West Bengal News Live : অসুস্থ ভাইকে দেখতে সিএমআরআই হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়

চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Jun 2022 10:56 PM
WB News Live Updates: সিএমআরআই হাসপাতালে মুখ্যমন্ত্রী

অসুস্থ ভাইকে দেখতে সিএমআরআই হাসপাতালে মুখ্যমন্ত্রী।  শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে শনিবার হাসপাতালে ভর্তি হন মুখ্যমন্ত্রীর ভাই অজিত বন্দ্যোপাধ্যায়।  এদিন বিকেলে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও।

West Bengal News Live: আনিস হত্যাকাণ্ডের তদন্ত কার হাতে? কাল রায় দেবে হাইকোর্ট

আনিস হত্যাকাণ্ডের তদন্ত কার হাতে? কাল রায় দেবে হাইকোর্ট।  কাল সকাল ১০.৩০: রায় দেবেন বিচারপতি রাজশেখর মান্থা। সিবিআই চেয়ে আদালতে আবেদন করেছিল ছাত্রনেতার পরিবার। সিবিআই নয়, সিটের তদন্তেই আস্থা রেখে সওয়াল রাজ্য সরকারের। 

WB News Live Updates: পাভলভ নিয়ে খবর সম্প্রচারের পরেই নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর

পাভলভ নিয়ে খবর সম্প্রচারের পরেই নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর। নিম্নমানের রোগী পরিষেবার সঙ্গে আর্থিক দুর্নীতিরও একগুচ্ছ অভিযোগ। পাভলভ হাসপাতালের সুপারকে দীর্ঘক্ষণ স্বাস্থ্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ। পাভলভ হাসপাতাল ঘুরে দেখলেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। 

West Bengal News Live : একটি মামলায় জামিন পেলেও, অন্য মামলায় হেফাজতে ইউটিউবার রোদ্দুর

একটি মামলায় জামিন পেলেও, অন্য মামলায় হেফাজতে ইউটিউবার রোদ্দুর। মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্যের মামলায় জামিন। বটতলা থানার মামলায় জামিন পেলেও আরেক মামলায় হেফাজত। 

WB News Live Updates: চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগ, কোলাঘাটে তৃণমূল নেতার তালাবন্ধ বাড়ির সামনে বিক্ষোভ

চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে তৃণমূল নেতার তালাবন্ধ বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। সিবিআই তদন্তের দাবি বিক্ষোভকারীদের। এই নিয়ে শাসকদলকে নিশানা করেছে বিজেপি। অভিযুক্তের দলীয় যোগ অস্বীকার করেছে তৃণমূল।

West Bengal News Live : বিপর্যস্ত কোচবিহার পুরসভার একাধিক ওয়ার্ডের জল পরিষেবা

তোর্সার জলের তোড়ে ভেঙে গেছে পাম্পের যন্ত্রাংশ। তার জেরে বিপর্যস্ত কোচবিহার পুরসভার একাধিক ওয়ার্ডের জল পরিষেবা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে, রাস্তার পাইপ থেকে জল সংগ্রহ করতে হচ্ছে বাসিন্দাদের। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পুরসভা।

WB News Live Updates: আলিপুরদুয়ারের শিলবাড়িহাট ঘাটপার গ্রামে চিতাবাঘের আতঙ্ক

আলিপুরদুয়ারের শিলবাড়িহাট ঘাটপার গ্রামে চিতাবাঘের আতঙ্ক। রবিবার সকাল থেকে চিতাবাঘের আক্রমণে এক বনকর্মী-সহ আহত অন্তত ১০ জন। অবিলম্বে চিতাবাঘ ধরার উদ্যোগ না নিলে পিটিয়ে মারা হবে, হুঁশিয়ারি গ্রামবাসীদের। ঘুমপাড়ানি গুলি করার বিশেষজ্ঞ দল নিয়ে গ্রাম সংলগ্ন জঙ্গলে তল্লাশি বনকর্মীদের।

West Bengal News Live : অগ্নিপথের প্রতিবাদে ভারত বন্‍‍ধের ডাক, পশ্চিমবঙ্গ-সহ ৮ রাজ্যে সতর্কতা

অগ্নিপথের প্রতিবাদে ভারত বন্‍‍ধের ডাক, পশ্চিমবঙ্গ-সহ ৮ রাজ্যে সতর্কতা। দেশজুড়ে ১৮১টি মেল এক্সপ্রেস ও ৩৪৮টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল। রাজ্যেও বাতিল বেশ কিছু ট্রেন।

WB News Live Updates: শিক্ষক নিয়োগে পর্ষদের নথিতে সন্দেহ হাইকোর্টের

শিক্ষক নিয়োগে পর্ষদের নথিতে সন্দেহ হাইকোর্টের। ফরেন্সিক পরীক্ষার জন্য দিল্লি পাঠাতে সিবিআইকে নির্দেশ। পুনর্মূল্যায়ন কমিটি নিয়েও প্রশ্ন। 

West Bengal News Live : রাজ্যে ফের করোনায় মৃত্যু, একদিনে ২২৪জন আক্রান্ত

রাজ্যে ফের করোনায় মৃত্যু, একদিনে ২২৪জন আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় রাজ্যে একদিনে করোনায় একজনের মৃত্যু। রাজ্যে করোনার পজিটিভিটি রেট ৪ শতাংশ। 

WB News Live Updates: অসুস্থ ভাইকে দেখতে সিএমআরআই হাসপাতালে মুখ্যমন্ত্রী

অসুস্থ ভাইকে দেখতে সিএমআরআই হাসপাতালে মুখ্যমন্ত্রী।  শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে শনিবার হাসপাতালে ভর্তি হন মুখ্যমন্ত্রীর ভাই। এদিন বিকেলে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। 

West Bengal News Live : পঞ্চায়েত ভোটের আগে বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটিতে বিদ্রোহের আঁচ

পঞ্চায়েত ভোটের আগে বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটিতে বিদ্রোহের আঁচ। রুদ্ধদ্বার বৈঠকে উঠল জেলা সভাপতিকে সরানোর দাবি। আন্দোলনের রূপরেখা তৈরি করতে গতকাল কর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন বিজেপির প্রাক্তন জেলা সহ সভাপতি-সহ একাধিক নেতা। সেখানে দলের জেলা সভাপতিকে অচল পয়সা বলে কটাক্ষ করেন বিজেপির প্রাক্তন জেলা সহ সভাপতি। জেলায় বিজেপিকে নির্মূল করবেন জেলা সভাপতিই, অভিযোগ করেন ধূপগুড়ি ব্লকের এক প্রাক্তন মণ্ডল সভাপতি। 


পঞ্চায়েত ভোটের আগে বিজেপির অন্দরের ফাটল প্রকাশ্যে আসায় কটাক্ষ করেছে তৃণমূল। তাদের দাবি, এভাবেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে বিরোধীরা। দলীয় নেতাদের বিরূপ মন্তব্য নিয়ে বিজেপির জেলা সভাপতির প্রতিক্রিয়া এখনও মেলেনি

WB News Live Updates: কানা ময়ূরাক্ষী নদীর ওপর একটি বক্স ব্রিজ তৈরিতে বিলম্ব নিয়ে বিধানসভায় তরজায় জড়ালেন পূর্তমন্ত্রী ও কান্দির তৃণমূল বিধায়ক

মুর্শিদাবাদের কান্দিতে কানা ময়ূরাক্ষী নদীর ওপর একটি বক্স ব্রিজ তৈরিতে বিলম্ব নিয়ে বিধানসভায় তরজায় জড়ালেন পূর্তমন্ত্রী ও কান্দির তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই বেশ কিছুক্ষণ চলে দু’জনের চাপানউতোর।  

West Bengal News Live : কাল দুপুর ২টোর মধ্যে মানিক ভট্টাচার্যকে  সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের

কাল দুপুর ২টোর মধ্যে মানিক ভট্টাচার্যকে  সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের

WB News Live Updates: প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ হাইকোর্টের

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ হাইকোর্টের

West Bengal News Live : পঞ্চায়েত ভোটের আগে বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটিতে বিদ্রোহের আঁচ

পঞ্চায়েত ভোটের আগে বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটিতে বিদ্রোহের আঁচ। রুদ্ধদ্বার বৈঠকে উঠল জেলা সভাপতিকে সরানোর দাবি। আন্দোলনের রূপরেখা তৈরি করতে গতকাল কর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন বিজেপির প্রাক্তন জেলা সহ সভাপতি-সহ একাধিক নেতা। সেখানে দলের জেলা সভাপতিকে অচল পয়সা বলে কটাক্ষ করেন বিজেপির প্রাক্তন জেলা সহ সভাপতি। জেলায় বিজেপিকে নির্মূল করবেন জেলা সভাপতিই, অভিযোগ করেন ধূপগুড়ি ব্লকের এক প্রাক্তন মণ্ডল সভাপতি। 


পঞ্চায়েত ভোটের আগে বিজেপির অন্দরের ফাটল প্রকাশ্যে আসায় কটাক্ষ করেছে তৃণমূল। তাদের দাবি, এভাবেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে বিরোধীরা। দলীয় নেতাদের বিরূপ মন্তব্য নিয়ে বিজেপির জেলা সভাপতির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News Live Updates: শিয়ালদা থেকে মেট্রো চালুর জন্য কমিশনারেট অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র আগেই মিলেছে

শিয়ালদা থেকে মেট্রো চালুর জন্য কমিশনারেট অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র আগেই মিলেছে। কিন্তু, এখনও পর্যন্ত রেল বোর্ড উদ্বোধনের দিনক্ষণ জানায়নি বলে, তা চালু করা যায়নি। অনুমতি মিললেই শিয়ালদা থেকে মেট্রো চলাচল শুরু করা হবে, জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। 

West Bengal News Live :মিড ডে মিল রান্নার সরঞ্জাম চুরির অভিযোগ স্কুল থেকে

মিড ডে মিল রান্নার সরঞ্জাম চুরির অভিযোগ স্কুল থেকে। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের। রান্নার সরঞ্জাম চুরি যাওয়ায় কীভাবে মিড ডে মিল দেওয়া যাবে প্রায় ১৭০০ পড়ুয়াকে, তা নিয়ে চিন্তায় স্কুল কর্তৃপক্ষ।

WB News Live Updates: বগটুইকাণ্ডে আনারুল হোসেন-সহ ১৮ জনের নাম সিবিআইয়ের চার্জশিটে

বগটুইকাণ্ডে আনারুল হোসেন-সহ ১৮ জনের নাম সিবিআইয়ের চার্জশিটে। রামপুরহাটে ভাদু শেখ খুনকাণ্ডে চার্জশিটে শম্ভু শেখ-সহ ৪ জনের নাম। আদালতে জোড়া চার্জশিট পেশ।

West Bengal News Live : শিক্ষক নিয়োগ বিতর্কে বিধানসভায় তুলকালাম

শিক্ষক নিয়োগ বিতর্কে বিধানসভায় তুলকালাম। ১৭ হাজারের চাকরি দাদামণি খেলে, যাঁদের চাকরি দিয়েছেন, তাঁদের কী হবে? কে এক জেলার চাকরি অন্য জেলায় নিয়েছে জানি। হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। 

WB News Live Updates: বিজেপি অফিসে রক্ষী নিয়োগে অগ্নিবীরদের অগ্রাধিকার, কৈলাসের মন্তব্যের কড়া সমালোচনা অভিষেকের

বিজেপি অফিসে রক্ষী নিয়োগে অগ্নিবীরদের অগ্রাধিকার, কৈলাসের মন্তব্যের কড়া সমালোচনা অভিষেকের। সেনা নিয়ে কুরুচিকর মন্তব্য, দেশ থেকে তাড়ানো উচিত, নাম না করে কৈলাসকে আক্রমণ অভিষেকের।

West Bengal News Live : বিক্ষোভের আশঙ্কায় বাতিল হাওড়া ও শিয়ালদা থেকে বাতিল একাধিক ট্রেন

বিক্ষোভের আশঙ্কায় বাতিল হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ও সাহিবগঞ্জ-দানাপুর এক্সপ্রেস। পূর্বা, হাওড়া-বিকানের, হাওড়া নয়াদিল্লি দুরন্ত, জম্মু তাওয়াইয়ের সময় পরিবর্তন।

WB News Live Updates: শিক্ষক নিয়োগ নিয়ে মামলা নিয়ে বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী

শিক্ষক নিয়োগ নিয়ে মামলা নিয়ে বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী

West Bengal News Live : কাশীপুরে রতনবাবু ঘাট সংলগ্ন ৮টি বাড়িতে ফাটল

কাশীপুরে রতনবাবু ঘাট সংলগ্ন ৮টি বাড়িতে ফাটল। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার থেকে বাড়িতে ফাটল ধরতে শুরু করে। এরপর চন্দ্রকুমার রায় লেনে রাস্তার একটি বড় অংশ ধসে যায়। বিপদের আশঙ্কায় ৮টি বাড়ি খালি করে দেওয়া হয়েছে। বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় স্কুলে। এদিন ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্তিকচন্দ্র মান্না। পরিদর্শনে যান পুরসভার ইঞ্জিনিয়াররা। মাটির নীচে সুড়ঙ্গে ফাটল ধরে গঙ্গার জল ঢুকে ফাটল ধরেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি. পুরসভা সূত্রে খবর, দিনসাতেক আগে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে এই এলাকায় একটি নিকাশি বন্ধ করে দেওয়া হয়। তার জেরেই ফাটল কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

WB News Live Updates: সেনাবাহিনীকে অপমান, বিধানসভায় বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

সেনাবাহিনীকে অপমান, বিধানসভায় বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

West Bengal News Live : প্রকাশ্যে দলবিরোধী মন্তব্যের জন্য দুধকুমার মণ্ডলকে শোকজের সিদ্ধান্ত রাজ্য বিজেপির

প্রকাশ্যে দলবিরোধী মন্তব্যের জন্য দুধকুমার মণ্ডলকে শোকজের সিদ্ধান্ত রাজ্য বিজেপির। সূত্রের খবর, যত দ্রুত সম্ভব এই শোকজের চিঠি পাঠিয়ে দেওয়া হবে দুধকুমারকে। এর আগে রীতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদারকে শোকজ করে বিজেপি। চিঠির উত্তর দেওয়ার আগেই অনির্দিষ্টকালের জন্য দু’ জনকে সাসপেন্ড করা হয়। জয়প্রকাশ তৃণমূলে যোগ দিলেও, রীতেশ বিজেপিতেই আছেন। কিন্তু এখনও তাঁর সাসপেনশন জারি রেখেছে দল।

West Bengal News Live : রামপুরহাটে ভাদু শেখের খুনের ঘটনায় ফেরার অভিযুক্তদের নামে সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল সিবিআই

রামপুরহাটে ভাদু শেখের খুনের ঘটনায় ফেরার অভিযুক্তদের নামে সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল সিবিআই। ২০ জুলাইয়ের মধ্যে আত্মসমর্পণের সুযোগ, দেওয়া হল নোটিস।

West Bengal News Live : ছাত্রবিক্ষোভে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

অনলাইনে পরীক্ষা দাবিতে ছাত্রবিক্ষোভে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এদিন বিশ্বভারতীর পদ্মা ভবনের সামনে বিশ্বভারতীর বিভিন্ন ভবনের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছে। মূলত তাদের দাবি রাজ্য তথা দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরিক্ষা নেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি কাটিয়ে বিশ্ববিদ্যালয় খোলার পর পর্যাপ্ত পরিমান ক্লাস হয়নি , অগ্নিপথ পরিস্থিতির জন্য বিভিন্ন ট্রেন বাতিল হয়েছে ফলে অনেক পড়ুয়া আসতে পারিনি। এছাড়াও বন্যা পরিস্থিতির জন্য বাইরে অনেক পড়ুয়া তারা আসতে পারিনি তাই তাদের মূলত দাবি অনলাইনে পরিয়ে অনলাইনে পরীক্ষা নিতে হবে।

West Bengal News Live : অগ্নিপথ ইস্যুতে চিড়িয়া মোড়ে বিক্ষোভকারীদের জমায়েত

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে বিক্ষোভকারীদের জমায়েত। এদিন টিটাগড় থেকে মিছিল করে মহকুমাশাসকের কাছে ডেপুটেশন জমা দিতে যান তাঁরা। ব্যারাকপুর চিড়িয়া মোড়ে মিছিল আটকায় পুলিশ। বিক্ষোভকারীদের প্রতিনিধিরা গিয়ে ডেপুটেশন জমা দেন

West Bengal News Live : অগ্নিগর্ভ ইস্যুতে হাওড়া ব্রিজে নজরদারি পুলিশের

অগ্নিপথ ইস্যুতে ভারত বনধের ডাক দিয়েছে চাকরিপ্রার্থীরা। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে হাওড়া ব্রিজে নজরদারি চালাচ্ছে এ বিশাল পুলিশবাহিনী।

West Bengal News Live : বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটিতে বিদ্রোহের আঁচ

পঞ্চায়েত ভোটের আগে বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটিতে বিদ্রোহের আঁচ। রুদ্ধদ্বার বৈঠকে উঠল জেলা সভাপতিকে সরানোর দাবি। আন্দোলনের রূপরেখা তৈরি করতে গতকাল কর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন বিজেপির প্রাক্তন জেলা সহ সভাপতি-সহ একাধিক নেতা। সেখানে দলের জেলা সভাপতিকে অচল পয়সা বলে কটাক্ষ করেন বিজেপির প্রাক্তন জেলা সহ সভাপতি। জেলায় বিজেপিকে নির্মূল করবেন জেলা সভাপতিই, অভিযোগ করেন ধূপগুড়ি ব্লকের এক প্রাক্তন মণ্ডল সভাপতি। 

West Bengal News Live : কার্শিয়ঙে ১০ নম্বর জাতীয় সড়কে ধস

পাহাড়ে অবিরাম বৃষ্টি। কার্শিয়ঙে ১০ নম্বর জাতীয় সড়কে ধস। গতকাল রাত ২টো নাগাদ ধস নামে। বন্ধ জাতীয় সড়কে যান চলাচল। কালিম্পঙের সঙ্গে সিকিম ও শিলিগুড়ির সড়ক যোগাযোগ বন্ধ। সকাল থেকে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। 

West Bengal News Live : বাতিল জনশতাব্দী এক্সপ্রেস ও সাহিবগঞ্জ-দানাপুর এক্সপ্রেস

অগ্নিপথ বিক্ষোভের আঁচ। পূর্ব-মধ্য রেল অঞ্চলে বিক্ষোভের আশঙ্কায় আজ আরও ২টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। বাতিল করা হয়েছে হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ও সাহিবগঞ্জ-দানাপুর এক্সপ্রেস। 

West Bengal News Live : পাভলভ হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল

পাভলভ নিয়ে স্বাস্থ্য দফতরের চাঞ্চল্যকর রিপোর্ট। রাজ্যের প্রথম সারির সরকারি মানসিক হাসপাতালে পরিষেবা নিয়ে ভুরি ভুরি অভিযোগ তো রয়েছেই। এবার তার সঙ্গে জুড়ে গেল আর্থিক দুর্নীতির অভিযোগও! এবিষয়ে জানতে পাভলভের সুপারকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

West Bengal News Live : অগ্নিপথ-বিরোধিতায় ২৪ ঘণ্টা ভারত বন‍্‍ধের ডাক, হাওড়া স্টেশন বাড়ল নিরাপত্তা

অগ্নিপথ-বিরোধিতায় ২৪ ঘণ্টা ভারত বন‍্‍ধের ডাক। বিক্ষোভ মোকাবিলায় সতর্ক রাজ্য প্রশাসন। 
হাওড়া ব্রিজে নজরদারি চালাচ্ছে বিশাল পুলিশ বাহিনী। হাওড়া স্টেশন চত্বরেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। যাত্রী স্ট্যান্ড ও আশপাশের এলাকায় টহল দিচ্ছে পুলিশ। পাশাপাশি, হাওড়া ডিভিশনের সবকটি স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

West Bengal News Live : ব্যাপক হারে বাড়ছে সংক্রমণ, সংক্রমণে শীর্ষে কলকাতা

করোনায় রাজ্যে ফের মৃত্যু। সেই সঙ্গে ব্যাপক হারে বাড়ছে সংক্রমণ। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। চিকিত্‍সকরা বলছেন, এখনই সতর্ক হতে হবে। নয়তো, ফের বড়সড় আকার ধারণ করতে পারে মারণ ভাইরাস।

West Bengal News Live : রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ

রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ। খোঁজ মিলেছে ওমিক্রন BA.4 এবং BA.5-এর মিশ্র প্রজাতির। তবে কি, নতুন নতুন ভ্যারিয়েন্টের হাত ধরে আসতে পারে কোভিডের ফোর্থ ওয়েভ? আশঙ্কার কথা উড়িয়ে দিচ্ছেন না চিকিত্‍সকরা।

West Bengal Corona Live : করোনার বুস্টার ডোজ নিতে অনীহা দেখা যাচ্ছে কলকাতায়!

করোনার বুস্টার ডোজ নিতে অনীহা দেখা যাচ্ছে কলকাতায়! বয়স্কদের মধ্যেই বুস্টার না নেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। জানালেন ডেপুটি মেয়র। এই পরিস্থিতিতে, স্বাস্থ্য দফতরের তরফে বাড়ি বাড়ি গিয়ে প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে।

প্রেক্ষাপট

এক নজরে আজকের শিরোনাম ( Morning Headlines) 
১। অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার নয়। সেনায় সংস্কারের প্রয়োজন ছিল। সেনার সুবিধার সঙ্গে বিশেষ ফারাক নেই অগ্নিবীরদের। সাংবাদিক বৈঠক করে দাবি সেনার ৩ বাহিনীর।
২। বিক্ষোভের কারণে সংরক্ষণের কথা জানানো যায়নি। সেনাবাহিনীতে নৈরাজ্যের স্থান নেই। পুলিশের প্রশংসাপত্র না পেলে নিয়োগ নয়। বিক্ষোভাকারীদের কড়া বার্তা তিন বাহিনীর।
৩। ২৪ জুন থেকে অগ্নিপথ নিয়োগ প্রক্রিয়া। অগাস্টের প্রথম সপ্তাহ থেকে শারীরিক পরীক্ষা। ডিসেম্বরে প্রথম পর্যায়ের নিয়োগ শেষ।
৪। সেনার মতো ভাতা অগ্নিবীরদের। সেবা নিধি প্যাকেজ আয়করমুক্ত, দিতে হবে না প্রিমিয়াম। দক্ষতার জন্য শংসাপত্র। ব্রিজ কোর্স করে অন্য কাজের সুযোগ। আশ্বাস সেনার তিন বাহিনীর।
৫। বিতর্কিত মন্তব্য কৈলাসের। অহঙ্কার, কটাক্ষ কংগ্রেসের। নির্লজ্জ, আক্রমণ তৃণমূলের।
৬। রাজনীতির রং ভাল কাজকেও নষ্ট করে দেয়। দেশের অগ্রগতিতে সমস্যা। অগ্নিপথ আন্দোলনের আবহে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর। 
৭। বারবার মিথ্যা প্রতিশ্রুতি। ৮ বছরে ১৬ কোটি চাকরির প্রতিশ্রুতি দিলেও যুব সমাজ পেয়েছে পকোড়া ভাজার জ্ঞান। মোদিকে আক্রমণ রাহুল গাঁধীর।
৮। অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে যন্তরমন্তরে বিক্ষোভে কংগ্রেস। যুব সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আক্রমণ প্রিয়ঙ্কার। 
৯। অগ্নিপথ বিক্ষোভে আজও বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। হাওড়া-নিউদিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-বিকানের এক্সপ্রেস, হাওড়া নিউদিল্লি দুরন্ত, জম্মু তাওয়াইয়ের সময় পরিবর্তন।
১০। অগ্নিপথ বিরোধিতা একাধিক রাজ্যে। জেলা প্রশাসন ও পুলিশকর্তাদের সতর্ক থাকার নির্দেশিকা নবান্নের। রেল স্টেশনের বাইরে মোতায়েন অতিরিক্ত বাহিনী।
১১। অগ্নিপথের আগুন নেভাতে কঠোর প্রশাসন। বিহারে গ্রেফতার ৭০০-র বেশি। উত্তরপ্রদেশেও ব্যাপক ধরপাকড়। রাজস্থানের কোটায় ১ মাস ১৪৪ ধারা।
১২। কলেজ ফেস্টে টাকার উৎস প্রশ্ন নিয়ে সৌগতকে পাল্টা আক্রমণ মদন মিত্রের। (বাইটঃ বড় ফেস্টে বড় প্রোমোটার, বড় মস্তান লাগে, ঠিক বলেছেন, বয়স হলে সিনিয়র নেতারা ভুল বললেও মেনে ১০। বঙ্গ বিজেপিতে ফের বিদ্রোহ। দলীয় কর্মীদের বসে যাওয়ার ডাক বীরভূমের দুধকুমার মণ্ডলের। হতাশা থেকে মন্তব্য, সমর্থন অনুপমের। নিয়ম মেনে ব্যবস্থা, হুঁশিয়ারি সুকান্তর।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.