West Bengal News Live Updates: উৎসবেও পথে চাকরিপ্রার্থীরা, ধর্নামঞ্চে প্রতীকী ভাইফোঁটা পালন করে প্রতিবাদ কর্মসূচি পালন

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 14 Nov 2023 03:13 PM
WB News LIVE Updates: আজ গোবর্ধন পুজো ও অন্নকূট উৎসব

আজ গোবর্ধন পুজো ও অন্নকূট উৎসব। বাগবাজারের নব বৃন্দাবন মন্দিরে দীর্ঘদিন ধরেই এই উৎসব আয়োজিত হয়। এদিন প্রায় ৩৮০ রকমের ভোগ দেওয়া হয় গোবর্ধন অর্থাৎ কৃষ্ণকে । ভোর থেকেই বিশেষ পুজো উপলক্ষে ভিড়।

West Bengal LIVE News Updates: জয়নগরে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের পর জ্বলেছে দলুয়াখাকি গ্রাম

জয়নগরে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের পর জ্বলেছে দলুয়াখাকি গ্রাম। বেছে বেছে সিপিএম কর্মী, সমর্থকদের বাড়িতে লাগানো হয়েছে আগুন। জ্বলে-পুড়ে খাক ঘর গৃহস্থালি। পুরুষ শূন্য গ্রাম। প্রাণ বাঁচাতে বাচ্চাদের নিয়ে রাতে জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন মহিলারা। এই মুহূর্তে তাঁদের ঠিকানা দক্ষিণ বারাসাতের সিপিএম পার্টি অফিস। এখানেই রয়েছেন ২৫-৩০টি পরিবারের মহিলারা। 

WB News LIVE Updates: উৎসবেও পথে চাকরিপ্রার্থীরা, ধর্নামঞ্চে প্রতীকী ভাইফোঁটা পালন করে প্রতিবাদ কর্মসূচি পালন

উৎসবেও পথে চাকরি প্রার্থীরা। ধর্মতলায় ধর্নামঞ্চে প্রতীকী ভাইফোঁটা পালন করে প্রতিবাদ কর্মসূচি পালন আন্দোলনকারীদের। এসএলএসটি নবম-দশমের চাকরিপ্রার্থীদের ধর্না আজ পড়ল ৯৭৫ দিনে। 

West Bengal LIVE News Updates: ফের উত্তপ্ত ভাটপাড়া, প্রকাশ্যে সাংসদ বিধায়ক গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে

ফের উত্তপ্ত ভাটপাড়া। প্রকাশ্যে সাংসদ বিধায়ক গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে। গতকাল রাতে মেঘনামোর এলাকায়। অর্জুন সিং এর আত্মীয় সঞ্জয় সিং এর সঙ্গে১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত সিংহের গন্ডগোল বাধে ।দু  পক্ষ একে অপরের দিকে গুলি চালানোর অভিযোগ করে।যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে জগদ্দল থানার পুলিশ। 

WB News LIVE Updates: ফের শহরে অঙ্গদানের নজির

বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে বছর একুশের তরুণের ব্রেন ডেথ ঘোষণার পর অঙ্গদানের সিদ্ধান্ত নিল পরিবার। ৪ নভেম্বর, মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই তরুণ। ১৩ দিন ভেন্টিলেশনে থাকার পর, গতকাল ব্রেন ডেথ ঘোষণা করা হয়।  দুটি ফুসফুস, লিভার অর্থাৎ যকৃৎ এবং একটি কিডনি প্রতিস্থাপন করা হবে অ্যাপোলো হাসপাতালেই। আরেকটি কিডনি প্রতিস্থাপিত করা হবে রুবি জেনারেলে এবং হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হবে SSKM হাসপাতালে। 

West Bengal LIVE News Updates: তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের পর থমথমে জয়নগর

তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের পর থমথমে জয়নগর। খুনের জন্য লক্ষাধিক টাকার সুপারি দেওয়া হয়েছিল, দাবি পুলিশের। আগের দিন এলাকায় এসে রেকি করে ভাড়াটে খুনিরা, খবর পুলিশসূত্রে।

WB News LIVE Updates: জেলের চিকিৎসক সুস্থ বলে জানালেও, তাঁকে SSKM হাসপাতালে পাঠানোর আবদার জানিয়েছেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী

জেলের চিকিৎসক সুস্থ বলে জানালেও, তাঁকে SSKM হাসপাতালে পাঠানোর আবদার জানিয়েছেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেল সূত্রে খবর, জেল কর্তৃপক্ষকে জ্যোতিপ্রিয় বলেন, আমি রাজ্যের মন্ত্রী, জেল রাজ্য সরকারের আওতায়, এই লক আপে থাকব না। জেলবন্দি মন্ত্রীর দাবি, তাঁর শরীরের বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাচ্ছে। তাঁকে SSKM-এ নিয়ে যাওয়া হোক। জেল সূত্রে খবর, এর আগে জেল হাসপাতালের চিকিৎসকরা জানান, মন্ত্রী সুস্থই আছেন। এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডের ৭ নম্বর সেলে রয়েছেন জ্যোতিপ্রিয়। পয়লা বাইশে তাঁর পড়শি পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহারা। 

West Bengal LIVE News Updates: পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে ৬ বছরের শিশুকন্যার রহস্যমৃত্যু

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে ৬ বছরের শিশুকন্যার রহস্যমৃত্যু। বাড়ির কুয়ো থেকে উদ্ধার দেহ। মৃত শিশুর মায়ের দাবি, গতকাল রাতে স্বামী বাড়িতে ছিলেন না। দুই মেয়েকে নিয়ে মা ঘুমিয়েছিলেন।তাঁর অভিযোগ, ঘুম থেকে উঠে দেখেন, আলমারি খোলা, টাকাপয়সা খোয়া গিয়েছে, মেঝেয় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ব্যাঙ্কের পাস বই, গুরুত্বপূর্ণ নথি। একই সঙ্গে তাঁর ৬ বছরের মেয়েরও খোঁজ মিলছিল না। পরে বাড়ির কুয়ো থেকে শিশুর দেহ উদ্ধার হয়। পরিবারের সন্দেহ, লুঠপাট দেখে ফেলায় শিশুটিকে খুন করা হয়েছে। কীভাবে শিশুকন্যার মৃত্যু হল, খতিয়ে দেখছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। ঘটনাস্থলে যান পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। 

WB News LIVE Updates: অভিযুক্ত সাহাবুদ্দিন লস্কর ছিলেন শাসক দলের সমর্থক?

তৃণমূল নেতা খুনে অভিযুক্ত সাহাবুদ্দিন লস্কর ছিলেন শাসক দলের সমর্থক দাবি নিহতর স্ত্রী জরিনা লস্করের।

West Bengal LIVE News Updates: সইফুদ্দিন লস্কর খুনের ঠিক আগের মুহূর্তের ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়

ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন সইফুদ্দিন লস্কর। খুনের ঠিক আগের মুহূর্তের ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সইফুদ্দিনের পিছনেই রয়েছে দুটি বাইক। একটি বাইকে দুজন অন্য বাইকে তিনজন আরোহীর ছবিও দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজ। 

WB News LIVE Updates: এই লক-আপে থাকব না, আবদার জ্যোতিপ্রিয়র, খবর জেল সূত্রের

জেল রাজ্যের আওতায়, তিনি রাজ্যের মন্ত্রী, মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিকের। এই লক-আপে থাকব না, আবদার জ্যোতিপ্রিয়র, খবর জেল সূত্রের। প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশের ৭ নম্বর সেল দেখার পরেই মন্তব্য জ্যোতিপ্রিয়র। বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাচ্ছে, এসএসকেএমে নিয়ে চলুন দাবি জ্যোতিপ্রিয়র, খবর সূত্রের। মন্ত্রীর শারীরিক পরিস্থিতি তেমনটা নয়, জেল হাসপাতালে নিয়ে গেলে জানান চিকিৎসকরা। চিকিৎসকদের কথায় ক্ষুব্ধ মন্ত্রী, খবর জেল সূত্রে

West Bengal LIVE News Updates: রেশনের চাল, গম কম দেওয়ার অভিযোগ উঠল

রাজ্যে রেশন দুর্নীতির তদন্ত চলাকালীনই উত্তর ২৪ পরগনার বাগদায় রেশনের চাল, গম কম দেওয়ার অভিযোগ উঠল। রেশন ডিলারের ছেলেকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। অভিযোগ, হরিনাথপুরের রেশন ডিলার দীর্ঘদিন ধরেই চাল, গম কম পরিমাণে দিচ্ছেন। প্রতিবাদে রেশন ডিলারের ছেলে ও কর্মচারীকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। চাপে পড়ে ভুল স্বীকার করেছেন রেশন ডিলারের ছেলে। ডিলারই কম করে চাল, গম দিতে বলেছিলেন, দাবি রেশন দোকানের কর্মচারীর 

WB News LIVE Updates: তৃণমূলের অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্করকে খুনে চাঞ্চল্যকর তথ্য

তৃণমূলের অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্করকে খুনে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে দাবি, খুনের জন্য লক্ষাধিক টাকার সুপারি দেওয়া হয়েছিল। খুনের আগের দিনই এলাকায় চলে আসে ভাড়াটে খুনিরা। খুনের আগে রেকিও করে। এরপর ভোরবেলা নমাজ পড়তে যাওয়ার সময় পরিকল্পনামাফিক তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘিরে ধরে গুলি । প্রশ্ন উঠছে, তৃণমূল নেতাকে খুনে সুপারি দেওয়ার পিছনে কে?  মাত্র ৪ দিন ধরে ভোরে বেরোচ্ছিলেন  তৃণমূলের অঞ্চল সভাপতি। সেই খবর কে পৌঁছে দিল আততায়ীদের কাছে? পুলিশের কাছে এ সব প্রশ্নের উত্তর এখনও অধরা 

West Bengal LIVE News Updates: গতকাল বিকেল সাড়ে ৫টায় মেডিক্যাল কলেজের MCH বিল্ডিংয়ে চারতলায় ART আউটডোরে পিছনের দিকে আগুন লাগে

গতকাল বিকেল সাড়ে ৫টায় মেডিক্যাল কলেজের MCH বিল্ডিংয়ে চারতলায় ART আউটডোরে পিছনের দিকে আগুন লাগে। HIV চিকিৎসার দমকলের ৬টি ই়্জিন একঘণ্টার চেষ্টায় আগুন রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। চারতলায় হেমাটোলজি বিভাগের রোগীদের সরানো হয়। ঘটনাস্থলে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ফরেন্সিক ও গোয়ান্দা আধিকারিকরা। ভাইস প্রিন্রিলাস ইঞ্জন অধিকারী স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগন পরিদর্শনে আসূে রোগী পরিশেবা ব্যাহত হয়। 

WB News LIVE Updates: উৎসবের মরশুমে রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু

উৎসবের মরশুমে রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। মৃত বছর ৫৪-র ভরত দাস উত্তর ২৪ পরগনার শাসনের বাসিন্দা। গত রবিবার, ১২ নভেম্বর ওই রোগীকে বেলেঘাটা ID হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মৃত্যু হয় ওই ডেঙ্গি আক্রান্তের। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ রয়েছে। এ নিয়ে চলতি মরশুমে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল ৭১ জনের। রাজ্যে মোট আক্রান্ত ৮৭ হাজার ৫৮৫। 

West Bengal LIVE News Updates: প্রতিমা বিসর্জনের সময় পুরসভার গাড়ির ধাক্কায় কর্তব্যরত পুলিশ কর্মীর মৃত্যু

প্রতিমা বিসর্জনের সময় পুরসভার গাড়ির ধাক্কায় কর্তব্যরত পুলিশ কর্মীর মৃত্যু হল। গতকাল গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নিমতলা ঘাটে। বছর চল্লিশের মৃত পুলিশ কর্মীর নাম সন্দীপ বর্মন। তিনি কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের G কোম্পানির কনস্টেবল।বাড়ি উত্তর দিনাজপুরে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৩টে নাগাদ নিমতলা ঘাটে দুর্ঘটনা ঘটে। পুরসভার গাড়ি গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তোলার কাজ করছিল। গাড়ির পিছনের চাকা ওই কনস্টেবলকে পিষে দেয়। আরজি কর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর। পুরসভার গাড়ি আটক হলেও, চালক পলাতক। 

WB News LIVE Updates: গ্রামের অবস্থা খতিয়ে দেখতে আজ দলুয়াখাকি গ্রামে যাওয়ার কথা সিপিএম নেতাদের

খুনের বদলা খুন। জয়নগরের বামনগাছিতে জোড়া খুনের পর ৫ কিলোমিটার দূরে দলুয়খাকি গ্রামে বেছে বেছে পোড়ানো হয় সিপিএম কর্মী, সমর্থকদের ১৬টি বাড়ি। গ্রামের অবস্থা খতিয়ে দেখতে আজ দলুয়াখাকি গ্রামে যাওয়ার কথা সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্যায়-সহ সিপিএম নেতাদের। গতকাল দলুয়াখাকি গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন, পুলিশের সামনেই চলেছে ভাঙচুর, আগুন, লুঠপাট। প্রায় ৪ ঘণ্টা ধরে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের অনুগামীরা তাণ্ডব চালায়। দমকলের গাড়িও দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ ওঠে। সব হারানো মানুষগুলো এখনও বুঝে উঠতে পারছেন না, তৃণমূল নেতা খুনের সঙ্গে তাঁদের কী সম্পর্ক। 

West Bengal LIVE News Updates: জয়নগরে জোড়া খুন ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি মামলা রুজু

জয়নগরে জোড়া খুন ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি মামলা রুজু করেছে জয়নগর থানার পুলিশ। তৃণমূল নেতা খুনের ঘটনায় তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে দলুয়াখাকি গ্রামের সিপিএম নেতা-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পাশাপাশি, তৃণমূল নেতা খুনে অভিযুক্তকে পিটিয়ে মারার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। অন্য দিকে, সিপিএম কর্মী, সমর্থকদের বাড়িতে আগুন লাগানোর ঘটনাতেও পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। 

WB News LIVE Updates: জেলেই খাবার জ্য়োতিপ্রিয়র

আর বাড়ির খাবার নয়। এবার থেকে জেলের খাবারই খাবেন জ্য়োতিপ্রিয় মল্লিক। প্রেসিডেন্সি জেলের রিপোর্ট দেখে সোমবার এমনই নির্দেশ দিল ব্য়াঙ্কশাল আদালত। 

West Bengal LIVE News Updates: জয়নগরকাণ্ডে দুঃখিত বগটুই

জয়নগরকাণ্ডে দুঃখিত বগটুই। সক্রিয় হোক প্রশাসন, এভাবে যেন রাজনীতির আঁচে আরও কার ঘর পুড়ে না যায়, আর্তি জানাচ্ছে মিহিলাল শেখ-সহ বগটুইয়ের স্বজনহারা পরিবারগুলি। 

WB News LIVE Updates: ১২৫ বছর পূর্ণ করল ভগিনী নিবেদিতার মেয়েদের স্কুল

১২৫ বছর পূর্ণ করল ভগিনী নিবেদিতার মেয়েদের স্কুল। ১৮৯৮ সালের ১৩ নভেম্বর, পুজো করে, এই স্কুলের উদ্বোধন করেছিলেন সারদা দেবী। তারপর থেকে এই স্কুল শুধু কলেবরে বাড়েনি, পরিণত হয়েছে নারীশিক্ষার মাইলফলকে।

West Bengal LIVE News Updates: চাঁদার জুলুম

খাস কলকাতার নিউ মার্কেটে চাঁদার জুলুম। আক্রান্ত হলেন নিউ মার্কেট থানার অ্য়াডিশনাল ওসি, এসআই ও হোমগার্ড। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে চাঁদা নিয়ে বচসার জেরে আক্রান্ত হলেন এক পুলিশকর্মী। অন্য়দিকে, নদিয়ার শান্তিপুরে চাঁদা দিতে না পারায় এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল।   

প্রেক্ষাপট

কলকাতা: বীরভূমে (Birbhum) কি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু করে দিল তৃণমূল (TMC)? দলের নতুন জেলা সভাপতি এবং জেলা চেয়ারপার্সনের তালিকায়, তাঁর নাম না থাকায় শুরু হয়েছে সেই জল্পনা। এদিকে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে অভিযুক্ত মহুয়া মৈত্রকে (Mahua Moitra) কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী করা হয়েছে। এটা দলের পাশে থাকার বার্তা কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।


রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন এক নজরে- 


ভোর পাঁচটায় তৃণমূলের অঞ্চল সভাপতি খুন! দেড়ঘণ্টা পরে আরেক ব্যক্তিকে পিটিয়ে খুন! তারপর ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দূরের গ্রামে সিপিএম কর্মী ও সমর্থকদের বাড়ি জ্বালাল দুষ্কৃতীরা! অগ্নিগর্ভ দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বামনগাছি গ্রাম পঞ্চায়েত এলাকা। দমকলকেও মাঝরাস্তায় আটকে রাখার অভিযোগ। গোটা ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।                                                           


খাস কলকাতার নিউ মার্কেটে চাঁদার জুলুম। আক্রান্ত হলেন নিউ মার্কেট থানার অ্য়াডিশনাল ওসি, এসআই ও হোমগার্ড। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে চাঁদা নিয়ে বচসার জেরে আক্রান্ত হলেন এক পুলিশকর্মী। অন্য়দিকে, নদিয়ার শান্তিপুরে চাঁদা দিতে না পারায় এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল।   


প্রয়াত সিপিএমের প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া। বয়স হয়েছিল ৮১ বছর। বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন বাম নেতা। সোমবার হায়দরাবাদের বেসরকারি হাসপাতালে জীবনাবসান ঘটে বাঁকুড়ার ৯ বারের সিপিএম সাংসদের। 


প্রায় চার ঘণ্টা ধরে তাণ্ডব চলল গ্রামে। ভাঙচুর করা হল একের পর এক বাড়ি। লাগানো হল আগুন। কিন্তু, এতটা সময় পেয়েও পুলিশ তা আটকাতে পারল না কেন?  জয়নগরকাণ্ডে সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। পুলিশে আস্থা রাখতে না পেরে, বাড়ি ছেড়ে যেতে শুরু করেছেন গ্রামবাসীদের অনেকে।


এক গ্রামে খুন হলেন তৃণমূল নেতা। আর ৫ কিলোমিটার দূরের গ্রামে, সিপিএম কর্মী-সমর্থকদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হল। কেন বেছে বেছে সিপিএমকে টার্গেট? প্রশ্ন তুলে দিল জয়নগরের আজকের ঘটনা। ছেলেকে সিপিএম খুন করেছে বলেই দাবি নিহত তৃণমূল নেতার বাবার।  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.