West Bengal News Live Updates : রাজ্যে একদিনে করোনা সংক্রমিত ৬২৪, মৃত্যু ১৪ জনের

West Bengal News Live Rain Updates : ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে

abp ananda Last Updated: 17 Oct 2021 08:16 PM
West Bengal News Live Updates: কয়েকটি পুজোর প্রতিমা সংরক্ষণের উদ্যোগ নিল সরকার

বিসর্জনেই শেষ নয়৷ সেখান থেকেই হল নতুন করে শুরু৷ এবারও শহরের কয়েকটি পুজোর প্রতিমা সংরক্ষণের উদ্যোগ নিল সরকার৷ প্রতিমা রাখা হবে রবীন্দ্র সরোবরের সংগ্রহশালায়।

West Bengal News Live: ৬ দিন পরেও ধরা পড়েনি দুষ্কৃতীরা, ফের থানার দ্বারস্থ চিকিত্সক ও তাঁর হবু স্ত্রী

৬ দিন পরেও ধরা পড়েনি দুষ্কৃতীরা। ফের উলুবেড়িয়ার রাজাপুর থানার দ্বারস্থ হলেন এক চিকিত্সক ও তাঁর হবু স্ত্রী। পুলিশের আশ্বাস, দ্রুত গ্রেফতার হবে অভিযুক্তরা।

West Bengal News Live Updates: উপনির্বাচনের আগে দিনহাটায় গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন

উপনির্বাচনের আগে দিনহাটায় গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন। তৃণমূলে যোগ দিলেন, বিজেপির কোচবিহার জেলা সম্পাদক ও দিনহাটার সংযোজক। যদিও এতে দলের কোনও ক্ষতি হবে না বলে দাবি বিজেপির।

West Bengal News Live: বিসর্জনের আয়োজনের মধ্যেই গঙ্গা থেকে জোড়া দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল

বিসর্জনের আয়োজনের মধ্যেই গঙ্গা থেকে জোড়া দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।  পুলিশ সূত্রে খবর, দুটি দেহই অজ্ঞাতপরিচয় পুরুষের।  প্রাথমিক অনুমান, তিন-চারদিন আগে তাদের মৃত্যু হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।  দেহদুটি উদ্ধার করে বাবুঘাটে আনা হয়েছে।  

মঙ্গলবার থেকে স্বাস্থ্যবিভাগের ছুটি বাতিলের নির্দেশিকা, উৎসব আবহে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলি চালু রাখতে উদ্যোগ

উৎসবের আবহে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলি চালু রাখতে উদ্যোগ। ‘মঙ্গলবার থেকে স্বাস্থ্যবিভাগের ছুটি বাতিলের জন্য নির্দেশিকা জারি হবে’, ‘টিকাকরণ সহ সব পরিষেবা চালু রাখতে ছুটি বাতিল করা হবে’ এমনটাই জানালেন পুর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ।

West Bengal News Live: করোনায় রাজ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

করোনায় রাজ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু। রাজ্যে একদিনে আক্রান্ত ৬২৪ জন, মৃত ১৪। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা। কলকাতায় একদিনে আক্রান্ত ১৭৯ জন, মৃত ৪। দৈনিক সংক্রমণে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, আক্রান্ত ১২৮ জন, মৃত ৩ জন। দৈনিক সংক্রমণে তৃতীয় স্থানে হাওড়া। 

West Bengal News Live: বিসর্জন ঘিরে নলহাটিতে উত্তেজনা, সিভিক পুলিশের সঙ্গে বচসা

বিসর্জন ঘিরে নলহাটিতে উত্তেজনা। সিভিক পুলিশের সঙ্গে বচসা। চারজন সিভিক  পুলিশকর্মীকে মারধর করে পুকুরের মধ্যে ফেলে ফেলে দেওয়ার 
অভিযোগ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। 

WB Live Updates: দক্ষিণ-পূর্বের হাওয়ার দাপটে কাল থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

দক্ষিণ-পূর্বের হাওয়ার দাপটে কাল থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। বুধবার থেকে পরিস্থিতি উন্নতি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুর্যোগের আশঙ্কায় উপকূলবর্তী এলাকায় সতর্ক প্রশাসন।

West Bengal News Live: আমজনতার দুর্ভোগ বাড়িয়ে উৎসবের মরশুমে বাজার আগুন

আমজনতার দুর্ভোগ বাড়িয়ে উৎসবের মরশুমে বাজার আগুন। পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি আর নাছোড় বৃষ্টি, খাদ্যপণ্যের অস্বাভাবিক দাম বাড়ার জন্য মূলত এই দুটি কারণকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। বাজারে গিয়ে কার্যত ছ্যাঁকা খেতে হচ্ছে সাধারণ মানুষকে।

West Bengal News Live: সাধন পাণ্ডের অনুগামীদের সঙ্গে পরেশ পালের অনুগামীদের বিবাদ

সাধন পাণ্ডের অনুগামীদের সঙ্গে পরেশ পালের অনুগামীদের বিবাদ। মধ্যস্থতা করতে আসরে তৃণমূল কংগ্রেস। শ্রেয়া পাণ্ডেকে নিয়ে কাঁকুড়গাছিতে কুণাল ঘোষ। 

WB Live Updates: সকাল থেকে আজও বিসর্জন চলছে বাবুঘাটে

সকাল থেকে আজও বিসর্জন চলছে বাবুঘাটে। একে একে আসছে বিভিন্ন বারোয়ারি পুজোর প্রতিমা। প্রস্তুত রয়েছে কলকাতা পুরসভা, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ।

West Bengal News Live: সুরুচি সঙ্ঘে দেবীবরণের সময় ঢাক বাজালেন মন্ত্রী অরূপ বিশ্বাস

দ্বাদশীতেও বিভিন্ন ক্লাবের প্রতিমা বিসর্জন। সুরুচি সঙ্ঘে দেবীবরণের সময় ঢাক বাজালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। খান্না মোড়ে নর্থ ত্রিধারার পুজোয় দেবীবরণ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। পরে ধুনুচি নাচে অংশও নেন তিনি। বাজান ঢাক। 

West Bengal News Live Updates: মেয়ো রোডে এসএসসি চাকরি প্রার্থীদের অবস্থান-বিক্ষোভ

মেয়ো রোডে এসএসসি চাকরি প্রার্থীদের অবস্থান-বিক্ষোভ। গাঁধী মূর্তির পাদদেশে এসএসসি চাকরি প্রার্থীদের অবস্থান। মেধাতালিকায় অসঙ্গতি, দুর্নীতির অভিযোগ তুলে অবস্থান।

WB Live Updates: সেলফি তুলতে গিয়ে জলে তলিয়ে গেল তরুণ

সেলফি তুলতে গিয়ে জলে তলিয়ে গেল তরুণ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। দ্বাদশীর দুপুরে ৩ বন্ধু ঝিল পাড়ে বসেছিল। সেলফি তুলতে গিয়ে হঠাৎই পা পিছলে জলে পড়ে যায় তিলজলার তরুণ। মৃত্যু হয়েছে তাঁর। 

West Bengal Live: পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে তৃণমূলের বিক্ষোভ

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে তৃণমূলের বিক্ষোভ। চুঁচুড়ার খাদিনা মোড়ে বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে মিছিল।

West Bengal News Live Updates : সোনারপুর থানার পুলিশের প্রচেষ্টায় আটদিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ বৃদ্ধা

চতুর্থীর দিন বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বিষ্ণুপুর আমতলার ৭৯ বছর বয়সী শান্তি নস্কর। সোনারপুর থানার পুলিশের প্রচেষ্টায় আটদিন পর লক্ষ্মী পুজোর আগেই বাড়ি ফিরলেন শান্তি দেবী।

West Bengal News Live: আরজি করে জুনিয়র ডাক্তারদের একাংশের লাগাতার ‘কর্মবিরতি’

আরজি করে জুনিয়র ডাক্তারদের একাংশের লাগাতার ‘কর্মবিরতি’। ‘ব্যাহত’ আর জি করের চিকিৎসা পরিষেবা। জরুরি বিভাগ থেকে রোগীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ
অন্য হাসপাতালে রেফারের অভিযোগ রোগীদের। কর্তৃপক্ষের ঘাড়েই দায় ঠেলছেন আন্দোলনকারীরা। কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। 

West Bengal News Live Updates : বাঁকুড়ার বেলিয়াতোড়ে হাতির পালের তাণ্ডব

বাঁকুড়ার বেলিয়াতোড়ে হাতির পালের তাণ্ডব।  স্থানীয় সূত্রে খবর ৮০টির বেশি হাতি দিনের আলোয় জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এসেছে।  বন দফতর সূত্রে দাবি, হাতির পালের হানায় ১০ একরের বেশি জমির ফসলের ক্ষতি হয়েছে।  গ্রামবাসীদের ক্ষোভ, বন দফতরের তরফে হাতি খেদানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।  

West Bengal News Live Updates : কালীপুজোয় খোলা বেলুড়

করোনা আবহে, দুর্গাপুজোয় আটদিন ভক্তদের জন্য বন্ধ ছিল বেলুড় মঠ। শুধুমাত্র সন্ন্যাসী-মহারাজরাই পুজোয় অংশ নিয়েছিলেন। 
মঠের তরফে জানানো হয়েছে, দুর্গাপুজোয় বন্ধ থাকলেও, লক্ষ্মীপুজো ও কালীপুজোয় ভক্তদের জন্য খোলা থাকবে বেলুড় মঠ। তবে, ৯ ও ১০ নভেম্বর, ছটপুজোর সময় ভক্তদের প্রবেশে থাকবে নিষেধাজ্ঞা।

West Bengal News Live Updates: বাঁকুড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে কয়েকজন ডায়েরিয়ায় আক্রান্ত হওয়ায় উদ্বেগ

বাঁকুড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে কয়েকজন ডায়েরিয়ায় আক্রান্ত হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে। স্থানীয় সূত্রে দাবি, ৪ নম্বর ওয়ার্ডের হাঁড়িপাড়া এলাকায় ১৫ জন ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন।  পুরসভা সূত্রে দাবি, আক্রান্তদের মধ্যে ৬-৭ জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ইতিমধ্যে এলাকায় গেছে পুরসভার টিম। বাসিন্দাদের মধ্যে ওষুধ বিলি করা হয়েছে।  পরীক্ষার জন্য জলের নমুনা সংগ্রহ করেছেন পুরসভার কর্মীরা।  

West Bengal News Live Updates : বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে স্ত্রী। এই অভিযোগে ঘুমন্ত স্ত্রীকে 'খুন করল স্বামী'

বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে স্ত্রী। এই অভিযোগে ঘুমন্ত স্ত্রীকে খুন করল স্বামী! সিভিক ভলিন্টিয়ারের বাড়িতে গিয়ে নিজেই জানাল খুনের কথা! পূর্ব বর্ধমানের কালনার ইসবপুরের ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

West Bengal News Live : পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ-মিছিল

পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে হুগলির চুঁচুড়ায় তৃণমূলের বিক্ষোভ-মিছিল। নেতৃত্বে বিধায়ক অসিত মজুমদার। 

West Bengal News Live Updates : বিসর্জনের আয়োজনের মধ্যেই গঙ্গা থেকে জোড়া দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

বিসর্জনের আয়োজনের মধ্যেই গঙ্গা থেকে জোড়া দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।  পুলিশ সূত্রে খবর, দুটি দেহই অজ্ঞাতপরিচয় পুরুষের।  প্রাথমিক অনুমান, তিন-চারদিন আগে তাদের মৃত্যু হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।  দেহদুটি উদ্ধার করে বাবুঘাটে আনা হয়েছে।  

West Bengal News Live : ভাঙড়ে খুনের ঘটনায় পলাতক অভিযুক্তের আত্মসমর্পণ

ভাঙড়ের কোঁচপুকুরে এক ব্যক্তিকে খুনের ঘটনায় পলাতক অভিযুক্ত অবশেষে থানায় আত্মসমর্পণ করেছেন।  ভাঙড়ের কোঁচপুকুরে বুধবার রাতে নিজের বাড়িতেই অস্বাভাবিক মৃত্যু হয় আনসুর আলি গাজির। মৃতের পরিবারের অভিযোগ, আনসুরকে তাঁর স্ত্রী ও স্ত্রীয়ের প্রেমিক মিলে খুন করেছে।  কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আগেই গ্রেফতার করেছে মৃতের স্ত্রীকে।

West Bengal News Updates : আরজি কর-এ চিকিত্‍সক পড়ুয়াদের একাংশের রিলে অনশন চলছে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৩৪ ঘণ্টার পরও চিকিত্‍সক পড়ুয়াদের একাংশের রিলে অনশন চলছে।  পড়ুয়াদের দাবি, হাসপাতালের অধ্যক্ষ পদত্যাগ না করলে অনশন প্রত্যাহার করা হবে না। সূত্রের খবর, ইতিমধ্যে অনশনরত ৪ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন। অচলাবস্থা কাটাতে ডিএমই-র মধ্যস্থতায় সমাধানসূত্র দেওয়া হয়েছিল।

West Bengal News Live: গ্রামের মেলায় ফুচকা খেয়ে ২২ জন অসুস্থ

খাদ্যে বিষক্রিয়ার কারণে ১৭ জন অসুস্থ হয়ে ভর্তি হলেন হাসপাতালে।  অসুস্থরা দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের কল্যাণী গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, গ্রামের মেলায় ফুচকা খেয়ে ২২ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের নিয়ে যাওয়া হয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিত্‍সার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়।  ১৭ জন এখনও হাসপাতালে ভর্তি।  

West Bengal News News Updates : লক্ষ্মীপুজোর দিন, বুধবারও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্‍সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। লক্ষ্মীপুজোর দিন, বুধবারও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্‍সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  উত্তরবঙ্গেও আগামী দু’দিন বৃষ্টি হতে পারে।  
এই পরিস্থিতিতে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া দফতরের তরফে মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  

West Bengal News Live: বাবুঘাট সহ গঙ্গার ঘাটগুলিতে চলছে দুর্গা প্রতিমার বিসর্জন

আজও বাবুঘাট সহ গঙ্গার ঘাটগুলিতে দুর্গা প্রতিমার বিসর্জন চলছে।  ঘাটে ঘাটে মোতায়েন কলকাতা পুরসভার কর্মী, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ।  প্রতিমা বিসর্জনের পাশাপাশি, সকাল থেকে গঙ্গার বিভিন্ন ঘাট পরিষ্কারের কাজ চলছে। ঘাট থেকে সরিয়ে ফেলা হচ্ছে প্রতিমার কাঠামো, ফুল-সহ বর্জ্য পদার্থ। সেইসঙ্গে চলছে আবর্জনা সাফাই। 

পশ্চিম বর্ধমানের আসানসোলে মত্ত দুই শ্যালককে জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে

পশ্চিম বর্ধমানের আসানসোলে মত্ত দুই শ্যালককে জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। আসানসোল উত্তর থানা এলাকার নুনি বাউরি গ্রামে গতকাল রাতে ওই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে দুই শ্যালক ও ওই বাড়ির ঘর জামাই হারু বাউরি একসঙ্গে মদ খাচ্ছিলেন।  সেই সময় আচমকা তাঁদের মধ্যে বচসা বাধে।   অভিযোগ, দুই শ্যালককে ডোবায় ফেলে জলের নীচে মাথা চেপে ধরেন হারু।  

West Bengal News Updates : ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, চলছে রাজনৈতিক চাপানউতোর

ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল। দশমীর রাতে যুব তৃণমূলের স্টিয়ারিং কমিটির সদস্যকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, দশমীর রাতে বাড়ির সামনে পুজো মণ্ডপে যুব তৃণমূলের স্টিয়ারিং কমিটির সদস্য শান্তনু সাহার ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। 

West Bengal News Live Updates : বাঁকুড়ার উত্তর সোনারবেড়িয়া, গোদারডি-সহ একাধিক এলাকায় দাঁতালের তাণ্ডব

বাঁকুড়ার উত্তর সোনারবেড়িয়া, গোদারডি-সহ একাধিক এলাকায় দাঁতালের তাণ্ডব। লোকালয়ে ঢুকে পড়ল প্রায় ৮০টি হাতির পাল। ফসলের বিপুল ক্ষতি হয়েছে বলে দাবি এলাকাবাসীর। হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছে বন দফতর। 

West Bengal News Live : কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ৩৩ পয়সা, ডিজেলের দাম লিটারে বেড়েছে ৩৫ পয়সা

উত্‍সবের মরসুমে লাগাতার জ্বালানির দাম বাড়িয়েই চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।  ফের নতুন রেকর্ড গড়ল পেট্রোল ও ডিজেলের দাম। আজ কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ৩৩ পয়সা, ডিজেলের দাম লিটারে বেড়েছে ৩৫ পয়সা।  এর ফলে কলকাতায় পেট্রোলের দাম হল লিটারে ১০৬ টাকা ৪৩ পয়সা। অন্যদিকে সেঞ্চুরির পথে এগোচ্ছে ডিজেল। কলকাতায় ডিজেলের দাম হল লিটারে ৯৭ টাকা ৬৮ পয়সা। 

West Bengal News Live: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নার্সিংহোমে বধূকে শ্লীলতাহানির অভিযোগ

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নার্সিংহোমে বধূকে শ্লীলতাহানির অভিযোগ। ব্যবস্থা না নেওয়ায় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন নিগৃহীতার পরিবার। মিথ্যে অভিযোগ বলে পাল্টা দাবি করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ।

West Bengal News Live: পোস্টার ছেড়াকে কেন্দ্র করে বিতর্ক বিধাননগরে!

পোস্টার ছেড়াকে কেন্দ্র করে বিতর্ক বিধাননগরে! একটি মণ্ডপ চত্বরে এক ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে শারদ শুভেচ্ছার পোস্টার দিয়েছিলেন। সেই পোস্টার কে বা কারা ছিঁড়ে দিয়েছে। অভিযোগকারীর দাবি, তিনি তৃণমূল কর্মী। উল্টোদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ওই ব্যক্তি দলের কেউ নন।

প্রেক্ষাপট

লক্ষ্মীপুজোতেও বৃষ্টির আশঙ্কা! এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।  বলা হয়েছে, বর্তমানে অন্ধ্র উপকূলে অবস্থান করছে নিম্নচাপ। তার জেরেই দক্ষিণবঙ্গে পুজোর মরসুমে বৃষ্টির ভ্রুকুটি।  রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। সেই বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। 
 
ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে।  


এই পরিস্থিতিতে মঙ্গলবার পর্যন্ত মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও সোম ও মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.