West Bengal News Live: বকেয়া ডিএ না পেলে পঞ্চায়েত ভোটে কাজ নয়, সিইও দফতর, রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি আন্দোলনকারীদের

West Bengal News : জেলা থেকে জেলার খবর, এক নজরে এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 14 Feb 2023 10:55 PM
WB News Live Update: দুই জেলায় জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড

দুই জেলায় জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড। পশ্চিম মেদিনীপুরের সিজুয়াতে শালবনে আগুন লাগে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার বকখালির পর্যটন কেন্দ্রে বিশালাক্ষ্মী মন্দির লাগোয়া বনাঞ্চলেও আগুন লাগে। প্রায় ২৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

WB News Live: দফতরে আয়কর হানা, তদন্তে সহযোগিতার আশ্বাস বিবিসির

দফতরে আয়কর হানা, তদন্তে সহযোগিতার আশ্বাস বিবিসির। অঘোষিত জরুরি অবস্থা দেখছে কংগ্রেস। এত ভয় কেন? নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপির। 

WB News Live Update: কাল ভাঙড়ে বাম-আইএসএফের সভা, অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা

কাল ভাঙড়ে বাম-আইএসএফের সভা। অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা। অশান্তির আশঙ্কায় জারি ১৪৪ ধারা। এলাকায় ঢোকার মুখে পুলিশের নাকা তল্লাশি।

WB News Live: তৃণমূলে থাকাকালীন বিধায়ক কেনাবেচা নিয়ে সাগরদিঘিতে বিস্ফোরক শুভেন্দু


দ্বিতীয় দফায় তৃণমূল ক্ষমতায় আসার পরে বাম বিধায়কের দলবদল
তৃণমূলে থাকাকালীন বিধায়ক কেনাবেচা নিয়ে সাগরদিঘিতে বিস্ফোরক শুভেন্দু

WB News Live Update:নৌশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে, আজ কলকাতায় মিছিল করল বামপন্থী দলগুলি

নৌশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে, আজ কলকাতায় মিছিল করল বামপন্থী দলগুলি। বাজেটের আগে বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে বলে, ISF বিধায়ককে আটকে রাখার চেষ্টা হচ্ছে। মন্তব্য করলেন মীনাক্ষী মুখোপাধ্য়ায়। নৌশাদের মুক্তি না মেলা পর্যন্ত জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ISF। অন্যদিকে ভাঙড়ে পাল্টা সভা করে CPM ও ISF-কে একযোগে বিঁধেছেন আরাবুল ইসলামরা।

WB News Live: পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে পঞ্চায়েতে অনাস্থা আনাকে কেন্দ্র করে প্রকাশ্যে শাসক দলের কোন্দল

পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে পঞ্চায়েতে অনাস্থা আনাকে কেন্দ্র করে প্রকাশ্যে শাসক দলের কোন্দল। দলেরই বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল প্রধানের বিরুদ্ধে। অভিযোগ অ্স্বীকার করে পাল্টা হেনস্থার অভিযোগ করেছেন প্রধান। কটাক্ষ করেছে বিজেপি। 

WB News Live Update: কোচবিহারের তুফানগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড

কোচবিহারের তুফানগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ভস্মীভূত বাড়ি। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে

WB News Live: বকেয়া ডিএ না মেটালে এবার পঞ্চায়েত পেনডাউনের হুঁশিয়ারি সরকারি কর্মীদের

বকেয়া ডিএ না মেটালে এবার পঞ্চায়েত পেনডাউনের হুঁশিয়ারি সরকারি কর্মীদের

WB News Live Update: বকেয়া ডিএ না পেলে পঞ্চায়েত ভোটে কাজ নয়, রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি আন্দোলনকারীদের

বকেয়া ডিএ না পেলে পঞ্চায়েত ভোটে কাজ নয়। চাপ বাড়িয়ে এবার সিইও দফতর, রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি আন্দোলনকারীদের।

WB News Live: ফের খারিজ জামিনের আর্জি, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর ফের হাজতবাস

ফের খারিজ জামিনের আর্জি, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর ফের হাজতবাস

WB News Live Update: ডিএ-র দাবিতে ১৯দিনে পড়ল শহিদ মিনারের ধর্না

 ডিএ-র দাবিতে ১৯দিনে পড়ল শহিদ মিনারের ধর্না। অসুস্থ হয়ে হাসপাতালে ২ অনশনকারী। আন্দোলনকে সমর্থন জানিয়ে গেলেন বিজেপি সাংসদ। 

WB News Live: পার্থকে ১০ লক্ষ টাকা দিয়েছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল, কোর্টে দাবি ইডির

পার্থকে ১০ লক্ষ টাকা দিয়েছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল। কোর্টে দাবি ইডির। বাড়িতে মেলেনি টাকা, দলগত অপরাধও নয়, পাল্টা পার্থর আইনজীবী।

WB News Live Update: নৌশাদ সিদ্দিকি সহ অন্যান্যদের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল

নৌশাদ সিদ্দিকি সহ অন্যান্যদের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল
বাম, আইএফএস সহ ১৮টি সংগঠনের মিছিল
পার্ক সার্কাসের রামলীলা পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল

WB News Live: পঞ্চায়েত ভোটের আগে এবার খাদ্যমন্ত্রীর মুখে হুল-হুঁশিয়ারি

পঞ্চায়েত ভোটের আগে এবার খাদ্যমন্ত্রীর মুখে হুল-হুঁশিয়ারি।

WB News Live Update:পূর্ব বর্ধমানের জে পি নাড্ডার পাল্টা সভার আগে গঙ্গাজল দিয়ে মাঠ শোধন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়কের

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে জে পি নাড্ডার পাল্টা সভা করছে তৃণমূল। তার আগে গঙ্গাজল দিয়ে মাঠ শোধন করলেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। রবিবার এই মাঠেই নির্বাচনী সভা করেন জে পি নাড্ডা। ২ দিনের মাথায়, আজ ওই মাঠেই পাল্টা সভা করছে তৃণমূল। বিজেপির সর্বভারতীয় সভাপতি পূর্বস্থলীর যে কালীমন্দিরে পুজো দিয়েছিলেন, সেখানেও গঙ্গাজল দিয়ে শোধন করলেন তৃণমূল বিধায়ক। দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের আগে শোধন করুক তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির। 

WB News Live: পঞ্চায়েত ভোটের আগে এবার খাদ্যমন্ত্রীর মুখে হুল-হুঁশিয়ারি

পঞ্চায়েত ভোটের আগে এবার খাদ্যমন্ত্রীর মুখে হুল-হুঁশিয়ারি।কেউ যদি ভেবে থাকেন, তৃণমূল কংগ্রেস হাতে চুড়ি পরে আছে, ভুল করছে। মূর্খের স্বর্গে আছে। যাঁরা হুল ফোটাতে আসছেন, তাঁদের বলি হুল ফোটাবেন না, তাহলে কিন্তু পাল্টা হুলটা আর সহ্য করতে পারবেন না। গতকাল মধ্যমগ্রামের কলুুপাড়ায় সিপিএমের পাল্টা সভায় এভাবেই বামেদের হুঁশিয়ারি দিলেন খাদ্যমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। তৃণমূলের লুঠের রাজনীতির প্রতিবাদ করাতেই আমাদের ওপর হামলা, মানুষ ভোটের ফলে জবাব দেবে, প্রতিক্রিয়া সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ খানের

WB News Live Update:নৌশাদ সিদ্দিকি সহ অন্যান্যদের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল

নৌশাদ সিদ্দিকি সহ অন্যান্যদের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল, বাম, আইএফএস সহ ১৮টি সংগঠনের মিছিল। 

WB News Live: পঞ্চায়েত ভোটের আগে ফের বীরভূমে উদ্ধার হল ড্রামভর্তি বোমা

পঞ্চায়েত ভোটের আগে ফের বীরভূমে উদ্ধার হল ড্রামভর্তি বোমা। রামপুরহাটের বারোমেসিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্লাস্টিকের ড্রামে বোমা উদ্ধার। ড্রাম থেকে ৫টি তাজা বোমা উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। বম্ব ডিসপোজাল স্কোয়াডে খবর দেওয়া হয়েছে 

WB News Live Update:বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে ধর্না মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন ২ অনশনকারী

বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে ধর্না মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন ২ অনশনকারী। গতকাল রাতে সঞ্জিত চক্রবর্তীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। ভোররাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় আর এন টেগোর হাসপাতালে। ধর্না মঞ্চে অসুস্থ আরেক অনশনকারী অনিরুদ্ধ ভট্টাচার্যকে সকালে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। 

WB News Live: মামলা বিচারাধীন, এর মধ্যে কী করে ৬১৮ জনের তালিকা প্রকাশ?, কোর্টের দৃষ্টি আকর্ষণ তালিকাভুক্ত ৯৫২ জনের একাংশের।

মামলা বিচারাধীন, এর মধ্যে কী করে ৬১৮ জনের তালিকা প্রকাশ?' 'বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। দৃষ্টি আকর্ষণ করলেন তালিকাভুক্ত ৯৫২ জনের একাংশ। 

WB News Live Update:পঞ্চায়েত ভোটের আগে এবার খাদ্যমন্ত্রীর মুখে হুল-হুঁশিয়ারি

পঞ্চায়েত ভোটের আগে এবার খাদ্যমন্ত্রীর মুখে হুল-হুঁশিয়ারি।কেউ যদি ভেবে থাকেন, তৃণমূল কংগ্রেস হাতে চুড়ি পরে আছে, ভুল করছে। মূর্খের স্বর্গে আছে। যাঁরা হুল ফোটাতে আসছেন, তাঁদের বলি হুল ফোটাবেন না, তাহলে কিন্তু পাল্টা হুলটা আর সহ্য করতে পারবেন না। গতকাল মধ্যমগ্রামের কলুুপাড়ায় সিপিএমের পাল্টা সভায় এভাবেই বামেদের হুঁশিয়ারি দিলেন খাদ্যমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। তৃণমূলের লুঠের রাজনীতির প্রতিবাদ করাতেই আমাদের ওপর হামলা, মানুষ ভোটের ফলে জবাব দেবে, প্রতিক্রিয়া সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ খানের

WB News Live: মামলায় যুক্ত করার আবেদন খারিজ হচ্ছে। আমরা কোথায় যাব? প্রশ্ন তুললেন ৯৫২ চাকরিপ্রাপকের একাংশ।

মামলায় যুক্ত করার আবেদন খারিজ হচ্ছে। আমরা কোথায় যাব? গাজিয়াবাদে উদ্ধার ওএমআর শিটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ৯৫২ চাকরিপ্রাপকের একাংশ। স্কুলে নবম-দশমে নিয়োগে দুর্নীতি মামলায় শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল ডিভিশন বেঞ্চ। 

WB News Live Update:বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে ধর্না মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন ২ অনশনকারী

বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে ধর্না মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন ২ অনশনকারী। গতকাল রাতে সঞ্জিত চক্রবর্তীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। ভোররাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় আর এন টেগোর হাসপাতালে। ধর্না মঞ্চে অসুস্থ আরেক অনশনকারী অনিরুদ্ধ ভট্টাচার্যকে সকালে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে । 

WB News Live: পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কোচবিহারের বিজেপি সাংসদের

কোচবিহারে বিএসএফের গুলিতে এক রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কোচবিহারের বিজেপি সাংসদ। যা নিয়ে আরও চড়ল শাসক-বিরোধীর তরজার সুর। 

WB News Live Update:বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে ধর্না মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন ২ অনশনকারী

বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে ধর্না মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন ২ অনশনকারী। গতকাল রাতে সঞ্জিত চক্রবর্তীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। ভোররাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় আর এন টেগোর হাসপাতালে। ধর্না মঞ্চে অসুস্থ আরেক অনশনকারী অনিরুদ্ধ ভট্টাচার্যকে সকালে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে  

WB News Live: রাজ্য়পালের সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে অব্য়াহতি দিচ্ছে রাজভবন

রাজ্য়পালের সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে অব্য়াহতি দিচ্ছে রাজভবন। সূত্রের খবর, রাজ্য় সরকারকে এই মর্মে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। তবে নবান্নর তরফে এখনও এনিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

WB News Live Update:২০১৬-র এসএসসি-র নবম-দশমের অযোগ্য শিক্ষকদেরও কি চাকরি যেতে চলেছে?

হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে এসএসসি-র গ্রুপ ডি পদে কর্মরত ১ হাজার ৯১১ জন অযোগ্য প্রার্থীর। এবার কি একই পরিণতি হতে চলেছে, ২০১৬-র এসএসসি-র নবম-দশমের অযোগ্য শিক্ষকদেরও? সেই সম্ভাবনা জোরাল হল সোমবার। 

WB News Live:হাইকোর্টের নির্দেশে চাকরি গেল ওন্দার ভুলনপুর হাইরস্কুলের গ্রুপ ডি কর্মী পূর্ণিমা নন্দীর।

হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে বাঁকুড়ার তৃণমূল নেতা থেকে পরিবারের সদস্যদের। এবার, তাতে নবতম সংযোজন হল বাঁকুড়ার ওন্দার তৃণমূল নেতার স্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার নাম। চাকরি গেছে, ওন্দার ভুলনপুর হাইরস্কুলের গ্রুপ ডি কর্মী পূর্ণিমা নন্দীর।

WB News Live Update:দুই স্বনির্ভর গোষ্ঠীর বিবাদের জেরে, পুরুলিয়ার একটি স্কুলে বন্ধ মিড ডে মিলের রান্না

দুই স্বনির্ভর গোষ্ঠীর বিবাদের জেরে, পুরুলিয়ার একটি স্কুলে বন্ধ মিড ডে মিলের রান্না। প্রশাসনিক বৈঠকেও মেলেনি সমাধান সূত্র। স্কুল কর্তৃপক্ষের দাবি, আগামীকাল থেকে ফের শুরু হবে মিড ডে মিল। কিন্তু আদৌ তা করা যাবে কিনা, তা নিয়ে দোলাচল অব্য়াহত।

WB News Live:ফলের দাম চাওয়ায়, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে মত্তদের হাতে আক্রান্ত প্রৌঢ়

ফলের দাম চাওয়ায়, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে মত্তদের হাতে আক্রান্ত প্রৌঢ়। তাঁকে বাঁচাতে যাওয়ায় ইটের ঘায়ে জখম হলেন এক ব্যবসায়ী। নরেন্দ্রপুরের গোপালনগরের ঘটনা। দুই অভিযুক্তের খোঁজ চালাছে পুলিশ। 

প্রেক্ষাপট

শূন্য, ২ পেয়েও ৪ বছর ধরে শিক্ষক! গ্রুপ ডি-র (Group D) পরে হাইকোর্টের (High Court) নির্দেশে নবম-দশমে চাকরি যাচ্ছে ৬১৮জনের। ওএমআর শিট-সার্ভার্রের (OMR Sheet) নম্বরে দেদার ফারাক। 

'জালিয়াতি (Fraud) করে একই স্কুলে ছেলের চাকরির অভিযোগ, মুর্শিদাবাদের প্রধান শিক্ষক গ্রেফতার। হাইকোর্টের নির্দেশে তদন্তে সিআইডি। খোঁজ নেই ছেলের। 

রাজ্যের সঙ্গে সমীকরণ বদলের জল্পনার মধ্যেই পূর্বসূরীর কাছে রাজ্যপাল (Governor)। উপ রাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপালের  সঙ্গে সিভি আনন্দ বোসের বৈঠক। ধনকড়ের কাছে বোস


বিধানসভায় বিক্ষোভ, সুকান্তর সঙ্গে বৈঠকের পরেই প্রধান সচিবকে (Principal Secretary) সরাতে নবান্নকে বার্তা রাজ্যপালের।


বিজেপির বিরুদ্ধে রাজ্যপালকে নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ মুখ্যমন্ত্রীর। আগে পরিস্থিতি বুঝতে পারেন নি, তাই পূর্বসূরীর কাছে রাজ্যপাল, পাল্টা বিজেপি। 


বালিগঞ্জে টাকার পাহাড়, শুভেনদু-মনজিতের ছবি দেখিয়ে আক্রমণে মমতা। সস্ত্রকী ভাইকে বিজেপিতে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ। উদ্বেগ স্পষ্ট, পাল্টা শুভেন্দু। 

রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনায় বিধানসভায় তুলকালাম। অধ্যক্ষকে অপমানের অভিযোগ, শুভেন্দুকে সাসপেনশনের প্রস্তাব তাপসের। মুখ্যমন্ত্রীর অনুরোধে প্রত্যাহার। 


মুখ্যমন্ত্রীর কথায় বক্তব্যের অংশ বাদ দেওয়ার অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিজেপির। 


মেদিনীপুরের থেকে বকখালি। একই দিনে জঙ্গলে বিধ্বংসী আগুন। সিজুয়ায় শালের জঙ্গলে আগুন। বকখালিতে মন্দির লাগোয়া বনাঞ্চলে আগুন। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.