West Bengal News Live : প্রবল গরমে ৬ দিন ধরে বিদ্যুৎহীন মালদার গাজোলের দেওতলা বানিয়াপাড়া
জেলা থেকে জেলা - গুরুত্বপূর্ণ খবর এক নজরে, এক ক্লিকে ।
পঞ্চায়েত ভোটের আগে এলাকার দখল নিয়ে পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ, বোমাবাজি। বোমায় আহত সবজি বিক্রেতা। সংঘর্ষে আহত উভয়পক্ষের ২ কর্মী। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে খবর, ভোটের আগে এলাকার দখল নিতে মরিয়া শাসক-বিরোধী দুই শিবির। এই নিয়ে কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা রয়েছে। আজ বাকচার নিমতলা বাজারের কাছে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল-বিজেপি কর্মীরা। বোমায় আহত হন সবজি বিক্রেতা মিঠুরানি বর্মন। তাঁকে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রবল গরমে ৬ দিন ধরে বিদ্যুৎহীন মালদার গাজোলের দেওতলা বানিয়াপাড়া এলাকা। প্রতিবাদে আজ সকাল থেকে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। স্থানীয়দের দাবি, গত রবিবার ঝড়-বৃষ্টির পর ট্রান্সফর্মার বিকল হয়ে গোটা এলাকায় বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ বিপর্যয়ের জেরে পানীয় জলও মিলছে না বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, বিদ্যুৎ দফতরে বারবার জানানো হলেও, প্রতিশ্রুতি ছাড়া সুরাহা মেলেনি। প্রশাসনের হুঁশ ফেরাতেই এদিন তাঁরা জাতীয় সড়ক অবরোধ করেন। বিদ্যুৎ বণ্টন সংস্থার প্রতিক্রিয়া এখনও মেলেনি।
পুলিশ লেখা মোটরবাইকের ধাক্কায় আহত মহিলা পথচারী। এমনই অভিযোগ উঠল নারকেলডাঙায়। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে রাজা দীনেন্দ্র স্ট্রিটে। আহত মহিলার দাবি, পুলিশ লেখা বাইকের চালক মত্ত অবস্থায় ছিলেন। রাস্তা পার হওয়ার সময় মহিলাকে ধাক্কা মারেন। আহত মহিলাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নারকেলডাঙা থানায় অভিযোগও দায়ের হয়েছে। বাইক চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। মনোনয়ন পর্বের তৃতীয় দিনে হুগলির পাণ্ডুয়ার বিডিও অফিসে জোর করে ঢোকার অভিযোগ বিজেপি সাংসদের বিরুদ্ধে। সেই সময় মনোনয়ন পর্ব চলছিল। প্রার্থী ও প্রস্তাবক ছাড়া অন্য কারও ঢোকার অনুমতি না থাকলেও লকেট নিরাপত্তা রক্ষী নিয়ে অফিসের ভিতরে ঢুকে যান বলে অভিযোগ। পাণ্ডুয়া থানা এসআই অর্ণব গঙ্গোপাধ্যায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছেন। বিজেপি সাংসদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে।
নির্বাচনী হলফনামায় সম্পত্তির তথ্য গোপন করেছেন, সন্দেশখালি ২ নম্বর ব্লকের জেলা পরিষদের তৃণমূল প্রার্থী শেখ শাহজাহান। এই অভিযোগে সরব হলেন শুভেনদু অধিকারী। ট্য়ুইট করে তৃণমূল প্রার্থীর সম্পত্তির পরিমাণ নিয়ে তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা। অভিযোগ অস্বীকার করে পাল্টা তোপ দেগেছেন তৃৃণমূল প্রার্থী।
পঞ্চায়েত ভোটের আগে বোমা-বারুদের স্তূপে বীরভূম। শান্তিনিকেতনের লোহাগড় গ্রামে মাঠের মধ্য়ে থেকে উদ্ধার হল ৬১টি তাজা বোমা। পাশাপাশি নানুরে পানাপুকুরের মধ্যে থেকেও প্লাস্টিকের জারভর্তি বোমা উদ্ধার করল পুলিশ। বিজেপির অভিযোগ, সন্ত্রাস ছড়াতে বোমা মজুত করছে তৃণমূল। অকারণ দোষারোপ করছে বিরোধীরা, পাল্টা দাবি জোড়াফুল শিবিরের।
মনোনয়নের পর স্ক্রুটিনি ঘিরেও উত্তেজনা কোচবিহারে। দিনহাটায় মুখোমুখি তৃণমূল-বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে তির ছোড়ার অভিযোগ। বিজেপি প্রার্থীদের স্ক্রুটিনিতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। ঘটনস্থলে গেলে বিএসএফের সঙ্গে বচসা পুলিশের।
রাজপথে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। হাওড়ার উলুবেড়িয়ায় লরির ধাক্কায় ডান হাত খোয়াতে হল অটো আরোহী মহিলাকে। অন্যদিকে, পুলিশ লেখা মোটরবাইকের ধাক্কায় নারকেলডাঙায় আহত হলেন আরেক মহিলা পথচারী। দুই দুর্ঘটনা ঘিরে ফের একবার শহরের যানশাসন নিয়ে উঠেছে প্রশ্ন।
'বিজেপি-কে একটিও ভোট দেবেন না। বিজেপি-কংগ্রেস-সিপিএম আঁতাত ভেঙে দিব। বিজেপি-র হাতের পুতুল ISF', অভিযোগ তৃণমূলের।
সকালে বৃষ্টি হলেও, বেলা বাড়তেই গুমোট গরম। বর্ষা বঙ্গে পা রাখলেও, পিছু ছাড়ছে না অস্বস্তি। এরই মধ্যে আশার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। বুধবার দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে।
ভোটের আগেই সন্ত্রাস। রাজ্যপালের ভাঙড়-সফরের পর রাজভবনে বিজেপি। সন্ত্রাস নিয়ে সিভি আনন্দ বোসকে নালিশ সুকান্ত মজুমদারের। অবাধ ও শান্তিপূর্ণ করাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। দাবি বিজেপি রাজ্য সভাপতির।
মালদায়র কালিয়াচকে পিটিয়ে খুন তৃণমূল নেতাকে, অভিযোগের তির কংগ্রেসের দিকে। দুপুর দেড়টা নাগাদ বাড়ি ফিরছিলেন। সেই সময় বাঁশ, লাঠি নিয়ে হামলা হয় বলে অভিযোগ।পঞ্চায়েত নির্বাচনের আগে ফের রাজ্যে খুন।
পঞ্চায়েত ভোট প্রস্তুতি নিয়ে আজ তৃণমূলের বৈঠক। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠক। প্রচার কৌশল ও পঞ্চায়েত ভোটের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠক। বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
ভোটের আগেই সন্ত্রাস। রাজ্যপালের ভাঙড়-সফরের পর রাজভবনে বিজেপি।
রাজ্যপাল ( C V Ananda Bose ) তলব করলেও আজ রাজভবনে যাচ্ছেন না রাজ্য নির্বাচন কমিশনার ( State Election Commissioner ) । রাজ্যপালকে তিনি জানালেন, 'নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় যেতে পারবেন না' !
ভাঙড়ের পর আজ সন্ত্রাস বিধ্বস্ত ক্যানিংয়ে যাচ্ছেন রাজ্যপাল। রাজ্যপালকে ফের কুৎসিত আক্রমণ মদন মিত্রর। 'রাজ্যপালকে অ-আ শেখাতে চেয়েছিলাম, আগে জানতাম শকুন থাকে আকাশে নজর থাকে ভাগাড়ে। এখন দেখছি, শকুন থাকে আকাশে নজর থাকে ভাঙড়ে'
পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় অশান্তি। যাবতীয় কর্মসূচি বাতিল করে ক্যানিং যাচ্ছেন রাজ্যপাল। গতকাল ভাঙড়ের পর আজ ক্যানিং যাচ্ছেন রাজ্যপাল। আজ রাজ্যের বাইরে যাওয়ার কথা ছিল সি ভি আনন্দ বোসের।
আইনশৃঙ্খলা নিয়ে সুকান্ত মজুমদারের নালিশের পরেই ক্যানিং যাচ্ছেন রাজ্যপাল।
স্ক্টিনিতে বিজেপি প্রার্থীদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ। পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। দিনহাটার ঘটনা নিয়ে রাজভবনে নালিশ সুকান্তর।
' রাজ্য নির্বাচন কমিশনার মুখ্যমন্ত্রীর কাঠের পুতুল। সুপ্রিম কোর্টে গিয়েও থাপ্পড় খাবে রাজ্য', বাহিনী-নির্দেশে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ-মামলা নিয়ে আক্রমণ সুকান্তর।
মনোনয়নের পরেও কোচবিহারে উত্তেজনা। দিনহাটার সাহেবগঞ্জে মুখোমুখি তৃণমূল-বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে তির ছোড়ার অভিযোগ। বিজেপি প্রার্থীদের স্ক্রুটিনিতে বাধা দেওয়ার অভিযোগ।
পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর।
রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল । রাজীব সিন্হাকে রাজভবনে তলব সি ভি আনন্দ বোসের। গতকাল সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড় পরিদর্শনে যান রাজ্যপাল। হিংসা রুখতে কড়া পদক্ষেপে বার্তা দিয়েছিলেন রাজ্যপাল।
পঞ্চায়েত ভোট প্রস্তুতি নিয়ে আজ তৃণমূলের বৈঠক। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠক। প্রচার কৌশল ও পঞ্চায়েত ভোটের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠক । বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে হাইকোর্টের ডেডলাইনের শেষ দিন। সারা রাজ্যে বাহিনী দিয়ে ভোটের নির্দেশ চ্যালেঞ্জ। আজই সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। খবর সূত্রের।
করমণ্ডল বিপর্যয়ে আরও এক যাত্রীর মৃত্যু হল। মৃতের নাম শুভেন্দু বেজ। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বাসিন্দা ২১ বছরের তরুণ করমণ্ডল এক্সপ্রেসের যাত্রী ছিলেন। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মারাত্মক জখম হন। এনআরএসে চিকিৎসাধীন ছিলেন শুভেন্দু। পরে তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। আজ
সকালে মৃত্যু হয় করমণ্ডলের ওই যাত্রীর।
ভাঙড়ে মনোনয়ন-সন্ত্রাসের বলি আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা। এদিন নিহত দলীয় কর্মীর বাড়িতে যান আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি। মনোনয়ন পর্বের শেষ দিনে আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লাকে গুলি করে খুন করা হয়।
প্রবল গরমে ৬ দিন ধরে বিদ্যুৎহীন মালদার গাজোলের দেওতলা বানিয়াপাড়া এলাকা। প্রতিবাদে আজ সকাল থেকে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। স্থানীয়দের দাবি, গত রবিবার ঝড়-বৃষ্টির পর ট্রান্সফর্মার বিকল হয়ে গোটা এলাকায় বিদ্যুৎ চলে যায়
মনোনয়ন-পর্বে দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল ভাঙড়। ৩টি তাজা প্রাণ চলে যাওয়ার পর এবার পুলিশি নিরাপত্তার বজ্র আঁটুনি। গতকাল রাজ্যপালের সফরের সময়, বিজয়গঞ্জ বাজারে পুলিশের দেখা মেলেনি। রাজ্যপালের নিরাপত্তারক্ষীকেই বোমা সরাতে দেখা যায়। সন্ত্রাসের আতঙ্ক কাটিয়ে যখন স্বাভাবিক ছন্দে ফিরছে ভাঙড়, তখন দেখা গেল পুলিশি তৎপরতা। এদিন সকাল থেকে বিজয়গঞ্জ বাজারে টহল দিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পুষ্পা, দুই অ্যাডিশনাল পুলিশ সুপার-সহ উচ্চপদস্থ
পুলিশ কর্তারা।
'পরিষ্কার হয়ে গেল, সরকার-কমিশন-তৃণমূল এক। মুখ্যমন্ত্রী যা বলে দিচ্ছেন তাই রাজীব সিন্হা করছেন। কেন্দ্রীয় বাহিনী না চাইলে ধরে নেব, তিনি শান্তিপূর্ণ ভোট চাইছেন না। মনোনয়নেই ৫-৭ জন খুন হয়েছেন। কেন্দ্রীয় বাহিনী না এলে শান্তিপূর্ণ ভোট সম্ভব নয়।'
মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
টোয় চড়ে যাচ্ছিলেন রান্নার কাজে। রাস্তায় লরির ধাক্কায় কাটা পড়ল ডান হাত। আজ সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার নোনা এলাকায়।
সাতসকালে শান্তিনিকেতনের লোহাগড় গ্রামে মিলল প্রচুর তাজা বোমা। মাঠে প্লাস্টিকের বালতির মধ্যে বেশ কয়েকটি বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। শান্তিনিকেতন থানায় খবর দেওয়া হয়। দীর্ঘক্ষণ কেটে গেলেও পুলিশ বোমা উদ্ধার করতে আসেনি বলে স্থানীয়দের অভিযোগ।
২ বছর বয়স থেকে রাজনীতি করছে অভিষেক বন্দ্য়োপাধ্যায়। বিরোধীদের পরিবারতন্ত্রের অভিযোগের জবাবে মন্তব্য় করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। প্রমাণ হিসেবে কাকদ্বীপের মঞ্চে অভিষেকের হাতে তুলে দিলেন ছেলেবেলার ছবি।
সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়ের পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যপাল। শুক্রবার, যখন তিনি পৌঁছন তখনও বিজয়গঞ্জে চতুর্দিকে ছড়িয়ে বোমা। বৃহস্পতিবার কী হয়েছিল? BDO-র থেকে জানতে চান সিভি আনন্দ বোস। কথা বলেন আইএসএফ কর্মী ও স্থানীয়দের সঙ্গে।
পুলিশ লেখা মোটরবাইকের ধাক্কায় আহত মহিলা পথচারী। এমনই অভিযোগ উঠল নারকেলডাঙায়। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে রাজা দীনেন্দ্র স্ট্রিটে। আহত মহিলার দাবি, পুলিশ লেখা বাইকের চালক মত্ত অবস্থায় ছিলেন। রাস্তা পার হওয়ার সময় মহিলাকে ধাক্কা মারেন। আহত মহিলাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নারকেলডাঙা থানায় অভিযোগও দায়ের হয়েছে। বাইক চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
প্রেক্ষাপট
ভাঙড়ে আরও বোমা : ভাঙড়ের বাতাসে বারুদের গন্ধ। রাস্তায় পড়ে গুলির খোল, গুলির বাক্স। আজও উদ্ধার হল একের পর এক বোমা। নিষ্ক্রিয় করল পুলিশ
ভাঙড়ে রাজ্যপাল : সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়ে রাজ্যপাল। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখলেন সিভি আনন্দ বোস। ঘুরে দেখলেন সন্ত্রাস বিধ্বস্ত এলাকা। এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তিনি। ভাঙড়ের বিডিও অফিসেও যান রাজ্যপাল। কথা বলেন অফিসের কর্মীদের সঙ্গে।
বোমা সরালেন নিরাপত্তারক্ষী : সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে তাজা বোমা। তার মধ্যেই ঘটনাস্থলে রাজ্যপাল। সিভি আনন্দ বোসের সামনে থেকে পড়ে থাকা বোমা সরিয়ে নিয়ে গেলেন রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ান।
'শান্তিতে মনোনয়ন হয়েছে' : 'কোনও রাজ্যে শান্তিতে কেউ এত নমিনেশন জমা দিতে পারেনি, সিপিএমের সময় শ্মশানের শান্তি, কংগ্রেস শাসিত রাজ্যে কী হয় ?' বিরোধীদের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বসিরহাটে মনোনয়ন জমা : হাইকোর্টের নির্দেশের পর মনোনয়ন জমা দিতে বসিরহাটে মহকুমাশাসকের দফতরে গেলেন বিজেপি প্রার্থীরা। বসিরহাটে বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশের সময়সীমা বৃদ্ধি করে কলকাতা হাইকোর্ট। মনোনয়ন জমা দিতে গেলেন সন্দেশখালি ১, সন্দেশখালি ২, মিনাখাঁ, এবং হাড়োয়া ব্লকের বিজেপি প্রার্থীরা।
ভোটের আগেই জয় : ভোটের আগেই জয়। বাঁকুড়ার পাত্রসায়ের, ইন্দাস, কোতুলপুর, জয়পুর পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। এই ৪ ব্লকের ৩৭ টি গ্রাম পঞ্চায়েত দখল করল শাসক দল।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় : পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ১ পঞ্চায়েত সমিতি তৃণমূলের। ২৪টি আসনের মধ্যে মাত্র ৫টিতে প্রার্থী দিয়েছে বিরোধীরা। এই পঞ্চায়েত সমিতির ৮টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। মঙ্গলকোট পঞ্চায়েত সমিতিতেও বিনা প্রতিদ্বন্দিতায় জয় শাসক দলের।
তৃণমূলে 'ভাঙন'-তরজা : উত্তরবঙ্গে তৃণমূলে ভাঙন অব্যাহত। সাংসদ রাজু বিস্তার হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ২৪০টি পরিবার। দলের কর্মীদেরই তৃণমূলের পতাকা ধরিয়ে প্রচার করছে। পাল্টা দাবি তৃণমূলের।
তৃণমূল থেকে বিজেপিতে : বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অসিত মালের ভাইপো রূপেশ মাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি-র বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি ধ্রুব সাহা।
মোহনবাগানের টিডি হাবাস : মোহনবাগান সুপার জায়ান্ট-এ টেকনিক্যাল ডিরেক্টর পদে এলেন আন্তনিও লোপেজ হাবাস। এই স্প্যানিশ কোচকে দেখা যাবে সবুজ-মেরুনের বিভিন্ন বিভাগের ফুটবল দলের পরামর্শদাতা হিসেবে। স্ট্র্যাটেজি তৈরি থেকে টেকনিক্যাল টিমকে সাহায্য করবেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -