West Bengal News Live: আগামীকাল শেষকৃত্য গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের, জানালেন মুখ্যমন্ত্রী

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 15 Feb 2022 08:44 PM
WB News Live Updates: পুরভোটের মুখে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ঘিরে সরগরম বীরভূম ও মুর্শিদাবাদের রাজনীতি

পুরভোটের মুখে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ঘিরে সরগরম বীরভূম ও মুর্শিদাবাদের রাজনীতি। শাসক দলের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিরোধীদের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। 

West Bengal News Live Updates: পূর্ব মেদিনীপুরে কাঁথিতে নির্দল প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

পূর্ব মেদিনীপুরে কাঁথিতে নির্দল প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 

WB News Live Updates: পুরভোটের আগে চন্দ্রকোণায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পুরভোটের আগে চন্দ্রকোণায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রামপুরহাটে বিজেপি প্রার্থীর দেওয়াল লেখা মুছে দেওয়ায় কাঠগড়ায় তৃণমূল। মানতে নারাজ শাসক দল। ব্যারাকপুর তৃণমূল প্রার্থীর ছেলেকে মারধরে অভিযুক্ত কংগ্রেস। নিজেদের মধ্যে ঝামেলা, পাল্টা দাবি কংগ্রেসের।

West Bengal News Live Updates:এবার ১০৮টি পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতে আবেদন জানাল বিজেপি

এবার ১০৮টি পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতে আবেদন জানাল বিজেপি। আগামীকাল কলকাতা হাইকোর্টে হবে মামলার শুনানি। গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল।

WB News Live Updates: হাওড়া, জোড়াসাঁকো ও নদিয়ায় অভিযান শুল্ক দফতরের

হাওড়া, জোড়াসাঁকো ও নদিয়ায় অভিযান শুল্ক দফতরের।  সূত্রের খবর, তিন জায়গা থেকে উদ্ধার হয়েছে ২ কোটি টাকার বেশি মূল্যের সোনার বার ও বিস্কুট। গ্রেফতার করা হয়েছে ২ জনকে। ৩ জনকে আটক করা হয়েছে। 

West Bengal News Live Updates: আগামীকাল কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী

আগামীকাল কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী

WB News Live Updates: আগামীকাল শেষকৃত্য গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের, জানালেন মুখ্যমন্ত্রী

আগামীকাল শেষকৃত্য গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের, জানালেন মুখ্যমন্ত্রী 

West Bengal News Live Updates: আইএমএ নির্বাচন ঘিরে তুমুল দ্বন্দ্ব

আইএমএ নির্বাচন ঘিরে তুমুল দ্বন্দ্ব। ভোটের ময়দানে তৃণমূল প্রভাবিত দুই চিকিৎসক শিবির। একদিকে নির্মল মাজি অন্যদিকে শাসক শিবির প্রভাবিত চিকিৎসকরা। নির্মল মাজির বিরুদ্ধে তোপ শাসক গোষ্ঠী প্রভাবিত অন্য শিবিরের। মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি, চাপ সৃষ্টির অভিযোগ নির্মল মাজির বিরুদ্ধে। বদলি, হুমকি দেওয়ার অভিযোগ। সব অভিযোগ ভিত্তিহীন, পাল্টা নির্মল মাজি। 

West Bengal News Live Updates: গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সঙ্কটজনক

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee) সঙ্কটজনক। আইসিইউতে স্থানান্তরিত করা হল সন্ধ্যা মুখোপাধ্যায়কে। সঙ্কটজনক হলেও স্থিতিশীল সন্ধ্যা মুখোপাধ্যায়। আজ সকালে আচমকা রক্তচাপ কমে যায়। ওষুধ প্রয়োগের পর নিয়ন্ত্রণে রক্তচাপ। অস্ত্রোপচারের অংশে নতুন করে ব্যথা অনুভব করছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। 

West Bengal News Live Updates: দেগঙ্গায় প্রায় ৫০ হাজার টাকায় তা কিনেও নেন এক স্বর্ণ ব্যবসায়ী

গরুর দুধে (Cow Milk) সোনার তত্ত্ব শুনিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার গরুর মূত্রথলিতে সোনা আছে এই ভেবে, উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) দেগঙ্গায় প্রায় ৫০ হাজার টাকায় তা কিনেও নেন এক স্বর্ণ ব্যবসায়ী। যদিও গরুর মালিকের দাবি, পাথরকে সোনা ভেবেই কিনেছেন ব্যবসায়ী। 

West Bengal News Live Updates: তৃণমূল প্রার্থীর হয়ে লিফলেট বিলি করতে নামলেন বিজেপি প্রার্থী

কথা ছিল নিজের জন্য ভোট চেয়ে বাড়ি বাড়ি ঘুরবেন। কিন্তু ভাটপাড়ার ২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী আর সেটা করছেন না! উল্টে তৃণমূল প্রার্থীর হয়ে লিফলেট বিলি করতে নেমে পড়েছেন তিনি!

WB News Live Updates: চালকদের সঙ্গে দুর্ব্যবহার সহ আর্থিক প্রতারণার অভিযোগ

চালকদের সঙ্গে দুর্ব্যবহার সহ আর্থিক প্রতারণার অভিযোগ। প্রতিবাদ গাড়ি বন্ধ রেখে পথে নামল ওয়েস্টবেঙ্গল অ্যাপ ক্যাব অপারেটর্স গিল্ড। প্রতিবাদে সামিল না হওয়া গাড়ি আটকে যাত্রীদের নামিয়ে দেওয়ার পাশাপাশি ভাঙচুরের অভিযোগ। অভিযোগ অস্বীকার গিল্ডের

West Bengal News Live Updates: বিএসসি নার্সিং সব বর্ষের পড়ুয়াদের একাংশের বিক্ষোভ

বিএসসি নার্সিং সব বর্ষের পড়ুয়াদের একাংশের বিক্ষোভ। একইসঙ্গে বকেয়া পরীক্ষা কেন নেওয়া হচ্ছে? কাজে কোনও ছাড় না থাকায় কীভাবে পরীক্ষার প্রস্তুতি? প্রশ্ন তুলে সল্টলেকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ।

WB News Live Updates: ৫৭৩ জনের বেতন বন্ধ এবং চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ

৫৭৩ জনের বেতন বন্ধ এবং চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। এবার সেই নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। ৫৭৩ জনের বেতন বন্ধ এবং চাকরি বাতিলের সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে আজ। আগামী ৭ দিন বহাল থাকবে স্থগিতাদেশ, সোমবার ফের শুনানি হবে। 

West Bengal News Live Updates: আজ বালিগঞ্জ শিক্ষা সদনে সপ্তম শ্রেণির পড়ুয়ারা হাজির

কাল থেকেই শুরু হচ্ছে ছোটদের স্কুল। আজ বালিগঞ্জ শিক্ষা সদনে সপ্তম শ্রেণির পড়ুয়ারা হাজির হয়। স্কুলে এসে পড়াশোনাও করে তারা। স্কুল সূত্রে খবর, কাল পঞ্চম শ্রেণির পড়ুয়ারা ক্লাস করবে।  বৃহস্পতিবার ক্লাস করবে ষষ্ঠ শ্রেণির পড়ুয়ারা।  অন্য ক্লাসগুলি হয় অনলাইনেই। আজ যারা স্কুলে আসতে পারেনি, তাদের জন্য অনলাইনে পড়ারও ব্যবস্থা ছিল। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শনি-রবিবারের মধ্যে ঠিক করে নেওয়া হবে, সোমবার থেকে সবার ক্লাস কীভাবে নেওয়া যায়।

WB News Live Updates: ভোট প্রচারে বাধা এবং হুমকি দেওয়ার অভিযোগে বিজেপি প্রার্থীকে

ভোট প্রচারে বাধা এবং হুমকি দেওয়ার অভিযোগে বিজেপি প্রার্থীকে। অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগ দায়ের ইংরেজবাজার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সঞ্জয় শর্মার। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল প্রার্থী কাকলি চৌধুরী। ঘটনার তদন্তের নির্দেশ সদর মহকুমা শাসকের। 

West Bengal News Live Updates: ১০৮টি পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতে আবেদন বিজেপির

১০৮টি পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতে আবেদন বিজেপির। নির্বাচনের কমপক্ষে ৭২ ঘণ্টা আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটারদের পরিচয়পত্র পরীক্ষার আর্জি। ১ জন নিরপেক্ষ পর্যবেক্ষক ও নিরপেক্ষ মাইক্রো অবজার্ভার নিয়োগের আর্জি

WB News Live Updates: আজ শিলিগুড়িতে মমতার সঙ্গে দেখা করলেন জয়ী কাউন্সিলররা

আজ শিলিগুড়িতে মমতার সঙ্গে দেখা করলেন জয়ী কাউন্সিলররা। ‘মাথা নত করে মানুষের কাছে যেতে হবে, কলকাতা-রাজারহাট-নিউটাউনের মতো শিলিগুড়িকে আধুনিক করতে হবে, মানুষকে নিয়ে মানুষের পাশে থেকে এই কাজ করতে হবে।' নব নির্বাচিত কাউন্সিলরদের বার্তা দিয়েছেন মমতা
জানিয়েছেন শিলিগুড়ির ভাবী মেয়র গৌতম দেব

West Bengal News Live Updates: ‘ আসানসোলে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়নি’

‘ আসানসোলে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়নি’, এই দাবিতে আসানসোলে বিজেপির বিক্ষোভ। জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ। 

WB News Live Updates: চালকদের সঙ্গে কর্তৃপক্ষের দুর্ব্যবহারের অভিযোগ, আজ ওলা, উবের পরিষেবা বয়কটের ডাক

চালকদের সঙ্গে কর্তৃপক্ষের দুর্ব্যবহারের অভিযোগে আজ ওলা, উবের পরিষেবা বয়কটের ডাক দিয়েছিল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড সহ একাধিক সংগঠন। সেই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে শহরের একাধিক জায়গায় অশান্তির ঘটনাও ঘটেছে। আটক করা হয়েছে রাস্তায় বেরনো অ্যাপ নির্ভর ক্যাবকে।  কয়েক জাগায় গাড়ি ভাঙচুরও হয়েছে। অন্যদিনের তুলনায় আজ শহরে অ্যাপ নির্ভর ক্যাবের সংখ্যা কম।  নেতাজিনগর, টালিগঞ্জ সহ একাধিক এলাকায় হয়রানির শিকার হন যাত্রীরা।  যাত্রী হয়রানি এড়াতে প্রতিবাদকারী সংগঠনগুলির তরফে চালু করা হয় হেল্পলাইন নম্বর। 

West Bengal News Live Updates: গ্রুপ সি-তেও সিবিআই অনুসন্ধানের নির্দেশ

এবার গ্রুপ সি-তেও সিবিআই অনুসন্ধানের নির্দেশ। সিবিআই অনুসন্ধানের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তদন্তে নজরদারি করবেন সিবিআই অধিকর্তা। ভুয়ো চাকরির অভিযোগে বাতিল ৩৫০ জনের চাকরি। অবিলম্বে ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ। ‘বেতন ফেরত দিতে হবে, না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা’। ‘ব্যবস্থা নেবেন জেলা স্কুল পরিদর্শক’। জানালেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। ১৫ মার্চ পরবর্তী শুনানি। 

WB News Live Updates: গ্রুপ ডি মামলায় ফের সিবিআই অনুসন্ধানের নির্দেশ

গ্রুপ ডি মামলায় ফের সিবিআই অনুসন্ধানের নির্দেশ। অনুসন্ধানে ডিভিশন বেঞ্চ নিযুক্ত কমিটিকে খারিজ করল আদালত। ‘আদালতকে অসম্মান করছে আদালত নিযুক্ত কমিটি, আদালতের নির্দেশের পরেও কেন রিপোর্ট পেশ করা হল না? রিপোর্ট পেশের ক্ষেত্রে বাধা কী? কোনও কার্যকরী পদক্ষেপ কমিটি করেছে বলে মনে করছে না আদালত’, এমনটাই জানান হয়েছে এদিন। 

West Bengal News Live Updates: 'মানুষের পাশে থেকে কাজ করতে হবে’, বার্তা দিয়েছেন মমতা

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে আজ উত্তরকন্যায় আদিবাসী উন্নয়ন পরিষদের বৈঠক মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বৈঠকে দফতরের মন্ত্রী বুলুচিক বরাইক সহ সচিব, আধিকারিকরা।  এই বৈঠকে আদিবাসী সম্প্রদায়ের নির্বাচিত জনপ্রতিনিধিদেরও আবেদন জানানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিজেপির জনপ্রতিনিধিরাও। আদিবাসী উন্নয়ন পরিষদের এই বৈঠকে যোগ দিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকে।  বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সূত্রের খবর, তিনি জানিয়েছেন কলকাতায় থাকায় যেতে পারছেন না। পাঠানো হচ্ছে ২ প্রতিনিধিকে। 

WB News Live Updates: নেতাই গণহত্যা মামলায় স্টেটাস রিপোর্ট পেশের নির্দেশ

নেতাই গণহত্যা মামলায় স্টেটাস রিপোর্ট পেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত সূত্রে খবর, আগামী ৫ এপ্রিলের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।  সেদিনই মামলার পরবর্তী শুনানি।  

West Bengal News Live Updates: মমতার সভায় উপস্থিত বিজেপির উত্তরবঙ্গের আদিবাসী নেতারা

মমতার সভায় বিজেপির উত্তরবঙ্গের আদিবাসী নেতারা। আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠকে যাচ্ছেন বিজেপি নেতারা। আগেই আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি নেতাদের। মমতার ডাকা সভায় থাকছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। থাকছেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকে। 

WB News Live Updates: সিবিআই দফতরে আজ হাজিরা দিলেন আজ হাজিরা দিলেন

গরু পাচার মামলার তদন্তে তৃণমূল সাংসদ দেব আজ হাজিরা দিলেন নিজাম প্যালেসে সিবিআই দফতরে। ৫ পাতার প্রশ্নমালা নিয়ে দেবকে জিজ্ঞাসাবাদ চলছে। 

West Bengal News Live Updates: এক ব্যক্তির হাত-পা বাঁধা দেহ উদ্ধার বেহালায়

বেহালার সরশুনায় এক ব্যক্তির হাত-পা বাঁধা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।  গতকাল থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন।  আজ সকালে ল্যান্ড-এর মাঠের কাছে পড়ে থাকতে দেখা যায় মৃতদেহটি।  সরশুনা থানার পুলিশ দেহ উদ্ধার করে করে।  পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে ওই ব্যক্তিকে।  স্থানীয় সূত্রে দাবি, ওই ব্যক্তি এলাকারই বাসিন্দা।  

WB News Live Updates: একই রাতে দুটি বাড়িতে দুঃসাহসিক চুরি

বাড়িতে না থাকার সুযোগ নিয়ে একই রাতে  দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদার বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায়। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার পাকুয়াহাট পঞ্চায়েতের টিয়াটিকা এলাকায়। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনস্থলে গিয়ে চুরির তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। তবে এক মাসের মধ্যে ওই এলাকায় বারংবার চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। 

West Bengal News Live Updates: ডায়মন্ড হারবার থেকে রায়দিঘি যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ল বাস

দক্ষিণ ২৪ পরগনায় ডায়মন্ড হারবার থেকে রায়দিঘি যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ল বাস। উস্থি থানার সরবেড়িয়ার কাছে আচমকা বাসের সামনের চাকার রিং ভেঙে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় রাস্তার পাশে। ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন বাসটিতে। পুলিশ সূত্রে খবর, ৬ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা এসে উদ্ধার করে যাত্রীদের।  পুলিশ সূত্রে খবর, বাসের গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।  

WB News Live Updates: বহরমপুর পুরসভায় প্রার্থীর ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ

বহরমপুর পুরসভায় প্রার্থীর ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ। ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থীর দেওয়াল লিখন মুথে দেওয়ার অভিযোগ। অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। রাতেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।কংগ্রেসের প্রতিক্রিয়া মেলেনি। 

West Bengal News Live Updates: শীতের আমেজ বজায় রাজ্যে, কাল থেকেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

শীতের আমেজ এখনও বজায় থাকলেও কাল থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। যদিও আজও তাপমাত্রা স্বাভাবিকের নীচে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের ৪ ডিগ্রি সেলসিয়াস নীচে।  আগামী দু’তিনদিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও একটু একটু করে বাড়তে থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। 

WB News Live Updates: কোচবিহারে ৫ তলা বাড়িতে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু দু’জনের

কোচবিহারে নিউ কদমতলা এলাকায় এক ৫ তলা বাড়িতে বিধ্বংসী আগুন পুড়ে মৃত্যু হল দু’জনের। পুলিশ সূত্রে খবর, আজ সকালে ৫ তলার ফ্ল্যাট থেকে স্থানীয় বাসিন্দারা ধোঁয়া বেরোতে দেখেন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। এরপর দমকল কর্মীরা দরজা ভেঙে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় দুটি মৃতদেহ উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই বাড়ির ৫ তলার ফ্ল্যাটে মা ও ছেলে থাকতেন।  কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। 

West Bengal News Live Updates: এলগিন রোডে অপহৃত ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

এলগিন রোডের এক গেস্ট হাউস থেকে অপহৃত ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধল। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ওই ব্যবসায়ী। তাঁর পরিবার মিসিং ডায়রিও করে। গতকাল রাতে গেস্ট হাউসের ঘর থেকে পুলিশ উদ্ধার করে মৃতদেহ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় ওই ব্যবসায়ীকে। ঘটনার তদন্তে লালবাজারের হোমিসাইড শাখা। শহরের বুকে অপহৃতকে খুনের অভিযোগ ওঠার পর গতকাল গভীর রাত পর্যন্ত লালবাজারে ছিলেন পুলিশের আধিকারিকরা। 

WB News Live Updates: সন্তোষপুর অ্যাভিনিউয়ে ভারী যান চলাচল বন্ধ

হবে ম্যানহোলের কাজ। আজ থেকে ৬দিনের জন্য বন্ধ সন্তোষপুর অ্যাভিনিউয়ে ভারী যান চলালচল। ছাড় শুধু ছোট গাড়িতে।  

West Bengal News Live Updates: সায়েন্স সিটির কাছে অম্বেডকর সেতুতে দুর্ঘটনা

রাতের শহরে ফের দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ ই এম বাইপাসে সায়েন্স সিটির কাছে অম্বেডকর সেতুতে একটি ডাম্পারের পিছনে একটি ভ্যান ধাক্কা মারে। দুর্ঘটনায় ভ্যানের চালক আহত হয়েছেন। তিলজলা থানার পুলিশ উদ্ধার করে আহত ভ্যানচালককে।

WB News Live Updates: চার পুরসভার ভোটে বড় জয় পেল তৃণমূল

কলকাতার পর আরও চার পুরসভার ভোটে বড় জয় পেল তৃণমূল। চারটি পুরসভার ২২৬টি ওয়ার্ডের মধ্যে, ১৯৮টিতেই জিতেছে শাসক দল। প্রাপ্ত ভোট শতাংশের নিরিখে বিধাননগর ও চন্দনগরে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। আসানসোল ও শিলিগুড়িতে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।

West Bengal News Live Updates: ডাম্পারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ডাম্পারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে আজ রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার আমতা। বিক্ষোভ-অবরোধের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় তিনটি ডাম্পারে। ভাঙচুর করা হল দমকলের গাড়িতে। পাল্টা লাঠি চালাল পুলিশ।

WB News Live Updates: বুধবার থেকেই খুলে যাচ্ছে ছোটদের স্কুল

মাঝে আর মাত্র একটা দিন। বুধবার থেকেই খুলে যাচ্ছে ছোটদের স্কুল। করোনা বিধি মেনে  প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি অবধি শুরু হয়ে যাবে ক্লাস। তবে চিকিৎসকদের পরামর্শ, স্কুল খুললেও মানতে হবে সবরকম করোনা বিধি। 

প্রেক্ষাপট

কলকাতা: ৩২টির মধ্যে ৩১টি ওয়ার্ডেই জয়। ফের চন্দননগর (Chandannagar) পুরসভা (Municipal) হাতে থাকল তৃণমূলের (TMC)।  একটি ওয়ার্ডে জিতে একমাত্র বিরোধী বলতে এখন সিপিএম (CPIM)। খাতাই খুলতে পারেনি বিজেপি (BJP)। আর গেরুয়া শিবিরকে পিছনে ফেলে অধিকাংশ ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে বামেরা।                                                                          


ডাম্পারের ধাক্কা এক ব্যক্তির মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার (Howrah) আমতা। বিক্ষোভ-অবরোধের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হল তিনটি ডাম্পারে। ভাঙচুর করা হল দমকলের গাড়িতে। পাল্টা লাঠি চালাল পুলিশ।


চার পুরসভার ভোটে সন্ত্রাসের অভিযোগে রাজ্যজুড়ে পথে নামল বিজেপি। কোথাও পুলিশের সঙ্গে হল ধস্তাধস্তি, কোথাও আবার পুলিশের বাধা পেয়ে অবস্থানে বসলেন বিজেপির নেতা, কর্মীরা। জনগণের আদালতে বিজেপি প্রত্যাখ্যাত বলে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।


টিটাগড়ে বোমা ফেটে জখম শিশুর মৃত্যু হল। পুরভোটের মুখে বিস্ফোরণে শিশুর মৃত্যু ঘিরে তীব্র হয়েছে চাপানউতোর। তৃণমূলের অভিযোগ, বিরোধীরা অশান্ত করতে চাইছে টিটাগড়। পাল্টা জবাব এসেছে বিরোধী শিবির থেকে।


ভোট লড়তে চাইলেও, বাধা দিচ্ছে প্রশাসন। যা তাঁকে বিব্রত করেছে। জলপাইগুড়ি পুরসভার নির্দল প্রার্থী হিসেবে লড়ার মামলা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। তবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হওয়ায়, আদালত আর হস্তক্ষেপ করবে না।


এগিয়ে আসছে বকেয়া ১০৮ পুরসভার ভোটের দিন, তুঙ্গে উঠছে প্রচার। জনতার মন টানতে ঝাঁপাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বাঁকুড়ায় তৃণমূলের প্রচারে উঠল খেলা হবে স্লোগান। নিজের টোটো চালিয়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী।


বঙ্গ বিধানসভার অধিবেশন স্থগিত ইস্যুতে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কড়া সমালোচনা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন তিনি। ঠিক হয়েছে রাজ্যের অধিকার অক্ষুণ্ণ রাখতে অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক হবে। এই নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.