West Bengal News Live Updates: মর্মান্তিক দুর্ঘটনা, ঝড়ের সময়ে রোয়িং করতে গিয়ে রবীন্দ্র সরোবরে তলিয়ে গেল ২ ছাত্র
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
বনগাঁর তৃণমূলনেত্রী আলোরানি সরকার কি বাংলাদেশি? না কি এদেশের নাগরিক? এনিয়ে শুরু হয়েছে জোর তরজা। এরইমধ্যে বিজেপির দাবি, আলোরানির বাংলাদেশের ভোটার কার্ডের প্রতিলিপি তাঁদের হাতে। এনিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূলও।
কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি। বিপর্যস্ত শহরের উত্তর থেকে দক্ষিণ। ব্যাহত হল বিমান ও মেট্রো পরিষেবা। শহরের বিভিন্ন রাস্তায় গাছ পড়ে বিপত্তি। এরইমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও
অনলাইন পরীক্ষার দাবিতে, ফের একাধিক বিশ্ববদ্যালয়ে আন্দোলন। আজ কলকাতা বিশ্ববিদ্যালের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে অবস্থান বিক্ষোভে বসেন পড়ুয়ারা। অনলাইনের আবেদনে অনড় আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। একই দাবিতে উত্তাল আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ও।
পুরসভার উচ্ছেদ অভিযান ঘিরে কল্যাণীতে ধুন্ধুমার। বিজেপির পার্টি অফিস ভেঙে দেওয়ায় পুরকর্মীদের সঙ্গে মারামারি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি কর্মীরা। যদিও তা মানতে নারাজ পুলিশ। বিজেপির বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে পুরসভা
জ্বালানির ক্ষতে শুল্ক হ্রাসের মলম! পেট্রোল-ডিজেলের এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্রীয় সরকার। পেট্রোলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা করে কমানো হচ্ছে শুল্ক। ফলে প্রতি লিটার পেট্রোলে ৯ টাকা এবং প্রতি লিটার ডিজেলে ৭ টাকা দাম কমবে। সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে কেন্দ্র। একসুরে দাবি বিরোধীদের। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সূত্রের খবর, মেয়ে অঙ্কিতার নিয়োগের সময় ফোনে কাদের কাদের সঙ্গে তাঁর কথা হয়েছিল? কী বিষয়ে কথা হয়েছিল? এই সব নিয়েই পরেশকে প্রশ্ন করে সিবিআই। এই ইস্যুতে রাজনৈতিক তরজাও চলছে সমানতালে।
ঝড়ের সময় রোয়িং করতে গিয়ে দুর্ঘটনা। রবীন্দ্র সরোবরে রোয়িং করতে গিয়ে ২জনের মৃত্যু
থার্ড লাইন সম্প্রসারণের জন্য আগামী শুক্রবার দুপুর ৩টে থেকে সোমবার দুপুর ৩টে পর্যন্ত বন্ধ থাকবে ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। ফলে বাতিল হচ্ছে বহু মেল-এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন। প্রভাব পড়বে লোকাল পরিষেবাতেও।
উত্তরবঙ্গে ডেঙ্গির থাবা কি ক্রমশ বড় হচ্ছে? সেই আশঙ্কা বাড়িয়ে দিল দার্জিলিং জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট। ক্যুইন অফ হিলসের জেলায় মশাবাহিত রোগে আক্রান্ত ১৪ জন। মৃত্যু হয়েছে এক কিশোরের। শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪। পুরসভার কাজ নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।
প্রবল বৃষ্টিতে ভাসল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। গাছ পড়ে বহু জায়গায় বিপত্তিও ঘটেছে। হুগলি ও পূর্ব বর্ধমানে গাছ পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। কোথাও ভেঙে পড়েছে মোবাইল ফোনের টাওয়ার, কোথাও আবার বিঘ্ন ঘটেছে ট্রেন চলাচলে। এক ঘণ্টা বন্ধ ছিল হাওড়া-কলকাতা ফেরি চলাচলও
মূল্যবৃদ্ধির আগুনের মধ্যেই অবশেষে দাম কমছে পেট্রোল-ডিজেলের। পেট্রোল-ডিজেলে এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র। পেট্রোলে ৮টাকা, ডিজেলে ৬ টাকা এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র। এক্সাইজ ডিউটি কমায় লিটারে সাড়ে ৯টাকা দাম কমবে পেট্রোলের।
সল্টলেকে গাছ ভেঙে আহত হাওড়া আদালতের সরকারি আইনজীবী সহ ৩ জন। সল্টলেক ৮ নম্বর ট্যাংকের কাছে রিক্সায় গাছ পড়ে দুর্ঘটনা।
গুরুতর আহত হাওড়া আদালতের সরকারি আইনজীবী ব্রজলাল শাসমল। আহত ৩ জনকেই নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর হাসপাতালে
নদীর চরে মাটির নীচ থেকে উদ্ধার বস্তা বস্তা রাসায়নিক সার আর কীটনাশক! বাঁকুড়ার খাতড়ায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের বিরুদ্ধে সরকারি সার বিলিতে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। অহেতুক রাজনীতি করা হচ্ছে, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের
অ্যাপ নির্ভর বাইক নিয়ন্ত্রণে উদ্যোগী হল পরিবহণ দফতর। ভাড়া ও অন্যান্য বিষয় নির্ধারণের জন্য গঠন করা হয়েছে ৪ সদস্যের কমিটি। পরিবহণমন্ত্রী জানিয়েছেন, সরকারের চূড়ান্ত অনুমোদন পেলেই চালু হয়ে যাবে বিধি
প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩১তম প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন। সকালে বীরভূমিতে গিয়ে শ্রদ্ধা জানান সনিয়া ও প্রিয়ঙ্কা। বাবাকে শ্রদ্ধা জানিয়ে ট্যুইট রাহুলের।
আলিপুরে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছুঁল ঘণ্টায় ৯০ কিমি। বর্ধমানে ঝড়ে গাছ চাপা পড়ে কিশোরের মৃত্যু, আহত ২। আলিপুরে ঝড়ে পড়ল গাছ
কালবৈশাখীর দাপটে এএফসি কাপে বিঘ্ন। এটিকে মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস ম্যাচ আপাতত বন্ধ। ভাঙল যুব ভারতী প্রেস বক্সের একাংশ
কালবৈশাখীর কারণে কলকাতা বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ। বিকেল সাড়ে ৪টের পর থেকে বন্ধ বিমান পরিষেবা। কলকাতামুখী দুটি বিমানের ভুবনেশ্বরে জরুরি অবতরণ। কলকাতায় আটকে আরও ৬টি বিমান। সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত বিমানবন্দরে সতর্কতা জারি।
বিকেলেই নামল আঁধার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি। কলকাতা-সহ আশপাশের জেলায় কালবৈশাখীর তাণ্ডব, পড়ল গাছ। কলকাতা-সহ আশপাশের জেলায় ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টি। ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সর্তকতা। বর্ধমানে ঝড়ে গাছ চাপা পড়ে কিশোরের মৃত্যু, আহত ২।
অনলাইনে পরীক্ষার দাবিতে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ। অনলাইনেই পরীক্ষা দিতে অনড় পড়ুয়ারা। বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এক পড়ুয়া
নৈহাটি পুরসভায় কয়েক লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। পুরসভারই ৩ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, নকল বিল বানিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। পুরসভার অডিটে ধরা পড়ে এই তথ্য। আর্থিক কেলেঙ্কারি ফাঁস হতেই অস্বস্তিতে শাসকদল। বিরোধীদের দাবি, দুর্নীতির দায় কর্মীদের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে তৃণমূল পরিচালিত নৈহাটি পুরসভা। অভিযোগ অস্বীকার পুরপ্রধানের।
বাংলাদেশের ভোটার তালিকায় নাম থাকায়, বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের নির্বাচনী পিটিশন খারিজের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই প্রেক্ষিতে তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা ট্যুইটে লিখেছেন, তৃণমূল কংগ্রেস সংবিধানের ২৯-এ ধারার ৫ নম্বর উপ ধারা অনুসারে জনপ্রতিনিধিত্ব আইনের বিধি লঙ্ঘন করেছে। একজন বিদেশি নাগরিককে নির্বাচিত করার চেষ্টা হয়েছে। ভারতীয় সংবিধান অনুযায়ী তারা দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি নষ্টের চেষ্টা করেছে। এ ধরনের রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন কী বাতিল করা উচিত নয়? বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের বাংলাদেশ-নাগরিকত্ব নিয়ে ট্যুইটে তৃণমূলকে খোঁচা শুভেন্দু অধিকারীর।
উত্তর ২৪ পরগনার বনগাঁর তৃণমূল নেত্রী আলোরানি সরকারের দায়ের করা ইলেকশন পিটিশন খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। আলোরানি নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না বলে পর্যবেক্ষণ আদালতের। গত বিধানসভা ভোটে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের প্রার্থী ছিলেন আলোরানি সরকার। কিন্তু, বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে ২ হাজার ৪ ভোটে পরাজিত হন তিনি। এর পরই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলাতেই এদিন বিচারপতি বিবেক চৌধুরী বলেন, বাংলাদেশের ভোটার লিস্টে নাম রয়েছে আলোরানি সরকারের।
৪ ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বেরলেন মন্ত্রী পরেশ অধিকারী । SSC নিয়োগ-দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রীকে পরপর ৩ দিন জিজ্ঞাসাবাদ । ‘নিয়োগ দুর্নীতির নেপথ্যে কোন প্রভাবশালীর হাত রয়েছে ?’ সেটা খুঁজে বের করতে চান গোয়েন্দারা, খবর সিবিআই সূত্রে। গোটা জিজ্ঞাসাবাদ পর্ব ভিডিগ্রাফি করা হয়: সূত্র
সূত্রের খবর, মোবাইল ফোনের কললিস্ট সামনে রেখে গতকাল মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের তদন্তকারীরা। জানতে চাওয়া হয়, তৃণমূলে যোগদানের সময় কাদের সঙ্গে, কী নিয়ে কথা হয়েছে। মেয়ের চাকরিতে নিয়োগের সময় কাদের সঙ্গে, কী কথা হয়েছিল, তাও জানতে চান সিবিআই আধিকারিকরা। গতকাল পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ- পর্ব পুরোটাই ভিডিওগ্রাফি করা হয়।
কলকাতায় ব্যবসায়ী-পুত্রের অস্বাভাবিক মৃত্যু। ট্যাংরায় মাসির বাড়ি বেড়াতে গিয়ে অভিজাত আবাসনের ২১ তলার বারান্দা থেকে ঝাঁপ ১৬ বছরের কিশোরের। পরিবার সূত্রে খবর, লিলুয়ার বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া ওই কিশোর গতকাল মায়ের সঙ্গে ট্যাংরায় মাসির বাড়িতে গিয়ে কিছুতেই ফিরতে চাইছিল না। পরিবারের দাবি, মা জোরাজুরি করায়, রেগে গিয়ে মাকে অ্যাপ ক্যাব বুক করতে বলে সে। এরপর আবাসনের ২১ তলায় গিয়ে বারান্দা থেকে ঝাঁপ দেয় ওই কিশোর। পরিবারের দাবি, বছর দেড়েক আগে ব্রেন টিউমার অপারেশনের পরেই কিশোরের আচরণ বদলে যেতে শুরু করে। অল্পেতেই রেগে যেত সে। এরপর গতকালের এই ঘটনা।
নৈহাটি পুরসভায় কয়েক লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। পুরসভারই ৩ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, নকল বিল বানিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। পুরসভার অডিটে ধরা পড়ে এই তথ্য। আর্থিক কেলেঙ্কারি ফাঁস হতেই অস্বস্তিতে শাসকদল। বিজেপির দাবি, দুর্নীতির দায় কর্মীদের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে তৃণমূল পরিচালিত নৈহাটি পুরসভা। অভিযোগ অস্বীকার পুরপ্রধানের।
বাঁকুড়া থেকে বর্ধমানে ফেরার পথে, মাঝরাস্তায় বাস থেকে নামিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। বাসে বসেই প্রাণসংশয়ের আশঙ্কা জানিয়ে নিজের গাড়িচালকের বিরুদ্ধে অধ্যাপিকার ফেসবুক পোস্ট। গতকাল বর্ধমান-আরামবাগ রোডে একটি বেসরকারি বাস থেকে অধ্যাপিকাকে উদ্ধার করে পুলিশ। আটক অভিযুক্ত গাড়িচালক।
মহিলার দাবি, গাড়িচালকের সঙ্গে তাঁর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। অভিযোগ, গত মার্চ মাসে চালক তাঁর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। এরপর গতকাল অধ্যাপিকাকে মারধরও করা হয়। অধ্যাপিকার অভিযোগ, কর্মসূত্রে গতকাল বাঁকুড়া থেকে ফেরার পথে, গাড়িচালকের কাছ থেকে খুনের হুমকি পান। এরপরই ফেসবুকে প্রাণসংশয়ের আশঙ্কা জানিয়ে পোস্ট করেন ওই অধ্যাপিকা। ফেসবুক পোস্ট দেখে বিষয়টি জানতে পেরে তত্পর হয় বর্ধমান থানার পুলিশ।
হাবড়ায় ইমারতি ব্যবসায়ী ও তাঁর সঙ্গীকে গুলিকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। গোটা ঘটনায় ধৃত শম্ভু দে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে পুলিশের দাবি। গতকাল অশোকনগর এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। এই নিয়ে হাবড়ায় গুলিকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৬। বুধবার রাতে হাবড়ার শ্রীনগরে গুলিবিদ্ধ হন ইমারতি ব্যবসায়ী রাজু ঘোষ ও তাঁর সঙ্গী শান্তনু রায়। ছোড়া হয় বোমাও।
মুর্শিদাবাদের খড়গ্রামে মাঠের মধ্যে মিলল তাজা বোমা। এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে মাঠের মধ্যে দুটি বালতিতে বোমা রয়েছে দেখতে পান রুহি গ্রামের বাসিন্দারা। ২০টি তাজা বোমা উদ্ধার হয়। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে।
SSC নিয়োগ-দুর্নীতি মামলায় আজ তৃতীয় দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। আজও নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান তিনি। গতকাল জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরেই মন্ত্রীকে ফের হাজিরার নোটিস দেওয়া হয়। সূত্রের খবর, মোবাইল ফোনের কললিস্ট সামনে রেখে গতকাল মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের তদন্তকারীরা। জানতে চাওয়া হয়, তৃণমূলে যোগদানের সময় কাদের সঙ্গে, কী নিয়ে কথা হয়েছে।
এবার গ্রুপ সি মামলায় নতুন এফআইআর সিবিআই-এর । এফআইআরে নাম রয়েছে, শান্তিপ্রসাদ সিন্হা, সমরজিত্ আচার্য-সহ ৫ জনের। এঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি), ৪১৭, ৪৬৫ এবং ৩৪ নম্বর ধারায় মামলা। জামিনঅযোগ্য ৪৬৮ নম্বর ধারাতেও মামলা দায়ের।
অনলাইন পরীক্ষার দাবিতে অনড় আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের পড়ুয়ারা। ২৭ মে অফলাইন পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, অফলাইন পরীক্ষার প্রস্তুতির জন্য ১৫ দিন সময় দিতে হবে। না হলে পরীক্ষা বয়কট করবে বলে জানিয়েছে বিক্ষোভরত পড়ুয়ারা।
বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে গণ অবস্থানে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। দু’ দিনের গণ অবস্থান গতকাল দুপুর থেকে শুরু হয়েছে। রানি রাসমণি অ্যাভিনিউতে বিক্ষোভে সামিল সরকারি কর্মচারীদের একাংশ। বকেয়া ৩১ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, শূন্যপদে নিয়োগ-সহ পাঁচদফা দাবিতে গণ অবস্থান করছেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা বাম কর্মচারী সংগঠনের সদস্যরা। এর জেরে রানি রাসমণি অ্যাভিনিউয়ের একাংশ বন্ধ। গণ অবস্থান মঞ্চে গতকাল রাতে ছৌ-নাচেরও আয়োজন করা হয়। ।
বাঁকুড়া থেকে বর্ধমানে ফেরার পথে, মাঝরাস্তায় বাস থেকে নামিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। বাসে বসেই প্রাণসংশয়ের আশঙ্কা জানিয়ে নিজের গাড়িচালকের বিরুদ্ধে অধ্যাপিকার ফেসবুক পোস্ট। গতকাল বর্ধমান-আরামবাগ রোডে একটি বেসরকারি বাস থেকে অধ্যাপিকাকে উদ্ধার করে পুলিশ। আটক অভিযুক্ত গাড়িচালক।
হাবড়ায় ইমারতি ব্যবসায়ী ও তাঁর সঙ্গীকে গুলিকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। গোটা ঘটনায় ধৃত শম্ভু দে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে পুলিশের দাবি। গতকাল অশোকনগর এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ।
SSC নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের তলব পেয়ে সিবিআই দফতরে গেলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। আজ সকাল ১১টার পর তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়। কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই তিনি নিজাম প্যালেসে পৌঁছে যান। গতকাল বাগডোগরা হয়ে কলকাতায় আসার পর, CBI’র নিজাম প্যালেসের অফিসে গিয়ে হাজিরা দেন শিক্ষা প্রতিমন্ত্রী। তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে
বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে গণ অবস্থানে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। দু’ দিনের গণ অবস্থান গতকাল দুপুর থেকে শুরু হয়েছে। রানি রাসমণি অ্যাভিনিউতে বিক্ষোভে সামিল সরকারি কর্মচারীদের একাংশ। বকেয়া ৩১ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, শূন্যপদে নিয়োগ-সহ পাঁচদফা দাবিতে গণ অবস্থান করছেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা বাম কর্মচারী সংগঠনের সদস্যরা। এর জেরে রানি রাসমণি অ্যাভিনিউয়ের একাংশ বন্ধ। গণ অবস্থান মঞ্চে গতকাল রাতে ছৌ-নাচেরও আয়োজন করা হয়।
বিহারের পুলিশের বিরুদ্ধে বাংলায় ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ । বাংলার পুলিশকে না জানিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ২০টি বাড়ি । মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা।
পূর্ব রেল সূত্রে খবর, বাতিল করা হয়েছে বিশ্বভারতী প্যাসেঞ্জার, আসানসোল-শিয়ালদা এক্সপ্রেস, মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, ময়ূরাক্ষী এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস, শিয়ালদা-রামপুরহাট এক্সপ্রেস-সহ ব্যান্ডেল স্টেশন দিয়ে যাওয়া একাধিক ট্রেন।
দু’ দিন পুরোপুরি বন্ধ ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল।
ব্যান্ডেল-শক্তিগড় শাখায়, থার্ড লাইন সম্প্রসারণের কাজ হচ্ছে।তার জেরে ২৭ মে দুপুর ৩টে থেকে ৩০ মে দুপুর ৩টে পর্যন্ত, ৭২ ঘণ্টা পাওয়ার ব্লক করা হবে।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে তলব। আগামী সপ্তাহে আসার নির্দেশ। বয়ানে কিছু অসঙ্গতি মিলেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি।
প্রেক্ষাপট
কলকাতা : এক নজরে সকালের শিরোনাম
- হাইকোর্টে ( High Court ) ধাক্কা খেলেন পার্থ (Partha Chatterjee ) । রক্ষাকবচের আবেদন খারিজ। সম্পত্তির হিসাব পেশের নির্দেশ। নিয়োগ দুর্নীতি মামলায় পক্ষ করার নির্দেশ আদালতের।
- হাইকোর্টে পার্থর রক্ষাকবচ খারিজের দিনেই তাঁর নির্বাচনী কেন্দ্রে তৃণমূলের (TMC) মিছিল। হোক প্রতিবাদ পোস্ট সরাতে নির্দেশ পার্থর। বার্তার পরেই প্রতিবাদ মিছিল হয়ে গেল অভিনন্দন যাত্রা ?
- এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে তলব। আগামী সপ্তাহে আসার নির্দেশ। বয়ানে কিছু অসঙ্গতি মিলেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি।
- শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে (Presh Adhikari ) সাড়ে নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। নেপথ্যে প্রভাবশালী হাত ? খুঁজে বার করতে চান গোয়েন্দারা। আজ ফের তলব।
- যোগ্যতম প্রার্থীর থেকে কম নম্বর পেয়েও চাকরি। পরেশ কন্যা অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ হাইকোর্টের। ২ কিস্তিতে বেতন ফেরতের নির্দেশ।
- নিয়োগের বিজ্ঞপ্তি চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা। আদালতে দাবি মামলাকারীদের। যারা চাকরি পাননি তারা চাকরি পাবেন। সওয়াল রাজ্যের। এই বিজ্ঞপ্তি আইওয়াশ, মন্তব্য হাইকোর্টের।
- SSC-র নিয়োগে দুর্নীতির অভিযোগে হাজরা মোড়ে বিক্ষোভ ডিএসও-র (DSO) । করুণাময়ীতে বিজেপি (BJP) যুব মোর্চার বিক্ষোভ। পরেশকে গ্রেফতারির দাবিতে মেখলিগঞ্জে মিছিল সিপিএমের।
- ডিএ (DA) কর্মীদের মৌলিক ও আইনত অধিকার। ৩ মাসের মধ্যে কর্মীদের বকেয়া ডিএ মেটাতে হবে। স্যাটের রায় বহাল রেখে জানাল হাইকোর্ট।
- তহবিল না থাকায় উঁচু হারে ডিএ দেওয়া যাচ্ছে না। হাইকোর্টে জানায় রাজ্য। যুক্তি গ্রহণযোগ্য নয়, আর্জি খারিজ করে জানাল ডিভিশন বেঞ্চ।
- গরুপাচার মামলায় সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার পর বোলপুরের বাড়িতে পৌঁছলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) । আমি সুস্থ, কিন্তু বিশ্রাম নিতে হবে, বললেন অনুব্রত।
- পদ দিলেও কিছু করতে পারি না। যাঁরা সংগঠনের কিছু বোঝেন না, তাঁরা বয়ান দিচ্ছেন। রাজনীতিতে কিছু চূড়ান্ত নয়। ফের জল্পনা উস্কে মন্তব্য অর্জুনের। বিজেপিতেই আছেন, দাবি শমীকের।
- কালনা কলেজে ধুন্ধুমার। বাঁশ-লাঠি নিয়ে সংঘর্ষ। বহিরাগতদের নিয়ে হামলা তৃণমূল বিধায়কের, অভিযোগ টিএমসিপির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -