West Bengal News Live: বরানগরে BJP-র মণ্ডল সভাপতিকে ধারাল অস্ত্রের 'কোপ',অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একনজরে

ABP Ananda Last Updated: 20 Aug 2023 11:46 PM
WB News Live Updates: বালিগঞ্জ সায়েন্স কলেজের পড়ুয়াকে লাগাতার নির্যাতনের অভিযোগ

বালিগঞ্জ সায়েন্স কলেজের পড়ুয়াকে লাগাতার নির্যাতনের অভিযোগ। মামলায় SC ST প্রিভেনশন অফ অ্য়াট্রোসিটিস অ্য়াক্ট যুক্ত করা হল। তদন্ত করছেন, অ্য়াসিস্ট্য়ান্ট কমিশনার র‍্যাঙ্কের অফিসার। জিজ্ঞাসাবাদ করা হয়েছে হস্টেলের সুপার ও অন্য় আধিকারিকদের, খবর পুলিশ সূত্রে। 

WB News Live Updates: পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা

যাদবপুরে ছাত্রমৃত্যুতে অভিযুক্তদের অপরাধমনস্কতা আরও স্পষ্ট! পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা হয়। ছাত্র যেখানে পড়েছিল, সেই জায়গা জল দিয়ে ধুয়ে ফেলা হয়। দাবি পুলিশ সূত্রে। পুলিশের অনুমান, জিবি মিটিংয়ের নির্দেশ মেনেই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলেছিল।

WB News Live Updates: বিজেপির মণ্ডল সভাপতিকে ধারাল অস্ত্রের কোপ

বরানগরের ৩১ নং ওয়ার্ডে বিজেপির মণ্ডল সভাপতিকে ধারাল অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানায় বিক্ষোভ দেখাল বিজেপি। গোষ্ঠীদ্বন্দ্বের জের, হামলার অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের। 

WB News Live Updates: ছাত্রীর রহস্যমৃত্যুতে নেতাজিনগর থানায় এফআইআর

বিশাখাপত্তনমে টালিগঞ্জের ছাত্রীর রহস্যমৃত্যু, নেতাজিনগর থানায় এফআইআর কলেজ, হস্টেল এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের পরিবারের। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর পরিবারের অভিযোগের ভিত্তিতে নেতাজিনগর থানায় এফআইআর


 

WB News Live Updates: পূর্ব মেদিনীপুরে কড়া পদক্ষেপ নিল সিপিএম নেতৃত্ব

পঞ্চায়েতের বোর্ড গঠনে তৃণমূল-বিজেপিকে সমর্থন, সিপিএম থেকে বহিষ্কৃত ৮ সদস্য। পূর্ব মেদিনীপুরে কড়া পদক্ষেপ নিল সিপিএম নেতৃত্ব, বহিষ্কার করা হল ৮ সদস্যকে । পঞ্চায়েত ভোটে নিষ্ক্রিয় থাকার অভিযোগে ২২৩ জন সিপিএম কর্মীকে শোকজ।

WB News Live Updates: বঙ্গ কংগ্রেসে ফের 'বিদ্রোহী' কৌস্তভ বাগচী

বঙ্গ কংগ্রেসে ফের 'বিদ্রোহী' কৌস্তভ বাগচী। 'তৃণমূলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য দল পদক্ষেপ করলে কিছু যায় আসে না। কংগ্রেসের বেশ কিছু অংশে তৃণমূলের দালালি করার প্রবণতা দেখা যাচ্ছে। হয়ত নিজেদের আসন বাঁচাতে তৃণমূলের দালালি করছে। বাংলার কংগ্রেস কর্মীরা তৃণমূলের সঙ্গে জোট চায় না, লড়াই চায়', দাবি তাঁর।

WB News Live Updates: তারকেশ্বরে খেলতে গিয়ে জলে পড়ে মৃত্যু ২ কিশোরের

খেলতে গিয়ে জলে পড়ে মৃত্যু হল ২ কিশোরের। ঘটনাটি ঘটেছে তারকেশ্বর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড  এলাকায়। ঘটনায় শোকের ছায়া এলাকায়। 

WB News Live Updates: টালিগঞ্জের বাসিন্দা রীতি সাহার রহস্যমৃত্যু

যাদবপুরকাণ্ডের মধ্যেই ভিন রাজ্যে পড়তে গিয়ে ছাত্রীর রহস্যমৃত্যু। বিশাখাপত্তনমে পড়তে গিয়ে টালিগঞ্জের বাসিন্দা রীতি সাহার রহস্যমৃত্যু।

WB News Live Updates: শিলিগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ২

 ফের মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল রাজ্য। শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ীর ক্যানেল রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের (Road Accident)। মৃত দুজনেরই বাড়ি শিলিগুড়ি শহরে। 

WB News Live Updates: যাদবপুরে ছাত্রমৃত্যুতে অভিযুক্তদের অপরাধমনস্কতা আরও স্পষ্ট

যাদবপুরে ছাত্রমৃত্যুতে অভিযুক্তদের অপরাধমনস্কতা আরও স্পষ্ট। 'পুলিশকে শুধু হস্টেলে ঢুকতে বাধা নয়, কেপিসি হাসপাতালেও বাধা দেয় ধৃতরা। গুরুতর আহত পড়ুয়ার জবানবন্দি নিয়েও পুলিশকে বাধা অভিযুক্তদের', আহত পড়ুয়ার কাছে পৌঁছতেই দেওয়া হয়নি পুলিশকে, দাবি সরকারি আইনজীবীর। ধৃতদের মধ্যে ১১ জনের নাম মিলেছে জয়দীপকে জেরা করে: সূত্র।

WB News Live Updates: কেন ইউজিসি-র নিয়ম মানা হয়নি?

যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শোকজ নোটিস দেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতে যে উত্তর কর্তৃপক্ষ দিয়েছে, তা কিছুটা দায়সারার মতো। কেন কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? কেন ইউজিসি-র নিয়ম মানা হয়নি? তা জানতে চেয়ে আরেকটি চিঠি দেওয়া হয়েছে। জানালেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। 

WB News Live Updates: যাদবপুরকাণ্ডে ধৃত প্রাক্তনীর পুলিশ হেফাজত

যাদবপুরকাণ্ডে ধৃত প্রাক্তনীর পুলিশ হেফাজত। ২৪ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে জয়দীপ ঘোষ। যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগের প্রাক্তনী জয়দীপ। 

WB News Live Updates: বালিগঞ্জ টেকনোলজি হস্টেলে ছাত্রের ওপর লাগাতার নির্যাতনের অভিযোগ

বালিগঞ্জ টেকনোলজি হস্টেলে ছাত্রের ওপর লাগাতার নির্যাতনের অভিযোগ। 'অবশেষে তৎপর পুলিশ, হস্টেলে গিয়ে সুপারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, হস্টেলের রেজিস্টার বুকটিও নিয়ে গিয়েছে পুলিশ', জানাল অভিযোগকারী ছাত্র। অভিযোগ করার পরে পুলিশ এই তৎপরতা দেখালে আরও ভালো হত, প্রতিক্রিয়া অভিযোগকারী ছাত্রের।  

WB News Live Updates: স্ত্রীকে কুপিয়ে খুন, আত্মসমর্পণ SSKM-এর চিকিৎসকের

স্ত্রীকে কুপিয়ে খুন। থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন SSKM-এর চিকিৎসক। অভিযুক্তকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ।
মৃতের নাম রত্নতমা দে। পুলিশ সূত্রে খবর, বছর দুয়েক আগে দত্তপুকুরের নীলগঞ্জের বাসিন্দা রত্নতমার সঙ্গে বিয়ে হয় বাগদার 
মণ্ডবঘটা গ্রামের বাসিন্দা অরিন্দম বালার। বিয়ের পর বনিবনা না হওয়ায় বাবার বাড়িতে থাকতেন রত্নতমা। অরিন্দম SSKM-এ এমডি করছিলেন। অভিযোগ, গতকাল স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে এসে কুপিয়ে খুন করেন ওই চিকিৎসক। সকালে নিজেই বাবা-ভাইকে জানান স্ত্রীকে খুন করার কথা। এরপর বাগদা থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ওই চিকিৎসক। দাম্পত্য অশান্তির কারণ কী, খতিয়ে দেখছে পুলিশ। 

 West Bengal News Live: যাদবপুর-সঙ্কটের মধ্যেই পদত্যাগ বিজ্ঞান শাখার ডিনের

যাদবপুর-সঙ্কটের মধ্যেই পদত্যাগ বিজ্ঞান শাখার ডিনের। সহ উপাচার্যকে পদত্যাগপত্র পাঠালেন সুবিনয় চক্রবর্তী। নতুন উপাচার্য পদে বুদ্ধদেব সাউ-কে নিয়োগে অসন্তোষ? জল্পনা বিশ্ববিদ্যালয়ের অন্দরে। মন্তব্যে নারাজ পদত্যাগী ডিন সুবিনয় চক্রবর্তী। 

WB News Live Updates: র‍্যাগিংয়ে অভিযুক্ত খোদ হস্টেল সুপার

র‍্যাগিংয়ে অভিযুক্ত খোদ হস্টেল সুপার। আর আহমেদ ডেন্টাল কলেজে চাঞ্চল্যকর অভিযোগ এআইডিএসও-র। মানতে নারাজ সুপার। প্রতিক্রিয়া মেলেনি অধ্যক্ষের। 

 West Bengal News Live: ছাত্রীর রহস্যমৃত্যুতে হাইকোর্টে মামলা

যাদবপুরকাণ্ডের মধ্যেই বিশাখাপত্তনমে কলকাতার ছাত্রীর রহস্যমৃত্যু। চারতলা থেকে পড়ে যাওয়ার কথা জানিয়ে সুপারের ফোন। আত্মহত্যা বলে চালানোর অভিযোগ। হাইকোর্টে মামলা।

WB News Live Updates: গ্রেফতার যাদবপুরের আরও ১ প্রাক্তনী

গ্রেফতার যাদবপুরের আরও ১ প্রাক্তনী। ছাত্রমৃত্যুর রাতে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। ধৃতের সংখ্যা ফের বাড়ল। 

 West Bengal News Live: যাদবপুরের ঘটনা নিয়ে রাজনীতি করছে তৃণমূল-বিজেপি: অধীর চৌধুরী

 যাদবপুরের ঘটনা নিয়ে রাজনীতি করছে তৃণমূল-বিজেপি। আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। 

WB News Live Updates: মুরারিপুকুরে জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে তৃণমূলের বিবাদ প্রকাশ্যে

মুরারিপুকুরে জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে তৃণমূলের বিবাদ প্রকাশ্যে
সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নাম না করে আক্রমণ কুণাল ঘোষের
আমন্ত্রণপত্রে প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রীর নাম থাকলেও নাম নেই মেয়ে শ্রেয়া পাণ্ডের
আগামীতে দুই পাণ্ডেকেই দেখতে চাই, মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
'মুখে মিলেমিশে চলার বার্তা দিলেই অভিভাবক হওয়া যায় না'
'অভিভাবক হতে গেলে সমস্যার ভিতরে ঢুকে মেটাতে হয়'
দলের সাংসদের নাম না করে আক্রমণ কুণাল ঘোষের

West Bengal News Live: যাদবপুরকাণ্ডের মধ্যেই ভিন রাজ্যে পড়তে গিয়ে ছাত্রীর রহস্যমৃত্যু

যাদবপুরকাণ্ডের মধ্যেই ভিন রাজ্যে পড়তে গিয়ে ছাত্রীর রহস্যমৃত্যু

WB News Live Updates: যাদবপুরে নতুন অন্তবর্তী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালকে নিশানা মন্ত্রী অরূপ বিশ্বাসের

যাদবপুরে নতুন অন্তবর্তী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালকে নিশানা মন্ত্রী অরূপ বিশ্বাসের

West Bengal News Live: রাজভবনের নির্দেশ পেয়ে রবিবারই বিশ্ববিদ্যালয়ে গেলেন নতুন অন্তর্বর্তী উপাচার্য

রাজভবনের নির্দেশ পেয়ে রবিবারই বিশ্ববিদ্যালয়ে গেলেন নতুন অন্তর্বর্তী উপাচার্য

WB News Live Updates: যাদবপুর-সঙ্কটের মধ্যেই পদত্যাগ বিজ্ঞান শাখার ডিনের

যাদবপুর-সঙ্কটের মধ্যেই পদত্যাগ বিজ্ঞান শাখার ডিনের
সহ উপাচার্যকে পদত্যাগপত্র পাঠালেন সুবিনয় চক্রবর্তী
নতুন উপাচার্য পদে বুদ্ধদেব সাউ-কে নিয়োগে অসন্তোষ? জল্পনা বিশ্ববিদ্যালয়ের অন্দরে
মন্তব্যে নারাজ পদত্যাগী ডিন সুবিনয় চক্রবর্তী

West Bengal News Live: যাদবপুরে ছাত্রমৃত্যুকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

যাদবপুরে ছাত্রমৃত্যুকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

WB News Live Updates: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে পরিত্যক্ত ICDS কেন্দ্রে বিস্ফোরণ

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে পরিত্যক্ত ICDS কেন্দ্রে বিস্ফোরণ। উড়ল ICDS কেন্দ্রের অ্যাসবেস্টসের ছাউনি। সকাল ৭টা নাগাদ লক্ষ্মীজোলা গ্রামে বিস্ফোরণ হয়। পরিত্যক্ত ICDS কেন্দ্র থেকে ধোঁয়া বেরোতে দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। মজুত বোমা ফেটে বিস্ফোরণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুুলিশের। এই ঘটনায় একজনকে আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। 

West Bengal News Live: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কড়া সমালোচনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কড়া সমালোচনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

WB News Live Updates: গ্রেফতারির পরও ঠান্ডা মাথায় তদন্তকারীদের বিভ্রান্ত করে চলেছেন ধৃত ছাত্ররা

গ্রেফতারির পরও ঠান্ডা মাথায় তদন্তকারীদের বিভ্রান্ত করে চলেছেন ধৃত ছাত্ররা। ঘটনার পুনর্নির্মাণের সময় ধৃতদের মধ্যে কয়েকজন, তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন! যাদবপুরকাণ্ডে এবার এমনটাই দাবি করল পুলিশ। তদন্তে পুলিশের স্ক্যানারে ডিন অফ সটুডেন্টস ও হস্টেল সুপারের ভূমিকাও।  

West Bengal News Live: 'সিসিটিভি-র প্রয়োজনীয়তা আছে কিনা খতিয়ে দেখা হবে' দায়িত্ব পেয়ে জানালেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য 

'সিসিটিভি-র প্রয়োজনীয়তা আছে কিনা খতিয়ে দেখা হবে' দায়িত্ব পেয়ে জানালেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য 

WB News Live Updates:ছাত্রমৃত্যুর ৯ দিনের মাথায় অন্তর্বর্তী উপাচার্য পেল যাদবপুর

ছাত্রমৃত্যুর ৯ দিনের মাথায় অন্তর্বর্তী উপাচার্য পেল যাদবপুর

West Bengal News Live: আবাসিক না হয়েও প্রাক্তনী জয়দীপ কেন গিয়েছিলেন হস্টেলে? উঠছে প্রশ্ন

আবাসিক না হয়েও প্রাক্তনী জয়দীপ কেন গিয়েছিলেন হস্টেলে? উঠছে প্রশ্ন

WB News Live Updates: যাদবপুরে ছাত্রমৃত্যুতে অভিযুক্তদের অপরাধমনস্কতা আরও স্পষ্ট

যাদবপুরে ছাত্রমৃত্যুতে অভিযুক্তদের অপরাধমনস্কতা আরও স্পষ্ট

West Bengal News Live: ছাত্র মৃত্যুর প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে-বাইরে আন্দোলনের আঁচ

ছাত্র মৃত্যুর প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে-বাইরে আন্দোলনের আঁচ। ক্যাম্পাসে বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে টিএমসিপির স্লোগান যুদ্ধ। বাইরে বিজেপির যুব মোর্চার অবস্থান বিক্ষোভ। এভাবেই দিনভর তেতে রইল যাদবপুর। এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়েছেন বিভিন্ন দলের নেতা-নেত্রীরা।

WB News Live Updates: যাদবপুরকাণ্ডে ধৃত প্রাক্তনী জয়দীপ ঘোষের ভূমিকা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন

যাদবপুরকাণ্ডে ধৃত প্রাক্তনী জয়দীপ ঘোষের ভূমিকা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন

West Bengal News Live: গ্রেফতারির পরও ঠান্ডা মাথায় তদন্তকারীদের বিভ্রান্ত করে চলেছেন ধৃত ছাত্ররা

গ্রেফতারির পরও ঠান্ডা মাথায় তদন্তকারীদের বিভ্রান্ত করে চলেছেন ধৃত ছাত্ররা। ঘটনার পুনর্নির্মাণের সময় ধৃতদের মধ্যে কয়েকজন, তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন! যাদবপুরকাণ্ডে এবার এমনটাই দাবি করল পুলিশ। তদন্তে পুলিশের স্ক্যানারে ডিন অফ সটুডেন্টস ও হস্টেল সুপারের ভূমিকাও।  

WB News Live Updates: অত্যন্ত প্রভাবশালী ছিলেন ধৃত জয়দীপ ঘোষ, জেরা করে জানতে পেরেছে পুলিশ

অত্যন্ত প্রভাবশালী ছিলেন ধৃত জয়দীপ ঘোষ, জেরা করে জানতে পেরেছে পুলিশ

West Bengal News Live: যাদবপুরকাণ্ডে আরও গ্রেফতার, জালে আরও ১ প্রাক্তনী!

যাদবপুরকাণ্ডে আরও গ্রেফতার, জালে আরও ১ প্রাক্তনী!

WB News Live Updates: তৃণমূল ছে়ড়ে কংগ্রেসে যোগ দিলেন ফিরহাদ হামিকের জামাই ইয়াসের হায়দর

তৃণমূল ছে়ড়ে কংগ্রেসে যোগ দিলেন পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হামিকের জামাই ইয়াসের হায়দর। তৃণমূলে কাজ করতে পারছিলেন না, কংগ্রেসে যোগ দিয়ে দাবি ইয়াসেরের। পরজীবী হয়ে বাঁচা যায় না, জামাইয়ের দলবদলকে গুরুত্ব না দিয়ে মন্তব্য় ফিরহাদ হাকিমের।

West Bengal News Live: গরুপাচার মামলা দিল্লিতে নিয়ে যেতে চেয়ে এবার বিচারকের প্রশ্নের মুখে পড়ল ইডি

গরুপাচার মামলা দিল্লিতে নিয়ে যেতে চেয়ে এবার বিচারকের প্রশ্নের মুখে পড়ল ইডি। এভাবে কি অন্য এজেন্সির মামলা ইচ্ছে মতো আদালতে স্থানান্তর করতে আবেদন করতে পারে ইডি? প্রশ্ন করলেন বিচারক। প্রশ্নবাণের মুখে আদালতের কাছে সময় চাইলেন ইডি-র আইনজীবী। 

WB News Live Updates: ছাত্রমৃত্যুর ৯ দিনের মাথায় নতুন অন্তর্বর্তী উপাচার্য পেল যাদবপুর

ছাত্রমৃত্যুর ৯ দিনের মাথায় নতুন অন্তর্বর্তী উপাচার্য পেল যাদবপুর।
বিশ্ববিদ্যালয়েরই অঙ্কের অধ্যাপক বুদ্ধদেব সাউয়ের নামে রাজভবনের সিলমোহর।

West Bengal News Live: গ্রেফতার যাদবপুরের আরও এক প্রাক্তনী

গ্রেফতার যাদবপুরের আরও ১ প্রাক্তনী। ছাত্রমৃত্যুর রাতে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। ধৃতের সংখ্যা বেড়ে ১৩।

প্রেক্ষাপট

গ্রেফতার যাদবপুরের (Jadavpur University student death) আরও ১ প্রাক্তনী। ছাত্রমৃত্যুর রাতে পুলিশকে হস্টেলে (JU Hostel) ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। ধৃতের সংখ্যা বেড়ে ১৩।
ফের গ্রেফতার প্রাক্তনী


কাদের নির্দেশে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা? কার ফোনে বিক্রমগড়ের ভাড়া বাড়ি থেকে হস্টেলে ছুটে এসেছিলেন জয়দীপ? জানতে চায় পুলিশ।
কার ফোনে হস্টেলে?

 ছাত্রমৃত্যুর ৯ দিনের মাথায় নতুন অন্তর্বর্তী উপাচার্য পেল যাদবপুর। (Jadavpur University) বিশ্ববিদ্যালয়েরই অঙ্কের অধ্যাপক বুদ্ধদেব সাউয়ের নামে রাজভবনের সিলমোহর।

সিসিটিভিতে সায় যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যের।


যাদবপুরকাণ্ডে ধৃত ৩ ছাত্রের পুলিশ হেফাজত। এরা সফল অপরাধী কিন্তু ব্যর্থ অভিনেতা। সওয়াল সরকারি আইনজীবীর।



র‍্যাগিংয়ের জেরে পড়ুয়া মৃত্যুর অভিযোগে গারদে। অনুশোচনার পরিবর্তে গ্রেফতারির পরেও ঔদ্ধত্য। পুলিশ ভ্যান থেকে অশালীন ইঙ্গিত যাদবপুরকাণ্ডে এক ধৃতের।


 বালিগঞ্জ সায়েন্স কলেজের টেকনলজি হস্টেলেও র‍্যাগিং? ৮ জুলাই মামলা, ১ মাস পরেও মেলেনি সুরাহা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। অবশেষে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি।


যাদবপুরকাণ্ডের মধ্যেই বিশাখাপত্তনমে কলকাতার ছাত্রীর রহস্যমৃত্যু। চারতলা থেকে পড়ে যাওয়ার কথা জানিয়ে সুপারের ফোন। আত্মহত্যা বলে চালানোর অভিযোগ। হাইকোর্টে মামলা।


 র‍্যাগিংয়ে অভিযুক্ত খোদ হস্টেল সুপার। আর আহমেদ ডেন্টাল কলেজে চাঞ্চল্যকর অভিযোগ এআইডিএসও-র। মানতে নারাজ সুপার। প্রতিক্রিয়া মেলেনি অধ্যক্ষের।
'ভক্ষক'ই রক্ষক?

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.