Weather Update : শীত পড়ার আগেই বঙ্গে দুর্যোগ আশঙ্কা? সত্যিই কি শুরু হবে নিম্নচাপের ঘ্যানঘ্যানে বৃষ্টি? কী বলছে IMD?
পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে আগে থেকেই। এবার আরও ১ থেকে ২ ডিগ্রি নামবে পারদ।

কলকাতা : তাপমাত্রা কমলেও, এখনও দেখা নেই শীতের। এরই মধ্যে নিম্নচাপের খবর দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের বার্তা, এখনই জাঁকিয়ে পড়ার সম্ভাবনা নেই রাজ্যে। তবে তাপমাত্রা কমবে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গে ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। আগামী ২-৩ দিনে কলকাতায়ও তাপমাত্রা নামতে পারে ১৭ ডিগ্রিতে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে আগে থেকেই। এবার আরও ১ থেকে ২ ডিগ্রি নামবে পারদ।
সত্যিই কি নিম্নচাপের প্রভাব বঙ্গে?
আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৫ নভেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলের কাছে আরও একটি নিম্নচাপ তৈরির পূর্বাভাস রয়েছে। গতকাল ২৩ নভেম্বর, আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল আপাতত দক্ষিণ আন্দামান সাগর এবং মালাক্কা প্রণালীর কাছে অবস্থান করছে। তার আগের ২৪ ঘণ্টায় তা আরও সুস্পষ্ট হয়েছে। একই সঙ্গে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে। সোমবারের মধ্যে সেটির শক্তি আরও বাড়তে পারে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে তা পশ্চিম ও উত্তর-পশ্চিমে এগোতে পারে। এর ফলে দুর্যোগ তৈরি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে । উত্তাল থাকবে সমুদ্র। এর জেরে এ রাজ্যের আবহাওয়ায় বড় কোনও প্রভাব নেই। আগামী সাত দিন পশ্চিমবঙ্গের জন্য কোনও আবহাওয়ার সতর্কতা নেই।
ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে সেনিয়ার। নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। যার অর্থ সিংহ। নভেম্বর মাসের শেষে বিশাখাপত্তনম এর কাছাকাছি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা। এর সরাসরি কোনো প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, প্রবল বর্ষন ও ঝোড়ো হাওয়া বইতে পারে সেখানে। পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর ।
আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও । আবহাওয়া শুষ্কই থাকবে। স্বাভাবিকের কাছেই থাকবে পারদ। শীতের আমেজ চলবে।
Informatory Message : A Well-Marked Low Pressure area lies over Strait of Malacca & adjoining South Andaman Sea. pic.twitter.com/H0ArVm9zcQ
— IMD Kolkata (@ImdKolkata) November 23, 2025






















