে হাওড়া থানার এমসি ঘোষ লেনে। খুনের অভিযোগে গ্রেফতার পরিবারের এক বধূ, তাঁর স্বামী পলাতক। উদ্ধার হয়েছে রক্তমাখা ধারাল অস্ত্র। স্থানীয় সূত্রে খবর, দেবরাজ ঘোষের সঙ্গে তাঁর ছোট ভাই দেবাশিসের সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল। গতকাল তা চরমে ওঠে। অভিযোগ, তার জেরে দেবরাজ ও তাঁর স্ত্রী পল্লবী ধারাল অস্ত্র দিয়ে মা মাধবী, ছোট ভাই দেবাশিস, তাঁর স্ত্রী রেখা ও দেবাশিস-রেখার ১৩ বছরের মেয়ে তিয়াসাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের।

WB News Live Updates: পারিবারিক বিবাদের জেরে একই পরিবারের চারজন খুন!

পারিবারিক বিবাদের জেরে একই পরিবারের চারজন খুন! বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়া থানার এমসি ঘোষ লেনে। খুনের অভিযোগে আটক করা হয়েছে পরিবারের এক বধূকে, পলাতক তাঁর স্বামী। উদ্ধার করা হয়েছে রক্তমাখা কাটারি। স্থানীয় সূত্রে খবর, রাতে ওই পরিবারের বাড়ির দরজা দিয়ে রক্ত গড়িয়ে বাইরে আসতে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে চারটি দেহ উদ্ধার করে। মৃতেরা হলেন, গৃহকর্ত্রী মাধুরী ঘোষ, তাঁর ছেলে দেবাশিস ঘোষ, পুত্রবধূ রেখা ঘোষ, এবং দেবাশিস-রেখার মেয়ে তিয়াসা ঘোষ। স্থানীয় সূত্রে খবর, দেবরাজের সঙ্গে ছোট ভাই দেবাশিসের সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল। আজ তা চরমে ওঠে। তদন্তকারীরা জানিয়েছেন, দেবরাজ ও তাঁর স্ত্রী পল্লবী ধারাল কাটারি দিয়ে কুপিয়ে খুন করেন চারজনকে। বাঁচাতে গিয়ে আহত হন এক আত্মীয়।

West Bengal News Live Updates: আদিবাসী ‘মারধর’-তরজা

মিছিল থেকে তৃণমূল বিরোধী স্লোগানের জেরে আদিবাসী যুবককে মারধরের অভিযোগ। অভিযুক্ত অশোকনগর-কল্যাণগড়ের তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীরা। প্রতিবাদে তৃণমূল পার্টি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের! দুঃখপ্রকাশ করেছেন পুরসভার ভাইস চেয়ারম্যান। প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্তের।

WB News Live Updates: উদ্বোধন-মন্তব্য-তরজা

বিরোধীদের কাজ আগে করুন। এই উদাহরণ প্রতিষ্ঠা করতে হবে। ডায়মন্ড হারবারে, জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে, দলীয় কর্মীদের এমনই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরো দলটাই দুর্নীতিগ্রস্ত। সবকিছুর ভাগ ওঁর কাছেও যায়, পাল্টা কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।

West Bengal News Live Updates: বাগানের তাঁবু উদ্বোধন

মোহনবাগানের তুলনা মোহনবাগান নিজেই। সবুজ-মেরুনের নবনির্মিত তাঁবুর উদ্বোধন করে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী বলেন, মোহন বাগানের কথা বললেই মনে পড়ে মায়ের কথা। সবুজ-মেরুনের খেলা থাকলেই কালীঘাটে পুজো দিয়ে রেডিও নিয়ে বসে পড়তেন তিনি।

প্রেক্ষাপট

কলকাতা: হাওড়ার (Howrah) পাঁচলায় (Panchla) ঝাড়খণ্ডের (Jharkhand) কংগ্রেস বিধায়কদের (Congress MLA) গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় ধৃত বিধায়ক ইরফান আনসারির (Irfan Ansari) জামতাড়ার বাড়িতে তল্লাশি চালাল সিআইডি। সূত্রের খবর, উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি। সিআইডি সূত্রে দাবি, এই স্করপিও গাড়িতেও ৭৫ লক্ষ টাকা নিয়ে গত ২১ জুলাই কলকাতা থেকে ঝাড়খণ্ডে গিয়েছিলেন ইরফান। এ সংক্রান্ত সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে। যাতে দেখা যাচ্ছে, ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের অফিস থেকে স্করপিও গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছেন জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি। অন্যদিকে, ৩ কংগ্রেস বিধায়ক সহ ধৃত ৫জনকেই ৪ দিনের CID হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া জেলা আদালত।                                                        


মিছিল থেকে তৃণমূল বিরোধী স্লোগানের জেরে আদিবাসী যুবককে মারধরের অভিযোগ। অভিযুক্ত অশোকনগর-কল্যাণগড়ের তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীরা। প্রতিবাদে তৃণমূল পার্টি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের! দুঃখপ্রকাশ করেছেন পুরসভার ভাইস চেয়ারম্যান। প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্তের।                                                                                                  


বিরোধীদের কাজ আগে করুন। এই উদাহরণ প্রতিষ্ঠা করতে হবে। ডায়মন্ড হারবারে, জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে, দলীয় কর্মীদের এমনই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরো দলটাই দুর্নীতিগ্রস্ত। সবকিছুর ভাগ ওঁর কাছেও যায়, পাল্টা কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।


হাওড়ার পাঁচলায় গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় ধৃত ঝাড়খণ্ডের বিধায়ক ইরফান আনসারির জামতাড়ার বাড়িতে তল্লাশি চালাল সিআইডি। সূত্রের খবর, বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে একটি স্করপিও গাড়ি। সিআইডি  সূত্রে দাবি, এই স্করপিও গাড়িতেও ৭৫ লক্ষ টাকা নিয়ে গত ২১ জুলাই কলকাতা থেকে ঝাড়খণ্ডে গেছিলেন ইরফান আনসারি। এ সংক্রান্ত সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে। যাতে দেখা যাচ্ছে, ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের অফিস থেকে স্করপিও গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছেন জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি।  


মোহনবাগানের তুলনা মোহনবাগান নিজেই। সবুজ-মেরুনের নবনির্মিত তাঁবুর উদ্বোধন করে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী বলেন, মোহন বাগানের কথা বললেই মনে পড়ে মায়ের কথা। সবুজ-মেরুনের খেলা থাকলেই কালীঘাটে পুজো দিয়ে রেডিও নিয়ে বসে পড়তেন তিনি। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.