West Bengal News Live Updates : ভিনরাজ্যের বাসিন্দাদের প্রতারণার পর্দাফাঁস, যাদবপুরের বাঘাযতীন থেকে মহিলা-সহ গ্রেফতার ৮

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Jul 2022 12:03 AM
West Bengal News Live Updates: গঙ্গার ভাঙনে বিপন্ন স্কুল, স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের নির্দেশ কলকাতা হাইকোর্টের

গঙ্গার ভাঙনে বিপন্ন স্কুল। এই পরিস্থিতিতে হুগলির জিরাটের চরখয়রামারি প্রাথমিক স্কুলের ক্লাস চলছে। সংবাদমাধ্যমে খবর জানতে পেরে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।

WB News Live Updates: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের গ্রেনেডের মতো দেখতে সামগ্রীর হদিস বাগবাজারে

বাগবাজার সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বেশ কিছু গ্রেনেডের মতো দেখতে সামগ্রীর হদিশ। একটি বন্ধ ঘর থেকে বস্তার মধ্যে  গ্রেনেড-মাইনের মতো দেখতে সামগ্রীর হদিস। 

West Bengal News Live Updates: মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি শেখ হাসিনার

মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি শেখ হাসিনার। বাংলাদেশে আসার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর

WB News Live Updates: উলুবেড়িয়ায় সভা করার অনুমতি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরের

উলুবেড়িয়ায় সভা করার অনুমতি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরের। আদালতে প্রশ্নের মুখে পড়ল বিজেপির দিন নির্বাচনের সিদ্ধান্ত।

West Bengal News Live Updates: কয়লা পাচারকাণ্ডে প্রথম ২৩৭ পাতার চার্জশিট পেশ করল সিবিআই

কয়লা পাচারকাণ্ডে প্রথম ২৩৭ পাতার চার্জশিট পেশ করল সিবিআই। নাম রয়েছে ১০টি সংস্থা সহ ৪১ জনের। নাম রয়েছে অনুপ মাজি ওরফে লালা, বিনয় মিশ্র, বিকাশ মিশ্র ও ইসিএলের বর্তমান-প্রাক্তন মিলিয়ে ৮ আধিকারিকের। 

WB News Live Updates: জীবিতকে মৃত বলে দাবি করে জাল ওয়ারিশন সার্টিফিকেটের অভিযোগ

জীবিতকে মৃত বলে দাবি করে জাল ওয়ারিশন সার্টিফিকেট বানিয়ে সম্পত্তি হাতানোর অভিযোগ উঠল নিকটাত্মীয়ের বিরুদ্ধে। ষড়যন্ত্রে নাম জড়াল তৃণমূল নেতার। বাঁকুড়ার তালড্যাংরার ঘটনা

West Bengal News Live Updates: একুশে জুলাইয়ে শহর সচল রাখতে বাড়তি উদ্যোগ কলকাতা পুলিশের

পরশু একুশে জুলাই। তৃণমূলের শহিদ দিবস। ধর্মতলায় মহাসমাবেশের আয়োজন। শহর সচল রাখতে বাড়তি উদ্যোগ কলকাতা পুলিশের। বৃহস্পতিবার ভোর থেকে রাত ৯টা পর্যন্ত একাধিক রাস্তাকে করা হল ওয়ানওয়ে।

WB News Live Updates: পথদুর্ঘটনায় প্রাণ গেল সিআইডি অফিসারের

ট্রেলারের পিছনে পুলিশের গাড়ির ধাক্কা। পূর্ব বর্ধমানের জামালপুরে পথদুর্ঘটনায় প্রাণ গেল সিআইডি অফিসারের। সেই সঙ্গে মৃত্যু হয়েছে এক সিভিক ভলান্টিয়ারের। গুরুতর জখম পুলিশের গাড়ির চালক। 

West Bengal News Live Updates: দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তৃণমূল কর্মীদের প্রস্তুতি তুঙ্গে

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তৃণমূল কর্মীদের প্রস্তুতি তুঙ্গে। তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে কেউ পায়ে হেঁটে রওনা দিয়েছেন। কেউ বা উঠলেন ট্রেনে। প্রস্তুতি খতিয়ে দেখছেন নেতারা। 

WB News Live Updates: ধর্মতলার মঞ্চের সুরক্ষায় আরও কড়াকড়ি।

মমতার বাড়িতে অনুপ্রবেশের জের। ধর্মতলার মঞ্চের সুরক্ষায় আরও কড়াকড়ি। স্টেজের পাশে থাকছে কলাপসিবল গেট। মঞ্চ ও সংলগ্ন অংশকে ৩টে জোনে ভাগ করে, নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলেছে পুলিশ।

West Bengal News Live Updates: ২১ জুলাইয়ের সমাবেশ উপলক্ষ্যে একাধিক রাস্তা ওয়ান ওয়ে

২১ জুলাই তৃণমূলের সমাবেশ উপলক্ষ্যে প্রবল ভিড় ও তীব্র যানজটের আশঙ্কা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতার একাধিক রাস্তা সারা দিনের জন্য ওয়ান ওয়ে ঘোষণা।

WB News Live Updates: নির্ঝঞ্ঝাটে টোটো চালাতে হলে লাগাতে হবে শাসকের রক্ষাকবচ, অভিযোগ দুর্গাপুরে

নির্ঝঞ্ঝাটে টোটো চালাতে হলে লাগাতে হবে শাসকের রক্ষাকবচ! আইএনটিটিইউসি-র স্টিকার লাগানো থাকলে মিলছে টোটো স্ট্যান্ডে দাঁড়ানোর ছাড়পত্র! অভিযোগ দুর্গাপুরের স্থানীয় টোটো চালকদের বিরুদ্ধে

West Bengal News Live Updates: পার্টি অফিসের সামনেই কালী পুজো করবে বিজেপি

পার্টি অফিসের সামনেই কালী পুজো করবে বিজেপি।২৮ জুলাই মুরলীধর সেন লেনের অফিসের সামনেই কালীপুজো। মহুয়া মৈত্রের কালী-মন্তব্যের প্রতিবাদে বিজেপির কালী পুজোর আয়োজন

WB News Live Updates : প্রাথমিকে নিয়োগে দুর্নীতির মামলায় অভিযুক্ত চন্দনকে তলব কলকাতা হাইকোর্টে

প্রাথমিকে নিয়োগে দুর্নীতির মামলায় অভিযুক্ত রঞ্জন ওরফে চন্দনকে তলব কলকাতা হাইকোর্টে। তলব শুক্রবার।

West Bengal News Live Updates: ২১ জুলাইয়ের জন্য সাজছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র

২১ জুলাইয়ের মঞ্চে যাওয়ার জন্য জেলা থেকে আসছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। থাকছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। ভলান্টিয়ারদের জন্য অভিষেকের উদ্যোগে ব্যবস্থা করা হয়েছে বিশেষ পাঞ্জাবীর।

WB News Live Updates : মানিক ভট্টাচার্যকে কাল সকালের মধ্যে সম্পত্তির হলফনামা দিতে বলল হাইকোর্ট

কাল সকালের মধ্যে সম্পত্তির হলফনামা দিতে হবে মানিক ভট্টাচার্যকে। অপসারিত পর্ষদ সভাপতির পরিবারের সদস্যদেরও হলফনামা তলব কলকাতা হাইকোর্টের

West Bengal News Live Updates: ২১ জুলাই সমাবেশের প্রস্তুতি তুঙ্গে

২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আসছেন কর্মী-সমর্থকরা। কোভিড বিধি মেনে দক্ষিণ কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে হয়েছে তাঁদের থাকার ব্যবস্থা

WB News Live Updates : অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের জামিনের আর্জি খারিজ

অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের জামিনের আর্জি খারিজ। জামিনের আর্জি খারিজ আসানসোলের বিশেষ সিবিআই আদালতের। কেস ডায়রি দেখিয়ে এই মামলায় নতুন তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি সিবিআইয়ের। নতুন পাওয়া তথ্যের ভিত্তিতে এই মামলায় জেলে গিয়ে সায়গলকে জেরা প্রয়োজন। আদালতে জানাল সিবিআই। এই মামলার পরবর্তী শুনানি ২২ জুলাই।

West Bengal News Live Updates: ভিনরাজ্যের বাসিন্দাদের প্রতারণার পর্দাফাঁস, যাদবপুরের বাঘাযতীন থেকে মহিলা-সহ গ্রেফতার ৮

অনলাইন কেনাকাটায় ৫০ হাজার টাকার গিফট ভাউচার জেতার টোপ দিয়ে ভিনরাজ্যের বাসিন্দাদের প্রতারণার পর্দাফাঁস। যাদবপুরের বাঘাযতীন এলাকা থেকে এক মহিলা-সহ ৮ জনকে গ্রেফতার করল লালবাজারের সাইবার অপরাধ দমন শাখার পুলিশ। অভিযোগ, রিভিউ কাইনেক্ট ইনফোটেক প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা খুলে চলছিল প্রতারণা। একাধিক বেসরকারি ব্যাঙ্কে খোলা হয়েছিল ভুয়ো অ্যাকাউন্ট। জাল ইনভয়েস বানিয়ে গ্রাহকদের ঠকানো হত বলে অভিযোগ। ধৃতদের কাছ থেকে বেশ কিছু ওয়্যারলেস ফোন, ল্যাপটপ, মোবাইল ফোন ও ভুয়ো নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু হয়েছে।

WB News Live Updates : ২০১৭ সালের টেট পরীক্ষার প্রশ্নকে চ্যালেঞ্জ, হাইকোর্টে আবেদন

২০১৭ সালের টেট পরীক্ষার প্রশ্নকে চ্যালেঞ্জ। ৮ টি প্রশ্ন ভুল বলে আবেদন জানিয়ে হাইকোর্টে আবেদন। বিশেষজ্ঞ কমিটি গড়ে ৮ প্রশ্নের নিষ্পত্তি চেয়ে আবেদন।
মামলার অনুমতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শুক্রবার মামলার শুনানি।

West Bengal News Live Updates: জামাইয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে মহিলাকে পিটিয়ে মারার অভিযোগ হরিহরপাড়ায়

জামাইয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে মহিলাকে পিটিয়ে মারার অভিযোগ। গুরুতর জখম জামাই। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার সর্বাঙ্গপুর গ্রামে। স্থানীয়দের দাবি, শাশুড়ির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে এর আগে গ্রাম্য সালিশিতে জামাইকে দিয়ে মুচলেকা লেখানো হয়। অভিযোগ, তারপরেও গতকাল একই ঘটনা ঘটায়, জামাই ও শাশুড়িকে ঘরে আটকে রেখে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করে আত্মীয় ও প্রতিবেশীরা। পরে পুলিশ এসে দু’ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

WB News Live Updates : জামালপুরে পথ দুর্ঘটনা, সিআইডি আধিকারিক ও সিভিক ভলান্টিয়ার-সহ ২ জনের মৃত্যু

পূর্ব বর্ধমানের জামালপুরে জাতীয় সড়কে পুলিশের গাড়ির সঙ্গে ১৮ চাকার লরির সংঘর্ষ। সিআইডি আধিকারিক ও সিভিক ভলান্টিয়ার-সহ ২ জনের মৃত্যু। গুরুতর আহত পুলিশের গাড়ির চালক। মৃত প্রশান্ত নন্দী সিআইডি-র ডিএসপি পদমর্যাদার অফিসার। সকাল ১১টা নাগাদ জামালপুরের আজাপুরে ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পুলিশের গাড়ির চালক।

West Bengal News Live Updates: ভাঙনের কবলে বলাগড়ের প্রাথমিক বিদ্যালয়, স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

ভাঙনের কবলে হুগলির বলাগড়ের প্রাথমিক বিদ্যালয়। সংবাদ মাধ্যমে জানতে পেরে হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মামলা গ্রহণ আদালতের। পঞ্চায়েত প্রধান ও জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ। বলাগড়ের ওই প্রাথমিক বিদ্যালয়ের পাশেই নদী। ভাঙনের কবলে স্কুলবাড়ি। যে কোনও মুহূর্তে তলিয়ে যাওয়ার আশঙ্কা। পঞ্চায়েতের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চায় হাইকোর্ট।

WB News Live Updates : ২১ জুলাইয়ে তৃণমূলের শহিদ দিবসের চূড়ান্ত প্রস্তুতি পর্ব, ধর্মতলায় চলছে মঞ্চ বাঁধার কাজ

শুরু হয়ে গেছে ২১ জুলাইয়ে তৃণমূলের শহিদ দিবসের চূড়ান্ত প্রস্তুতি পর্ব।  ধর্মতলায় চলছে মঞ্চ বাঁধার কাজ। এসেছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা।  মঞ্চের সামনে এখন থেকেই রয়েছে পুলিশ পাহারা। যাঁরা মঞ্চ তৈরির কাজ করছেন, তাঁরা ছাড়া আর কাউকে মঞ্চের কাছে আসতে দেওয়া হচ্ছে না। মূল মঞ্চের ডানদিকে নিয়মমাফিক শহিদ পরিবারের জন্য আরও একটি মঞ্চ করা হয়েছে। লাগানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা। >>

West Bengal News Live Updates: প্রাথমিক দুর্নীতি মামলায় শুনানি শেষ, রায়দান স্থগিত

প্রাথমিক দুর্নীতি মামলায় শুনানি শেষ, রায়দান স্থগিত। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে শেষ হল শুনানি। প্রাথমিক দুর্নীতি মামলায় রিপোর্ট পেশ।
বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ সিবিআই-এর। মুখবন্ধ খামে রিপোর্ট পেশ সিবিআই-এর। চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত বক্তব্য জমা দিতে পারবে সব পক্ষ। বক্তব্য লিখিত আকারে জমা দিতে পারবে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষ।

WB News Live Updates : ২১ জুলাইয়ের সভা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

২১ জুলাইয়ের সভা নিয়ে হাইকোর্টে মামলা। হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। ‘গত ২ বারের মতোই এবারও ভার্চুয়ালি হোক ২১ শে জুলাইয়ের সভা’। ‘অথবা কড়া গাইডলাইন মেনে হোক সভা’। এই আবেদনে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। ‘অনুমতি দেওয়া হয়ে গিয়েছে, কোভিড গাইডলাইন মেনেই অনুমতি দেওয়া হয়েছে’।
আদালতে জানাল রাজ্য। এই মামলায় শুনানি শেষ, স্থগিত রায়দান স্থগিত।

West Bengal News Live Updates: এনআরএস হাসপাতাল থেকে নিখোঁজ রোগিণী, এন্টালি থানায় মিসিং ডায়েরি

এনআরএস হাসপাতাল থেকে রোগিণী নিখোঁজ। সোমবার ভোররাত থেকে হদিশ মিলছে না আরামবাগের বাসিন্দা ওই রোগিণীর। পরিবারের অভিযোগ সিসিটিভি ফুটেজে দেখা গেছে ইমারজেন্সি থেকে রোগিণী বেরিয়ে গেছেন। নিরাপত্তারক্ষীদের সামনে দিয়েই রোগিণী বেরিয়ে গেছেন বলে অভিযোগ। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে রোগিণীর পরিবার। হাসপাতালের তরফে এন্টালি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

WB News Live Updates : নিজের ওয়ার্ডেই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে বাঁশ-লাঠি দিয়ে মারধর, বোমা ছোড়ার অভিযোগ রামপুরহাটে

পুরসভার নিকাশি নালা বোজানোয় বাধা দেওয়ায় নিজের ওয়ার্ডেই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে বাঁশ-লাঠি দিয়ে মারধর, বোমা ছোড়ার অভিযোগ। হাসপাতালে ভর্তি আক্রান্ত শাসক-নেতা। বীরভূমের রামপুরহাট পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। ২ অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর আব্বাস হোসেনের অভিযোগ, পুরসভার নিকাশি নালা বোজানোর চেষ্টা করছিল তাঁর ওয়ার্ডের এক বাসিন্দা। এ নিয়ে পুরসভায় নালিশ জানানোয়, গতকাল রাতে বাড়ি ফেরার পথে, তৃণমূল নেতার ওপর সদলবলে চড়াও হয় ওই ব্যক্তি। পালানোর সময় তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর ২টি বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। 

West Bengal News Live Updates: তৃণমূলের ২১ জুলাই উপলক্ষে প্রচারের জন্য বালিগঞ্জ থেকে টালিগঞ্জ রুটে বিশেষ ট্রাম

তৃণমূলের ২১ জুলাই উপলক্ষে প্রচারের জন্য বালিগঞ্জ থেকে টালিগঞ্জ রুটে বিশেষ ট্রাম। বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে চালু হল বিশেষ ট্রাম।

WB News Live Updates : বিডন স্ট্রিটে অ্যাপ ক্যাব মালিকের অস্বাভাবিক মৃত্যু, ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

বিডন স্ট্রিটে অ্যাপ ক্যাব মালিকের অস্বাভাবিক মৃত্যু। বহুতলের ভাড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। মৃতের নাম রাজেশ যাদব। পুলিশ সূত্রে খবর, আদতে বিহারের বাসিন্দা বছর চল্লিশের বহুতলের একতলার ফ্ল্যাটে একাই থাকতেন। আজ সকালে ওই ফ্ল্যাট থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কী কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।

West Bengal News Live Updates: পেট্রাপোল সীমান্ত থেকে প্রায় ১কেজি ১৬ গ্রাম ওজনের সোনার বিস্কুট বাজেয়াপ্ত

বাংলাদেশের পেট্রাপোল সীমান্ত থেকে প্রায় ১কেজি ১৬ গ্রাম ওজনের সোনার বিস্কুট বাজেয়াপ্ত। আনুমানিক ৬১ লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুট বাজেয়াপ্ত করল শুল্ক দফতর। পাচারের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে অপর এক ব্যক্তির। বিস্কুটগুলি কোথায় পাচার হচ্ছিল তদন্ত করে দেখছে পুলিশ।

WB News Live Updates : এয়ার ইন্ডিয়ার বিমানে কলকাতা থেকে দিল্লি গেল রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট বক্স

এয়ার ইন্ডিয়ার বিমানে কলকাতা থেকে দিল্লি গেল রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট বক্স। নির্বাচন কমিশনের তরফে মিস্টার ব্যালট বক্সের নামে বিমানের সামনের সারির আসন বুক করা হয়েছিল আগেই। পাশের আসন বুক করা হয়েছিল নির্বাচন কমিশনের আধিকারিকের নামে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে দিল্লিতে পৌঁছেছে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট বক্স। রাখা থাকবে সংসদ ভবনে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা। মিস্টার ব্যালট বাক্সই বলে দেবে কে হবেন রাইসিনা হিলসের মালিক। সূত্রের খবর, এবার রাষ্ট্রপতি নির্বাচনে দেশজুড়ে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। ২৫ জুলাই রাষ্ট্রপতি পদে শপথগ্রহণ।

West Bengal News Live Updates: ২১ জুলাই যাতায়াতের দুর্ভোগের আশঙ্কা, কলকাতার একাধিক বেসরকারি স্কুলে ছুটির সিদ্ধান্ত

তৃণমূলের ২১ জুলাইয়ের জন্য যাতায়াতের দুর্ভোগের আশঙ্কা। আগেভাগেই কলকাতার একাধিক বেসরকারি স্কুলে ছুটির সিদ্ধান্ত।

WB News Live Updates : ২১-এ জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়তি নিরাপত্তার উদ্যোগ

২১-এ জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। তৃণমূল নেত্রীর মঞ্চে প্রবেশের জন্য, পৃথক গেট বসানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। জেলা থেকে আসা কর্মী-সমর্থকদের থাকার জন্য প্রস্তুতি তুঙ্গে গীতাঞ্জলি স্টেডিয়ামে।

West Bengal News Live Updates: ভর্তি হতে আগ্রহী পড়ুয়াদের সাহায্য করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হেল্পডেস্ক

রাজ্যজুড়ে শুরু হল স্নাতকস্তরে ভর্তি। ক্যাম্পাসে পড়ুয়াদের সশরীরে উপস্থিতির প্রয়োজন না থাকলেও, একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়ে দেখা গেল ছাত্রনেতাদের তৎপরতা। ভর্তি হতে আগ্রহী পড়ুয়াদের সাহায্য করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হেল্পডেস্কও চালু হয়েছে। এর জেরে ভর্তির প্রথম দিনেই বিধিভঙ্গের অভিযোগ ঘিরে তুঙ্গে তরজা।

WB News Live Updates : নন্দীগ্রামে তৃণমূলের এক পার্টি অফিসে পড়ল জোড়া তালা

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূলের এক পার্টি অফিসে পড়ল জোড়া তালা। দুই তৃণমূলের নেতার কোন্দলের জেরেই এই কাণ্ড বলে অভিযোগ। এ নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

প্রেক্ষাপট

কলকাতা : ২১ জুলাই ধর্মতলায় (Dharmatala) তৃণমূলের (TMC) মহা-সমাবেশ। অতিমারীতে (Pandemic) দু'বছর ভার্চুয়ালি হওয়ার পর এবারই এত বড় করে সমাবেশের আয়োজন করছে শাসকদল। কিন্তু শহরের প্রাণকেন্দ্রে এই অনুষ্ঠানের জেরে যাতায়াতের দুর্ভোগ হতে পারে। ভেবেচিন্তে তাই আগেভাগেই ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিলেন কলকাতার একাধিক বেসরকারি স্কুল কর্তৃপক্ষ (Kolkata Private School Authority)।


পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূলের এক পার্টি অফিসে পড়ল জোড়া তালা। দুই তৃণমূলের নেতার কোন্দলের জেরেই এই কাণ্ড বলে অভিযোগ। এ নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।


সবে কাজ হচ্ছে, তার মধ্যেই ফাটল দেখা গেল উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় নির্মীয়মাণ কালভার্টে। আর সেই ঘটনা ঘিরে উঠল কাটমানি নেওয়ার অভিযোগ। যার জেরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজাও। স্থানীয় তৃণমূল বিধায়ক ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। সব অভিযোগই অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক। 


গঙ্গার ঘাট গুলোকে বিপদজনক ঘোষনা করে বোর্ড ।গঙ্গার ঘাট গুলোকে বিপদজনক ঘোষনা করে বোর্ড টাঙানো হয় প্রচার মাইকিং চলে হুগলি চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে। স্নান করতেও নিষেধ করা হয় হুগলি চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে।তার পরেও হুশ ফেরেনি।তুলোপট্টি ঘাট বিপদজনক ঘাট গুলোর মধ্যে অন্যতম।জোয়ার আসার সময় স্নান করতে নামলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও বেপরোয়া ভাবে স্নান করতে নামায় বার বার দুর্ঘটনা ঘটছে।


পরীক্ষা দেওয়ার দাবিতে ছাত্র বিক্ষোভে ফের উত্তাল বিশ্বভারতী। কেন্দ্রীয় কার্যালয়ের পিছনে টিনের অস্থায়ী প্রাচীর ভেঙে ভিতরে ঢুকে পরে আন্দোলনকারী পড়ুয়ারা৷ তাদের দাবি, বাকি থাকা পরীক্ষাগুলি অবিলম্বে নিতে হবে।বিশ্বভারতীর প্রায় ৮ টি ভবনে ফাইনাল সেমিস্টারের কয়েকটি পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছিল। সেগুলি পরবর্তীতে দিন ধার্য করে নেওয়ার কথা ছিল। ৮ জুলাই পরবর্তী পরীক্ষার দিন জানাবে, এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.