West Bengal News Live: বিজেপির নবান্ন অভিযান নিয়ে টুইটে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
৬ শর্তে পুজো অনুদানে সায় হাইকোর্টের। প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা অনুদান। রাজ্যের সিদ্ধান্তে সিলমোহর আদালতের।
কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটল। বাগবাজারের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছে নার্সিংহোমে। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি ও মাল্টি অর্গান ফেলিওরের উল্লেখ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনর্বহালে হাইকোর্টে রাজ্যের ধাক্কা। ২০২১-এর অগাস্টে নেওয়া সিদ্ধান্ত খারিজ।
এদিন কলেজ স্ট্রিট থেকে মিছিলের নেতৃত্ব দেন দিলীপ ঘোষ। হাওড়া ময়দান থেকে বেরনো মিছিলের সামনে ছিলেন সুকান্ত মজুমদার। কিন্তু মাঝপথে পুলিশি বাধার মুখে পড়ে, রাস্তায় বসে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। পরে সুকান্ত মজুমদারকে আটক করে নিয়ে যায় পুলিশ। মাঝপথে পুলিশ মিছিল আটকালে, কিছুক্ষণ অপেক্ষার পর সেখান থেকে চলে যান দিলীপ ঘোষ।
‘শুধু বাংলা নয়, একঝলক বিজেপির গুন্ডামি দেখল গোটা দেশ। সিটি অব জয়ে বিজেপির গুন্ডামির ঝলক দেখল গোটা দেশ। ওরা ক্ষমতায় এলে কী করত, ভেবেই কেঁপে উঠছি। বিজেপিকে প্রত্যাখ্যান করার জন্য বাংলাকে ধন্যবাদ’, পুলিশের গাড়িতে আগুনের ছবি ট্যুইট করে আক্রমণ অভিষেকের।
যাদবপুর স্টেশন রোডে একটি ম্যাট্রেসের দোকানে আগুন। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। আজ রাত পৌনে আটটা নাগাদ আগুন লাগে ওই দোকানের তিনতলার গুদামে। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ছুটে আসে দমকলের ৩টি ইঞ্জিন। জানা যায়নি আগুন লাগার কারণ। হতাহতের কোনও খবর নেই।
দুর্ঘটনার কবলে বেচারাম মান্নার কনভয়, চোট মন্ত্রীর।
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী ও পূর্ব বর্ধমান এসএফআই জেলা কমিটির সম্পাদক অর্নিবাণ রায়চৌধুরী-সহ ৩১ জনের জামিন মঞ্জুর করল বর্ধমান আদালত। বর্ধমানে সিপিএমের আইন অমান্য কর্মসূচির দিন পুলিশ তাঁদের গ্রেফতার করে। দুটি পৃথক মামলায় ৫২ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁর মধ্যে ৫১ জনেরই জামিন হয়ে গেল।
দুদিন ধরে বৃষ্টি হওয়ায় বীরভূমে নলহাটিতে ব্রাহ্মণী নদীর জল বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে গেল নলহাটির দেবগ্রামঘাটের কজওয়ে। মঙ্গলবার দুপুরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যাতায়াতের রাস্তা বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
বিজেপির নবান্ন অভিযানে হাওড়া-কলকাতায় ধুন্ধুমার। বড়বাজারে জ্বলল পুলিশের গাড়ি। সাঁতরাগাছি যাওয়ার আগেই পিটিএসের সামনে গ্রেফতার শুভেন্দু। বিজেপি সদর দফতর মুরলিধর সেন লেনের সামনে পুলিশের লাঠিচার্জ। আহত দলীয় কর্মীরা, অভিযোগ বিজেপির। পুলিশের সঙ্গে তুমুল বচসা।
‘বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। বেলুন ফুটো হয়ে গেছে, গুরুত্ব দেওয়ার দরকার নেই।' খড়্গপুরে ২ মেদিনীপুর জেলা নেতৃত্বের বৈঠকে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আটক বিজেপি কর্মীদের মুক্তির দাবিতে শিবপুর থানার সামনে বিক্ষোভ। রাস্তায় বসে দেওয়া হচ্ছে স্লোগান।
বিজেপির মিছিলে মহিলাদের উপর পুরুষ কনস্টেবলদের ‘অত্যাচার’। বিষয়টি নজরে আনা হয়েছে, ট্যুইট জাতীয় মহিলা কমিশনের। মহিলা কমিশনের পদক্ষেপ করা উচিত, রিট্যুইট অমিত মালব্যর।
বিজেপির নবান্ন অভিযান ঘিরে কুরুক্ষেত্র সাঁতরাগাছি। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ। ইট-পাথর বৃষ্টি, পাল্টা জলকামান, কাঁদানে গ্যাস। সাঁতরাগাছিতে মারমুখী বিজেপি-পাল্টা পুলিশের লাঠিচার্জ।
বিজেপির নবান্ন অভিযানে হাওড়া-কলকাতায় ধুন্ধুমার। বড়বাজারে জ্বলল পুলিশের গাড়ি। সাঁতরাগাছিতে ইট বৃষ্টি। বিজেপির মিছিল আটকাতেই রণক্ষেত্র বড়বাজার। লালবাজারের কাছে পুলিশের গাড়িতে আগুন। পাল্টা পুলিশের মার।
নবান্ন অভিযানে পুলিশের বাধা, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। ১৯ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলব। শান্তিরক্ষা করতে নির্দেশ হাইকোর্টের। সম্পত্তি নষ্টের ক্ষেত্রে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ। নির্দেশ কলকাতা হাইকোর্টের।
নবান্ন অভিযানের শুরুতেই শুভেন্দুকে আটকে দিল পুলিশ। পিটিএসে দ্বিতীয় হুগলি সেতুর মুখেই ব্যারিকেডে আটকে গেলেন শুভেন্দু, লকেট। পুলিশের সঙ্গে বচসা। কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতাকে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। আটক লকেট, রাহুলও।
নবান্ন অভিযানে যাওয়ার পথে নিমতায় বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে পুলিশের বাধা। প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ বিজেপি কর্মীদের। অবরোধ হঠাতে পুলিশের লাঠিচার্জ।
কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের আবেদন খারিজ। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সিআইডি তদন্তেই আস্থা রাখল হাইকোর্ট। কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় কেন্দ্রীয় মন্ত্রী, বিধায়ক-সহ বিজেপির একাধিক হেভিওয়েট নেতার। সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন সুজিত চক্রবর্তী নামে এক ব্যক্তি। সেই মামলাতেই এই নির্দেশ হাইকোর্টের।
বিজেপির নবান্ন অভিযানে বর্ণময় ছবিও ফুটে উঠেছে। ব্যান্ডের পাশাপাশি, ঢাক-ঢোল বাজিয়ে মাহেশ্বরী সদন থেকে মিছিল করে সুবোধ মল্লিক স্কোয়ারের উদ্দেশে রওনা দেন বিজেপি কর্মী, সমর্থকরা।
বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দিতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, 'বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। বেলুন ফুটো হয়ে গেছে, গুরুত্ব দেওয়ার দরকার নেই।' খড়গপুরে ২ মেদিনীপুর জেলা নেতৃত্বের বৈঠকে মন্তব্য মমতার।
নবান্ন অভিযানের আগে শুভেন্দু অধিকারীকে আটক করার প্রতিবাদে লালবাজারের সামনে বিজেপির বিক্ষোভ।লাঠিচার্জ করে জমায়েত ছত্রভঙ্গ করে পুলিশ। বিক্ষোভকারীদের সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে সরিয়ে দেয় পুলিশ।
নবান্ন অভিযান ঘিরে তমলুক টোল প্লাজা এলাকায় ধুন্ধুমার। তৃণমূল প্রধানকে মাটিতে ফেলে লাথি, মাথায় লাঠির বাড়ি, মুখে ঘুসি। ছিঁড়ে দেওয়া হল জামা। এদিন নবান্ন অভিযানে যাওয়ার পথে তমলুক টোল প্লাজার কাছে আটকানো হয় হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে। প্রতিবাদে অবরোধ করেন বিজেপি কর্মীরা। বিক্ষোভ চলাকালীন সেখান দিয়ে যাওয়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান তারক জানাকে দেখে তেড়ে যান বিজেপি কর্মীরা। তাঁকে মারধর করে জামা ছিঁড়ে দেওয়া হয়। হাসপাতালে ভর্তি তৃণমূল প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স ছিঁড়তে বাধা দেওয়ায় হামলা, অভিযোগ তৃণমূল প্রধানের।
জখম বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। মাথায় আঘাত লেগেছে তাঁর। হাসপাতালে চলছে চিকিৎসা।
নতুন করে রণক্ষেত্র সাতঁরাগাছি। একের পর এক পাথর ছোড়া হচ্ছে। পিছু হঠছে পুলিশ।
বিজেপির নবান্ন অভিযানের শুরুতেই রণক্ষেত্রের চেহারা নিল কোনা এক্সপ্রেসওয়ে। সাঁতরাগাছিতে পুলিশকে লক্ষ্য করে কাচের বোতল, ইট, পাথর, বাঁশ। পাল্টা জল কামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস।
নবান্ন অভিযানের আগে শুভেন্দু অধিকারীকে আটক করার প্রতিবাদে লালবাজারের সামনে বিজেপির বিক্ষোভ। লাঠিচার্জ করে জমায়েত ছত্রভঙ্গ করে পুলিশ। বিক্ষোভকারীদের সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে সরিয়ে দেয় পুলিশ।
ঝাড়খণ্ড থেকে বিহার থেকে সমাজবিরোধীদের ঢুকিয়ে বাংলায় কি অরাজকতা ছড়াতে চাইছে বিজেপি? বিজেপির নবান্ন অভিযানে গণ্ডগোল নিয়ে প্রশ্ন ফিরহাদের।
বিজেপির নবান্ন অভিযানের শুরুতেই রণক্ষেত্রের চেহারা নিল সাঁতরাগাছি। পুলিশের গার্ড রেল টপকানোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট।
নবান্ন অভিযানে যাওয়ার পথে নিমতায় বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে পুলিশের বাধা। প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ বিজেপি কর্মীদের। অবরোধ হঠাতে পুলিশের লাঠিচার্জ।
'আজকের দিনে কেন বেরিয়েছেন তৃণমূল নেতা? ট্রিটমেন্ট দেওয়া হয়েছে।' তমলুকে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের ঘটনায় প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
বিজেপির নবান্ন অভিযানের বিরোধিতায় হাইকোর্টে মামলা। জাতীয় সড়ক আটকে জনজীবন বিপন্ন করে সভা-সমিতিতে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা। তারপরেও কীভাবে সভা? হস্তক্ষেপ করুক আদালত, হাইকোর্টে আবেদন মামলাকারীর। আজই মামলা শুনতে আপত্তি আদালতের। মামলা দায়ের করলে বিবেচনার আশ্বাস হাইকোর্টের।
নবান্ন অভিযান ঘিরে তমলুক টোল প্লাজা এলাকায় ধুন্ধুমার। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে আটকে দেওয়ায় বিজেপির পথ অবরোধ।
সোনালি চক্রবর্তীর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনরায় নিয়োগের সিদ্ধান্ত খারিজ। ২০২১-এর ২৭ অগাস্ট রাজ্যের নেওয়া সিদ্ধান্ত খারিজ করল হাইকোর্ট। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
শর্তসাপেক্ষে পুজো অনুদানে সায় হাইকোর্টের। রাজ্যের সিদ্ধান্তে সিলমোহর হাইকোর্টের। ‘প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিতে পারবে রাজ্য’, নির্দেশে জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ৬ শর্তে পুজো অনুদানে অনুমতি দিল হাইকোর্ট।
বিজেপির নবান্ন অভিযান রুখতে মরিয়া পুলিশ। কোনা এক্সপ্রেসওয়ের হাওড়ামুখী লেন বন্ধ। আটকে ক্যান্সার রোগী। দাঁড়িয়ে সারি সারি বাস।
কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় কেন্দ্রীয় মন্ত্রী, বিধায়ক-সহ একাধিক বিজেপি নেতার। সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন সুজিত চক্রবর্তী নামে এক ব্যক্তি। প্রধান বিচারপতির এজলাসে সাড়ে ১০টার কিছু পরে আজ এই মামলার রায়দান।
কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি মামলার আজ রায়দান। তদন্তভার সিআইডি-র হাতেই থাকবে, না কি সিবিআইয়ের হাতে যাবে, তা স্পষ্ট হবে আর কিছুক্ষণের মধ্যেই।
নবান্ন অভিযানে যাওয়ার আগে বোলপুর স্টেশনে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা। স্টেশন চত্বর থেকে বের করে দেওয়ার চেষ্টা করায় বোলপুর স্টেশনের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
বিজেপির নবান্ন অভিযান ঘিরে চূড়ান্ত হয়রানির শিকার নিত্যযাত্রীরা। মিলছে না বাস বা গাড়ি। হাওড়া থেকে বর্ধমান যাওয়ার গাড়ির ভাড়া দেড়হাজার টাকা। সুযোগ বুঝে ৪ হাজার টাকা ভাড়া হাঁকছেন চালকরা। অভিযোগ যাত্রীদের। বাধ্য হয়ে অনেককেই ফিরে যেতে হচ্ছে।
দুর্গাপুর স্টেশন চত্বর ঘিরে রেখেছে দুর্গাপুর-আসানসোল কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী, সঙ্গে কমব্যাট ফোর্স। এই কড়া নজরদারি এড়িয়েই ঘুরপথে স্টেশনে এসে কোলফিল্ড এক্সপ্রেসে কলকাতা রওনা দেন শতাধিক বিজেপি কর্মী, সমর্থক।
পুলিশ তুমি যতই ধরো ট্রেনে করে নবান্ন যাব- এই স্লোগান দিয়ে কাটোয়া থেকে লোকাল ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশে রওনা দিলেন বিজেপি কর্মী, সর্মথকরা। বিজেপির দাবি, তৃণমূলের বাধা এড়াতে কৌশলী ভূমিকা নেন তাঁরা। গ্রাম থেকে স্বাভাবিকভাবে স্টেশনে এসে পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা।
BJP র মিছিল রুখতে মজুত রয়েছে ২টি জল কামান। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। হাওড়া ময়দান থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল আসার কথা। সেখানে জিটি রোডের ওপর তৈরি করা হয়েছে পুলিশি ব্যারিকেড।
রানিগঞ্জ স্টেশনে বিজেপি কর্মীদের ঢুকতে বাধা পুলিশের। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি। কয়েকজন জোর করে স্টেশনে ঢুকে পড়লে ৫ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। কুলটির বরাকর স্টেশনেও বিজেপি কর্মীদের দেখে লাঠি উঁচিয়ে তেড়ে যেতে দেখা যায় পুলিশ কর্মীদের। একজনকে গ্রেফতার করা হয়।
শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল আসবে সাঁতরাগাছি থেকে। তার আগে সকালেই গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হল কোনা এক্সপ্রেসওয়ের একাংশ। গার্ড রেল ঝালাই করে রাস্তায় গর্ত খুঁড়ে বসিয়ে দেওয়া হয়েছে।
তৃণমূলের সবাই চোর স্লোগান তুলে, ব্যানার নিয়ে সিউড়ি স্টেশনে আসেন বিজেপি কর্মী, সমর্থকরা। রওনা দেন কলকাতার উদ্দেশে।
নবান্ন অভিযান রুখতে পুলিশি তত্পরতা। কলকাতায় যাওয়ার পথে রামপুরহাট স্টেশনে আটক ১০ জন বিজেপি কর্মী। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে আরেকটি দল ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশে রওনা দেয়।
কোথাও ব্যারিকেড দিয়ে বিজেপি কর্মীদের আটকানোর চেষ্টা। কোথাও স্টেশনে টহল পুলিশের। উত্তরবঙ্গের একাধিক জায়গায় কলকাতামুখী বিজেপি কর্মী-সমর্থকদের ট্রেনে উঠতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। তৃণমূল কি ভয় পাচ্ছে? কটাক্ষ দিলীপ ঘোষের। পাল্টা জবাব দিয়েছে শাসকদল।
আজ বিজেপির নবান্ন অভিযান। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিন দিক থেকে মিছিল আসবে নবান্নর দিকে। পরিস্থিতি সামাল দিতে, প্রস্তুত পুলিশও। বিভিন্ন জায়গায় থাকছে ত্রিস্তরীয় ব্যারিকেড, জলকামান, কাঁদানে গ্যাস। মোতায়েন থাকবেন প্রায় ২ হাজার পুলিশকর্মী।
প্রেক্ষাপট
কলকাতা : আজ বিজেপির নবান্ন অভিযান। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিন দিক থেকে মিছিল আসবে নবান্নর দিকে। পরিস্থিতি সামাল দিতে, প্রস্তুত পুলিশও। বিভিন্ন জায়গায় থাকছে ত্রিস্তরীয় ব্যারিকেড, জলকামান, কাঁদানে গ্যাস। মোতায়েন থাকবেন প্রায় ২ হাজার পুলিশকর্মী। সারাদিন এই খবরেই মূলত নজর থাকবে। এক নজরে আজকের শিরোনাম।
- আজ বিজেপির নবান্ন অভিযান। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিন দিক থেকে মিছিল আসবে নবান্নর দিকে। পরিস্থিতি সামাল দিতে, প্রস্তুত পুলিশও । কলেজ স্কোয়ারে মিছিলের নেতৃত্বে দিলীপ। হাওড়া ময়দান থেকে মিছিল সুকান্তর। সাঁতরাগাছি থেকে মিছিল শুভেন্দুর। মিছিল আটকাতে বিভিন্ন জায়গায় ত্রিস্তরীয় ব্যারিকেড।
- বিজেপির নবান্ন অভিযানের আগেই উত্তপ্ত উত্তরবঙ্গ। আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর, শিলিগুড়ি-ট্রেনে উঠতে বিজেপি কর্মীদের পুলিশের বাধা।
- দুর্নীতি অস্ত্রে শান, আজ বিজেপির নবান্ন অভিযান। ৩দিক থেকে সুকান্ত-দিলীপ-শুভেন্দুর মিছিল। বিশৃঙ্খলা করলে প্রশাসনের পদক্ষেপ, তোপ তৃণমূলের।
- নেতাজি ইন্ডোরের সভা সেরেই খড়গপুরে মুখ্যমন্ত্রী। আজ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ নিয়ে বৈঠক। থাকবেন ২ মেদিনীপুরের বিধায়করা।
- পুজো অনুদান মামলায় আজ রায়-দান। সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ৫টি জনস্বার্থ মামলা। রায় ঘোষণা করবে প্রধান বিচারপতির বেঞ্চ।
- মাঝরাতের পরে ফের দুপুর। কয়লাপাচারকাণ্ডে ১২ ঘণ্টার মধ্যে ২বার ইডি দফতরে অভিষেকের শ্যালিকা। ৭ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
- রক্ষাকবচ সত্ত্বেও ব্যাঙ্কক যেতে কেন বাধা? ইডির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে অভিষেক-শ্যালিকা। বৃহস্পতিবার শুনানি।
- এজেন্সির অতিসক্রিয়তার অভিযোগ, বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য। দেশজুড়ে এজেন্সি-রাজ, আক্রমণে মমতা। জারিজুরি ফাঁস, পাল্টা বিজেপি।
- চাকরি নিয়ে উৎকর্ষ বাংলার মঞ্চে ঘোষণা মমতার। খাটের নীচে উন্নয়নের মতোই দুয়ারে চাকরি, খোঁচা বিজেপির।
- গাঁজা কেস নিয়ে এবার রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের। হাওড়ায় কত মামলা, কত বাজেয়াপ্ত, কত নষ্ট? ২০ নভেম্বর রিপোর্ট পেশের নির্দেশ।
- দুর্নীতির প্রতিবাদে আজ বিজেপির নবান্ন অভিযান। ৩দিক দিয়ে ঘিরতে প্রস্তুতি। পাল্টা তৈরি পুলিশ। সব খবরের টানা কভারেজ সবার আগে, দিনভর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -