West Bengal News:আনন্দপুরে নোনাডাঙার বাল্মিকী আবাসনে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার ঘিরে রহস্য
West Bengal News Live : জেলা থেকে জেলা , গুরুত্বপূর্ণ খবর এক নজরে ।
LIVE
Background
কোলাঘাটে জাতীয় সড়কেই স্বর্ণ ব্যবসায়ীকে (Gold Trader Death) গুলি করে খুন। দোকান বন্ধ করে পাঁশকুড়ায় ফেরার সময় ৩টি বাইকে দুষকৃতী হামলা (Miscreants Attack On Gold Trader) । গয়না-টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট।
শক্তিগড়ের পর এবার কোলাঘাট। ফের জাতীয় সড়কে খুন। গয়না-টাকার ব্যাগ ছিনতাই, ব্যবসায়ীকে গুলি করে চম্পট। দুষকৃতীদের গ্রেফতারের দাবিতে অবরোধ-বিক্ষোভ।
ধর্মতলা, বাঁকুড়ায় বিজেপির জোড়া কর্মসূচিতে আপত্তি (Permission Denied For Twin BJP Rally), হাইকোর্টে (Calcutta High Court) প্রশ্নের মুখে রাজ্য সরকার। কারণ না দেখিয়ে ২ বার অনুমতি বাতিলে সন্দেহ তো হয়ই, মন্তব্য বিচারপতির।
কলকাতা থেকে কোতুলপুর, বিজেপির কর্মসূচি নিয়ে হাইকোর্টে জোড়া অস্বস্তি রাজ্যের। ধর্মতলায় অমিত শাহের সভা নিয়ে বুধবারের মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ। কোতুলপুরের পদযাত্রায় ছাড়পত্র।
দলুয়াখাকিতে সভা, তৃণমূল বিধায়কের মুখে এবার 'বদলা'র সাফাই!
তৃণমূলে দুই গায়কের পর এবার বিজেপির দুই নায়কের লড়াই!
আজ থেকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। ঝলমলে মিথ্যে বুলি ছাড়া কিছুই নয়, খোঁচা শুভেনদুর। বাংলার জিডিপি-র হার জাতীয় গড়ের থেকে বেশি, পাল্টা কুণাল।
জগদ্ধাত্রী পুজোর নবমী। সেজে উঠছে কৃষ্ণনগর থেকে চন্দননগর। মাল্টিক্যামে ঘরে বসেই প্রতিমা দর্শন। এবিপি আনন্দে সরাসরি সম্প্রচার। দিনভর।
West Bengal News Live:ত্রাণ নিয়ে জয়নগর যাওয়ার পথে আজ আটকানো হল এসএফআইয়ের প্রতিনিধি দলকে
ত্রাণ নিয়ে জয়নগর যাওয়ার পথে আজ আটকানো হল এসএফআইয়ের প্রতিনিধি দলকে। জয়নগরে ঢোকার আগে পাঁচপোতায় এসএফআইয়ের প্রতিনিধি দলকে আটকে দিল পুলিশ
West Bengal News Update:এবার বিজেপির সাংসদ-বিধায়কদের জিব টেনে ছিঁড়ে নেওয়ার 'বিধান' দেওয়ার অভিযোগ উঠল জেলা তৃণমূল সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে
ফের 'হুঙ্কার-হুঁশিয়ারি'! এবার বিজেপির সাংসদ-বিধায়কদের জিব টেনে ছিঁড়ে নেওয়ার 'বিধান' দেওয়ার অভিযোগ উঠল জেলা তৃণমূল সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে।
West Bengal News Live:মঙ্গলবার ভোর রাতে হুগলির পোলবার মহানাদ গ্রামে মদের কারখানায় হানা আয়কর আধিকারিকদের
মঙ্গলবার ভোর রাতে রাজ্যে ফের আয়কর হানা। এবার হুগলির পোলবার মহানাদ গ্রামে মদের কারখানায় হানা দিল আয়কর আধিকারিকরা। ভোর সাড়ে ৪টে নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অ্যালপাইন ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডের ওই কারখানায় পৌঁছে যান আয়কর দফতরের বিশাল টিম।
West Bengal News Update:'সিবিআই তদন্ত চাই', দাবি নিহত ব্যবসায়ীর বাবার
আগেও এই দোকানে একাধিকবার দুষ্কৃতীরা হানা দিয়েছে। এবার নিশ্চয়ই পরিচিত কেউ পিছনে ছিল। তাই তো দুষ্কৃতীদের চিনে ফেলায় খুন হতে হয়েছে ছেলেকে, অভিযোগ নিহত ব্যবসায়ীর বাবার। দাবি তুললেন ঘটনার সিবিআই তদন্ত চাই।
West Bengal News Live:সিউড়িতে কালীপুজোর বিসর্জন ঘিরে অনিয়ম রুখতে ব্যর্থ হয়েছে পুলিশ, হোয়াটসঅ্যাপ গ্রুপে সমালোচনা পুলিশ সুপারের
সিউড়িতে কালীপুজোর বিসর্জন ঘিরে অনিয়ম রুখতে ব্যর্থ হয়েছে পুলিশ! এই অভিযোগে, জেলা পুলিশের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে ওসি-আইসি-ডিএসপিদের ভূমিকার কড়া সমালোচনা করলেন খোদ বীরভূমের পুলিশ সুপার। বিষয়টি নিয়ে তদন্ত করার কথাও জানিয়েছেন তিনি।