West Bengal News Live: ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড় অশনি, আছড়ে পড়তে পারে বাংলাদেশ-মায়ানমার উপকূলে
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের সব খবর এক ক্লিকেই
বামেদের দখলে যাওয়া নদিয়ার তাহেরপুর পুরসভার চেয়ারম্যান হলেন সিপিএমের উত্তমানন্দ দাস। কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে বাম ও তৃণমূল, দুই শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে থেকে উঠল স্লোগান আর পাল্টা স্লোগান। আমন্ত্রণ ইস্যুতে তরজায় জড়াল উভয় পক্ষ।
রানাঘাট পুরসভায় বোর্ড গঠন হয়েছে অর্থের বিনিময়ে! টাকা দিয়ে পদ কিনেছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান! সোশাল মিডিয়ায় তৃণমূলের নামে এমন পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। শাসক দলের দাবি, পুরোটাই বিরোধীদের অপপ্রচার।
হাওড়ার উলুবেড়িয়ায় চোলাইয়ের ভাটিতে আবগারি ও পুলিশের যৌথ অভিযানে তুলকালাম। বাহিনীকে লক্ষ্য করে বোমাবাজি, ইটবৃষ্টি। নদীপথেও লঞ্চ নিয়ে অভিযান পুলিশের। বাজেয়াপ্ত ৬টি নৌকা, বিপুল পরিমাণ চোলাই মদ ও বেআইনি মদ তৈরির সামগ্রী।
জলপাইগুড়ি জেলার তিনটি পুরসভার একটিও দখল করতে পারেনি বিজেপি। মোট ৫৭টি ওয়ার্ডের মধ্যে তারা জিতেছে শুধু মালবাজারের একটি ওয়ার্ডে। বিজেপির অভিযোগ, দেদার ছাপ্পা দিয়ে ভোটে জিতেছে তৃণমূল। বিজেপির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল।
ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যানের শপথগ্রহণ অনুষ্ঠানে অশান্তির আঁচ। মঞ্চে না ডাকার অভিযোগে দলবল নিয়ে অনুষ্ঠানস্থল ছাড়লেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ। এই নিয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপের সঙ্গে তরজায় জড়ান তিনি। দলের জন্যই পদ পেয়েছেন, ভুলে যাবেন না! কড়া বার্তা জেলা তৃণমূলের সভানেত্রীর।
সম্ভবত বামফ্রন্টের চেয়ারম্যান পদ থেকেও সরে দাঁড়াচ্ছেন বিমান বসু। ‘খারাপ লাগছে না, আমি জানি নতুনরা দায়িত্ব নেবে। কাউকে তো দায়িত্ব ছাড়তে হবে’, জানালেন তিনি।
ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড় অশনি। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে দাবি, এ রাজ্যে ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব পড়বে না। ঘূর্ণিঝড় অশনি আছড়ে পড়তে পারে বাংলাদেশ-মায়ানমার উপকূলে।
পানিহাটির তৃণমূল কাউন্সিলর খুনে মূল ষড়যন্ত্রী কে? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। পুলিশ সূত্রে দাবি, তদন্তে জানা গেছে, ভাড়াটে খুনি অমিত পণ্ডিত চারটে সিমকার্ড ব্যবহার করত। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি সে কোথা থেকে পেয়েছিল, সেই বিষয়ে নির্দিষ্ট তথ্যও পাওয়া গেছে।
সিঙ্গুরের দেশাপাড়া প্রাইমারি স্কুলের ভগ্নদশা। স্কুলবাড়ি সংস্কারের দাবিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক-সহ চারজনকে তালাবন্ধ করে বৈদ্যবাটি-তারকেশ্বর অবরোধ পড়ুয়া ও অভিভাবকদের। দ্রুত স্কুলবাড়ি সংস্কারের আশ্বাস ব্লক প্রশাসনের। প্রায় চার ঘণ্টা পরে অবরোধ উঠে যায়।
মদ খাওয়ার টাকা না দেওয়ায় মত্ত অবস্থায় অ্যাম্বুল্যান্স ভাঙচুর, চালককে মারধরের অভিযোগ উঠল দুই হোমগার্ডের বিরুদ্ধে। চুঁচুড়ার মিত্রবাগানের ঘটনা। হাসপাতালে চিকিৎসাধীন অ্যাম্বুল্যান্স চালক। অভিযুক্ত হোমগার্ডদের একজনকে আটক করেছে পুলিশ।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রাস্তার কাজের জন্য কৃষ্ণনগর খালের ওপর সেতু ভেঙে ফেলা হলেও, তা চার বছরেও তৈরি হয়নি। ফলে পাঁচ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সেতু তৈরি না হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। এ নিয়ে শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের চাপানউতোর।
পয়লা বৈশাখের আগেই কি চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন? চলছে চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা। গতকালর পর আজও স্টেশন ও সংলগ্ন ট্র্যাক পরীক্ষা করে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি।
টালি নালার নাব্যতা বাড়াতে সংস্কারের কাজ শুরু করল কলকাতা পুরসভা। আজ কলকাতা পুরসভার মেয়রের উপস্থিতিতে শুরু হল কাজ। দু’টি পর্যায়ে কাজ হবে। পুরসভা সূত্রে দাবি, টালি নালার নাব্যতা বাড়ানো গেলে দক্ষিণ কলকাতার নিকাশি সমস্যার অনেকটাই সুরাহা হবে।
সন্ধ্যারতির পর বেলুড়মঠে পালিত হল হোলিকা দহন উৎসব। দোলের আগে সন্ধ্যায় মঠের পূর্বদিকে গঙ্গার পাশে এই অনুষ্ঠান হয়।
স্লোগান পাল্টা স্লোগানে রাজ্যের একমাত্র বাম বোর্ড গঠন হল তাহেরপুরে। শপথ নিলেন বাম ও তৃণমূল কাউন্সিলররা। বোর্ড গঠনের বৈঠক বয়কট তৃণমূলের। তাহেরপুরে ১৩টি ওয়ার্ডের মধ্যে আটটি দখল করে বামেরা। পাঁচটি ওয়ার্ডে জয়লাভ করে তৃণমূল।
হুগলির চাঁপদানি পুরসভায় বোর্ড গড়ল তৃণমূল। একমাত্র কংগ্রেস কাউন্সিলরের দাবি, অনুরোধ পেয়েই শাসক দলকে সমর্থন করেছেন তিনি। যদিও জেলা তৃণমূল সভাপতি পাল্টা দাবি করছেন, কংগ্রেসের সমর্থনের কোনও প্রয়োজনই নেই তাদের।
মদের টাকা না দেওয়ায় অ্যাম্বুল্যান্সে ভাঙচুরের অভিযোগ উঠল দুই হোমগার্ডের বিরুদ্ধে। চুঁচুড়ার মিত্রবাগান এলাকার ঘটনা। অ্যাম্বুল্যান্স চালক হাসপাতালে ভর্তি। একজন হোমগার্ডকে আটক করেছে চুঁচুড়া থানার পুলিশ। আরেক হোমগার্ড পলাতক।অ্যাম্বুল্যান্স চালকের অভিযোগ, রাতে বাড়ি ফেরার সময়, রাস্তা আটকে মদ খাওয়ার টাকা চান দুই হোমগার্ড-সহ কয়েকজন। টাকা না দিতে পারায় অ্যাম্বুল্যান্সে ভাঙচুর চালানোর পাশাপাশি চালককে মারধর করা হয় বলে অভিযোগ। দুই হোমগার্ড আকিব জাভেদ ও পার্থ পাসোয়ানের বিরুদ্ধে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
বসন্ত উৎসবকে কেন্দ্র করে হুগলির শ্রীরামপুরে তুলকালাম। শ্রীরামপুর স্টেশনের কাছে কলেজের ছাত্রছাত্রীদের বসন্ত উৎসব ঘিরে ছাত্রদের মধ্যে সংঘর্ষ, এলাকায় তাণ্ডব। ছাত্রদের একাংশের বিরুদ্ধে মারধর, দোকান ভাঙচুরের অভিযোগ। প্রতিবাদে পুলিশকে ঘিরে ব্যবসায়ীদের বিক্ষোভ, অবরোধ। বহিরাগত তাণ্ডবের পাল্টা অভিযোগ ছাত্রদের। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে শ্রীরামপুর থানার পুলিশ।
কোচবিহার পুরসভার বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। চেয়ারম্যান নির্বাচিত হলেন রবীন্দ্রনাথ ঘোষ। ভাইস চেয়ারম্যান হলেন আমিন আহমেদ। দলের পাশে থাকার ইচ্ছাপ্রকাশ নির্দল কাউন্সিলরদের। ‘কোনও অবস্থাতেই নির্দলদের দলে ফেরানো হবে না’, স্পষ্ট বার্তা কোচবিহার তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের।
বাংলাকে হেয় করার চক্রান্ত, তাই অভিষেকদের সঙ্গে এমন আচরণ। এর জন্য বিজেপিকে একদিন পস্তাতে হবে। কয়লা পাচারকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির সদর দফতরে ইডির ডেকে পাঠানো নিয়ে প্রতিক্রিয়া ব্রাত্য বসুর।
দুই কাউন্সিলর খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের আইনজীবী অনিন্দ্যসুন্দর দাসের। সিবিআই বা সিট গঠন করে আদালতের পর্যবেক্ষণে তদন্তের আর্জি। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
চাঁপদানি পুরসভার বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। চাঁপদানিতে ১১টি ওয়ার্ডে জয়ী হয় তৃণমূল, ১০টিতে নির্দল, একটিতে কংগ্রেস। চাঁপদানি পুরসভার নতুন চেয়ারম্যান হলেন সুরেশ মিশ্র। শপথগ্রহণ অনুষ্ঠানে সব কাউন্সিলররা উপস্থিত থাকলেও হয়নি ভোটাভুটি। কারও সমর্থন না নিয়েই বোর্ড গঠন করল তৃণমূল।
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, পুরভোটের ফল নিয়ে তপন কান্দুর সঙ্গে তাঁর দাদা তৃণমূল কর্মী নরেন কান্দুর বেটিং হয়। দুই ভাইয়ের মধ্যে যে পরাজিত হবে, সে মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ফল প্রকাশের পর ভাইকে বেটিং জেতার টাকা দেন তৃণমূল প্রার্থী দীপক কান্দুর বাবা নরেন কান্দু। সিটের তদন্তে এই তথ্য উঠে এসেছে বলে পুলিশ সূত্রে দাবি। কংগ্রেস কাউন্সিলরকে খুনের সঙ্গে এর কোনও যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে গোপন জবানবন্দি। গোপন জবানবন্দি দিতে চায় নিহত তপন কান্দুর পরিবার। ‘পুলিশের কাছে আবেদন জানিয়েছি’, জানাল নিহত কংগ্রেস কাউন্সিলরের পরিবার। ‘আদালত নির্দেশ দিলেই গোপন জবানবন্দি’, জানাল পুলিশ।
নবম দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতি, আরও চারজনের চাকরি বাতিলের নির্দেশ। আরও চারজনের চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। দক্ষিণ দিনাজপুরে ভৌতবিজ্ঞানের চারজন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ। মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও নিয়োগপত্র পাওয়ার অভিযোগ।
সিপিএমের রাজ্য কমিটি থেকে বাদ পড়ছেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, রবীন দেব, মৃদুল দে, নেপালদেব ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায়, খবর সূত্রের। রাজ্য কমিটিতে আসছেন সুশান্ত ঘোষ, শতরূপ ঘোষ, পার্থ মুখোপাধ্যায়, খবর সূত্রের। রাজ্য কমিটিতে আসছেন সুদীপ সেনগুপ্ত, তরুণ বন্দ্যোপাধ্যায়, আত্রেয়ী গুহ, খবর সূত্রের। সিপিএমের রাজ্য সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে শ্রীদীপ ভট্টাচার্য।
পানিহাটির নিহত কাউন্সিলরের ছবি নিয়ে কংগ্রেসের লালবাজার অভিযানে ধুন্ধুমার
পানিহাটি কাউন্সিলর খুনে মাস্টারমাইন্ড কে? অনুপম দত্তর বাড়িতে গিয়ে প্রশ্ন তুললেন মদন মিত্র
শালবনিতে ধাতব বস্তুকে ঘিরে ল্যান্ডমাইন আতঙ্ক। এলাকা ঘিরল পুলিশ। বিস্ফোরক নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড।
‘ভাটপাড়া থেকে সাংসদকে সরালে, আর ১৪৪-এ দরকার হবে না’ মন্তব্য ব্রাত্য বসুর
১০০ দিনের কাজে বঞ্চনার অভিযোগে মালদার মানিকচকে পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল সদস্যের বিরুদ্ধে। চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। পঞ্চায়েতের প্রধান বিজেপির ও উপপ্রধান তৃণমূলের। তাঁদের অভিযোগ, ১০০ দিনের প্রকল্পে কম টাকার কাজ দেওয়া হয়েছে বলে দাবি করে গতকাল পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালান তৃণমূল সদস্য শেখ মহতাব। ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে তৃণমূল সদস্যের পাল্টা দাবি, ১০০ দিনের প্রকল্পে সমবণ্টন হয়নি। তার প্রতিবাদ জানাতে পঞ্চায়েত অফিসে যান। মানিকচক থানায় অভিযোগ দায়ের হয়েছে।
আজ উত্তর ২৪ পরগনার ৬টি পুরসভার শপথ গ্রহণ। এর মধ্যে রয়েছে উত্তর ব্যারাকপুর, গাড়ুলিয়া, কাঁচরাপাড়া, নৈহাটি, ভাটপাড়া ও হালিশহর পুরসভার বোর্ড গঠন করা হবে। অশান্তি এড়াতে পুরসভাগুলির ৩০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে ব্যারাকপুর কমিশনারেট। রয়েছে কড়া নিরাপত্তা।
রাজ্যে আইন শৃঙ্খলা অবনতির অভিযোগে পানিহাটির নিহত তৃণমূল কাউন্সিলরের ছবি নিয়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে লালবাজার অভিযান। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি, ঝালদা ও পানিহাটিতে কাউন্সিলর খুন, ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে এদিন মিছিল শুরু হয়। ধর্মতলা থেকে লালবাজার পর্যন্ত যাবে কংগ্রেসের মিছিল।
আজ ভাটপাড়া, হালিশহর-সহ উত্তর ২৪ পরগনার ৬ পুরসভার শপথ গ্রহণ। অশান্তি এড়াতে পুরসভার ৩০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি। কড়া নিরাপত্তা বলয়।
পানিহাটিতে নিহত তৃণমূল কাউন্সিলরের বাড়িতে মদন মিত্র। 'খুনের মাস্টারমাইন্ডকে চাই, পরিবারের পাশে আছি। পরিবারের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে'' নিহত অনুপম দত্তের বাড়ি গিয়ে দাবি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর।
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, পুরভোটের ফল নিয়ে তপন কান্দুর সঙ্গে তাঁর দাদা তৃণমূল কর্মী নরেন কান্দুর বেটিং হয়। দুই ভাইয়ের মধ্যে যে পরাজিত হবে, সে মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ফল প্রকাশের পর ভাইকে বেটিং জেতার টাকা দেন তৃণমূল প্রার্থী দীপক কান্দুর বাবা নরেন কান্দু। সিটের তদন্তে এই তথ্য উঠে এসেছে বলে পুলিশ সূত্রে দাবি। কংগ্রেস কাউন্সিলরকে খুনের সঙ্গে এর কোনও যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
মদের টাকা না দেওয়ায় অ্যাম্বুল্যান্সে ভাঙচুরের অভিযোগ উঠল ২ হোমগার্ডের বিরুদ্ধে। চুঁচুড়ার মিত্রবাগান এলাকার ঘটনা। অ্যাম্বুল্যান্স চালক হাসপাতালে ভর্তি। একজন হোমগার্ডকে আটক করেছে চুঁচুড়া থানার পুলিশ। আরেক হোমগার্ড পলাতক।অ্যাম্বুল্যান্স চালকের অভিযোগ, রাতে বাড়ি ফেরার সময়, রাস্তা আটকে মদ খাওয়ার টাকা চান ২ হোমগার্ড-সহ কয়েকজন। টাকা না দিতে পারায় অ্যাম্বুল্যান্সে ভাঙচুর চালানোর পাশাপাশি চালককে মারধর করা হয় বলে অভিযোগ। দুই হোমগার্ড আকিব জাভেদ ও পার্থ পাসোয়ানের বিরুদ্ধে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি গরু পাচারকারীর। আহত আরও এক বাংলাদেশি। আজ ভোররাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙার চেনাকাটায় ভারত-বাংলাদেশ সীমান্তে। বিএসএফ সূত্রে খবর, গরু পাচার রুখতে গিয়ে পাচারকারীদের হামলায় একজন জওয়ান আহত হন। এরপর আত্মরক্ষার্থে তারা গুলি চালায় বলে দাবি বিএসএফের।
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস। স্বাধিকারভঙ্গের নোটিস গ্রহণ করলেন বিধানসভার অধ্যক্ষ। বিধায়ককে আয়কর হানার হুমকি দেওয়ার অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে। বিধানসভায় দাঁড়িয়েই বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে হুমকির অভিযোগ। স্পিকারের কাছে নালিশ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর।
সন্দেহজনক ধাতব বস্তু ঘিরে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ল্যান্ডমাইন আতঙ্ক। এদিন রঞ্জা গ্রামে একটি কালভার্টের পাশে ধাতব বস্তুটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এলাকা ঘিরে রেখেছে শালবনি থানার পুলিশ। এলাকায় পৌঁছেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। ল্যান্ডমাইন কিনা খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার।
ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড় অশনি। এ রাজ্যে সরাসরি প্রভাব না পড়লেও, প্রচুর জলীয় বাষ্প ঢোকায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী কয়েকদিন গরম বাড়বে। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা বাড়ায় বাড়বে অস্বস্তিও। ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। সোমবার পরিণত হবে ঘূর্ণিঝড়ে। উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে বুধবার বাংলাদেশ ও মায়ানমার উপকূলে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা।
হাওড়ায় জেএমবি জঙ্গি সন্দেহে ধৃতকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, ধৃত আনিরুদ্দিন আনসারি কয়েকমাস আগে ভোপালে গ্রেফতার হওয়া চার জেএমবি জঙ্গিকে একসময় হাওড়ায় নিজের বাড়িতে আশ্রয় দেয়। ওই চারজন ২০১৫ সালে বাংলাদেশ থেকে এ রাজ্যে আসে। মাসদুয়েক আগে ওই জঙ্গিরা ফের আনিরুদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়। সূত্রের খবর, ইতিমধ্যে রাজ্য এসটিএফের তরফে মধ্যপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ওই চার জঙ্গিকেও জেরা করতে চায় রাজ্য এসটিএফ। পুলিশের দাবি, এই রাজ্য ছাড়াও অসমে জেএমবি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল আনিরুদ্দিনের।তার কাছ থেকে বেশ কিছু পরিচয়পত্র মিলেছে। সেগুলিও সন্দেহভাজন জেএমবি জঙ্গিদের বলে পুলিশের অনুমান।
ঝালদা এবং পানিহাটিকাণ্ড নিয়ে রাজনৈতিক তরজার আবহে, পুলিশের ভূমিকা নিয়ে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বুধবার তিনি দাবি করেন, তিন বছর আগে তাঁর কাছে পেগাসাস কেনার প্রস্তাব এসেছিল। এনিয়ে পাল্টা সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর চালুর আগে শিয়ালদা স্টেশনে চলছে চূড়ান্ত পরীক্ষা। এদিন শিয়ালদা স্টেশন ও সংলগ্ন ট্র্যাক পরীক্ষা করে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। পরীক্ষায় পাস করলে একমাসের মধ্যে চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন।
পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে জোড়া পিস্তল উদ্ধার। পুলিশ সূত্রে খবর, ধৃত বাপি পণ্ডিতকে জেরা করেই দ্বিতীয় পিস্তলের বিষয়ে তথ্য পাওয়া যায়। প্রায় এক বছর ধরে, তৃণমূল কাউন্সিলকে খুনের ষড়যন্ত্র চলছিল।
মোহনবাগান ক্লাবের পাশে গাছ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। ভোর সাড়ে ৫টা নাগাদ স্থানীয়দের তা নজরে আসে। পরে ময়দান থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।
JEE মেনের জেরে পিছোল ISC। JEE মেনের পরিবর্তিত সূচি ও রাজ্যে উপনির্বাচনের জন্য ফের অদলবদল হতে পারে উচ্চ মাধ্যমিকের সূচিতে। আজ নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা।
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুনের ঘটনায় এক সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করল পুলিশ। জেলা পুলিশ সুপার এস সিলভা মুরুগান ছবি পোস্ট করে জানান, ঘটনার এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী পোর্ট্রেট আঁকানো হয়েছে। ওই সন্দেহভাজনকে ধরতে পুলিশকে সহযোগিতা করলে তাকে পুরস্কৃত করা হবে। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুনের ঘটনায় তাঁর ভাইপো তৃণমূল কর্মী দীপক কান্দুকে গ্রেফতার করেছে পুলিশ।
গরুপাচার মামলার পর এবার কয়লাকাণ্ডে প্রাক্তন যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর বিরুদ্ধে জারি হল জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিনয়কে ১৮ এপ্রিলের মধ্যে আদালতে পেশ করা হয়। সূত্রের খবর, প্রাক্তন যুব তৃণমূল নেতাকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে।
দিল্লি হাইকোর্টে আবেদন খারিজ হওয়ার পরই তৎপর ইডি। সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির সদর দফতরে ডেকে পাঠানো হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ED-CBI’কে ব্যবহারের অভিযোগে বিধানসভায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার বিধানসভায় দাঁড়িয়ে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি তুললেন কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা
সাতসকালে পিটিএসের কাছে ডি এল খান রোডে দুর্ঘটনা। লুব্রিক্যান্ট ভর্তি মিনিডোর উল্টে আহত চালক
শিয়ালদা দক্ষিণ শাখায় ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। ব্যাহত ট্রেন চলাচল। সকালের দিকে একঘণ্টার ওপর শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। মেরামতির পর পরিস্থিতি স্বাভাবিক হয়। সকালে ট্রেন চলাচল বন্ধ থাকায় অফিস টাইমে স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় বেড়েছে।
ক্লাস শুরু হলেও, ১ মাস ধরে বন্ধ প্রেসিডেন্সির হিন্দু হস্টেল। দরজা ভেঙে হস্টেলের দখল নিল পড়ুয়ারা। এব্যাপারে কোনও প্রতিক্রিয়া মেলেনি কর্তৃপক্ষের
ইউক্রেন ফেরত পড়ুয়াদের একগুচ্ছ প্রস্তাব মুখ্যমন্ত্রীর
কলকাতায় ফের অগ্নিকাণ্ড। বেহালার চণ্ডীতলায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। ছড়ায় পাশের কারখানাতেও। দমকলের ৭ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
আজ উচ্চমাধ্যমিকের নতুন নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা
প্রেক্ষাপট
সকালে কসবা, রাতে বেহালায় বিধ্বংসী আগুন (Fire)। চন্ডীতলায় পরপর কারখানায় আগুন। দমকলের ৭ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
বিধানসভাতেই বিধায়ককে আয়কর হানার হুমকির অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে। অধ্যক্ষের কাছে নালিশ। অন রেকর্ড বলেছি, প্রমাণ করুন, চ্যালেঞ্জ শুভেন্দুর।
বোঝাই যাচ্ছে কারা চালায় এজেন্সি! কাঁথির ফাইল আছে আমার কাছে। নাম না করে শুভেন্দুকে হুঁশিয়ারি মমতার। রাজনৈতিকভাবে লড়ুন, পাল্টা শুভেন্দু।
কয়লাপাচারকাণ্ডে (Coal Scam) ফের সস্ত্রীক অভিষেককে (Abhisehk Banerjee) ইডির তলব। আগামী সপ্তাহে দিল্লিতে হাজিরার নির্দেশ। এভাবে তৃণমূলকে রোখা যাবে না, হুঙ্কার মমতার।
বিজেপির (BJP) সমর্থনে খড়ারে বোর্ড গঠন বিক্ষুব্ধ তৃণমূলের! দল থেকেই বহিষ্কার। বিশেষ পরিস্থিতিতে দলের বিরুদ্ধে যেতে বাধ্য হওয়ার দাবি।
কালনা পুরসভায় (Kalna Municipality) তৃণমূলেরই প্রস্তাবিত চেয়ারম্যানকে মানলেন না বিক্ষুব্ধরা! জয়ের পরেই দল থেকে বিক্ষুব্ধ শহর সভাপতিকে বহিষ্কার।
দলের নির্দেশ অমান্য, বিক্ষুব্ধ কাউন্সিলরদের সাসপেন্ড করতে চলেছে তৃণমূল। খড়ার পুরবোর্ডে ফের আনা হবে অনাস্থা প্রস্তাব, জানিয়ে দিলেন ফিরহাদ।
বিধানসভাতেই এবার বাংলা ভাগের পক্ষে সওয়াল কার্শিয়ঙের বিজেপি বিধায়কের। দেশদ্রোহী বলে পাল্টা আক্রমণে ফিরহাদ। কড়া পদক্ষেপের দাবি।
ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে সিআইডি। সিবিআই তদন্তেই অনড় পরিবার।
মুখ্যমন্ত্রীর ভাষণ ঘিরে উত্তপ্ত বিধানসভা। ঝালদায় যতটা সরব বিরোধীরা, পানিহাটিতে নয় কেন? প্রশ্ন মমতার। দলদাস পুলিশ, পাল্টা শুভেন্দু।
১২ এপ্রিলই বালিগঞ্জ, আসানসোল উপনির্বাচন। ভোট পিছোচ্ছে না উচ্চমাধ্যমিকের জন্য। আজ উচ্চমাধ্যমিকের নতুন নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা।
বালিগঞ্জ উপনির্বাচন বাম প্রার্থী সায়রা, আসানসোলে পার্থ মুখোপাধ্যায়। রেড ভলান্টিয়ারদের দলে টানতে রাজ্য সম্মেলনে বার্তা কারাটের।
ইউক্রেন ফেরত পড়ুয়াদের একগুচ্ছ প্রস্তাব মুখ্যমন্ত্রীর। মেডিক্যাল পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপ, স্টাইপেন্ড। মিলবে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সুবিধা।
ইউক্রেন ফেরত ছাত্রছাত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -