West Bengal News Live: প্রাথমিক শিক্ষা পর্ষদের ডিএলএডের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের
কোন জেলায় কী হচ্ছে ? রাজ্যের সব প্রান্তের সমস্ত খবর...
রাস্তা মেরামতি, ড্রেন সাফাই থেকে শুরু করে পানীয় জল। একাধিক ইস্যুতে অভিযোগ তুলে শিলিগুড়িতে মেয়র গৌতম দেবের ওয়ার্ডে পোস্টার পড়ল। যা নিয়ে তৃণমূল-সিপিএমের মধ্যে শুরু হয়েছে তরজা।
লুঠে বাধা পেয়ে কাশীপুরে গঙ্গার ধারে CESC-র পরিত্যক্ত পাওয়ার স্টেশনে দুষ্কৃতী তাণ্ডব। জেটির ওপর পুলিশ কিয়স্কে আগুন লাগিয়ে দেয় দুষকৃতীরা। পুড়ে ছাই হয়ে যায় কিয়স্ক। CESC-র তরফে কাশীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
অধীর-গড়, বহরমপুরে কংগ্রেসে যোগ দিতে রাজি না হওয়ায় তৃণমূূল নেতাকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। কাঠগড়ায় কংগ্রেসের জেলা সহ সভাপতি শিলাদিত্য হালদার। কংগ্রেস নেতার পাল্টা দাবি, হুমকি দিতে নয়, তৃণমূল নেতার ছেলে দ্রুতগতিতে বাইক চালানোর প্রতিবাদ জানাতে গিয়েছিলেন। দুপক্ষই থানায় অভিযোগ করেছে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের ডিএলএডের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ। ৯ জুন পর্যন্ত ডিএলএডের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের । ৬০০ কলেজ, ৩০ হাজার পড়ুয়া, সংক্ষিপ্ত সময়ে বিজ্ঞপ্তির অভিযোগে মামলা।
কোনও পড়ুয়া উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা হবে না অভাব। কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিক্ষামন্ত্রী শিক্ষা দফতরে ‘লেটার বক্স’ লাগানোর পরামর্শ মুখ্যমন্ত্রীর। দুঃস্থ পড়ুয়াদের আবেদন খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যসচিবকে নির্দেশ। কৃতীদের হাতে তুলে দেওয়া হয় উপহার।
দশম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে 'গণতন্ত্র ও বৈচিত্র'ই বাদ! কেন্দ্রীয় সরকারের পাঠ্যসূচি থেকে 'গণতন্ত্রের' বিষয়ই বাদ! 'গণতন্ত্রের সামনে চ্যালেঞ্জ' নিয়ে চ্যাপ্টারও বাদ! দশম শ্রেণির বই নিয়ে এনসিআরটির সিদ্ধান্তে তোলপাড়। করোনাকালের কথা মাথায় রেখে চাপ কমানোর চেষ্টা, দাবি এনসিআরটির
গরুপাচার মামলায় কেষ্ট কন্যার জামিনের আবেদন ফের খারিজ। গরুপাচার মামলায় সুকন্যাও মূল অভিযুক্ত, দিল্লির কোর্টে সওয়াল ইডির। 'শিক্ষক হয়েও কীভাবে অ্যাকাউন্টে কোটি কোটি টাকা? কেষ্টর চেয়েও শিক্ষিত মেয়ে, কিছুই জানতেন না হতে পারে না', কেষ্ট কন্যার জামিনের আবেদনের বিরুদ্ধে সওয়াল ইডির। একদিনে দিল্লির আদালতে জোড়া ধাক্কা পিতা-কন্যার। দিল্লি হাইকোর্টে পিছিয়ে গেল অনুব্রতর জামিনের শুনানি।
গড় শালবনিতে অভিষেকের কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার হওয়া কুড়মি আন্দোলনকারীর বাড়িতে শুভেন্দু অধিকারী। মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, শুভেন্দুর কাছে অভিযোগ পরিবারের। পাশে থাকার বার্তা বিরোধী দলনেতার।
রাস্তায় ফেলে মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠলো এক প্রোমোটর সহ তিনজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোলাবাড়ি থানা এলাকার ত্রিপুরা রায় লেনে। থানায় অভিযোগ দায়ের করা হলে গোলাবাড়ি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে
প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসই নিয়োগ দুর্নীতির 'কন্ট্রোলরুম'! চাকরি-বিক্রির বৈঠক হত প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই, রিমান্ড লেটারে দাবি ইডির। 'তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে আসতেন কালীঘাটের কাকু। মানিকের ফোনের পাশাপাশি তাপস মণ্ডলকেও জেরায় সুজয়কৃষ্ণ সম্পর্কে প্রচুর তথ্য। ২০১৪-র টেটের ৩২৫ জন চাকরিপ্রার্থীর তালিকা সুজয়কৃষ্ণর হাত হয়ে পৌঁছয় মানিকের কাছে', দাবি ইডির।
ইডি হেফাজতে 'কালীঘাটের কাকু', কালই কলকাতায় ইডির ডিরেক্টর। একাধিক তদন্তকারী অফিসারের সঙ্গে বৈঠক করতে পারেন ইডির অধিকর্তা। আলোচনায় উঠতে পারে রাজ্যে নিয়োগ দুর্নীতি থেকে গরু, কয়লাপাচার মামলা।
গড় শালবনিতে অভিষেকের কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার হওয়া কুড়মি আন্দোলনকারীর বাড়িতে শুভেন্দু অধিকারী। মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, শুভেন্দুর কাছে অভিযোগ পরিবারের। পাশে থাকার বার্তা বিরোধী দলনেতার।
সংঘাত বাড়িয়ে একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ আচার্যের। যাদবপুর, কল্যাণী, কাজী নজরুল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল, সূত্রের খবর। বর্তমানে উপাচার্য নিয়োগের যে নিয়ম আছে, তার সম্পূর্ণ পরিপন্থী ও বেআইনি, ট্যুইট ব্রাত্য বসুর। এই অভূতপূর্ব পরিস্থিতিতে বিভাগীয়ভাবে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে, ট্যুইট ব্রাত্যর
'তৃণমূলের কাছে কোনও শর্তেই আত্মসমর্পণ নয়। টাকার টোপ থেকে ভয় দেখানো, চাপ দিয়ে হাঁফিয়ে গেছে তৃণমূল। ভাঙড়ের বিধায়ক হওয়ার পরেই লাগাতার চাপ দিয়ে এসেছে তৃণমূল। কথা আর কাজ, এটাই বায়রনের সঙ্গে তফাৎ', দাবি আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির।
সংঘাত বাড়িয়ে আচার্যের উপাচার্য নিয়োগ। একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ আচার্যের। যাদবপুর, কল্যাণী, কাজী নজরুল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। সূত্রের খবর, বিদায়ী উপাচার্যদের মেয়াদবৃদ্ধি নয়, অধ্য়াপকদের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ। সরকারের সঙ্গে কোনও আলোচনা হয়নি, দাবি সরকারি সূত্রের। শূন্য আসন পূরণ করতে নিয়োগ চলবে, খবর রাজভবন সূত্রে।
তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথে শক্তিগড়ে পথ দুর্ঘটনার কবলে পোলবার দম্পতি। আহত স্বামী। মৃত্যু হয়েছে স্ত্রীর। মৃতের নাম লিপিকা হাজরা। জানা গিয়েছে, তাঁর বয়েস হয়েছিল ৪৮ বছর। আহত মহানন্দ হাজরার বয়েস ৫২ বছর।
স্নাতকে ভর্তির ক্ষেত্রে কেউ যেন বঞ্চিত না হয়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে বার্তা মুখ্যমন্ত্রীর। 'এক পড়ুয়ার অভিযোগ, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের আগেই প্রেসিডেন্সির ভর্তি তালিকা প্রকাশ করেছে', প্রেসিডেন্সি নতুন করে ভর্তি তালিকা প্রকাশ করুক, নির্দেশ মুখ্যমন্ত্রীর।
'নতুন শিক্ষানীতিতে ৪ বছরের ডিগ্রি কোর্স চালু হচ্ছে। কেন্দ্রীয় সরকার এই শিক্ষানীতি চালু করেছে। স্নাতকোত্তর করা যাবে ১ বছরেই। জাতীয় ক্ষেত্রে বাংলার পড়ুয়ারা যাতে পিছিয়ে না যায়, সেই জন্যই এই সিদ্ধান্ত', মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে কৃতীদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী
নন্দীগ্রামে অভিষেকের পাল্টা পদযাত্রার ডাক শুভেন্দুর। ১৬ জুন নন্দীগ্রামে পদযাত্রা করবেন এলাকার বিজেপি বিধায়ক। নন্দনায়কবাড় থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত পদযাত্রার ডাক শুভেন্দুর। আজ ২০ কিমি পদযাত্রা করে নন্দীগ্রামে ঢুকবেন অভিষেক।
নদিয়ার কল্যাণীতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। সগুনা গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূলের বুথ সভাপতির সঙ্গে সংখ্যালঘু সেলের অঞ্চল সভাপতির বিবাদের জেরে মারামারি, পার্টি অফিস ভাঙচুর, বোমাবাজির ঘটনা ঘটল সগুনার কাঁটাবেলে এলাকায়। সংঘর্ষে আহত হন উভয়পক্ষের ১০ জন।
'বিজেপির শেষের শুরু হয়ে গিয়েছে। আসন্ন ৫ রাজ্যের নির্বাচনে সবকটিতেই হারবে বিজেপি। মানুষ বুঝে গেছে, বিজেপি সারা দেশে কী ভাবে সামাজিক-রাজনৈতিক ক্ষেত্র নষ্ট করছে। মানুষের ভালবাসায় বাংলায় জনসংযোগ যাত্রা, জনজোয়ারে পরিণত হয়েছে।', ট্যুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের কৃতীদের সম্বর্ধনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ফের মুর্শিদাবাদে বোমা উদ্ধার। এবার কান্দির যশোহরি গ্রামে উদ্ধার হল ১৫-২০টি তাজা বোমা। গতকাল রাতে গ্রামবাসীদের নজরে আসে, ব্যাগে ও বস্তায় ভরে, কালভার্টের নীচে বোমা লুকিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে কান্দি থানার পুলিশ গিয়ে এলাকা ঘিরে ফেলে। খবর দেওয়া বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা কালভার্টের নীচে বোমা মজুত করেছিল, তার খোঁজ চলছে।
গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে বহুতলে আগুন। সকাল ১০টা নাগাদ ৪৫ নম্বর সেন্ট্রাল অ্য়াভিনিউয়ের পাঁচতলায় আগুন লাগে। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
'চাকরি-বিক্রির বৈঠক হত প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই। তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে আসতেন কালীঘাটের কাকু', রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি ইডির
নিয়োগ দুর্নীতিতে সরাসরি আঁতাঁত রয়েছে কালীঘাটের কাকুর। টাকার লেনদেন ছাড়াও বেআইনিভাবে চাকরি বিক্রিতে সক্রিয় ভূমিকা ছিল সুজয়কৃষ্ণ ভদ্রের। বুধবার কালীঘাটের কাকুকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে চাঞ্চল্যকর দাবি করল ইডি।
তৃণমূল জমানায় সরকারি দফতর হয়ে উঠেছে চাকরি বিক্রির অফিস, আর নেতাদের বাড়ি হয়ে উঠেছে রিটেল কাউন্টার, কটাক্ষ রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যর।
সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বহুতলে আগুন। সকাল ১০টা নাগাদ ৪৫ নম্বর সেন্ট্রাল অ্য়াভিনিউয়ের পাঁচতলায় আগুন লাগে। দমকলের ৬টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
চাকরি-বিক্রির বৈঠক হত প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই। নিজের কাজ করানোর জন্য সেখানে তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে আসতেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। আদালতে রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি করল ইডি।
কালীঘাটের কাকুর গ্রেফতারি নিয়ে শুভেন্দুর আক্রমণ, পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের। 'আগামী দিনে এই সিবিআই-ই ব্যবস্থা নেবে, জেলে যেতেই হবে। বিজেপি ক্ষমতাচ্যুত হওয়ার একমাসেই হাতকড়া পরিয়ে জেলে ঢোকাব। বিচারব্যবস্থা নিরপেক্ষ হলে একমাসের মধ্যে জেলে যাওয়া আটকাতে পারবে না', বললেন অভিষেক।
নিয়োগ দুর্নীতিতে সরাসরি আঁতাঁত রয়েছে কালীঘাটের কাকুর। টাকার লেনদেন ছাড়াও বেআইনিভাবে চাকরি বিক্রিতে সক্রিয় ভূমিকা ছিল সুজয়কৃষ্ণ ভদ্রের। বুধবার কালীঘাটের কাকুকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে চাঞ্চল্যকর দাবি করল ইডি। সওয়াল জবাবের পর বিচারক সুজয়কৃষ্ণের ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন।
ফের নবজোয়ারে বিশৃঙ্খলা, স্থগিত ভোটগ্রহণ। এবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ব্লক ও অঞ্চল কমিটি নিয়ে অসন্তোষের জের। প্রার্থী বাছাই নিয়ে ভোটাভুটির আগেই চণ্ডীপুরের তৃণমূলের ৮ ব্লক ও অঞ্চল সভাপতি বদল। প্রতিবাদে অভিষেকের সভা চলাকালীন সরব তৃণমূল কর্মীদের একাংশ
কীর্তিমান 'কালীঘাটের কাকু'! ক্লাবের ভোটে জিততেও চাকরির টোপ? ক্লাবের ভোটে জিততে সরকারি চাকরির টোপ দিয়েছিলেন কালীঘাটের কাকু। ভোট দিয়ে মিলেছিল জলসম্পদ দফতরে চাকরিও, দাবি চাকরিপ্রাপকের
নিয়োগ দুর্নীতি মামলায়, কালীঘাটের কাকু গ্রেফতার হতেই, ফের একবার লিপস অ্য়ান্ড বাউন্ডস কোম্পানির নাম ঘিরে চর্চা শুরু হয়েছে।
নিয়োগ দুর্নীতিতে ব্যাঙ্কারের ভূমিকা ছিল সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে চাঞ্চল্যকর দাবি করল ইডি।
পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে, ইডি-সিবিআই প্রসঙ্গে, নাম না করে, শুভেন্দু অধিকারীকে চ্য়ালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ফের তাঁর মুখে শোনা গেল বিচারব্য়বস্থার প্রসঙ্গ। বুধবার চণ্ডীপুরে বেশ কয়েকটি অঞ্চল ও ব্লকে তৃণমূলের ভোটাভুটিও স্থগিত রাখা হয়।
কালীঘাটের কাকু ধরা পড়েছে, এবার কালীঘাটের ডাকু ধরা পড়বে। সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পর, ফের তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের একদা ছায়াসঙ্গী সোনালী গুহ। এছাড়াও, সুজয়কৃষ্ণ ভদ্রর বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
নিয়োগ দুর্নীতিতে সরাসরি আঁতাঁত রয়েছে কালীঘাটের কাকুর। টাকার লেনদেন ছাড়াও বেআইনিভাবে চাকরি বিক্রিতে সক্রিয় ভূমিকা ছিল সুজয়কৃষ্ণ ভদ্রের। বুধবার কালীঘাটের কাকুকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে চাঞ্চল্যকর দাবি করল ইডি। সওয়াল জবাবের পর বিচারক সুজয়কৃষ্ণের ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন।
প্রেক্ষাপট
কাকুই কিংপিন?: চাকরি বিক্রিতে কালীঘীটের (Kalighat) কাকুই কি পিং পিন? সুজয়ের নির্দেশেই ভাগের বখরা পার্থকে (Partha Chatterjee) দিয়েছিলেন কুন্তল (Kuntal Ghosh)। নির্দেশ যেত মানিকেরও কাছে, দাবি ইডির।
প্রমাণ লোপাটে তথ্য ডিলিট?: ২০১৪-র টেটকাণ্ডেও জড়িত কালীঘাটের কাকু? ফোনের তথ্য ডিলিট করতে বলেছিলেন, ঘনিষ্ঠ সিভিক ভলান্টিয়ারের বয়ানকে হাতিয়ার করে দাবি ইডির (ED)।
কাকুর 'কীর্তি'! ক্লাবের ভোটে জিততেও চাকরির টোপ দিয়েছিলেন কালীঘাটের কাকু! পরীক্ষা না দিয়েই নিয়োগের বিস্ফোরক স্বীকারোক্তি খোদ চাকরিপ্রার্থীর।
'কুবের' কাকু: টালির চালের দোকান থেকে রকেট গতিতে উত্থান।
মুখ খুললেন গোপাল: ফেব্রুয়ারিতে প্রথম প্রকাশ্যে কালীঘাটের কাকুর নাম, গ্রেফতারের পরেই মুখ খুললেন গোপাল দলপতি।
'জেলে যাবেই শুভেন্দু': দুর্নীতি নিয়ে শুভেন্দুর আক্রমণ। খেজুরিতে জবাব অভিষেকের।
সিবিআইয়ে সুদীপ্তর চিঠি: কাঁথি পুরসভায় তোলাবাজির অভিযোগে সারদাকর্তার চিঠি সিবিআইকে পাঠানোর নির্দেশ আদালতের। টাকা দেওয়ার তালিকায় নাম শুভেন্দু অধিকারীরও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -