West Bengal News Live: মালদার কালিয়াচকে আম বাগানে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 14 Jul 2023 10:32 PM
Malda News: মালদার কালিয়াচকে আম বাগানে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ

ভোটের পরেও বোমার বলি। মালদার কালিয়াচকে আম বাগানে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। মৃত্যু দুষ্কৃতীর। গুরুতর জখম আরও ২। ছড়িয়ে বোমা তৈরির সরঞ্জাম।

Titagarh News: দমকলকর্মী খুনে গ্রেফতার ২ সুপারি কিলার

দমকলকর্মী খুনে গ্রেফতার ২ সুপারি কিলার। উত্তর ২৪ পরগনার টিটাগড় থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও অধরা খুনের মাস্টার মাইন্ড। ব্য়ক্তিগত আক্রোশের জেরেই এই খুন বলে জানিয়েছে পুলিশ। 

Sukanta Majumdar: নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ সুকান্ত মজুমদারের

নির্বাচন পরবর্তী হিংসার আবহেই বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক অমিত শাহের। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর এবার সুকান্ত মজুমদারকে তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আজ সন্ধে ৬টায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক। বাংলার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সুকান্ত মজুমদারকে জরুরি তলব অমিত শাহের। পঞ্চায়েত নির্বাচন চলাকালীন এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা। পঞ্চায়েত নির্বাচন চলাকালীনও রাজ্য বিজেপির সভাপতির সঙ্গে ফোনে দুবার কথা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের বাইরেই সাংবাদিক বৈঠক করবেন সুকান্ত মজুমদার। 

Murshidabad News: মুর্শিদাবাদে সিপিএমের পরাজিত প্রার্থীকে বেধড়ক মার

মুর্শিদাবাদে সিপিএমের পরাজিত প্রার্থীকে বেধড়ক মার। হাওড়ায় পরাজিত বিজেপি প্রার্থীদের বাড়িতে অগ্নিকাণ্ড। পশ্চিম মেদিনীপুরে বিজেপির পোলিং এজেন্টের ওপর হামলা। ভোট শেষের পরও অব্য়াহত সন্ত্রাস। দিকে দিকে বিরোধীদের ওপর হামলার অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

Tapas Roy: ভোট-হিংসার জন্য এবার পুলিশকে কাঠগড়ায় তুললেন তৃণমূল বিধায়ক তাপস রায়

ভোট-হিংসার জন্য এবার পুলিশকে কাঠগড়ায় তুললেন তৃণমূল বিধায়ক তাপস রায়। 'অযোগ্য পুলিশ আর মজা দেখা পুলিশের জন্যই এই ঘটনাগুলি ঘটেছে। পুলিশের একটা অংশ অযোগ্য, আরেকটি অংশ মজা দেখছে। যারা মজা দেখছে, তারা সরকারকে হেয় করতে চায়। তারা আমাদের সরকারের বিরোধী শক্তি', মন্তব্য তৃণমূল বিধায়ক তাপস রায়ের। 

Amit Shah: পঞ্চায়েত ভোটে সন্ত্রাস ও ভোটের ফল নিয়ে ট্যুইট করে নাম না করে তৃণমূলকে নিশানা অমিত শাহের

পঞ্চায়েত ভোটে সন্ত্রাস ও ভোটের ফল নিয়ে ট্যুইট করে নাম না করে তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইটারে তিনি লিখেছেন, 'পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী সন্ত্রাস বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করা থেকে থামাতে পারেনি। বিজেপি আগের নির্বাচনের তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে, যা প্রমাণিত আমাদের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে'। 

WB Elections Commission: সব জয়ী প্রার্থীর ভবিষ্যৎ ঝুলে রইল হাইকোর্টের রায়ের ওপরে, চিঠি দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন

সব জয়ী প্রার্থীর ভবিষ্যৎ ঝুলে রইল হাইকোর্টের রায়ের ওপরে। সমস্ত জেলাশাসকদের চিঠি দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন। 'যাঁরা পঞ্চায়েতে জয়ী, তাঁদের ভবিষ্যৎ নির্ভর করবে কলকাতা হাইকোর্টের রায়ের ওপর। সমস্ত জয়ী প্রার্থীকে দ্রুত কমিশনের নোটিস সম্বন্ধে অবহিত করতে হবে জেলাশাসকদের', সমস্ত জেলাশাসকদের চিঠি দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন।

Nawsad Siddique: পুলিশি বাধায় ভাঙড়ে ঢুকতেই পারলেন না নৌশাদ সিদ্দিকি

পুলিশি বাধায় ভাঙড়ে ঢুকতেই পারলেন না নৌশাদ সিদ্দিকি। রাজারহাটের পর নিউটাউনে আটকানো হল নৌশাদ সিদ্দিকিকে। 
ভাঙড়ে নিহত দলীয় কর্মীদের বাড়িতে যাওয়ার কথা ছিল নৌশাদের। এলাকায় ১৪৪ ধারার যুক্তি দেখিয়ে ভাঙড় যেতে নৌশাদকে বাধা পুলিশের। 
পুলিশের সঙ্গে বচসা ভাঙড়ের আইএসএফ বিধায়কের। 

Abhishek Banerjee: বিজেপি-র সমাজবিরোধীদের সুরক্ষা দিয়ে রেখেছে আদালত, ফের বিচারব্যবস্থার একাংশকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

" পুলিশ কী করে ব্যবস্থা নেবে? সমাজবিরোধীদের সুরক্ষা দিয়ে রেখেছে আদালত। সত্যি বলার জন্য যদি কেউ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, নিতে পারে। বিজেপির গুন্ডাবাহিনীকে নিরাপত্তা দিয়ে রেখেছে আদালত, কী করে ব্যবস্থা নেবে পুলিশ?" ফের বিচারব্যবস্থার একাংশকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

Abhishek Banerjee: 'বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে', বললেন অভিষেক

'বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে। মহিলাদের ধর্ষণের হুমকি দিচ্ছে, বাচ্চাদেরও বাড়ি ছাড়া করেছে', বললেন অভিষেক।

Malda News: মালদার চাঁচলে স্কুলের মধ্যে বোমা! আতঙ্কে ছুটি দিয়ে দেওয়া হল স্কুল

মালদার চাঁচলে স্কুলের মধ্যে বোমা! আতঙ্কে ছুটি দিয়ে দেওয়া হল স্কুল। কে বা কারা বোমা রেখেছে, তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের দিনও তাণ্ডব চালানো হয় স্কুলে। 

Abhishek Banerjee: নন্দীগ্রামে আহত তৃণমূলকর্মীদের দেখতে এসএসকেএমে অভিষেক

নন্দীগ্রামে আহত তৃণমূলকর্মীদের দেখতে এসএসকেএমে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Sukanta Majumdar: নির্বাচন পরবর্তী হিংসার আবহেই বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক অমিত শাহের

নির্বাচন পরবর্তী হিংসার আবহেই বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক অমিত শাহের। আজ সন্ধে ৬টায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক।
বাংলার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সুকান্ত মজুমদারকে জরুরি তলব অমিত শাহের। পঞ্চায়েত নির্বাচন চলাকালীন এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা। পঞ্চায়েত নির্বাচন চলাকালীনও রাজ্য বিজেপির সভাপতির সঙ্গে ফোনে দুবার কথা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের বাইরেই সাংবাদিক বৈঠক করবেন সুকান্ত মজুমদার।

Murshidabad News: এনআরএসে মৃত্যু হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তৃণমূল কর্মীর

পঞ্চায়েত ভোট ঘিরে বেলাগাম সন্ত্রাস। প্রাণ গেল আরও একজনের। এনআরএসে মৃত্যু হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তৃণমূল কর্মীর। ৮ জুলাই বড়শিমুল গ্রাম পঞ্চায়েতে ভোট দিতে যাওয়ার সময় বোমাবাজিতে গুরুতর জখম হন তৃণমূল কর্মী সইবুর রহমান ও তাঁর ভাই মইদুল রহমান। ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ ওঠে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার মৃত্যু হয় মইদুলের। আজ ভোর রাতে এনআরএসে মৃত্যু হয় তৃণমূল কর্মী সইবুরের। রাজ্যে পঞ্চায়েত ভোটে এই নিয়ে ৩৭ দিনে ৫০ জনের মৃত্যু হল। 

WB News Live Updates: আজ নন্দীগ্রামে শান্তিমিছিল তৃণমূলের

আজ নন্দীগ্রামে শান্তিমিছিল তৃণমূলের। পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের পর এবার নন্দীগ্রামে তৃণমূল কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তারই প্রতিবাদে শান্তিমিছিল তৃণমূলের।

Panchayat Polls Live Updates: ভোট ঘোষণার পর ৩৭ দিনে মৃত্যু হল ৫০ জনের

ভোট-সন্ত্রাসের বলি আরও ১। প্রাণ গেল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণপুরে বিজেপির পরাজিত প্রার্থী ভোলানাথ মণ্ডলের। মনোনয়নের পর থেকে দফায় দফায় হামলা, বেধড়ক মারধরের অভিযোগ। আজ সকালে মৃত্যু বিজেপির পরাজিত প্রার্থী ভোলানাথ মণ্ডলের। ভোট ঘোষণার পর ৩৭ দিনে মৃত্যু হল ৫০ জনের। 

Cooch Behar News: ভোটের দিন বোমাবাজি, কোচবিহারে আক্রান্ত তৃণমূল কর্মীর মৃত্যু

কোচবিহারে আক্রান্ত তৃণমূল কর্মীর মৃত্যু। ভোটের দিন বোমাবাজি, পরের দিন আহত তৃণমূলকর্মীর মৃত্যু। কোচবিহারের শীতলকুচিতে ভোটের দিন বোমাবাজি। আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি আনার সময় মৃত্যু। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে সংঘর্ষে মৃত্যু, পাল্টা দাবি বিজেপির। ভোটের দিন সংঘর্ষ, ৯ জুলাই শিলিগুড়িতে আনার সময় মৃত্যু।

Panchayat Polls Live Updates: সিঙ্গুরের একটি বুথ ছাড়াও সাঁকরাইলের ১৫টি বুথে ফের ভোট

ভোটের দিন ব্যালট খেয়ে বুথ রক্ষার চেষ্টা তৃণমূলপ্রার্থীর, ফের ভোট। সিঙ্গুরের একটি বুথ ছাড়াও সাঁকরাইলের ১৫টি বুথে ফের ভোট। সাঁকরাইলে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ব্যালট লুঠের অভিযোগ। 'ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে ভোট গণনা সম্পূর্ণ হয়নি', সেই কারণেই ফের ভোট হবে ওই ১৫টি বুথে, জানাল কমিশন। 

Calcutta High Court: পঞ্চায়েতে জিতলেই টাকা, তাই এত মারামারি-ভাঙচুর, মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার

'পঞ্চায়েতে জিতলেই টাকা, তাই এত মারামারি-ভাঙচুর!', জাঙ্গিপাড়া ব্যালট মামলায় মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। ২০ জুলাইয়ের মধ্যে রিটার্নিং অফিসারের হলফনামা তলব। গণনাকেন্দ্রের বাইরে উদ্ধার হওয়া ব্যালট নিয়ে হলফনামা তলব। 
সিসিটিভি ফুটেজ নিয়ে আদালতে হাজিরা রিটার্নিং অফিসারের। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা থাকবে সিসিটিভি ফুটেজ, নির্দেশ হাইকোর্টের। 

WB News Live Updates: নিয়োগ দুর্নীতির পিছনে কার মাথা? ইডি-কে প্রশ্ন বিচারপতির অমৃতা সিন্হার

নিয়োগ দুর্নীতির কিং পিন কে ? দুর্নীতির পিছনে কার মাথা ? প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-কে প্রশ্ন বিচারপতির অমৃতা সিন্হার

West Bengal News Live: বিজেপির টিকিটে জিতেই তৃণমূলে যোগ বাঁকুড়ায়

বিজেপির টিকিটে জিতেই তৃণমূলে যোগ। বিরোধী শূন্য বাঁকুড়ার ওন্দা ব্লকের কল্যাণী গ্রাম পঞ্চায়েতয বিজেপির জয়ী প্রার্থী কাজল মই-এর হাতে পতাকা তুলে দেন তৃণমূলের ওন্দা ব্লক সভাপতি। বিজেপির দাবি ভয় দেখিয়ে ও অর্থের বিনিময়ে বিরোধীদের তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হচ্ছে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি উন্নয়নে সামিল হতেই এই যোগদান। 

WB News Live Updates: পুরুলিয়ার রঘুনাথপুরে সিপিএমের জয়ী প্রার্থী যোগ দিলেন তৃণমূলে

জয়ের পরে দলবদলের ধারা চলছেই। কাটোয়া, কালনা, বাঁকুড়ার পর এবার পুরুলিয়ার রঘুনাথপুর। সিপিএমের জয়ী প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। রঘুনাথপুর ১ নম্বর ব্লকের চোরপাহাড়ি গ্রাম পঞ্চায়েতে ১৩টি আসন। তার মধ্যে ১২টিতেই জয়ী হয় তৃণমূল। একটি আসনে জিতেছিলেন সিপিএম প্রার্থী ছায়া বাউড়ি। এবার তিনিও শাসক দলের পতাকা ধরায় বিরোধীশূন্য হল রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত। 

West Bengal News Live: কোচবিহারে আক্রান্তদের সঙ্গে দেখা করে মমতাকে আক্রমণ রবিশঙ্করের

কোচবিহারে আক্রান্তদের সঙ্গে দেখা করে মমতাকে আক্রমণ রবিশঙ্করের। হিংসার দায় শুভেন্দুর, পাল্টা কুণাল।

WB News Live Updates: টানা বৃষ্টির জেরে জলমগ্ন জলপাইগুড়ি শহর, বিপর্যস্ত জনজীবন

টানা বৃষ্টির জেরে জলমগ্ন জলপাইগুড়ি শহর। বিপর্যস্ত জনজীবন। রাতভর বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, করলা, জলঢাকা। বন্যার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। গত চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়িতে ১৩২.৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এই বছরের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। 

West Bengal News Live: ভোটের পরেও বোমার বলি! মালদার বৈষ্ণবনগরে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু

ভোটের পরেও বোমার বলি! মালদার বৈষ্ণবনগরে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু। বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু, খবর পুলিশ সূত্রের। 

WB News Live Updates: মালদার খরবার প্রাথমিক বিদ্যালয়ে উদ্ধার বোমা

মালদার খরবার প্রাথমিক বিদ্যালয়ে উদ্ধার বোমা। বোমা উদ্ধার হওয়ায় ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্কুল। স্কুলের বিতর বোমা উদ্ধার হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে এসেছে খরবা ফাঁড়ির পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। 

West Bengal News Live: নিমতিতায় পরাজিত সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা, জখম প্রার্থীর বাবা-সহ তিন

নিমতিতায় পরাজিত সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা, জখম প্রার্থীর বাবা-সহ তিন। দাঁতনে বিজেপির পোলিং এজেন্টকে বেধড়ক মারধর। অভিযুক্ত তৃণমূল, অভিযোগ অস্বীকার। 

WB News Live Updates: জাঙ্গিপাড়ার ৮৯ নম্বর বুথের বাইরে রাস্তায় ব্যালট, চক্রান্তের তত্ত্ব পরিবহণমন্ত্রীর

জাঙ্গিপাড়ার ৮৯ নম্বর বুথের বাইরে রাস্তায় ব্যালট, চক্রান্তের তত্ত্ব পরিবহণমন্ত্রীর

West Bengal News Live: কোচবিহারের সন্ত্রস্ত এলাকায় পৌঁছল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম

কোচবিহারের সন্ত্রস্ত এলাকায় পৌঁছল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ভোট-সন্ত্রাসে আক্রান্তদের সঙ্গে কথা বলবেন তাঁরা। পঞ্চায়েত-পর্বে হিংসার খতিয়ান নিতে রাজ্য়ে এসেছে বিজেপির কেন্দ্রীয় দল। মঙ্গলবার কলকাতায় নেমেই হিঙ্গলগঞ্জে ভোট সন্ত্রাসে ঘরছাড়াদের পরিবারের সঙ্গে দেখা করেন তথ্যানুসন্ধান কমিটির সদস্যরা। বুধবার রাজ্য়পালের সঙ্গেও বৈঠক করে একগুচ্ছ অভিযোগ জানান তাঁরা। গতকাল বাসন্তীতে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থীদের সঙ্গে কথা বলেন তাঁরা। ফ্যাক্ট ফাইন্ডিং টিমে রয়েছেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও বিজেপি সাংসদ সত্যপাল সিং, রাজদীপ রায়, রেখা ভার্মা ও উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ও বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজলাল।

WB News Live Updates: পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে আইজি বিএসএফের হলফনামা

পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে আইজি বিএসএফের হলফনামা। 'নির্বাচনে ৮ রাউন্ড গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতে চালানো হয়েছে গুলি। ৮ রাউন্ড গুলিই চালানো হয়েছে শূন্যে। মোট ১১টি এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয়েছে বোমা ও পাথর।'হাইকোর্টে হলফনামা দিয়ে জানালেন আইজি বিএসএফ। 

West Bengal News Live: সিউড়িতে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বীরভূমের সিউড়ির ১ নং ব্লকে উত্তেজনা। রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ। একটি মোটরবাইকও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুপক্ষের হাতাহাতিতে আহত হয়েছেন এক তৃণমূলকর্মী। আহত তৃণমূলকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই গ্রামে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। একজনকে আটক করেছে পুলিশ। 

WB News Live Updates: ভাঙড়ে যাওয়ার আগেই রাজারহাটে আটকানো হল নৌশাদ সিদ্দিকিকে

ভাঙড়ে যাওয়ার আগেই রাজারহাটে আটকানো হল নৌশাদ সিদ্দিকিকে। আজ ভাঙড়ে নিহত দলীয় কর্মীদের বাড়িতে যাওয়ার কথা ছিল নৌশাদের। নিখোঁজ প্রার্থী জাহানারা খাতুনের এখনও খোঁজ মেলেনি, অভিযোগ নৌশাদের। 

West Bengal News Live: ফল প্রকাশের পরও অশান্তি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাওড়ার শ্যামপুর

ফল প্রকাশের পরও অশান্তি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাওড়ার শ্যামপুর। বোমাবাজি, বাড়ি ভাঙচুর, ইটবৃষ্টি, অ্য়াসিডের বোতল ছোড়ার অভিযোগ। নামল র‍্যাফ, আটক ১৩।

WB News Live Updates: খাস কলকাতায় গুলি করে দমকলকর্মীকে খুন, গ্রেফতার দুই

খাস কলকাতায় ফের গুলি, দমকলকর্মী খুন! লেকটাউনে দমকলকর্মীকে গুলি করে খুন! মেয়েকে স্কুল থেকে নিয়ে ফেরার সময় হামলা। ২ ভাড়াটে খুনি টিটাগড় থেকে গ্রেফতার। কেন খুন, এখনও ধোঁয়াশায় পুলিশ। 

West Bengal News Live: আজ কোচবিহার যাচ্ছে বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিম

গতকাল বাসন্তীর পর আজ কোচবিহার যাচ্ছে বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিম
উত্তরবঙ্গ এক্সপ্রেসে সকালে কোচবিহার স্টেশনে নামবেন রবিশঙ্কর প্রসাদরা

WB News Live Updates: রাজ্যপালকে বিস্তারিত রিপোর্ট পাঠালেন রাজ্য নির্বাচন কমিশনার

পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিস্তারিত রিপোর্ট পাঠালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা।

West Bengal News Live: ভোট ঘিরে বেলাগাম সন্ত্রাস, আরও ১ জনের মৃত্যু

ভোট ঘিরে বেলাগাম সন্ত্রাস, আরও ১ জনের মৃত্যু

WB News Live Updates: পঞ্চায়েত ভোটের পর দলবদলের ধারা অব্য়াহত

পঞ্চায়েত ভোটের পর দলবদলের ধারা অব্য়াহত। নদিয়ার গয়েশপুরে, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন সিপিএমের টিকিটে জেতা আবদুল শেখ। সিপিএমের জয়ী এক প্রার্থীকে দলে টেনে, বোর্ড গঠন প্রায় পাকা করে ফেলল তৃণমূল। 

West Bengal News Live: ভোট গণনার ২ দিন পর ফের বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ভাঙড়!

ভোট গণনার ২ দিন পর ফের বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ভাঙড়! গুরুতর জখম হলেন ৪ জন ISF কর্মী! প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, জখম ISF কর্মীরা জানিয়েছেন, তাদের লক্ষ্য করে বোমাবাজি করে তৃণমূলের দলবল। পাল্টা ISF-র বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল

WB News Live Updates: ভয়ের ভাঙড়ে ফের বিস্ফোরণ, বোমা বাঁধতে গিয়ে আহত ৪

ভয়ের ভাঙড়ে ফের বিস্ফোরণ। বোমা বাঁধতে গিয়ে আহত ৪। আনা হল কলকাতায়। এখনও আইএসএফ প্রার্থী-সহ স্বামী নিখোঁজ।

West Bengal News Live: ভোট ঘিরে বেলাগাম সন্ত্রাস! ৩৭দিনে প্রাণ হারালেন ৪৯ জন!

ভোট ঘিরে বেলাগাম সন্ত্রাস! ৩৭দিনে প্রাণ হারালেন ৪৯ জন! 

প্রেক্ষাপট

ভোট (Panchayat Election 2023) ঘিরে বেলাগাম সন্ত্রাস! ৩৭দিনে প্রাণ হারালেন ৪৯ জন! এবার মুর্শিদাবাদে ভোটের দিন আক্রান্ত তৃণমূল কর্মীর (TMC Worker Death) এনআরএসে মৃত্যু। ভোট দিতে যাওয়ার সময় হামলা, অভিযোগ পরিবারের। 


ভয়ের ভাঙড়ে ফের বিস্ফোরণ। বোমা বাঁধতে গিয়ে আহত ৪। আনা হল কলকাতায়। এখনও আইএসএফ প্রার্থী-সহ স্বামী নিখোঁজ। 
ভয়ের ভাঙড়, ফের বিস্ফোরণ!


ভোটের পরে বেলাগাম তাণ্ডব। একের পর এক বাড়ি, দোকান ধূলিস্যাত। হাবড়ার ২ নম্বর ব্লকে শুধুই আতঙ্ক।


ভোট শেষেও সন্ত্রাস। বাসন্তী গেল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রাজ্যপালের কাছে নালিশ।


ভোটের ফল বেরোতেই অশান্ত নন্দীগ্রাম। আক্রান্ত তৃণমূলকর্মীদের আনা হল এসএসকেএমে। তৃণমূল করার অপরাধে মহিলাকে বেঁধে মারের অভিযোগ। 


পঞ্চায়েতে জিতলেই টাকা, তাই এত মারামারি! রাস্তায় ব্যালট, স্বচ্ছতা কোথায়? জাঙ্গিপাড়া-মামলায় মন্তব্য হাইকোর্টের। রিটার্নিং অফিসারের হাজিরা।


ফলের পরও ভোট! ব্যালট খেয়েও হল না শেষ রক্ষা। অশোকনগর-সাঁকরাইল-সিঙগুর সহ ৩ জেলার ২০টি বুথে ফের ভোট, জানাল কমিশন।  


কালনা, কাটোয়া, গয়েশপুরের পর বাগনান, তমলুক, খড়গপুর। ভোটে জিতেই ডিগবাজি। বাম-বিজেপি থেকে কংগ্রসে প্রার্থীদের তৃণমূলে যোগদানের হিড়িক! 


ভোটের পরেও অবাধে হামলা। নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরেই নোডাল অফিসার নিয়োগ করছে বিএসএফ। খবর পেলেই সঙ্গে সঙ্গে জানানোর আবেদন। 


ভোটে সন্ত্রাস, বিজেপি নেতাদের মুখে ৩৫৫ ধারা জারির সওয়াল। শুভেনদুর ভিডিও দেখিয়ে চক্রান্তের তত্ত্ব তৃণমূলের। পাল্টা সত্যতা নিয়েই প্রশ্ন নিশীথের। 


ভোট হিংসার মধ্যেই শাসকের অন্দরে পরিণয়। রাজ্যসভার সাংসদ আবীরের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন লোকসভার সাংসদ প্রসূনের মেয়ে।


চতুর্থ দেশ হিসেবে আজ শুরু হচ্ছে ভারতের চন্দ্র অভিযান। শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-থ্রির উৎক্ষেপণ। তিরুপতি মন্দিরে পুজো দিলেন ইসরোর বিজ্ঞানীরা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.