West Bengal News Live: গেট বন্ধ করতে বলেছিলে হস্টেল সুপারও, বিস্ফোরক দাবি যাদবপুর মেন হস্টেলের নিরাপত্তারক্ষীর
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর...
বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হলেন একদা অনুব্রত-বিরোধী বলে পরিচিত তৃণমূলের কাজল শেখ। জেলা পরিষদের সহ সভানেত্রী হলেন স্বর্ণলতা সোরেন। নানুর থেকে জেলা পরিষদের প্রার্থী হিসেবে জয়ী হন কাজল শেখ। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই জেলা রাজনীতিতে রকেট গতিত উত্থান কাজলের। ২৪-এর লোকসভা ভোটকে পাখির চোখ করেছে তৃণমূল। সূত্রের খবর, বীরভূমে একদিকে সংখ্য়ালঘু ভোট, আরেক দিকে
মহম্মদবাজারের কয়লা খাদান, জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি নির্বাচনে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে তৃণমূল।
যাদবপুরকাণ্ডে কার্যত একসুর মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুভেন্দু অধিকারী আবার এই ঘটনায় এনআইএ তদন্ত চেয়েছেন। আজ নদিয়ায় মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করল তৃণমূলের প্রতিনিধি দল।
খানাকুলে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। পরপর ৪ রাউন্ড গুলি চলারও অভিযোগ। নেপথ্যে বিজেপির বোর্ড গঠন ঘিরে দ্বন্দ্ব বলে দাবি। উদ্ধার গুলি খোল ও তাজা বোমা।
পঞ্চায়েতে বোর্ড গঠনের আগেই তৃণমূল বা বিজেপিকে সমর্থন না করার দাবি করেছিল সিপিএম নেতৃত্ব। কিন্তু, জেলার বেশ কয়েকটি পঞ্চায়েতে বিজেপিকে বোর্ড গঠনে সমর্থন করেছে সিপিএম। আগে বহিষ্কারের হুঁশিয়ারি দিলেও সেইসব জয়ী প্রার্থীদের সম্বর্ধনা দিয়েছে দল। আর এনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
জেলা পরিষদকে দলীয় অফিসে পরিণত করে দুর্নীতি চলছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে তৃণমূল বোর্ড গঠন করতেই তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। কাঁথি পুরসভাকে পার্টি অফিসে পরিণত করেছিলেন কারা? পাল্টা নিশানা করল তৃণমূল।
যাদবপুরকাণ্ডের প্রতিবাদে এবিভিপির বিক্ষোভ, পথ অবরোধ। তুলতে পুলিশের লাঠিচার্জ। একদিকে প্রাক্তনীদের সভা, পাল্টা এবিভিপির বিক্ষোভ।
যাদবপুরে পড়ুয়ার মৃত্যুতে গ্রেফতার বেড়ে ৯। তার মধ্যেই নতুন দাবি করলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর প্রশ্ন, কাশ্মীরের বাসিন্দা কীভাবে পশ্চিমবঙ্গের ওবিসি সার্টিফিকেট পেলেন? এর পিছনে বড় চক্রান্ত আছে বলে সন্দেহ প্রকাশ করে, এই ঘটনায় এনআইএ-র তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা।
শিক্ষাসচিবের পরিচারিকার অস্বাভাবিক মৃত্যু। বালিগঞ্জে শিক্ষাসচিবের সার্ভেন্ট কোয়ার্টার থেকে উদ্ধার পরিচারিকার মৃতদেহ। দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করল পুলিশ। কীভাবে মৃত্যু? তদন্তে বালিগঞ্জ থানার পুলিশ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুতে গ্রেফতার আরও ৬জন। গ্রেফতার মহম্মদ আরিফ, যাদবপুরের তৃতীয় বর্ষের ছাত্র, বাড়ি জম্মু-কাশ্মীরে।
গ্রেফতার মহম্মদ আসিফ আফজল আনসারি, যাদবপুরের চতুর্থ বর্ষের ছাত্র, বাড়ি আসানসোলে। গ্রেফতার অঙ্কন সর্দার, যাদবপুরের তৃতীয় বর্ষের ছাত্র, বাড়ি রাজারহাট। ধৃত ৩ প্রাক্তন পড়ুয়ার নাম সপ্তক কামিল্যা, অসিত সর্দার ও সুমন নস্কর । ধৃত মহম্মদ আরিফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ।
বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ভেঙে পড়েছে তা যাদবপুরের ঘটনা প্রমাণ করে দিয়েছে। বিরোধী দলের কর্মীদের গ্রেফতার করতেই পুলিশের যত তৎপরতা, মন্তব্য অধীর চৌধুরীর।
ঘটনার দিন রাতে কী ঘটেছিল মেন হস্টেলে? গেটে কে তালা লাগিয়েছিলেন? কাদের নির্দেশে তালা লাগানো হয়েছিল? ওইদিন রাতে ঠিক কী হয়েছিল? আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন মেন হস্টেলের নিরাপত্তা রক্ষী।
ছাত্রের মৃত্যুর পরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দখলদারির রাজনীতি! র্যাগিং বন্ধের দাবিতে আন্দোলন ঘিরেও রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়! অরবিন্দ ভবনের সামনে টিএমসিপি-র সঙ্গে ডিএসও-এসএফআইয়ের হাতাহাতি। তৃণমূল ছাত্র পরিষদকে ডেপুটেশন দিতে বাধা, অভিযোগ ডিএসও-র বিরুদ্ধে
বহিরাগতদের নিয়ে ঢুকেছিল টিএমসিপি, পাল্টা অভিযোগ ডিএসও-র।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্যুতে ধৃত ৬ জনের ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। ধৃত ৬ জনের মধ্যে ৩ জন বর্তমান ও ৩ জন প্রাক্তন পড়ুয়া।
ছাত্রমৃত্যুর পর দায় কার? আজ ফের বৈঠকে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। যাদবপুর বিশ্ববিদ্যালয় কোর্টের জরুরি বৈঠক ডাকলেন আচার্য তথা রাজ্যপাল। বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রাজভবনে তলব। রাজ্যপাল রাজভবনে বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠক ডাকতে পারেন না, দাবি তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্রর। আচার্য তথা রাজ্যপালের সিদ্ধান্তে কোনও ভুল নেই, পাল্টা দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের।
আইআইটি খড়গপুরে ছাত্রমৃত্যুর তদন্তে ময়নাতদন্তের রিপোর্টকেই মান্যতা হাইকোর্টের। ফরেন্সিক বিশেষজ্ঞ অজয়কুমার গুপ্তর ময়নাতদন্তের রিপোর্টকেই মান্যতা আদালতের। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট ধরেই এগোবে তদন্ত, জানালেন প্রধান বিচারপতি। সিটের তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না আদালত।
যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় আতসকাচের তলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকাও। লালবাজারে তলব করা হল ডিন অফ স্টুডেন্টস ও রেজিস্ট্রারকে। ডিন অফ অফ স্টুডেন্টস রজত রায় ও রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে তলব। ইউজিসি-র নির্দেশিকায় থাকলেও হস্টেল ও ক্যাম্পাসে কেন নেই সিসি ক্যামেরা? মেন হস্টেলে অন্তত ২০ জন প্রাক্তনী থাকতেন, এই অনিয়মে কেন উদাসীন ছিল কর্তৃপক্ষ? বিশ্ববিদ্যালয়ের হস্টেল কি বিনা পয়সার গেস্ট হাউস? বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে ঢোকার ক্ষেত্রে কেন নেই কড়াকড়ি? বিশ্ববিদ্যালয়ের দুই শীর্ষ কর্তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ
ধৃত সৌরভ, মনোতোষ, দীপশেখরকে জেরা করেই বাকি ৬জনের হদিশ। পুলিশের নজরে কয়েকজন প্রাক্তনী, জিবি পরিচালনা করা ছাত্ররা, খবর সূত্রের। কী বলতে হবে শিখিয়ে কী ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল?
ঘটনার দিন রাতে কী ঘটেছিল মেন হস্টেলে? গেটে কে তালা লাগিয়েছিলেন? কাদের নির্দেশে তালা লাগানো হয়েছিল? আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষকে জানিয়েছেন ওইদিন রাতে মেন হস্টেলের নিরাপত্তা রক্ষী।
আজ যাদবপুরের মৃত পড়ুয়ার নদিয়ার বাড়িতে গেল তৃণমূলের প্রতিনিধিদল। প্রতিনিধি দলে রয়েছেন তিন মন্ত্রী ও এক সাংসদ। নদিয়ায় গেলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, নারী ও শিশুকল্য়াণমন্ত্রী শশী পাঁজা ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। প্রতিনিধিদলে আছেন যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রী সায়নী ঘোষও। মৃত পড়ুয়ার বাড়িতে গিয়ে যেন রাজনীতি না হয়, মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর।
ছাত্র মৃত্যুর পরে হস্টেলে ৪বার জিবির বৈঠক। হস্টেলে জেনারেল বডির বৈঠকের নেতৃত্বে ছিলেন প্রাক্তনীরা। পুলিশি জিজ্ঞাসাবাদে কী প্রশ্ন হতে পারে? বলে দেওয়া হয় ছাত্রদের। কী প্রশ্ন হতে পারে, কী উত্তর দিতে হবে, বলে দেওয়া হয় আবাসিকদের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্যুতে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। খবর সূত্রের।
তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তর দিনাজপুরের ইসলামপুরের আতালডাঙ্গি এলাকায় নতুন করে উত্তেজনা। বেলা সাড়ে ১২টা নাগাদ চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের এক অনুগামীর বাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। হামলাকারীরা তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের অনুগামী বলে অভিযোগ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। ইউজিসি-র নিয়ম মেনে বিশ্ববিদ্যালয় এবং হস্টেলে সিসি ক্যামেরা বসানোর আবেদন।
'যাদবপুরে একাংশের প্রবণতা হয়ে গিয়েছে স্ট্যালিন-মাওয়ের নাম করে যেন কাউকে খুন করে দেওয়া যায়, ছাত্রকে ওপর থেকে ফেলে দেওয়া যায়, নৈরাজ্যকর অবস্থা। এদিকে তাকানোর সময় এতদিনে এসে গিয়েছে', মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের শিক্ষামন্ত্রীকে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরেই আলোচনার আমন্ত্রণ জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।
কোচবিহারের শীতলকুচিতে ফের শ্য়ুটআউট। পারিবারিক বিবাদের জেরে চলল গুলি। শীতলকুচির পাঠানটুলি এলাকায় গুলিবিদ্ধ এক মহিলা। গুলিবিদ্ধ মহিলার নাম রাশিদা বিবি।
যাদবপুরে ছাত্রমৃত্যুর পর আজ তৃতীয়বার বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। ১১ জন সদস্যই উপস্থিত থাকবেন এই বৈঠকে। তলব করা হয়েছে হস্টেল সুপারকে। জানতে চাওয়া হবে, নিয়ম ভেঙে কীভাবে হস্টেলে থাকছিলেন প্রাক্তনীরা।
'উচ্চপ্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা অংশগ্রহণ করতে পারবেন না প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়', বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে রায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। ২০২২ সালের প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত নির্দেশ খারিজ করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হন উচ্চপ্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের একাংশ।
'ঘটনার পর থেকে পুলিশি জেরায় একই বয়ান দিচ্ছিলেন পড়ুয়ারা'। পড়ুয়াদের একই ধরনের বয়ান দিতে প্রশিক্ষণ দিয়েছিলেন ধৃতরা, খবর সূত্রের। যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ৯।
যাদবপুরকাণ্ডে বর্তমান পড়ুয়া ও প্রাক্তনী মিলিয়ে গ্রেফতার আরও ৬। ধৃতদের নাম মহম্মদ আরিফ, যাদবপুরের তৃতীয় বর্ষের ছাত্র। ধৃত মহম্মদ আসিফ আজমল, যাদবপুরের চতুর্থ বর্ষের ছাত্র। ধৃত অঙ্কন সর্দার, যাদবপুরের তৃতীয় বর্ষের ছাত্র। ধৃত ৩ প্রাক্তন পড়ুয়ার নাম সপ্তক কামিল্যা, অসিত সর্দার ও সুমন নস্কর। ধৃত মহম্মদ আরিফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র। ধৃত মহম্মদ আসিফ আজমল ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র। ধৃত অঙ্কন সর্দার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র। ঘটনার পরই হস্টেল ছেড়েছিলেন ধৃতরা। বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
যাদবপুর বিশ্ববিদ্যালয় কোর্টের জরুরি বৈঠক ডাকলেন আচার্য তথা রাজ্যপাল। আজ বিকেল ৫টা নাগাদ রাজভবনে এই বৈঠক হওয়ার কথা।
ইউজিসি-র নির্দেশিকায় থাকলেও হস্টেল ও ক্যাম্পাসে কেন নেই সিসি ক্যামেরা? মেন হস্টেলে অন্তত ২০ জন প্রাক্তনী থাকতেন, এই অনিয়মে কেন উদাসীন ছিল কর্তৃপক্ষ? বিশ্ববিদ্যালয়ের হস্টেল কি বিনা পয়সার গেস্ট হাউস? বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে ঢোকার ক্ষেত্রে কেন নেই কড়াকড়ি? বিশ্ববিদ্যালয়ের দুই শীর্ষ কর্তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ
যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় আতসকাচের তলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকাও। লালবাজারে তলব করা হল ডিন অফ স্টুডেন্টস ও রেজিস্ট্রারকে। ডিন অফ অফ স্টুডেন্টস রজত রায় ও রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে তলব। আজ বেলা ৩টের সময় রজত রায় ও স্নেহমঞ্জু বসুকে লালবাজারে তলব।
যাদবপুরকাণ্ডে আরও ৬ জন গ্রেফতার। বর্তমান পড়ুয়া ও প্রাক্তনী মিলিয়ে গ্রেফতার আরও ৬। ধৃতদের মধ্যে ৩ জন বর্তমান ও ৩ জন প্রাক্তন পড়ুয়া। ঘটনার পরই হস্টেল ছেড়েছিলেন ধৃতরা। বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় আতসকাচের তলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকাও। ইউজিসি-র নির্দেশিকায় থাকলেও হস্টেল ও ক্যাম্পাসে কেন নেই সিসি ক্যামেরা? মেন হস্টেলে অন্তত ২০ জন প্রাক্তনী থাকতেন, এই অনিয়মে কেন উদাসীন ছিল কর্তৃপক্ষ? বিশ্ববিদ্যালয়ের হস্টেল কি বিনা পয়সার গেস্ট হাউস?
যাদবপুর ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ৬। এখনও অবধি সবমিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে ৯ জন।
ভোট পরবর্তী হিংসায় তৃণমূল বনাম তৃণমূল, ইসলামপুরে চলল ছররা গুলি! জয়ী তৃণমূল প্রার্থীদের অনুগামীদের ওপর ছররা গুলি চালানোর অভিযোগ, জখম ১৯ জন, আশঙ্কাজনক ১। হামলার অভিযোগ তৃণমূলেরই চোপড়ার বিধায়ক-অনুগামীদের বিরুদ্ধে।
যাদবপুরকাণ্ডে আরও ৫ জন গ্রেফতার। বর্তমান ও প্রাক্তনী মিলিয়ে গ্রেফতার আরও ৫।
মেন হস্টেলে অন্তত ২০ জন প্রাক্তনী থাকতেন, এই অনিয়মে কেন উদাসীন ছিল কর্তৃপক্ষ? বিশ্ববিদ্যালয়ের হস্টেল কি বিনা পয়সার গেস্ট হাউস? বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে ঢোকার ক্ষেত্রে কেন নেই কড়াকড়ি? ফের বিশ্ববিদ্যালয়ের দুই শীর্ষ কর্তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হবে সহ উপাচার্য অমিতাভ দত্ত ও ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে।
যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতার মাত্র ৩, বাকিরা কোথায়? আতসকাচের তলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকাও। ইউজিসি-র নির্দেশিকায় থাকলেও হস্টেল ও ক্যাম্পাসে কেন নেই সিসি ক্যামেরা?
ফের শ্যুটআউট! গভীর রাতে কামালগাজির ফরতাবাদে ব্যবসায়ী যুবককে গুলি করে খুন। এলাকায় ভাল ছেলে বলে পরিচিত ওই যুবক কী কারণে খুন হলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ, জানিয়েছে পুলিশ।
কোচবিহারের দিনহাটায় পরাজিত তৃণমূল প্রার্থীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতা কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর দাবি, অশান্তি সৃষ্টির চেষ্টা করছে বিজেপি। শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা বলে পাল্টা দাবি করেছে গেরুয়া শিবির।
যাদবপুরে ছাত্রমৃত্যুর পর আতঙ্কে অন্যান্য পড়ুয়াদের অভিভাবকরাও। যাদবপুরের হস্টেলে মৃত পড়ুয়ার ঘরেই থাকেন নদিয়ার বাসিন্দা আরেক ছাত্র। ঘটনার পর থেকে আতঙ্কে ওই ছাত্রের পরিবার। দোষীদের কড়া শাস্তি দাবি করেছে তারা।
ভোট পরবর্তী হিংসায় তৃণমূল বনাম তৃণমূলের লড়াই। এবার ইসলামপুরে জয়ী তৃণমূল প্রার্থীদের অনুগামীদের ওপর ছররা গুলি চালানোর অভিযোগ উঠল, চোপড়ার বিধায়কের মেয়ের অনুগামীদের বিরুদ্ধে। জখম অন্তত ২১ জন।
ছাত্র মৃত্যুর ঘটনায় এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ও ডিন অফ স্টুডেন্টসকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। চলতি সপ্তাহেই তাঁদের জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা রয়েছে। যাদবপুরকাণ্ডের প্রেক্ষিতে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল।
প্রেক্ষাপট
যাদবপুরকাণ্ডের (Jadavpur University Student Death) পর ২ ছাত্র হস্টেলের গেটে তালা দিয়েছিল। কয়েকজন ছাত্র পালিয়েছে, মৃত্যুর তথ্যপ্রমাণ নষ্টের চেষ্টা হয়েছিল। ভাইরাল চ্যাটে (viral chat) বিস্ফোরক দাবি। অভিযোগ আসেনি, জানাল পুলিশ।
হস্টেলে (hostel) অনিয়ম, নেই সিসিটিভি (CCTV)। কেন রক্ষণাবেক্ষণ হত না ? কেন উদাসীন কর্তৃপক্ষ ? যাদবপুরে ছাত্র মৃত্যু-তদন্তে ফের সহ উপাচার্য ও ডিন অফ স্টুডেন্টসকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে পুলিশ।
রিপোর্ট পেয়ে সন্তুষ্ট, আজ যাদবপুরে পড়ুয়ামৃত্যুর তদন্তে আসছে না ইউজিসি-র (UGC) প্রতিনিধিদল, দাবি বিশ্ববিদ্যালয়ের। প্রকৃত রিপোর্টই দেয়নি। পাল্টা দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর।
যাদবপুরে ছাত্রমৃত্যুর পরেও বন্ধ হয়নি বহিরাগত-প্রবেশ! পাঁচিল টপকে ক্যাম্পাসে অবাধ আনাগোনা! ধরা পড়ল এবিপি আনন্দের ক্যামেরায়।
র্যাগিং রোধে রাজ্যের নতুন সার্কুলারে বিতর্ক। নির্দেশিকা মেনে চলছে কিনা, এতদিন কেন দেখা হয়নি ? কেন কড়া ব্যবস্থা নেওয়া হয়নি ? হুঁশ ফেরাল ছাত্র মৃত্যু ? ড্যামেজ কন্ট্রোল ? উঠছে প্রশ্ন।
আজ নদিয়ায় (Nadia) যাদবপুরের মৃত পডুয়ার বাড়ি যাচ্ছে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল। মৃত ছাত্রের বাবাকে ফোন সুকান্তর। প্রয়োজনে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস।
যাদবপুরে ছাত্র মৃত্যুর পর এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রাজভবনে তলব। আজ বিকেল পাঁচটায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্টের জরুরি বৈঠক করবেন রাজ্যপাল।
'অন্ধকার থাকলে আলো আছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।' যাদবপুরে উপাচার্য না থাকা নিয়ে আশ্বাস রাজ্যপালের। অ্যাকশন প্ল্যান তৈরি, দ্রুত বাস্তবায়িত, বললেন সিভি আনন্দ বোস।
আগামী বছর লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে ভাষণ দেবেন, দাবি মোদির। নিজের ঘরের ছাদ থেকে তুলবেন, কটাক্ষ কংগ্রেসের। আগামীতে ভাষণ দেবেন নতুন প্রধানমন্ত্রী, দাবি ফিরহাদের।
পরিবারবাদ-ভাইপোবাদ প্রতিভা দেখে না, যোগ্যতাকে মান্যতা দেয় না। আক্রমণ মোদির। নতুন কিছু বলুন, কটাক্ষ অধীরের। অমিত শাহের ছেলে কী করছে, আক্রমণ তৃণমূলের।
রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে গার্ড অব অনার। যোগ দিলেন রাজভবনে চা-চক্রে।
ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) তৃণমূল বনাম তৃণমূল (TMC VS TMC)। ইসলামপুরে জয়ী তৃণমূল প্রার্থীদের অনুগামীদের ওপর ছররা গুলি চালানোর অভিযোগ চোপড়ার বিধায়কের অনুগামীদের, আহত ২১, আশঙ্কাজনক ১।
৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী পুলওয়ামায় নিহত জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়। ঘোষণা করল দলের কেন্দ্রীয় নেতৃত্ব।
প্রয়াত কিংবদন্তী ফুটবলার মহম্মদ হাবিব। বয়স হয়েছিল ৭৪ বছর। ময়দানের 'বড়ে মিঞাঁ' নামে পরিচিত। তিন প্রধানের হয়েই বারবার লক্ষ্যভেদ। পরিবারের প্রতি সমবেদনা মুখ্যমন্ত্রীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -