WB News LIVE Blog: কলকাতা পুরসভা এলাকায় ডেঙ্গি পরিস্থিতি ভয় বাড়াচ্ছে
Get the latest West Bengal News and Live Updates: জেলায় জেলায় দিনভর কী ঘটছে? জেনে নিন দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট
LIVE
Background
কলকাতা: দেশের সাংবিধানিক প্রধানকে রাজ্যের মন্ত্রীর কুরুচিকর মন্তব্য। ৪৮ ঘণ্টা পরেও কেন ব্যবস্থা নয় অখিল গিরির বিরুদ্ধে (Akhil Giri)? গ্রেফতারির দাবিতে রাজ্য সরকারকে প্রশ্ন বিরোধীদের।
অখিল গিরির (Akhil Giri) মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠল রাজ্য। বাঁকুড়ার খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ আদিবাসীদের। পাটুলি (Patuli) থেকে পানাগড় (Panagarh), মন্ত্রীর ইস্তফার দাবি জানিয়ে বিক্ষোভ বিজেপির (BJP)।
রাষ্ট্রপতিকে নিয়ে কুকথা। মন্তব্যের সময় হাজির থাকলেও কেন প্রতিবাদ করেননি ? শশী পাঁজাকে প্রশ্ন বিরোধীদের। থামতে বলেছিলাম। প্রতিক্রিয়া শশীর।
অখিল গিরির মন্তব্যকে সমর্থন করি না, প্রতিক্রিয়া মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি ও বীরবাহা হাঁসদার। দলের বক্তব্য নয়, প্রতিক্রিয়া শশীর। অখিলকে নিয়ে সিদ্ধান্ত নেবে দল, প্রতিক্রিয়া সুদীপের।
অখিল গিরি নিয়ে কেন চুপ মুখ্যমন্ত্রী ? দিল্লির (Delhi) নর্থ অ্যাভিনিউ থানায় এফআইআর দায়ের লকেটের। কোচবিহারে বিক্ষোভে ধুন্ধুমার। অসমেও অখিলের বিরুদ্ধে এফআইআর।
পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে বিরোধীদের মারের দাওয়াই ভাঙড়ের তৃণমূল (TMC) নেতার।
এভাবেই ভোটে জেতে তৃণমূল, আক্রমণে সুকান্ত। তৃণমূলে অপরাধীরাই নেতা, মন্তব্য শমীকের। হিংসা বরদাস্ত নয়, পাল্টা জয়প্রকাশ।
নন্দীগ্রামে তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ পোড়ানোর অভিযোগে গ্রেফতার ৩ বিজেপি কর্মী। মিথ্যা মামলা, আক্রমণ শমীকের। তৃণমূলের কেউ গ্রেফতার হলে ভালো লাগে, বিজেপির নয়। পাল্টা কুণাল।
বামপন্থী প্রাক্তন মেয়র মামলা করছেন, টাকা যোগাচ্ছে বিজেপি। অভিষেকের কাছে গেলে মিটত সমস্যা। চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্য নির্মল মাজির। দুর্নীতিগ্রস্ত তৃণমূল, পাল্টা বিরোধীরা।
এবার অঞ্চল সভাপতির পদ পাওয়া নিয়ে নন্দীগ্রামে বৈঠকে তৃণমূল কংগ্রসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। দুই গোষ্ঠীর হাতাহাতি। নতুন অঞ্চল সভাপতির বিরুদ্ধে কোচবিহারে মিছিল।
রাতভর দেদার মদ্যপানের পর বৈদিক ভিলেজে গণধর্ষণের অভিযোগ। জন্মদিনের পার্টিতে উপস্থিত ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব। ডাকা হল ভিলেজের ২ কর্তাকেও।
West Bengal News Live: কলকাতা পুরসভা এলাকায় ডেঙ্গি পরিস্থিতি ভয় বাড়াচ্ছে
কলকাতা পুরসভা এলাকায় ডেঙ্গি পরিস্থিতি ভয় বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে ৮৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি প্রতিরোধে এগিয়ে এলেন হকাররা। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে আজ গোটা এলাকায় চলে সাফাই অভিযান।
WB News Live Updates: আতঙ্ক বাড়িয়ে ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু রাজ্যে
আতঙ্ক বাড়িয়ে ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু। বেলেঘাটা আইডি-তে একদিনে ৩ ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে বারাসাতের মল্লিকা দাসের (২৪) মৃত্যু।
West Bengal News Live: প্রাথমিকে ইন্টারভিউতে আবেদনের সময়সীমা বাড়াল পর্ষদ
প্রাথমিকে ইন্টারভিউতে আবেদনের সময়সীমা বাড়াল পর্ষদ। আজ ছিল শেষ দিন, সময়সীমা বাড়ল ২১ নভেম্বর পর্যন্ত। আদালতের নির্দেশে ৮২ নম্বর পাওয়া টেট উত্তীর্ণদের সুযোগ। টেট উত্তীর্ণদের টেট ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিতে নির্দেশ। ২১ নভেম্বরের মধ্যে জমা দিতে নির্দেশ প্রাথমিক পর্ষদের।
WB News Live Updates: নারায়ণগড়ের সভা থেকে ফের ডিসেম্বর-ডেডলাইন হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের
‘এখন মাগুর মাছ বেরোচ্ছে, সিবিআই রোজ মাগুর মাছের ঝোল খাওয়াচ্ছে। এখন হালকা ঠান্ডা, ডিসেম্বরে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। তখন দেখবেন তৃণমূল কাঁপছে।’ নারায়ণগড়ের সভা থেকে ফের ডিসেম্বর-ডেডলাইন হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের।
West Bengal News Live: একশো দিনের কাজেও দুর্নীতির অভিযোগ তুলে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী
নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই, এবার একশো দিনের কাজেও দুর্নীতির অভিযোগ তুলে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। এনিয়ে সিবিআই তদন্ত এবং ক্যাগ অডিটের আবেদন জানিয়েছেন তিনি। অন্যদিকে এদিনই কেন্দ্রীয় সাহায্য প্রসঙ্গে, নাম না করে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।