West Bengal News Live Updates: 'বামেদের সরানো প্রয়োজন ছিল, কিন্তু এই পরিবর্তন চাইনি', মুখ খুললেন অপর্ণা সেন

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 20 Jul 2023 11:48 PM
WB News Live: মণিপুরের ঘটনা নিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

মণিপুরের ঘটনা নিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রীর। 'মণিপুরের ঘটনা যে কোনও সভ্য সমাজের কাছে লজ্জার'। 'এই ঘটনা দেশবাসীর মাথা হেঁট করে দিয়েছে'। মণিপুরের ঘটনায় আমি ব্যথিত ও ক্ষুব্ধ, বার্তা মোদির। 'এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে', 'রেয়াত করা হবে না দোষীদের, আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে', মণিপুরের ঘটনায় প্রতিক্রিয়া নরেন্দ্র মোদির। মণিপুরের পাশাপাশি ছত্তীসগঢ়, রাজস্থানের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীদের বার্তা প্রধানমন্ত্রীর। নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, বার্তা প্রধানমন্ত্রীর। 

WB News Live Update: জয়ী প্রার্থীদের শংসাপত্র ৫ বছরের জন্য তাঁর কাছে জমা রাখার নির্দেশ তৃণমূল ব্লক সভাপতির

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ছায়া এবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। দলের জয়ী প্রার্থীদের শংসাপত্র ৫ বছরের জন্য তাঁর কাছে জমা রাখার নির্দেশ তৃণমূল ব্লক সভাপতির। ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে তৃণমূল নেতার এই বক্তব্য ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপির প্রশ্ন, দলবদল আটকাতেই কি তৃণমূলের এই অভিনব দাওয়াই? শাসক নেতার সাফাই, ব্যক্তি নয়, দল জিতেছে। জিতে যাতে কেউ নিজেকে কেউকেটা না ভাবেন, সেই প্রবণতা রুখতেই এই উদ্যোগ, যুক্তি আনিসুর রহমানের। 
 

WB News Live: পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস-মৃত্যুমিছিল, বিস্ফোরক অপর্ণা সেন

পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস-মৃত্যুমিছিল, বিস্ফোরক অপর্ণা সেন। ভোটে সন্ত্রাসের জন্য মমতাকেই দায়ী করে খোলা চিঠি অর্পণা সেনের। 'পরিবর্তন দরকার ছিল, কিন্তু তার বদলে এটা চাইনি'। ভোট সন্ত্রাসকে জল্লাদের উল্লাস মঞ্চ বলে তীব্র আক্রমণে অপর্ণা সেন। 'পঞ্চায়েত ভোট ঘিরে ৩৭ দিনে ৫২জন প্রাণ হারিয়েছেন, অনেকে নিখোঁজ'। 'এই অরাজকতার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের এবং মুখ্যমন্ত্রীর'। 'পুলিশ প্রশাসনের ওপর নির্ভর করে কেন্দ্রীয় বাহিনী ও কমিশনকে চলতে হয়'। 'বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দায়িত্ব কোনওভাবেই অস্বীকার করতে পারেন না'। ভোট সন্ত্রাসের জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করে খোলা চিঠি অর্পণা সেনের। 'বামেদের সরানো প্রয়োজন ছিল, কিন্তু এই পরিবর্তন চাইনি'। 'বাংলায় সব দলই দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতিগ্রস্ত নন, তাঁরা আসন পান না'। অন্ধকার ছাড়া কিছু দেখছি না, আক্ষেপ অপর্ণা সেনের। 

WB News Live Update: পঞ্চায়েতে সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শনে ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় দল

পঞ্চায়েতে সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শনে ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। মহিলা সাংসদদের পর রাজ্যে আসছে এবার তপশিলি জাতিভুক্ত ৫ বিজেপি সাংসদ। সাংসদদের নিয়ে দল গঠন করেছেন জে পি নাড্ডা। এলাকা পরিদর্শনের পর জে পি নাড্ডাকে রিপোর্ট জমা দেবে সাংসদদের দল। 

WB News Live: বাগুইআটির নারায়ণপুরে ভর সন্ধেয় শ্যুটআউট

বাগুইআটির নারায়ণপুরে ভর সন্ধেয় শ্যুটআউট, দুষ্কৃতীর মৃত্যু। 'দমদম জেল থেকে প্যারোলে ছাড়া পেয়ে এলাকায় আসতেই হামলা'। নারায়ণপুরে বাইকে করে এসে এলোপাথাড়ি গুলি, দুষ্কৃতীর মৃত্যু। অন্তত ৬ থেকে ৭ রাউন্ড গুলি চলে, খবর পুলিশ সূত্রে। প্যারোলে ছাড়া পেতেই যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত দুষ্কৃতীর উপর হামলা। 

WB News Live: একুশে জুলাইয়ের আগে বিস্ফোরক হুমায়ুন কবীর

একুশে জুলাইয়ের আগে বিস্ফোরক হুমায়ুন কবীর। ভোট সন্ত্রাস নিয়ে সরব ভরতপুরের তৃণমূল বিধায়ক। স্বীকৃতির অভাবে তৃণমূলকর্মীরা উৎসাহ হারাচ্ছেন, দাবি হুমায়ুন কবীরের। 

WB News Live: ভোট গণনার এক সপ্তাহ পার, এখনও জেলায় জেলায় ব্যালট পেপার উদ্ধার হচ্ছে বলে উঠছে অভিযোগ

ভোট গণনার এক সপ্তাহ পার। এখনও জেলায় জেলায় ব্যালট পেপার উদ্ধার হচ্ছে বলে অভিযোগ উঠছে। সিপিএমের ফেসবুক পোস্টে দাবি, বর্ধমানে গণনা কেন্দ্রের চত্বরেই পড়েছিল ব্যালট পেপার। আলিপুরদুয়ারে একই অভিযোগ তুলেছে বিজেপি। বিরোধীদের কাঠগড়ায় তৃণমূল। অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল।  

WB News Live: রাত পোহালেই ২১-এর মহাসমাবেশ, দূরের জেলা থেকে আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা

২১ জুলাইয়ের জন্য দূরের জেলা থেকে আসতে শুরু করেছেন তৃণমূল নেতা-কর্মীরা। কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে মালদা এবং মুর্শিদাবাদের তৃণমূল কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গতকাল এখানকার ব্যবস্থাপনা ঘুরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলেন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে। গীতাঞ্জলি স্টেডিয়ামে মেনুতে থাকছে সয়াবিনের তরকারি আর ডিম, ভাত। অন্যদিকে, সল্টলেকের সেন্ট্রাল পার্কে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর ও দার্জিলিঙের কর্মী-সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে আসা তৃণমূল কর্মী, সমর্থকদের ভিড় শিয়ালদা স্টেশনে। একের পর এক ট্রেনে কলকাতায় আসছেন তাঁরা। তৃণমূল কর্মী, সমর্থকদের আনতে ব্যবস্থা করা হয়েছে স্পেশাল ট্রেনের। স্টেশন থেকে নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থাও করা হয়েছে।

WB News Live: ২১ জুলাইয়ের সমাবেশের আগে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন সুকান্ত মজুমদার

'২১ জুলাইয়ের সমাবেশের পর গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়'। 'এবারও আমরা আশা করব, ওইরকম যদি কিছু হয়, ভালোই হবে'। 'রাজ্যপাল অনুমতি দিয়েছেন, এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু হবে'। 'এবার পার্থ চট্টোপাধ্যায়ের সাজা হবে, রাজনৈতিক জীবন থেকে তাঁর সন্ন্যাস হবে'। 'পার্থ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি হবে', দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 

WB News Live: তৃণমূলের ২১শে সমাবেশের আগের দিন সিবিআইকে চিঠি শুভেন্দুর

তৃণমূলের ২১শে সমাবেশের আগের দিন সিবিআইকে চিঠি শুভেন্দুর। সারদা তদন্ত নিয়ে সিবিআই ডিরেক্টরকে চিঠি শুভেন্দু অধিকারীর। সারদা তদন্ত কেন থমকে? দোষীদের ধরা হোক, আর্জি জানিয়ে চিঠি। অভিযোগের আঙুল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। কুণালের বক্তব্যকে হাতিয়ার করে সিবিআই ডিরেক্টরকে চিঠি বিরোধী দলনেতার। চিঠিতে রয়েছে মমতার ছবি বিক্রির প্রসঙ্গও। 

WB News Live: মণিপুরে অশান্তি নিয়ে সরব বিরোধীরা, পাল্টা বিজেপির হাতিয়ার বাংলার সন্ত্রাস

মণিপুরে অশান্তি নিয়ে সরব বিরোধীরা, পাল্টা বিজেপির হাতিয়ার বাংলার সন্ত্রাস। পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস, লোকসভার স্পিকারকে চিঠি দিলীপের। বাংলার ভোটে বেলাগাম সন্ত্রাসের প্রসঙ্গ লোকসভায় তুলতে চায় বিজেপি। ভোট ঘিরে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার অভিযোগ। ভোট-হিংসায় পঞ্চাশেরও বেশি মৃত্যুর কথা উল্লেখ করে স্পিকারকে চিঠি। লোকসভায় বাংলার হিংসার প্রসঙ্গ নিয়ে আলোচনা চেয়ে দিলীপ ঘোষের চিঠি। হিংসা ছাড়াও ভোট লুঠের অভিযোগেও লোকসভার স্পিকারের দৃষ্টি আকর্ষণ। 'কেন্দ্রীয় বাহিনীকে ঠিক মতো ব্যবহার করা হলে এত হিংসা হত না', কেন্দ্রীয় বাহিনীকে ইচ্ছে করে ব্যবহার না করার অভিযোগে চিঠি দিলীপের। বিরোধীদের উপর হামলা, বহু মানুষ ঘরছাড়া হওয়ার কথা উল্লেখ চিঠিতে। 

WB News Live: পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অপর্ণা সেনের

পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অপর্ণা সেনের। 'পঞ্চায়েত ভোট ঘিরে ৩৭ দিনে ৫২জন প্রাণ হারিয়েছেন, বহু মানুষ নিখোঁজ'। 'এই অরাজকতার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের এবং আপনার'। 'স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর নির্ভর করে কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে চলতে হয়'। 'পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দায়িত্ব আপনি কোনওভাবেই অস্বীকার করতে পারেন না', মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি অপর্ণা সেনের। 

WB News Live: ২১ জুলাইয়ের সভার জন্য তুলে নেওয়া হয়েছে প্রচুর সরকারি-বেসরকারি বাস, ভোগান্তি নিত্যযাত্রীদের

২১ জুলাইয়ের সভার জন্য তুলে নেওয়া হয়েছে প্রচুর সরকারি-বেসরকারি বাস। ফলে ভোগান্তি যাত্রীদের, হাওড়া স্টেশনে উধাও সরকারি বাস। অফিস টাইমে বাস পেতে নাজেহাল যাত্রীরা। বৃহত্তর স্বার্থে বাস নেওয়া হয়েছে, যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন সমবায়মন্ত্রী অরূপ রায়ের।

WB News Live Update: কাল ২১ জুলাই, ধর্মতলার সভামঞ্চ পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়

কাল ২১ জুলাই, ধর্মতলার সভামঞ্চ পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই 'শ্রদ্ধা দিবস' হিসেবে পালনের ডাক মময়া। রাস্তায় নামবে অতিরিক্ত ৫ হাজার পুলিশ। বিশেষ নজর থাকবে মেট্রোয়। বহুতলের ছাদ থেকে নজর চালাবে পুলিশ।  প্রস্তুত ৬ ক্যুইক রেসপন্স টিম। 

WB News Live: ২১ জুলাইয়ের দিনই তৃণমূল নেতাকে তলব এনআইএ-র

২১ জুলাইয়ের দিনই তৃণমূল নেতাকে তলব এনআইএ-র। ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে ফের তৃণমূল নেতা বলাইচরণ মাইতিকে এনআইএ-তলব। তৃণমূলের বিদায়ী পঞ্চায়েত সদস্য বলাইচরণ মাইতিকে কাল তলব এনআইএ-র। সুবীর মাইতি নামে আরও এক ব্যক্তিকে তলব এনআইএ-র। ১ ডিসেম্বর, ২০২২ : তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বিস্ফোরণ, মৃত্যু হয় ৩ জনের। 

WB News Live Update: নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি, নির্দেশ হাইকোর্টের

নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি, নির্দেশ হাইকোর্টের। সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। '২৪ জুলাই ইডি-কে সব নথি দিতে হবে'। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ মামলার শুনানি সোমবার বিকেল ৪.৩০। অভিষেকের আবেদনে দাবি করা হয় যেন তাঁর বিরুদ্ধে যেন কোনও ব্যবস্থা গ্রহণ করা না হয়। কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে অভিষেকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় আদালত। 

WB News Live:বাংলায় ভোট-সন্ত্রাস, দিল্লিতে প্রতিবাদ

বাংলায় ভোট-সন্ত্রাস, দিল্লিতে প্রতিবাদ। সংসদের ভবনের সামনে ধর্না বিজেপি সাংসদদের। তৃণমূলের বিরুদ্ধে স্লোগান বিজেপি সাংসদের 

WB News Live Update:একুশে জুলাইয়ের আগে বিস্ফোরক হুমায়ুন কবীর

একুশে জুলাইয়ের আগে বিস্ফোরক হুমায়ুন কবীর। ভোট সন্ত্রাস নিয়ে সরব ভরতপুরের তৃণমূল বিধায়ক । 'এত মানুষের মৃত্যুর জন্য দায়ী কমিশন ও পুলিশ। এবার জঘন্যতম পঞ্চায়েত নির্বাচন হয়েছে', বললেন বিধায়ক। 

WB News Live:হাইকোর্টে অস্বস্তি বাড়ল 'কালীঘাটের কাকু'র

হাইকোর্টে অস্বস্তি বাড়ল 'কালীঘাটের কাকু'র। 'সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে ইডি', অন্তর্বর্তী নির্দেশে জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ

WB News Live Update:২১ জুলাইয়ের জন্য দূরের জেলা থেকে আসতে শুরু করেছেন তৃণমূল নেতা-কর্মীরা

২১ জুলাইয়ের জন্য দূরের জেলা থেকে আসতে শুরু করেছেন তৃণমূল নেতা-কর্মীরা। কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে মালদা এবং মুর্শিদাবাদের তৃণমূল কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গতকাল এখানকার ব্যবস্থাপনা ঘুরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

WB News Live:পঞ্চায়েত ভোটে অশান্তি নিয়ে পুলিশকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক মন্তব্য় করলেন তৃণমূল বিধায়ক তাপস রায়

পঞ্চায়েত ভোটে অশান্তি নিয়ে পুলিশকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক মন্তব্য় করলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। শাসক বিধায়কের এই মন্তব্য়কে অবশ্য় আইওয়াশ বলেই মনে করছে বিরোধীরা। তাদের বক্তব্য়, একথা বলে আসলে পুলিশকেই বলির পাঁঠা করতে চাইছে তৃণমূল।

WB News Live Update:পঞ্চায়েত ভোটে তৃণমূল কর্মীদের মৃত্যু নিয়ে বিস্ফোরক মদন মিত্র

পঞ্চায়েত ভোটে তৃণমূল কর্মীদের মৃত্যু নিয়ে বিস্ফোরক মদন মিত্র। এবার সবথেকে বেশি মারা গেছে তৃণমূল কর্মী। ক্ষমতায় তৃণমূল। সরকার তৃণমূলের। পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র দফতর তৃণমূলের। তাহলে তৃণমূল মারা যায় কী করে?

WB News Live:স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের দক্ষিণ ডেভিসাবাদ গ্রামের ঘটনা

স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের দক্ষিণ ডেভিসাবাদ গ্রামের ঘটনা। বুধবার গভীর রাতেই এই খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

WB News Live Update:পঞ্চায়েত ভোট মিটতেই ফের বিদ্রোহী হুমায়ুন কবীর

পঞ্চায়েত ভোট মিটতেই ফের বিদ্রোহী হুমায়ুন কবীর। জয়ী নির্দল প্রার্থীদের নিয়ে নিজের বাড়িতে বৈঠক করে কার্যত রাজ্য নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। একই সঙ্গে দলের জেলা সভানেত্রীকে অপসারণের দাবিতে এখনও অনড় তিনি। কারও কোনও অধিকার নেই দলের ক্ষতি করার, নাম না করে হুমায়ুনকে পাল্টা আক্রমণ শাওনি সিংহ রায়ের। 

WB News Live:উত্তর ২৪ পরগনার কামারহাটিতে আক্রান্ত তৃণমূল কর্মী

উত্তর ২৪ পরগনার কামারহাটিতে আক্রান্ত তৃণমূল কর্মী। তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধেই তাঁকে পেটানোর অভিযোগ উঠেছে। গুলি করার চেষ্টা ও বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ

WB News Live Update:চাকরির বিক্রির টাকা কি 'কালীঘাটের কাকু'র নিয়ন্ত্রণে থাকা সংস্থার মাধ্যমে প্রোমোটিং ব্যবসায় লগ্নি করা হয়েছিল?

চাকরির বিক্রির টাকা কি 'কালীঘাটের কাকু'র নিয়ন্ত্রণে থাকা সংস্থার মাধ্যমে প্রোমোটিং ব্যবসায় লগ্নি করা হয়েছিল? ২টি নির্মাণ সংস্থার ৩টি অফিস আপার উড স্ট্রিট, এজেসি বোস রোড ও প্রিন্স আনোয়ার শাহ রোডে ১২ ঘণ্টার তল্লাশি ইডি-র

WB News Live:তথ্য ফাঁসের অভিযোগে নন্দীগ্রামে ভিলেজ পুলিশ গ্রেফতার

তথ্য ফাঁসের অভিযোগে নন্দীগ্রামে ভিলেজ পুলিশ গ্রেফতার। নন্দীগ্রামে ভিলেজ পুলিশ রাজীব গুড়িয়া গ্রেফতার 

WB News Live Update:২১ জুলাইয়ের জন্য দূরের জেলা থেকে আসতে শুরু করেছেন তৃণমূল নেতা-কর্মীরা

২১ জুলাইয়ের জন্য দূরের জেলা থেকে আসতে শুরু করেছেন তৃণমূল নেতা-কর্মীরা। কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে মালদা এবং মুর্শিদাবাদের তৃণমূল কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গতকাল এখানকার ব্যবস্থাপনা ঘুরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলেন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে। গীতাঞ্জলি স্টেডিয়ামে মেনুতে থাকছে সয়াবিনের তরকারি আর ডিম, ভাত। 

WB News Live:২১ জুলাই উপলক্ষ্যে তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি 

৫ হাজার পুলিশ মোতায়েন। থাকছে ৪৫টি সিসি ক্যামেরা। ২১ জুলাই উপলক্ষ্যে তুঙ্গে প্রস্তুতি 

WB News Live Update:ভোটসন্ত্রাস ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে পথে নেমে বাম-কংগ্রেসকে নিশানা করল বিজেপি নেতৃত্ব

ভোটসন্ত্রাস ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে পথে নেমে বাম-কংগ্রেসকে নিশানা করল বিজেপি নেতৃত্ব। জাতীয় স্তরে জোটের ছবি দেখেই কি আক্রমণের অভিমুখ বদল? প্রশ্ন তুলে খোঁচা দিয়েছে বাম-কংগ্রেস। এদিকে কেন্দ্রীয় স্তবে জোট হলেও রাজ্যে আকচাআকচি কমছে না। সৌগত রায়ের কটাক্ষে চাঁচাছোলা জবাব দিল বাম-কংগ্রেস।

WB News Live:নিউটাউনের জ্যাংড়া হাতিয়াড়া দু নম্বর পঞ্চায়েতে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছিল

নিউটাউনের জ্যাংড়া হাতিয়াড়া দু নম্বর পঞ্চায়েতে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছিল। কিন্তু তারপরও, একটি বুথে ভোট পড়ল ৯৫ শতাংশ! অভিযোগ উঠতেই কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রিপোর্ট তলব করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি, আইজি ও স্থানীয় বিডিওর। 

WB News Live Update:ভোটের ভাঙড়ে অশান্তির জন্য় পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লা!

ভোটের ভাঙড়ে অশান্তির জন্য় পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লা! তাঁর প্রশ্ন, ১৪৪ ধারা থাকা সত্ত্বেও কীভাবে ভাঙড়ে এখনও গুলি, বোমা চলছে? 

WB News Live:তথ্য ফাঁসের অভিযোগে নন্দীগ্রামে ভিলেজ পুলিশ গ্রেফতার

তথ্য ফাঁসের অভিযোগে নন্দীগ্রামে ভিলেজ পুলিশ গ্রেফতার। নন্দীগ্রামে ভিলেজ পুলিশ রাজীব গুড়িয়া গ্রেফতার। কুণালের হুঁশিয়ারির পরেই ভিলেজ পুলিশ গ্রেফতার

WB News Live Update:ব্যাঙ্ক জাতীয়করণ দিবসেই সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বার্থ সুরক্ষিত করতে পথ চলা শুরু করল 'ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ'

ব্যাঙ্ক জাতীয়করণ দিবসেই সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বার্থ সুরক্ষিত করতে পথ চলা শুরু করল 'ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ'। 

WB News Live:কালীঘাটের কাকুর নিয়ন্ত্রণে থাকা সংস্থার মাধ্যমেই কি নিয়োগ দুর্নীতির টাকা ঢুকেছিল প্রোমোটিং ব্যবসায়?

কালীঘাটের কাকুর নিয়ন্ত্রণে থাকা সংস্থার মাধ্যমেই কি নিয়োগ দুর্নীতির টাকা ঢুকেছিল প্রোমোটিং ব্যবসায়? তারই খোঁজে বুধবার কলকাতার ২টি নির্মাণ কারী সংস্থার, ৩টি অফিসে ম্যারাথন তল্লাশি চালাল ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রের দাবি, ২টি অফিস থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও নথি তাদের হাতে এসেছে। চার্জশিট দেওয়ার আগে এই সমস্ত তথ্য যাচাই করে নিতে চাইছেন ইডির আধিকারিকরা। 

WB News Live Update:পা যেন মাটিতে থাকে। পঞ্চায়েত ভোটে জয়ের পর প্রার্থীদের কড়া বার্তা দিলেন মন্ত্রী ও বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।

পা যেন মাটিতে থাকে। পঞ্চায়েত ভোটে জয়ের পর প্রার্থীদের কড়া বার্তা দিলেন মন্ত্রী ও বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। পদ আজ আছে, কাল নেই। একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিলেন মদন মিত্রও। 

WB News Live:ভোটসন্ত্রাস ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে পথে নেমে বাম-কংগ্রেসকে নিশানা করল বিজেপি নেতৃত্ব

ভোটসন্ত্রাস ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে পথে নেমে বাম-কংগ্রেসকে নিশানা করল বিজেপি নেতৃত্ব।

WB News Live Update:তৃণমূলের অন্দরে ২ হুমায়ুন কবীরকে নিয়ে ক্রমেই বাড়ছে অস্বস্তি।

তৃণমূলের অন্দরে ২ হুমায়ুন কবীরকে নিয়ে ক্রমেই বাড়ছে অস্বস্তি।

WB News Live:তথ্য ফাঁসের অভিযোগে নন্দীগ্রামে ভিলেজ পুলিশ গ্রেফতার

তথ্য ফাঁসের অভিযোগে নন্দীগ্রামে ভিলেজ পুলিশ গ্রেফতার। নন্দীগ্রামে ভিলেজ পুলিশ রাজীব গুড়িয়া গ্রেফতার 

প্রেক্ষাপট

২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসেই (Shahid Diwas) রাজ্যজুড়ে বিডিও অফিস ঘেরাওয়ের ডাক সুকান্তর (Sukanta Majumdar)।

সুকান্ত-শান্তনুদের সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারির পাল্টা মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

আগামী সপ্তাহে তৃণমূলের আরও একটি চুরি ফাঁস করব, হুঙ্কার শুভেন্দুর (Suvendu Adhikari)। ওঁর মুখে মানায় না, কটাক্ষ তৃণমূলের।

ভোট-সন্ত্রাসের অভিযোগে এবার রাজপথে বিজেপি। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে সুকান্ত-শুভেন্দু-দিলীপ। অনুমতি না দিলেও আটকাল না পুলিশ (Police)।

জিতেও স্বস্তি নেই শাসকদলের। দলবদল নয়, নন্দীগ্রামের খেদামবাড়িতে জয়ী পঞ্চায়েত সদস্যদের শপথবাক্য পাঠ করাল তৃণমূল। 

 হাতে ফুলের তোড়া, গলায় তৃণমূলের উত্তরীয়। ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য, রেজিস্ট্রার! বিতর্কের মুখে না জানার সাফাই।

২১ জুলাইয়ের জন্য দূরের জেলা থেকে আসা শুরু তৃণমূল নেতা-কর্মীদের। গীতাঞ্জলী স্টেডিয়াম থেকে সেন্ট্রাল পার্কে প্রস্তুতি খতিয়ে দেখলেন অভিষেক। 

সন্ত্রাস পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় বিজেপির কেন্দ্রীয় দলের পাল্টা মণিপুরে তৃণমূল। ত্রাণ শিবির পরিদর্শন। 


নির্মাণ সংস্থার মাধ্যমে বাজারে খেটেছে কালীঘাটের কাকুর টাকা। তথ্য পেয়ে ফের তল্লাশিতে ইডি। কলকাতার ৩ ঠিকানায় হানা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.