West Bengal News Live: পুরুলিয়া স্টেশনে এসে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ রেলমন্ত্রীর
Get the latest West Bengal News and Live Updates: উত্তর থেকে দক্ষিণ, সব জেলার গুরুত্বপূর্ণ সমস্ত খবর এক নজরে ।
পুরুলিয়া স্টেশনে এসে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ রেলমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বড় বড় ভাষণ হত বলে কটাক্ষ। 'মোদি সরকারের আমলে বাংলায় রেলের জন্য প্রায় ১২ হাজার কোটি টাকা বরাদ্দ', রাজ্যের বিরুদ্ধে জমি দেওয়া নিয়ে অসহযোগিতার অভিযোগে আক্রমণে রেলমন্ত্রী।
নিহত ভিকি যাদবের বাবাকেও খুন করা হয়। ভাইপো আকাশের খুনের একমাত্র সাক্ষী ছিলেন ভিকি, রাজনৈতিক ষড়যন্ত্র করেই সরিয়ে দেওয়া হয়েছে, অভিযোগ তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের।
সল্টলেকের এবি ব্লকে জগদ্ধাত্রী পুজো এবার পড়ল ৫০ বছরে। পুজোর আয়োজনের সঙ্গে পালিত হচ্ছে সামাজিক দায়বদ্ধতা ।
তাজপুর বন্দর থেকে কি সরছে আদানি? মমতার মন্তব্যে জোর জল্পনা। 'বাংলায় সব কিছু বদলে দেওয়ার সম্ভাবনা আছে, তাজপুর তৈরি। তাজপুর বন্দরের পরিকাঠামো তৈরি' টেন্ডারের জন্য আহ্বান মুখ্যমন্ত্রীর।
'বাংলায় সব কিছু বদলে দেওয়ার সম্ভাবনা আছে, তাজপুর তৈরি। তাজপুর বন্দরের পরিকাঠামো তৈরি' টেন্ডারের জন্য আহ্বান মুখ্যমন্ত্রীর।
'শুধুমাত্র পুলিশ দিয়ে হিংসা বন্ধ করা যাবে না, কিন্তু পুলিশি সক্রিয়তা জরুরি। তবে রাজ্য সরকারের উচিত হিংসা বন্ধে উপযুক্ত পদক্ষেপ করা', রাজ্যপাল হিসেবে বর্ষপূর্তিতে এবিপি আনন্দে অকপট সি ভি আনন্দ বোস।
জয়নগর, আমডাঙা, কোলাঘাটের পর এবার জগদ্দল, ফের গুলি! কোলাঘাটের রেশ কাটার আগেই এবার জগদ্দলে শ্যুটআউট। জগদ্দলে ভিকি যাদব নামে তৃণমূলকর্মী প্রকাশ্যে গুলি! গুরুতর জখম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
খুনের পর লুঠ করা হয়েছে নগদ প্রায় ১৬ লক্ষ টাকা, ৪০ লক্ষ টাকা সোনার গয়না। লুঠ ও খুনের নেপথ্যে পরিচিত কেউ, চিনে ফেলায় খুন, অনুমান নিহত ব্যবসায়ীর বাবার। পুলিশে ভরসা নেই সিবিআই তদন্ত চাই, দাবি নিহত ব্যবসায়ীর বাবার।
কোলাঘাটে জাতীয় সড়কেই স্বর্ণ ব্যবসায়ী খুন, এখনও আঁধারে পুলিশ। কোলাঘাটে জাতীয় সড়কের উপর কারা খুন করল স্বর্ণ ব্যবসায়ীকে? ১৯ ঘণ্টা পরেও অধরা দুষ্কৃতীরা। 'প্রথম নয়, আগেও ২ বার হামলা চালানো হয় স্বর্ণ ব্যবসায়ী সমীর পড়িয়ার উপর। ৫-৭ বছর আগে দোকানে লুঠপাট চালায় দুষ্কৃতীরা', পুলিশকে জানিয়েও লাভ হয়নি, অভিযোগ ব্যবসায়ীর বাবার।
অবশেষে ত্রাণ নিয়ে দলুয়াখাকি গ্রামে ঢুকল এসএফআই-এর প্রতিনিধি দল। ত্রাণ নিয়ে জয়নগর যাওয়ার পথে প্রথমে আটকানো হয় এসএফআইয়ের প্রতিনিধি দলকে। জয়নগরে ঢোকার আগে পাঁচপোতায় এসএফআইয়ের প্রতিনিধি দলকে আটকায় পুলিশ। আদালতের নির্দেশ মেনে পরে পাঁচজনকে গ্রামে ঢোকার অনুমতি। গ্রামের পড়ুয়াদের হাতে বই-খাতা-পেন-পেনসিল তুলে দিলেন এসএফআই-এর প্রতিনিধিরা।
'অনেকে বলেন বাংলায় নাকি শুধুই হিংসা হয়, ব্যবসা হয় না', বলেন মুখ্যমন্ত্রী। 'অনেকে বলেন বাংলা হিংসা পূর্ণ, অনেকে গুজব ছড়ানোর চেষ্টা করে। হিংসা নিয়ে কিছু রাজনৈতিক দল অপপ্রচার ছড়ানোর চেষ্টা করছে', বিশ্ব বঙ্গ সম্মেলনের মঞ্চ থেকে আক্রমণ মুখ্যমন্ত্রীর।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়। 'মেসেজ করলে এক মিনিটের মধ্যে উত্তর দেন মুখ্যমন্ত্রী। যে ভাবে মুখ্যমন্ত্রী সব বিষয়ে সহযোগিতা করেন, তা সত্যিই অভাবনীয়। প্রতিটি ছোট বিষয়েও নজর রাখেন মুখ্যমন্ত্রী', বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী মঞ্চে বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বাণিজ্য সম্মেলন। 'বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছেন ৩৫টি দেশের প্রতিনিধি। ব্রিটেন, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, নেদারল্যান্ডস। ১৭টি দেশ পার্টনার হিসেবে বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছে', বলেন মুখ্যমন্ত্রী। বাংলায় কোনও বিভেদ নেই, বাণিজ্য সম্মেলনে দাবি মুখ্যমন্ত্রীর।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে হাজির মুকেশ অম্বানি। সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে সৌরভ গঙ্গোপাধ্যায়।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের খরচ নিয়ে এবার প্রশ্ন তুললেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। আগের সম্মেলনগুলিতে কত টাকার বিনিয়োগ এসেছে, কত খরচ হয়েছে আর কর্মসংস্থানই বা কত হয়েছে তার হিসেব দিয়ে এই সম্মেলন শুরু করুন মুখ্যমন্ত্রী। দাবি আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির। হিসেব নিতে শুরু করতে হলে তো বাম আমল থেকে শুরু করা দরকার, পাল্টা কুণাল ঘোষ।
শুরু সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। অশ্বডিম্ব প্রসব হবে, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। 'রাজ্যে চাকরি নেই, ডিনামাইট দিয়ে সিঙ্গুরের শিল্প ধ্বংস করা হয়েছে। নন্দীগ্রামে শিল্পের বিরুদ্ধে ছিলাম না, জমি অধিগ্রহণের পদ্ধতির বিরোধিতা ছিল', বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর।
কলকাতার শীলবাড়ির জগদ্ধাত্রী পুজো পা দিল ১৯০ বছরে। এই পুজো এখন উঠে এসেছে আরবানায়। পুজো নিয়ে মেতে উঠেছে অরিন্দম শীলের পরিবার।
অ্যালপাইন ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডের ওই কারখানায় চলছে তল্লাশি। সূত্রের খবর, আর্থিক বেনিয়মের অভিযোগের তদন্তে চলছে তল্লাশি। ২টি দলে ভাগ হয়ে তল্লাশি ও কোম্পানি নথি পরীক্ষা করা হচ্ছে। কারখানা কর্মীরা কাজ করতে এলে তাঁদেরকে ফিরে যেতে বলা হয়েছে। পোলবার এই কারখানায় মদ বোতলবন্দি হয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যেত।
মঙ্গলবার ভোর রাতে রাজ্যে ফের আয়কর হানা। সাড়ে ১০ ঘণ্টা ধরে চলছে হুগলির পোলবায় চলছে তল্লাশি। কেন্দ্রীয় জওয়ানদের নিয়ে ২০-২৫ জন আয়কর আধিকারিকদের দল তল্লাশি চালাচ্ছে।
প্রেক্ষাপট
কোলাঘাটে (Kolaghat) জাতীয় সড়কেই স্বর্ণ ব্যবসায়ীকে (Gold Businessman) গুলি করে খুন। গয়না-টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট। আগেও এই দোকানে হয়েছে লুঠপাট। নিশানা হিসেবে নজরে ছিল দুষ্কৃতীদের? উঠছে প্রশ্ন। আততায়ীরা চেনা হওয়াতেই কি লুঠপাটের পর খুন?
ভোর রাতে রাজ্যে ফের আয়কর হানা (IT Raid)। হুগলির (Hooghly) পোলবায় মদের কারখানায় হানা আয়কর আধিকারিকদের। আর্থিক বেনিয়মের অভিযোগের তদন্তে ২টি দলে ভাগ হয়ে অভিযান, খবর সূত্রের।
আজ থেকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit)। ঝলমলে মিথ্যে বুলি ছাড়া কিছুই নয়, খোঁচা শুভেন্দুর (Suvendu Adhikari)। বাংলার জিডিপি-র (GDP) হার জাতীয় গড়ের থেকে বেশি, পাল্টা কুণাল (Kunal Ghosh)।
রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে চাঞ্চল্যকর তথ্য ইডির (ED) হাতে। ডিস্ট্রিবিউটরদের মধ্যে অনেকেই বেনামে রেশন দোকানের মালিক। নদিয়ায় (Nadia) খোঁজ মিলেছে একজনের, দাবি ইডি-র। তৈরি হচ্ছে তালিকা।
উত্তরকাশীর সুড়ঙ্গে ১০ দিন ধরে আটকে বাংলার ৩ শ্রমিক-সহ ৪১ জন। পাইপে পাঠানো হল খিচুড়ি-ডালিয়া। ভিডিও কলে আটকে পড়া শ্রমিকদের সঙ্গে কথা। উদ্বেগে কোচবিহারে অসুস্থ একজনের স্ত্রী।
আনন্দপুরের আবাসনে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার ঘিরে রহস্য। স্ত্রীকে গলা কেটে নৃশংসভাবে খুন করে আত্মঘাতী বৃদ্ধ, দাবি পুলিশের। শারীরিক অসুস্থতার জেরে ডিপ্রেশনে ছিলেন দুজনেই, অনুমান পুলিশের।
গতকাল ফোরশোর রোডের পর আজ ঘুসুড়ি। ফের হাওড়ার গুদামে আগুন। ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডে বাসন্দাদের মধ্যে আতঙ্ক। দমকলের লড়াইতে আপাতত নিয়ন্ত্রণে আগুন।
জগদ্ধাত্রী পুজোর নবমী। সেজে উঠছে কৃষ্ণনগর থেকে চন্দননগর। মাল্টিক্যামে ঘরে বসেই প্রতিমা দর্শন। এবিপি আনন্দে সরাসরি সম্প্রচার।
সকালের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -