WB News Live Updates: রামপুরহাটে তৃণমূল নেতা ভাদু শেখ খুন, আরও ২ গ্রেফতার

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকেই

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 30 Mar 2022 11:48 PM
West Bengal News Live : রামপুরহাটে তৃণমূল নেতা ভাদু শেখ খুন, আরও ২ গ্রেফতার

রামপুরহাটে তৃণমূল নেতা ভাদু শেখ খুন, আরও গ্রেফতার। মাড়গ্রাম-নলহাটির কাছ থেকে আরও ২জন গ্রেফতার। ভাদু শেখ খুনে ভাসন শেখ, সফিক শেখ গ্রেফতার।

WB News Live : রেল লাইনে দেহ উদ্ধারে উত্তপ্ত পাতিপুকুর

রেল লাইনে দেহ উদ্ধারে উত্তপ্ত পাতিপুকুর। মৃতদেহ নিয়ে স্থানীয়দের বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ। পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু।

West Bengal News Live : নদিয়ার জাগুলি থেকে মাও-যোগের অভিযোগে জয়িতা দাস গ্রেফতার

কলকাতা পুলিশের এসটিএফের হাতে মাও-যোগের অভিযোগে গ্রেফতার। নদিয়ার জাগুলি থেকে মাও-যোগের অভিযোগে জয়িতা দাস গ্রেফতার। মাওবাদী অভিযোগে ধৃত জয়িতার ৮দিনের পুলিশ হেফাজত। চিকিৎসক দেখাতে গিয়েছিলেন, তখনই গ্রেফতার, দাবি মানবাধিকার সংগঠনের।

WB News Live : কালও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার বিজেপি সাংসদদের সাক্ষাত্‍ হচ্ছে না

আগামীকালও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার বিজেপি সাংসদদের সাক্ষাত্‍ হচ্ছে না। বারবার বৈঠকের সময় পাল্টানোয় বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। কবে এই বৈঠক হবে, তা জানিয়ে দেওয়া হবে বলে খবর বিজেপি সূত্রে।

West Bengal News Live : ফর্টিস হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ

ফর্টিস হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ এক রোগিণীর পরিবারের।  স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হয় পরিবার।  স্বাস্থ্য কমিশন জানাল, ফর্টিস হাসপাতালের রোগীদের চিকিত্‍সা সংক্রান্ত এক মাসের সব বিল অডিট করা হবে। হাসপাতালের তরফে স্বাস্থ্য কমিশনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। 

WB News Live : গুজরাতে কী করেছেন? বাংলাকে আক্রমণ করায় অমিতকে পাল্টা সুজনের

‘ভূতের মুখে রামনাম। গুজরাতে কী করেছেন? কী ভাবে মানুষ খুন করেছেন? জ্যান্ত পুড়িয়ে মেরেছেন কী ভাবে, সবাই তা জানে’, অমিতকে পাল্টা সুজনের।

West Bengal News Live : লোকসভায় বাংলায় হিংসা নিয়ে তৃণমূলকে আক্রমণে অমিত শাহ

লোকসভায় বাংলায় হিংসা নিয়ে তৃণমূলকে আক্রমণে অমিত শাহ। ‘বিরোধীদের খুন, ধর্ষণ করে ক্ষমতায় থাকতে চাই না। হয়ত ক্ষমতাচ্যুত হওয়ার ভয় আছে, এটা আমাদের সংস্কৃতি নয় দাদা,' তৃণমূল সাংসদদের উদ্দেশে তীব্র আক্রমণে অমিত শাহ। 

WB News Live : ভাড়াটিয়ার সঙ্গে অশান্তি, আত্মঘাতী বাড়ির মালিক

ঘর আটকে বসে ভাড়াটিয়া। উঠতে বললেই হুমকি। দীর্ঘ দিন ধরে অশান্তি। তার জেরে আত্মঘাতী বাড়িমালিক। হুগলির কোন্নগরের ঘটনা। পলাতক অভিযুক্ত ভাড়াটিয়া।

West Bengal News Live : ইউক্রেনফেরত পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উদাসীন মোদি সরকার, অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী

ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উদাসীন মোদি সরকার। অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের দায়িত্ব নিতে চাইছে না কেন্দ্র। অভিযোগ তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছে বিজেপি।

WB News Live : তপন কান্দু খুনে সিবিআই তদন্ত ও ঝালদার আইসির অপসারণের দাবি, পথে নামল কংগ্রেস

কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে সিবিআই তদন্ত ও ঝালদার আইসির অপসারণের দাবি। ফের পথে নামল কংগ্রেস। পুরুলিয়া শহরে মিছিল করে পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন কংগ্রেসের প্রতিনিধিরা।

West Bengal News Live : বগটুই গ্রামের পাঁচ জায়গায় তল্লাশি চালালেন CBI’র গোয়েন্দারা

রামপুরহাট হত্যাকাণ্ডে এখনও পলাতক অনেকেই। আজ তাঁদের খোঁজে বগটুই গ্রামের পাঁচ জায়গায় তল্লাশি চালালেন CBI’র গোয়েন্দারা। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি, এক প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করে CBI।

WB News Live : হাতি এগোলে কুকুর চিৎকার করতেই থাকে, কালিয়াগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানের মন্তব্যে বিতর্ক

হাতি এগোলে কুকুর চিৎকার করতেই থাকে। বিরোধীদের সম্পর্কে কথা বলতে গিয়ে কালিয়াগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানের উপমা ঘিরে তুমুল বিতর্ক। পোস্টার দিয়ে প্রতিবাদে সরব বিজেপি। পায়ের তলায় মাটি না থাকাতেই ফালতু হাওয়া গরম। কটাক্ষ করেছে তৃণমূল। কাউকে অপমান করেননি, শুধু প্রবাদ আওড়েছেন। সাফাই ভাইস চেয়ারম্যানের।

West Bengal News Live : অর্থ এবং অ্যাপ্রোপিয়েশন বিলে সম্মতি জানাচ্ছেন রাজ্যপাল, সূত্রের খবর

রাজ্যপালের তলবে রাজভবনে মুখ্যসচিব, অর্থসচিব। সাড়ে ৩ ঘণ্টা পরে রাজভবন থেকে বেরোলেন মুখ্যসচিব, অর্থসচিব। অর্থ এবং অ্যাপ্রোপিয়েশন বিলে সম্মতি জানাচ্ছেন রাজ্যপাল। ১ সপ্তাহের মধ্যে বকেয়া ২ বিল অনুমোদন: রাজভবন সূত্র

WB News Live : ডোমকলে তৃণমূল কাউন্সিলর প্রদীপ চাকীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ

মুর্শিদাবাদের ডোমকল পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রদীপ চাকীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এক মহিলা। যদিও সব অভিযোগ উড়িয়ে কাউন্সিলর গোটা ঘটনায়, পুরপ্রধানকে নিশানা করেছেন। পাল্টা জবাব দিয়েছেন পুরপ্রধানও।

West Bengal News Live : নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রচারে নিষেধাজ্ঞা জারি করল জাতীয় নির্বাচন কমিশন

পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রচারে নিষেধাজ্ঞা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করে তৃণমূল বিধায়কের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

WB News Live : মোহনবাগান ক্লাবের সহ সভাপতি পদে অরূপ, মলয়ের সঙ্গে যুক্ত হলেন কুণাল

মোহনবাগান ক্লাবের সভাপতি কে? এখনও ধোঁয়াশা। কে সভাপতি? সিদ্ধান্ত হল না কার্যকরী কমিটির বৈঠকে । সহ সভাপতি পদে অরূপ, মলয়ের সঙ্গে যুক্ত হলেন কুণাল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

West Bengal News Live : অনুব্রতকে গ্রেফতারের জন্য চক্রান্ত করা হচ্ছে, বললেন মমতা

অনুব্রতকে গ্রেফতারের জন্য চক্রান্ত করা হচ্ছে। নাড্ডার কাছে জমা পড়া বিজেপি-র রিপোর্ট নিয়ে দাবি মমতার।

WB News Live : পাণ্ডবেশ্বরে শুভেন্দু অধিকারীর কর্মিসভা শেষে উত্তেজনা

পাণ্ডবেশ্বরে শুভেন্দু অধিকারীর কর্মিসভা শেষে উত্তেজনা। শুভেন্দু ও জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে তৃণমূলের স্লোগান । শুভেন্দু-জিতেন্দ্রকে গো ব্যাক স্লোগান তৃণমূলের। তৃণমূলকর্মীদের দিকে তেড়ে গেলেন জিতেন্দ্র তিওয়ারি।তৃণমূলকর্মীদের লক্ষ্য করে পাল্টা স্লোগান বিজেপির। পরে দু’পক্ষকে সরিয়ে দেয় পুলিশ।

West Bengal News Live : রাজ্যপালের তলবে রাজভবনে মুখ্যসচিব, অর্থসচিব

রাজ্যপালের তলবে রাজভবনে মুখ্যসচিব, অর্থসচিব। রাজভবনে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও অর্থসচিব মনোজ পন্থ। মুখ্যসচিব ও অর্থসচিবকে বিকেল ৪টেয় তলব করেন রাজ্যপাল।সাংবিধানিক রীতিনীতিকে লাগাতার উপেক্ষার অভিযোগ রাজ্যপালের। মুখ্যসচিব ও অর্থসচিবের বিরুদ্ধে উপেক্ষার অভিযোগ।

WB News Live : কাঁথিতে তৃণমূলের মঞ্চে জাতীয় সঙ্গীত ভুল গাওয়া নিয়ে তরজা তুঙ্গে

কাঁথিতে তৃণমূলের মঞ্চে জাতীয় সঙ্গীত ভুল গাওয়া নিয়ে তরজা তুঙ্গে। জাতীয় সঙ্গীত ভুল গাইলেন ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রিনা দাস। এটাই তৃণমূলের সংস্কৃতি, কটাক্ষ বিজেপির। দুঃখপ্রকাশ মন্ত্রী অখিল গিরির।

West Bengal News Live : শিশির অধিকারীকে কুরুচিকর ভাষায় আক্রমণ মন্ত্রী অখিল গিরির

কাঁথির সাংসদ শিশির অধিকারীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন মন্ত্রী অখিল গিরির। পুরভোটের আগে সাংসদের একটি মন্তব্যকে সামনে রেখে নিশানা করেন অখিল। মন্ত্রীর রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন শিশির অধিকারীর পুত্র ও বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী।

WB News Live : রতুয়ায় বোমা ফেটে জখম নাবালিকা

রতুয়ায় বোমা ফেটে জখম নাবালিকা। রতুয়ার গৌরীপুরে চাষের জমিতে ঘাস কাটতে গেলে বিস্ফোরণ। বিস্ফোরণে গুরুতর আহত ৯ বছরের নাবালিকা। গুরুতর জখম অবস্থায় আনা হল মালদা মেডিক্যালে।

West Bengal News Live : মাদলের তালে পা মিলিয়ে আসানসোলে প্রচার শত্রুঘ্নর

আসানসোলে কর্মিসভায় তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। অন্য মুডে দেখা গেল বলিউড অভিনেতাকে। আদিবাসীদের নাচের তালে বাজালেন মাদল। অন্যদিকে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে বারাবনি বিধানসভা এলাকায় প্রচার করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

WB News Live : থানায় বেআইনি অস্ত্র জমা দিতে আর্জি, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি

'যাঁর কাছে যত বেআইনি অস্ত্র আছে থানায় জমা দিন। ৭২ ঘণ্টার মধ্যে থানায় বেআইনি অস্ত্র জমা করুন। কেউ নিজের কাছে বেআইনি অস্ত্র রাখবেন না," আবেদন বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের।
বিধায়কের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি বিজেপির। গতকাল বাসন্তীর ফুলমালঞ্চে বিস্ফোরণে মৃত্যু হয় একজনের। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের জেরে মৃত্যুর অভিযোগ।

West Bengal News Live : রামপুরহাটকাণ্ডে নলহাটির আইসি মনোজ সিংহকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ

রামপুরহাটকাণ্ডে সিবিআই ক্যাম্পে নলহাটি থানার আইসি। নলহাটির আইসি মনোজ সিংহকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। রামপুরহাট থানার দুই এএসআই-কেও জিজ্ঞাসাবাদ। এএসআই সত্যেন্দ্রনাথ সাহা ও রঞ্জন দত্তকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। নজরে দমকল আধিকারিক ও পুলিশের নিচুতলার কর্মীরা: সূত্র।

WB News Live : ভাদু শেখের খুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ

রামপুরহাটের বগটুইয়ে তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ। এ নিয়ে ভাদু খুনে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪।

West Bengal News Live : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল তৃণমূল মহিলা কংগ্রেসের

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোলপার্ক থেকে রাসবিহারী পর্যন্ত মিছিল তৃণমূল মহিলা কংগ্রেসের।

WB News Live : আনিস হত্যার বিচার চেয়ে বাম ছাত্র-যুবদের মিছিল

আনিস হত্যার বিচার চেয়ে বাম ছাত্র-যুবদের মিছিল। মৌলালি থেকে বালিগঞ্জ পর্যন্ত মিছিল। অন্যদিকে ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে সিবিআই তদন্তের দাবিতে পুরুলিয়ায় মিছিল কংগ্রেসের।

West Bengal News Live : বিজেপির রিপোর্ট সিবিআই তদন্তকে দুর্বল করবে, বললেন মুখ্যমন্ত্রী

বিজেপির রিপোর্ট সিবিআই তদন্তকে দুর্বল করবে, প্রভাবিত করবে। এই ধরনের রিপোর্ট তদন্তকে ভুল পথে চালিত করবে। রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলের রিপোর্ট পেশ নিয়ে  দার্জিলিঙে মন্তব্য মুখ্যমন্ত্রীর।  তাঁর দাবি রামপুরহাটকাণ্ড বিজেপির বড় ষড়যন্ত্র। 

WB News Live : বিজেপির রিপোর্ট সিবিআই তদন্তকে দুর্বল করবে, প্রভাবিত করবে: মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির রিপোর্ট সিবিআই তদন্তকে দুর্বল করবে, প্রভাবিত করবে। এই ধরনের রিপোর্ট তদন্তকে ভুল পথে চালিত করবে। রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলের রিপোর্ট পেশ নিয়ে  দার্জিলিঙে মন্তব্য মুখ্যমন্ত্রীর।  তাঁর দাবি রামপুরহাটকাণ্ড বিজেপির বড় ষড়যন্ত্র।  

West Bengal News Live : রামপুরহাট হত্যাকাণ্ড নাড্ডার কাছে রিপোর্ট পেশ বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের

রামপুরহাট হত্যাকাণ্ড নাড্ডার কাছে রিপোর্ট পেশ বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের। নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ তৃণমূল সরকার। উল্লেখ রিপোর্টে। কেন্দ্রের হস্তক্ষেপ দাবি।

WB News Live : মালদার চাঁচলে কার্তুজ তৈরির কারখানার হদিশ

মালদার চাঁচলে কার্তুজ তৈরির কারখানার হদিশ। উদ্ধার কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম। গ্রেফতার বাড়ির মালিক। বীরভূমের খয়রাশোল থেকে ফের উদ্ধার বোমা।

WB News Live Update : বগটুইকাণ্ডের পর ফের বীরভূমে বোমা উদ্ধার

মাড়গ্রাম, লাভপুর, সদাইপুরের পর এবার খয়রাশোল। বগটুইকাণ্ডের পর ফের বীরভূমে বোমা উদ্ধার। আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে খয়রাশোলের সারিবাগান বটতলা এলাকায় তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় ৩৫টি তাজা বোমা। এর আগে মাড়গ্রাম, লাভপুর ও সদাইপুর থেকে প্রায় ২০০টি বোমা উদ্ধার হয়।>=

WB News Live : বালি খাদানের মধ্যেই পুরভোটে পরাজিত নির্দল প্রার্থীকে মারধর

বালি খাদানের মধ্যেই পুরভোটে পরাজিত নির্দল প্রার্থীকে মারধর। সিসি ক্যামেরায় ধরা পড়ল ছবি। হামলার অভিযোগ উঠল হুগলির আরামবাগ পুরসভার পুরপ্রধান সমীর ভাণ্ডারীর অনুগামীদের বিরুদ্ধে। আক্রান্ত আজিজুল হোসেন-সহ ৩ জন হাসপাতালে ভর্তি। 

WB News Live : আনিস হত্যার প্রতিবাদে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মিছিল

আনিস হত্যার প্রতিবাদে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মিছিল । তালতলা ক্যাম্পাস থেকে শুরু হয়েছে মিছিল

WB News Live : রামপুরহাটকাণ্ডে অভিযুক্তদের খোঁজে বগটুইয়ের ৫ জায়গায় তল্লাশি সিবিআইয়ের

রামপুরহাটকাণ্ডে অভিযুক্তদের খোঁজে বগটুইয়ের ৫ জায়গায় তল্লাশি সিবিআইয়ের। এএসআইকে জিজ্ঞাসাবাদ। নজরে দমকল আধিকারিক ও পুলিশের নীচুতলার কর্মীরা। এএসআই-কে জিজ্ঞাসাবাদ।

WB News Live : বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন সংঘাত । বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ‘সরকারি চাকরিতে দুর্নীতি খুঁজতে বেঁধে দেওয়া হচ্ছে একক বেঞ্চের হাত, দুর্নীতির বিরুদ্ধে বিচারপতিরা কাজ করতে পারবেন কিনা সিদ্ধান্ত নিন’...দেশ ও রাজ্যের প্রধান বিচারপতির কাছে আবেদন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

West Bengal News Live : বিজেপির বগটুই রিপোর্টে অনুব্রতর নাম

বিজেপির বগটুই রিপোর্টে অনুব্রতর নাম। বীরভূমের তৃণমূল সভাপতির গ্রেফতারি চাইছে বিজেপি। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে তোপ মমতার।

WB News Live : তদন্তের আগেই কীভাবে রিপোর্ট নাড্ডাকে? প্রশ্ন তুলে তোপ মমতার

রামপুরহাটকাণ্ড বিজেপির বড় ষড়যন্ত্র। তদন্তের আগেই কীভাবে রিপোর্ট নাড্ডাকে? প্রশ্ন তুলে তোপ মমতার। তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা।

WB News Live : মালদার চাঁচলের দেবীগঞ্জে বুলেট তৈরির কারখানার হদিশ

মালদার চাঁচলের দেবীগঞ্জে বুলেট তৈরির কারখানার হদিশ। উদ্ধার ৩৮টি কার্তুজ ও কার্তুজ তৈরির বিভিন্ন সরঞ্জাম। বাড়ি মালিককে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ধৃত সন্তোষ কর্মকারের বাড়িতেই চলছিল বুলেট তৈরির কারখানা। 

WB News Live Blogs : পাহাড় সফরে গিয়ে মহাকাল মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

পাহাড় সফরে গিয়ে মহাকাল মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। এদিন সকালে মন্দির দর্শনে যান তিনি।

WB News Live : বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে চলছে রুট মার্চ

১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে আজ সকাল থেকে গড়িয়াহাট পুলিশের নেতৃত্বে বিভিন্ন জায়গায় রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। গড়িয়াহাট, ডোভার লেন, ডোভার প্যালেস, গরচা রোড-সহ বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় চলছে রুট মার্চ। 

WB News Live : বসিরহাট ও মালদার ইংরেজবাজারে নাবালিকাকে ধর্ষণের  অভিযোগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবীদের

বসিরহাট ও মালদার ইংরেজবাজারে নাবালিকাকে ধর্ষণের  অভিযোগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবীদের। মামলা দায়ের করার অনুমতি দিল ডিভিশন বেঞ্চ। মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ করে দুপুর ২টো মামলাকারীদের ফের আদালতে আসার নির্দেশ দেন প্রধান বিচারপতি। আজই শুনানির সম্ভাবনা।

WB News Live : প্রাতর্ভ্রমণে গিয়ে পাটুলিতে ষাটোর্ধ্ব মহিলার রহস্যমৃত্যু

প্রাতর্ভ্রমণে গিয়ে পাটুলিতে ষাটোর্ধ্ব মহিলার রহস্যমৃত্যু। মৃতের নাম মিতা মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, এদিন পাটুলির একটি ঝিলে মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরিবারের দাবি, প্রাতর্ভ্রমণের কথা বলে বাড়ি থেকে বের হন মহিলা। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে পাটুলি থানার পুলিশ।

WB News Live : হালিশহর পুরসভার উপ পুরপ্রধানের আত্মীয়ের বাড়ির সামনে বোমাবাজি

হালিশহর পুরসভার উপ পুরপ্রধানের আত্মীয়ের বাড়ির সামনে বোমাবাজি। সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুষ্কৃতী দৌরাত্ম্যের ছবি। আজ ভোর সাড়ে ৪টে নাগাদ বোমাবাজির ঘটনা ঘটে। হালিশহর পুরসভার উপ পুরপ্রধান শুভঙ্কর ঘোষের বাড়ির পাশেই তাঁর কাকার বাড়ি। সেই বাড়ির সামনে রাস্তায় একটি বোমা ছুড়ে পালায় দুষ্কৃতীরা। বীজপুর থানায় পুলিশ গিয়ে বোমার সুতলি, টুকরো উদ্ধার করে। কী কারণে হামলা খতিয়ে দেখা হচ্ছে। 

West Bengal News Live : সন্দেহের বশে গৃহবধূকে মাথা থেঁতলে খুন !

সন্দেহের বশে গৃহবধূকে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সোনারপুরের চড়কতলার ঘটনা। মৃত গৃহবধূর নাম মৌসুমী বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই স্ত্রীকে সন্দেহ করতেন স্বামী। মাঝেমধ্যেই অশান্তি হত। স্ত্রীকে শারীরিক নির্যাতনও করতেন বলে অভিযোগ।

West Bengal News Live : রাজ্যের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা

চৈত্রেই আগুন ঝরাচ্ছে সূর্য। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান - রাজ্যের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। পাশাপাশি, দক্ষিণবঙ্গের তিন জেলা বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা।

West Bengal News Live : নিউটাউনে বেপরোয়া স্কুলবাসের ধাক্কায় মৃত্যু হল এক স্কুটার আরোহীর

নিউটাউনে বেপরোয়া স্কুলবাসের ধাক্কায় মৃত্যু হল এক স্কুটার আরোহীর। সকাল ৮টা নাগাদ সেক্টর ফাইভে সিআরপিএফ ক্যাম্পের কাছে দুর্ঘটনা ঘটে। মৃত লাল্টু বৈদ্য হাওড়া সালকিয়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, নিউটাউনের একটি বেসরকারি স্কুলের বাস ধাক্কা মারায় গুরুতর জখম হন স্কুটার চালক। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। 

WB News Live Update : ভাদু খুনে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪

রামপুরহাটের বগটুইয়ে তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ। এ নিয়ে ভাদু খুনে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪। 

WB News Live : হালিশহর পুরসভার উপ পুরপ্রধানের আত্মীয়ের বাড়ির সামনে বোমাবাজি

হালিশহর পুরসভার উপ পুরপ্রধানের আত্মীয়ের বাড়ির সামনে বোমাবাজি। সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুষ্কৃতী দৌরাত্ম্যের ছবি। আজ ভোর সাড়ে ৪টে নাগাদ বোমাবাজির ঘটনা ঘটে। 

WB News Live : বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে আজ সকাল থেকে গড়িয়াহাট পুলিশের নেতৃত্বে বিভিন্ন জায়গায় রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। গড়িয়াহাট, ডোভার লেন, ডোভার প্যালেস, গরচা রোড-সহ বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় চলছে রুট মার্চ। 

WB News Live : মোদির কাছে বাংলার বিজেপি সাংসদরা, উঠতে পারে আইনশৃঙ্খলার প্রসঙ্গ

 রামপুরহাট নিয়ে তোলপাড়ের মধ্যেই কাল মোদির কাছে বাংলার বিজেপি সাংসদরা। সকাল সাড়ে ৮টায় বৈঠক। উঠতে পারে আইনশৃঙ্খলার প্রসঙ্গ।

WB News Live : মতুয়া মেলায় CAA নিয়ে কোনও কথা বললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে ভার্চুয়াল-বক্তব্য রাখলেও, CAA নিয়ে কোনও কথা বললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে নাগরিকত্ব সংশোধনী আইন কবে কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই গেল। যদিও শান্তনু ঠাকুরের দাবি, ২০২৪-এর মধ্যেই কার্যকর হবে CAA।

West Bengal News Live : একসঙ্গে লড়াইয়ের বার্তা ফিরহাদের

বিরোধী ঐক্য নিয়ে মমতার চিঠি। বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন বাম-কংগ্রেসের।একসঙ্গে লড়াইয়ের বার্তা ফিরহাদের। ভয় পেয়েই চিঠি, খোঁচা বিজেপির। 

West Bengal News Live : গরুপাচারকাণ্ডে অস্বস্তি বহাল অনুব্রতর

গরুপাচারকাণ্ডে অস্বস্তি বহাল অনুব্রতর। ডিভিশন বেঞ্চেও মিলল না রক্ষাকবচ। সিঙ্গল বেঞ্চের রায় বহাল। ভয় না পেয়ে লড়াই চলবে, মন্তব্য ফিরহাদের। 

West Bengal News Live : ভাদু শেখের খুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ

রামপুরহাটের বগটুইয়ে তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল শেরা শেখ, সঞ্জু শেখ ও রাজা শেখ নামে ওই তিনজন। গতকাল মালদা, রামপুরহাট ও ঝাড়গ্রাম সীমানা থেকে তিনজনকে গ্রেফতার করে বীরভূম জেলা পুলিশ। 

West Bengal News Live : ইডির দিল্লি দফতরে আজ রুজিরা, কাল শ্যালিকাকে সমন

ব্যক্তিগত কারণ দেখিয়ে কয়লাপাচারকাণ্ডে ইডির দিল্লি দফতরে গেলেন না অভিষেক। আজ রুজিরা, কাল শ্যালিকাকে সমন। চমকে লাভ নেই, তোপ ফিরহাদের। 

প্রেক্ষাপট

কলকাতা : এক নজরে আজকের হেডলাইনস । 



  •  ৯ দিনে ৮বার! ভোট মিটতেই আগের রেকর্ড দামে পৌঁছে গেল পেট্রোল (Petrol)। সেঞ্চুরির কাছে ডিজেলও। প্রতিবাদে তৃণমূলের মিছিল। আগে সেস কমাক রাজ্য, পাল্টা বিজেপি।

  • মতুয়া মেলায় নাম না করে হিংসার বিরুদ্ধে কড়া বার্তা প্রধানমন্ত্রীর (Modi)।

  • জল্পনা থাকলেও, মতুয়াদের বারুণী মেলার (Baruni Mela) উদ্বোধনে সিএএ নিয়ে কিছু বললেন না প্রধানমন্ত্রী (Narendra Modi) । শুরু করলেন বাংলায় ভাষণ দিয়ে।

  • রামপুরহাটকাণ্ডে ১ সপ্তাহের মধ্যেই মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee ) রাজভবনে ডাকলেন রাজ্যপাল। রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে কড়া চিঠি। 

  • সিবিআইয়ের বিরুদ্ধে প্রতিবাদে মমতার হুঙ্কার। শাহ-সাক্ষাতের পরেই কড়া চিঠি রাজ্যপালের। বৃহত্তর ষড়যন্ত্রের অন্যতম চরিত্র, পাল্টা তৃণমূল

  • এজেন্সি ব্যবহার করে গণতন্ত্রের উপর হামলা চালাচ্ছে বিজেপি। অবিজেপি দলের মুখ্যমন্ত্রীদের চিঠি মমতার। প্রতিবাদে একজোট হওয়ার বার্তা।

  • বিরোধী ঐক্য নিয়ে মমতার চিঠি। বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন বাম-কংগ্রেসের। একসঙ্গে লড়াইয়ের বার্তা ফিরহাদের। ভয় পেয়েই চিঠি, খোঁচা বিজেপির।

  • ব্যক্তিগত কারণ দেখিয়ে কয়লাপাচারকাণ্ডে ইডির দিল্লি দফতরে গেলেন না অভিষেক। আজ রুজিরা, কাল শ্যালিকাকে সমন। চমকে লাভ নেই, তোপ ফিরহাদের।

  • কোর্টের নির্দেশে তদন্ত, আইনি প্রক্রিয়া নিয়েই তুলছেন প্রশ্ন, পাল্টা বিজেপি।

  • গরুপাচারকাণ্ডে অস্বস্তি বহাল অনুব্রতর। ডিভিশন বেঞ্চেও মিলল না রক্ষাকবচ। সিঙ্গল বেঞ্চের রায় বহাল। ভয় না পেয়ে লড়াই চলবে, মন্তব্য ফিরহাদের।

  • আসানসোল ভোটের আগে তৃণমূল বিধায়কের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। (বাইট--কট্টর বিজেপি সমর্থকদের চমকাতে হবে। যাতে ভোট দিতে না পারে।

  • দাওয়াই-বিতর্কে জিতেন্দ্রর কোর্টেই বল ঠেললেন নরেন্দ্র।

  • বিতর্কের মুখে পুরনো ভিডিওর সাফাই বিধায়কের। এধরনের ভাষায় দলের অনুমোদন নেই, জানালেন কুণাল। ডিএমের রিপোর্ট চাইল কমিশন

  • রামপুরহাট নিয়ে তোলপাড়ের মধ্যেই কাল মোদির কাছে বাংলার বিজেপি সাংসদরা। সকাল সাড়ে ৮টায় বৈঠক। উঠতে পারে আইনশৃঙ্খলার প্রসঙ্গ।

  • ক’টায় পেয়েছিলেন অগ্নিকাণ্ডের খবর? রামপুরহাটের প্রাক্তন আইসিকে ৭ ঘণ্টা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। মিহিলালের পরে শেখলালের বয়ান রেকর্ড।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.