West Bengal News Live: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে, সুন্দরবনে মৃত্যু মৎস্যজীবীর

Get the latest West Bengal News and Live Updates: বহিরাগত থাকার অভিযোগে আসানসোলে ম্যারেজ হল ঘিরে বিক্ষোভ বিজেপির, পুলিশের সঙ্গে বচসা। জেনে নিন আজকের সমস্ত গুরুত্বপূর্ণ খবর।

abp ananda Last Updated: 13 Feb 2022 12:39 AM
West Bengal News Live: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে, সুন্দরবনে মৃত্যু মৎস্যজীবীর

মইপীঠে বাঘের হানায় (Tiger Attack)  প্রাণ গেল এক মৎস্যজীবীর (Fisherman Dead)। জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েই তিনি বাঘের মুখে পড়েন বলে জানা গিয়েছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু বাঁচানো যায়নি। মইপীঠ কোস্টাল থানার নগেনাবাদ গ্রামের বাসিন্দা পঞ্চু মুন্ডা। বয়স ৫০ বছর। স্ত্রী এবং দুই সহযোগীকে নিয়ে শনিবার সকালে সুন্দরবনের (Sundarbans News) জঙ্গলে কাঁকড়া ধরতে বেরোন তিনি। সেই সময় আচমকাই একটি বাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বলে দাবি পঞ্চুর পরিবারের।

WB News Live Updates: নারকেলডাঙার বস্তিতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১টি ইঞ্জিন

নারকেলডাঙার বস্তিতে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন।

West Bengal News Live: পুরভোটে অশান্তি ছড়াল হুগলির চন্দননগরেও, বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ

পুরভোটে অশান্তি ছড়াল হুগলির চন্দননগরেও। কোথাও বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ, তো কোথাও বিজেপি নেতাকে ঘিরে ধরে বিক্ষোভ তৃণমূলের। শাসক দলের দাবি, অশান্তি পাকিয়েছে বিরোধীরাই

WB News Live Updates: ভাঙা হল নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি অফিসের তালা

অবশেষে ভাঙা হল নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি অফিসের তালা।

West Bengal News Live: বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্য়জীবীর

বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্য়জীবীর।  স্থানীয় সূত্রে খবর আজ সকালে মৈপীঠ কোস্টাল থানার  নগেনাবাদ গ্রামের বাসিন্দা পঞ্চু মুন্ডা ও তাঁর স্ত্রী ও দুই সঙ্গীকে নিয়ে আজ সকালে সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে যান। বিকালে হঠাৎ বাঘ এসে তাঁর ঘাড়ে আক্রমণ করে ও জঙ্গলে টেনে নিয়ে যায়। সঙ্গী মৎস্যজীবীরা চিৎকার করলে বাঘ পঞ্চু মুন্ডাকে ছেড়ে দেয়, তাঁকে উদ্ধার করে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

WB News Live Updates: শিলিগুড়ি পুরসভার ভোটে ধরা পড়ল সৌহার্দ্যে ছবিও

এক বেঞ্চে বসে বাদামভাজা খাচ্ছেন বিজেপি, সিপিএম ও তৃণমূলের প্রার্থী। নির্দল প্রার্থী কুশল বিনিময় করছেন বিজেপি প্রার্থীর সঙ্গে। সিপিএমের বর্ষীয়ান প্রার্থীকে নমস্কার করছেন তৃণমূল প্রার্থী। ভোটের ঝামেলার মধ্যেও সৌজন্যের ছবি ধরা পড়ল শিলিগুড়ির ৬ ও ২৪ নম্বর ওয়ার্ডে।

West Bengal News Live: একাধিক আত্মীয়র বিজেপি ত্যাগ, 'চিনতে ভুল করেছিলাম', প্রতিক্রিয়া অর্জুনের

৪ পুরসভা ভোটের মধ্যেই বিজেপিতে বড় ধাক্কা। অর্জুন সিংহর একাধিক আত্মীয়র বিজেপি ত্যাগ। পুরভোটের মনোনয়ন প্রত্যাহার করে দলত্যাগের ঘোষণা। বিজেপি ত্যাগ করলেন অর্জুন সিংহর ভাইপো সৌরভ সিংহ। ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী ছিলেন সৌরভ।বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার সৌরভের। বিজেপি ত্যাগের ঘোষণা অর্জুনের অপর আত্মীয় সুনীল সিংহ ও তাঁর ছেলের।বিজেপি ছেড়েই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ।  চিনতে ভুল করেছিলাম, দলে আনা ভুল ছিল, প্রতিক্রিয়া অর্জুন সিংহর

WB News Live Updates: বিধাননগরে পুরভোটে শেষলগ্নে মাথা ফাটল ৪১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর স্বামীর

বিধাননগরে পুরভোটে দিনভর সন্ত্রাসের অভিযোগ। ভোটের শেষলগ্নে মাথা ফাটল ৪১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর স্বামীর।হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

West Bengal News Live: বিধাননগরে পুনর্নির্বাচনের দাবি, ধর্নায় বিজেপি,রাস্তা অবরোধ সিপিএমের

পুরভোটে সন্ত্রাসের অভিযোগ, বিধাননগরে পুনর্নির্বাচনের দাবি বিজেপির। মহকুমাশাসকের অফিসে সামনে ধর্নায় বিজেপি।করুণাময়ীতে রাস্তা অবরোধ সিপিএমের

WB News Live Updates: এক ব্যক্তি, এক পদ বিতর্কের মধ্যে অভিষেককে নিয়ে ২০জনের জাতীয় কর্মসমিতি গঠন তৃণমূলের

তৃণমূলের শীর্ষস্তরে আপাতত সব পদের বিলোপ। এক ব্যক্তি, এক পদ বিতর্কের মধ্যেই অভিষেককে নিয়ে ২০জনের জাতীয় কর্মসমিতি গঠন। 

West Bengal News Live: তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম ঘোষণা, শীর্ষস্তরে সমস্ত পদের আপাতত অবলুপ্তি

তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম ঘোষণা।  ২০ জনের জাতীয় কর্মসমিতি ঘোষণা তৃণমূলের। তৃণমূলের শীর্ষস্তরে সমস্ত পদের আপাতত অবলুপ্তি।মমতা পাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের জাতীয় কর্মসমিতি ঘোষণা

WB News Live Updates: তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাতীয় কর্মসমিতিতে রয়েছেন অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়।  জাতীয় কর্মসমিতিতে মলয় ঘটক, অনুব্রত মণ্ডল, গৌতম দেব।  জাতীয় কর্মসমিতিতে নাম রয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য, বুলুচিক বরাইকের।  জাতীয় কর্মসমিতিতে আছেন জ্যোতিপ্রিয় মল্লিক, কাকলি ঘোষ দস্তিদার। জাতীয় কর্মসমিতিতে নাম রয়েছে রাজীব ত্রিপাঠীর। জানালেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, কর্মসমিতির পদাধিকারীদের নাম পরে ঘোষণা করবেন তৃণমূল নেত্রী

West Bengal News Live: মুর্শিদাবাদের সুতির বহুতালি স্কুলে পোশাক-বিতর্কে সকাল থেকে বিক্ষোভ

মুর্শিদাবাদের সুতির বহুতালি স্কুলে পোশাক-বিতর্কে সকাল থেকে বিক্ষোভ। শিক্ষকদের ঘেরাও করে রাখল পড়ুয়া ও গ্রামবাসীদের একাংশ।শিক্ষকদের উদ্ধার করার সময় পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি।বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ

WB News Live Updates: আমরা দলের ভাল চাই, কালীঘাটে বৈঠকের আগে মন্তব্য সুদীপের

আমরা দলের ভাল চাই, কালীঘাটে বৈঠকের আগে মন্তব্য সুদীপের। পুরভোটের জন্য ভবানীপুরে সুব্রত বক্সীর পার্টি অফিসে ‘ওয়ার রুম’।‘ওয়ার রুম’ থেকে বেরোনোর সময় মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

West Bengal News Live: কালীঘাটে তৃণমূলের বৈঠক শুরু, আই-প্যাকের সঙ্গে সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত হতে পারে

দলের শীর্ষ নেতাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তৃণমূলের বৈঠক শুরু। দলের অন্দরের টানাপোড়েনের মধ্যে আই-প্যাকের সঙ্গে সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে সূত্রের খবর। 

WB News Live Updates: কিছুক্ষণ পরই শুরু হবে কালীঘাটে তৃণমূলের গুরুত্বপূর্ণ বৈঠক

এক ব্যক্তি, এক পদ নিয়ে দলের অন্দরে চলতি বিতর্কের মধ্যে আজ সীমিত সংখ্যক নেতাদের এই বৈঠকে ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক ছাড়াও পৌঁছেছেন ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়। 

West Bengal News Live: মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যোগ দিতে কালীঘাটে পৌঁছলেন অভিষেক

দলের নেতাদের জরুরি বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দিতে কালীঘাটে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

WB News Live Updates: ফের বিধাননগরে ভুয়ো ভোটারের অভিযোগ

ফের বিধাননগরে ভুয়ো ভোটারের অভিযোগ। বিসি ব্লকে ভুয়ো ভোটের অভিযোগ তোলায় বিজেপি প্রার্থীকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের পোলিং এজেন্টের বিরুদ্ধে। হোম গার্ডের লাঠি কেড়ে নিয়ে পাল্টা শাসানি বিজেপির মহিলা প্রার্থীর। পরে তৃণমূল প্রার্থী এসে বের করে নিয়ে যান বিজেপি প্রার্থীকে।

West Bengal News Live: চন্দননগরে মহকুমা শাসকের দফতরের সামনে অবস্থানে বিজেপি

ভোট লুঠ, বিজেপি প্রার্থীদের উপর হামলার অভিযোগ। চন্দননগরে মহকুমা শাসকের দফতরের সামনে অবস্থানে বিজেপি

WB News Live Updates: বিধাননগরে  পুরনির্বাচনের খবর করতে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ

বিধাননগরে  পুরনির্বাচনের খবর করতে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ। বিধাননগরের ৩২ নম্বর ওয়ার্ডের ১৮৭ এবং ১৮৮ নম্বর বুথে সকাল থেকেই বহিরাগতদের আনাগোনা এবং ছাপ্পা ভোটের খবর আসে। দুপুর ২টা নাগাদ এবিপি আনন্দের প্রতিনিধি সেখানে গিয়ে হাতেনাতে একজন ভুযো ভোটারকের ধরেও ফেলেন। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরে আবার কয়েকজন বহিরাগতকে চিহ্নিত করার পরই প্রায় ২০-২৫জন মিলে ঘিরে ধরে এবিপি আনন্দের ক্যামেরা এবং মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা হয়। ধস্তা-ধস্তির সময় হাত মুচড়ে, মুখি ঘুঁষিও মারা হয়।

West Bengal News Live: আসানসোলে বিজেপি প্রার্থী আদর্শ শর্মার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

আসানসোল পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড। বুথ দখলে বাধা দেওয়ায় বিজেপি প্রার্থী আদর্শ শর্মার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এই ঘটনায় গ্রেফতার ৭। 

WB News Live Updates: আসানসোলে ফের গুলি চলার অভিযোগ

আসানসোলে ফের গুলি চলার অভিযোগ। আসানসোলের  ধাদকায় বুথের বাইরে গুলি চলার অভিযোগ বিজেপির।

West Bengal News Live: আসানসোলের ৩৪ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী সঞ্জয় প্রামাণিককে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

রানিগঞ্জের বাঁকড়ায় আসানসোলের ৩৪ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী সঞ্জয় প্রামাণিককে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এ নিয়ে পুলিশের সঙ্গে বচসা বাম প্রার্থীর। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News Live Updates:বিধাননগরের ৩৩ নম্বর ওয়ার্ডে FD ব্লকের এটিআই-এর বুথে ভুয়ো ভোটার ধরলেন বিজেপি প্রার্থী

বিধাননগরের ৩৩ নম্বর ওয়ার্ডে FD ব্লকের এটিআই-এর বুথে ভুয়ো ভোটার ধরলেন বিজেপি প্রার্থী মলি পাল। লাইন থেকে বের করে দেওয়ার সময় ভুয়ো ভোটারের দাবি, মর্নিং ওয়াক করতে এসেছি।

West Bengal News Live: বিধাননগরের ১৩ নম্বর ওয়ার্ডে হাতিয়াড়ায় বুথের সামনে বেআইনি জমায়েত

বিধাননগরের ১৩ নম্বর ওয়ার্ডে হাতিয়াড়ায় বুথের সামনে বেআইনি জমায়েত। তৃণমূলের বিরুদ্ধে ভোট নিয়ন্ত্রণের অভিযোগ বিরোধীদের। ক্যামেরা দেখে দৌড় দিলেন অনেকেই। কেউ দাবি করলেন, তাঁরা ভোটার।

WB News Live Updates: আসানসোলে বুথ দখলের চেষ্টা, গ্রামবাসীরা বাধা দেওয়ায় গুলি চালানোর অভিযোগ

আসানসোলের ১২ নম্বর ওয়ার্ডের জামুড়িয়ার শ্রীপুর বয়েজ হাইস্কুলের বুথ দখলের চেষ্টা, গ্রামবাসীরা বাধা দেওয়ায় গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম প্রার্থীকে ভয় দেখাতেই গুলি, ফেসবুক লাইভে অভিযোগ সিপিএম প্রার্থী দয়াময় বাউড়ির মেয়ের। পাল্টা সিপিএম প্রার্থীর বিরুদ্ধেই গন্ডগোল পাকানোর অভিযোগ তৃণমূলের।

West Bengal News Live: পরিষদীয় মন্ত্রীর সুপারিশের  ভিত্তিতে রাজ্যপালে সিদ্ধান্ত, সংঘাতের কিছু নেই, বললেন কুণাল

কুণাল ঘোষ বলেছেন, বিষয়টি নিয়ে সংঘাতের কিছু নেই।   পরিষদীয় মন্ত্রীর সুপারিশের  ভিত্তিতে রাজ্যপাল এই সিদ্ধান্ত নিয়েছেন।

WB News Live Updates: রাজ্যপালের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, বললেন সৌগত রায়

রাজ্যপালের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, বললেন সৌগত রায়। রাজ্যপাল সাংবিধানিক অচলাবস্থা তৈরি করচে চাইছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

West Bengal News Live: রাজ্য বিধানসভার অধিবেশন ‘স্থগিত’ করলেন রাজ্যপাল

রাজ্য বিধানসভার অধিবেশন ‘স্থগিত’ করলেন রাজ্যপাল।  ‘আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর’, ট্যুইটে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ‘সংবিধানের ১৭৪ নম্বর ধারা অনুযায়ী দেওয়া ক্ষমতা বলে এই সিদ্ধান্ত’ ,ট্যুইটে জানালেন রাজ্যপাল

WB News Live Updates: বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডে সচিত্র পরিচয় পত্র ছাড়া এজেন্ট বসানোর অভিযোগ, বিজেপি ও তৃণমূলের বচসা

বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডের AE ব্লকে সচিত্র পরিচয় পত্র ছাড়া এজেন্ট বসানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এ নিয়ে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বচসা। পুলিশের হস্তক্ষেপ সত্ত্বেও বুথে বসতে পারলেন না বিজেপি প্রার্থীর এজেন্ট।

West Bengal News Live: বিধাননগরের কৈখালিতে তৃণমূল ও সিপিএম সমর্থকদের মারামারি

বিধাননগরের কৈখালিতে তৃণমূল ও সিপিএম সমর্থকদের মারামারি। বহিরাগতদের এনে ভোট, অভিযোগ সিপিএম প্রার্থীর। দত্তাবাদে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।

WB News Live Updates: আসানসোলের বার্নপুরে ৭৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লিতে সিপিএমের ক্যাম্প অফিস ভাঙচুর

আসানসোলের বার্নপুরে ৭৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লিতে সিপিএমের ক্যাম্প অফিস ভাঙচুর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা সিপিএমের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে কটূক্তি করার অভিযোগ তৃণমূল প্রার্থী সীমা মণ্ডলের।

West Bengal News Live: চন্দ্রিমা ভট্টাচার্যের ট্যুইটার হ্যান্ডেলের কভারে এক ব্যক্তি এক পদের সমর্থনে পোস্টার

চন্দ্রিমা ভট্টাচার্যের ট্যুইটার হ্যান্ডেলের কভারে এক ব্যক্তি এক পদের সমর্থনে পোস্টার। না জানিয়ে পোস্টার দিয়েছে আইপ্যাক, অভিযোগ মন্ত্রীর। মিথ্যা বলছেন, ট্যুইট ভোট কুশলী সংস্থার।

WB News Live Updates: মাঘের শেষ বেলায় শীতের কামব্যাক

হঠাতই শহর থেকে শীত প্রায় উধাও হতে বসেছিল। কিন্তু মাঘের শেষ বেলায়  কামব্যাক হল শীতের! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, এটাই এবারের শীতের শেষ পর্যায়। ভোটের উত্তাপ আজ চার পুরসভায়। কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় নামল অনেকটাই।  ১৭ ডিগ্রি থেকে তাপমাত্রা নামল অনেকটাই।  আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি শহরে। এক ধাক্কায় তিন ডিগ্রি তাপমাত্রা নামায় সপ্তাহশেষের শুরুটা হয় কনকনিয়ে।

West Bengal News Live: লতার মৃত্যুর পর হিন্দু ধর্ম মেনেই পারলৌকিক কাজ, শ্রাদ্ধানুষ্ঠান হাওড়ার বাসিন্দার

বসন্তের আগেই থেমেছে কোকিল কণ্ঠ। ২৮ দিনের লড়াই শেষে নশ্বর থেকে অবিনশ্বরে গিয়েছেন লতা মঙ্গেশকর। সেই শোক গ্রাস করেছিল হাওড়ার জগৎবল্লভপুরের প্রত্যন্ত এলাকার বাসিন্দা অমর বিলুইকেও। সুর সম্রাজ্ঞীর প্রয়াণে তিনি যেন মাতৃহারা। মায়ের মৃত্যুর পর লতাকে মায়ের আসনেই বসিয়েছিলেন অমরবাবু। কোকিলকন্ঠীর মৃত্যুর পর তাই হিন্দু ধর্ম মেনেই পারলৌকিক কাজ, শ্রাদ্ধানুষ্ঠান শেষ করলেন হাওড়ার বাসিন্দা। 

WB News Live Updates: বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপির হোর্ডিং সরাল নির্বাচন কমিশন

চন্দননগরের কৃষ্ণভামিনী নারী শিক্ষামন্দির স্কুলে বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপির হোর্ডিং সরাল নির্বাচন কমিশন।

West Bengal News Live: পুরনির্বাচন ঘিরে ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী কাকলি চৌধুরীর ওপর হামলা

মালদা,  ১১ ফেব্রুয়ারি। পুরনির্বাচন ঘিরে ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী কাকলি চৌধুরীর ওপর হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল। সংশ্লিষ্ট ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার পরিতোষ চৌধুরীর স্ত্রী কাকলি চৌধুরী এবার নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। আর শুক্রবার সকালে নির্বাচনী প্রচারের সময় তাকে ঘিরে কয়েকজন হামলা চালায় বলে অভিযোগ। 

প্রেক্ষাপট

কলকাতা: আজ বিধাননগর (Bidhanngar), আসানসোল (Asansol), শিলিগুড়ি (Siliguri), চন্দননগর (Chandannagar) পুরসভায় ভোট। বিধাননগরের দায়িত্বে আইজি সিআইডি, বাকি ৩টিতে তিন আইপিএস। বিধাননগরে নাকা তল্লাশিতে উদ্ধার অস্ত্র।


বহিরাগত থাকার অভিযোগে আসানসোলে ম্যারেজ হল ঘিরে বিক্ষোভ বিজেপির, পুলিশের সঙ্গে বচসা। ১১ জনকে উদ্ধার করে নিয়ে গেল পুলিশ। সীমানা সিল করতে কড়া বার্তা কমিশনের।


সাঁইথিয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিউড়ি পুরসভা দখল তৃণমূলের। জোর করে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার, আক্রমণ বিরোধীদের। কাপুরুষের মতো মনোনয়নপত্র তোলা হচ্ছে, পাল্টা অনুব্রত।


বিনা লড়াইয়ে দিনহাটা দখল তৃণমূলের। গণতন্ত্রে কাম্য নয়, কটাক্ষ রবীন্দ্রনাথ ঘোষের। পরশ্রীকাতর, দিনহাটাকে হিংসা। আক্রমণ উদয়নের। নিজের চরকায় তেল দিন, পাল্টা রবীন্দ্রনাথ। 


তৃণমূলে এক ব্যক্তি এক পদ চালুর দাবিতে অভিষেকের ভাই-বোন- ঘনিষ্ঠদের সোশাল মিডিয়ায় পরপর পোস্ট। অনুমোদন করে না তৃণমূল, বার্তা ফিরহাদের।


এক ব্যক্তি এক পদ নিয়ে বলেছেন তৃণমূলনেত্রীই। প্রতিক্রিয়া সুদীপ রাহার। মুখ্যমন্ত্রী যদি বলেন এক ব্যক্তি সব পদ, মেনে নেব। প্রতিক্রিয়া মদনের। সঠিক বলেছেন ফিরহাদ, পাল্টা কল্যাণ।


চন্দ্রিমা ভট্টাচার্যের ট্যুইটার হ্যান্ডেলের কভারে এক ব্যক্তি এক পদের সমর্থনে পোস্টার। না জানিয়ে পোস্টার দিয়েছে আইপ্যাক, অভিযোগ মন্ত্রীর। মিথ্যা বলছেন, ট্যুইট ভোট কুশলী সংস্থার।


আজ কালীঘাটে বিকেলে বৈঠক ডাকলেন মমতা। থাকবেন অভিষেক, ফিরহাদ, পার্থ, সুব্রত বক্সী, সুদীপ, অরূপ বিশ্বাসরা। শেষ কথা বলবে দিদিই, সোশাল মিডিয়ায় তৃণমূলের হয়ে প্রচার ভাইরাল।


পুরভোটের আগে পরপর বেঁফাস মন্তব্য, আক্রমণ তৃণমূলের শীর্ষ নেতাদের। শোকজ করা হতে পারে মদন মিত্রকে। তৃণমূল সূত্রে খবর। 


বিজেপিতেই আছেন মুকুল রায়। খারিজ হচ্ছে না বিধায়ক পদ। গেরুয়া শিবিরের আবেদন খারিজ করে জানালেন বিধানসভার অধ্যক্ষ। সংসদীয় গণতন্ত্রে কালোদিন, আক্রমণ বিজেপির।


সারদা-নারদ মামলায় মুকুলকে গ্রেফতার করা উচিত সিবিআই-ইডির। ব্যক্তিগত সুরক্ষায় বিভিন্ন দলকে ব্যবহার, ট্যুইট কুণাল ঘোষের। প্রতিক্রিয়া মেলেনি কৃষ্ণনগর উত্তরের বিধায়কের।


রাজ্য-রাজ্যপাল সংঘাত। জগদীপ ধনকড়কে সরাতে রাজ্যসভায় প্রস্তাব আনার নোটিস তৃণমূল কংগ্রেসের। প্রস্তাব পাস, আলোচনা হলেও, লাভ হবে না, কটাক্ষ দিলীপের।


ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ দর্শকশূন্য ইডেনেই, জানিয়ে দিল বিসিসিআই। সিএবির আর্জি খারিজ। আনুষ্ঠানিকভাবে মেল করে জানাল বোর্ড। 


আজ চার পুরসভার ভোট। ভোটের সমস্ত খবর সবার আগে আপনার সামনে। ‘এক ব্যক্তি এক পদ’ নিয়ে তৃণমূলে তুলকালাম। ‘পুরযুদ্ধ, চার প্রান্তের চতুরঙ্গ’, সকাল ৯।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.