West Bengal News Live: অমরনাথ যাত্রায় প্রাকৃতিক বিপর্যয়ে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

abp ananda Last Updated: 09 Jul 2022 11:51 PM
West Bengal News: ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে আমন্ত্রিত নন মমতা: সূত্র

সোমবার চালু হচ্ছে শিয়ালদা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের পরিষেবা। সূত্রের খবর, উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। স্থানীয় তৃণমূল সাংসদ ও বিধায়ককে আমন্ত্রণ করা হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি।

West Bengal News Live: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। ১৫ দিন সময় দিলাম, নিজেকে শুধরে নিন, কড়া বার্তা অজিত মাইতির

West Bengal News: ক্যানিংকাণ্ডে ধৃতের আগামী শনিবার পর্যন্ত পুলিশি হেফাজত

ক্যানিং-কাণ্ডে প্রথম গ্রেফতারি। আফতাবউদ্দিনকে আগামী শনিবার পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত।

West Bengal News Live: ক্য়ানিংকাণ্ডের ছক ৩ দিন আগে

৩ দিন আগে খুনের পরিকল্পনা। ৩ তৃণমূল নেতাকে বাইক নিয়ে অনুসরণ করে আততায়ীদের তথ্য দিয়েছিল ক্যানিংকাণ্ডে প্রথম গ্রেফতার হওয়া আফতাবউদ্দিন, দাবি পুলিশ সূত্রে। 

West Bengal News: বোমা উদ্ধার ভাটপাড়ায়

ভাটপাড়ায় ফের বিপুল পরিমাণ বোমা উদ্ধার। নির্মীয়মাণ বাড়ির পিছন থেকে উদ্ধার ৫০টি তাজা বোমা। কে বা কারা মজুত রেখেছিল বোমা, তদন্তে পুলিশ

West Bengal News Live:ট্যাক্সি বে-তে গর্ত, আটকে গেল বিমানের চাকা

ট্যাক্সি বে-তে গর্ত, আটকে গেল বিমানের চাকা! কলকাতা বিমানবন্দরের ঘটনা। দীর্ঘক্ষণ আটকে থাকার পরে টেনে বের করল ২টি ট্র্যাক্টর।

West Bengal News: কলেজের আলমারিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার

গোপালনগরের কলেজের আলমারিতে বুলেট-সহ আগ্নেয়াস্ত্র! নহাটা যোগেন্দ্রনারায়ণ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের আলমারিতে অস্ত্র!

West Bengal News Live: দৈনিক করোনা সংক্রমণ ফের ৩ হাজার ছুঁইছুঁই

রাজ্যে ফের দৈনিক করোনা সংক্রমণ ৩ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২ হাজার ৯৬৮জন করোনা আক্রান্ত। 

West Bengal News: শিনজো আবে খুন নিয়ে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের

‘জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে খুনে অগ্নিপথের ছায়া।’ চাঞ্চল্যকর দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।

West Bengal News Live: জেলায় জেলায় আবগারি দফতরের অভিযান

বর্ধমানের ঘটনার পর জেলায় জেলায় আবগারি দফতরের অভিযান। বাঁকুড়া থেকে পশ্চিম মেদিনীপুর, নানা জায়গায় অভিযান আবগারি আধিকারিকদের। 

West Bengal News: মদ খেয়ে অসুস্থতা নাকি বিষক্রিয়ায় মৃত্য়ু?

মদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু? নাকি বিষক্রিয়ায় মৃত্যু? তদন্তে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা

West Bengal News Live: ২ দিনে ৬ জনের রহস্যমৃত্যু বর্ধমানে

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু ২ জনের। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠাল পুলিশ। ২ দিনে বর্ধমানে ৬ জনের রহস্যমৃত্যু।

West Bengal News:বর্ধমানে আরও ২ জনের মৃত্যু ঘিরে রহস্য

বর্ধমানে আরও ২ জনের মৃত্যু ঘিরে রহস্য। মদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু, দাবি পরিবারের

West Bengal News Live: রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বাঙ্গুর হাসপাতালে

প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে এম আর বাঙ্গুর হাসপাতালে উত্তেজনা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ। তদন্ত করে ব্যবস্থার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের।

West Bengal News: শিয়ালদা মেট্রোর উদ্বোধন ১১ জুলাই

১১ জুলাই, সোমবার শিয়ালদা মেট্রোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি, খবর সূত্রের। ১৪ জুলাই, বৃহস্পতিবার থেকে শুরু হবে যাত্রী পরিষেবা। 

West Bengal News: অমরনাথ যাত্রায় প্রাকৃতিক বিপর্যয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী

অমরনাথ যাত্রায় প্রাকৃতিক বিপর্যয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট, অমরনাথ বিপর্যয়ে শোকাহত ও হতবাক। মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহত ও যাঁরা আটকে পড়েছেন, তাঁদের জন্য সহমর্মিতা জানাই। নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। নম্বর 033- 22143526। আমাদের দিল্লি অফিস সক্রিয় রয়েছে। বাংলার পুণ্যার্থীদের উদ্ধারের জন্য জম্মু ও কাশ্মীর সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আটকে পড়া পুণ্যার্থীদের পরিবারকে সবরকম সহযোগিতা করা হবে। ট্যুইটে লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

West Bengal News Live: ১১ জুলাই শিয়ালদা মেট্রোর উদ্বোধন

অবশেষে শিয়ালদা মেট্রোর উদ্বোধন। ১১ জুলাই, সোমবার উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। 

West Bengal News: ফের পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদ

ফের পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদ। গতকাল কালীঘাট এলাকা থেকে এক মহিলা-সহ শেখ বিনোদকে গ্রেফতার করে গলফ গ্রিন থানার পুলিশ। অভিযোগ, ভুয়ো কল সেন্টার খুলে মহিলা কর্মীকে সিগারেটে মাদক ভরে খাইয়ে বেহুঁশ করে ধর্ষণ করে শেখ বিনোদ। ধৃতের বিরুদ্ধে খুন, ডাকাতি, ব্যাঙ্ক জালিয়াতি, সাইবার অপরাধ-সহ অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। 

West Bengal News Live: রাজ্যে ফের ব্রেন ডেথের পর অঙ্গদানের সিদ্ধান্ত

রাজ্যে ফের ব্রেন ডেথের পর অঙ্গদানের সিদ্ধান্ত। হাওড়ার নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে উলুবেড়িয়ার বাসিন্দা ৩১ বছরের সৌরভ মাইতির ব্রেন ডেথ ঘোষণা করা হয়। হাসপাতাল সূত্রে খবর, নিউরো স্ট্রোকে আক্রান্ত সৌরভকে বুধবার ভর্তি করা হয়। আজ সকালে ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিত্সকরা। এসএসকেএমে প্রতিস্থাপন করা হবে লিভার। খবর হাসপাতাল সূত্রে। 

West Bengal News: জলপাইগুড়িতে ফের প্রকাশ্যে বিজেপির ঘরোয়া কোন্দল

পঞ্চায়েত ভোটের আগে জলপাইগুড়িতে ফের প্রকাশ্যে বিজেপির ঘরোয়া কোন্দল। সাংবাদিক বৈঠক করে রাজ্য ও জেলা নেতৃত্বকে তোপ দাগলেন বিজেপির চার সাসপেন্ডেড নেতা। 

West Bengal News Live: আজ উল্টো রথ

আজ উল্টো রথ। মাসির বাড়িতে ৯ দিন কাটিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ফিরে আসার পালা। সেই উপলক্ষে সাজো সাজো রব গোটা মাহেশে। এখানকার রথযাত্রা এবার ৬২৬  বছরে পড়ল। মূল মন্দিরে ফিরে যাওয়ার আগে মাসির বাড়িতে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের পুজো করা হয়। দুপুর ৩টে নাগাদ রথে তোলা হবে বিগ্রহ। সাড়ে ৩টে নাগাদ রথের রশিতে টান দেবেন ভক্তরা।

West Bengal News: রাজারহাটে যুবকের মৃতদেহ উদ্ধার

রাজারহাট গাঁড়াগড়িতে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

West Bengal News Live: বর্ধমানে মদ খেয়ে মৃত্যুর পর নড়েচড়ে বসল প্রশাসন

বর্ধমানে মদ খেয়ে মৃত্যুর পর নড়েচড়ে বসল প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার রাম সরিষা ও পাইখোলা গ্রামে ভোর রাত থেকে বেলদা আবগারি দফতর ও বেলদা থানার যৌথ তল্লাশি অভিযান। ২০০০ লিটারেরও বেশি চোলাই মদের সরঞ্জাম নষ্ট করল। 

West Bengal News: পথ দুর্ঘটনায় মৃত্যু হল একাদশ শ্রেণীর ছাত্রীর

পথ দুর্ঘটনায় মৃত্যু হল একাদশ শ্রেণীর ছাত্রীর। শনিবার সকালে পুরুলিয়া বরাকর রাজ্য সরকার উপর রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের অদূরে এই পথ দুর্ঘটনাটি ঘটে।

West Bengal News Live: সাঁকরাইলে গৃহস্থের দুষ্কৃতী হানা

ভোররাতে গৃহস্থের বাড়ি থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃ দল। জানা গেছে শনিবার ভোর ৪ টে নাগাদ জন কয়েক দুস্কৃতী সাঁকরাইল থানার নাবঘড়ার বাসিন্দা ফটো স্টুডিও এর মালিক তপন মন্ডলের বাড়িতে হানা দেয়। দুষ্কৃতীরা তিনতলার ছাদের দরজা খুলে বাড়ির ভিতরে ঢোকে। পরে দোতলায় মেয়ের ঘরের আলমারি খুলে সোনার গয়ন সহ নগদ টাকা চুরি করে এবং পালিয়ে যায়।

West Bengal News: পথ দুর্ঘটনায় মৃত্যু হল একাদশ শ্রেণীর ছাত্রীর

পথ দুর্ঘটনায় মৃত্যু হল একাদশ শ্রেণীর ছাত্রীর। শনিবার সকালে পুরুলিয়া বরাকর রাজ্য সরকার উপর রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের অদূরে এই পথ দুর্ঘটনাটি ঘটে।

West Bengal News Live: জেলায় জেলায় বাড়ছে করোনা

জেলায় জেলায় বাড়ছে করোনা। পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের হস্টেলে হানা দিয়েছে কোভিড। সংক্রমণ ঊর্ধ্বমুখী মালদাতেও। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তিন জেলা প্রশাসনই।

West Bengal News: মালদায় বিস্ফোরণে মৃত্যু ৩ বছরের শিশুর

মালদার কালিয়াচকের রাজনগরে আর্বজনার স্তূপে বিস্ফোরণ। ৩ বছরের শিশুর মৃত্যু। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মোবাইল ফোনের পুরনো ব্যাটারি ফেটে বিস্ফোরণ। 

West Bengal News Live: বাংলায় আসছেন না দ্রৌপদী

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হওয়ায় প্রচার স্থগিত রাখলেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। আজ তাঁর বাংলায় এসে প্রচার করার কথা ছিল। দেখা করার কথা ছিল সমস্ত দলের বিধায়ক ও সাংসদদের সঙ্গে। বিজেপি সূত্রে খবর, আজ প্রচার কর্মসূচি বাতিল করেছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। 

West Bengal News: অধরা অভিযুক্তরা

ক্যানিংয়ে নৃশংস খুনে অধরা মূল অভিযুক্তরা। পথ আটকে প্রকাশ্যে তিন তৃণমূল নেতাকে। 

West Bengal News Live: জলপাইগুড়ির প্রাক্তন সহ সভাপতি-সহ চার নেতাকে সাসপেন্ড করল বিজেপি

জলপাইগুড়ির প্রাক্তন সহ সভাপতি-সহ চার নেতাকে সাসপেন্ড করল বিজেপি। রাজ্য নেতৃত্বের স্বীকৃতি ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ সাসপেন্ডেড নেতার। যদিও এই নিয়ে মন্তব্য করতে চাননি বিজেপির জেলা সভাপতি।

প্রেক্ষাপট

বর্ধমানে (Bardhaman) কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর ৪ জনের রহস্যমৃত্যু। হোটেলে মদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু ? নাকি বিষক্রিয়ার জের ? ময়নাতদন্তের রিপোর্টের (Post Mortem Report) অপেক্ষায় পুলিশ।


মদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু, দাবি দুই পরিবারের। ভাতের হোটেলের ২ মালিকেরও মৃত্যু। হোটেলের দুই মালিক মদ খায়নি, প্যানক্রিয়াসের সমস্যা ছিল, দাবি পরিবারের।


নামে খাবারের হোটেল হলেও ছড়িয়ে রয়েছে মদের খালি বোতল। বর্ধমানের বিভিন্ন হোটেলে বেআইনিভাবে মদ বিক্রি হয়, অভিযোগ পরিবারের। দুটি হোটেল সিল করল পুলিশ।


সংগ্রামপুরের পর বর্ধমান। অবৈধ মদের কারবার, কটাক্ষ অধীরের। রাজ্যজুড়ে দেশি মদ, কর্মসংস্থান কই ? আক্রমণ সুকান্তর। কঠোর পদক্ষেপ নেবে সরকার, আশ্বাস সৌগতর।


ক্যানিংয়ে (Canning) ৩ তৃণমূল নেতা খুনে এখনও অধরা দুষ্কৃতীরা। অন্যতম অভিযুক্ত রফিকুল সহ ৬ জনের নামে এফআইআর। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ ফরেন্সিকের। মেলেনি খুনে ব্যবহৃত অস্ত্রও।


রফিকুল ছিল তৃণমূল কর্মী। বিধায়ক পরেশরামের কাছে যেত ছেলে, দেওয়া হত চাল, দাবি অভিযুক্তর মায়ের। রফিকুল দুষ্কৃতী, বিজেপির অধীনে রয়েছে, পাল্টা ক্যানিং-পশ্চিমের বিধায়ক।


পাঁচ বছরে স্ত্রী, মেয়ে ও নিজের নামে ৪৫টি জমি কিনেছেন অনুব্রত। সম্পত্তি কিনেছেন সায়গলও। অনুব্রতর সম্পত্তির নথি পেশ সিবিআইয়ের। সম্পত্তি ক্রয়ে যোগ দাবি সিবিআইয়ের।


এবার কয়লা-গরু পাচারকাণ্ডে ইডি-র নজরে অনুব্রত ও দেহরক্ষী সায়গল। সিবিআই-এর কাছ থেকে চাওয়া হল তথ্য-প্রমাণ। তথ্য দেখে পরবর্তী পদক্ষেপ, খবর সূত্রের।


কল্যাণীর এইমসে (Kalyani AIIMS) নিয়োগে দুর্নীতির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, তলব সিআইডির। সময় চাইলেন চাকদার বিজেপি বিধায়কের পুত্রবধূ। সোমবার তলব বাঁকুড়ার বিজেপি বিধায়কের মেয়েকে।


রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত প্রায় তিন হাজার ছুঁইছুই। মৃতের সংখ্যা বেড়ে ৩। ৫ থেকে ১২ বছর বয়সীদের কর্বেভ্যাক্স, কোভ্যাক্সিনে ছাড়পত্র বিশেষজ্ঞ গোষ্ঠীর।


স্বাধীনতার লড়াই থেকে দেশভাগের যন্ত্রণা। বাঙালির বিশ্বজয়। বাংলা ও বাঙালির রোজনামচায় আনন্দবাজার (Anandabazar Patrika)। চলতে চলতে শতাব্দী পার। শতবর্ষে আনন্দবাজার, সকাল ১০টায় এবিপি আনন্দে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.