West Bengal News Live : স্বাস্থ্য কেন্দ্রের রং গেরুয়া করে দিতে বলছে কেন্দ্র : মমতা
West Bengal News Live Updates : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর
ফের মেট্রোয় বিভ্রাট। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ফের বন্ধ মেট্রো চলাচল। বরানগরে থার্ড লাইনে সমস্যা>
দুপুর ১টা ৫২ থেকে বন্ধ আপ-ডাউন মেট্রো চলাচল
'আবাস থেকে স্বাস্থ্য দফতর, সব টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে। স্বাস্থ্য কেন্দ্রের রং গেরুয়া করে দিতে বলছে কেন্দ্র। কে কী খাবে, কে কী পরবে সেটাও ঠিক করে দিচ্ছে বিজেপি' অভিযোগ মুখ্যমন্ত্রীর।
ফের সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার কবলে পড়লেন এক মৎস্যজীবী। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের নেতিধোপানীর কাছে পীরখালির জঙ্গলে। নদীর চরে কাঁকড়া ধরার সময় মৃত্যুঞ্জয় সুতার(২৮) নামে ঐ মৎস্যজীবীকে বাঘে তুলে নিয়ে যায়।
জাতীয় সড়ক ধরে বালি ভর্তি লরি যাওয়ার সময় একটি চাইনা ভ্যানকে ধাক্কা মারলে ঘটনাস্থলে দুই যুবকের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে মাড়গ্রাম থানার জাতীয় সড়কের লক্ষীবাটি মোড়ে।
উনিশে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক আর বিশে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরের বিমানে রওনা হবেন রাজধানীর উদ্দেশে। মঙ্গলবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তার আগে আগামীকাল দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারীর সভার আগে সাঁইথিয়ায় 'চোরমুক্ত বিজেপি' চেয়ে পোস্টার পড়ল। পোস্টারে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে CBI ও ED-র তদন্তের দাবিও জানানো হয়েছে। বিজেপি বাঁচাও কমিটির নামে ওই পোস্টারে লেখা, তৃণমূলের থেকে টাকা খেয়ে বিজেপিকে হারানোর কান্ডারি ধ্রুব সাহা।
ফের পুলিশকে হুঁশিয়ারি বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। 'পুলিশের কাজ বিজেপির মিছিল আটকানো। বিজেপিকে চমকে লাভ নেই। পুলিশকে বলছি, চাকরি তোমাকেও করতে হবে, চাকরি ছাড়লে খেতে পাবে না'
তৃণমূলকে 'চোর' আক্রমণ করছে বিজেপি। এর পাল্টা, এবার 'বড় চোর' ক্যাম্পেন শুরু করল তৃণমূল। গতকাল চালসায় শুভেন্দু অধিকারী মঞ্চ ছাড়তেই পাশের তৃণমূলের পার্টি অফিসে ওঠে চোর-চোর স্লোগান।
মালবাজারে তৃণমূলের IT-সেলের তরফে করা হয় 'বড় চোর' ক্যাম্পেন। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি।
১৯-এ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক। বিশে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরের বিমানে তিনি রওনা হবেন রাজধানীর উদ্দেশে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম নৌশাদ সিদ্দিকি! ২৪-এর লোকসভা ভোটে এটাই কি হতে চলেছে ডায়মন্ডহারবার কেন্দ্রের দেওয়াল লিখন? রাজনীতির বাগযুদ্ধে ফের উঠে এল সেই জল্পনা। ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়া নিয়ে ফের নৌশাদকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। পাল্টা জবাব দিয়েছেন ISF বিধায়ক।
হাওড়া ময়দানের কাছে ফাঁসিতলায় চায়ের দোকানে আগুন। একটি চায়ের দোকানে আগুন। রবিবার সকালে যখন খদ্দেররা চায়ের দোকানে চা খাচ্ছিলেন তখন হঠাৎ আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে দোকানটি। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তারা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন আয়ত্তে আসেনি। দমকলের খবর দেওয়া হলে একে একে দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এই মুহূর্তে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। কি কারনে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়।
বিজেপির 'চোর' আক্রমণের পাল্টা এবার 'বড় চোর' ক্যাম্পেন তৃণমূলের। মালবাজারে রাজ্যের শাসকদলের IT-সেলের তরফে করা হয় 'বড় চোর' ক্যাম্পেন। চালসায় শুভেন্দু অধিকারী মঞ্চ ছাড়তেই পাশের তৃণমূলের পার্টি অফিসে ওঠে চোর-চোর স্লোগান। দুর্নীতির অভিযোগে পাল্টা নিশানা করছে বিজেপি।
ফের শহরে অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে অভব্যতার অভিযোগ উঠল। মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণ, তাঁর ভাইকে মারধর, বাধা দেওয়ায় মহিলাকে নিগ্রহের অভিযোগ উঠল ক্যাব চালকের বিরুদ্ধে।
স্বাস্থ্য দফতরের নকল নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বীরভূমের মাঠপলশা অঞ্চলের তৃণমূল সভাপতি আসাদুজ্জামান ওরফে শেখ আতিকের বিরুদ্ধে। সাঁইথিয়া থানায় তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রতারিত দেবব্রত ঘোষ। তাঁর দাবি, জমি বিক্রি করে ১১ লক্ষ টাকা শেখ আতিককে দিয়েছিলেন তিনি। পরিবর্তে তাঁকে নকল নিয়োগপত্র দেওয়া হয়। মাত্র ৫০ হাজার টাকা ফেরৎ পেয়েছেন বলেও দাবি দেবব্রত ঘোষের। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। তাঁর পাল্টা দাবি, চাকরি করে দেওয়ার কথা বলে টাকা নেন ভাগ্য়ধর মাহাতো নামে অভিযোগকারীর এক প্রতিবেশী।
পৌষমেলার প্লট বুকিংয়ের টাকা ৪ গুণ বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। শনিবার প্লট বুকিং শুরু দিনই এনিয়ে ক্ষোভে ফেটে পড়লেন ব্য়বসায়ীরা। তাদের দাবি, ২০১৯ সালে প্রতি স্কোয়ার ফুটের দর ছিল ২৫ টাকা। এবার তা বেড়ে হয়েছে ১০০ টাকা। এমনকী রেস্তোরাঁ ও হস্তশিল্পের জন্য় রেট চার্ট লেখা হয়নি বলেও অভিযোগ। যা নিয়েও কষুব্ধ ব্য়বসায়ীরা। যদিও ফি বৃদ্ধির অভিযোগ অস্বীকার করেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। ব্য়বসায়ীদের মধ্য়ে কোনও ক্ষোভ নেই বলেও দাবি তাঁর। বহু টালহাবানা শেষে ২০১৯ সালের পর এবার ফের পূর্ব পল্লির মাঠে হচ্ছে পৌষমেলা।
শীতের সকালে কলকাতায় ম্যারাথন ইভেন্ট। টাটা ম্যারাথনে ২৫ কিলোমিটার দৌড়ে অংশ নেন ১৭ হাজার ৫৫৭ জন প্রতিযোগী। এবারের ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ১৯৮৮ সালে অলিম্পিক্সে রুপোজয়ী অ্যাথলিট কলিন জ্যাকসন। আজ রেড রোডে সূচনা হয় কলকাতা ম্যারাথনের। উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার ৮ বছরে পা দিল টাটা ম্যারাথন।
প্রেক্ষাপট
- লোকসভা ভোটমুখী ( Loksabha Poll 2024 ) বঙ্গ রাজনীতিতে স্লোগান যুদ্ধ। শুভেন্দুর ( Suvendu Adhikari ) 'চোর' আক্রমণের পাল্টা তৃণমূলের বড় চোর ক্যাম্পেন।
- চালসা ছাড়ার পরেও শুভেন্দুকে চোর স্লোগান তৃণমূলের।
- বকেয়া ১০০ দিনের টাকা, চালসায় যাওয়ার পথে মালবাজারে শুভেন্দুকে গো-ব্যাক, চোর স্লোগান।
- খেজুরিতে ফের উঠল চোর স্লোগান। তৃণমূলের বৈঠক চলাকালীন ঘর বন্ধ করে শাসক কর্মীদের আটকে রাখার অভিযোগ বিজেপির( BJP ) বিরুদ্ধে। মানুষ আটকেছে, পাল্টা গেরুয়া শিবির।
- আরও জোরাল ললিতের বং-কানেকশন। হালিশহরের নীলাক্ষ নন, রানাঘাটের সৌরভকেও সংসদে স্মোককাণ্ডের ভিডিও পাঠান ললিত।
- সাম্যবাদী সুভাষ সভা সংগঠনের সদস্য সায়নের সঙ্গে ললিত-যোগের হদিশ। কলকাতায় পদযাত্রার আবেদনে উল্লেখ ললিত-সায়নের নাম। সংগঠনের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ পুলিশের।
- দ্বারভাঙায় সংসদে তাণ্ডবের মাস্টারমাইন্ড ললিতের মা-বাবার খোঁজ পেল এবিপি আনন্দ।
- তৃণমূল যুব সংগঠনের মুখ ললিত, আক্রমণ শুভেনদুর। বাংলা থেকে উৎসাহ নিয়ে দেশে উগ্রপন্থী কার্যকলাপ ছড়াচ্ছে, আক্রমণ দিলীপের। বাংলাকে বদনামের চেষ্টা, পাল্টা ফিরহাদ।
- সংসদে স্মোক হামলা নিয়ে মুখ খুললেন রাহুল গাঁধী। 'নিরাপত্তা তো লঙ্ঘিত হয়েছেই, কিন্তু কেন হয়েছে, দেশের সব থেকে বড় ইস্যু বেকারত্ব'
- সংসদে স্মোককাণ্ডে গ্রেফতার আরও এক। মাস্টারমাইন্ড ললিতকে রাজস্থানের হোটেলে থাকতে সাহায্য করার অভিযোগ মহেশ কুমাওয়াতের বিরুদ্ধে। ধৃতের সংখ্যা বেড়ে ৬।
- সাতটি স্মোক-ক্যান নিয়ে সংসদে ঢোকে হামলাকারীরা। হাতিয়ার ছিল সংসদের নিরাপত্তার পুরনো ভিডিও। গুগল সার্চ করে রেকি। পুলিশের চোখে ধুলো দিতে সিগন্যাল অ্যাপে চ্যাট!
- সংসদে তাণ্ডবে ধৃত সাগর শর্মাকে জেরায় বিস্ফোরক তথ্য। নিজেদের গায়ে আগুন লাগানোর পরিকল্পনা ছিল। অগ্নি নিরোধক জেল কিনতে না পেরে ছক বাতিল।
- সংসদে হামলাকাণ্ডে এবার নজরে বিজেপি সাংসদ। প্রতাপ সিমহার বয়ান নিতে চলেছে দিল্লি পুলিশ। জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি।
- সংসদে ১৩ ডিসেম্বরেরর ঘটনার সঙ্গে সাংসদদের সাসপেন্ড করার ঘটনাকে জুড়ে দেওয়া দুর্ভাগ্যজনক। লোকসভার সাংসদদের চিঠি দিয়ে রাজনীতি না করার অনুরোধ স্পিকার ওম বিড়লার।
- কুরুক্ষেত্র সহ দেশের বিভিন্ন পবিত্র জায়গা থেকে মাটি এনে মেশানো হল গঙ্গার মাটির সঙ্গে। ২৪ ডিসেম্বর ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানের আগে হল সংকল্প পুজো।
- গীতাপাঠ করে পুণ্য হচ্ছে, মানুষের জীবনেও পরিবর্তন হচ্ছে, মত দিলীপের। আগের জমায়েত ফ্লপ, রাজনৈতিক কারণে গীতাপাঠ ইস্যু তুলে ধরা হচ্ছে। কটাক্ষ তৃণমূল কংগ্রেসের।
- বিস্ফোরক তদন্তের মাঝেই ফের বিস্ফোরক উদ্ধার নলহাটিতে। ২৪ হাজার জিলেটিন স্টিক, ২১ হাজার ডিটোনেটর, ১৪ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার।
- কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় বিস্ফোরক সরবরাহ ? কলকাতা থেকে দিল্লি গিয়ে ফের তিহাড় জেলে সায়গল হোসেনকে জেরা এনআইএ-র।
- আলিপুরদুয়ারে সরকারি অ্যামবুল্যান্স না পেয়ে চা শ্রমিকের মৃত্যুর অভিযোগ। মেলেনি বেতন, টাকার অভাবে মৃত্যু, দাবি পরিবারের। অ্যামবুল্যানস খারাপ, সাফাই হাসপাতাল কর্তৃপক্ষের।
- ফের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হলেন কিশোর দত্ত। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যার সরতেই এজি পদে প্রত্যাবর্তন। নিযুক্ত করলেন রাজ্যপাল।
- চেয়ার নিয়ে তুলকালাম কলকাতা পুরসভায়। মীনাদেবী পুরোহিতের সিটে তৃণমূল কাউন্সিলর বসতে যেতেই হইচই বিজেপির। কিছুক্ষণ বন্ধ অধিবেশন। নথি ছোড়ার অভিযোগ অস্বীকার শাসক কাউন্সিলরের। ়
- ভবানীপুরে বহুতলে বিধ্বংসী আগুন। দমকলের রুদ্ধশ্বাস অভিযান। সঙ্গী সহ চারতলায় আটক ব্যক্তিকে গ্রিল কেটে, দড়ির সাহায্যে পাশের ছাদে নিয়ে এসে উদ্ধার।
- ইংরেজবাজারে রহস্যজনকভাবে নিখোঁজ একই গ্রামের ৩ কলেজ ছাত্রী। অপহরণের আশঙ্কা পরিবারের। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। তদন্ত চলছে, জানাল পুলিশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -