West Bengal News Live: নরেন্দ্রপুরে ভুয়ো পরিচয়ে চিকিত্সা করার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
Get the latest West Bengal News and Live Updates: দিনভর কোথায় কী ঘটছে? জেনে নিন জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট
দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে ভুয়ো পরিচয়ে চিকিত্সা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, অন্য ব্যক্তির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিত্সা করতেন তিনি। অবশেষে আজ সকালে পাড়া প্রতিবেশীর সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন।
পাভলভ মানসিক হাসপাতালের সুপারের ক্ষমতা খর্ব করা হচ্ছে। স্বাস্থ্যভবন সূত্রে খবর, এবার থেকে ন্যাশনাল মেডিক্যালের সুপার দেখবেন পাভলভের প্রশাসনিক কাজকর্ম। সেইসঙ্গে পাভলভে আনা হচ্ছে অতিরিক্ত একজন ডেপুটি সুপারও।
বাইপাসে, চিংড়িহাটা থেকে সায়েন্স সিটি যাওয়ার পথে, রাস্তার পাশে ধস। বেশ খানিকটা অংশে ফাটল ধরে। নিউগড়িয়া-এয়ারপোর্ট রুটের মেট্রোর কাজের জন্যই এই বিপত্তি বলে দাবি। সমস্যার সুরাহা করা গিয়েছে বলে দাবি নির্মাণকারী সংস্থার।
শহরে ফের ভুয়ো কল সেন্টারের হদিশ। বিদেশিদের লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। প্রতারণা চক্রের অন্যতম পাণ্ডাকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। উদ্ধার ৪২ লক্ষেরও বেশি টাকা।
ফের দালাল চক্রের হদিশ আরজি কর মেডিক্যাল কলেজে। এর সঙ্গে যুক্ত আছে এরকম তিনজন হাসপাতালের কর্মী চিহ্নিত।
আন্তর্জাতিক যোগ দিবসে আজ রবীন্দ্র সরোবরে আয়োজন করা হয়েছিল যোগাভ্যাসের। অংশ নিলেন বিভিন্ন বয়সের উত্সাহীরা। গানের সঙ্গে বিভিন্ন আসন করেন অংশগ্রহণকারীরা।
রাজ্যে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণের সংখ্যা। রাজ্যে ৪ মাস ৪দিন পরে ফের করোনা আক্রান্ত চারশো পার। একদিনে সংক্রমণের সংখ্যা চারশো পার, একদিনে আক্রান্ত ৪০৬ জন। করোনা সংক্রমিত হয়ে মৃত্যু ১। কলকাতায় সর্বোচ্চ সংক্রমণ, দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। পজিটিভিটি রেট ৪ দশমিক ৭৪।
কয়লাকাণ্ডে সিবিআই-এর প্রধান তদন্তকারী অফিসারের বিরুদ্ধে এফআইআর। এফআইআর দায়ের ডায়মন্ডহারবারের বিষ্ণুপুর থানার। তদন্তকারী অফিসার উমেশ কুমার এবং অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর।
আগাম নোটিস ছাড়াই বাড়ি ভাঙার অভিযোগ। বারবার নোটিস পাঠিয়েও কোনও পদক্ষেপ না করায় মূল কাঠামো ঠিক রেখে বেআইনি অংশ ভাঙা হয়েছে, দাবি পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের।
বেআইনি অভিযোগে বাড়ি ভাঙতে গিয়ে হাওড়া পুরসভার অভিযান ঘিরে তুলকালাম। বেআইনি অংশের অভিযোগে সাততলা বাড়ির একাংশ ভাঙতে গিয়ে বাধার মুখে পুরসভা-পুলিশ। রাস্তায় শুয়ে পড়ে আটকানোর চেষ্টা। পরে বিক্ষোভকারীদের সরিয়ে ভেঙে দেওয়া হল ২টি তলা।
'চাকরি বিক্রি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করছেন মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য মিলবে।' আক্রমণ শুভেন্দু অধিকারীর।
আজ পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে কাজে যোগ দেন রেনু। নতুন করে স্বাস্থ্য দপ্তর থেকে কোনো নির্দেশ না আসা পর্যন্ত রেনু এই অফিসেই কাজ করবে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায়।
অবশেষে নার্সিং স্টাফ গ্রেড ২ পদে কাজে যোগ দিলেন কেতুগ্রামের নার্সিং ছাত্রী রেণু খাতুন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এক সপ্তাহ আগেই দুর্গাপুরে রেণুর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।
রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর জন্য বিল। চিরকুটে ভোটগ্রহণে বিধানসভায় বিল পাস। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অ্যামেন্ডমেন্ট বিল ২০২২। বিল পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভায় উপস্থিত ছিলেন ১৮৬ জন।
‘আমি একজন শিক্ষক, কোনও মিথ্যে তথ্য দেব না’, প্রাথমিক নিয়োগ মামলায় হাজিরা দিয়ে জানালেন মানিক ভট্টাচার্য। ‘যাদবপুরে ফ্ল্যাট, নয়াবাদে জমি, নদিয়ার কালিগঞ্জে পৈত্রিক বাড়ি’, সম্পতি নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে জানালেন মানিক ভট্টাচার্য। হাইকোর্টে ২৮টি প্রশ্নের মুখে পড়তে হল মানিক ভট্টাচার্যকে।
স্ত্রী, পুত্র, পুত্রবধূ-সহ মানিক ভট্টাচার্যের সম্পত্তির হিসেব তলব। ৫ জুলাইয়ের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির সম্পত্তির হিসেব তলব। বিয়ে পর্যন্ত মানিক ভট্টাচার্যের মেয়ের কত সম্পত্তি? তার হলফনামা তলব। ‘হলফনামায় দেওয়া সম্পত্তির বাইরে অন্য কিছু দাবি করা যাবে না’, মানিক ভট্টাচার্যের পরিবারের সম্পত্তির হিসেব তলব করে জানাল হাইকোর্ট।
বহুমূল্য কাঠ পাচার মামলায় জামিন পেলেন আলিপুরদুয়ারের তৃণমূল নেতা পাসাং লামা। গতকাল তাঁর জামিন মঞ্জুর করে আলিপুরদুয়ার আদালত। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় তৃণমূল নেতা পাসাং লামাকে।
হাওড়ায় ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যু-মামলায় রাজ্য পুলিশের SIT-এর ওপরেই আস্থা রাখল হাইকোর্ট। সিবিআই-কে মামলা হস্তান্তরের প্রয়োজন নেই, দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট পেশ করবে SIT। নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাব, প্রতিক্রিয়া আনিস খানের বাবা সালেম খানের।
কোচবিহার পুরসভার হোর্ডিং-বিতর্ক। হোর্ডিং লাগানোয় অনিয়ম হয়েছে বলে সরব হয়েছেন পুর চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। পুর এলাকায় খুলে ফেলা হচ্ছে সমস্ত বিজ্ঞাপনী হোর্ডিং।পুর চেয়ারম্যানের অভিযোগ, ২০১৩ সাল থেকে ঠিকাদার সংস্থাগুলি পুরসভার থেকে গ্লোসাইন বোর্ডের বিদ্যুতের বিলের খরচ নিয়েছে। এমনকি, হোর্ডিং লাগানোর জন্য পুরসভাকে রাজস্ব বাবদ কোনও টাকাও দেওয়া হয়নি। সব মিলিয়ে গত ১০ বছরে পুরসভার ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০ কোটি টাকা, এমনই অভিযোগ চেয়ারম্যানের। নিয়ম মেনেই হোর্ডিং লাগানো হয়েছে, পুরসভার প্রাপ্যও মেটানো হয়েছে, দাবি ঠিকাদার সংস্থার। পুর চেয়ারম্যানের উদ্যোগকে স্বাগত জানিয়ে তৃণমূলের আগের বোর্ডের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি।
শহরে ফের ভুয়ো কল সেন্টারের হদিশ। বিদেশিদের লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। প্রতারণা চক্রের অন্যতম পাণ্ডাকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। উদ্ধার ৪২ লক্ষেরও বেশি টাকা। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে দক্ষিণদাঁড়ি এলাকায় ওই কল সেন্টারে অভিযান চালানো হয়। হাতেনাতে পাকড়াও করা হয় চক্রের অন্যতম পাণ্ডা নাসিম আহমেদকে। আরেক পাণ্ডা পলাতক। বিদেশিদের ফোন করে অ্যাপ ডাউনলোড করিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয় বলে অভিযোগ। এই চক্রের জাল কতদূর বিস্তৃত খতিয়ে দেখছে পুলিশ
পড়ুয়াদের বিক্ষোভের জেরে আজ অফলাইনে পরীক্ষা হল না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফেই জানানো হল এ কথা। গতকালের পর আজও অনলাইন পরীক্ষার দাবিতে পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পরীক্ষা না দিলে অকৃতকার্য হিসেবে ধরা হবে সেই পরীক্ষার্থীদের।
জলপাইগুড়িতে তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় বেড়েছে নদীর জলস্তর। তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা। তিস্তার সংরক্ষিত এলাকায় শহরাঞ্চলে দোমোহনি থেকে বাংলাদেশ পর্যন্ত হলুদ সতর্কতা জারি রয়েছে। একইভাবে ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে ডুয়ার্সের জলঢাকা নদীতে জলস্তর বাড়ায় সংরক্ষিত ও অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর।অন্যদিকে, জল বাড়ায় গতকাল তিস্তা পাড়ে বেশ কিছু অংশে ফাটল দেখা যায়। দ্রুত মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর।
বাঁকুড়ায় কংসাবতী সেচ ক্যানালের দু’ধার থেকে উধাও হয়ে যাচ্ছে লাখ লাখ টাকার ইউক্যালিপটাস গাছ। পঞ্চায়তের মদতে গাছ পাচার হচ্ছে বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। মানতে নারাজ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। এলাকায় নজরদারি চালাচ্ছে বন দফতর।
চাকরি-দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বনগাঁর চন্দনকে ঘিরে এবার দুই তৃণমূল নেতার সংঘাত সোশাল মিডিয়ায় পৌঁছল। বনগাঁ পুরসভার চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বিস্ফোরক পোস্ট প্রাক্তন চেয়ারম্যানের। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে ফেসবুকে সরাসরি আক্রমণ করেন প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। নির্দল প্রার্থীকে সঙ্গে নিয়ে গোপাল শেঠ দলীয় প্রার্থীকে হারিয়েছেন বলে অভিযোগ করেন প্রাক্তন চেয়ারম্যান। সোশাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন কুত্সা করা হচ্ছে বলে পাল্টা দাবি পুর চেয়ারম্যানের। শাসকদলের দুই নেতার কোন্দল প্রকাশ্যে আসায় কটাক্ষ করেছে বিজেপি।
সিকিম ও ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জের। তিস্তায় আজও জারি লাল সতর্কতা। জলপাইগুড়িতে তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় বেড়েছে নদীর জলস্তর। তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা। তিস্তার সংরক্ষিত এলাকায় শহরাঞ্চলে দোমোহনি থেকে বাংলাদেশ পর্যন্ত হলুদ সতর্কতা জারি রয়েছে। একইভাবে ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে ডুয়ার্সের জলঢাকা নদীতে জলস্তর বাড়ায় সংরক্ষিত ও অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর।অন্যদিকে, জল বাড়ায় গতকাল তিস্তা পাড়ে বেশ কিছু অংশে ফাটল দেখা যায়। দ্রুত মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর।
গতকাল রাতভর বৃষ্টির জেরে শিলিগুড়ির বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে যায়। আজ বেশিরভাগ জায়গায় জল নেমে যায় কিন্তু শিলিগুড়ি 31 নম্বর ওয়ার্ডের অশোকনগরের জল এখনো না নামায় এলাকাবাসীর ক্ষোভ প্রতি বছরই বৃষ্টি হলে এলাকায় জলমগ্ন হয়ে পড়ে ।বাড়িতে ঘরে জল ঢুকে যায়। খুব অসুবিধায় থাকতে হয় ।প্রশাসনকে বলব স্থায়ী সমাধান করতে।
কয়লাকাণ্ডে এবার সিবিআইয়ের প্রধান তদন্তকারী অফিসার উমেশ কুমার-সহ অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পুলিশ। সূত্রের খবর, ডায়মন্ডহারবারের বাসিন্দা হাইবার আখানের অভিযোগে ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগকারীর দাবি, জিজ্ঞাসাবাদের নামে তাঁকে নিজাম প্যালেসে ডেকে হুমকি দেওয়া হয়। জোর করে বয়ান রেকর্ড করানোরও অভিযোগ উঠেছে সিবিআই অফিসারদের বিরুদ্ধে। খবর সূত্রের। ১২০(বি), ১৯৫(এ), ৫০৬, ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৩৪-সহ একাধিক জামিন অযোগ্য ধারাতেও এফআইআর দায়ের করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। সূত্রের খবর, এফআইআরের পর সমস্ত নথি সংগ্রহ করেছে সিআইডি
বহুমূল্য কাঠ পাচার মামলায় জামিন পেলেন আলিপুরদুয়ারের তৃণমূল নেতা পাসাং লামা। গতকাল তাঁর জামিন মঞ্জুর করে আলিপুরদুয়ার আদালত। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় তৃণমূল নেতা পাসাং লামাকে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। আইনজীবীরা জানিয়েছেন, সবকটি মামলাতেই জামিন পেয়েছেন পাসাং। কালচিনি ব্লকের তৃণমূল সভাপতি ছিলেন পাসাং লামা। গ্রেফতারের পর তাঁকে পদ থেকে সরিয়ে দেয় দল। মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে বলে নাম না করে কালচিনির বিডিও-র বিরুদ্ধে অভিযোগ করেছেন জামিনে-মুক্ত তৃণমূল নেতা। এ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
অন্য চিকিত্সকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিত্সা করার অভিযোগ। পুলিশের জালে ভুয়ো চিকিত্সক। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার ঘটনা। ধৃতের নাম অশোক মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, বছর তিনেক আগে রাজপুর-সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে লস্করপুরে বাড়ি ভাড়া করে চেম্বার খুলে বসেন ওই ব্যক্তি। অভিযোগ, প্রতিদিন মত্ত অবস্থায় চেম্বারে আসা ও রোগীদের গালিগালাজ করায় সন্দেহ হয় এলাকাবাসীর। আজ সকালে চেম্বার ঘেরাও করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তের বয়ানে অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করে।
দমদম দমকল কেন্দ্রের সামনে শ্যুটআউট। দমকল কর্মীকে লক্ষ্য করে এক যুবক গুলি চালায় বলে অভিযোগ। অল্পের জন্য রক্ষা পান দমকল কর্মী। সকাল ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। দমকল কর্মী স্নেহাশিস রায়ের দাবি, কিছুদিন রাস্তায় এক যুবকের সঙ্গে ধাক্কা লাগা নিয়ে বচসা হয়। অভিযোগ, আজ সকালে ওই যুবক ক্ষমা চাওয়ার নাম করে তাঁকে বাইরে আসতে বলে। এরপরই ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায় বলে অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ওই দমকল কর্মী। ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে দমদম থানার
রবীন্দ্র সরোবরে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন প্রাতর্ভ্রমণকারীরা। সরোবর যোগ ফ্রেন্ডসের উদ্যোগে অনুষ্ঠানে অংশ নেন ছোট থেকে বড় সকলেই। রবীন্দ্রসঙ্গীতের তালে ২১টি আসন করেন সংস্থার সদস্যরা। সবশেষে প্রাণায়ামে অংশ নেন প্রাতর্ভ্রমণকারীরা।
শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে পদ থেকে সরিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আজ দুপুর দুটোর মধ্যে তাঁকে আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কাশীপুরে রতনবাবু ঘাট সংলগ্ন ৮টি বাড়িতে ফাটল ধরেছে। ওই সব বাড়ির বাসিন্দারা আশ্রয় নিয়েছেন স্থানীয় একটি স্কুলে। সেইসঙ্গে ধস নেমেছে রাস্তায়। ফাটল ও ধসের কারণ খুঁজতে পুরকর্মীরা কাজ শুরু করেছেন।
পঞ্চায়েত ভোটের আগে বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটিতে বিদ্রোহ! জেলা সভাপতিকে সরানোর দাবিতে বৈঠক। কার্যত হুঁশিয়ারি বিজেপি নেতাদের একাংশের গলায়! পাল্টা জবাব দিয়েছেন জেলা সভাপতিও।
পশ্চিমবঙ্গ দিবস নিয়ে তরজা তুঙ্গে উঠল বিধানসভায়। গতকাল অধিবেশনে এনিয়ে সওয়াল করেন শুভেন্দু অধিকারী। যার পাল্টা জবাব দেন বিধানসভার অধ্যক্ষ। বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূলও।
বাংলার চেয়ে বেকারত্ব সাড়ে চার গুণ বেশি। বাংলায় সিঙ্গল ইঞ্জিন সরকার, ত্রিপুরায় ডবল ইঞ্জিনের চেয়ে ঢের ভাল। উপনির্বাচনের ৪দিন আগে, ত্রিপুরার জনসভা থেকে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গুরুত্ব দিতে নারাজ বিজেপি
প্রেক্ষাপট
কলকাতা: সিবিআই (CBI) তদন্ত না সিআইডির (CID) সিটেই আস্থা (SIT)? আনিস হত্যাকাণ্ডের (Anis Murder Case) মামলায় আজ রায় দেবে হাইকোর্ট (Kolkata High court)। সকাল সাড়ে ১০টায় রায়দান।
প্রাথমিক শিক্ষা পর্ষদের (Primery Education) সভাপতিকে এখনই অপসারণের নির্দেশ হাইকোর্টের (Kolkata High court)। আজ দুপুরের মধ্যে হাজিরার নির্দেশ। আপাতত দায়িত্বে সচিব।
শিক্ষক নিয়োগে পর্ষদের নথিতে জালিয়াতির সন্দেহ কোর্টের (Kolkata High court)। ফরেন্সিকের জন্য দিল্লি (Delhi) পাঠাতে সিবিআইকে নির্দেশ। পুনর্মূল্যায়ন কমিটি নিয়েও প্রশ্ন।
দাদামণি যাদের চাকরি দিয়েছিলেন, তাদের কী হবে? এবার শুভেন্দুকে (Suvendu Adhikari) আক্রমণে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। প্রমাণ করলে রাজনীতি থেকে অবসরের পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর (Suvendu Adhikari)।
এসএসসি নিয়ে তোলপাড়ের মধ্যেই এই প্রথম পার্থের পাশে দাঁড়িয়ে সরব মমতা। একটা মামলা করেই লাফাচ্ছে বলে খোঁচা দিয়ে বিজেপিকে হুঁশিয়ারি।
অগ্নিবীরের নাম ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি। বিধানসভায় বিস্ফোরক মমতা। ত্রিপুরায় আক্রমণে অভিষেকও। সেনাকে অপমান, পাল্টা শুভেন্দু।
দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই অগ্নিপথে নিয়োগের বিজ্ঞপ্তি জারি। প্রত্যাহারের দাবিতে যন্তরমন্তরে ধর্নায় কংগ্রেস। রাষ্ট্রপতির কাছে দরবার।
প্রথমে যে কোনও সংস্কারই অপ্রিয় মনে হয়, পরে বোঝা যায় সুফল, নাম না করে সওয়াল মোদির। আজ ৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক।
ফারুক আবদুল্লার পরে রাষ্ট্রপতি ভোটে বিরোধী প্রার্থী হতে গোপালকৃষ্ণ গাঁধীও নারাজ। আমার চেয়ে অন্যেরা অনেক ভাল হতে পারে বলে বার্তা।
ফারুক-গোপালকৃষ্ণের প্রত্যাখ্যানের পরে বিরোধী প্রার্থী কে? জল্পনায় তৃণমূলের যশবন্ত সিন্হা। আজ দিল্লির বৈঠকে প্রস্তাবের সম্ভাবনা।
বাংলায় সিঙ্গল ইঞ্জিন সরকার, ত্রিপুরায় ডবল ইঞ্জিনের চেয়ে ঢের ভাল। ভোটের প্রচারে গিয়ে আক্রমণে অভিষেক। গুরুত্ব দিতে নারাজ বিজেপি।
ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলকে ইডির সাড়ে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। আজ ফের তলব। প্রতিহিংসার অভিযোগ কংগ্রেসের। খারিজ বিজেপির।
রামপুরহাট গণহত্যার সঙ্গে তৃণমূল নেতা খুনে সিবিআইয়ের চার্জশিট। ভাদু শেখের মামলায় শুরু অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া।
পাভলভ নিয়ে এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরেই নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর। সুপারকে স্বাস্থ্য আধিকারদের জিজ্ঞাসাবাদ। হাসপাতাল পরিদর্শন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -