West Bengal News Live: একদিনে নতুন সংক্রমণ প্রায় আড়াই হাজার, রাজ্যে বাড়ছে কোভিড-উদ্বেগ

West Bengal Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Jul 2022 11:59 PM
WB News Live Updates: চপ শিল্প নিয়ে গবেষণা

গবেষণায় চপ শিল্প। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এই নিয়ে গবেষণা করেছেন মালদার গাজোলের এক ছাত্রী। গবেষণার বিষয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। চপ শিল্প গ্রামীণ অর্থনীতিতে প্রভাব ফেলেছে, দাবি অধ্যাপক ও গাইডের। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live Updates: হাইকোর্টের নির্দেশে ২০১৬-র এসএলএসটির পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ

হাইকোর্টের নির্দেশে ২০১৬-র এসএলএসটির পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ। নবম-দশমের পর একাদশ-দ্বাদশ, ২০১৬-র এসএলএসটির পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ
নম্বর বিভাজন-সহ একাদশ-দ্বাদশের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল এসএসসি। ওয়েটিং লিস্টের তালিকাও প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এখনও আপলোড হয়নি প্যানেলভুক্ত প্রার্থীদের আবেদনপত্র। কয়েকদিনের মধ্যেই আপলোড করার চেষ্টা চলছে, জানাল এসএসসি।

WB News Live Updates: স্বাস্থ্যদফতরের গাইডলাইন মেনে তৃণমূলের সভার নির্দেশ হাইকোর্টের

স্বাস্থ্য দফতরের গাইডলাইন মেনে তৃণমূলের সভার নির্দেশ হাইকোর্টের। ৩০ জুনের গাইডলাইন মেনে তৃণমূলের ২১শে সমাবেশের নির্দেশ।‘জমায়েত থেকে যেন সংক্রমণ না ছড়ায়, তার জন্য পদক্ষেপ নিতে হবে’, শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে তৃণমূলের সমাবেশ করার নির্দেশ হাইকোর্টের।

West Bengal News Live Updates: তুঙ্গে ২১ জুলাইয়ের প্রস্তুতি

আগামীকাল ২১ জুলাই। তার জন্য তুঙ্গে প্রস্তুতি কলকাতা জুড়ে। বিভিন্ন জায়গায় রয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। 

WB News Live Updates: গীতাঞ্জলী স্টেডিয়ামে রয়েছে তৃণমূল কর্মী-সমর্থকরা

গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকছেন দূরের জেলা থেকে আসা তৃণমূল কর্মী-সমর্থকরা। সেখানেই চলছে পাত পেড়ে খাওয়া-দাওয়া।

West Bengal News Live Updates: ২১ জুলাইয়ের সভা থেকে কী বার্তা মমতার?

তৃণমূলের তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর, ধর্মতলায় প্রথম একুশে জুলাইয়ের সমাবেশ। সেখান থেকে পঞ্চায়েত কিংবা লোকসভা ভোটের রণকৌশল নিয়ে কী বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ থেকে জ্বালানির চড়া দাম নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে কী আক্রমণ শানাবেন? 

WB News Live Updates: অনুমতির পরেও সভা না করার সিদ্ধান্ত বিজেপির

তৃণমূলের ২১শে জুলাইয়ের দিন, শর্তসাপেক্ষে উলুবেড়িয়ায় শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু, আদালতের অনুমতি পাওয়ার পরও, সভা না করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

West Bengal News Live Updates: তৃণমূলের শহিদ সমাবেশ ঘিরে চূড়ান্ত প্রস্তুতি

দু’বছর পর ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ। তার আগে চলছে চূড়ান্ত প্রস্তুতি। জেলা থেকে গতকালই দলে দলে আসতে শুরু করেছেন নেতা, কর্মী, সমর্থকরা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় দূরের জেলা থেকে আসা কর্মী, সমর্থকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।'

WB News Live Updates: দৈনিক কোভিড সংক্রমণে শীর্ষে কলকাতা

দৈনিক সংক্রমণে ফের শীর্ষে কলকাতা,তারপরেই উত্তর ২৪ পরগনা। দৈনিক সংক্রমণের ৩ নম্বরে বীরভূম, তারপরেই পঃ বর্ধমান।

West Bengal News Live Updates: সম্পত্তি বিবাদে 'খুন'

সম্পত্তি বিবাদের জেরে শ্বশুরকে পিটিয়ে মারার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। মোহনপুর থানায় অভিযোগ দায়ের।

WB News Live Updates: পোষ্ট অফিসে তালা মেরে বিক্ষোভ দেখায় গ্রাহকরা

পোস্ট অফিসের অ্যাকাউন্টে টাকা জমা দিলেও তা জমা পড়েনি। এ ভাবে গ্রাহকদের কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তুফানগঞ্জের বলরামপুর পোস্ট অফিসের পোস্টমাস্টার রাজীব ধরের বিরুদ্ধে। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত রাজিব ধর। সম্প্রতি ঘটনাটি নজরে আসায় মঙ্গলবার পোষ্ট অফিসে তালা মেরে বিক্ষোভ দেখায় গ্রাহকরা। 

West Bengal News Live Updates: হাইকোর্টের অনুমতির পরে সভা বাতিলের সিদ্ধান্ত নিল বিজেপি

হাইকোর্টের অনুমতির পরে সভা বাতিলের সিদ্ধান্ত নিল বিজেপি। ২১ জুলাই-এর উলুবেড়িয়ার সভা বাতিল ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। অনুমতি পেলেও, একাধিক অসুবিধের কারণ দেখিয়ে শুভেন্দুর সভা বাতিল করা হয়েছে। ২১-এর বদলে ২৭ জুলাই প্রতিবাদ সভার ডাক দিয়েছে শুভেন্দু অধিকারী আজই শর্তসাপেক্ষে কাল রাত ৮টায় উলুবেড়িয়ায় সভার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। 

WB News Live Updates: ফের আড়াই হাজার ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ফের আড়াই হাজার ছুঁইছুঁই। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ৪৫৫, মৃত্যু ৬ জনের।  রাজ্যে একদিনে করোনার পজিটিভিটি রেট ১৫ শতাংশ। 

West Bengal News Live Updates: অনুমতির পরেও উলুবেড়িয়ার সভা বাতিল বিজেপির

হাইকোর্টের অনুমতির পরেই পিছু হটল বিজেপি, উলুবেড়িয়ার সভা বাতিল। অনুমতি পেলেও, একাধিক অসুবিধের কারণ দেখিয়ে শুভেন্দুর সভা বাতিল। শর্তসাপেক্ষে কাল রাত ৮টায় উলুবেড়িয়ায় সভার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। ২৭ জুলাই প্রতিবাদ সভার ডাক শুভেন্দু অধিকারীর।

WB News Live Updates: ২১ জুলাইয়ের অনুষ্ঠানস্থল পরিদর্শনে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

'সবাইকে শান্ত ভাবে, সুন্দরভাবে সভাস্থলে আসতে বলব। জেলার নেতাদের অনুরোধ করে কোনও সমস্যা হলে দেখতে বলব। কালকে একটু ভিড় হবে, সবাইকে বলব ক্ষমা করে দেবেন।' বুধবার সভামঞ্চ পরিদর্শনে এসে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

West Bengal News Live Updates: সাগরে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ

দক্ষিণ ২৪ পরগনার সাগরে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ। বঙ্কিমনগরে বাঁধ পরিদর্শনে গেলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে ঘিরে বিক্ষোভ। অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান, কালো পতাকা।

WB News Live Updates: প্যাকেটজাত সামগ্রী থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে পথে বামেরা

প্যাকেটজাত সামগ্রী থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে পথে বামেরা। গড়িয়াহাট থেকে পার্ক সার্কাস পর্যন্ত বামেদের মিছিল।

West Bengal News Live Updates: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য স্যমন্তক দাসের ঝুলন্ত দেহ উদ্ধার

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের রহস্যমৃত্যু। সহ উপাচার্য স্যমন্তক দাসের ঝুলন্ত দেহ উদ্ধার, রিজেন্ট পার্কে সরকারি আবাসনের ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। সিলিং ফ্যানে ক্যারাটের বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার। পারিবারিক কোনও বিষয় নিয়ে ডিপ্রেশনে ছিলেন, দাবি পুলিশ সূত্রে
দুপুর ২.৩০: ফ্ল্যাটের দরজা ভেঙে দেহ উদ্ধার করল পুলিশ। একাই রিজেন্ট পার্কের ফ্ল্যাটে থাকতেন যাদবপুরের সহ উপাচার্য।

WB News Live Updates: আজ সন্ধে ৬টার মধ্যে সভাস্থল নিয়ে জানাতে হবে থানাকে

ধর্মতলায় তৃণমূলের ২১শে সভার দিনই উলুবেড়িয়ায় শুভেন্দুর সভার অনুমতি। আজ সন্ধে ৬টার মধ্যে সভাস্থল নিয়ে জানাতে হবে থানাকে, নির্দেশ হাইকোর্টের। উলুবেড়িয়ার সভাস্থলে ২০টি লাউড স্পিকার ব্যবহার করতে পারবে বিজেপি

West Bengal News Live Updates: ২১ জুলাইয়ের সভা ঘিরে চূড়ান্ত প্রস্ততি কলকাতায়

দু’বছর পর ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ।  তার আগে  চলছে চূড়ান্ত প্রস্তুতি। জেলা থেকে গতকালই দলে দলে আসতে শুরু করেছেন নেতা, কর্মী, সমর্থকরা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় দূরের জেলা থেকে আসা কর্মী, সমর্থকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ধর্মতলায় মঞ্চের সামনে রয়েছে পুলিশ পাহারা। চারদিকে লাগানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা।

WB News Live Updates: ২১ জুলাইয়ের দিনই উলুবেড়িয়ায় শুভেন্দুর সভা, অনুমতি হাইকোর্টের

ধর্মতলায় তৃণমূলের ২১শে সভার দিনই উলুবেড়িয়ায় শুভেন্দুর সভা। শর্তসাপেক্ষে উলুবেড়িয়ায় শুভেন্দুর সভার অনুমতি হাইকোর্টের। রাত ৮টা থেকে বিজেপির সভার অনুমতি দিল হাইকোর্ট। বিজেপি জেলা অফিস সংলগ্ন মনসাতলা মাঠে সভার অনুমতি হাইকোর্টের। নতুন জায়গায় বিজেপিকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট। কোনও প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না, নির্দেশ হাইকোর্টের

West Bengal News Live Updates: ২১ জুলাইয়ের সভায় যোগ দিচ্ছে অল ইন্ডিয়া মতুয়া সঙ্ঘ?

তৃণমূলের ২১ জুলাইয়ের সভায় যোগ দিচ্ছে অল ইন্ডিয়া মতুয়া সঙ্ঘ। বৃহস্পতিবারে সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি ওই সংগঠনের। আজ রাতেই বনগাঁ থেকে ট্রেনে রওনা দেবেন সদস্যরা, দাবি মমতাবালা ঠাকুরের। সারা ভারত মতুয়া সঙ্ঘের সঙ্ঘাধিপতি বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের পাল্টা দাবি, সাংগঠনিকভাবে কেউ আসছেন না, ব্যক্তিগতভাবে আসতে পারেন।

WB News Live Updates: চপ শিল্প নিয়ে গবেষণা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

চপ শিল্প নিয়ে গবেষণা করে সোশাল মিডিয়ায় ভাইরাল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। মালদার গাজোলের বাসিন্দা কণা সরকার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের স্নাতকোত্তরের পড়ুয়া। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রীর গবেষণার বিষয় ঠিক করে দিয়েছেন তাঁর গাইড অধ্যাপক তাপস পাল। অধ্যাপকের দাবি, ছাত্রীর গবেষণার বিষয় ছিল গ্রামীণ চপ শিল্প ও সংসার পরিচালনায় তার প্রভাব। যোগাযোগ করা হলেও, ফোন ধরেননি ওই ছাত্র। সমালোচনার জায়গা নেই, দাবি গাইড অধ্যাপকের।

West Bengal News Live Updates: সেতুতে ফাটল ঘিরে দুর্নীতির অভিযোগ বিরোধীদের

বুদবুদের বিলাসপুরে সেচ খালের ওপর সেতুটি ২২ লক্ষ টাকা খরচ করে সংস্কার করা হয়। ১৯টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের পানাগড় থেকে বর্ধমান যাওয়ার একমাত্র রাস্তা এই সেতু। সোমবার উদ্বোধন হওয়ার পর, গতকাল নতুন সেতুতে ফাটল দেখা দেয়। বিজেপির কটাক্ষ, সেতু সংস্কারের নামে সরকারি টাকা নয়ছয় হয়েছে। দুর্নীতির অভিযোগ অস্বীকার তৃণমূলের।

WB News Live Updates: চালু হওয়ার একদিনের মধ্যে সেতুতে ফাটল

চালু হওয়ার একদিনের মধ্যে পূর্ব বর্ধমানের বুদবুদে সেচ দফতরের সেতুতে ফাটল। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সেচ দফতরের আধিকারিকদের ঘিরে স্থানীয়দের বিক্ষোভ।

West Bengal News Live Updates: উত্তরাখন্ডের প্রধান বিচারপতির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক, গ্রেফতার বাংলার ছাত্র

উত্তরাখণ্ডের প্রধান বিচারপতির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক, বাংলায় গ্রেফতার এক ছাত্র। উত্তর ২৪ পরগনার মাটিয়ায় ছাত্রকে গ্রেফতার করল নৈনিতালের পুলিশ। বারবার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্টের অভিযোগে গ্রেফতার, অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে উত্তরাখণ্ড নিয়ে যাচ্ছে নৈনিতাল পুলিশ। 

WB News Live Updates: দুর্গাপুর মহকুমা হাসপাতালে শিশু চুরির অভিযোগ

দুর্গাপুর মহকুমা হাসপাতালে শিশু চুরির অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পরিবারেরই কেউ শিশুটিকে নিয়ে গেছে। যদিও, শিশুর পরিবারের দাবি, অভিযুক্ত মহিলাকে তাঁরা চিনতেন না।ঘটনার তদন্তে নেমেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা। 

West Bengal News Live Updates: হুগলির পাণ্ডুয়ার বেড়েলা গ্রামে আজও পৌঁছয়নি বিদ্যুৎ, অভিযোগ বাসিন্দাদের

হুগলির পাণ্ডুয়ার বেড়েলা গ্রামে এখনও পৌঁছয়নি বিদ্যুৎ। বহুবার দরবারের পরেও মেলেনি বিদ্যুৎ সংযোগ, অভিযোগ বাসিন্দাদের। ট্রান্সফর্মার বসানোর জন্য জমির অভাবেই আটকে কাজ, দাবি প্রশাসনের। একমাসের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ।

WB News Live Updates: বর্ধমানের কেন্দায় ইসিএল ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, তিন দিন ধরে নিখোঁজ ছিলেন

পশ্চিম বর্ধমানের কেন্দায় ইসিএল ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু। ৩ দিন ধরে নিখোঁজ থাকার পর আজ অফিস চত্বরেরই পরিত্যক্ত কুয়ো থেকে মৃতদেহ উদ্ধার হয়। কীভাবে মৃত্যু হল অন্ধপ্রদেশের বাসিন্দা ওই ইঞ্জিনিয়ারের? অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে অন্ডাল থানা।

West Bengal News Live Updates:জগদ্দলে জুটমিল শ্রমিককে খুনের ৪ দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত গণেশ

জগদ্দলে জুটমিল শ্রমিককে খুনের ৪ দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত গণেশ সাউ। পুলিশ সূত্রে খবর, গণেশের বিরুদ্ধে ৪টি খুনের মামলা রয়েছে। টাকার বিনিময়ে খুন করারও অভিযোগ রয়েছে। গতকাল মেঘনা মোড় থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ। এই নিয়ে জুটমিল শ্রমিককে খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৬।

WB News Live Updates: বন্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বনগাঁয়

বন্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বনগাঁয়। মৃত যুবকের নাম রাকেশ সাহা, বয়স ২৮ বছর। পরিবারের দাবি, বুধবার সকালে রাকেশকে ডাকাডাকি করলেও, সাড়া মেলেনি। এর পর ঘরের দরজা ভেঙে পরিবারের লোকেরা ভিতরে গিয়ে দেখেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে রাকেশের দেহ।  বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।  

West Bengal News Live Updates: সাগরে অগ্নিমিত্রা পালকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ, গো ব্যাক স্লোগান, কালো পতাকা

দক্ষিণ ২৪ পরগনার সাগরে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ। বঙ্কিমনগরে বাঁধ পরিদর্শনে গেলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে ঘিরে বিক্ষোভ। অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান, কালো পতাকা । বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে উত্তেজনা। 

WB News Live Updates: ভবানীপুরের একটি বাড়িতে আগুন, পুজো চলাকালীন মোমবাতির শিখা থেকে বিপত্তি

ভবানীপুরের রূপচাঁদ মুখার্জি লেনে বাড়িতে আগুন। স্থানীয় সূত্রে খবর, বেলা ১২টা নাগাদ দোতলা বাড়ির ছাদে পুজো চলাকালীন মোমবাতি থেকে আগুন ছড়ায়। দমকলের ৩টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

West Bengal News Live Updates: মদে বিষক্রিয়ার জেরে মৃত্যুর অভিযোগ, ঘুসুড়িতে মৃত বেড়ে ৭

বর্ধমানের ছায়া হাওড়ার ঘুসুড়িতে। ফের মদে বিষক্রিয়ার জেরে মৃত্যুর অভিযোগ। ঘুসুড়ির ধর্মতলা এলাকায় ৭ জনের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, মদে বিষক্রিয়ার জেরেই মৃত্যু। হাসপাতালে ভর্তি আরও কয়েকজন। সকালে মদের ঠেকে ভাঙচুর চালান স্থানীয়রা। তাঁদের অভিযোগ, মালিপাঁচঘড়া থানার পিছনে রেললাইনের ধারে নিয়মিত বসে দেশি মদের ঠেক। এলাকার একটি বাড়িতে মদ তৈরি হয়। পুলিশ সব জেনেও নিষ্ক্রিয় বলে অভিযোগ। থানায় জানানো সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি, দাবি বাড়ি মালিকের। 

WB News Live Updates: উজ্জ্বলা যোজনার গ্যাস কালোবাজারির অভিযোগ, বারাসতে গ্রেফতার ২

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কালোবাজারির অভিযোগ। উত্তর ২৪ পরগনার বারাসাত নবপল্লি এলাকা থেকে এক দোকান মালিক-সহ ২ জনকে গ্রেফতার করল বারাসাত পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। উদ্ধার হয়েছে উজ্জ্বলা যোজনার ১১টি গ্যাস সিলিন্ডার। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল অভিযান চালায় পুলিশ। অভিযোগ, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস বাণিজ্যিকভাবে হোটেল, রেস্তোরাঁয় বিক্রি করা হচ্ছিল। ৫ কেজির মিনি সিলিন্ডারে ভরেও বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। তদন্তে নেমে বারাসাতের দুটি নামী রেস্তোরাঁয় এ ধরনের গ্যাস ব্যবহার করা হচ্ছিল বলে পুলিশ জানতে পেরেছে। এই চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখা হচ্ছে। 

West Bengal News Live Updates: লালগোলা স্টেশনে ট্রেন ধরতে গিয়ে লাইনে পড়ে মৃত্যু এক ব্যক্তির

লালগোলা স্টেশনে ট্রেন ধরতে গিয়ে লাইনে পড়ে মৃত্যু এক ব্যক্তির। এক নম্বর রেললাইন হয়ে দুই নম্বরে যাচ্ছিলেন তিনি। সেই সময় দুই নম্বর থেকে ট্রেন ছেড়ে দেয়। চলন্ত ট্রেন ধরতে গিয়ে হাত ফস্কে পড়ে যান তিনি।একটি পা লাইনে পড়ে সঙ্গে সঙ্গে বাদ যায়। হাসপাতালে আনতে আনতে রক্তশূন্য হয়ে মারা যান জানা যায় তিনি। 

WB News Live Updates: চপ শিল্প নিয়ে গবেষণা করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

চপ শিল্প নিয়ে গবেষণা করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। মালদার গাজোলের বাসিন্দা কণা সরকার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের স্নাতকোত্তরের পড়ুয়া। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রীর গবেষণার বিষয় ঠিক করে দিয়েছেন তাঁর গাইড অধ্যাপক তাপস পাল। অধ্যাপকের দাবি, ছাত্রীর গবেষণার বিষয় ছিল গ্রামীণ চপ শিল্প ও সংসার পরিচালনায় তার প্রভাব। চপ শিল্প থেকে গ্রামের মহিলাদের একটা বড় অংশের রোজগার হয়, তাই সমালোচনার জায়গা নেই, দাবি অধ্যাপকের। বিষয়টা সোশাল মিডিয়ার মাধ্যমেই জেনেছেন বিশ্ববিদ্যালয়ের ডিন দীপককুমার রায়। 

West Bengal News Live Updates: অটোর সঙ্গে ট্র্যাক্টরের সংঘর্ষ, কেতুগ্রামে স্কুলে যাওয়ার পথে আহত ১০ জন পড়ুয়া

পূর্ব বর্ধমানের কেতুগ্রামে স্কুলে যাওয়ার পথে, অটোর সঙ্গে ট্র্যাক্টরের সংঘর্ষে আহত ১০ জন পড়ুয়া। ২ জনের আঘাত গুরুতর। সকাল সাড়ে ৭টা নাগাদ কেতুগ্রামের শিবলুনের কাছে রাজ্য সড়কে উল্টোদিক থেকে আসা ট্র্যাক্টরে ধাক্কা মারে অটো। রাস্তায় ছিটকে পড়ে অটোতে থাকা পড়ুয়ারা। স্থানীয়রাই উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে একজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

WB News Live Updates: চালু হওয়ার একদিনের মধ্যে পূর্ব বর্ধমানের বুদবুদে সেচ দফতরের সেতুতে ফাটল

চালু হওয়ার একদিনের মধ্যে পূর্ব বর্ধমানের বুদবুদে সেচ দফতরের সেতুতে ফাটল। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সেচ দফতরের আধিকারিকদের ঘিরে স্থানীয়দের বিক্ষোভ। বুদবুদের বিলাসপুরে সেচ খালের ওপর সেতুটি ২২ লক্ষ টাকা খরচ করে সংস্কার করা হয়। ১৯টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের পানাগড় থেকে বর্ধমান যাওয়ার একমাত্র রাস্তা এই সেতু। সোমবার উদ্বোধন হওয়ার পর, গতকাল নতুন সেতুতে ফাটল দেখা দেয়। বিজেপির কটাক্ষ, সেতু সংস্কারের নামে সরকারি টাকা নয়ছয় হয়েছে। দুর্নীতির অভিযোগ অস্বীকার তৃণমূলের। 

West Bengal News Live Updates: ২১ জুলাই উলুবেড়িয়া চলো কর্মসূচির প্রচার শুরু করল বিজেপি

হাইকোর্টে অনুমতি-জট কাটার আগেই, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ২১ জুলাই উলুবেড়িয়া চলো কর্মসূচির প্রচার শুরু করল বিজেপি। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের টেঙ্গুয়া ও ২ নম্বর ব্লকের রেয়াপাড়ায় নন্দীগ্রাম-চণ্ডীপুর রাজ্য সড়কের ওপর এদিন দেখা গেল প্রচার তোরণ। গতকাল সভার অনুমতি-মামলায় একগুচ্ছ প্রশ্ন তোলে হাইকোর্ট। এর মধ্যেই বিজেপির প্রচার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আদালতে মামলা বিচারাধীন হওয়া সত্ত্বেও কর্মসূচিতে অনড় গেরুয়া শিবির। জনমানসে বিভ্রান্তি তৈরির চেষ্টা বিজেপির, পাল্টা দাবি তৃণমূলের।

WB News Live Updates: ২১ জুলাইয়ের সমর্থনে, ক্যানিংয়ে তৃণমূলের মহামিছিল

২১ জুলাইয়ের সমর্থনে, ক্যানিংয়ে তৃণমূলের মহামিছিল। নেতৃত্বে ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। ক্যানিং ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন জীবনতলার সদানন্দের মোড় থেকে শুরু হয় মিছিল। প্রায় ৫ কিলোমিটার পথ পেরিয়ে শেষ হয় জীবনতলা বাজারে। মিছিলে অংশ নেন কয়েকহাজার তৃণমূল কর্মী, সমর্থক। 

West Bengal News Live Updates: দৈর্ঘ্যে ৮০ ফুট, প্রস্থে ৪৬ ফুট, মঞ্চের একদম সামনের পোডিয়ামে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী

দৈর্ঘ্যে ৮০ ফুট, প্রস্থে ৪৬ ফুট। স্ত্রিস্তরীয় মঞ্চে একসঙ্গে প্রায় ৫০০ জনের বসার ব্যবস্থা। মঞ্চের একদম সামনের পোডিয়ামে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী।

WB News Live Updates: রাত পোহালেই ২১ জুলাই, ভিড় উপচে পড়ছে শহরে

জেলা থেকে দলে দলে আসতে শুরু করেছেন নেতা, কর্মী, সমর্থকরা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় দূরের জেলা থেকে আসা কর্মী, সমর্থকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ধর্মতলায় মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। মঞ্চের সামনে রয়েছে পুলিশ পাহারা। চারদিকে লাগানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা।

West Bengal News Live Updates: রায়গঞ্জে যাত্রী নিয়ে জাতীয় সড়কের ধারে কারখানায় ঢুকে পড়ল বাস

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে যাত্রী নিয়ে জাতীয় সড়কের ধারে কারখানায় ঢুকে পড়ল বাস। এক মহিলা বাসযাত্রীর মৃত্যু হয়েছে। আহত ২০ জনেরও বেশি। সকাল ৬টা নাগাদ রায়গঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘুঘুডাঙা মোড়ে দুর্ঘটনা ঘটে। কলকাতা থেকে শিলিগুড়িগামী বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

WB News Live Updates: ভারতে চিকিত্‍সক হওয়া সবথেকে শক্ত কাজ, বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

ভারতে চিকিত্‍সক হওয়া সবথেকে শক্ত কাজ। তার একটা কারণ অবশ্যই দারিদ্র। বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। নোবেলজয়ীর হাত দিয়েই আজ বই আকারে প্রকাশিত হল শতাধিক বাঙালি চিকিত্‍সকের মলাটবন্দি  জীবনালেখ্য। 

West Bengal News Live Updates: মমতার বাড়িতে অনুপ্রবেশের জের, নিরাপত্তার ঘেরাটোপে ধর্মতলা

মমতার বাড়িতে অনুপ্রবেশের জের। নিরাপত্তার ঘেরাটোপে ধর্মতলা। প্রতি জোনের দায়িত্বে ডেপুটি কমিশনার। ছাদ থেকে চলবে নজরদারি।

WB News Live Updates: ঘুসুড়িতে ৬ জনের রহস্যমৃত্যু, পরিবারের দাবি, বিষক্রিয়ায় মৃত্যু

বর্ধমানের ছায়া হাওড়ার ঘুসুড়িতে। ৬ জনের রহস্যমৃত্যু। পরিবারের দাবি, মদে বিষক্রিয়ার জেরে মৃত্যু হয়েছে। 

West Bengal News Live Updates: ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ, দলে দলে আসতে শুরু করেছেন নেতা, কর্মী, সমর্থকরা

দু’বছর পর ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ।  তার আগে  চলছে চূড়ান্ত প্রস্তুতি। জেলা থেকে গতকালই দলে দলে আসতে শুরু করেছেন নেতা, কর্মী, সমর্থকরা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় দূরের জেলা থেকে আসা কর্মী, সমর্থকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ধর্মতলায় মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। মঞ্চের সামনে রয়েছে পুলিশ পাহারা। চারদিকে লাগানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা।

WB News Live Updates: উজ্জ্বলা প্রকল্পের গ্যাস সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডার রিফিল করার অভিযোগ, গ্রেফতার ২

উজ্জ্বলা প্রকল্পের গ্যাস সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডার রিফিল করার অভিযোগ। ২জনকে গ্রেফতার করল বারাসাত পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। মঙ্গলবার, গোপন সূত্রে খবর পেয়ে, বারাসাত নবপল্লী এলাকার একটি দোকান থেকে ১১টি ডোমেস্টিক সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে।

West Bengal News Live Updates: তৃণমূলের সমাবেশ ঘিরে ব্যাপক ভিড়-যানজটের আশঙ্কা

তৃণমূলের সমাবেশ ঘিরে ব্যাপক ভিড়-যানজটের আশঙ্কা। বৃহস্পতিবার ভোর থেকে রাত ৯টা পর্যন্ত একাধিক রাস্তাকে ওয়ানওয়ে করল পুলিশ। 

WB News Live Updates: টেট-দুর্নীতি মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সম্পত্তির হলফনামা আজ

টেট-দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে তাঁর সম্পত্তির তথ্য আজ সকাল সাড়ে ১০টার মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে। নির্দেশ কলকাতা হাইকোর্টের। আজকের মধ্যে মানিক ভট্টাচার্যের পরিবারের সদস্যদেরও সম্পত্তির তথ্য হলফনামা দিয়ে জানাতে নির্দেশ। 

West Bengal News Live Updates: আগামীকাল তৃণমূলের ২১ জুলাই সমাবেশ, তার আগে চূড়ান্ত প্রস্তুতি

আগামীকাল তৃণমূলের ২১ জুলাই সমাবেশ। তার আগে চূড়ান্ত প্রস্তুতি। জেলা থেকে গতকালই দলে দলে আসতে শুরু করেছেন কর্মী-সমর্থকরা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ একাধিক জায়গায় দূরের জেলা থেকে আসা কর্মী-সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ধর্মতলায় মঞ্চ প্রস্তুত। মঞ্চের সামনে রয়েছে পুলিশ পাহারা। চারদিকে লাগানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা।

WB News Live Updates: কড়া গাইডলাইন মেনে হোক ২১শে জুলাইয়ের সভা, জনস্বার্থ মামলায় আজ রায়দানের সম্ভাবনা

গত দু’বারের মতো এবারও ভার্চুয়ালি অথবা কড়া গাইডলাইন মেনে হোক ২১শে জুলাইয়ের সভা। হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আজ রায়দানের সম্ভাবনা।

West Bengal News Live Updates: ২১ জুলাইয়ের মঞ্চেই কি প্রত্যাবর্তন শোভন-বৈশাখীর! তুঙ্গে জল্পনা

নবান্নের ১৪ তলায় এক ঘণ্টা উভয়পক্ষের বৈঠক হয়। সেদিনই জল্পনা জোরাল হয়েছিল শোভন চট্টেপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলে ফিরতে চলেছেন? ২১ জুলাইয়ের মঞ্চেই কি সেই প্রত্যাবর্তন হবে? তুঙ্গে জল্পনা। 

WB News Live Updates: ২৮ জুলাই কালী পুজো করার সিদ্ধান্ত বিজেপি-র, খোঁজ নিলেন মোদিও!

কালী নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্য ঘিরে বিতর্কের মধ্যেই, ২৮ জুলাই কালী পুজো করার সিদ্ধান্ত নিল বিজেপি। মহিলা মোর্চার উদ্যোগে দলের রাজ্য সদর দফতর মুরলিধর সেন লেনের বাইরেই হবে এই পুজো। প্রসঙ্গত সোমবারই, বাংলার কালী পুজো নিয়ে, সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের থেকে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

West Bengal News Live Updates: বিডন স্ট্রিটে অ্যাপ ক্যাব মালিকের অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

বিডন স্ট্রিটে অ্যাপ ক্যাব মালিকের অস্বাভাবিক মৃত্যু। বহুতলের ভাড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, বিহারের বাসিন্দা ওই ক্যাব মালিক বহুতলের একতলার ফ্ল্যাটে একাই থাকতেন। কী কারণে মৃত্যু? খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Updates: আত্মজীবনীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা লিখেছিলেন মার্গারেট আলভা, সামনে এল তথ্য

উপ রাষ্ট্রপতি নির্বাচনে, ১৭টি বিরোধী দলের প্রার্থী, মার্গারেট আলভাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সমর্থন করবে কিনা, তা জানা যাবে ২১ জুলাই। এই প্রেক্ষাপটে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মার্গারেট আলভার আত্মজীবনী। যেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা লিখেছিলেন।

West Bengal News Live Updates: জগদীপ ধনকড় মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান, বললেন কুণাল

"ধনকড় মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান। আমাদের বলেছিলেন, ভিপি সিংহের সরকারের সময় সিপিএম বারণ করেছিল। তাতেও শুনিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন জখম হলেন তখন দেখতে গিয়েছিলাম। আবার বলেছিলেন, ব্যক্তিগত পরিসরে মমতা বন্দ্যোপাধ্যায় খুব আন্তরিক। কিন্তু প্রশাসনিক কাজে আমার কথা শোনেন না," বললেন কুণাল ঘোষ।

প্রেক্ষাপট

কলকাতা: করোনা কালে ২ বছর পরে তৃণমূলের ২১ জুলাই (21 July)। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কর্মীদের থাকার ব্যবস্থা থেকে ধর্মতলার মঞ্চ-প্রস্তুতি খতিয়ে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 


মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে অনুপ্রবেশের জের। ধর্মতলার মঞ্চের সুরক্ষায় আরও কড়াকড়ি। প্রবেশের জন্য আলাদা গেট। ৫টি জায়গায় ছাদ থেকে নজরদারি। 


তৃণমূলের (TMC) সমাবেশ ঘিরে ব্যাপক ভিড়-যানজটের আশঙ্কা। বৃহস্পতিবার ভোর থেকে রাত ৯টা পর্যন্ত একাধিক রাস্তাকে ওয়ানওয়ে করল পুলিশ। 


তৃণূমূলের ২১ জুলাইয়ের সভা ভরাতে মাঠে নেমে পড়েছে পুলিশ-প্রশাসন। দত্তপুকুরে গিয়ে অভিযোগ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। শুধুই কুৎসার রাজনীতি, পাল্টা কুণাল।


২১ জুলাই-ই কেন সভা? পরের দিন করলে কি অসুবিধে? তৃণমূলের সমাবেশের দিনই উলুবেড়িয়ায় কর্মসূচি নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে বিজেপি।


তৃণমূলের সমাবেশের দিনই কর্মসূচি। প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজের প্রচারের ব্যাখ্যা বিজেপির। অন্যদিনও তো করা যায়, মন্তব্য হাইকোর্টের। 


উপেন বিশ্বাস বর্ণিত বাগদার রঞ্জন ওরফে চন্দনকে হাইকোর্টে তলব। রঞ্জন কি বাংলাদেশে? বাগদা কি স্কটল্যান্ডে? প্রশ্ন আদালতের। শুক্রবার হাজিরার নির্দেশ। 


 আজ সকালের মধ্যে সম্পত্তি নিয়ে হলফনামা দিতে হবে অপসারিত পর্ষদ সভাপতিকে। নির্দেশ হাইকোর্টের। সিঙ্গল বেঞ্চের নির্দেশ অমান্য নিয়ে প্রশ্ন 


মেডিক্যাল বোর্ড বলছে অসুস্থ, তারপরেও রুল! শিক্ষক বদলি মামলায় এসএসসিকে ভর্ত্‍‍সনা হাইকোর্টের। সুপারিশপত্র না দিলে শোকজের হুঁশিয়ারি।


বাংলার কালীপুজো নিয়ে মোদি খোঁজ নিতেই সক্রিয় বিজেপি। চলতি মাসেই মুরলীধর সেন লেনে কালীপুজোর প্রস্তুতি। আয়োজক মহিলা মোর্চা। 


নাড্ডার কড়া বার্তার পরেও বাংলা-ভাগের দাবিতে অনড় কার্শিয়ঙের বিজেপি বিধায়ক। ব্যক্তিগত মত বলে এড়ালেন রাহুল। 


কয়লাপাচারকাণ্ডে সিবিআইয়ের প্রথম চার্জশিট। লালা, ইসিএলের ৮ কর্তা-সহ চার্জশিটে ৩১জনের নাম। একাধিক ধারায় যুক্ত করা হল ২২টি সংস্থাকে।


কলকাতা পুলিশে ব্যক্তিগত ফোন ব্যবহারে আরও কড়াকড়ি। জরুরি প্রয়োজন ছাড়া ব্যবহার করা যাবে না ফোন, জানিয়ে দিলেন কমিশনার। 
ফোনে আরও কড়াকড়ি


রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। একদিনে ২ হাজার ২৪৩জন সংক্রমিত। ৬জনের মৃত্যু। দৈনিক সংক্রমণে শীর্ষে উঃ ২৪ পরগনা। 


ডলারের দামে সর্বকালীন রেকর্ড। ছাড়াল ৮০ টাকা। আমদানি করা অপরিশোধিত তেলের দাম আরও বাড়ার আশঙ্কা। মুদ্রাস্ফীতিরও আরও শঙ্কা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.