West Bengal News Live : বেহালার চণ্ডীতলায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকেই
বেহালার চণ্ডীতলায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে ৬টা ইঞ্জিন।
ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে সিআইডি। সিবিআই তদন্তেই অনড় পরিবার।
করোনার সময় রেড ভলান্টিয়াররা দৃষ্টান্তমূলক কাজ করেছেন। সারা দেশে এনিয়ে রীতিমতো আলোচনা হয়েছে। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। কিন্তু, পরবর্তী ক্ষেত্রে সেভাবে তাঁদের দলে নিয়ে আসা যাচ্ছে না। এর দায় নিতে হবে পার্টি নেতৃত্বকেই। সিপিএমের রাজ্য সম্মেলনে বললেন প্রকাশ কারাট।
কালিন্দীতে এসএলএসটি-র চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। ফের শিক্ষামন্ত্রীর বাড়ির কাছে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ।শিক্ষামন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার আগেই আটকাল পুলিশ।বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।লেকটাউন থানার হাতে আটক ৫০ জন বিক্ষোভকার
নারদ মামলায় নগর দায়রা আদালতে শোভন চট্টোপাধ্যায়ের হাজিরা। নারদকাণ্ডে ইডির দায়ের করা মামলায় হাজিরা শোভনের। ‘রাজ্যে ২ কাউন্সিলর খুনের ঘটনা অনভিপ্রেত। প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। আজ যে আগুন নিয়ে খেলছে। আগামীদিনে সেই আগুনে নিজেদেরও হাত পুড়বে, মন্তব্য শোভনের
দমদমে তৃণমূল কাউন্সিলরের হাতেই ‘আক্রান্ত’ দলের মহিলা কাউন্সিলর।দলীয় কাউন্সিলরের হাতেই ‘আক্রান্ত’ ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্তী সাহা।১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিল সুকান্ত সেনশর্মার বিরুদ্ধে মারধরের অভিযোগ।অনুগামীদের নিয়ে হামলার অভিযোগ ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের।হামলার অভিযোগ অস্বীকার সুকান্ত সেনশর্মার
বিধানসভায় কার্শিয়ংয়ের বিজেপি বিধায়কের বাংলা ভাগের দাবি। তুঙ্গে রাজনৈতিক তরজা। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেছেন, ‘উনি যদি বাংলা ভাগই চান, তাহলে বাংলার এই বিধানসভায় আছেন কেন? আমরা স্পিকারের কাছে প্রিভিলেজ আনার দাবি জানাবো’। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, উনি বাংলা ভাগের কথা বলেননি, উত্তরবঙ্গের মানুষের বঞ্চনার কথা বলতে চেয়েছেন। এলাকাবাসীর দাবির কথা বলেছেন, ভুল কিছু বলেননি।
প্রায় চারদশক পর কাঁথি পুরসভার চেয়ারম্যান পদে নেই অধিকারী পরিবারের কেউ। নতুন চেয়ারম্যান হলেন সুবল মান্না।তিনি শিশির অধিকারীর আমল থেকে কাঁথি পুরসভার কাউন্সিলর ছিলেন। তাঁকেই এবার চেয়ারম্যান করা হয়েছে। কাঁথিকে জঞ্জালমুক্ত করাই প্রাথমিক লক্ষ্য। এছাড়াও জল নিকাশি ব্যবস্থা উন্নত করা, যানজট দূর করা ও কাঁথি শহরের সৌন্দর্যায়ন গুরুত্ব পাবে। জানিয়েছেন নতুন চেয়ারম্যান। দীর্ঘদিন পরে কাঁথি পুরসভায় অধিকারী পরিবারের কোনও সদস্য নেই, এ প্রসঙ্গে নতুন চেয়ারম্যানের জবাব, কেউই অপরিহার্য নয়। প্রতিক্রিয়া দিতে চাননি সৌমেন্দু অধিকারী।
হাজরায় টেট উত্তীর্ণদের বিক্ষোভ। রাস্তায় বসে বিক্ষোভ দেখান হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বিক্ষোভকারীদের। পাঁজাকোলা করে বিক্ষোভকারীদের বাসে তোলে পুলিশ।
পড়ুয়া বিক্ষোভের মধ্যেই বিশ্বভারতীতে এবার ইস্তফা দিলেন ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। গতকাল রাতে ৩০ ঘণ্টা পর ঘেরাওমুক্ত হন পদত্যাগী রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক সহ কয়েকজন অধ্যাপক। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, পরীক্ষা বয়কট চলছে, চলবে।
দলবিরোধী কাজের অভিযোগে তপন পোড়েল বহিষ্কার। কালনা শহর তৃণমূলের সভাপতি তপন পোড়েল বহিষ্কার।বিক্ষুব্ধদের ভোটে চেয়ারম্যান হওয়ার পরেই বহিষ্কার। দলবিরোধী কাজের জন্য বহিষ্কার, জানালেন অরূপ বিশ্বাস
উচ্চমাধ্যমিকের জন্য পিছোচ্ছে না উপনির্বাচন। ১২ এপ্রিলই বালিগঞ্জ, আসানসোলে উপনির্বাচনে। পরীক্ষার জন্য ভোট পিছোনোর সরকারের আর্জি খারিজ। ভোটের জন্য সূচি বদলাতে পারে উচ্চমাধ্যমিকের। কাল উচ্চমাধ্যমিকের নতুন নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা
আগামী সপ্তাহে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী কয়েকদিনে শক্তিশালী হবে নিম্নচাপ। ২১ মার্চ উত্তর আন্দামানের কাছে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। ২৩ মার্চ বাংলাদেশ ও মায়ানমার উপকূলের কাছে পৌঁছতে পারে ঘূর্ণিঝড়। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের
গেট খুলে হিন্দু হস্টেল ‘দখল’ করল ছাত্রছাত্রীরা। গেট খুলে হস্টেলে ‘দখল’ নিল প্রেসিডেন্সির পড়ুয়ারা। ক্লাস শুরু হলেও, কেন হস্টেল বন্ধ? প্রশ্ন পড়ুয়াদের। বিশ্বভারতীর ধাঁচে ১ মাস ধরে প্রেসিডেন্সিতে আন্দোলন। এব্যাপারে এখনও প্রতিক্রিয়া মেলেনি কর্তৃপক্ষের
কালনা পুরসভায় পুরপ্রধান নির্বাচন প্রক্রিয়া আজকের জন্য বাতিল। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় বাতিল পুরপ্রধান নির্বাচন প্রক্রিয়া। কালনা পুরসভায় তৃণমূলেরই প্রস্তাবিত চেয়ারম্যানকে মানলেন না বিক্ষুব্ধরা। কালনায় অফিসিয়াল প্যানেলের হার, চেয়ারম্যান বিক্ষুব্ধ কাউন্সিলর। কালনায় বিক্ষুব্ধদের ভোটে হারলেন তৃণমূলেরই প্রস্তাবিত চেয়ারম্যান। ভোটাভুটিতে প্রস্তাবিত চেয়ারম্যানের পক্ষে পড়ল মাত্র ৪টি ভোট।১২জন কাউন্সিলরের ভোটে চেয়ারম্যান নির্বাচিত বিক্ষুব্ধ তৃণমূল নেতা
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আবেদনের শুনানি শেষ। রায়দান স্থগিত রাখল হাইকোর্ট।
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে সিট গঠন। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ৬ সদস্যের সিট গঠন। সিট গঠনের পরই নিহত তপন কান্দুর বাড়িতে তদন্তকারীর
কয়লা পাচারকাণ্ডে ফের সস্ত্রীক অভিষেককে ইডির তলব। আগামী সপ্তাহে দিল্লিতে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব। দিল্লি হাইকোর্টে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ। অভিষেকের স্ত্রীর আবেদন খারিজ করার পরেই ইডির তলব।দিল্লিতে গিয়ে তলবে আপত্তি জানিয়ে মামলা করেন রুজিরা
‘দলের নির্দেশ অমান্য, কাউন্সিলরদের বিরুদ্ধে পদক্ষেপ। কালনা, খড়ারের পুরবোর্ডকে স্বীকৃতি নয়, অনাস্থা প্রস্তাব আনা হবে’,বিক্ষুব্ধ কাউন্সিলরদের সাসপেন্ড করার হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের
কোচবিহারের মাথাভাঙা পুরসভার বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে চেয়ারম্যান পদে অন্য নাম প্রস্তাব করেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সরকার। সেই খবর ছড়িয়ে পড়তেই বাইরে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মীরা প্রবীর সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও অধিকাংশ কাউন্সিলরের সমর্থনে মাথাভাঙা পুরসভার নতুন চেয়ারম্যান হন লক্ষপতি প্রামাণিক
পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তর খুনের ঘটনায় উদ্ধার হল আরও একটি আগ্নেয়াস্ত্র। এদিন শ্যুটার অমিত পণ্ডিতকে নিয়ে তল্লাশি চালায় পুলিশ। আগরপাড়ার হোগলা বন থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। পানিহাটির তৃণমূল কাউন্সিলরকে পুরনো শত্রুতার জেরেই খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত বাপি পণ্ডিত খুনের সুপারি দেয় অমিত পণ্ডিতকে। বাপির রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখা হচ্ছে। ধৃত সঞ্জীব ওরফে বাপি পণ্ডিতকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের ।
বিধানসভাতেই বাংলা ভাগের দাবি তুললেন কার্শিয়ঙের বিধায়ক!বাজেট নিয়ে আলোচনার সময় বাংলা ভাগের দাবি বিজেপি বিধায়কের। ‘উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত, এবার বিধানসভাতেই দাবি তুললাম’,বিধানসভাতেই বাংলা ভাগের দাবি কার্শিয়ঙের বিজেপির বিধায়কের
‘বিধানসভায় দাঁড়িয়েই হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাড়িতে যাবে আয়কর দফতর, হুমকি দিয়েছেন শুভেন্দু’।শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। অধিবেশন কক্ষে দাঁড়িয়েই অধ্যক্ষের কাছে অভিযোগ
তৃণমূলের পর ২ কেন্দ্রে উপনির্বাচনে বামেদের প্রার্থী ঘোষণা। আসানসোলে সিপিএম প্রার্থী পার্থ মুখোপাধ্যায়। পশ্চিম বর্ধমান সিপিএমের জেলা কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়। আসানসোলে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। বালিগঞ্জে প্রতিদ্বন্দ্বিতা সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম।বালিগঞ্জে জোড়াফুলের প্রতীকে লড়ছেন বাবুল সুপ্রিয়
বিজেপির সমর্থনে খড়ার পুরসভায় তৃণমূলের চেয়ারম্যান!পঃ মেদিনীপুরের খড়ার পুরসভায় ভোটাভুটিতে তৃণমূলের প্রস্তাবিত প্রার্থীর হার। চেয়ারম্যান হিসেবে সন্ন্যাসী দোলুইয়ের নাম প্রস্তাব করে তৃণমূল।ভোটাভুটিতে ৪-৪ ভোট পান তৃণমূলেরই সন্ন্যাসী দোলুই, অদ্যুৎ মণ্ডল।বিজেপির ২ কাউন্সিলরের সমর্থনে চেয়ারম্যান পদে নির্বাচিত অদ্যুৎ।
পরিবর্তন হতে পারে উচ্চমাধ্যমিকের সূচি, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর । পরীক্ষার মধ্যেই বালিগঞ্জ, আসানসোলে উপ নির্বাচন । ভোট পিছনোর দাবিতে দিল্লিতে নির্বাচন কমিশনে তৃণমূল । ‘ভোট পিছোলে সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা’
ভোট পিছনো সম্ভব নয়, তৃণমূলকে জানাল কমিশন
পানিহাটির কাউন্সিলর খুনে ধৃতকে নিয়ে হোগলা বনে তল্লাশি। উদ্ধার আরও একটি আগ্নেয়াস্ত্র। আজই খুনের ঘটনার পুনর্নির্মাণ।
কসবায় বহুতলে বিধ্বংসী আগুন। ৪তলার ছাদে আটকে বেশ কয়েকজন। দমকলের চেষ্টায় পরে উদ্ধার।
পুরনো শত্রুতার জেরেই খুন অনুপমকে। ঠিকাদার বাপিই খুনের সুপারি দিয়েছিল অমিতকে, জানালেন ব্যারাকপুরের সিপি। নজরে বাপির রাজনৈতিক পরিচয়ও।
কসবার বোসপুকুর রোডে চারতলা বাড়িতে আগুন। বেলা সাড়ে ১২টা নাগাদ তিনতলায় একটি সংস্থার অফিসে আগুন লাগে।
ইউক্রেন ফেরত পড়ুয়াদের জন্য একগুচ্ছ প্রস্তাব মুখ্যমন্ত্রীর। মেডিক্যাল পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপ, স্টাইপেন্ড। রাজ্যের ফি-তেই বেসরকারি হাসপাতালে ভর্তির আশ্বাস
বেলেঘাটা আইডি হাসপাতালে চালু হচ্ছে জলাতঙ্ক নির্ণায়ক কেন্দ্র। এতদিন ব্যাঙ্গালোরে পাঠানো হত সন্দেহভাজন জলাতঙ্ক আক্রান্তদের নমুনা, যাকে বলা হয় সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। এখন জলাতঙ্কের নির্ণায়ক পরীক্ষা বেলেঘাটা আইডি হাসপাতালেই করা সম্ভব হবে।
পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনে চাঞ্চল্যকর তথ্য। যে অস্ত্র দিয়ে ২৪ ডিসেম্বর হরিণঘাটায় বন্ধুকে গুলি করেছিল অমিত ওরফে শম্ভু পণ্ডিত, সেই অস্ত্রই অনুপম দত্তকে খুনে ব্যবহার করা হয়েছিল, জেরায় জানিয়েছে শ্যুটার, দাবি পুলিশের।
মদের সঙ্গে ভুল করে কীটনাশক মিশিয়ে খেয়ে ফেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক আরও ২ জন। ঘটনাটি ঘটেছে বারুইপুরের রানাবেলিয়াঘাটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গতকাল রথীন গায়েনের পোলট্রি ফার্মে মদের আসর বসে। মদ্যপানের সময় জল শেষ হয়ে যাওয়ায় ভুল করে কীটনাশক মিশিয়ে খেয়ে ফেলেন কয়েকজন। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আরও ২ জনকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
গরু পাচারের পর এবার কয়লা পাচারেও বিনয় মিশ্রর বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ১৮ এপ্রিলের মধ্যে গ্রেফতার করে আদালতে পেশ করার নির্দেশ। সিবিআই সূত্রে খবর, বিনয় মিশ্র বিদেশে পালিয়েছেন। আশ্রয় নিয়েছেন ভানুয়াতু দ্বীপরাষ্ট্রে।সিবিআই সূত্রে খবর, বিনয়কে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তার আগে জামিন অযোগ্য ওয়ারেন্ট ইস্যু করা হল।
উত্তর দিনাজপুরের ইসলামপুরে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। গতকাল রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, দুই গোষ্ঠীর গন্ডগোলের জেরে তৃণমূল কর্মী শুকরু মহম্মদের শরীরে ছররা গুলি ঢুকে যায়। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
রাজ্যে আজ থেকে শুরু হচ্ছে না ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, ১২ থেকে ১৪ বছর বয়সিদের কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য আরও ২-৩ দিন সময় লাগবে। সূত্রের খবর, গত মাসেই ৩১ লক্ষ কর্বেভ্যাক্স রাজ্যে পাঠিয়েছে কেন্দ্র।
ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা হয়েছে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম। মঙ্গলবার, স্টেশন ঘুরে দেখেন টাওয়ার হ্যামলেটসের মেয়র ও লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার।
সম্পত্তি নিয়ে শরিকি বিবাদের জেরে মালদার হরিশ্চন্দ্রপুরে ভাইকে পিটিয়ে ও শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল সৎ দাদার বিরুদ্ধে। মৃতের ভাইপোকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম জাহাঙ্গির আলম। স্থানীয় সূত্রে খবর, বাড়ির সামনে রাস্তা ও সীমানা পাঁচিল দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই জাহাঙ্গিরের সঙ্গে সৎ দাদা মতিয়ুর রহমানের বিবাদ চলছিল। অভিযোগ, গতকাল ওই রাস্তা দিয়ে ইট নিয়ে যেতে সৎ ভাইকে বাধা দেন মতিয়ুর। বিবাদের জেরে জাহাঙ্গিরকে বাঁশ দিয়ে পিটিয়ে ও গলা টিপে খুন করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত সৎ দাদা পলাতক।
৩০ ঘণ্টা পর ঘেরাওমুক্ত হলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক ও অন্যান্য আধিকারিকরা। ছাত্র আন্দোলনের মধ্যেই বিশ্বভারতীর রেজিস্ট্রারের ইস্তফা।
৩১ মার্চ পর্যন্ত রাজ্য জুড়ে বহাল রাত্রিকালীন কড়াকড়ি। শুধু ১৭ মার্চ ছাড়। ২৬ মার্চ থেকে ফের চালু হচ্ছে ইন্দো-বাংলাদেশ ট্রেন পরিষেবা।
বাদুড়িয়ার জনবহুল রাস্তায় চলন্ত পাট বোঝাই ট্রাকে আগুন। রাস্তায় থাকা বিদ্যুতের তারে লেগে আগুন ধরে যায় ওই ট্রাকে। স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন।
মদের সঙ্গে ভুল করে কীটনাশক মিশিয়ে খেয়ে ফেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক আরও ৩ জন। ঘটনাটি ঘটেছে বারুইপুরের রানাবেলিয়াঘাটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গতকাল রথীন গায়েনের পোলট্রি ফার্মে মদের আসর বসে। মদ্যপানের সময় জল শেষ হয়ে যাওয়ায় ভুল করে কীটনাশক মিশিয়ে খেয়ে ফেলেন কয়েকজন। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আরও ৩ জনকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
প্রেক্ষাপট
কলকাতা : এক নজরে আজকের হেডলাইনস ।
- ঝালদায় ( Jhalda ) কংগ্রেস কাউন্সিলর খুনে তৃণমূল প্রার্থী (TMC) ভাইপো গ্রেফতার। ঘরোয়া বিবাদের তত্ত্ব তৃণমূলের। আইসি-সহ চক্রীদের আড়ালের চেষ্টা, বলছে কংগ্রেস।
- ঝালদার কংগ্রেস (Congress ) কাউন্সিলর খুন, সংসদে সরব অধীর। কোর্টের তত্ত্বাবধানে সিবিআই (CBI) তদন্তের দাবি। বলাচ্ছে তো বিজেপি, পাল্টা কুণাল (Kunal Ghosh)।
- ঝালদাকাণ্ডে খুনিদের গ্রেফতারের দাবিতে ফের পথে কংগ্রেস। বিধানসভার গেটের সামনে বিক্ষোভ। ১২ ঘণ্টার বন্ধে কার্যত স্তব্ধ পুরুলিয়া। ফের পথে কংগ্রেস।
- ঝালদাকাণ্ডে এফআইআর করে মামলা রুজু। এসডিপিও ঝালদাকে তদন্তের দায়িত্ব। আইসি-র ভূমিকা নিয়েও হবে তদন্ত, আশ্বাস এসপি-র।
- পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনে এবার ঠিকাদার পাকড়াও।
- তৃণমূল কাউন্সিলর খুনে আগরপাড়ায় মোমবাতি মিছিল। সিবিআই নয়, সিআইডিতেই আস্থা স্ত্রীর। দোষীদের গ্রেফতারির দাবিতে ঝালদায় পথে কংগ্রেস।
- কাউন্সিলর খুনে সিআইডি তদন্ত চায় পরিবার।
- কীভাবে প্রকাশ্যে খুন হলেন ২ কাউন্সিলর? ডিএম-এসপিদের সঙ্গে বৈঠকে প্রশ্ন উদ্বিগ্ন মুখ্যসচিব-ডিজির। দ্রুত দোষীদের গ্রেফতারের নির্দেশ।
- রাজ্যের সব পুরবোর্ড গঠন করতে হবে শান্তিতে। ডিএম-এসপিদের বার্তা মুখ্যসচিবের। কড়া হাতে রাজনৈতিক সংঘর্ষের মোকাবিলা করার নির্দেশ।
- দিনবদলের সম্ভাবনা কম। ১২ এপ্রিলই হতে চলেছে বালিগঞ্জ-আসানসোলের ভোট। ৬ মাসের মধ্যে উপ নির্বাচনের কারণ দেখিয়ে খবর কমিশন সূত্রে।
- বোর্ড গঠনের আগেই খড়গপুর পুরসভায় দলবদল। তৃণমূলে ফিরলেন সিপিআইয়ের জয়ী প্রার্থী। ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, খোঁচা সিপিআইয়ের।
- গরুপাচারকাণ্ডে সিবিআই কাছে ফের গরহাজির অনুব্রত। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাজিরায় অব্যাহতির আর্জি। দেহরক্ষীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
- অনুব্রতর রক্ষীকে জিজ্ঞাসাবাদ
- ভোটের ফল থেকে জোট। সিপিএমের রাজ্য সম্মেলনে আলোচনার সম্ভাবনা। রাজ্য কমিটিতে হতে পারে রদবদল। নাও থাকতে পারেন সূর্য, বিমান, রবীনরা।
- ৫ রাজ্যে ভরাডুবি। প্রদেশ কংগ্রেস সভাপতিদের পদত্যাগের নির্দেশ সনিয়ার। গণতন্ত্রে বিপজ্জনক পরিবারতন্ত্র। নাম না করে ফের আক্রমণে মোদি।
- আজ থেকে দেশজুড়ে ১২ ঊর্ধ্বদের করোনার ভ্যাকসিনেশন। রাজ্যে এখনও লাগবে সময়। প্রস্তুতি তুঙ্গে, ২-৩দিনেই শুরু, জানালেন স্বাস্থ্য অধিকর্তা।
- ৩১ মার্চ পর্যন্ত রাজ্য জুড়ে বহাল রাত্রিকালীন কড়াকড়ি। শুধু ১৭ মার্চ ছাড়। ২৬ মার্চ থেকে ফের চালু হচ্ছে ইন্দো-বাংলাদেশ ট্রেন পরিষেবা।
- ডিউটিতে থাকলে চিকিৎসকদের পাঠাতেই হবে লাইভ লোকেশন। বারুইপুর হাসপাতালে বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। প্রত্যাহারের নির্দেশ স্বাস্থ্য অধিকর্তার।
- তালিকায় নাম না থাকা সত্বেও চাকরি কি ইচ্ছাকৃত ভুল? নবম-দশমে শিক্ষক নিয়োগ মামলায় প্রশ্ন হাইকোর্টের। চাকরি প্রাপকদের হলফনামা তলব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -