West Bengal News Live: পুরভোটে মালদায় বামেদের জোটবার্তা দিল জেলা কংগ্রেস

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 02 Feb 2022 11:46 PM
WB News Live Updates: পুরভোটে মালদায় বামেদের জোটবার্তা দিল জেলা কংগ্রেস

পুরভোটে মালদায় বামেদের জোটবার্তা দিল জেলা কংগ্রেস নেতৃত্ব। ইংরেজবাজার ও পুরাতন মালদা এই দুই পুরসভায় কিছু আসন ছেড়ে বাকি প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তারা। যদিও হাত শিবিরের এই আবেদন খারিজ করে দিয়েছে সিপিএম। আর এনিয়ে দু’দলকেই কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি।

West Bengal News Live Updates: প্রকল্প ও পার্কের উদ্বোধন ঘিরে রাজনৈতিক তরজা বনগাঁ ও মধ্যমগ্রামে

একাধিক প্রকল্প ও পার্কের উদ্বোধন ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ ও মধ্যমগ্রামে। বিরোধীদের অভিযোগ, পুরভোটের আগে চমক দিতেই এসব করা হয়েছে। পাল্টা তৃণমূলের জবাব, উন্নত পরিষেবা দিতেই প্রকল্প চালু করা হয়েছে। এতে কোনও রাজনীতি নেই

WB News Live Updates: স্কুলেই ২ শিক্ষকের হাতাহাতি, দুজনেই শোকজ করল সরকার

কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলেই ২ শিক্ষকের হাতাহাতি। মারামারির ঘটনায় ২ শিক্ষককেই শোকজ করল সরকার।প্রধান শিক্ষককে শোকজ স্কুল শিক্ষা দফতরের বিশেষ সচিবের।সহকারী শিক্ষককে শোকজ স্কুল শিক্ষা কমিশনারের ।কেন ব্যবস্থা নয়? সোমবারের মধ্যে ২ শিক্ষকের জবাব তলব।
শুক্রবারের মধ্যে তদন্ত রিপোর্ট দেবেন জেলা বিদ্যালয় পরিদর্শক

West Bengal News Live Updates: এবার তমলুকে নতুন জেলা সভাপতিকে নিয়ে বিজেপির অন্দরে অসন্তোষ

এবার নতুন জেলা সভাপতিকে নিয়ে বিজেপির অন্দরে অসন্তোষ দানা বাঁধল পূর্ব মেদিনীপুরের তমলুকে। বিষয়টি নিয়ে জেপি নাড্ডাকে চিঠি দিয়েছেন এক বিক্ষুব্ধ নেতা। অন্যদিকে, মেদিনীপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা কানু মণ্ডলকে প্রার্থী করার দাবিতে পড়ল পোস্টার।

WB News Live Updates: টাকি পুরসভায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উপ পুরপ্রশাসকের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার টাকি পুরসভায় চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। প্রতারণায় অভিযুক্ত উপ পুরপ্রশাসক ও তৃণমূল নেতা আজিজুল ইসলাম গাজি। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে।

West Bengal News Live Updates: সংক্রমণের হার কমায় কলকাতায় বন্ধ হচ্ছে সেফ হোম, কোয়ারেন্টিন সেন্টার,জানালেন মেয়র

রাজ্যে একদিনে করোনায় টানা ১৯ দিন তিরিশের উপরেই মৃত্যু। রাজ্যে একদিনে ২ হাজার ৭২৩জন করোনা আক্রান্ত, ৩৫জনের মৃত্যু।কলকাতায় একদিনে ৩২৪জন করোনা আক্রান্ত, ৭জনের মৃত্যু। কলকাতায় বন্ধ হচ্ছে সেফ হোম, কোয়ারেন্টিন সেন্টার, কলকাতায় সংক্রমণের হার কমায় সিদ্ধান্ত, জানালেন মেয়র

WB News Live Updates: কিছুটা উন্নতি হলেও সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্কট এখনও কাটেনি

কিছুটা উন্নতি হলেও সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্কট এখনও কাটেনি। সন্ধের দিকে রক্তচাপ ওঠানামা করেছে ‘গীতশ্রী’র ।সন্ধ্যা মুখোপাধ্যায়কে রাখা হল আইটিইউ সাপোর্ট যুক্ত আইসোলেশন কেবিনে।আগের মতো একইরকম অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে শিল্পীকে।আজ ফের পরীক্ষা করা হলেও এখনও করোনামুক্ত নন ‘গীতশ্রী’।যে চিকিৎসা চলছিল, তাই চলবে, জানানো হল হাসপাতালের তরফে

West Bengal News Live Updates: কাল থেকে খুলছে স্কুল, বিভিন্ন স্কুলে প্রস্তুতি তুঙ্গে

কাল থেকে খুলছে স্কুল। এর জন্য বিভিন্ন স্কুলে প্রস্তুতি তুঙ্গে। আজ সকালে কসবা ডিপিএস-এ স্কুল চত্বর  বালিগঞ্জ শিক্ষা সদনের স্কুল চত্বর স্যনিটাইজ করা হয়। স্যানিটাইজেশনের কাজ চলে ক্লাস ঘর, বাস ও স্কুল চত্বরে।  অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলছে স্কুল।

WB News Live Updates: শিশু বিক্রির পর্দা ফাঁস করল হাবরা থানার পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে হাবরা থানার পুলিশ শিশু বিক্রির পর্দা ফাঁস করল। চারদিনের শিশুকন্যাকে চার লক্ষ টাকায় বিক্রি চক্রান্ত করা হয়েছিল। আজ বিকেলে বামুনগাছি থেকে দুই মহিলা হাবরা শহরে আসে শিশুটিকে নিয়ে বিক্রি করার জন্য। তখন পুলিশের সন্দেহ হওয়ায় তাদেরকে গ্রেফতার করে হাবরা থানার পুলিশ।

West Bengal News Live Updates: কলসেন্টার খুলে অ্যাপের মাধ্যমে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার তিন

নারায়ণপুর থানার অন্তর্গত লালকুটি এলাকায় কলসেন্টার খুলে অ্যাপের মাধ্যমে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা। ভিন্ন রাজ্যের বাসিন্দাদের প্রতারণা। গ্রেফতার কলসেন্টারের তিন কর্মী। গ্রেফতার করল গুজরাট পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে গুজরাট পুলিশের একটি দল লালকুটি এলাকায় হানা দিয়ে একটি কলসেন্টার থেকে তিন জন মহিলা ও তিন জন পুরুষ কর্মীকে আটক করে।

WB News Live Updates: তৃণমূল-আঁতাঁতের অভিযোগে কৃষ্ণনগরে বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার

তৃণমূল-আঁতাঁতের অভিযোগে কৃষ্ণনগরে বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার। শাসকদলের ষড়যন্ত্র, দাবি সাংসদের। ভাবার সময় নেই, পাল্টা তৃণমূল। 

West Bengal News Live Updates: ঋণ পাইয়ে দেওযার নামে পাঁচ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার মহিলা

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার লোন পাইয়ে দেওয়ার নাম করে কোটশিলা থানার এক ব‍্যক্তির কাছ থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিহারের  ভগবান বাজার এলাকার এক মহিলাকে গ্রেফতার করলো পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ।

WB News Live Updates: প্রেমের জালে ফাঁসিয়ে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও তুলে ব্ল্যাকমেলের অভিযোগ, গ্রেফতার মা-মেয়ে

প্রেমের জালে ফাঁসিয়ে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও তুলে ব্ল্যাকমেলের অভিযোগ, নরেন্দ্রপুরের মিশনপল্লি থেকে গ্রেফতার মা-মেয়ে

West Bengal News Live Updates: শ্যামনগরে বিজেপির কার্যালয় দখলের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শ্যামনগর স্টেশন সংলগ্ন রেললাইনের ধারে বিজেপির কার্যালয় দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, মঙ্গলবার মধ্য রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে কার্যালয়ের কিছুটা অংশ চুনকাম করে দেয়। তালা ভেঙে জিনিসপত্র নিয়ে চলে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। হাতেনাতে একজনকে পুলিশ পাকড়াও করলেও বাকিরা পালিয়ে যায়। জগদ্দল মন্ডল-২ সভাপতি প্রণব মন্ডলের অভিযোগ, ভোট পরবর্তী হিংসার সময়ে একবার দলীয় কার্যালয়টিতে ভাঙচুর চালিয়ে লুঠপাট করা হয়েছিল।

WB News Live Updates: জলপাইগুড়িতে জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু দুই মহিলার

জলপাইগুড়িতে জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে  গিয়ে হাতির হানায় মৃত্যু হল দুই মহিলার। গুরুতর আহত হয়েছে আরও এক জন উত্তরবঙ্গ মেডিকেলে চিকিৎসাধীন।

West Bengal News Live Updates: রাজভবন থেকে পেগাসাস ব্যবহারের অসত্য অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রী, বললেন রাজ্যপাল

রাজ্যপাল বললেন, ‘রাজভবন থেকে পেগাসাস ব্যবহারের অসত্য অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রী।  এটা আপনার তৃতীয় দফার সরকার, নিজেই নিজেকে প্রশ্ন করুন। ওনার প্রতি আমার সর্বোচ্চ সম্মান আছে, কিন্তু আমি স্তম্ভিত।  মুখ্যমন্ত্রীর প্রতি আমি কখনও খারাপ কোনও শব্দ ব্যবহার করিনি।
আড়াই বছরে সংবিধান রক্ষা করতে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ’

WB News Live Updates: অসুস্থ বোধ করায় এসএসকেএম-এ শারীরিক পরীক্ষা করালেন অনুব্রত

 অসুস্থ বোধ করায় এসএসকেএম-এ অনুব্রত মণ্ডল। উডবার্ন ওয়ার্ডে শারীরিক পরীক্ষার পরে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যান বীরভূমের তৃণমূল সভাপতি।

West Bengal News Live Updates: ‘রাজ্যপাল হিসেবে সংবিধান রক্ষা করাই আমার কাজ’, বললেন ধনকড়

রাজ্যপাল জগদীপ ধনকড় বলেছেন, ‘রাজ্যপাল হিসেবে সংবিধান রক্ষা করাই আমার কাজ।  মা ক্যান্টিন ফেব্রুয়ারি থেকে চালু, টাকা কোথা থেকে আসছে? আমি এনিয়ে জানতে চেয়েছি, এখনও জবাব আসেনি।  রাজ্যে প্রতিমুহূর্তে সংবিধানের রীতি ভঙ্গ হচ্ছে।  আইনের শাসন না থাকলে পদক্ষেপ করবেই রাজ্যপাল।‘কোনও ট্যুইট প্রকাশ্যে এনেছি কিনা, বলুন মুখ্যমন্ত্রী।’

WB News Live Updates: আমার কাছে কোনও ফাইল পড়ে নেই, বললেন রাজ্যপাল

 রাজ্যপাল বলেছেন,   ‘আমার কাছে কোনও ফাইল পড়ে নেই।  কোনও ইস্যুর এখনও সমাধান না হলে, জবাব দিতে হবে রাজ্যকে।  তাজবেঙ্গল নিয়ে মুখ্যমন্ত্রীর কথার কোনও সত্যতা নেই।  তাজবেঙ্গল নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যে ভাষণ করছেন।’

West Bengal News Live Updates:মুদিয়ালিতে পিএসসি অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

মুদিয়ালিতে পিএসসি অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভ চাকরিপ্রার্থীদের।  তাঁদের অভিযোগ, শূন্যপদ থাকলেও নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে না। আগের পরীক্ষারও ফলপ্রকাশ হয়নি। এরপর কবে পিএসসি-র পরীক্ষা হবে, তা নিয়ে কোনও নির্ঘণ্টও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।  এই সব অভিযোগের সুরাহার দাবিতে আজ বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।

WB News Live Updates: দিল্লিতে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠক শান্তনু ঠাকুরের

দিল্লিতে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠক শান্তনু ঠাকুরের।রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভের মধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক।কোনও মতপার্থক্য নেই, বৈঠকের পর দাবি কৈলাস বিজয়বর্গীয়র।আগেই এই বৈঠক করা উচিত ছিল, মন্তব্য দিলীপ ঘোষের

West Bengal News Live Updates: বিধাননগর পূর্ব থানার সামনে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার

সল্টলেকে নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগে বিধাননগর পূর্ব থানার সামনে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।

WB News Live Updates: বিধানসভা ভোটের আগে ফের গোয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিধানসভা ভোটের আগে ফের গোয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যায় গোয়ার উড়ান ধরবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
শুক্রবার ফিরে রবিবার ফের যাবেন গোয়ায়। ভোটের আগে দলের প্রচারে অংশ নেবেন অভিষেক, খবর সূত্রের।১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন

West Bengal News Live Updates: শ্রেণিকক্ষের বাইরে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাসের সিদ্ধান্ত বেসরকারি স্কুলে

এবার বেসরকারি স্কুলে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস। শ্রেণিকক্ষের বাইরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত একাধিক স্কুলের

WB News Live Updates: সর্বদলীয় বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন, ১০৮টি পুরসভার ভোট নিয়ে কালই বিজ্ঞপ্তি

২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভার ভোট নিয়ে কালই বিজ্ঞপ্তি।কাল সকাল ১১টায় সাংবাদিক বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন।পুরভোট নিয়ে সর্বদলীয় বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন

West Bengal News Live Updates: পেগাসাসকাণ্ডে কেন নীরব কেন্দ্রীয় সরকার? রাজভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ

পেগাসাসকাণ্ডে কেন নীরব কেন্দ্রীয় সরকার? প্রশ্ন তুলে রাজভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ।

WB News Live Updates: পিএসসি অফিসের সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

মুদিয়ালিতে পিএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা।  তাঁদের অভিযোগ, শূন্যপদ থাকলেও নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে না। আগের পরীক্ষারও ফলপ্রকাশ হয়নি। এরপর কবে পিএসসি-র পরীক্ষা হবে, তা নিয়ে কোনও নির্ঘণ্টও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।  এই সব অভিযোগের সুরাহার দাবিতে আজ বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা

West Bengal News Live Updates: পেগাসাস নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

পেগাসাস নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মানুষের ফোনে কথা বলার অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ। অভিষেক, পিকের ফোন ট্যাপ করা হয়েছে বলে দাবি। 

WB News Live Updates: কংগ্রেস মেঘালয়, চণ্ডীগড়ে বিজেপির হয়ে ভোট করে দেয়

কংগ্রেস মেঘালয়, চণ্ডীগড়ে বিজেপির হয়ে ভোট করে দেয়। চেয়েছিলাম বিজেপি বিরোধীরা এক জায়গায় আসুক। না হলে একলা চলাই পথ। ফের কংগ্রেসকে কড়া নিশানা মমতার।

West Bengal News Live Updates: অসুস্থ অনুব্রত মণ্ডল

অসুস্থ অনুব্রত মণ্ডল। অসুস্থ বোধ করায় এসেছেন এসএসকেএম-এ। উডবার্ন ওয়ার্ডে আপাতত তাঁর শারীরিক পরীক্ষা চলছে।

WB News Live Updates: ‘ত্রিপুরা আমরা নেবই’

‘ত্রিপুরা আমরা নেবই। আগামীতে অনেক রাজ্য আসবে।  তৃণমূল কর্মীদের অনেক নম্র হতে হবে, ইতিহাস জানতে হবে।  উন্নততর মানুষ তৈরি করে দেখান। বাংলা যা পারে অন্য কেউ পারে না’। 

West Bengal News Live Updates: উত্তরপ্রদেশ নিয়ে কী জানালেন মমতা?

তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমি উত্তরপ্রদেশ ভোটে লড়তে যাচ্ছি না। সমাজবাদী পার্টিকে সমর্থন করব। ৮ তারিখ ওখানে মিটিং আছে। গোয়ায় ৩-৪ মাস চেষ্টা করছি, ইউনিট করেছি। ত্রিপুরায় ৪ মাসের মধ্যে ভোট শতাংশ ২০ হয়ে গিয়েছে’‘দেশের মানুষও চাইছে তৃণমূলকে। আপনারা একটা মঞ্চ বানিয়ে কাজ করুন। জহর সরকার আইপিএস, আইএএসদের নিয়ে কাজ করছেন।  মুম্বইয়ে নাগরিক সমাজের সঙ্গে দেখা করেছি। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এখনও ২ বছর সময় আছে, বাংলাকে মজবুত করতে হবে’ ‘বাংলায় ৪২টি লোকসভা আসনের মধ্যে মধ্যে ৪২টিতেই জিততে হবে। মোদিকে সরাতে গেলে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম’। 

WB News Live Updates: দুর্গাপুজো নিয়ে ঘোষণা মমতার

এদিন মমতা বলেন, ‘দুর্গাপুজোর এক মাস আগে আমরা একটা মিছিল করব। ইউনেস্কো দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পেয়েছেন শঙ্খ বাজাবেন। সংখ্যালঘু মহিলারাও থাকবেন। শঙ্খ, উলুধ্বনি দেখবে গোটা দেশ’। 

West Bengal News Live Updates:‘দল একটাই তৃণমূল, কোনও দ্বন্দ্ব নয়’

দলের অন্দরে সুর চড়ানো নিয়ে এদিন নেতা কর্মীদের বার্তা দেন মমতা। তিনি বলেন,"দল একটাই তৃণমূল, কোনও দ্বন্দ্ব নয়। দল ছাড়া কিছু নেই, চিহ্ন জোড়াফুল। এবার আমার একটাই লড়াই, শিল্প এবং কর্মসংস্থান।আমরা চাই মানুষ তৈরি হোক। ট্রেনিং দিয়ে ছাত্রদের গ্রামে গ্রামে পাঠাব’। 

WB News Live Updates: 'এখানে দিয়েছে একটা ঘোড়ার পাল’, ধনকড়কে নিশানা মমতার

রাজ্য-রাজ্যপাল সংঘাত আবহ টেনে মমতা বলেন, ‘আর এখানে দিয়েছে একটা ঘোড়ার পাল। একদল ঘোড়ার পাল, রাজ্য শাসন করতে পাঠিয়েছেন। ২৬ জানুয়ারি আমি একটা ঘোড়াকে দেখছিলাম। মাউন্টেড পুলিশও জানতে পেরে গেল, ঘোড়ার পাল। সকাল নেই, সন্ধে নেই সবসময় আমাকে গালাগাল করছে’ ‘আবার আমাকেই টুইট করছে। ঘরে বসে দূরবীন দিয়ে বাংলায় উনি শুধু খুন, হিংসা দেখছেন। দিল্লি, উত্তরপ্রদেশে কী হয়েছে দেখেছেন? গুজরাতে কী হচ্ছে দেখেছেন? দেখবার চেষ্টা করেছেন? মা ক্যান্টিনের টাকার কৈফিয়ত দিতে হবে বলছে। বলছে আমার নির্দেশ মানতে হবে। কাউন্সিলরও তো কখনও হতে পারোনি, শুধু বড় বড় কথা। মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া কোনও কাজ করা যায় না। কিন্তু, যখন তখন মুখ্যসচিবকে ডাকছেন’। 

West Bengal News Live Updates: ‘মোদি করেছিল নোটবন্দি, আমি করেছি লক্ষ্মীর ভাণ্ডার’

‘মোদি করেছিল নোটবন্দি, আমি করেছি লক্ষ্মীর ভাণ্ডার। একটার পর একটা স্কিম করছি, করবও। বিজেপি বাংলার নামে নেতিবাচক প্রচার করছে। বাংলাদেশের ছবি দিয়ে মিথ্যে প্রচার করছে বিজেপি’

WB News Live Updates: ‘দুর্যোধন, দুঃশাসন বেঁচে থাকলে, এদের অপকর্ম দেখে ডুবে মরত’

মহাভারতের প্রসঙ্গ টেনে মোদি-শাহকে তুলোধোনা মমতার। এদিন তিনি বলেন, "আমরা এসব খেলা জানি। একটা দুষ্টু দুষ্টু খেলা চলছে। দুর্যোধন, দুঃশাসন বেঁচে থাকলে, এদের অপকর্ম দেখে ডুবে মরত।" 

WB News Live Updates: ‘তৃণমূলের আরেক নাম সংগ্রাম, আন্দোলন’, জানালেন মমতা

‘আজ ত্রিপুরায় গেলে আমাদের মারধর করা হচ্ছে। ত্রিপুরায় অত্যাচার হচ্ছে, জেলে ঢোকানো হচ্ছে, গাড়ি পোড়ানো হচ্ছে। বাংলায় এর থেকে বেশি অত্যাচার সহ্য করেছি।  তৃণমূল লড়াইয়ের মধ্যে দিয়ে উঠে এসেছে।তৃণমূলের আরেক নাম সংগ্রাম, আন্দোলন। তৃণমূল মুখে নয়, কাজে বিশ্বাস করে। তৃণমূল বিবেকানন্দের কথায় ভরসা করে। একবার হারলে বারবার দাঁড়াও, তুমি জিতবেই। সিপিএমকে হঠিয়েছো, বিজেপিকেও পারবে।শুধু টাকায় চলছে বিজেপি, তারা আমাদের আসল শত্রু।' 

West Bengal News Live Updates: আগামীকাল থেকে খুলছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

আগামীকাল থেকে খুলছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। গতকাল বৈঠকে বসে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর।  আগামীকাল থেকে শুধু বিশ্ববিদ্যালয় নয়, বিশ্বভারতীতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠনও শুরু হচ্ছে আগামীকাল থেকে। তবে হস্টেল খোলা নিয়ে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করেনি কর্তৃপক্ষ।  ফলে সমস্যায় বাইরে থেকে আসা পড়ুয়ারা।  ক্লাস চালুর সঙ্গে অবিলম্বে হস্টেল খোলার দাবিতে সরব হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন।  যদিও এ নিয়ে এখনও বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

WB News Live Updates: মালদায় বামেদের জোটবার্তা কংগ্রেসের

পুরভোটে মালদায় বামেদের জোটবার্তা দিল জেলা কংগ্রেস নেতৃত্ব। ইংরেজবাজার ও পুরাতন মালদা এই দুই পুরসভায় কিছু আসন ছেড়ে বাকি প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তারা। যদিও হাত শিবিরের এই আবেদন খারিজ করে দিয়েছে সিপিএম। আর এনিয়ে দু’দলকেই কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি।

West Bengal News Live Updates: তৃণমূলের চেয়ারপার্সন হিসাবে নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের চেয়ারপার্সন হিসাবে নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপার্সন নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

WB News Live Updates: সল্টলেকে নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগে থানার সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বিজেপি

সল্টলেকে নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগে থানার সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বিজেপি। গতকাল রাতেই শুভেন্দু অধিকারী জানান, বিধাননগর পূর্ব থানার সামনে আজ অবস্থান বিক্ষোভ করবেন বিধাননগর পুরসভার ৪১টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা।  সেইমতো গন্ডগোল ঠেকাতে প্রস্তুত পুলিশও।  থানার সামনে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।  নামানো হয়েছে কমব্যাট ফোর্স ও RAF। থানার সামনের রাস্তা ঘিরে দেওয়া হয়েছে গার্ডরেল দিয়ে।  গতকাল সল্টলেকের বি জে ব্লকে বিজেপির নির্বাচনী অফিসে হামলার অভিযোগ ওঠে। ভাঙচুর করা হয় নির্বাচনী অফিস। কয়েকজন বিজেপি কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ।  বিজেপির তরফে অভিযোগ করা হয় তৃণমূল প্রার্থী সব্য্যসাচী দত্তর অনুগামীদের বিরুদ্ধে। যদিও সব্যসাচী এ নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন। 

West Bengal News Live Updates: সিবিআইয়ের নোটিসকে চ্যালেঞ্জ অনুব্রত মণ্ডলের

ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআইয়ের নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।  ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় তাঁকে আগামীকাল সকাল ১১টায় দুর্গাপুরের অফিসে হাজিরা দিতে বলেছে সিবিআই। সেই হাজিরা থেকে অব্যাহতি চেয়েই আদালতে আবেদন জানিয়েছেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি।  আদালত সূত্রে খবর, অনব্রতর আইনজীবীরা হাইকোর্টে জানান, ওই তৃণমূল নেতা অসুস্থ।  তদন্তে অসহযোগিতা করার কোনও ইচ্ছে তাঁর নেই।সিবিআই চাইলে বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারে।  আগামীকাল সকাল সাড়ে ১০টায় হাইকোর্টে এ নিয়ে শুনানি। 

WB News Live Updates: কেমন আছেন গীতশ্রী?

সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল।  অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, তাঁর কোভিড সংক্রমণজনিত জটিলতা নিয়ন্ত্রণে রয়েছে।  হৃদযন্ত্রের জটিলতাও নিয়ন্ত্রণে। পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আজ দুপুর ২টোয় গীতশ্রীর শারীরিক অবস্থা পর্যালোচনা করতে মেডিক্যাল বোর্ড বৈঠকে বসছে। সন্ধ্যা মুখোপাধ্যায় কতটা বিপদমুক্ত, তাঁর কোমরের আঘাত নিয়ে কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে ওই বৈঠকে সিদ্ধান্ত হওয়ার কথা।

West Bengal News Live Updates: রিজেন্ট পার্ক থানা এলাকায় মন্দিরে চুরি

রিজেন্ট পার্ক থানা এলাকায় একটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে শান্তিগড় কলোনিতে চক্রবর্তী পরিবারের কালীমন্দিরে চুরি হয়। ওই পরিবারের অভিযোগ, প্রতিমার সোনার অলঙ্কার খুলে নিয়ে গেছে দুষ্কৃতীরা। এমনকী পাশের একটি পিতলের মনসামূর্তিও চুরি হয়েছে।   চুরির অভিযোগ দায়ের হয়েছে রিজেন্ট পার্ক থানায়। 

WB News Live Updates: পিএসসি অফিসের সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

মুদিয়ালিতে পিএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা।  তাঁদের অভিযোগ, শূন্যপদ থাকলেও নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে না। আগের পরীক্ষারও ফলপ্রকাশ হয়নি। এরপর কবে পিএসসি-র পরীক্ষা হবে, তা নিয়ে কোনও নির্ঘণ্টও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।  এই সব অভিযোগের সুরাহার দাবিতে আজ বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।  

West Bengal News Live Updates: হাওড়ায় শিশু খুনের ঘটনায় সত্‍ বাবাকে গ্রেফতার করল পুলিশ

হাওড়ায় শিশু খুনের ঘটনায় সত্‍ বাবাকে গ্রেফতার করল পুলিশ। সোমবার থেকে নিখোঁজ ছিল বাঁকড়ার বাসিন্দা, ৪ বছরের ওই শিশু। গতকাল দুপুরে আট কিলোমিটার দূরে টিকিয়াপাড়ায় নির্মীয়মাণ সরকারি বাজারের রিজার্ভার থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার হয়। ওই ঘটনায় এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, একটি সিসি ক্যামেরার ফুটেজে, শিশুটিকে তার সত্‍ বাবার সঙ্গে যেতে দেখা যায়। এরপর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় সত্‍ বাবা উমেশ দ্বিবেদীকে।  পুলিশ সূত্রে দাবি, একসময় ভেঙে পড়ে খুনের কথা কবুল করেন উমেশ। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। মায়ের প্রথম পক্ষের ছেলে ওই শিশু। মা দ্বিতীয়বার বিয়ে করার পর তাকে মেনে নিতে আপত্তি ছিল সত্‍ বাবার, এমনটাই দাবি।  

WB News Live Updates: পুরভোটের আগে কাঁথিতে বিজেপিতে ভাঙন

পুরভোটের আগে কাঁথিতে বিজেপিতে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ১৫ জন কাউন্সিলর। বিধানসভা ভোটের আগে যোগ দিয়েছিলেন বিজেপিতে। পুরভোটের আগে তৃণমূলে ফিরে এলেন ১৫ জন কাউন্সিলর। 

West Bengal News Live Updates: কাস্টমস দুর্নীতির অভিযোগে ১১ জন অফিসারকে সাসপেন্ড

কাস্টমস দুর্নীতির অভিযোগে তাদের ১১ জন অফিসারকে সাসপেন্ড করেছে। কাস্টমস সূত্রে খবর, ওই ১১ জন তালতলায় কর্মরত ছিলেন। অভিযোগ, এক ব্যবসায়ী  কেবল তারের বদলে ইলেকট্রনিক্স সামগ্রী আমদানি করতেন। ওই ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশ ছিল অভিযুক্ত ১১ জন কাস্টমস অফিসারের, এমনটাই অভিযোগ। কাস্টমস অফিসারদের কাজ ছিল, তালতলায় কন্টেনার পরীক্ষার। কিন্তু তাঁরা দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ। অভিযোগ পেয়ে তদন্ত করে কাস্টমস। তারপর সাসপেন্ড করা হয় অভিযুক্ত ১১ জনকে। 

WB News Live Updates: আউশগ্রামে টোলে দুষ্কৃতীদের হামলা

আউশগ্রামে টোলে দুষ্কৃতীদের হামলা। বালি ঘাটের ট্রাক থেকে টোল আদায়ে নিযুক্ত ২ কর্মীকে মারধরের অভিযোগ। দুষ্কৃতীদের খোঁজে পুলিশের তল্লাশি। সিসি ক্যামেরাবন্দি হামলার ছবি।

West Bengal News Live Updates: সল্টলেকের সেক্টর ফাইভের কাছে দুর্ঘটনা, মৃত্যু সাইকেল আরোহীর

শহরজুড়ে পুলিশের অভিযানের মধ্যেই ফের দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটল। আজ সকাল সাড়ে ৯টার সময় সল্টলেকের সেক্টর ফাইভের কাছে ওই দুর্ঘটনা ঘটে।  পুলিশ সূত্রে খবর, বি গার্ডেন রুটের একটি বাস ধাক্কা মারে এক সাইকেল আরোহীকে।  ঘটনাস্থলেই ওই সাইকেল আরোহীর মৃত্যু হয়।  বাসচালক পলাতক।  

WB News Live Updates: বৃহস্পতিতে খুলছে স্কুল, বিজয়োল্লাস এসএফআইয়ের

বৃহস্পতিতে খুলছে স্কুল, বিজয়োল্লাস এসএফআইয়ের। অশোকনগরে এসএফআইয়ের বিজয়োল্লাস ঘিরে উত্তেজনা। তৃণমূল বিধায়কের ফ্লেক্সে লাল আবির ছোড়ার অভিযোগ। ইচ্ছাকৃতভাবে নয়, অহেতুক রাজনীতি তৃণমূলের, পাল্টা সিপিএম। 

West Bengal News Live Updates: কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ বাড়ল ২০০ কোটি টাকা

বাজেটে কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ বাড়ল ২০০ কোটি টাকা। ডানকুনি, মাইথনে কার্গো টার্মিনাল পাচ্ছে বাংলা। দুর্ঘটনা এড়াতে দেশ জুড়ে ২ হাজার রেলপথ আসছে ‘কবচ’এর অধীনে। ৩ বছরে বন্দে ভারত ট্রেনের সংখ্যা বেড়ে হবে ৪০০।

WB News Live Updates: ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে হুলিয়া জারি

ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে আরও ২টি মামলায় ফেরার অভিযুক্তদের বিরুদ্ধে হুলিয়া জারি করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কোচবিহারের শীতলকুচিতে গত ৩ মে খুন হন এক বিজেপি কর্মী। ওই ঘটনায় ২ অভিযুক্তর বিরুদ্ধে হুলিয়া জারি করেছে সিবিআই। সেইসঙ্গে বীরভূমের নলহাটিতেও ১৪ মে এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগে ২ অভিযুক্তর বিরুদ্ধে জারি হয়েছে হুলিয়া। সিবিআই সূত্রে খবর, প্রতিটি ক্ষেত্রেই ফেরার অভিযুক্তদের গ্রেফতারে সাহায্য করলে ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে।  

West Bengal News Live Updates: তালতলায় এক গেস্ট হাইসে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল

তালতলায় এক গেস্ট হাইসে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। আজ ভোর ৪টে নাগাদ ৭ নম্বর দিদার বক্স লেনের ওই গেস্ট হাইসের দোতলায় আগুন লাগে।  সেই সময় দুজন গেস্ট ছিলেন। তবে তাঁদের কোনও ক্ষতি হয়নি। দমকলের ২টি ইঞ্জিন কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  দমকল সূত্রে খবর, দোতলার লবির ফ্রিজ থেকে আগুন ছড়ায়।  শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান।  

WB News Live Updates: কাল থেকে বৃষ্টির সম্ভাবনা, বইবে পূবালি হাওয়া

আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। বইবে পূবালি হাওয়া। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।  উত্তরবঙ্গেও আগামীকাল থেকে বৃষ্টি শুরু হবে। সরস্বতী পুজোতেও বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।  এরইমধ্যে তাপমাত্রা আগামী কয়েকদিনে বাড়বে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।   

West Bengal News Live Updates: বিজেপির অফিস ভাঙচুর

পুরভোটের আগে বিজেপি কর্মীদের মারধর ও নির্বাচনী অফিস ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সল্টলেকের বি জে ব্লকে। হামলার অভিযোগ তৃণমূল নেতা সব্যসাচী দত্তর অনুগামীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যান শুভেন্দু অধিকারী। এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন সব্যসাচী দত্ত।

WB News Live Updates: কুয়াশার কারণে বিমান ওঠানামায় সমস্যা

কুয়াশার কারণে বিমান ওঠানামায় সমস্যা। দমদম বিমানবন্দর সূত্রে খবর, দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যাওয়ার ফলে সাময়িক সমস্যা দেখা দেয়।  সকালের দিকে বিশেষ ব্যবস্থার সাহায্যে বিমান ওঠানামা করে।  

West Bengal News Live Updates: বৃহস্পতিতে বিদ্যারম্ভ

আগামী বৃহস্পতিবার থেকে রাজ্যে ফের খুলে যাচ্ছে স্কুল। সোম থেকে শনিবার হবে ক্লাস। রুটিন তৈরি করবে সংশ্লিষ্ট স্কুলই। পড়ুয়াদের স্কুলে আসতে হবে আধঘণ্টা আগে। বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। তবে স্কুলে আসার ক্ষেত্রে কাউকে জোর করা যাবে না, খবর সরকারি সূত্রের।

WB News Live Updates: বামেদের জোট-বার্তা?

যেখানে বামেরা প্রার্থী দেয়নি, সেখানে তৃণমূল ও বিজেপি বাদে যে কোনও ধর্মনিরপেক্ষ দলের প্রার্থীকে ভোট দিন। শিলিগুড়ি পুরভোটে আগে এই বার্তাই দিল দার্জিলিং জেলা বামফ্রন্ট। যা নিয়ে একযোগে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি।

প্রেক্ষাপট

কলকাতা: বর্ধমানের (Burdwan) পর এবার কল্যাণীর (Kalyani) JNM হাসপাতালের আইসোলেশন (Isolation) ওয়ার্ডে আগুন (Fire)। ভর্তি থাকা একমাত্র রোগীকে তড়িঘড়ি বের করে নিয়ে যাওয়ায় রক্ষা। ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান। বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি, পরিষেবা স্বাভাবিক, জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা।


পুরভোটের আগে বিজেপি (BJP) কর্মীদের মারধর ও নির্বাচনী অফিস ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সল্টলেকের (Saltlake) বি জে ব্লকে। হামলার অভিযোগ তৃণমূল নেতা সব্যসাচী দত্তর (Sabyasachi Dutta) অনুগামীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যান শুভেন্দু অধিকারী। এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন সব্যসাচী দত্ত।


প্রতিটি রাজ্যেই রাজ্য নিরাপত্তা কমিশন গঠন করার জন্য ২০০৬ সালে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। অথচ এখনও পর্যন্ত সেই নির্দেশ কার্যকর হয়নি। অবিলম্বে যাতে বাংলায় কমিশন গঠিত হয়, তারই দাবিতে আজ হাইকোর্টে মামলা করলেন বিজেপির যুব মোর্চার নেতা তরুণজ্যোতি তিওয়ারি। পাশাপাশি আবেদনে তিনি আরও জানিয়েছেন, প্রতি পদে বিজেপির জনপ্রতিনিধিদের বিভিন্ন জায়গায় যেতে বাধা দেওয়া হচ্ছে। ক্ষমতার অপব্যবহার করছে পুলিশ। এটা যাতে বন্ধ হয়, আদালতে সেই আবেদন করেছেন বিজেপির যুব নেতা।


৩ ফেব্রুয়ারি বীরভূমেরই ইলামবাজারের সিবিআই ক্যাম্পে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় অনুব্রত মণ্ডলকে ফের তলব। বীরভূমের একটি খুনের মামলায় তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। গত সপ্তাহে তলব করা হবে শরীর খারাপের কারণ দেখিয়ে সময় চেয়েছিলেন অনুব্রত, খবর সূত্রের।


কাল তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল সূত্রে খবর, বিজেপি বাদে সাংগঠনিক নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে অন্যান্য রাজনৈতিক দলকে। যদিও বিমান বসু ও প্রদীপ ভট্টাচার্যকে আমন্ত্রণ জানানো হলেও, তাঁরা আসছেন না।


আগামী বৃহস্পতিবার থেকে রাজ্যে ফের খুলে যাচ্ছে স্কুল। সোম থেকে শনিবার হবে ক্লাস। রুটিন তৈরি করবে সংশ্লিষ্ট স্কুলই। পড়ুয়াদের স্কুলে আসতে হবে আধঘণ্টা আগে। বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। তবে স্কুলে আসার ক্ষেত্রে কাউকে জোর করা যাবে না, খবর সরকারি সূত্রের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.