West Bengal News Live Updates: দু’দিন ছাড়া ছাড়া ডাক্তারি পরীক্ষা অনুব্রতর, নির্দেশ আদালতের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
দু’দিন অন্তর ডাক্তারি পরীক্ষা অনুব্রতর। নির্দেশ আদালতের। ২০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে কেষ্ট।
লুকোচুরির শেষে ধরা পড়ে গিয়েছেন অনুব্রত, বললেন সুকান্ত মজুমদার। রাখি পূর্ণিমার দিন হাতে হাতকড়া, বললেন দিলীপ ঘোষ।
‘চেহারা, দাপট, অবস্থা, ক্ষমতা ও শক্তি চিরস্থায়ী হয় না। দুঃখের বিষয় অনেকেই এটা ভুলে যায়’। কঙ্কালসার সিংহের ছবি পোস্ট করে অনুব্রত মণ্ডলকেই কি নিশানা তৃণমূল নেতা কাজল শেখের!
‘চেহারা, দাপট, অবস্থা, ক্ষমতা ও শক্তি চিরস্থায়ী হয় না। দুঃখের বিষয় অনেকেই এটা ভুলে যায়’। কঙ্কালসার সিংহের ছবি পোস্ট করে অনুব্রত মণ্ডলকেই কি নিশানা তৃণমূল নেতা কাজল শেখের!
অনুব্রত মণ্ডলকে যেমন গ্রেফতার করা হয়েছে, সে ভাবেই গ্রেফতার করা হোক শুভেন্দু অধিকারীকে, দাবি অনুব্রতর অনুগামীদের।
বার বার তলব সিবিআই-এর। সঙ্কটমুক্তির উপায় খুঁজছিলেন অনুব্রত মণ্ডল। ১৫ অগাস্ট বাড়িতে যজ্ঞ রেখেছিলেন। বাঁধা হয়ে গিয়েছিল প্যান্ডেলও। তার আগেই গ্রেফতার।
লিলুয়ার কুন্দন লেনে ম্যাটাডোর চাপা পড়ে মৃত্যু পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর। সিদ্ধি শ্রীবাস্তব নামে বছর দশকের ওই ছাত্রী যখন পুলকার থেকে নেমে বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল সেই সময় বাড়ির সামনে সরু গলিতে ম্যাটাডোরটি ওই ছাত্রীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই সে ছিটকে পরে রাস্তায়।
সিবিআই-এর গাড়িতে চোখে জল অনুব্রত মণ্ডলের। ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলতে দেখা গেল। কথা বলতে পারেলন না সংবাদমাধ্যমের সঙ্গে।
কলকাতার উদ্দেশে অনুব্রত মণ্ডলকে নিয়ে রওনা সিবিআই। কলকাতার নিজাম প্যালেসে এনে জেরা করা হতে পারে তাঁকে। ২০ অগাস্ট পর্যন্ত হেফাজতে বীরভূমেক তৃণমূল সভাপতি।
স্বাধীনতা দিবসের আগে তল্লাশির সময় বেন্টিঙ্ক স্ট্রিটের একটি হোটেল থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃত অজয়প্রতাপ সিংয়ের কাছ থেকে মিলেছে তাইল্যান্ডের মেয়াদ উত্তীর্ণ ভিসা। ২০১৯-এর জানুয়ারিতে ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও ওই ব্যক্তি বেআইনিভাবে ভারতে বসবাস করছিলেন বলে অভিযোগ।ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে পাসপোর্ট, মোবাইল ফোন, ট্যাব ও নগদ।
অনুব্রত মণ্ডলের গ্রেফতারিতে খুশি বিজেপি। আসানসোলের কোর্ট মোড়ে পথচলতি মানুষকে গুড়, বাতাসা, নকুলদানা খাওয়ালেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পাল। বাজালেন ঢাকও।
বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে মহিষকুচি বাজারে বিজেপি-র এক কর্মীর দোকান বন্ধ করে দেন তৃণমূল কর্মীরা। তার পরই বিজেপি কর্মীরা একত্রিত হয়ে বাজার কমিটির সাথে দেখা করতে যান। সেই সময় বিজেপি কর্মীদের উপর তৃণমূল কর্মীরা হামলা করেন বলে অভিযোগ।এই ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন।
৩৫ ফুটের রাখি সামনে। আলিপুরদুয়ারে পালিত হল রাখি বন্ধন। শিশু-কিশোরদের হাতে রাখি পরিয়ে হল মিষ্টিমুখ।
আদালত থেকে বার করা হল অনুব্রত মণ্ডলকে। ১০ দিনের হেফাজত পেয়েছে সিবিআই।
‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তাতে পতাকার চাহিদা একধাক্কায় বেড়ে গিয়েছে জগাছায়। নাওয়া-খাওয়ার সময় নেই পতাকা কারখানার কর্মীদের। রাত জেগে তৈরি করা হচ্ছে পতাকা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়েই অনুব্রত মণ্ডলরা নেতা হয়ে ওঠেন। তাহলে নৈতিক দায় নিয়ে কেন পদত্যাগ করবেন না মমতা, প্রশ্ন অধীররঞ্জন চৌধুরীর।
আদালতে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন জানালেন না তাঁর আইনজীবীরা। টেকনিক্যাল গ্রাউন্ডেই আবেদন নয় বলে জানানো হল।
আগামী ২০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল। গোয়েন্দাদের অনুরোধে সাড়া দিয়ে নির্দেশ আসানসোল আদালতের।
জামিনের আবেদন জানাননি তাঁরা, জানালেন অনুব্রতর আইনজীবী। জানালেন, মানুষের মনে যে ধারণা জন্মেছে, সেই পরিস্থিতিতে জামিনের আবেদন জানাননি তাঁরা।
কেন্দ্রের শাসকদল সংস্থাগুলির নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখতে দিচ্ছে না, অভিযোগ চন্দ্রিমার।
কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়ে শুক্রবার জেলায় জেলায় কর্মসূচি। সাংবাদিক বৈঠকে ঘোষণা তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্যর।
ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক। পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়ার ঘটনা। ওষুধ এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে স্বাস্থ্য দফরের দল গ্রামে হাজির হয়।
আসানসোল বিশেষ সিবিআই আদালতে অনুব্রতকে নিয়ে পৌঁছল সিবিআই। বাইরে বিক্ষোভ বিরোধীদের। বিজেপি এবং সিপিএম-এর বিক্ষোভ।
নির্দিষ্ট আদালত থাকা সত্ত্বেও কীভাবে নিম্ন আদালতে পেশ? প্রশ্ন হাইকোর্টের। হাওড়ায় ঝাড়খণ্ডের ৩ বিধায়কের কাছে লক্ষ লক্ষ টাকা উদ্ধারের মামলায় প্রশ্নের মুখে CID।
ইসিএল-এর গেস্ট হাউস থেকে বার করা হল অনুব্রতকে। সিবিআই-এর কনভয়ে বসিয়ে রওনা সিবিআই। আসানসোল বিশেষ আদালতে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।
সব বিজেপি-র চক্রান্ত। বিরোধীদের ধমকে চমকে রাখার চেষ্টা করছে বিজেপি, অনুব্রতর গ্রেফতারিতে মন্তব্য মালা রায়ের।
ইসিএল-এর গেস্ট হাউসে চিকিৎসকরা এসে পৌঁছলেন। বাইরে দাঁড়িয়ে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। দেড় ঘণ্টা ধরে চলছে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ। সই হয়ে গিয়েছে অ্যারেস্ট মেমোতে, জানাল সিবিআই।
রাত থেকে অবিরাম বৃষ্টি চলছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। তাতে মুখে চওড়া হাসি কৃষকদের। কারণ চলতি মরসুমে এই প্রথম এত বৃষ্টি। তাতে জমিতে জল জমেছে। ফলে ধানের বীজতলার উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। এমনিতেই এবার ধান চাষ এক মাস পিছিয়ে গিয়েছে। তাই বৃষ্টি আশীর্বাদ হয়ে নেমে এসেছে বলে মনে করছেন তাঁরা।
অনুব্রতর বিরুদ্ধে ৪১ পাতার চার্জশিট। আজই পেশ করা হতে পারে আসানসোল আদালতে। চলছে ডাক্তারি পরীক্ষা।
তৃণমূল যে ধরনের দুর্নীতি করে থাকে, যারা পদস্থ আধিকারিক, তাদের বলির পাঁঠা বানিয়ে দুর্নীতি করেন। এই আইপিএস, আইএএস-দের ডাকলে, এরা তো রাজসাক্ষী, এদের ডাকলে ঠিকঠাক জিজ্ঞাসাবাদ করলে একদিন মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসবে: অনুপম হাজরা।
পূর্ব বর্ধমানের কাটোয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল পুণ্যার্থীদের বাস। আহত মহিলা সহ ১৫ জন। পুলিশ সূত্রে খবর, বাসের সামনে চলে আসা মোটরবাইককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা ঘটে।
এসএসসি দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহার সিবিআই হেফাজত। ১৭ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের।
ঝাড়খণ্ডের বিধায়কদের গ্রেফতারি মামলায় হাইকোর্টে বিপাকে সিআইডি। নিম্ন আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে কীভাবে হচ্ছে শুনানি? প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
গরুপাচারকাণ্ডে সক্রিয় সিবিআই, কয়লাপাচারকাণ্ডে তৎপর ইডি। কয়লাকাণ্ডে রাজ্যের ৮জন আইপিএস অফিসারকে ইডির তলব। জ্ঞানবন্ত সিংহ, সুকেশ জৈন, রাজীব মিশ্র-সহ ৮ আইপিএসকে দিল্লিতে তলব। ১৫ অগাস্টের পরে ৮ আইপিএসকে দিল্লিতে ইডির তলব। শ্যাম সিংহ, তথাগত বসু, সেলভা মুরুগান-সহ ৮ আইপিএসকে নোটিস।
একসপ্তাহের ছুটিতে যাচ্ছেন চন্দ্রনাথ অধিকারী। তাঁর মানসিক অবস্থা ভালো নেই। পরিবার নিয়ে চিন্তায় আছেন, জানালেন বোলপুর মহকুমা হাসপাতালের চিকিত্সক। সরকারি চিকিত্সক চন্দ্রনাথ অধিকারীর দাবি করেন, হাসপাতালের সুপারের নির্দেশে তিনি অনুব্রতর বাড়িতে যান। বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে বিশ্রামের পরামর্শ লিখে দিতে বাধ্য করা হয়েছিল বলে বিস্ফোরক দাবি করেন ওই সরকারি চিকিত্সক।
গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পরেই বাঁকুড়ায় পথে নামলেন বিজেপি কর্মীরা। ৬০ নম্বর জাতীয় সড়কে পেয়ারাবাগান এলাকায় পথচলতি মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নকুলদানা ও গুড়-বাতাসা বিলি করা হয়। ঢাকও বাজান বিজেপি কর্মীরা।
কাজ করুন না হলে পদ থেকে সরিয়ে দেব বনগাঁ জেলা তৃনমূলের সাংগঠনিক সভা থেকে বললেন জেলা সভাপতি বিশ্বজিৎ দাস ।
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ দিনভর মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পশ্চিম মেদিনীপুর, ঝড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান, পশ্চিমাঞ্চলের এই ৫ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।
সিবিআইয়ের জেরার পর গ্রেফতার অনুব্রত মণ্ডল
রাত থেকে অবিরাম বৃষ্টি চলছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। রাত ১২টার পর থেকে শুরু হওয়ার পর থেকে এখনো একবারের জন্য থামেনি। প্রবল বৃষ্টি র ফলে জন জীবন বিপর্যস্ত। শহরের বহু রাস্তা জলের তলায়। তবে এত বৃষ্টিতেও মুখে চওড়া হাসি চাষিদের। কাযদি বৃষ্টি না হত তাহলে চাষ করাই মুশকিল ছিল। অবশেষে এই নিম্নচাপ আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে.
দশম হাজিরা এড়াতেই অনুব্রতর বোলপুরের বাড়িতে হানা সিবিআইয়ের। অনুব্রতর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ সিবিআইয়ের। গতকাল মাঝরাতে বোলপুরে পৌঁছয় সিবিআই টিম।
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই হানা। খবর পেয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বোলপুরের বাড়ির সামনে ভিড়। তবে কি আজই গ্রেফতার হতে চলেছেন দোর্দণ্ডপ্রতাপ শাসক-নেতা? সময় যত গড়াচ্ছে বাড়ছে জল্পনা।
গরুপাচার মামলায় তসিবিআইয়ের তত্পরতা। বোলপুরের নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই হানা। ১০-১২টি গাড়ির কনভয় নিয়ে পৌঁছন সিবিআই অফিসাররা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন সিবিআই অফিসাররা।
গরুপাচার মামলায় বীরভূমে তত্পরতা বাড়াচ্ছে সিবিআই। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, গতকাল বোলপুর মহকুমা হাসপাতালের চিকিত্সক চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। আজ ওই চিকিত্সকের বয়ান রেকর্ড করা হতে পারে। সিবিআই সূত্রে খবর, অনুব্রত প্রভাব খাটিয়ে চিকিত্সককে দিয়ে প্রেসক্রিপশন লেখানোর চেষ্টা করেছিলেন কিনা, তা জানতে চাওয়া হবে। কার নির্দেশে ওই সরকারি চিকিত্সক বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে গিয়েছিলেন, তাও জানতে চাইবে সিবিআই। খবর সূত্রের।
স্নানযাত্রী বোঝাই বাস দুর্ঘটনার কবলে। মোটবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গেল বাস।কাটোয়া-বর্ধমান রাজ্য সড়কের গাঙ্গুলিডাঙ্গার কাছে সকাল ছটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ৩৫ যাত্রী জখম হয়।স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কাটোয়া থানার পুলিশ জখম যাত্রীদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভরতি করে। ১৩ জন মহিলা সহ ২১ জখম যাত্রীকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাসটির চালক পলাতক।
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ দিনভর মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
হেয়ার স্ট্রিট থানা এলাকায় শেয়ার ব্যবসায়ীর রহস্যমৃত্যুর ঘটনায় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পরিবার সূত্রে খবর, প্রদীপ সাউ ও তাঁর স্ত্রী একাধিক কোম্পানির ডিরেক্টর ছিলেন। স্ত্রীর অভিযোগ, এই সব সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হত। ২০২১ থেকে আয়কর দফতর থেকে চিঠি আসা শুরু হয়। এই নিয়ে ব্যবসার অংশীদারদের সঙ্গে গন্ডগোল চলছিল বলে মৃত শেয়ার ব্যবসায়ীর পরিবারের দাবি। মৃত্যুর সঙ্গে এর কোনও যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
হেয়ার স্ট্রিট থানা এলাকায় শেয়ার ব্যবসায়ীর রহস্যমৃত্যু। পানশালা থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। খুনের অভিযোগ পরিবারের। মৃতের নাম প্রদীপ সাউ। পরিবারের দাবি, কুমোরটুলির বাসিন্দা বছর ৫৬-র প্রদীপ গতকাল সন্ধেয় দুই বন্ধুকে নিয়ে হেয়ার স্ট্রিট থানা এলাকার ওই পানশালায় গিয়েছিলেন। রাতে তাঁর মৃত্যুর মেলে। পরিবারের দাবি, দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।
CBI আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার SSC-র দুই প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহা।
ঘটনাটি ঘটেছে হাওড়া থানার এমসি ঘোষ লেনে। খুনের অভিযোগে গ্রেফতার পরিবারের এক বধূ, তাঁর স্বামী পলাতক। উদ্ধার হয়েছে রক্তমাখা ধারাল অস্ত্র। স্থানীয় সূত্রে খবর, দেবরাজ ঘোষের সঙ্গে তাঁর ছোট ভাই দেবাশিসের সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল। গতকাল তা চরমে ওঠে। অভিযোগ, তার জেরে দেবরাজ ও তাঁর স্ত্রী পল্লবী ধারাল অস্ত্র দিয়ে মা মাধবী, ছোট ভাই দেবাশিস, তাঁর স্ত্রী রেখা ও দেবাশিস-রেখার ১৩ বছরের মেয়ে তিয়াসাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের।
পারিবারিক বিবাদের জেরে একই পরিবারের চারজন খুন! বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়া থানার এমসি ঘোষ লেনে। খুনের অভিযোগে আটক করা হয়েছে পরিবারের এক বধূকে, পলাতক তাঁর স্বামী। উদ্ধার করা হয়েছে রক্তমাখা কাটারি। স্থানীয় সূত্রে খবর, রাতে ওই পরিবারের বাড়ির দরজা দিয়ে রক্ত গড়িয়ে বাইরে আসতে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে চারটি দেহ উদ্ধার করে। মৃতেরা হলেন, গৃহকর্ত্রী মাধুরী ঘোষ, তাঁর ছেলে দেবাশিস ঘোষ, পুত্রবধূ রেখা ঘোষ, এবং দেবাশিস-রেখার মেয়ে তিয়াসা ঘোষ। স্থানীয় সূত্রে খবর, দেবরাজের সঙ্গে ছোট ভাই দেবাশিসের সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল। আজ তা চরমে ওঠে। তদন্তকারীরা জানিয়েছেন, দেবরাজ ও তাঁর স্ত্রী পল্লবী ধারাল কাটারি দিয়ে কুপিয়ে খুন করেন চারজনকে। বাঁচাতে গিয়ে আহত হন এক আত্মীয়।
মিছিল থেকে তৃণমূল বিরোধী স্লোগানের জেরে আদিবাসী যুবককে মারধরের অভিযোগ। অভিযুক্ত অশোকনগর-কল্যাণগড়ের তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীরা। প্রতিবাদে তৃণমূল পার্টি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের! দুঃখপ্রকাশ করেছেন পুরসভার ভাইস চেয়ারম্যান। প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্তের।
বিরোধীদের কাজ আগে করুন। এই উদাহরণ প্রতিষ্ঠা করতে হবে। ডায়মন্ড হারবারে, জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে, দলীয় কর্মীদের এমনই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরো দলটাই দুর্নীতিগ্রস্ত। সবকিছুর ভাগ ওঁর কাছেও যায়, পাল্টা কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।
মোহনবাগানের তুলনা মোহনবাগান নিজেই। সবুজ-মেরুনের নবনির্মিত তাঁবুর উদ্বোধন করে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী বলেন, মোহন বাগানের কথা বললেই মনে পড়ে মায়ের কথা। সবুজ-মেরুনের খেলা থাকলেই কালীঘাটে পুজো দিয়ে রেডিও নিয়ে বসে পড়তেন তিনি।
প্রেক্ষাপট
কলকাতা: হাওড়ার (Howrah) পাঁচলায় (Panchla) ঝাড়খণ্ডের (Jharkhand) কংগ্রেস বিধায়কদের (Congress MLA) গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় ধৃত বিধায়ক ইরফান আনসারির (Irfan Ansari) জামতাড়ার বাড়িতে তল্লাশি চালাল সিআইডি। সূত্রের খবর, উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি। সিআইডি সূত্রে দাবি, এই স্করপিও গাড়িতেও ৭৫ লক্ষ টাকা নিয়ে গত ২১ জুলাই কলকাতা থেকে ঝাড়খণ্ডে গিয়েছিলেন ইরফান। এ সংক্রান্ত সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে। যাতে দেখা যাচ্ছে, ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের অফিস থেকে স্করপিও গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছেন জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি। অন্যদিকে, ৩ কংগ্রেস বিধায়ক সহ ধৃত ৫জনকেই ৪ দিনের CID হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া জেলা আদালত।
মিছিল থেকে তৃণমূল বিরোধী স্লোগানের জেরে আদিবাসী যুবককে মারধরের অভিযোগ। অভিযুক্ত অশোকনগর-কল্যাণগড়ের তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীরা। প্রতিবাদে তৃণমূল পার্টি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের! দুঃখপ্রকাশ করেছেন পুরসভার ভাইস চেয়ারম্যান। প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্তের।
বিরোধীদের কাজ আগে করুন। এই উদাহরণ প্রতিষ্ঠা করতে হবে। ডায়মন্ড হারবারে, জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে, দলীয় কর্মীদের এমনই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরো দলটাই দুর্নীতিগ্রস্ত। সবকিছুর ভাগ ওঁর কাছেও যায়, পাল্টা কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।
হাওড়ার পাঁচলায় গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় ধৃত ঝাড়খণ্ডের বিধায়ক ইরফান আনসারির জামতাড়ার বাড়িতে তল্লাশি চালাল সিআইডি। সূত্রের খবর, বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে একটি স্করপিও গাড়ি। সিআইডি সূত্রে দাবি, এই স্করপিও গাড়িতেও ৭৫ লক্ষ টাকা নিয়ে গত ২১ জুলাই কলকাতা থেকে ঝাড়খণ্ডে গেছিলেন ইরফান আনসারি। এ সংক্রান্ত সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে। যাতে দেখা যাচ্ছে, ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের অফিস থেকে স্করপিও গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছেন জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি।
মোহনবাগানের তুলনা মোহনবাগান নিজেই। সবুজ-মেরুনের নবনির্মিত তাঁবুর উদ্বোধন করে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী বলেন, মোহন বাগানের কথা বললেই মনে পড়ে মায়ের কথা। সবুজ-মেরুনের খেলা থাকলেই কালীঘাটে পুজো দিয়ে রেডিও নিয়ে বসে পড়তেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -