West Bengal News : পুজোর আমন্ত্রণে কৌস্তভ বাগচীর বাড়িতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
জামিনে মুক্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল নেতা উত্তম সর্দার গ্রেফতার। জামিন পেয়ে কোর্ট থেকে বেরোতেই বিজেপি নেতাও ফের পাকড়াও। জেলা থেকে জেলা আরও খবর।
আর্থিক দুর্নীতির তদন্তে এবার কৈখালিতে ED-র অভিযানে মুর্শিদাবাদের বড়ঞার পুনরাবৃত্তি। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ধাঁচেই বাকিবুর রহমান ঘনিষ্ঠ শেয়ার ব্য়বসায়ীর ফ্ল্যাট থেকে পাশের বাড়ির ছাদে ছুড়ে ফেলা হয় দুটি মোবাইল ফোন। আর্থিক দুর্নীতির তদন্তে এদিন সকালে কৈখালির PS ম্যাগনাম কমপ্লেক্সে শেয়ার ব্যবসায়ী হানিস তোশওয়ালের ফ্ল্যাটে হানা দেয় ED। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তল্লাশি চলাকালীন ব্যবসায়ীর আটতলার ফ্ল্যাট থেকে ছুড়ে পাশের বাড়ি ছাদে ফেলে দেওয়া হয় দুটি মোবাইল ফোন। পরে ওই দুটি মোবাইল ফোন উদ্ধার করেন ED-র আধিকারিকরা। সন্দেহজনক তথ্য লুকোতেই মোবাইল ফোন ফেলে দেওয়া হয়েছিল বলে অনুমান ED-র।
আর্থিক দুর্নীতির তদন্তে এবার কৈখালিতে ED-র অভিযানে মুর্শিদাবাদের বড়ঞার পুনরাবৃত্তি। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ধাঁচেই বাকিবুর রহমান ঘনিষ্ঠ শেয়ার ব্য়বসায়ীর ফ্ল্যাট থেকে পাশের বাড়ির ছাদে ছুড়ে ফেলা হয় দুটি মোবাইল ফোন। আর্থিক দুর্নীতির তদন্তে এদিন সকালে কৈখালির PS ম্যাগনাম কমপ্লেক্সে শেয়ার ব্যবসায়ী হানিস তোশওয়ালের ফ্ল্যাটে হানা দেয় ED। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তল্লাশি চলাকালীন ব্যবসায়ীর আটতলার ফ্ল্যাট থেকে ছুড়ে পাশের বাড়ি ছাদে ফেলে দেওয়া হয় দুটি মোবাইল ফোন। পরে ওই দুটি মোবাইল ফোন উদ্ধার করেন ED-র আধিকারিকরা। সন্দেহজনক তথ্য লুকোতেই মোবাইল ফোন ফেলে দেওয়া হয়েছিল বলে অনুমান ED-র।
বিজেপির প্রাক্তন বুথ সভাপতির মা-কে খুনের প্রতিবাদে উত্তাল হুগলি। থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা-কর্মীরা। রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন লকেট চট্টোপাধ্যায়। পাল্টা, লকেটের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছে তৃণমূল।
দক্ষিণ চব্বিশ পরগনা নরেন্দ্রপুর থানার কামালগাছি বাইপাসের উপর একটি অভিজাত আবাসনের মধ্যে চলছিল অনলাইনে মানুষ ঠকানোর কাজ। কল সেন্টারের আদলে অ্যামাজন কোম্পানির সফটওয়্যার নকল করে অভিজাতো ওই আবাসনের একটি ঘরে অনলাইনে বিদেশীদের লোভনীয় জিনিস সস্তা দামে অফার করা হতো। পরে টাকা তারা ডিপোজিট করলে কারোর মাল না পাঠিয়ে সমস্ত টাকা আত্মসাৎ করার কাজে ব্যস্ত ছিল প্রায় দেড়শত ছেলে মেয়ে। গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ। ঘিরে ফেলে ওই আবাসনের ঘরটি।
নিয়োগের দাবিতে এবার রাজভবনের সামনে বিক্ষোভ দেখালেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, ১০ বছর হয়ে গেছে নিয়োগের পরীক্ষা হয়েছে, এখনও মেলেনি চাকরি। তাঁদের আরও অভিযোগ, নিয়োগের ব্য়াপারে উদাসীন প্রশাসন। এই পরিস্থিতিতে উপযুক্ত ব্য়বস্থা নিক রাজ্য়পাল, এই দাবিতে রাজভবনের সামনে, রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। পুলিশ এসে আন্দোলনকারীদের আটক করে।
পুজোর আমন্ত্রণে কৌস্তভ বাগচীর বাড়িতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যান্য বছরের মতো এবছরেও কৌস্তভ বাগচীর ব্যারাকপুরের বাড়িতে আয়োজন করা হয়েছিল গৌরী গণেশ পুজোর। এদিন সন্ধেয় সেখানে যান শুভেন্দু অধিকারী। সামিল হন পুজোয়। বেশ কিছুক্ষণ কৌস্তভের পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন শুভেন্দু অধিকারী।
তৃণমূলের পঞ্চায়েত সদস্য়ের বিরুদ্ধে কাপড় চুরির অভিযোগ,দোকান থেকে চুরি একাধিক শাড়ি। মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে গ্রেফতার তৃণমূল নেতা। বাড়ি থেকে উদ্ধার একাধিক শাড়ি, আজই আদালতে পেশ ধৃত তৃণমূল নেতাকে।
তৃণমূলের পঞ্চায়েত সদস্য়ের বিরুদ্ধে কাপড় চুরির অভিযোগ,দোকান থেকে চুরি একাধিক শাড়ি। মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে গ্রেফতার তৃণমূল নেতা। বাড়ি থেকে উদ্ধার একাধিক শাড়ি, আজই আদালতে পেশ ধৃত তৃণমূল নেতাকে।
১৬ ফ্রেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক। পরীক্ষা শেষ হবে ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। প্রশ্ন ফাঁস রুখতে এই বছরও একাধিক কড়া পদক্ষেপ সংসদের। পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার জন্য রয়েছে হেল্প ডেস্কও।
নারদ কেলেঙ্কারিকাণ্ডে ED-র মামলার শুনানিতে CBI-এর বিশেষ আদালতে হাজির হলেন ফিরহাদ হাকিম ও শোভন চট্টোপাধ্য়ায়। CBI-যে মামলার চার্জশিট দিয়েছিল, পরে সেই কেসের তদন্তভার নিয়ে মামলা দায়ের করে ED-ও। আগের শুনানিতে অভিযুক্তের তরফে বেশ কিছু নথিসংক্রান্ত আবেদন করা হয়েছিল। তার বিরোধিতা করে হাইকোর্টে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন CBI-এর বিশেষ আদালত জানায়, উচ্চ আদালতের নির্দেশগুলো দেখা হচ্ছে। ১০ই জুন মামলার পরবর্তী শুনানি।
'কালীঘাটের কাকু'র জামিন মামলায় ফের এসএসকেএমের ভূমিকা নিয়ে প্রশ্ন ইডির। হাইকোর্টে এসএসকেএম হাসপাতালের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ইডির। 'গতবছর ১৮ সেপ্টেম্বর এসএসকেএমের চিকিৎসক জানিয়েছিলেন কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য সুস্থ সুজয়কৃষ্ণ। আবার এসএসকেএমের ওই চিকিৎসকই পরে জানান, কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য সুস্থ নন সুজয়কৃষ্ণ। এর থেকেই বোঝা যায় যে এই হাসপাতাল কতটা নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছে। এখনও পর্যন্ত অভিযুক্ত জেলে থাকেননি, এসএসকেএমে স্বাচ্ছন্দ্যের জীবন কাটাচ্ছেন। ইএসআই হাসপাতালের রিপোর্ট দেখুন, তাহলেই বোঝা যাবে তিনি কতটা অসুস্থ', কোর্টে সওয়াল ইডির।
'ধর্ষণের মতো গুরুতর অভিযোগে হস্তক্ষেপের এটাই সঠিক সময়। মানুষ রাতে ঘুমোতে যায় এটা ভেবে যে মাথার ওপর আদালত আছে',
সন্দেশখালিকাণ্ডে হইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা রুজু, রাজ্যের রিপোর্ট তলব। সন্দেশখালিতে জোর ধাক্কা পুলিশের, হাইকোর্টে ১৪৪ ধারা খারিজ।
হঠাৎ অসুস্থ ফিরহাদ হাকিম, হাসপাতালে ভর্তি। প্রবল ডিহাইড্রেশনের সমস্যা, হাসপাতালে পুরমন্ত্রী। আজই অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় ফিরহাদকে । আপাতত পুরমন্ত্রীর অবস্থা স্থিতিশীল, খবর হাসপাতাল সূত্রে।
সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। এলাকায় পৌঁছল কমিশনের ২ সদস্যের প্রতিনিধিদল।
সন্দেশখালিতে মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগে এবার নড়েচড়ে বসল রাজ্য সরকার। DIG পদমর্যাদার দুই মহিলা আধিকারিক-সহ গঠন করা হয়েছে ১০ সদস্যের টিম। আজ সকালে DIG CID সোমা দাস মিত্রর নেতৃত্বে সন্দেশখালিতে যান ওই দলের সদস্যরা। মহিলাদের সঙ্গে কথা বলে কী ধরনের অভিযোগ রয়েছে, তা তাঁরা জানতে চাইবেন।
সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় বামেদের বিক্ষোভ। বহরমপুরে বামেদের অভিযান ঘিরে তুমুল উত্তেজনা পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। বিক্ষোভ হঠাতে পাল্টা পুলিশের লাঠিচার্য, টিয়ার গ্যাস। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জখম কয়েকজন বিক্ষোভকারী।
সন্দেশখালিকাণ্ডে তোলপাড় রাজ্য। কলকাতা থেকে জেলা বিরোধীদের বিক্ষোভ। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। আদালতেও ধাক্কা। বাতিল ১৪৪ ধারা। প্রশ্নে পুলিশের ভূমিকা। বসিরহাটে এসপি অফিস অভিযান বিজেপির। ভাঙল একের পর এক ব্যারিকেড। ঢিল ছোড়ার অভিযোগ। ট্রেনে বসিরহাট পৌঁছে বাইকে এলাকায় গেলেন সুকান্ত। এসপি অফিসের সামনে খণ্ডযুদ্ধ। রাস্তায় বসে বিক্ষোভ সুকান্তর। সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় বামেদের বিক্ষোভ।কোচবিহার থেকে মালদা, বহরমপুর, আসানসোল থেকে, বারুইপুর। দিকে দিকে আইন অমান্য। পাল্টা পুলিশের লাঠি-কাঁদানে গ্যাস।
রাজ্যসভার সাংসদ পদের জন্য বিধানসভায় গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের দুই প্রার্থী নাদিমুল হক এবং সুস্মিতা দেব। মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির শমীক ভট্টাচার্যও।
খড়গপুরে ভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার যুদ্ধ বিমান। শেষ মুহূর্তে প্যারাসুটে নেমে ২ পাইলটের রক্ষা, সামান্য আহত।
সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে বিজেপির বসিরহাটের এসপি অফিস অভিযানে তুলকালাম। এসপি অফিসের সামনে বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিজেপির কর্মী-সমর্থকরা। বিক্ষোভ হঠাতে লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের। পুলিশের বিরুদ্ধে ইট ছোড়ার অভিযোগ সুকান্ত মজুমদারের।
শেখ শাহজাহানের গড়ে এই প্রথমবার যাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সন্দেশখালি ১ নম্বর ব্লকের ন্যাজাট থানার কালীনগরে যাচ্ছেন পার্থ ভৌমিকরা, সেখানে করবেন বৈঠক। পার্থ ভৌমিকের সঙ্গে আছেন নারায়ণ গোস্বামী ও সন্দেশখালির তৃণমূল বিধায়ক-সহ জেলা নেতৃত্ব। সন্দেশখালির ১৪৪ ধারা জারি আছে যে এলাকায় সেই এলাকায় যাচ্ছে না তৃণমূলের প্রতিনিধি দল।
সন্দেশখালিতে ১৪৪ ধারা বাতিল করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত খারিজ করলেন ১৪৪ ধারা। ১৪৪ ধারা জারির নির্দিষ্ট কারণ নেই বিজ্ঞপ্তিতে, দাবি আদালতের।
ট্রেনে বসিরহাট পৌঁছে, বাইকে চেপে এসপি অফিস রওনা সুকান্ত। সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে বিজেপির বসিরহাটের এসপি অফিস অভিযান।
হাসনাবাদ লোকালে চেপে বসিরহাট রওনা বিজেপি রাজ্য সভাপতির। পুলিশি বাধা এড়াতে ট্রেনে বসিরহাট রওনা সুকান্ত মজুদারের। বসিরহাটের এসপি অফিস সংলগ্ন ৫০০ মিটার পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা। বসিরহাটের এসপি অফিসের সামনে ব্যারিকেড।
সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে পথে বাম শ্রমিক সংগঠন। সিটু দফতর থেকে নিজাম প্যালেস পর্যন্ত মিছিল বাম শ্রমিক সংগঠনের।বাম শ্রমিক সংগঠনের মিছিলে সামিল কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য।
দেবের পথে এবার মিমিও? রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা। ভাঙড়ের জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। পদত্যাগ করেছেন শক্তিমন্ত্রক এবং নতুন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তির মন্ত্রকের উপদেষ্টা কমটি থেকেও। ইস্তফা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। মিমির প্রতিক্রিয়া এখনও মেলেনি
চোপড়ায় ৪ শিশুমৃত্যুর ঘটনায় বিএসএফ-কে কাঠগড়ায় তুলে আন্দোলনে তৃণমূল কংগ্রেস। চোপড়ায় সকাল ১০টা থেকে নীরব প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের। এই ইস্যুতে সাক্ষাতের জন্য রাজ্যপালের কাছে সময় চাইল তৃণমূল। ১২ সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে
শেখ শাহজাহানের গড়ে এই প্রথমবার যাচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব । সন্দেশখালি ১ নম্বর ব্লকের ন্যাজাট থানার কালীনগরে যাচ্ছেন পার্থ ভৌমিকরা, সেখানে করবেন বৈঠক। পার্থ ভৌমিকের সঙ্গে আছেন নারায়ণ গোস্বামী ও সন্দেশখালির তৃণমূল বিধায়ক-সহ জেলা নেতৃত্ব। সন্দেশখালির ১৪৪ ধারা জারি আছে যে এলাকায় সেই এলাকায় যাচ্ছে না তৃণমূলের প্রতিনিধি দল।
সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে বামেদের আইন অমান্য ঘিরে বারুইপুরে ধুন্ধুমার। সন্দেশখালিতে মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগে সরব বামেরা
। শেখ শাহজাহানকেও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ বামেদের।
সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। এলাকায় পৌঁছল কমিশনের ২ সদস্যের প্রতিনিধিদল
সন্দেশখালিতে মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগে এবার নড়েচড়ে বসল রাজ্য সরকার। DIG পদমর্যাদার দুই মহিলা আধিকারিক-সহ গঠন করা হয়েছে ১০ সদস্যের টিম। আজ সকালে DIG CID সোমা দাস মিত্রর নেতৃত্বে সন্দেশখালিতে যান ওই দলের সদস্যরা। মহিলাদের সঙ্গে কথা বলে কী ধরনের অভিযোগ রয়েছে, তা তাঁরা জানতে চাইবেন।
জামিনে মুক্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল নেতা উত্তম সর্দার গ্রেফতার। জামিন পেয়ে কোর্ট থেকে বেরোতেই বিজেপি নেতাও ফের পাকড়াও। দুজনকেই তোলা হবে আদালতে।
বিরোধী বিধায়কদের সন্দেশখালি যেতে বাধা, কলকাতায় আটকে দেওয়া হয়। অথচ আজ শাসক দলকে সন্দেশখালি যেতে ছাড়। পুলিশের ভূমিকা নিয়ে আদালতে শুভেন্দু।
পরপর কর্মসূচি। নজরে বসিরহাটের এসপি অফিস। অভিযানের ডাক বিজেপির। প্রতিবাদ করবে সিপিএমও। ৫০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা। মোতায়েন প্রচুর পুলিশ। রাস্তায় ব্যারিকেড।
গুরুতর ধারায় অভিযুক্ত ২জন। ১০দিনের পুলিশ হেফাজত চাওয়া সত্ত্বেও ২ অভিযুক্তকে জামিন দিয়েছে আদালত। সন্দেশখালিকাণ্ডে দাবি রাজ্য পুলিশের।
বসিরহাটের এসপি অফিস সংলগ্ন ৫০০ মিটার পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি। ১৪৪ ধারা জারি করল বসিরহাট জেলা পুলিশ। আজ বসিরহাটের এসপি অফিস অভিযানের ডাক বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এসপি অফিস অভিযানের ডাক দিয়েছে সিপিএমও।
ব্যবসায়ীর সল্টলেকের বাড়িতে অভিযানের খবর পেয়ে এলাকায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়ায় কথা কাটাকাটি।
সন্দেশখালিকাণ্ডে পরতে পরতে নাটক! জামিন পেয়ে বেরোতেই বিজেপি নেতা বিকাশ সিংহকে টেনে হিঁচড়ে ফের গ্রেফতার করল পুলিশ। বসিরহাট আদালতের বাইরে চরম উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রাস্তা অবরোধ। অসুস্থ হয়ে পড়লেন ধৃত বিজেপি নেতার মেয়ে।
সাতসকালে রেশন দুর্নীতির তদন্তে ফের অ্যাকশনে ED। সল্টলেক, বাগুইআটি, ইএম বাইপাস, মধ্য কলকাতা, বন্দর এলাকা-সহ কলকাতার ৬টি জায়গায় একযোগে চলছে তল্লাশি-অভিযান। কেন্দ্রীয় এজেন্সির রেডারে রেশন দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ ফরেক্স কোম্পানির মালিক বিশ্বজিৎ দাস।EDর দাবি, শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর বিদেশি মুদ্রা বিনিময়ের পাশাপাশি এক্সপোর্ট-ইমপোর্টেরও ব্যবসা রয়েছে।
রাজপুরে পাশাপাশি দুটি কাঠের গুদামে আগুন, এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। গুদামে প্রচুর কাঠ মজুত ছিল, ফলে আগুন দ্রুত ছড়ায়। কেউ আগুন লাগিয়ে দিয়েছে, নাকি শর্ট সার্কিট থেকে আগুন, খতিয়ে দেখছে দমকল।
সব জল্পনার ইতি। দিদির হাত ধরেই থাকছেন রাজনীতিতে। মঞ্চ থেকে ঘোষণা করলেন ঘাটালের তৃণমূল সাংসদ। ঘাটাল থেকে ফের তৃণমূলের হয়েই প্রার্থী হচ্ছেন দেব! স্পষ্ট হল সেই ইঙ্গিত।
রেশন দুর্নীতির তদন্তে ফের অ্যাকশনে ED। কলকাতার ৬টি জায়গায় একযোগে চলছে তল্লাশি-অভিযান। সল্টলেকের IB ব্লকের একটি বাড়িতে হাজির ED-র আধিকারিকরা। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। খবর পেয়ে পৌঁছে যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
প্রেক্ষাপট
West Bengal News Update : সন্দেশখালিতে এখনও ক্ষোভের আগুন অব্যাহত। আজ বসিরহাটের SP অফিস অভিযানের ডাক দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেফতারির প্রতিবাদে সিপিএমেরও SP অফিস অভিযানের কর্মসূচি রয়েছে। অশান্তি এড়াতে বসিরহাটের সংগ্রামপুরে SP অফিস সংলগ্ন ৫০০ মিটার এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করল জেলা প্রশাসন।
অন্যদিকে মঙ্গলবার সাতসকালে রেশন দুর্নীতির তদন্তে ফের অ্যাকশনে নামল ED। সল্টলেক, সেক্টর ফাইভ, বাগুইআটি, EM বাইপাসের মেট্রোপলিটন-সহ কলকাতার ৬টি জায়গায় একযোগে চলছে তল্লাশি-অভিযান। সব আপডেট জানুন এই ব্লগে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -