West Bengal News Live: উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকবে তৃণমূল

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

abp ananda Last Updated: 21 Jul 2022 11:19 PM
WB News Live Updates: দ্রৌপদীর পক্ষে কার ১টি ভোট?

রাষ্ট্রপতি নির্বাচনে বাংলা বিধানসভাতেও ক্রস ভোট! কার ১টি ভোট পড়ল দ্রৌপদীর পক্ষে?

WB News Live Updates: বাংলাতেও ক্রস ভোট!

রাষ্ট্রপতি ভোটেও বাংলায় ক্রস ভোট! ২৯১টি ভোটের মধ্যে শুভেন্দুর হিসেবের বাইরেও ১টি ভোট। ২২১টির বদলে ২১৬টি ভোট পেল তৃণমূল।

WB News Live Updates: একুশে জুলাই সমাবেশে যোগ দিয়েই ভিড় আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়ালে

একুশের সমাবেশে যোগ দিতে আসা তৃণমূল কর্মী, সমর্থকরা ভিড় করেছেন, আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়ালে। 

WB News Live Updates: প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ দেহ

প্রকাশ্য রাস্তায় পড়ে গুলিবিদ্ধ দেহ! তার পাশেই পড়ে আগ্নেয়াস্ত্র! পুলিশ সূত্রে দাবি, গতকাল রাতে এমনই দৃশ্য দেখা গিয়েছে তারাতলার হাইড রোড লাগোয়া গোডাউন পাড়া এলাকায়।

WB News Live Updates: নিঁখোজ পর্যটক

উত্তরবঙ্গ থেকে সুন্দরবনে বেড়াতে এসে, লঞ্চ থেকে নদীতে পড়ে নিখোঁজ এক পর্যটক। নিখোঁজ পর্যটকের নাম প্রসেনজিৎ গোস্বামী।

WB News Live Updates: হাওড়ার ঘুসুড়িতে ‘বিষ’ মদে মৃত্যু বেড়ে ১১

হাওড়ার ঘুসুড়িতে ‘বিষ’ মদে মৃত্যু বেড়ে ১১। পরিকল্পিত গণহত্যা, কোর্টে যাওয়ার হুঁশিয়ারি সুকান্তর। মৃতদের বাড়িতে গিয়ে কথা বললেন সুকান্ত মজুমদার
১৫ লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতার দাবি বিজেপির। প্রকৃত মৃত্যুর সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ। কোনও ইস্যু নেই, তাই হইচই করার চেষ্টা, পাল্টা কটাক্ষ তৃণমূলের। এখনও পর্যন্ত হাওড়া ‘বিষ’ মদকাণ্ডে একজন গ্রেফতার।

West Bengal News Live: দক্ষিণ দিনাজপুর পুকুরে ভাসছে মা ও সন্তানদের মৃতদেহ

পুকুরে ভাসছে মা ও ২ সন্তানের মৃতদেহ। বৃহস্পতিবার সকালে, এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুরর বংশীহারী ব্লকের সমষপুর এলাকায়

WB News Live Updates: নিঁখোজ পর্যটক

উত্তরবঙ্গ থেকে সুন্দরবনে বেড়াতে এসে, লঞ্চ থেকে নদীতে পড়ে নিখোঁজ এক পর্যটক। নিখোঁজ পর্যটকের নাম প্রসেনজিৎ গোস্বামী। তিনি আলিপুরদুয়ার জেলার কামাখ্যাপুরের বাসিন্দা। 

West Bengal News Live: সুকান্তর হুঁশিয়ারি

হাওড়ার ঘুসুড়িতে ‘বিষ’ মদে মৃত্যু বেড়ে ১১। পরিকল্পিত গণহত্যা, কোর্টে যাওয়ার হুঁশিয়ারি সুকান্তর। 

WB News Live Updates: উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরত থাকবে তৃণমূল

উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকবে তৃণমূল কংগ্রেস। বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থন করবে না তৃণমূল। 

West Bengal News Live: কালীঘাটে তৃণমূলের সংসদীয় দলের বৈঠক

কালীঘাটে তৃণমূলের সংসদীয় দলের বৈঠক। দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। উপরাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী মার্গারেটকে সমর্থন করবে তৃণমূল?

WB News Live Updates: আটক ১০ বাংলাদেশি নাগরিক

দিনহাটা মহকুমায় ছাবরী ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে নকল ভারতীয় আধার কার্ড সহ আটক ১০ বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন।

West Bengal News Live: অভিষেকের বার্তা

'একুশে নতুন করে শপথ নিতে হবে, মানুষের জন্য কাজ করা। নিজের করে খাওয়ার জায়গা নয়... এটা অন্য তৃণমূল', বার্তা অভিষেক বন্দ্যােপাধ্যায়ের।

WB News Live Updates: পঞ্চায়েত নির্বাচনে যোগ্য প্রার্থীকে যোগ্য সুযোগ দেবে তৃণমূল, বার্তা অভিষেকের

পঞ্চায়েত নির্বাচনে যোগ্য প্রার্থীকে যোগ্য সুযোগ দেবে তৃণমূল। মুখ দেখিয়ে, দাদার জল বইয়ে টিকিট পাবেন, তাদের ধারণা ভুল, দলের সদস্য কর্মী, সমর্থকদের বার্তা অভিষেকের।

West Bengal News Live: তৃণমূল থেকে বহিষ্কৃত নির্দল কাউন্সিলরের নেতৃত্বে একুশের সমাবেশে যাত্রা ঘিরে জল্পনা

তৃণমূল থেকে বহিষ্কৃত নির্দল কাউন্সিলরের নেতৃত্বে একুশের সমাবেশে যাত্রা ঘিরে জল্পনা। বাঁকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা রায় চক্রবর্তী। পুরভোটে টিকিট না পেয়ে নির্দল হিসেবে দাঁড়ানোয় তাঁকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। এবার নির্দল কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূলের একুশে সমাবেশে যোগ দিতে গতকাল রওনা দেন কর্মী, সমর্থকরা। বাসে লাগানো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও তৃণমূলের লোগো।

WB News Live Updates: একুশের সভামঞ্চ থেকে বিরোধীদের নিশানা অভিষেকের

'৪২০ টাকার রান্নার গ্যাস এখন ১১০০ টাকা। এক ছটাক জমি বিজেপিকে ছাড়ব না। কী ভেবেছ, দু-চারটে নকুলদানা নিয়ে তৃণমূলকে হারাবে?' কটাক্ষ অভিষেকের।

West Bengal News Live: রাজ্যসভার সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরাসরি আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যসভার সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরাসরি আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

WB News Live Updates: ইডি, সিবিআই দিয়ে ভয় দেখিও না, সাহসীরাই সফল হয়, মন্তব্য মমতার

ইডি, সিবিআই দিয়ে ভয় দেখিও না। সাহসীরাই সফল হয়। ভীতুরা মরে যায়। আমরা সাহসিকতার সঙ্গে লড়াই করি। 

West Bengal News Live: "বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে, এটাই ওদের কাজ'' তোপ মমতার 

"বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে, এটাই ওদের কাজ'' তোপ মমতার 

WB News Live Updates: ১০ দিনের মাথায় অন্ডালে শিশু খুনের কিনারা করল পুলিশ, গ্রেফতার ৪

১০ দিনের মাথায় অন্ডালে শিশু খুনের কিনারা করল পুলিশ। এক মহিলা-সহ গ্রেফতার প্রতিবেশী পরিবারের ৪ সদস্য। 

West Bengal News Live: তৃণমূল থেকে বহিষ্কৃত নির্দল কাউন্সিলরের নেতৃত্বে একুশের সমাবেশে যাত্রা ঘিরে জল্পনা

তৃণমূল থেকে বহিষ্কৃত নির্দল কাউন্সিলরের নেতৃত্বে একুশের সমাবেশে যাত্রা ঘিরে জল্পনা

WB News Live Updates: পশ্চিম বর্ধমানের অন্ডালে অবৈধ কয়লাখনিতে ড্রোন উড়িয়ে নজরদারি সিআইডি-র

পশ্চিম বর্ধমানের অন্ডালে অবৈধ কয়লাখনিতে ড্রোন উড়িয়ে নজরদারি সিআইডি-র

West Bengal News Live: ভিনরাজ্য নয়, জেলার হাসপাতালেই জটিল অস্ত্রোপচারে মিলল সাফল্য

ভিনরাজ্য নয়, জেলার হাসপাতালেই জটিল অস্ত্রোপচারে মিলল সাফল্য। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার পর পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের চিকিত্সকদের তত্পরতায় নতুন জীবন পেলেন রোগী।

WB News Live Updates: সংস্কারের একদিনের মধ্যে, পূর্ব বর্ধমানের বুদবুদে সেচ খালের সেতুতে ফাটল

সংস্কারের ১ দিনের মধ্যে, পূর্ব বর্ধমানের বুদবুদে সেচ খালের সেতুতে ফাটল। এই ঘটনায়, সেচ দফতরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সেতুতে ফাটল নিয়ে আজব সাফাই দিয়েছেন সেচ দফতরের ইঞ্জিনিয়ার। এ‘নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live: হাইকোর্টের অনুমতির পরেও আজ হাওড়ায় শুভেন্দুর সভা বাতিল

 হাইকোর্টের অনুমতির পরেও আজ হাওড়ায় শুভেন্দুর সভা বাতিল। এত শর্ত মানা সম্ভব নয় বলে দাবি। লোক হবে না বুঝে পলায়ন, কটাক্ষ কুণালের।

WB News Live Updates: ক্যান্সার নির্ণয় ও তামাক আসক্তিমুক্তি কেন্দ্রের উদ্বোধন হল SSKM-এর কলকাতা পুলিশ হাসপাতালে

ক্যান্সার নির্ণয় ও তামাক আসক্তিমুক্তি কেন্দ্রের উদ্বোধন হল SSKM-এর কলকাতা পুলিশ হাসপাতালে। জানা গিয়েছে, শুধু ক্যানসার নির্ণয়ই নয়, সব ধরনের ক্যানসারের চিকিৎসা করা হবে এখানে

West Bengal News Live: ভাটপাড়া বলরাম সরকার গঙ্গার ঘাটে শহিদদের উদ্দেশে তর্পণ

ভাটপাড়া বলরাম সরকার গঙ্গার ঘাটে একুশে জুলাই। ১৩ জন শহিদের স্মৃতির উদ্দেশে ভাটপাড়ার ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলাররা গঙ্গার ঘাটে তর্পণ করলেন।

WB News Live Updates: আজ তৃণমূলের একুশের সমাবেশ, ধর্মতলামুখী সমর্থকেরা

ঢোল করতাল বাজিয়ে সাইকেল চালিয়ে ধর্মতলার সমাবেশে যাচ্ছেন শ্রীলাল সাহানি। শান্তিনিকেতন থেকে একাই এসেছেন দলের সমাবেশে যোগ দিতে। সকালে ময়দানে ধরা পড়ল এই ছবি।

West Bengal News Live: প্রতিবারের মতো এবারও ধর্মতলায় একুশের সমাবেশে যোগ দেবে শহিদ বন্ধন দাসের পরিবার

প্রতিবারের মতো এবারও ধর্মতলায় একুশের সমাবেশে যোগ দেবে শহিদ বন্ধন দাসের পরিবার। শ্যামবাজারের ডালিমতলা লেনে পুরসভার আবাসনে থাকেন মা ধর্মিদেবী ও ভাই অনুপ দাস। ভাইকে রেলে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। 

WB News Live Updates: বেন্টিঙ্ক স্ট্রিট দিয়ে ধর্মতলায় ঢুকবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বেন্টিঙ্ক স্ট্রিট দিয়ে ধর্মতলায় ঢুকবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি হয়েছে VVIP গেট। বন্ধ করে দেওয়া হয়েছে বেন্টিঙ্ক স্ট্রিট। রাস্তায় গার্ড রেল বসিয়ে ব্যারিকেড করা হয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। তৃণমূলের স্বেচ্ছাসেবক ও পুলিশ ছাড়া কাউকেই ঘেঁষতে দেওয়া হচ্ছে না। দেখাতে হচ্ছে সচিত্র পরিচয়পত্র।

West Bengal News Live: তৃণমূলের একুশের সমাবেশ সরাসরি সম্প্রচারের জন্য লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন

তৃণমূলের একুশের সমাবেশ সরাসরি সম্প্রচারের জন্য শহরের গুরুত্বপূর্ণ জায়গায় লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। পথচলতি মানুষ, তৃণমূল কর্মী, সমর্থকদের জন্য এই ব্যবস্থা। জায়ান্ট স্ক্রিনে এবিপি আনন্দ। শিয়ালদা ও সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে সেই ছবি তুলে ধরেছেন আমাদের দুই প্রতিনিধি। 

WB News Live Updates: ধর্মতলা চত্বরে একুশের সমাবেশে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন কয়েকহাজার যুব তৃণমূল কর্মী

ধর্মতলা চত্বরে একুশের সমাবেশে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন কয়েকহাজার যুব তৃণমূল কর্মী। কালো টি-শার্ট, কলার ও পকেটে তিরঙ্গা। সভায় আসা কর্মী, সমর্থকদের প্রয়োজনে সাহায্য করার পাশাপাশি, পুলিশের সঙ্গে হাত মিলিয়ে ভিড় সামলাবেন তৃণমূলের এই স্বেচ্ছাসেবকরা।

West Bengal News Live: সল্টলেকের দত্তাবাদে ধর্মতলামুখী তৃণমূল কর্মী, সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

সল্টলেকের দত্তাবাদে ধর্মতলামুখী তৃণমূল কর্মী, সমর্থকদের বর্ণাঢ্য মিছিল। নেতৃত্বে বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্ত। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরে, শাঁখ বাজিয়ে, ঢাকের তালে মিছিল সামিল হন তৃণমূল কর্মী, সমর্থকরা।

West Bengal News Live: ক্যানসার নির্ণয় ও তামাক আসক্তিমুক্তি কেন্দ্রের উদ্বোধন SSKM-এর কলকাতা পুলিশ হাসপাতালে

ক্যানসার নির্ণয় ও তামাক আসক্তিমুক্তি কেন্দ্রের উদ্বোধন হল SSKM-এর কলকাতা পুলিশ হাসপাতালে। জানা গিয়েছে, শুধু ক্যানসার নির্ণয়ই নয়, সব ধরনের ক্যানসারের চিকিৎসা করা হবে এখানে। 

WB News Live Updates: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চপ শিল্প নিয়ে গবেষণা মালদার গাজোলের এক ছাত্রীর

এবার গবেষণায় চপ শিল্প। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছেন মালদার গাজোলের এক ছাত্রী। গবেষণার বিষয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। চপ শিল্প গ্রামীণ অর্থনীতিতে প্রভাব ফেলেছে, দাবি অধ্যাপক ও গাইডের। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live: আজ তৃণমূলের একুশে জুলাই, পঞ্চায়েত ভোটের আগে কী বার্তা দেবেন নেত্রী?

আজ তৃণমূলের একুশে জুলাই। পঞ্চায়েত ভোটের আগে কী বার্তা দেবেন নেত্রী? জেলা থেকে কলকাতামুখী তৃণমূলকর্মী-সমর্থকরা। মিছিল আসবে অন্তত ৮টি পথে।

প্রেক্ষাপট

আজ তৃণমূলের একুশে জুলাই (21 July)। পঞ্চায়েত ভোটের আগে কী বার্তা দেবেন নেত্রী? জেলা থেকে কলকাতামুখী তৃণমূলকর্মী-সমর্থকরা (TMC Supporters)। মিছিল আসবে অন্তত ৮টি পথে।


ধর্মতলায় (Dharmatala) ২১শে জুলাইয়ের সভামঞ্চে বেনজির সুরক্ষা। বহুতলের ছাদ থেকে নজরদারি। ৩ ধাপে তৈরি মঞ্চ।


হাইকোর্টের (High Court) অনুমতির পরেও আজ হাওড়ায় শুভেন্দুর সভা বাতিল। এত শর্ত মানা সম্ভব নয় বলে দাবি। লোক হবে না বুঝে পলায়ন, কটাক্ষ কুণালের।


সাগরে বাঁধ পরিদর্শনে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা। বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লোগান, কালো পতাকা।


মূল্যবৃদ্ধি থেকে জিএসটি-ফের উত্তপ্ত সংসদ। দফায় দফায় হইচই। শ্যামবাজার থেকে মিছিলে সেলিম, গড়িয়াহাটে মিছিলের নেতৃত্বে সূর্যকান্ত। 


বর্ধমানের পর এবার হাওড়া। বিষ মদে ৮জনের মৃত্যুর অভিযোগ, বেশ কয়েকজন অসুস্থ। সংগঠিত অপরাধের অভিযোগে সরকারকে আক্রমণে বিরোধীরা। পদক্ষেপের পাল্টা দাবি তৃণমূলের। 


রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ফের আড়াই হাজার ছুঁইছুঁই। ৬জনের মৃত্যু। আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী। দেশে একদিনে ২০ হাজার পার সংক্রমণ। 


আবেগের একুশ, লক্ষ্য ধর্মতলা। কালিম্পং থেকে কাকদ্বীপ। ৫০ ক্যামেরায় ৫০ রিপোর্টার। তৃণমূলের শহিদ দিবসের এক্সক্লুসিভ কভারেজ। শুধুমাত্র এবিপি আনন্দে।  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.