West Bengal News Live: জেলাপ্রতি মাত্র ১ কোম্পানি! বাহিনীর নামে প্রহসন? কমিশনের মুখে কুলুপ

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 20 Jun 2023 11:51 PM
West Bengal News LIVE Updates: তুঙ্গে 'বাহিনী' তরজা

পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর হাইকোর্টের নির্দেশ চ্য়ালেঞ্জ মামলায় মঙ্গলবারই সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য় সরকার ও রাজ্য় নির্বাচন কমিশন। আর এদিনই পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সিপিএমের মহিলা প্রার্থীকে মনোনয়ন প্রত্য়াহারে বিডিও অফিসে নিয়ে যেতে টানাটানির অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। যা ঘিরে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা।  

West Bengal News LIVE Updates:প্রার্থী পদ নিয়ে দলের অন্দরেই ক্ষোভ

প্রার্থী পদ নিয়ে দলের অন্দরেই ক্ষোভ। চোখের জলে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন মুর্শিদাবাদের নওদার তৃণমূল বিধায়কের মেয়ে। এদিকে, কাটোয়ায় গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। একই দিনে বীরভূমের দুবরাজপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে তৃণমূলে যোগ দিলেন বিজেপি প্রার্থী।

West Bengal News LIVE Updates: রাজ্যপালের পদটা পদ্মপাল নয়, মন্তব্য মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও ধুমধামের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস পালন রাজভবনে। এটা গোটা বাংলাকে অপমান, ধিক্কার জানাই, মন্তব্য মুখ্যমন্ত্রীর। 'বাম আমলেও হয়নি, কংগ্রেস আমলেও হয়নি, বিজেপি বললেই হবে না কি', রাজ্যপালের পদটা পদ্মপাল নয়, মন্তব্য মুখ্যমন্ত্রীর।  মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও ধুমধামের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস পালন রাজভবনে। বিধানসভা থেকে মিছিল শুভেন্দুদের, প্রতিবাদে পথে তৃণমূল কংগ্রেস। 

WB LIVE News Updates: স্ট্রোক আক্রান্তদের পাশে

স্ট্রোক আক্রান্তদের জন্য বিশেষ উদ্যোগ বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সের। রোগীদের চিকিৎসা ও নিয়মিত চেকআপের জন্য কলকাতা পুলিশ হাসপাতালে চালু হল ইনডোর ও আউটডোর ইউনিট। জেলার মেডিক্যাল কলেজ থেকে স্ট্রোক আক্রান্তদের অযথা রেফার নিয়ন্ত্রণ করলে, অনেক প্রাণ বাঁচানো সম্ভব। মত স্বাস্থ্য অধিকর্তার।

West Bengal News LIVE Updates: দুবরাজপুরে তৃণমূলে যোগ দিলেন বিজেপি প্রার্থী লক্ষ্মী মুর্মু

একদিকে যখন তৃণমূলে ছেড়ে বিজেপিতে যোগদানের ছবি। অন্যদিকে, তখন দলবদল করলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ১৭ নম্বর আসন থেকে জয়ী বিজেপি প্রার্থী লক্ষ্মী মুর্মু ।

WB LIVE News Updates: বড়িশায় ৩০৫ বছরের রথযাত্রা

৩০৫ বছরে পা দিল বড়িশা সর্ব্বজনীন রথযাত্রা উৎসব। প্রতিবারের মতো এবারও লোকারণ্য ধুমধামে টানা হল রথ। রথযাত্রা উপলক্ষে মেলা চলবে ৭দিন।

West Bengal News LIVE Updates: রথযাত্রায় বুকিং শুরু হল যাত্রাপালার

রথযাত্রায় বুকিং শুরু হল যাত্রাপালার। আশাবাদী অভিনেতা থেকে পরিচালক, প্রযোজকরা। ২ দিনের যাত্রা উৎসব বারাসাতে নয়, তিন দিনের উৎসব হোক রবীন্দ্রসদনে, মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে প্রস্তাব, জানালেন দুই মন্ত্রী।

WB LIVE News Updates: পঞ্চায়েত ভোটের টিকিট পাওয়া নিয়ে দিকে দিকে তৃণমূলের ক্ষোভ

পঞ্চায়েত ভোটের টিকিট পাওয়া নিয়ে দিকে দিকে তৃণমূলের ক্ষোভ। মালদার হরিশ্চন্দ্রপুরে পথে নামলেন তৃণমূল কর্মীদের একাংশ। রাস্তায় আগুন জ্বেলে চলল প্রতিবাদ কর্মসূচি। অন্য়দিকে, গাজোলেও পঞ্চায়েত ভোটের টিকিট পাওয়াকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে যুব তৃণমূলের বিরোধ চরমে।

West Bengal News LIVE Updates: কেষ্টপুরে মা-মেয়ের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৫

কেষ্টপুরে মা-মেয়ের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৫। নেপথ্যে বিধাননগর পুরসভার মিউটেশনের দাদাল চক্র? তদন্তে পুলিশ। 

WB LIVE News Updates: বীরভূমে ভোটের আগেই একাধিক পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল করেছে তৃণমূল

বীরভূমে ভোটের আগেই একাধিক পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল করেছে তৃণমূল। সেই প্রেক্ষাপটেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ৫০টি পরিবার। তাদের হাতে দলীয় পতকা তুলে দিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা।

West Bengal News LIVE Updates: সিপিএম প্রার্থীর বাড়ি, দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

মনোনয়ন প্রত্যাহারে চাপ, রাজি না হওয়ায় ভাঙড় ২ নম্বর ব্লকের বেওতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে সিপিএম প্রার্থীর বাড়ি, দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কাঁঠালবেড়িয়া গ্রাম সংসদে সিপিএমের প্রার্থী হয়েছেন সন্ন্যাসী মণ্ডল। অভিযোগ, তৃণমূলের চাপের মুখেও মনোনয়ন প্রত্যাহার না করায় গতকাল সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। পরিবারের দাবি, আতঙ্কে ঘরছাড়া বাম প্রার্থী। হামলা-যোগ অস্বীকার তৃণমূলের।

WB LIVE News Updates: প্রতি জেলায় মাত্র ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্ত কমিশনের!

সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েও ভাঙল না ঘুম! প্রতি জেলায় মাত্র ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্ত কমিশনের! সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করার নির্দেশ আদালতের। অথচ প্রতি জেলায় মাত্র ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের। রাজ্য পুলিশের পাশাপাশি রাজ্যের বিশেষ বাহিনী ব্যবহার করা হবে ভোটে

West Bengal News LIVE Updates: ফের মনোনয়ন প্রত্যাহারে সাদা থান-সন্ত্রাস!

ফের মনোনয়ন প্রত্যাহারে সাদা থান-সন্ত্রাস! জয়নগরের পর এবার কাঁথি, ফের সাদা থান-সন্ত্রাস! কাঁথিতে বিজেপি প্রার্থীর বাড়িতে পাঠানো হল সাদা থান। সাদা থানের সঙ্গে মনোনয়ন প্রত্যাহারের হুমকি দিয়ে চিরকুট! তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন প্রত্যাহারে অভিযোগ বিজেপির। দলের কোনও যোগ নেই, পাল্টা দাবি তৃণমূলের

WB LIVE News Updates: মনোনয়ন তুলতে বাইক বাহিনীর দাপাদাপি! তাড়া করলেন সুকান্ত

মনোনয়ন তুলতে বাইক বাহিনীর দাপাদাপি! তাড়া করলেন সুকান্ত। গঙ্গারামপুরে বিজেপি প্রার্থীর মনোনয়ন তুলতে হুমকি। তাড়া করলেন সুকান্ত, বাইক-গাড়ি ফেলেই দুষ্কৃতীরা চম্পট! তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে হুমকির অভিযোগ

West Bengal News LIVE Updates: চোপড়ায় ৮টি গ্রাম পঞ্চায়েতের ২১৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

চোপড়ায় ৮টি গ্রাম পঞ্চায়েতের ২১৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। ২১৭টি আসনের মধ্যে মাত্র ২টিতে প্রার্থী দিয়েছিল নির্দল, তাও প্রত্যাহার । ভোটের আগেই চোপড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রাম পঞ্চায়েতের ২১৭টি আসনে জয় তৃণমূলের। চোপড়ায় পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের মধ্যে একটিতেও প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। চোপড়ায় পঞ্চায়েত সমিতির ২৪টি আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস। চোপড়া পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদের ৩টি আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

WB LIVE News Updates: হঠাৎ রাজভবনে সৌরভ গঙ্গোপাধ্যায়

হঠাৎ রাজভবনে সৌরভ গঙ্গোপাধ্যায়। বিকেল ৫টা নাগাদ রাজভবনে যান সৌরভ। কেন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ? কারণ নিয়ে ধোঁয়াশা

West Bengal News LIVE Updates: ডালখোলায় বড় দুর্ঘটনা থেকে লোহিত এক্সপ্রেসের রক্ষা

ডালখোলায় বড় দুর্ঘটনা থেকে লোহিত এক্সপ্রেসের রক্ষা। ডালখোলা স্টেশনে পৌঁছনোর আগেই বিচ্ছিন্ন ৫টি বগি । গুয়াহাটি থেকে জম্মু-তাওয়াই যাচ্ছিল লোহিত এক্সপ্রেস 

WB LIVE News Updates: কোর্টে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান শিয়ালদা কোর্টের আইনজীবী

কোর্টে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান শিয়ালদা কোর্টের আইনজীবী পার্থ সাহা। তাঁর স্ত্রী 
অভিযোগ করছেন, ৯ মাস পর ডেকে পাঠিয়ে পোশাক, হাড়-খুলি দেখিয়ে দেহ শনাক্ত করতে বলে চিৎপুর থানার পুলিশ। এভাবে দেহ শনাক্তকরণে নারাজ নিখোঁজ আইনজীবীর স্ত্রী। 

West Bengal News LIVE Updates: ভোটের আগেই সন্ত্রাস, হাইকোর্টেও ধাক্কা রাজ্যের

ভোটের আগেই সন্ত্রাস, হাইকোর্টেও ধাক্কা রাজ্যের। হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ। 'ভাঙড়, কাশীপুর, হাড়োয়া, বসিরহাট নিয়ে কোর্টের নির্দেশের পরও মনোনয়নের ব্যবস্থা করতে ব্যর্থ পুলিশ', পর্যবেক্ষণ বিচারপতি রাজাশেখর মান্থার  

WB LIVE News Updates: ভোটের আগেই সন্ত্রাস, ফের রাজ্যপালের ভূমিকায় প্রশ্ন শুভেন্দুর

ভোটের আগেই সন্ত্রাস, ফের রাজ্যপালের ভূমিকায় প্রশ্ন শুভেন্দুর। 'রাজ্যপাল অনেক আগেই সমস্যার সমাধান করতে পারতেন। রাজীব সিন্হার নামে সিলমোহর দেওয়াতেই সমস্যা তৈরি হয়েছে। রাজীব সিন্হাকে রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করার জন্যই এই মৃত্যু-মিছিল। রাজীব সিন্হার নিয়োগ নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা করতে পারতেন রাজ্যপাল', মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

West Bengal News LIVE Updates: সিপিএম প্রার্থীর মনোনয়ন তুলতে তৃণমূলের চাপ, দোসর পুলিশ?

সিপিএম প্রার্থীর মনোনয়ন তুলতে তৃণমূলের চাপ, দোসর পুলিশ? মনোনয়ন প্রত্যাহারে চাপ, দাসপুরে রুখে দাঁড়াল সিপিএম । পশ্চিম মেদিনীপুরের 'নাড়াজোলে হুমকি দিয়ে সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে চাপ'। সিপিএম প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে 'সক্রিয় ভূমিকা' পুলিশেরও! বিডিও অফিসের সামনে সিপিএমের প্রতিরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

WB LIVE News Updates: ভোটের আগেই বীরভূমে ৫ পঞ্চায়েত সমিতি দখল তৃণমূলের

ভোটের আগেই বীরভূমে ৫ পঞ্চায়েত সমিতি দখল তৃণমূলের। নানুর, লাভপুর, বোলপুর, ইলামবাজার, সিউড়ি ২ নম্বর পঞ্চায়েত সমিতি দখল তৃণমূলের। ৫টি পঞ্চায়েত সমিতিতেই বিরোধীরা প্রার্থী দিলেও পরে প্রত্যাহার। নানুর, লাভপুর, বোলপুর, ইলামবাজার, সিউড়ি ২ নম্বর পঞ্চায়েত সমিতি দখল তৃণমূলের

West Bengal News LIVE Updates: প্রতি জেলার জন্য সম্ভবত ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইতে চলেছে কমিশন

সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরে অবশেষে বাহিনী নিয়ে ঘুম ভাঙল কমিশনের । প্রতি জেলার জন্য সম্ভবত ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইতে চলেছে কমিশন । উত্তেজনাপ্রবণ-অতি সংবেদনশীল এলাকার জন্যও আরও বাহিনী চাইতে পারে কমিশন: সূত্র ।
কেন্দ্রীয় বাহিনী চেয়ে অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিচ্ছে কমিশন।

WB LIVE News Updates: বারাসাতে বিডিও অফিসে বিক্ষোভ বিজেপির

মনোনয়ন তুলতে চাপ ও হুমকির অভিযোগ । বারাসাতে বিডিও অফিসে বিক্ষোভ বিজেপির। পোস্টার নিয়ে ধর্নায় বিজেপি প্রার্থীরা। তৃণমূলের বিরুদ্ধে হুমকির অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার শাসক দলের

West Bengal News LIVE Updates: মুর্শিদাবাদের বড়ঞায় বিডিও অফিসেই আক্রান্ত কংগ্রেস! 

মুর্শিদাবাদের বড়ঞায় বিডিও অফিসেই আক্রান্ত কংগ্রেস! প্রতীক জমা দিতে গিয়ে পুলিশের সামনেই হামলা! বড়ঞায় আক্রান্ত কংগ্রেসের নেতৃত্ব, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে 

West Bengal News Live: নৌশাদের নিরাপত্তায় কত জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, কেন্দ্রকে ঠিক করতে নির্দেশ হাইকোর্টের

যত শীঘ্র সম্ভব পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা দিতে হবে, নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। নৌশাদের নিরাপত্তায় কত জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, কেন্দ্রকে ঠিক করতে নির্দেশ হাইকোর্টের। সোমবার মামলার পরবর্তী শুনানি।

WB News Live Updates: নৌশাদ সিদ্দিকিকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের

নৌশাদ সিদ্দিকিকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। 'রাজ্যের বিশাল সংখ্যক বিধায়ক নিরাপত্তা পেয়ে থাকেন। বর্তমান পরিস্থিতিতে ভাঙড়ের বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া প্রয়োজন', মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। 

West Bengal News Live: কলকাতায় ইসকনের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী

কলকাতায় ইসকনের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী। আরতির পর পর রথের রশিতে টান দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিন্টো পার্কে ইসকন মন্দির থেকে এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এক্সাইড মোড় হয়ে পার্ক স্ট্রিট ঘুরে আউট্রাম রোড ধরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত ইসকনের রথযাত্রা।

WB News Live Updates: ১৮ জুলাইয়ের মধ্যে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশের নির্দেশ

'এফআইআর হিসাবে গ্রহণ করতে হবে মামলাকারীর অভিযোগ। এডিজি পদমর্যাদার কোনও অফিসারকে তদন্তের দায়িত্ব দিতে হবে। যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের জামিনে ছাড়তে হবে', মন্দির ও চাঁদপাড়া হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহের নির্দেশ। ১৮ জুলাইয়ের মধ্যে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশের নির্দেশ। 

West Bengal News Live: মতুয়া ঠাকুরবাড়িতে অশান্তির ঘটনায় সিট গঠনের নির্দেশ

মতুয়া ঠাকুরবাড়িতে অশান্তির ঘটনায় সিট গঠনের নির্দেশ। ডিজিকে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের। ১১ জুন অভিষেকের সফরের আগে ঠাকুননগরে অশান্তি। শান্তনু ঠাকুরের মামলায় ডিজিকে সিট গঠনের নির্দেশ। 

WB News Live Updates: ভোটের আগেই সন্ত্রাস, হাইকোর্টেও ধাক্কা রাজ্যের

ভোটের আগেই সন্ত্রাস, হাইকোর্টেও ধাক্কা রাজ্যের। হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ। 'ভাঙড়, কাশীপুর, হাড়োয়া, বসিরহাট নিয়ে কোর্টের নির্দেশের পরও মনোনয়নের ব্যবস্থা করতে ব্যর্থ পুলিশ', পর্যবেক্ষণ বিচারপতি রাজাশেখর মান্থার। 

West Bengal News Live: 'কমিশন ও রাজ্যের স্পেশাল লিভ পিটিশন খারিজ করা হল'

পঞ্চায়েত ভোটে সর্বত্র মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 'স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশে হস্তক্ষেপ করতে আমরা আগ্রহী নই। তাই কমিশন ও রাজ্যের স্পেশাল লিভ পিটিশন খারিজ করা হল', রাজ্যের আবেদন খারিজ করে জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি নাগরত্ন। 

WB News Live Updates: রাজ্যের এসএলপি খারিজ করল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের। রাজ্যের এসএলপি খারিজ করল সুপ্রিম কোর্ট। পঞ্চায়েত ভোটে বাহিনী মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। 

West Bengal News Live: পশ্চিমবঙ্গ দিবস পালনে শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গ দিবস পালনে শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ নামের জন্য ভোটাভুটি, বিল পাসকে স্মরণ করে পশ্চিমবঙ্গ দিবস পালন।বিরোধী দলনেতার। বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে মিছিল করবেন শুভেন্দু। রেড রোডে  শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন বিরোধী দলনেতা।

WB News Live Updates: নিয়োগ দুর্নীতিতে এবার শেয়ার কেনাবেচা যোগ?

ইডি-র দাবি, কাকুর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত সংস্থাগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা যাচ্ছে, এই সংস্থাগুলির মাধ্যমে প্রচুর শেয়ার ট্রেডিং হয়েছে। যা সাধারণভাবে নজিরবিহীন। তবে কি নিয়োগ দুর্নীতির টাকাতেই শেয়ার কেনাবেচা, সন্দেহ ইডি-র তদন্তকারীদের। 

West Bengal News Live: কোচবিহারের দিনহাটায় আক্রান্ত সিপিএম প্রার্থী

কোচবিহারের দিনহাটায় আক্রান্ত সিপিএম প্রার্থী। দিনহাটা ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির ২৮ নম্বর আসনে ভোটে দাঁড়িয়েছেন ধরণীকান্ত বর্মন। অভিযোগ, গতকাল মনোনয়ন তুলে নেওয়ার হুমকি দিয়ে সিপিএম প্রার্থীর বাড়িতে চড়াও হয়ে তাঁকে মারধর করে তৃণমূলের গুন্ডা বাহিনী। দিনহাটা থানায় অভিযোগ দায়ের হয়েছে। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল। 

WB News Live Updates: নিয়োগ দুর্নীতিতে এবার শেয়ার কেনাবেচা যোগ?

নিয়োগ দুর্নীতিতে এবার শেয়ার কেনাবেচা যোগ? ইডি-র স্ক্যানারে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর একাধিক সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। 

West Bengal News Live: পশ্চিমবঙ্গ দিবস পালন দিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও তীব্র

পশ্চিমবঙ্গ দিবস পালন দিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও তীব্র। 'একতরফা সিদ্ধান্ত, রাজ্য মন্ত্রিসভার কোনও সম্মতি নেই', রাজ্যপালকে ফোন করে ক্ষোভপ্রকাশ, চিঠি দিয়ে আপত্তি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ছাড়া কেন এ ধরনের অনুষ্ঠান, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। 

WB News Live Updates: পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরক ব্যারাকপুরের ঋষি বঙ্কিম ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি

পুরনো কর্মীদের টিকিট না দিয়ে, বিজেপি-সিপিএম থেকে আসা লোকজনকে টিকিট দিয়েছে দল। পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েও সুরাহা মেলেনি। পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরক ব্যারাকপুরের ঋষি বঙ্কিম ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি রানা দাশগুপ্ত।

West Bengal News Live: দিনহাটায় গতকাল গুলিবিদ্ধ হন তৃণমূল প্রার্থীর স্বামী, আজও এলাকা থমথমে

কোচবিহারের দিনহাটায় গতকাল গুলিবিদ্ধ হন তৃণমূল প্রার্থীর স্বামী। আজও এলাকা থমথমে। অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন তৃণমূল কর্মীরা। স্থানীয়দের দাবি, গতকাল সন্ধেয় বেশ কয়েক রাউন্ড গুলি চলে। সাধারণ মানুষ আতঙ্কিত। 

WB News Live Updates: বাঁকুড়া শহরে জনস্বাস্থ্য কারিগরি দফতরের ক্লোরিনের গুদামে আগুন

বাঁকুড়া শহরে জনস্বাস্থ্য কারিগরি দফতরের ক্লোরিনের গুদামে আগুন। ধোঁয়ায় ভরে যায় গোটা অফিস। ঝাঁঝাল গন্ধে আতঙ্কিত হয়ে পড়েন জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্মীরা।

West Bengal News Live: কেষ্টপুরে মা-মেয়ের মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ

কেষ্টপুরে মা-মেয়ের মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, ধৃতরা বিধাননগর পুরসভায় মিউটেশন, লাইসেন্স, বিল্ডিং প্ল্যান পাস-সহ বিভিন্ন কাজের জন্য এজেন্ট হিসেবে কাজ করত। 

WB News Live Updates: পশ্চিমবঙ্গ দিবস পালন প্রসঙ্গে, রাজ্যপালকে ফোন করে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

একতরফা সিদ্ধান্ত। রাজ্য মন্ত্রিসভার কোনও সম্মতি নেই। পশ্চিমবঙ্গ দিবস পালন প্রসঙ্গে, রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ফোন করে, ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্যপালকে চিঠিও লিখেছেন তিনি।

West Bengal News Live: রাজ্যে রাজনৈতিক অশান্তির আবহে রাজভবনে খোলা হল পিস রুম

রাজ্যে রাজনৈতিক অশান্তির আবহে রাজভবনে খোলা হল পিস রুম। রাজভবনে সাধারণ মানুষের অভিযোগের পাহাড়। দিনভর বেজেই যাচ্ছে ফোন। ইনবক্স ভরে যাচ্ছে গ্রিভান্স মেলে। নিজে দাঁড়িয়ে থেকে তদারকিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস। কন্ট্রোল রুমে ২৪ ঘণ্টা কাজ করছে ৮ জনের টিম। 

WB News Live Updates: পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীকে ঠেকাতে সুপ্রিম কোর্টে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার

পঞ্চায়েত ভোটের মনোনয়নপর্ব থেকেই জেলায় জেলায় অশান্তি, তখন, পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীকে ঠেকাতে, কলকাতা হাইকোর্ট
থেকে সুপ্রিম কোর্টে ঘুরছে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার। এই মামলায় সোমবার কার্যত কড়া মনোভাবই প্রকাশ করল সুপ্রিম কোর্ট।

West Bengal News Live: কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ক্যানিংয়ের তৃণমূল পরিচালিত হাটপুকুরিয়া পঞ্চায়েতের উপপ্রধান

অশান্তিতে মনোনয়ন জমা দিতে পারেননি বলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ক্যানিং-এর তৃণমূল পরিচালিত হাটপুকুরিয়া পঞ্চায়েতের উপপ্রধান। ঘটনায় CBI অথবা NIA তদন্তের দাবি জানিয়েছেন তিনি। 

WB News Live Updates: গান ও কবিতায় পর্বতারোহী পিয়ালি বসাকের দুর্গম শৃঙ্গ জয়ের লড়াই তুলে ধরলেন প্রাক্তন ফুটবলার ভুবন চট্টোপাধ্যায়

গান ও কবিতায় পর্বতারোহী পিয়ালি বসাকের দুর্গম শৃঙ্গ জয়ের লড়াই তুলে ধরলেন প্রাক্তন ফুটবলার ভুবন চট্টোপাধ্যায়। অ্য়ালবামের নাম অপরাজিতা। তাঁর লড়াইকে কুর্ণিশ জানানোর উদ্য়োগে খুশি পিয়ালি। 

West Bengal News Live: আজ রাজভবনে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

আজ রাজভবনে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বঙ্গভঙ্গে জড়িত আছে দুঃখজনক স্মৃতি। চিঠি দিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালনে বিরত থাকার অনুরোধ।

প্রেক্ষাপট

আজ রাজভবনে (Raj Bhavan) পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day)। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (Chief Minister)। বঙ্গভঙ্গে জড়িত আছে দুঃখজনক স্মৃতি। চিঠি দিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালনে বিরত থাকার অনুরোধ।


পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত রাজ্যপালের (Governor)। আজ রাজভবনে একগুচ্ছ অনুষ্ঠান। পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Darupadi Murmu)। 


কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ রাজ্যের। সুপ্রিম কোর্টে (Supreme Court) বলল কমিশন। বেশি সময় লাগলে হাইকোর্টে জানাতে পারতেন, বলল সর্বোচ্চ আদালত। আজ শুনানি।


৪৮ ঘণ্টা পেরোলেও বাহিনী চায়নি কমিশন। আদালত অবমাননার অভিযোগ শুভেন্দুর। হাইকোর্টের (High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি।


পঞ্চায়েত ভোটের আগে দিনহাটায় ফের শ্যুটআউট। গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর স্বামী। হামলার অভিযোগ বহিষ্কৃত তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। 


এবার প্রার্থীপদ প্রত্যাহারেও সন্ত্রাস। রানিগঞ্জে সিপিএম প্রার্থীকে তুলে নিয়ে গিয়ে ফাঁড়িতে আটকে রেখে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ। অস্বীকার তৃণমূলের।


ভোটের আগে সন্ত্রাস, কড়া বার্তা রাজ্যপালের। প্রার্থীদের নিয়ে অভিযোগ জানিয়ে এলেন সুকান্ত। 


এক্তিয়ার বহির্ভূত কাজ রাজ্যপালের, আক্রমণে কুণাল। সংবিধান মেনেই ব্যবস্থা, পাল্টা বোস। মুখ্যমন্ত্রীকে ডাকছেন না কেন? পাল্টা প্রশ্ন সেলিমের।


রাজ্যে ৯ দিনে ৭ খুন। অশান্তি রুখতে রাজভবনের কন্ট্রোল রুমে নালিশের পাহাড়। 


ভোটের আগেই সন্ত্রাস। ঘরছাড়া কর্মীদের জন্য জেলায় জেলায় বিজেপির সেফ হাউস। দক্ষিণ ২৪ পরগনার ৩০জন আক্রান্ত প্রার্থীকে নিয়ে রাজভবনে সুকান্ত। 


হামলার মুখে এবার প্রতিরোধ! মনোনয়ন প্রত্যাহার করাতে কাটোয়ায় বাইক বাহিনীর হুমকি, পাল্টা তৃণমূলপ্রার্থীরই মনোনয়ন প্রত্যাহার চেয়ে চড়াও গ্রামবাসীরা। 


ভাঙড়ে (Bhangar) শান্তির স্বার্থে মুখ্যমন্ত্রী বললে প্রার্থী প্রত্যাহারেও প্রস্তুত। বেনজির বার্তা নৌশাদের (Naushad)। হারবে জেনে নাটক, পাল্টা তৃণমূল।


শওকতকে জেড ক্যাটিগরি, নিরাপত্তাহীনতায় নওশাদ। হাইকোর্টের দ্বারস্থ। স্বরাষ্ট্রমন্ত্রকেও নিরাপত্তা চেয়ে চিঠি। বিজেপি-যোগ দেখছে তৃণমূল।


রক্তাক্ত ভাঙড়, গ্রেফতারেও আমরা-ওরা? ২ তৃণমূল কর্মী খুনে গ্রেফতার ৭। আইএসএফ কর্মী খুনে এখনও গ্রেফতার শূন্য! খুনের মামলায় সপুত্র আরাবুল। 


শুধু কুন্তলের চিঠি বিতর্ক নয়, সার্বিক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতেই তলব। অভিষেকের চিঠির জবাব দিল ইডি। চাওয়া হয়েছে নথিও। 


বাটানগরে সৌরভের জমি দখলের চেষ্টার অভিযোগ। নিরাপত্তারক্ষীকে মারধর করে গেট ভেঙে ঢোকার চেষ্টা। মহেশতলা থানার হাতে গ্রেফতার অভিযুক্ত । 


অবশেষে ৭দিন দেরিতে দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা। বুধবারের পর বাড়বে বৃষ্টি। পার্বত্য এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি। আগামী কয়েকদিন লাল সতর্কতা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.