West Bengal News Live : জলের ট্যাঙ্ক ভেঙে বর্ধমান স্টেশনে ৩ জনের মৃত্যু, আজ শীতলতম কলকাতা

Bengal News Live Updates: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর , এক ঝলকে।

ABP Ananda Last Updated: 13 Dec 2023 10:51 PM
WB News Live : বাঁকুড়ায় পথশ্রীর রাস্তার বেহাল দশা, হাত দিলেই উঠে আসছে পিচ

বাঁকুড়ায় পথশ্রীর রাস্তার বেহাল দশা। হাত দিলেই উঠে আসছে পিচ। পথশ্রী প্রকল্পে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ। খারাপ রাস্তা নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। পাল্টা কেন্দ্রের ঘাড়ে দায় চাপিয়েছেন তৃণমূল বিধায়ক। 

West Bengal News Live : বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বঞ্চনা ও বৈষম্যের অভিযোগ তৃণমূলের

বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বঞ্চনা ও বৈষম্যের অভিযোগ তৃণমূলের। তা নিয়ে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কাশীনগর গ্রাম পঞ্চায়েতে। প্রধান সহ বিজেপির বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্যকে তালাবন্দি করে রেখে বিক্ষোভ দেখালেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। বিজেপির তরফে রায়দিঘি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

WB News Live : জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগের মামলায় ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার

জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগের মামলায়, ১০ জন বিজেপি বিধায়ককে রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। মামলার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

West Bengal News Live : ‘বিকশিত ভারত’ রথযাত্রায় কোচবিহারে ফের বাধার মুখে পড়ল বিজেপি, পুণ্ডিবাড়িতে তৃণমূল পার্টি অফিসের সামনে ধুন্ধুমার

‘বিকশিত ভারত’ রথযাত্রায় কোচবিহারে ফের বাধার মুখে পড়ল বিজেপি। পুণ্ডিবাড়িতে তৃণমূল পার্টি অফিসের সামনে ধুন্ধুমার। একে অন্যের দিকে বাঁশ নিয়ে তেড়ে গেলেন দু’দলের কর্মীরা। এই ঘটনায় জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি, পুণ্ডিবাড়ি থানার সামনে বিক্ষোভ দেখাল গেরুয়া শিবির। বিজেপির উচিত, কেন্দ্রের কাছ থেকে রাজ্যের পাওনা টাকা আদায় করা, কটাক্ষ করেছে তৃণমূল।

WB News Live : হরিপাল থানার মহিষটিকরি এলাকায় একটি গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকা লুটের ঘটনার কিনারা করল পুলিশ

গত মাসে হরিপাল থানার মহিষটিকরি এলাকায় একটি গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকা লুটের ঘটনার কিনারা করল পুলিশ। ঘটনায় তিন জন অভিযুক্তকে গ্রেফতার করেছে হুগলী জেলা গ্ৰামীন পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও একটি মোটর বাইক। 

West Bengal News Live : কেবিনে ফিরলেন 'কালীঘাটের কাকু'

SSKM-এ পাঁচদিন ধরে শিশুদের জন্য সংরক্ষিত কার্ডিওলজি ICCU দখল করে রাখার পর ফের কেবিনে ফিরলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। 

WB News Live : ইটাহারে বিয়েবাড়ি থেকে ফেরার পথে খুন হলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের জামাই

ইটাহারে বিয়েবাড়ি থেকে ফেরার পথে খুন হলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের জামাই। তৃণমূল কর্মীকে খুনের পিছনে বিজেপি হাত রয়েছে বলে দাবি পরিবারের। যদিও তা মানতে নারাজ বিজেপি। 

West Bengal News Live : কীভাবে দুর্ঘটনা? কেন হয়নি রক্ষণাবেক্ষণ ? দায় কার ? তদন্ত কমিটি রেলের

প্ল্যাটফর্মে দাঁড়িয়েই প্রাণ গেল বেঘোরে কীভাবে দুর্ঘটনা? কেন হয়নি রক্ষণাবেক্ষণ ? দায় কার ? তদন্ত কমিটি রেলের । বর্ধমান মেডিক্যালে দুর্ঘটনায় আহত যাত্রীদের চিকিৎসাতেও গাফিলতির অভিযোগে । দুর্ঘটনার পরেই রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা মুখ্যসচিবের, সহযোগিতার আশ্বাস। 

WB News Live : ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জন দেবের নিরাপত্তার আর্জি, গুরুত্ব দিল না আদালত

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জন দেবের নিরাপত্তার আর্জি, গুরুত্ব দিল না আদালত। এই মুহূর্তে অভিযুক্ত দেবাঞ্জনের নিরাপত্তার কোনও নির্দেশ দিল না হাইকোর্ট। একজন অভিযুক্ত কীভাবে তদন্তকারী সংস্থার বদল চাইতে পারে ? প্রশ্ন হাইকোর্টের। 'দেবাঞ্জন নিশ্চয়ই প্রভাবশালী ছিলেন, সেই কারণে ভ্যাকসিনের মতো ক্যাম্প, কিন্তু তার মানে এই নয় যে যাদের নামে অভিযোগ, তাদের প্রত্যক্ষ মদতে কাজ, এখনও পর্যন্ত যাদের বিরুদ্ধে দেবাঞ্জনের অভিযোগ, তাদের বিরুদ্ধে চূড়ান্ত প্রমাণ মেলেনি',ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের মামলায় জানিয়ে দিল হাইকোর্ট।  'এই মুহূর্তে দেবাঞ্জন দেবের কোনও জীবন সংশয় নেই', জামিন পাওয়ার পর ভিত্তিহীন অভিযোগ জানাতে শুরু করেছেন, দাবি রাজ্যের। ১৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। 

West Bengal News Live : ১টি হোয়াটসঅ্যাপ গ্রুপে দুর্গাপুজো নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে এফআইআর দায়ের হয়, দাবি বিদ্যুৎ চক্রবর্তীর আইনজীবীর

১টি হোয়াটসঅ্যাপ গ্রুপে দুর্গাপুজো নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে এফআইআর দায়ের হয়, দাবি বিদ্যুৎ চক্রবর্তীর আইনজীবীর। আমার বাড়িতে দুর্গাপূজা হয়, আমি পুজোর ইতিহাস ব্যাখ্যা করেছি, এটা বিরূপ মন্তব্য কেন হতে যাবে ? সওয়াল বিদ্যুৎ চক্রবর্তীর আইনজীবীর। প্রয়াত তাপস পালের ১টি মামলায় আইনজীবী ছিলাম, তাপস পাল বলেছিলেন 'ঘরে ছেলে ঢুকিয়ে দেব'। সেই ঘটনায় পুলিশ এফআইআর করেনি, এখানে করেছে, সওয়াল বিদ্যুৎ চক্রবর্তীর আইনজীবীর। 'একটি ক্ষেত্রে ভুল হলে সব ক্ষেত্রেই সেটা চলবে তেমন নয়', মন্তব্য বিচারপতির। তদন্ত চলবে, গ্রেফতার করা যাবে না, আদালতের রিপোর্ট ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করা যাবে না, নির্দেশ আদালতের। ১১ জানুয়ারি পরবর্তী শুনানি। শান্তিনিকেতনের উপাসনা গৃহের সামনে অ-রাবীন্দ্রিক ফলক লাগানোর অভিযোগে এফআইআর দায়ের হয়, দাবি বিদ্যুৎ চক্রবর্তীর আইনজীবীর।ইতিমধ্যেই ফলক পরিবর্তন করা হয়েছে, আদালতে জানাল রাজ্য। তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের, কেস ডায়েরি পেশ করবে রাজ্য। ১৯ জানুয়ারি পরবর্তী শুনানি। 

WB News Live: বর্ধমান স্টেশনে ভাঙল জলের ট্যাঙ্ক একের পর এক রেল দুর্ঘটনা, নিরাপদ নয় প্ল্যাটফর্মও, বেঘোরে প্রাণ গেল ৩ জনের

বর্ধমান স্টেশনে ভাঙল জলের ট্যাঙ্ক। একের পর এক রেল দুর্ঘটনা, নিরাপদ নয় প্ল্যাটফর্মও, বেঘোরে প্রাণ গেল ৩ জনের। জলের ট্যাঙ্ক ভেঙে ৩ জনের মৃত্যু, জানালেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার। বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। প্ল্যাটফর্মের শেড ভেঙে গুরুতর জখম ২৮।
রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা মুখ্যসচিবের, রাজ্যের তরফে সব রকম সহযোগিতার আশ্বাস। তিন সদস্যের কমিটি গঠন রেলের। এর আগেও বর্ধমান স্টেশনে দুর্ঘটনা। ২০২০-র ৪ জানুয়ারি: শতাব্দী প্রাচীন বর্ধমান স্টেশনের মূল প্রবেশদ্বার ভেঙে ১ জনের মৃত্যু। 

প্রেক্ষাপট

সংসদ (Parliament News) হামলার ২২ বছর পূর্তির দিনই লোকসভায় ফের আতঙ্ক। দর্শক গ্যালারি থেকে লাফ ২ জনের। সাংসদদের লক্ষ্য করে স্প্রে! সংসদে হুলস্থল। ধৃত ২ সন্দেহভাজন।


লোকসভা আচমকা হানা। মাইসুরুর সাংসদের পাস নিয়ে ঢোকে ২ জন। জুতোর মধ্যে কিছু লুকনো ছিল, পুলিশ সূত্রে খবর। সংসদের বাইরে পরিবহণ ভবন চত্বর থেকেও পাকড়াও আরও ২। বড়সড় প্রশ্নে পার্লামেন্টের নিরাপত্তা।

ব্যস্ত সময়ে বর্ধমান স্টেশনে (Burdwan Station) ভয়ঙ্কর কাণ্ড। হুড়মুড়িয়ে ভেড়ে পড়ল জলের ট্যাঙ্ক। ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে দুর্ঘটনা। মৃত ৩, আহত ২৮।

একের পর এক রেল দুর্ঘটনা, নিরাপদ নয় প্ল্যাটফর্মও, বেঘোরে প্রাণ গেল ৩ জনের। ২০২০-তেও বর্ধমান স্টেশনের মূল প্রবেশদ্বার ভেঙে ১ জনের মৃত্যু। ফের প্রশ্নের মুখে রেলের ভূমিকা।


ঝাড়খণ্ডের পর এবার এ রাজ্যেও আয়কর অভিযান (Income Tax Raid)। রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে তল্লাশি। আসানসোল, দুর্গাপুরে আরও একাধিক জায়গায় হানা।


হিসাব বহির্ভূত সম্পত্তি ও কর ফাঁকির অভিযোগ। নজরে দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলের লোহা কারবারিরা। ধরমপুরে লোহা ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদের অফিসে তল্লাশি। নজরে শপিং মলও।

টানা ৯ দিন। ঝাড়খণ্ডে কংগ্রেস সাংসদের আস্তানায় তল্লাশি। লোহারদাগায় ধীরজ সাহুর পৈতৃক ভিটেতেও হানা। উদ্ধার হওয়া ৩৫৪ কোটি টাকার উৎস জানতে সাংসদকে ইমেল।


ঝাড়খণ্ডে কংগ্রেস সাংসদের ঠিকানায় টাকার পাহাড়। পাতালেও কি লোকানো যকের ধন ? জিও সার্ভিল্যান্স মেশিনের সাহায্য় নিচ্ছে আয়কর দফতর।

মন্ত্রী পদের অপব্যবহার করে খাদ্য দফতরে দুর্নীতির র‍্যাকেট চালাতেন বালু! ভুয়ো কোম্পানির কর্মীদের নামে ভুয়ো অ্যাকাউন্টে টাকা সাইফন। চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির।

বাকিবুরকে ঢাল করে দুর্নীতির ব্লু-প্রিন্ট। ধৃত ব্যবসায়ীর শ্যালককে দিয়ে কালো টাকা সাদা। মুখ বন্ধে বন দফতরে চাকরি! চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির।

বাকিবুরের প্রায় শতাধিক সম্পত্তির হদিশ। চালকল, গমকল থেকে হোটেল, রেস্তোরাঁ, পানশালা। শুধু এ রাজ্য নয়, ভিন রাজ্য ও দুবাইয়েও রয়েছে সম্পত্তি। দাবি এজেন্সির।
বাকিবুরের শতাধিক সম্পত্তি!

শিশুদের কার্ডিওলজি আইসিসিইউ থেকে কেবিনে ফিরলেন 'কালীঘাটের কাকু'। এসএসকেএমে কাকুর পড়শি বালু। এক কেবিন পরেই রয়েছেন জ্যোতিপ্রিয়।

জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় ডিভিশন বেঞ্চে রাজ্য। ১০ বিজেপি বিধায়ককে দেওয়া রক্ষাকবচের বিরোধিতা। তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশকে চ্য়ালেঞ্জ।

কোচবিহারের পুণ্ডিবাড়িতে বিজেপির রথযাত্রা ঘিরে উত্তেজনা। তৃণমূল পার্টি অফিস থেকে বিজেপি বিরোধী স্লোগানের অভিযোগ। লাঠি হাতে মুখোমুখি দু'পক্ষ।

ইটাহারে খুন তৃণমূল কর্মী তন্ময় সরকার। শ্যালিকার বিয়ে থেকে ফেরার সময় দুষকৃতী হামলা। বিজেপির দিকে আঙুল পরিবারের। অস্বীকার গেরুয়া শিবিরের।

উন্নয়নে পক্ষপাতিত্বের অভিযোগে, রায়দিঘিতে বিজেপি পরিচালিত পঞ্চায়েতে তালা তৃণমূলের। রাতভর আটকে রাখা হল প্রধান-সহ বিজেপি সদস্যদের। পঞ্চায়েত দখলের চেষ্টার অভিযোগ।

আজ শীতলতম কলকাতা (Kolkata Winter Update)। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির কাছাকাছি পারদ।

মানিকতলায় বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু পুলিশ কর্মীর। নাইট ডিউটি সেরে, বাইকে করে ফেরার পথে দুর্ঘটনা। পলাতক লরি চালক।



আরও পড়ুন- সকালের সব গুরুত্বপূর্ণ খবর- এক ঝলকে

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.