West Bengal News Live ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া কমিশন, নির্বাচনের পরেও থাকবে কেন্দ্রীয় বাহিনী

West Bengal Latest News Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 15 Apr 2024 11:36 PM
WB News Live: মুর্শিদাবাদ রেঞ্জের DIG-কে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন

লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে, এবার, মুর্শিদাবাদ রেঞ্জের DIG-কে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ জানায় বিরোধীরা। অশান্তি হলে দায় নিতে হবে কমিশনকে, পাল্টা মন্তব্য় করেছেন মুখ্য়মন্ত্রী।  ভোটের আগে রাজ্য়ের আরও এক IPS-কে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন (EC) । মুর্শিদাবাদ রেঞ্জের DIG, মুকেশকে অপসারণের নির্দেশ দিয়ে রাজ্য়ের মুখ্য় সচিবকে চিঠি দিল কমিশন। ভোটের আগে এই নির্দেশ ঘিরে তুঙ্গে রাজনীতি। 

West Bengal News Live Update: অভিষেকের কপ্টারে তল্লাশি বিতর্কে রিপোর্ট তলব কমিশনের

অভিষেকের কপ্টারে তল্লাশি বিতর্কে রিপোর্ট তলব কমিশনের। জেলাশাসকের রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। 'রাজনৈতিক দলের কাছ থেকে অভিযোগ পেয়েছি'। রিপোর্ট তলব করা হয়েছে, জানালেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। 

WB News Live: আজ আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী

গতকাল জলপাইগুড়ির পর আজ আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী। ভোট দেওয়ার আগে দুর্নীতির বিষয়ে ভেবে নিন, সুন্দর বাংলা তৈরি করব, এটাই মোদির গ্যারান্টি। ভোটারদের কাছে আবেদন মিঠুনের। 

West Bengal News Live Update: বাংলায় সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া হয় : অনুরাগ ঠাকুর

বঙ্গে ধৃত ২ সন্দেহভাজন জঙ্গি, তৃণমূলকে নিশানা অনুরাগ ঠাকুরের। 'বাংলায় সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া হয়। মমতার সরকার কেন জঙ্গিদের আশ্রয় দিচ্ছে? বাংলায় রাষ্ট্রবিরোধী শক্তিকে মদত দেওয়া হয়', শিলিগুড়িতে এসে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। 

WB News Live: দেশ বাঁচাতে চাইলে মোদিকে হারাতে হবে : মমতা

ভোট নিয়ে মোদি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'অনেক সমস্যার মধ্যে দিয়ে নির্বাচন করতে হচ্ছে। বিজেপির কথায় ৩ মাস ধরে নির্বাচন করা হচ্ছে। যে প্রতিবাদ করছে তাঁকেই জেলে ভরে দিচ্ছে। এজেন্সি দিয়ে ভোট করাচ্ছেন প্রধানমন্ত্রী। দেশ বাঁচাতে চাইলে মোদিকে হারাতে হবে', কোচবিহারের সভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

WB News Live: ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া নির্বাচন কমিশন

ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া নির্বাচন কমিশন। ভোটের পরেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফা ভোটের পরেও ৩ কেন্দ্রে থাকবে বাহিনী,
জানাল কমিশন। ভোট পরবর্তী হিংসা রুখতে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। বাংলায় প্রথম দফার ভোটে ২৬৩ কোম্পানি বাহিনী। বাংলায় দ্বিতীয় দফার ভোটে ২৭৭ কোম্পানি বাহিনী। 

WB News Live: হাওড়ায় রামনবমী শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের

হাওড়ায় রামনবমী শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের। জমায়েত কমিয়ে শোভাযাত্রার অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তর। ২০০ জনের জমায়েত নিয়ে শোভাযাত্রায় অনুমতি
 

West Bengal News Live Update: বঙ্গে ধৃত ২ সন্দেহভাজন জঙ্গি, তৃণমূলকে নিশানা অনুরাগ ঠাকুরের

বঙ্গে ধৃত ২ সন্দেহভাজন জঙ্গি, তৃণমূলকে নিশানা অনুরাগ ঠাকুরের। 'বাংলায় সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া হয়। মমতার সরকার কেন জঙ্গিদের আশ্রয় দিচ্ছে? বাংলায় রাষ্ট্রবিরোধী শক্তিকে মদত দেওয়া হয়', শিলিগুড়িতে এসে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। 

WB News Live: ভোট নিয়ে মোদি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা মমতার

ভোট নিয়ে মোদি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'অনেক সমস্যার মধ্যে দিয়ে নির্বাচন করতে হচ্ছে। বিজেপির কথায় ৩ মাস ধরে নির্বাচন করা হচ্ছে। যে প্রতিবাদ করছে তাঁকেই জেলে ভরে দিচ্ছে। এজেন্সি দিয়ে ভোট করাচ্ছেন প্রধানমন্ত্রী। দেশ বাঁচাতে চাইলে মোদিকে হারাতে হবে', কোচবিহারের সভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

WB News Live Update: তৃণমূলের প্রতিহিংসার রাজনীতির ফের কড়া জবাব শুভেন্দুর


অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশির অভিযোগ। তৃণমূলের প্রতিহিংসার রাজনীতির ফের কড়া জবাব শুভেন্দুর। 'নির্বাচন কমিশন আগেই কপ্টারে বিশেষ নজরদারির কথা বলেছিল। দেশের আইন সবার জন্য সমান। পিসি-ভাইপোর জন্য আলাদা আইন হতে পারে না', মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

WB News Live: ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া নির্বাচন কমিশন

ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া নির্বাচন কমিশন। ভোটের পরেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফা ভোটের পরেও ৩ কেন্দ্রে থাকবে বাহিনী,
জানাল কমিশন। ভোট পরবর্তী হিংসা রুখতে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। বাংলায় প্রথম দফার ভোটে ২৬৩ কোম্পানি বাহিনী। বাংলায় দ্বিতীয় দফার ভোটে ২৭৭ কোম্পানি বাহিনী। 

WB News Live Update: কপ্টার-বিতর্কের পর বেহালা ফ্লাইং ক্লাবে টিম পাঠাল নির্বাচন কমিশন

কপ্টার-বিতর্কের পর এবার বেহালা ফ্লাইং ক্লাবে টিম পাঠাল নির্বাচন কমিশন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসেছেন বলে জানান কমিশনের ৩ আধিকারিক। গতকাল কপ্টারে আয়কর দফতরের তল্লাশির অভিযোগ অভিষেকের। কপ্টার চেকিং রুটিনের মধ্যে পড়ে, খবর নির্বাচন কমিশন সূত্রে। ভোটের সময় কোনও কপ্টার ওড়ার আগে ব্যুরো অফ সিভিল এভিয়েশন থেকে চিঠি যায়। চিঠি যায় আইটি ডিপার্টমেন্ট থেকে, সেক্ষেত্রে রুটিন চেকিং করা হয়। অভিষেকের কপ্টারে তল্লাশি সেই রুটিন চেকেরই অংশ, খবর কমিশন সূত্রে। 

WB News Live:অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশির অভিযোগ নিয়ে কী প্রতিক্রিয়া মমতার ?

হেলিকপ্টারে নাকি টাকা-সোনা আছে। আমরা ওসব করি না, বিজেপি করে। ওসব নিয়ে আমরা ঘুরি না, প্রয়োজন হলে মায়ের কাছে আঁচল পেতে দাঁড়াব, অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশির অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের।

WB News Live Update:'১ মাসের উপর সিএএ হয়েছে, কারও নাগরিকত্ব যায়নি', পাল্টা সরব শুভেন্দু

'প্রধানমন্ত্রী বলেছেন, দেশে কোনও জাতপাতের রাজনীতি করতে দেবেন না। ১ মাসের উপর সিএএ হয়েছে, কারও নাগরিকত্ব যায়নি', পাল্টা তোপ শুভেন্দু অধিকারীর।

WB News Live:গতকাল জলপাইগুড়ির পর আজ আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী

গতকাল জলপাইগুড়ির পর আজ আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী। ভোট দেওয়ার আগে দুর্নীতির বিষয়ে ভেবে নিন, সুন্দর বাংলা তৈরি করব, এটাই মোদির গ্যারান্টি। ভোটারদের কাছে আবেদন মিঠুনের। 

WB News Live Update:'হেলিকপ্টারে নাকি টাকা-সোনা আছে। আমরা ওসব করি না, বিজেপি করে', দাবি মমতার

হেলিকপ্টারে নাকি টাকা-সোনা আছে। আমরা ওসব করি না, বিজেপি করে। ওসব নিয়ে আমরা ঘুরি না, প্রয়োজন হলে মায়ের কাছে আঁচল পেতে দাঁড়াব, অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশির অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের।

WB News Live:রাজ্যের আরও একজন আইপিএস-কে ভোটের আগে সরানোর নির্দেশ নির্বাচন কমিশনের

রাজ্যের আরও একজন আইপিএস-কে ভোটের আগে সরানোর নির্দেশ নির্বাচন কমিশনের। ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জকে অপসারণের নির্দেশ কমিশনের। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে নির্দেশ নির্বাচন কমিশনের। শূন্যস্থান পূরণে আজ বিকেল ৫টার মধ্যে ৩ আধিকারিকের নাম পাঠাতে রাজ্যকে নির্দেশ কমিশনের

WB News Live Update:বাংলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে বিজেপি। চ্যালেঞ্জ করছি, শ্বেতপত্র প্রকাশ করুন: মমতা

'৩ বছর ধরে বাংলাকে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। বাংলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে বিজেপি। চ্যালেঞ্জ করছি, শ্বেতপত্র প্রকাশ করুন', কোচবিহারের জনসভায় তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।

WB News Live:কুলটিতে ভরদুপুরে শ্যুটআউট, অফিসে ঢুকে মাইক্রো ফিন্যান্স সংস্থার মালিককে পরপর গুলি

কুলটিতে ভরদুপুরে শ্যুটআউট, অফিসে ঢুকে মাইক্রো ফিন্যান্স সংস্থার মালিককে পরপর গুলি। ঘটনাস্থলেই মৃত্যু সংস্থার মালিক উমাশঙ্কর চৌহানের। খুনের পরই উধাও দুষ্কৃতী। খুনের কারণ ঘিরে ধোঁয়াশা, তদন্তে পুলিশ

WB News Live Update:বিজেপির ঘোষিত কর্মসূচি 'চায়ে পে চর্চা', প্রচারে বেরিয়ে সেই কর্মসূচিই বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর

বিজেপির ঘোষিত কর্মসূচি 'চায়ে পে চর্চা'। তবে প্রচারে বেরিয়ে এবার সেই একই কর্মসূচি করলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী। ঘটনা বাঁকুড়ার গোবিন্দনগর এলাকায়। দলের কর্মী, সমর্থক থেকে শুরু করে স্থানীয়দের সঙ্গে চায়ের আড্ডায় মাতলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। 

WB News Live:সন্দেশখালিতে সিবিআইয়ের কাছে এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৬০০ অভিযোগ জমা

সন্দেশখালিতে সিবিআইয়ের কাছে এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৬০০ অভিযোগ জমা। ইমেল ও সশরীরে অভিযোগ জানিয়েছেন সন্দেশখালির গ্রামবাসীরা। অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ টিম তৈরি করেছে সিবিআই। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ ও ইকোনমিক অফেন্স ব্রাঞ্চের অফিসারদের দিয়ে টিম গঠন। ১২ জনের বিশেষ টিমকে অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব। জমি দখল, ভেড়ি দখল, নারী নির্যাতনের ভুরি ভুরি অভিযোগ সন্দেশখালিতে 

WB News Live Update:পয়লা বৈশাখের দিন কেন্দ্রীয় এজেন্সির অভিযান ঘিরে, আচমকা চাঞ্চল্য ছড়াল

পয়লা বৈশাখের দিন কেন্দ্রীয় এজেন্সির অভিযান ঘিরে, আচমকা চাঞ্চল্য ছড়াল। বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের ট্রায়াল রানের সময়, আয়কর দফতর হানা দিয়েছে বলে দাবি করল তৃণমূল। অভিযোগ, কপ্টারের ভিতরেও তল্লাশি চালানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডও। তৃণমূল সূত্রে দাবি, এদিন বেহালা ফ্লাইং ক্লাবে তাঁর কপ্টারটি ট্রায়াল রান দিচ্ছিল। সেই সময়েই সেখানে হানা দেয় আয়কর দফতর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরা তল্লাশির কারণ জানতে চাইলে, তাঁদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন আয়কর অফিসাররা। তল্লাশির পর কিছু খুঁজে না পেলেও, দীর্ঘক্ষণ কপ্টারটিকে উড়তে দেওয়া হয়নি বলে তৃণমূলের অভিযোগ।

WB News Live:ভোট প্রচারে বেরিয়ে ঝড়ে ঘর হারিয়ে শৌচালয়ে বাস করা মিথিলা মাহাতোর সঙ্গে কথা পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্য়োতির্ময় সিং মাহাতোর

ভোট প্রচারে বেরিয়ে ঝড়ে ঘর হারিয়ে শৌচালয়ে বাস করা মিথিলা মাহাতোর সঙ্গে কথা পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্য়োতির্ময় সিং মাহাতোর। কেন্দ্রে ক্ষমতায় ফিরলে তাঁর ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন বিজেপি প্রার্থী। 

WB News Live Update:ভোটের মুখে পার্থ ভৌমিক-অর্জুন সিংহ দ্বৈরথ চরমে

ভোটের মুখে পার্থ ভৌমিক-অর্জুন সিংহ দ্বৈরথ চরমে। অর্জুন তৃণমূলে থাকাকালীনই উনিশের সালের লোকসভা ভোটের পর ব্য়ারাকপুরে হিংসা হয়েছিল অভিযোগ তুলে তাঁকে প্রার্থী না করার দাবি উঠেছিল ঘাসফুলের অন্দরেই। এবারের লোকসভা ভোটের মুখে সেই পুরনো অভিযোগকেই ব্য়ারাকপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে হাতিয়ার করলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। যাদের নেতৃত্বে ব্য়ারাকপুরে হিংসার ঘটনা ঘটেছিল তারা বর্তমানে তৃণমূলের পুর চেয়ারম্য়ান বা কাউন্সিলর হয়ে বসে রয়েছেন, পাল্টা আক্রমণ শানিয়েছেন অর্জুন।

WB News Live:বিজেপি হারছে বলে গুন্ডামি করতে কেন্দ্রীয় সরকার এইসব এজেন্সিকে পাঠাচ্ছে, আক্রমণে কুণাল ঘোষ

বিজেপি হারছে বলে গুন্ডামি করতে কেন্দ্রীয় সরকার এইসব এজেন্সিকে পাঠাচ্ছে, আক্রমণে কুণাল ঘোষ। উনি কি দেশের আইনের বাইরে নাকি, পাল্টা শুভেন্দু অধিকারী।

WB News Live Update:লোকসভা ভোটের আগে এবার জলপাইগুড়িতে বিজেপি দুই নেতা নেত্রীর গাড়ি থেকে উদ্ধার হল  ৯ লক্ষ ৫   হাজার টাকা

লোকসভা ভোটের আগে এবার জলপাইগুড়িতে বিজেপি দুই নেতা নেত্রীর গাড়ি থেকে উদ্ধার হল  ৯ লক্ষ ৫   হাজার টাকা। নাকা তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার হয় এই টাকা। টাকার উৎস নিয়ে তদন্ত চালাচ্ছে মালবাজার থানার পুলিশ।

WB News Live:একাধিক নাশকতামূলক কাজের সঙ্গে যোগ ছিল ব্য়াঙ্গালোর বিস্ফোরণকাণ্ডে জড়িত, এ রাজ্য় থেকে ধৃত সন্দেহভাজন ২ জঙ্গির, দাবি NIA সূত্রে

একাধিক নাশকতামূলক কাজের সঙ্গে যোগ ছিল ব্য়াঙ্গালোর বিস্ফোরণকাণ্ডে জড়িত, এ রাজ্য় থেকে ধৃত সন্দেহভাজন ২ জঙ্গির, দাবি NIA সূত্রে। শুধু কি লুকিয়ে থাকার জন্য়ই বাংলাকে বেছে নিয়েছিল তারা? নাকি নেপথ্য়ে আরও বড় কোনও ছক ছিল? উত্তর খুঁজছেন তদন্তকারী অফিসাররা।  

WB News Live Update:বিজেপি হারছে বলে গুন্ডামি করতে কেন্দ্রীয় সরকার এইসব এজেন্সিকে পাঠাচ্ছে, আক্রমণে কুণাল ঘোষ

বিজেপি হারছে বলে গুন্ডামি করতে কেন্দ্রীয় সরকার এইসব এজেন্সিকে পাঠাচ্ছে, আক্রমণে কুণাল ঘোষ। উনি কি দেশের আইনের বাইরে নাকি, পাল্টা শুভেন্দু অধিকারী।

WB News Live:আজকের আয়-ব্যয়ে রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজের সম্পত্তির খতিয়ান।

হলফনামা অনুযায়ী ২২-২৩ আর্থিক বছরে প্রার্থী বা তাঁর স্ত্রী কোনও টাকা আয় করেননি। তবে দম্পতির ব্যাঙ্ক ব্যালেন্স প্রায় ১৭ লক্ষ টাকার। স্ত্রীর নামে কলকাতায় হয়েছে ২ কোটি টাকার ২ হাজার বর্গফুটের ফ্ল্যাট। আজকের আয়-ব্যয়ে রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজের সম্পত্তির খতিয়ান।

WB News Live Update:হুডখোলা গাড়িতে চড়ে প্রচারের মধ্যেই নিজের জুতো পালিশ করলেন সুভাষ সরকার

হুডখোলা গাড়িতে চড়ে প্রচারের মধ্যেই নিজের জুতো পালিশ করলেন সুভাষ সরকার। পয়লা বৈশাখে, বাঁকুড়া শহরের মাচানতলা থেকে লালবাজার মোড় পর্যন্ত দলিতদের নিয়ে রোড শো করেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। ৫ বছর তো জনগণকে পরিষ্কার করল না। এখন ভোটের মুখে নিজের জুতো পালিশ করে কী হবে? পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী।

WB News Live:বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার ট্রায়াল রান দেওয়ার সময়, আয়কর দফতরের হানা দিয়েছে বলে অভিযোগ তুলল তৃণমূল

বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার ট্রায়াল রান দেওয়ার সময়, আয়কর দফতরের হানা দিয়েছে বলে অভিযোগ তুলল তৃণমূল। অন্যদিকে একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা ANI দাবি করছে, হেলিকপ্টার বা বিমানে আয়কর দফতরের তরফে কোনও তল্লাশি অভিযান হয়নি। ATC-র দেওয়া তথ্য যাচাই করতে ক্যুইক রেসপন্স টিম সেখানে গিয়েছিল। 

WB News Live Update:একাধিক নাশকতামূলক কাজের সঙ্গে যোগ ছিল বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে জড়িত ধৃত সন্দেহভাজন ২ জঙ্গির, দাবি NIA সূত্রে

একাধিক নাশকতামূলক কাজের সঙ্গে যোগ ছিল ব্য়াঙ্গালোর বিস্ফোরণকাণ্ডে জড়িত, এ রাজ্য় থেকে ধৃত সন্দেহভাজন ২ জঙ্গির, দাবি NIA সূত্রে। শুধু কি লুকিয়ে থাকার জন্য়ই বাংলাকে বেছে নিয়েছিল তারা? নাকি নেপথ্য়ে আরও বড় কোনও ছক ছিল? উত্তর খুঁজছেন তদন্তকারী অফিসাররা।  

WB News Live: বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য

বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। কলকাতায় এসেছিল আরও এক জঙ্গি মোজাম্মেল শরিফ! ধর্মতলায় দেখা করে মুসাভির, আবদুলের সঙ্গে। সেই টাকা ও সিম কার্ডের জোগান দিয়েছিল। প্রাথমিকভাবে অনুমান গোয়েন্দাদের।

প্রেক্ষাপট

তমলুকে কর্মিসভার আগে বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেকের কপ্টারে (IT Raid In Abhishek Banerjee Helicopter) আয়কর তল্লাশি। ট্রায়াল রানে বাধা, কারণ জানতে চাইলে অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা, দাবি তৃণমূলের।

অভিষেকের কপ্টারে তল্লাশি, পুলিশে অভিযোগ। নির্বাচন কমিশনে চিঠি তৃণমূলের (TMC Letter In ECI)। কপ্টারে তল্লাশি নয়, বেহালা ফ্লাইং ক্লাবে রুটিন ভেরিফিকেশন কিউআরটির, সূত্রকে উদ্ধৃত করে দাবি এএনআইয়ের।

এনআইএ-র ডিজি-এসপিকে অপসারণের পরিবর্তে আয়কর দফতরকে লেলিয়ে দিয়েছে কমিশন ও বিজেপি। আক্রমণ অভিষেকের। কেউ আইনের ঊর্ধ্বে নন, পাল্টা শুভেন্দু।

বাংলায় বিজেপি সরকার এলে কাটমানিখোরদের জেলে পাঠাবো। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা রাজনাথের। ধমকে চমকে ভয় দেখাতে পারবে না, পাল্টা আক্রমণ ফিরহাদের।

ভোটের মুখে ফের টাকা উদ্ধার। জলপাইগুড়িতে বিজেপির দুই নেতা-নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৯ লক্ষ ৫ হাজার টাকা। টাকার উৎস কী, তদন্তে মালবাজার থানার পুলিশ।

সুটিয়ার পর কুলপি। রাজ্যের দেওয়া একশো দিনের টাকা নিয়ে ফের দুর্নীতির অভিযোগ। মজুরি তছরূপের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বেনিয়ম স্বীকার স্থানীয় তৃণমূল নেতার।

কুলপিতে বেনিয়ম, কার্যত মানলেন সুপারভাইজার ও অভিযুক্ত তৃণমূল নেতা। অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে আত্মসাত, আক্রমণ বিজেপির। তদন্ত হবে, আশ্বাস কুলপির বিধায়কের।

নারী নির্যাতন জেনেও দোষীদের আড়ালের চেষ্টা তৃণমূলের। সিবিআই তদন্তে বিচার পাবে সন্দেশখালি। আলিপুরদুয়ারের সভা থেকে আক্রমণ রাজনাথ সিংহের।


আরও পড়ুন:সব সময় হার্ট অ্যাটাকের ভয় পাচ্ছেন ? আর কী কারণে বুকে ব্যথা হচ্ছে মনে হয়

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.